![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।
একটি ছেলে কিংবা মেয়ের জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ সময় হল তার যৌবন কালের সূচনালগ্ন সময়টা। তখন মন চায় রঙ্গীন স্বপ্ন দেখতে তবে নিজের জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্তগুলি এই সময়ে নিতে হয়। এ বয়সে কত যে ফুলের মধু নেওয়া যায় তা আর নাই বললাম! তাই তো সবাই বলতে চায় যৌবন আমার মিষ্টি মধুর। কিন্তু কেউ একবার ও ভাবেনা এই মধুর মধ্যে কোন ভেজাল নাই তো! যখনই ভেজাল ধরা পরে তখন থেকে সব মধুই ভেজাল মনে হয়। আমার বাবা আমার যৌবনের শুরুতে একদিন কাছে ডাকলেন আর আমাকে বলতে লাগলেন, “বাবা, তুমি এখন অনেকটা বুঝার সামর্থ্য রাখো। তুমি যে বয়সে উপনিত হয়েছ সে বয়স হচ্ছে একটি ফুল বাগান। সেখানে অনেক ফুল থাকবে। এই ফুলগুলো সবাইকে আকর্ষণ করবে যেগুলোর কাছে গেলে কিছু সময় তোমার মধুর মনে হবে। কিন্তু তুমি যদি কিছুদিন সবুর করে ফুলগুলোর পাশে না যাও আমি তোমাকে এক ঔষধী গাছ এনে দেব যে সবাইকে আকর্ষণ করবেনা তবে তোমার জীবনের সকল রোগে ঔষধের ভূমিকা পালন করবে।”
আমার বাবা যে কথাটা ঐদিন বলেছিলেন আজ আমি বাস্তবতা দেখে সেই কথাটার মর্মার্ত অনুধাবন করতে পারছি। তাই সকল বাবাই যেন উনার ছেলে-মেয়েকে তাদের যৌবনের শুরুতে লজ্জার ভয় না করে বলতে পারেন “জীবন তোমার মিষ্টি মধুর, যৌবনে করতে পারো যদি সবুর।”
©somewhere in net ltd.