নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।\nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।\nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

শুভ্রা হক

আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।

শুভ্রা হক › বিস্তারিত পোস্টঃ

ভেন্ডিং মেশিনে ছোট গল্প!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

এই ভেন্ডিং মেশিন আপনার পেটের খিদে মেটাবে না কিন্তু আপনার মনের খিদে মেটাবে ।

“ভেন্ডিং মেশিন”- শুনলে কি ভেসে ওঠে আমাদের চোখে? চকলেট, সিগারেট বা পানীয়।

কিন্তু এই ভেন্ডিং মেশিনে আছে ৬০০ছোট গল্প।

দক্ষিণ ফ্রান্সের শহর গ্রেনব্লে- তে ৮ টি “ভেন্ডিং মেশিন” বসান হয়েছে যাতে করে ১, ৩, ৫ মিনিটের ছোট গল্প থাকছে।
সেখান থেকে পাঠকরা ছোট গল্প প্রিন্ট করে নিতে পারবেন ।

তথ্য সূত্র- ইন্টারনেট

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: ওয়াও! এটা আমাদের দেশেও দরকার!

সাহিত্য ও গল্প পিপাসুদের জন্য লোভনীয় মেশিনই এইটা!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

শুভ্রা হক বলেছেন: আমাদের দেশে তো ভাতই জোটে না। এটা একটু বিলাসিতা হয়ে যাচ্ছে না রক্তিম দিগন্ত ?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: আইডিয়াটা চমৎকার গল্পকারদের প্রোমোট করার জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

শুভ্রা হক বলেছেন: ঠিক

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

ফয়সাল রকি বলেছেন: মন্দ না আইডিয়াটা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

শুভ্রা হক বলেছেন: দারুণ না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.