নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার তরে, মানুষের জন্য...

সৌরভ খাঁন

সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।

সৌরভ খাঁন › বিস্তারিত পোস্টঃ

মানুষ মরে গেলে বেঁচে যায়। আর বেঁচে থাকলে পঁচতে পঁচতে বদলায়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

জটিল সমীকরণ মানেই জটিল! জীবনটাই আসলে একটা জটিল সমীকরণ। এই সমীকরণের সমাধান বের করা আরো জটিল। একটু প্যাচ লাগলেই দুই লাইনের জায়গায় বিশ লাইন লাগে। এই ধরুন কাউকে কষ্ট দিতে না চাওয়ার পরেও যদি কেউ কষ্ট পায় সেই কষ্ট দূরীকরণে আরো তিন লাইন বেশী কষ্ট করা লাগে। মরণের আগে সবার অনুভূতি ভোতা করে মরতে হবে এটাই মনে হয় রীতি। রীতির বাইরে তো আর কোন কিছু করলে দৃষ্টিনন্দন হবেনা। তাই তো যার অনুভূতি ভোতা হয় সে অন্যের অনুভূতি ভোতা করতে থাকে ইচ্ছা কিংবা অনিচ্ছায়।। রক্তাক্ত প্রান্তরে পড়েছিলাম, "মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়; কারণে-অকারণে বদলায়, সকালে-বিকালে বদলায়।" আর আমি বলব, "মানুষ মরে গেলে বেঁচে যায়। আর বেঁচে থাকলে পঁচতে পঁচতে বদলায়।" এই পরিত্যক্ত পৃথিবী কোন সুস্থ মানুষের জন্য নয়। যাদের হৃদয় পঁচে-গলে শেষ তারাই এ পৃথিবীর জন্য যোগ্য বাসিন্দা। মনকে কবর দিয়ে দাও। যদি দিতে না পার তবে চুপ করে সব সহ্য কর। এরপরেও স্বপ্ন দেখতে থাকো... যদি তাও না পার স্বপ্ন তৈরী করে সেটা দেখো। তবেই শেষ পর্যন্ত তুমি পৌছাতে পারবে। অতঃপর বিশ লাইনের অঙ্ক শেষ করে বুকের মধ্যে ব্যথা জমা করে মুখে হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে স্বপ্নের দেশে চলে যাও আর answer: X=0 অথবা X=1 লিখে যাও। যদি ০ সত্য হয় তবে তোমার জীবন ব্যর্থ, আর যদি 1 সত্য হয় তবে তুমি জীবনে কোন ভুল করনি... তোমার জীবনের প্রত্যেকটি হিসেব সঠিক হয়েছে। আর যদি উভয়ই সত্য হয় তবে তুমি ছিলে রক্তে মাংসে গড়া পঁচন ধরা হৃদয়ের একজন মানুষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.