![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।
শরীর অসুস্থ হলে আমরা চিকিৎসকের কাছে যাই। ঔষধ গ্রহণ করি। ঠিক তেমনি মনেরও অসুখ হয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়।
কিন্তু আমাদের দেশে মনের অসুখকে গুরুত্ব দেয় না মানুষ জন।
গণমাধ্যম থেকে জানতে পারলাম -"ছেলেমেয়ের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে অরণী ও আলভীকে তাদের মা হত্যা করেছেন বলে জানিয়েছে র্যাব। উত্তরায় র্যাবের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
ওই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা মাহফুজা মালেক হত্যার দায় স্বীকার করেন বলে জানায় র্যাব। আরো জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পুরো বর্ণনাও দেন তিনি। বলেন, ছেলেমেয়ের পড়ালেখা এবং ক্যারিয়ার নিয়ে সবসময়ই খুব বেশি দুশ্চিন্তায় থাকতেন মাহফুজা।
র্যাব জানায়, ওই দুশ্চিন্তা থেকেই মানসিক অবসাদের কারণে ২৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাসায় শ্বাসরোধ করে মেয়ে অরণী ও ছেলে আলভীকে নিজেই হত্যা করেছেন বলে স্বীকার করেন মা।
তবে স্বীকারোক্তি দেয়ার সময় পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় জেসমিন কথা বলছিলেন বলে দাবি র্যাবের।
জেসমিন ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করেছেন। দু’বছর একটি কলেজে শিক্ষকতাও করেছেন তিনি।"
চারদিকে যে কি হচ্ছে সংবাদপত্রে বা গণমাধ্যমে আমরা সবাই জেনে শিউরে উঠছি।
আমার শুধু মনে হয় , মানুষ গুলো মানসিক ভাবে অসুস্থ বলেই এই রকম কাণ্ড গুলো ঘটছে।
তারা যদি একটু মনো চিকিৎসকের সাথে কথা বলেন, তাহলেই মানসিক বিভিন্ন নেতিবাচক আবেগ থেকে বের হয়ে আস্তে সক্ষম হবেন।
আজকাল ঢাকা মেডিকেল , পিজি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মনবিজ্ঞান বিভাগসহ অন্যান্য মেডিকেল কলেজ গুলোতে মানসিক সমস্যার জন্য কাউন্সেলিং করানো যায় । এতে দোষের কিছু নাই।
সমাজের ভাবার বিষয় চলে এসেছে আমরা কোন পথে যাচ্ছি আর প্রতিকারই বা কি হতে পারে।
©somewhere in net ltd.