![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।
ছেলেটি আজকের সূর্য দেখে ভেবেছিল যেহেতু নীল আকাশ সুতরাং মেঘ কেটে গেছে। কিন্তু পরে বুঝতে পারল আসলে এ মেঘ কাটার নয়, মেঘলা আকাশকেই সাথে নিয়ে দিন কাটাতে হবে। তাই তো কিছু আবেগ, কিছু মায়া, কিছু দিবাস্বপ্ন যেগুলো মরিচীকা ছাড়া কিছুই না সেগুলোকে ছেলেটি আজ আড়ি দিল। চরম বাস্তবতা আর আত্মবিশ্বাসকেই পুঁজি করে ছেলেটি আজ ঘর থেকে বের হল। হয়তো একদিন খুঁজে পাবে ছেলেটি তাঁর কাঙ্খিত নীল আকাশ। যদি না ও পায়, মেঘলা আকাশের মধ্যেই মাঝে মাঝে খোজ নেবে উত্তরের ঐ দিগন্তের শেষ রেখার। আর যাই হোক ছেলেটি গন্তব্যের বাইশ নম্বর সিড়িতে পা রেখেই বুঝতে পারল আবেগ দিয়ে অন্তত জীবন চলেনা। দিনটা অনেকের কাছে কিছুইনা আর ছেলেটির কাছে ছিল একবুক আশা জমানো দিন। কিছু একটা হবে ভেবেও কিছুই হলোনা! না হোক, আকাশ টা তো আছে। হোক সেটা নীল কিংবা মেঘলা! একটাই তো আকাশ! যখন অবসরে চোখ আটকে যাবে আকাশে তখন ভাবতে তো পারবে কোন একদিন ঐ আকাশটা তাঁর ছিল! এটাই তো বিরাট কিছু। মেঘলা আকাশ; রংধনু ঊঠবে... আজ কিংবা কাল। ৮ই নভেম্বর অনন্তকাল এ পৃথিবীতে আসবে। হয়তো রংধনু দেখার আশায়। রাত হয়েছে। ছেলেটি অনেক ক্লান্ত, ঘুমাতে যাবে...
©somewhere in net ltd.