নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার তরে, মানুষের জন্য...

সৌরভ খাঁন

সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।

সৌরভ খাঁন › বিস্তারিত পোস্টঃ

জীবন যুদ্ধ

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৩



জীবন যুদ্ধে ঠিকে থাকা চাট্টেখানি কথা নয়। কত কিছুর সাথেই না যুদ্ধ করতে হয়। ভিন্ন মতের মানুষের সাথে বোঝাপড়া ভালো হতে হয় আর না হয় শ্ত্রুতা সৃষ্টি হয়। অনেক সময় নিজের মতের বিরুদ্ধে কাজ করতে হয় আবার কখনও বা নিজের মন মত কাজ করতে গিয়ে অন্যের রোষানলে পড়তে হয়। রাত জেগে কাঁদতে হয় আবার ভোরবেলা পরিবারের কথা ভেবে নতুন আশার সঞ্চার করে নতুন দিন শুরু করতে হয়। পড়া-লেখা করতে না পেরেও আব্বু আম্মুকে বলতে হয় স্টাডির অনেক চাপ, আবার পরীক্ষা আসলে অমানুষিক পরিশ্রম করতে হবে পাশ করার জন্য। অবশ্য পরীক্ষার হলের পাশের বন্ধুগুলোও অনেক হেল্পফুল হয়। হয়তোবা এবারও এর ব্যতিক্রম হবেনা। সবার সাথে হাসি মুখে কথা বলাটা নিজের কাছে সবচেয়ে বিরক্তিকর একটি কাজ মনে হয়। আর মনের দুর্বলতা জানালে এটিই হয়তো অন্যের বিনোদনের মাধ্যম হবে। সুতরাং, মরে যাও তবুও অন্যকে হাসানোর মানে হয়না। এটি যে যুদ্ধক্ষেত্র ভুললে চলবেনা! তুমি যাকে মন থেকে ভালো চাইবে সেই তোমাকে একদিন দোষবে এই বলে যে তুমিই তার সকল অমঙ্গলের কারণ। এ পৃথিবীর মানুষ বড় পাষাণ! এরা চায় তুমি সব সময় কাঁদো। কাঁদানোর মধ্যে আলাদা একটা মজা আছে। এক সময় সময়ের গতিতে তুমি পাথর হবে, আবেগ হারিয়ে ফেলবে। ভালোবাসার অর্থ তোমার কাছে নিরর্থক মনে হবে। মাঝে মাঝে কালো ধোয়া বুক ভরে নিয়ে ফুসফুস জ্বালাতে চেষ্টা করবে। মরলে নেশাগ্রস্থ খারাপ ছেলে আখ্যা পেয়ে মরবা আর বেঁচে থাকলে সকালের চায়ের চুমুক আর রাতের রসহীন টকশোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। একদিন সবাইকে রেখে পৃথিবীর বুকে চলে যাবে। তখন অনেকে কাঁদবে, অনেকে ভালো মানুষ ছিলে এই উপাধিটাও দিবে। একজন শুধু বুঝবে তুমি অনেক কিছুই পাওনি যা তুমি চেয়েছ! ততক্ষণে তোমার জীবনের সব চাওয়া পাওয়ার হিসেব শেষ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.