নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।\nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।\nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

শুভ্রা হক

আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।

শুভ্রা হক › বিস্তারিত পোস্টঃ

উপন্যাস -মেঠো পথের কাহিনী-পর্ব ১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

ফোনটায় ভাইব্রেশন দেওয়া। বিপ , বিপ শব্দ করছে।

কান্তা একটু বিরক্ত হলো। এসেছে জাতীয় জাদুঘরে, শাহবাগে। রেজওয়ানা চৌধুরী বন্যার গান শুনতে। জাদুঘর কতৃপক্ষই ব্যাবস্থা করেছে সাধারণ জনগণের জন্য, তাও আবার বিনা টিকিটে! এমন সুযোগ কি আর হাতছাড়া করে কান্তা!

ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে আকাশ। ওর জুনিয়র এক বন্ধু। ওকে মেসেজ পাঠালো,” জাদুঘরে গান শুনছি, বাসায় ফিরে ফোন করবো।”
বাসায় ফিরতে ফিরতেও সাড়ে নয়টা বেজে গেলো। হাত-মুখ ধুয়ে , খেয়ে আকাশকে ফোন করলো,” কি ব্যাপার আকাশ, ফোন করেছিলে কেন ?”
“আপু,আপনি বলেছিলেন না, ঢাকার আশে-পাশে কোন ফিল্ড ওয়ার্কের কাজ থাকলে জানাতে,সেই জন্য ফোন করেছিলাম।”আকাশ বললো।
হ্যাঁ , এটা আমি ওকে বলেছিলাম। যখন থেকে স্বাধীনভাবে লেখালেখির কাজটা হাতে নিয়েছি, একটু হাত টানাটানিতেই থাকতে হয়। নয়তা-পাঁচটা জব কান্তা করতে পারবে না। আর একা মানুষ, টেনেটুনে চলে যাবে ভাবলেও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে আর পেরে উঠছে না। তাই মাঝে মাঝে গবেষণার কাজ করলেও কিছু থোক টাকা হাতে আসতো - এই ভেবেই কাজটা খোঁজা।
“কোথায়? ফিল্ড কোথায় জানো? “ আকাশকে জিজ্ঞাস করে কান্তা।
“শুনেছি গাজীপুরে “ আকাশ বললো।
“কতো দিনের?” কান্তা আবার জিজ্ঞাস করে।
“দুই মাস এর কাজ। আপু, আপনার সি ভি টা আমাকে ই -মেইল করে দিন, এখনই দিন। “আকাশ বলে।
ঠিক আছে, তুমি পেয়ে একটা মেইল দিও, যে পেয়েছ।
-ঠিক আছে ।
আবার ল্যাপটপ অন করতে হলো। কান্তা সাধারণত সকালে পেপার পড়ার সময়টয় ই মেইল চেক করে । অন্য সবার মতো মোবাইলে নেট চালাতে সে পছন্দ করে না। একটু বড় করে নেট না চালালে ওর ভালো লাগে না। ই মেইল পাঠিয়ে বই নিয়ে বসলো। বই পড়ার নেশা আছে ওর। প্রতি সপ্তাহে চারটি বই আনে সে লাইব্রেরি থেকে। রাতে বই পড়তে পড়তে ঘুম এলে, কোন মতে উঠে লাইট নিবিয়ে দেয়।

(গত ৫ মাস ধরে এই উপন্যাসটার চরিত্র গুলো মাথার মধ্যে কিল বিল করছে। কিন্তু আলসেমির কারণে লেখা হয়ে উঠছিলো না। আজ ভাবলাম , প্রতিদিন একটু একটু করে লিখে ফেলি। কয়েকজন ব্লগের বন্ধুদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনাদের মতামত পেলে ভালো লাগবে। )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথমটা পড়লাম। পরের পর্বে যাচ্ছি।
মাঝে মাঝে মনে হয় কান্তার মত একা একা থাকতে পারলে বেশ হতো। নিজেই নিজের রাজ্যে রাজা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

শুভ্রা হক বলেছেন: সব জীবনেরই সুবিধা-অসুবিধা আছে গো আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.