নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।\nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।\nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

শুভ্রা হক

আমি একজন সাধারণ মানুষ। লেখালেখি করি, পড়তেও পছন্দ করি।

শুভ্রা হক › বিস্তারিত পোস্টঃ

মনের অসুখে চিকিৎসা সেবা

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

কিছু দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম মনের অসুখ নিয়ে এবং বলেছিলাম আমাদের সময় এসেছে মনের অসুখ কে গুরুত্ত দিয়ে ভাবার। আজ পেপারে দেখি সরকার এই ব্যাপারে সেবা চালু করছে।

" মানসিক কাউন্সেলিং দেবে সরকার
--মানসুরা হোসাইন

জনগণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘জাতীয় মনোসামাজিক কাউন্সেলিং নীতিমালা (২০১৬)’ নামে একটি নীতিমালার খসড়া তৈরি করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সমাজে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে জনসাধারণের মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোথায় কোথায় থাকবে সেবার ব্যবস্থা:
কাউন্সেলিং সেবা দেবেন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসা মনোবিজ্ঞানী, পরামর্শক মনোবিজ্ঞানী এবং এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা। প্রতিটি কমিউনিটিতে বিবাহপূর্ব কাউন্সেলিং দেবেন বিবাহ নিবন্ধনকারীরা। তাঁদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে একজন কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিকেও দাম্পত্যবিষয়ক কাউন্সেলিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। বিবাহবিচ্ছেদের আগে-পরেও কাউন্সেলিং সেবার ব্যবস্থা থাকবে।

পরিবারের কোনো সদস্যের দুরারোগ্য অসুখ বা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা থাকলে তার পরিচর্যাকারীকেও কাউন্সেলিং সেবা দেওয়া হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের শোক প্রশমনবিষয়ক কাউন্সেলিং প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকাল ও তাদের ভালোবাসার সম্পর্ক, নারীর সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে, সন্তান প্রতিপালন, গৃহপরিচারিকার সঙ্গে আচরণসহ বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং সেবা দেওয়া হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পরপর অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সব বিদ্যালয়, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দক্ষ মনোসামাজিক কাউন্সেলর নিয়োগ করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুজন শিক্ষককেও দেওয়া হবে এ ধরনের প্রশিক্ষণ।" (তথ্য সূত্র - প্রথম আলো , ৭ মার্চ, ২০১৬)

যাক , দেরিতে হলে শুরু তো হলো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: কঠিন বিষয়। মানসিক রোগ।

++++

২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

মহা সমন্বয় বলেছেন: সরকারের আরও একটি ভাল উদ্যোগ :)

৩| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক সময় কেউ কেউ পারিবারিক সদস্যদের কারণেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির পাশাপাশি পরিবারের সদস্যদেরও কাউন্সিলিং দরকার।
কেমন আছেন? কতগুলো বই পড়া শেষ করলেন?

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

শুভ্রা হক বলেছেন: ঠিক বলেছেন ।
আছি , ভাল থাকার চেষ্টা করি। দিন চলে যায়।
অনেক বই পড়ে ফেলেছি, আরও আছে হাতে। এই নিয়ে একটু ব্যাস্ত আর কি ।
আপনি কেমন আছেন অপর্ণা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.