![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।
আমি একজন নতুন সদস্য এই ব্লগে। ইন্টারনেট সার্ফিং করছিলাম। লেখক অপর্ণার" নবনীতার ডায়েরি" পড়লাম। খুব প্রাঞ্জল ভাষা। খুব ভালো লেগেছে। এই ভালো লাগাটা জানানোর জন্যই এই ব্লগের সদস্য হয়ে গেলাম।
আমরা সম্ভবত একজন শক্তিশালী লেখকের আবির্ভাব এর ঘটনা প্রত্যক্ষ করছি।
আমি নিজেও লেখার সাথে জড়িত। ফেসবুকে মূলত লিখতাম কবিতা, গল্প বা আমার তোলা ছবি পোস্ট দিতাম। কারণ, ব্লগ ব্যাবহার করাটা একটু জটিল মনে হতো আমার কাছে। তারচেয়ে ফেসবুক ব্যাবহার করাটা একটু সহজ লাগে আমার কাছে।
ফেসবুক বন্ধ থাকায় আবার ব্লগিং এ এলাম।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: এক হিসেবে ফেসবুক বন্ধ হয়ে ভালোই হলো। ব্লগিং এর প্রতি অনেকেরই মনোযোগ আবার ফিরে এসেছে এমন মনে হচ্ছে। ব্লগিং আনন্দময় হোক শুভ্রা।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
শুভ্রা হক বলেছেন: মুন ধন্যবাদ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
শুভ্রা হক বলেছেন: অপর্ণা, ঠিক বলেছেন।
এজন্যই হয়তো বলা হয়ে থাকে" সব জিনিসেরই ভাল-মন্দ দুটো দিকই আছে।
ধন্যবাদ।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: ফেসবুক বন্ধ থাকায় আবার ব্লগিং এ এলাম -- তা ভালো করেছেন। তবে আশাকরি ফেইসবুক খুলে যাবার সাথে সাথেই আবার প্রস্থান করবেন না।
ব্লগে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ স্বাচ্ছন্দ্যের হোক, আনন্দময় হোক!
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
শুভ্রা হক বলেছেন: ্বাগতম জানানোর জন্য ধন্যবাদ আহসান ভাই। তবে আমার পোস্টগুলো প্রথম পেজে দেখাচ্ছে না কেন বলতে পারেন ? আমি ব্লগিং এর নিয়ম গুলো ভালো বুঝি না।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগে পুনরায় স্বাগতম শুভ্রা ||