![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি আমি আমিই, তবু আমি আমার মাঝে বেচে থাকি নতুন কিছু নিয়ে, আর তাই প্রতিটি দিন নতুন করে জন্ম দেই নিজেকে।জানি বড় দূর্বোধ্য এই আমি, তবু বদলে নিতে চাই আজ আমার পৃথিবীকে।
মাঝেমধ্যে মানুষ ভুল বোঝে, কখনো-বা শুদ্ধতায় ভুল খোঁজে। মানুষ বড়োই বিচিত্র। চিন্তার ঋদ্ধি ও দৈন্যে; বোধের উৎকর্ষে ও অপকর্ষে বৈচিত্র্যময় তাদের মানস।
মাঝেমধ্যে মানুষের আচরণে কষ্ট পাই, অভিমান হয়। অতঃপর নিজের কষ্ট দেখে নিজেই বিস্মিত হই। কেন, অন্যের আচরণে ইলিগেল অভিমান জাগে? সকলেরই তো নিজস্বতা ও ব্যক্তিস্বাতন্ত্র্য বলে একটা ব্যাপার আছে! হে মানুষ তোমার আচরণে দুঃখ পেয়েছি বলে আমি দুঃখিত, কারণ দুঃখ পাবার অধিকারও আমার নেই।
২| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
মানজুরুল হাসান শুভ বলেছেন: ভাল লেগেছে... ☺
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: মাঝেমধ্যে মানুষের আচরণে কষ্ট পাই, অভিমান হয়, হতে পারে।
ব্লগে স্বাগতম।