নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।\nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।\nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

শুভ্রা হক

আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।

শুভ্রা হক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন নিয়ে থেকে

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

প্রতি রবিবার " স্বপ্ন নিয়ে " পাতাটা পড়তে খুব ভালো লাগে । একজন মানুষ কিভাবে অনেক কষ্টের পথ পেরিয়ে সফলতার দেখা পান জানতে পারি।
আজ "স্টিভেন স্পিলবার্গ " এর কথা ছাপা হয়েছে। সেখান থেকে ভালো লাগা কি ছি লাইন আপনাদের সাথে শেয়ার করলাম-

"বাবার ইচ্ছায় আমাকে ইংরেজি বিষয়ে মেজর করতে হলো। কারণ, তিনি বলেছিলেন, ‘তোমার একটা দ্বিতীয় পরিকল্পনা থাকা উচিত। যদি চলচ্চিত্রের দুনিয়ায় ভালো কিছু করতে না পারো, অন্তত শিক্ষকতা করতে পারবে।"

"হ্যাঁ, আমি জানতাম, শিক্ষকতা একটি মহান পেশা। এবং আমি এটাও জানতাম যে শিক্ষকেরা সেই মহানায়ক, যাঁরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক পান।"

"যখন তোমার একটা স্বপ্ন থাকবে, তুমি নিশ্চিত থাকো, স্বপ্নটা একদিন পূরণ হবেই। তুমি কখনোই জানবে না তোমার জীবনে কী ঘটতে যাচ্ছে। স্বপ্ন সব সময় পেছন দিক থেকে আসে। স্বপ্নকে কখনোই তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে না।

আমি সব সময় আমার সন্তানদের বলি, তোমার সহজাত ইচ্ছার কথা শোনো। তোমার ভেতরের সত্তা তোমাকে ফিসফিস করে কী বলছে, সেটা শোনো। সে কখনো চিৎকার করবে না। সুতরাং তার ফিসফিসানি তোমাকে শুনতে হবে। তাই প্রতিদিন তোমার নিজের বুকে কান পাতো। যদি তুমি কিছু শুনতে পাও এবং সেটা তোমার হৃদয়কে নাড়া দেয়, তবে বাকি জীবনটা সেই কাজের জন্য ব্যয় করো। আমরা নিশ্চিতভাবেই তোমার কাছ থেকে উপকৃত হব।"


সংক্ষেপিত। ইংরেজি থেকে অনুবাদ মারুফ ইসলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: স্বপ্ন তো অনেক কিছুই ছিল/ আছে, সবকিছুর বাস্তবায়ন আসলে ঘটে না

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

শুভ্রা হক বলেছেন: আমি তা জানি না। তবে জানি লেগে থাকতে হয়। টাই কষ্ট হলেও এখনো লেগে আছি, আশা ছাড়িনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.