নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুভ। ব্লগে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাল ভাল লেখা পড়া। আমি নিজে ভাল লেখক নই, তবে ভাল লিখা পড়তে ভালবাসি। তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে। আর আমি একজন খেলাখোর। \"মাশরাফি বিন মর্তুজা\" ভাইয়ার তুখোড় ভক্ত।

Shahadat Shuvo

নিজের সম্পর্কে বলার মত উল্লেখযোগ্য কেউ হতে পারি নি।

Shahadat Shuvo › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

মাশরাফি ভাইয়াকে নিয়ে আমার পাগলামি দেখে আমার ছোট ভাই মাশরাফি ভাইয়াকে নিয়ে একটা কবিতা লিখেছে। ইচ্ছে হলে পড়ে দেখবেন।
"মাশরাফি বিন মর্তুজা"
শারিয়ার হোসেন
.
মাশরাফি বিন মর্তুজা এই বাংলার প্রান,
তাই আমি গেয়েছি তাঁর এই গান।
বোলার তিনি একজন ফাস্ট,
ব্যাটিং এ ও তাঁর রান থাকে মাস্ট।
তাঁর মতো খেলোয়াড় আমরা কোথায় পাই?
দলে না থাকলে তিনি, দল হয়ে পড়ে অসহায়।
তিনি যেন বাংলার উজ্জীবিত বাঘ,
গায়ের জার্সিটা যেন তাঁর ডোরাকাটা দাগ।
তাঁর মতো খেলোয়াড় আর খুঁজে পাবে নাকো,
এবার থেকে তাঁকে নিয়ে সব তর্ক রাখো।
যেমনি আছেন খেলায়, তেমনি আছেন মজায়,
তাঁর মতো হাসিখুশি মানুষ আমি আর কোথায় পাই?
থাকলে তিনি দলে, উৎসাহ পায় দল,
দলে থাকলে তিনি সবাই পায় বল।
তাঁকে পেলে সবাই খেলে বেশ,
তাঁর গুন গুলো লিখে করা যাবে না শেষ।
এখানে তাই আমি করলাম শেষ,
মাশরাফি ভাইয়ার উপর আশাবাদী সারা বাংলাদেশ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

Atsboyarif বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.