![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত উল্লেখযোগ্য কেউ হতে পারি নি।
ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের দেশের কথিত বুদ্ধিজীবিদের চেতনায় টান লাগে। টিভি টকশো তে তখন বাংলা ভাষার সে কী মর্যাদা।বাংলাদেশের সব ক্ষেত্রে বাংলা প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে সেসব বুদ্ধিজীবীরা ঐ এক ঘন্টার টকশোকেই যথেষ্ট মনে করেন। কিন্তু ওহে বুদ্ধিজীবীগন বেশী না শুধু নিচের দুইটি প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন??
.
১| দাম দিয়ে কেনা বাংলাদেশে কেনো "ইংলিশ মিডিয়াম" স্কুল?
.
২| উচ্চ শিক্ষার জ্ঞান প্রচারের মাধ্যম কেনো ইংরেজি ভাষা?
.
আমি জানি আপনারা হয়তো বলবেন ইংরেজি আন্তর্জাতিক ভাষা তাই ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষ করার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আর উচ্চ শিক্ষায় ইংরেজি হচ্ছে জ্ঞান প্রচারের মাধ্যম। কিন্তু আমার মনে হয় "ইংরেজি ভাষা" টা যদি কেউ শিখতে চায় তবে তার সর্বোচ্চ ১ বছর লাগবে। আমরা যারা স্কুল কলেজে বাংলা মাধ্যমে পড়েছি তাদের অন্যতম ভয়ের বিষয় ছিল ইংরেজি । কারণ আমাদেরকে ঐ ১২ বছর ইংরেজি ভাষার পরিবর্তে শুধুমাত্র ইংরেজি ব্যাকরন গেলানো হয়েছিল। যার ফলস্বরূপ উচ্চ শিক্ষায় শিক্ষিত অধিকাংশ মানুষই ইংরেজি পারে না।
.
আপনি জানেন কী, আপনি যদি জার্মানি বা জাপানে উচ্চ শিক্ষার জন্য যান তাহলে আপনাকে ইংরেজি নয় সে দেশের ভাষা শিখে যেতে হবে।
.
আর আমাদের দেশে শুধু ফেব্রুয়ারি মাস আসলেই বাংলা ভাষার দাম বেড়ে যায়।
.
ওহে বুদ্ধিজীবীগন টক শোতে প্যাক প্যাক না করে সেই সময়টা দেশের জন্য কাজে লাগান। দেশ না এগিয়ে যাবে কোথায়? কারণ
#আমারাই_বাংলাদেশ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
Shahadat Shuvo বলেছেন: হুম সর্বত্র ছড়িয়ে পড়ুক প্রিয় বাংলা ভাষা
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: পৃথিবীর সব প্রান্তে যেনো বাংলা ভাষা ছডিয়ে পরে এটাই চাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
Shahadat Shuvo বলেছেন: হুম প্রাণের বাংলা ভাষাকে সব জায়গায় দেখতে চাই
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: সর্বস্তরে বাংলা চাই।