নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার তরে, মানুষের জন্য...

সৌরভ খাঁন

সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।

সৌরভ খাঁন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭


আমি ভালোবাসা দেখেছি মায়ের হাতের নরম ছোয়ায়,
আমি ভালোবাসা খুজেছি বাবার ঐ ঘামে ভেজা জামায়;
আমি ভালোবাসা পেয়েছি বোনের মিষ্টি ভালাবাসায়,
আর পেয়েছি ভাই এর দুষ্টামি মিশ্রিত চেহারায়।

আমি ভালোবাসা খুজি আমার দাদুর শুভ্র শীতল চেহারায়,
অতঃপর আমি নিজের চেহারা দেখি ঐ আয়নায়;
যেখানে নিজেকে দেখলে মনে হয় অচেনা;
আমি তো এমন ছিলামনা নাকি ছিল অজানা?

ভালোবাসা পাগল আমি ছিলাম সবসময়;
তাইতো প্রিয় মানুষগুলোকে জ্বালাতন করি সময় অসময়।
আমি আমার প্রিয় বন্ধুগুলোকে বকা দিয়েও বুকে টানি,
তাইতো তারা মন থেকে ভালোবাসে আমি এটি ভালো করেই জানি।

আমি আমার প্রিয়তমার অভিমান মিশ্রিত ভালবাসা,
মেঘের অন্ধকারে ও সেই আমার নীল আকাশের সাদা নকশা;
প্রিয় মানুষগুলো সবসময় অনেক ভালো থাকুক এই মোর আশা,
শুধু পেতে চাই আমি সবার আস্থা, বিশ্বাস আর ভালোবাসা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৮

অরুনি মায়া অনু বলেছেন: তবুওতো অনেক ভালবাসা দেখেছেন | অনেকের ভাগ্যে এটুকুও জোটেনা |
কাঙ্খিত সব ভালবাসা আপনার হোক এই কামনাই করছি |

২০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮

সৌরভ খাঁন বলেছেন: অনেকের চেয়ে আমি ভাগ্যবান এটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭

আনিসা নাসরীন বলেছেন: ভালবাসা গুলো যত্নে রাখুন।

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৫

সৌরভ খাঁন বলেছেন: আমরণ চেষ্টা অব্যাহত থাকবে। :)

৩| ২০ শে জুলাই, ২০১৬ রাত ২:০১

গেম চেঞ্জার বলেছেন: ভালো লাগলো।

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৬

সৌরভ খাঁন বলেছেন: ভালো লাগাটাই আমার স্বার্থকতা। ধন্যবাদ।

৪| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

অশ্রুকারিগর বলেছেন: আনিসা নাসরীন বলেছেন: ভালবাসা গুলো যত্নে রাখুন।

ভালোবাসা পড়ে ভালো লাগলো।

২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৭

সৌরভ খাঁন বলেছেন: ভালো লাগাটাই আমার স্বার্থকতা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.