![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।
বই মেলা প্রায় শেষ হয়ে এলো। প্রতিদিনই মেলায় যাই আর বই কিনি (বন্ধু- বোন এদের কাছ থেকে ধার করা টাকায়!)।
জীবনী বই পড়ি নেশার মতো। আহা! আমার যদি অনেক টাকা থাকতো তাহলে মেলায় প্রকাশিত সবগুলো জীবনী বই কিনে ফেলতাম।
যাক, সে অন্য কথা। যে কটা কিনতে পেরেছি, তাই বা কম কি। আমি আশাবাদী মানুষ। গতকাল কিনলাম -জীবনের গল্প বারাক ওবামা "।
ভালো অনুবাদ খুব আনন্দ দেয়। এটাও সেই রকম একটা বই।
কি কষ্ট করে মানুষ কিছু একটা হয় -সেই কাহিনীই এটা।
বারাক ওবামার বড় হয়ে ওঠার গল্প এটা।
আশা করি আপনাদেরও ভালো লাগবে।
"জীবনের গল্প বারাক ওবামা "
---অন্বেষা প্রকাশন
--অনুবাদঃ অঞ্জলি সরকার।
মুল্ল-২৪০ টাকা।(কমিশনে মনে হয় ১৯০ টাকা)।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
শুভ্রা হক বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
সুমন কর বলেছেন: আরো একটু লিখলে পারতেন !!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
শুভ্রা হক বলেছেন: এতো বই হাতে! পড়ে , লিখে উঠতে পারছি না । পরে এক সময় আবার হয়তো বিস্তারিত লিখবো।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
সুঁই বলেছেন: আপু পাঠ প্রতিক্রিয়া আরও বিস্তারিত হলে বোধহয় পাঠক আগ্রহী হতে পারে বইটি কিনতে। আশা করি ভেবে দেখবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
শুভ্রা হক বলেছেন: তা ঠিক বলেছেন । দেখি ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এবার আর বই মেলায় গিয়ে বই কেনা হল না
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
শুভ্রা হক বলেছেন: Click This Link
www.rokomari.com/book/
এখান থেকে অর্ডার করতে পারেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
উল্টা দূরবীন বলেছেন: জীবনে কিছু করতে স্ট্রাগল এবং ভাগ্য দুটোই প্রয়োজন
লেখা ভালো লেগেছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
শুভ্রা হক বলেছেন: ঠিক বলেছেন। আমি মনে করি, স্ট্রাগল করলে সাফল্যটা তাড়িরে তাড়িয়ে বেশ উপভোগ করা যায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে।