নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার তরে, মানুষের জন্য...

সৌরভ খাঁন

সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।

সৌরভ খাঁন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নদোষ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

-কেমন আছো তুমি?
-মনে আছে এখনো?
-প্রশ্নের উত্তর পাইনি আমি।
-হুম ভালো আছি অনেক। তা তুমি?
-আছি ভালো। আরেকটু ভালো থাকতাম জীবনে কোন বিশ্বাসঘাতকের সাথে আবেগ সওদা না করলে। অন্তত মনের মধ্যে কোন পীড়া থাকতোনা।
-যাক, মনে তো রেখেছো। এই তো অনেক।
-কি করা হয় এখন?
-আছি ছোটখাটো একটা ব্যবসা নিয়ে। আর সাথে আবেগ বিক্রি করি।
-আগের মতই রহস্যঘেরা মানব তুমি। আবেগ বেঁচে কেমনে মানুষ?
-জানিনা। তোমাকে হারানোর পর লেখালেখি করে দেখলাম ভালোই সাড়া পেলাম। তারপর থেকে আবেগ বেঁচার কাজ করি।
-হইছে! পেঁচাল বন্ধ করো। বউ তো দেখলাম ভালোই সুন্দর। ভালোবাসো অনেক তাইনা?
-হুম। বাসতে হয়। কষ্ট নিয়ে মানুষ কয়দিন বাঁচে বলো?
-এত বদলালে কেমনে?
-আশা করেছিলে কাঁদবো এখনো আর নিকোটিনের ঘরে বসত করবো?
-আমি কি কখনো এমনটা বলেছি? তা সুখে আছো বুঝলাম।
-হুম সুখে আছি। ও আমাকে অনেক ভালোবাসে। তার চেয়ে বড় কথা সম্মান করে।
-যাক! ভালো থাকলেই হলো। ভাবছিলাম কখনো কথা বলবনা আর তোমার সাথে।
-তা কি ভেবে কথা বললে?
-আমাকে ছাড়া কেমন আছো তা জানতে।
-আমার গিফটগুলো কই?
-এখনো আশা করো ওগুলো পাওয়ার?
-আমার জন্যই জমা করে রেখেছিলে তো আমিই তো আশা করতে পারি।
-ভাবছিলাম সময়ের স্রোতে নিজেকে পুরোপুরি পালটে ফেলেছ। কিন্তু দেখছি বোকা বোকা কথা এখনো বলো। ঐগুলো সব ফেলে দিয়েছি। সাথে তোমার দেয়া ঈদ কার্ড ও।
-মনে পড়েনা এই বেঈমানটার কথা?
-না। সাংসারিক কাজে নিজেকেই ভুলে যাই মাঝে মধ্যে। আর তোমাকে মনে করবো?
-একটু আগে যে বললে মাঝে মধ্যে পীড়া দেয়?
-খুব ধরতে জানো কথা আগের মত! বউ এর সাথেও এ রকম কর?
-আগের মত থাকলে তো! তোমার সাথে যতগুলো ভুল করেছি তার প্রতিটা সংশোধন করেই ওর সাথে চলছি।
-আমি আগেই বলতাম এক সময় আমি চলে গেলে বুঝবে। শুনোনি তখন।
-চলে যাওয়ার আগ পর্যন্ত কথাটির মূল্য বুঝিনি।
-ভালোবাস বৌকে?
-বুঝতে চাই।
-আমাকে মনে পড়ে?
-মন থেকে চাই সবসময় যেন মনে না পড়ে।
-এত যখন ভালোবাসতে তাহলে এতটা অবিশ্বাস করতে কেন?
-ভয়ে।
-আর বিশ্বাস ভাংগছিলে কেন?
-আমাকে ছোট করতে ভাল লাগে এখনো? তবে এখন বিশ্বাসের মূল্য বুঝি।
-আমাকে একবার ও আমার স্বামীর কথা জিজ্ঞেস করলেনা?
-কি দরকার?
-তোমার বৌ এর কথা তো আমি জিজ্ঞেস করেছি।
-আমার জানার কোন ইচ্ছে নেই।
-আগের মতই হিংসুক রয়ে গেলে।
-শুধু তোমার ব্যাপারেই হয়তো! তবে তুমি ভালো থাকলেই হলো।
-এখন যদি আমাকে পাওয়ার সুযোগ থাকতো তুমি কি করতে?

(এই উঠো, অফিসে যাবেনা? ৯টা হয়ে গেছে। টেবিলে তোমার জন্য নাস্তা রেখেছি।)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫

মাহমুদুর রহমান বলেছেন: সম্পর্ক ভাঙ্গা-গড়ার পেছনে সবচেয়ে বেশী অবদান আবেগ নামক এক মানসিক অবস্থার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০০

সৌরভ খাঁন বলেছেন: সহমত জ্ঞাপন করছি।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১

সৌরভ খাঁন বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩

সৌরভ খাঁন বলেছেন: ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্য। চেষ্টা করবো যেন ভালো লাগার মত যেন কিছু করতে পারি।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

নীল আকাশ বলেছেন: হেডিং দেখে তো আমি ভিমরি খেয়েছিলাম। যাক কথোপকথন টা ভালো লেগেছে...........।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৫

সৌরভ খাঁন বলেছেন: জ্বী ভিমরি খাওয়াটাই স্বাভাবিক। তবে স্বপ্নের মধ্যে অপ্রত্যাশিত কিছু হওয়াটাই কি স্বপ্নদোষ না? :P সে হিসেবে এই স্বপ্নটা আমার জন্য স্বপ্নদোষই বৈকি!

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সৌরভ খাঁন বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.