![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি আমি আমিই, তবু আমি আমার মাঝে বেচে থাকি নতুন কিছু নিয়ে, আর তাই প্রতিটি দিন নতুন করে জন্ম দেই নিজেকে।জানি বড় দূর্বোধ্য এই আমি, তবু বদলে নিতে চাই আজ আমার পৃথিবীকে।
খেলার বিষয়ে নাসির কেন জানি এখন মোটেই সিরিয়াস না। প্র্যাকটিসেও আসে না। ১২টা মোবাইল ফোন সেট নিয়ে সে ঘোরে। আশির বেশি বান্ধবী তার। এই মুহুর্তে তার মতো শৃঙ্খলা বিরোধী দ্বিতীয় কেউ নেই!
- নাজমুল হাসান পাপন
সোর্সঃ চ্যানেল আই অনলাইন!
ক্রিকেটারদের অভিভাবক বলা হয় যাদের তারাই যদি লাগামহীন কথাবার্তা বলেন তাহলে হবে কি করে? ধরে নিলাম নাসিরের ৮০টা গার্লফ্রেন্ড, ১২টা মোবাইল নিয়ে ঘোরে। তাই বলে কি বিসিবি বস মিডিয়াতে এটা প্রকাশ করতে পারেন?
সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নাসির যদি শৃঙ্খলা বিরোধী খেলোয়াড়ই হয়ে থাকে তাহলে কেনো তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো? নাকি এখানেও পল্টি আছে? >.<
একটা প্লেয়ারের ফর্ম নষ্ট করতে বিসিবি বসের এমন মন্তব্যই যথেষ্ট। পাপন সাহেব মিডিয়াতে এসব প্রকাশ না করে উনি নিজেই নাসিরকে বুঝাতে পারতেন। এভাবে মিডিয়ার হট নিউজে বলার কোনো দরকার ছিলো না -_-
২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭
রাসেল বলেছেন: his comments confused me is he eligible for the position or not.
৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ছেলেটা আর খেলতে পারবেনা। পাপন মিয়া কী করবেন!
৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
আবুল হাসান নূরী বলেছেন:
পাপন সাহেবের আগের বিসিবি সভাপতি মোস্তফা কামাল বলেছিলেন,
"মুশফিক হোটেলে নিজের রুমে বসে থাকে। কে কি করে তার খোঁজ রাখে না। কে কি খায় তাও জানে না। এবার বোর্ডের কাছে প্রস্তাব করবো তিন ফর্মেটের খেলার জন্য আলাদা আলাদা অধিনায়ক করার জন্য। এতে ক্রিকেটের ভালো হবে।
"প্রতিদিন অনেক টাকা টিএডিএ দেওয়া হয়। কিন্তু তারা খেলার আগে খায় বিরিয়ানি। তাদের তো টাকা কম দেওয়া হয় না। টাকা কি করে। এরপর থেকে তাদের টিএডিএ কমিয়ে দেওয়া হবে।"
Click this link
৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নাসির যদি শৃঙ্খলা বিরোধী খেলোয়াড়ই হয়ে থাকে তাহলে কেনো তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো?
৬| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫
জুবায়ের ২০১৬ বলেছেন: গার্লফ্রেন্ডের সাথে পারফর্মেন্সের সম্পর্ক খুঁজে পেলাম না।
৭| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯
মানজুরুল হাসান শুভ বলেছেন: তাসকিন-সানী আইসিসি এর ষড়যন্ত্র এর শিকার আর নাসির বিসিবির ষড়যন্ত্রের শিকার!! কোন তফাৎ নেই.......
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: বারোটা মোবাইল আর আশিটি গার্লফ্রেন্ড থেকে যদি কেউ ভাল খেলে তাতে সমস্যা কি