নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুভ। ব্লগে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাল ভাল লেখা পড়া। আমি নিজে ভাল লেখক নই, তবে ভাল লিখা পড়তে ভালবাসি। তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে। আর আমি একজন খেলাখোর। \"মাশরাফি বিন মর্তুজা\" ভাইয়ার তুখোড় ভক্ত।

Shahadat Shuvo

নিজের সম্পর্কে বলার মত উল্লেখযোগ্য কেউ হতে পারি নি।

Shahadat Shuvo › বিস্তারিত পোস্টঃ

হাতের মুঠোয় "মাশরাফি"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

"মাশরাফি" বইটা পড়ছি আর একটা গোরের মধ্যে আছি। একজন মাশরাফি যে এতটা বড় মাপের মানুষ তা এই বইটা না পড়লে বুঝতাম না। দেবব্রত মুখোপাধ্যায় দাদা শুধু একজন ক্রীড়া সাংবাদিক নয় একজন অসাধারণ লেখকও বটে। বইটা হাতে পাওয়ার পর সব কিছু ভুলে গিয়ে শুধু ওটা নিয়েই পড়ে ছিলাম। এখন প্রায় শেষ পর্যায়ে এসে পড়া বন্ধ করে দিয়েছি। আরো কিছু পৃষ্ঠা বাকি আছে। পড়া বন্ধ রেখেছি কারন পড়লেই তো শেষ। মাশরাফি ভাইয়া এমন একজন মানুষ যার জীবনের বিষয়গুলো এত তাড়াতাড়ি শেষ হতে দিতে চাই না। আপনি একজন ক্রিকেট প্রেমী হোন কিংবা না হোন আমি অনুরোধ করবো বইটা পড়ে দেখার জন্য। কারণ আপনি এখানে ক্রিকেটার মাশরাফিকে যতটা না পাবেন তার চেয়ে বেশী পাবেন মানুষ মাশরাফিকে।
.
বেশী না মানুষ মাশরাফির একটা মাত্র উদাহরন দেই বইটা থেকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ জেমী সিডন্সের কারণে মাশরাফি ভাইয়া ২০১১ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেন নি এটা কম বেশী অনেকেই জানি। কিন্তু আমরা এটা কি জানি যে এই সিডন্সেকে যখন বিসিবি কোচ হিসেবে আর মেয়াদ না বাড়ানোর চিন্তা করলো ঠিক তখনই "মানুষ মাশরাফি" বিসিবিকে অনুরোধ করেছিল সিডন্সকে অনন্ত যেন ব্যাটিং কোচ হিসেবে হলেও রাখা হয়। হুম এটাই আমাদের ক্যাপ্টেন ।
..
এরকম "মানুষ মাশরাফির" আরো অনেক ঘটনা আপনি জানতে পারবেন বইটা পড়লে। যা হয়তো আপনার মানবতা আগের থেকে একটু হলেও বাড়িয়ে দিবে।
..
পরিশেষে দেবু দা'কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য । মাশরাফি ভাইয়ার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ খেলার স্কোর সহ তাঁর জীবনের অতি অজানা বিষয়ও এই বইতে উঠে এসেছে। এবার চিন্তা করুন দেবু দা কী পরিমাণ কষ্ট করেছেন।
..
আমি অতি ক্ষুদ্র মানুষ, একটা অসাধারণ বইয়ের রিভিউ কিভাবে লিখতে হয় তা আমার জানা নেই। তাই শুধুমাত্র আমার নিজের অনুভূতিটাই এখানে প্রকাশ করলাম।
..
বইটা প্রাপ্তির স্থান:
একুশে বই মেলায় ঐতিহ্যের স্টলে পাবেন বইটি। স্টল নং- ২৫৮, ২৫৯, ২৬০
..
আপনি ঘরে বসেই আজকেরডিল.কম এ অর্ডার দিয়েও খুব সহজেই বইটা পেতে পারেন।
..
এছাড়াও পাওয়া যাবে স্বপ্ন সুপারশপ ১২ টি আউটলেটে (উত্তরা সেক্টর-৩, উত্তরা সেক্টর-৬, উত্তরা সেক্টর-১১, গুলশান ১, ধানমন্ডি, সেন্ট্রাল বাসাবো, পশ্চিম বাসাবো, ওয়ারী, টিকাটুলি, কাজীপাড়া, মনিপুরী পাড়া ও খিলখেত)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

মহা সমন্বয় বলেছেন: বইটা পড়তে হবে,, মাশরাফি বলে কথা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

Shahadat Shuvo বলেছেন: হুম পড়ে ফেলুন আশা করি উপকৃত হবেন

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

নিশি মানব বলেছেন: আমিও পড়তে চাই। কিন্তু সমস্যাটা হলো পকেট লাল বাত্তি।
বাত্তিটা নিভুক আজ্ঞে। তারপরে না হয় এনার্জি বাল্ব চালাবো। মানবতার এনার্জি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

Shahadat Shuvo বলেছেন: হা হা হা। ভালোই কথা জানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.