নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই অলস মস্তিষ্ক সম্পন্ন একজন নিরতিশয় চিন্তিত ব্যাক্তি!

শুভ্রকথা শুভ্রর দিনলিপি

কথার মৃত্যু হয়না, ‍স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি

শুভ্রকথা শুভ্রর দিনলিপি › বিস্তারিত পোস্টঃ

কবিতা-০১: আমার শ্রান্ত বিকেল ও সাদা কাশফুল

২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

পর্ব-০১ : আমার শ্রান্ত বিকেল
©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
:
আমার শ্রান্ত বিকেল
মনের জানালার ও পাশে
তুমার আকাশের চাঁদ;
আমার আকাশে শুধু রাত নামে
নিঝুম রাত।
:
যে রাতে কোনও তারা থাকেনা
কষ্টগুলো জোনাকি পোকা হয়ে
উড়ে বেড়ায় ঘোর অমানিশায়,
আমি সেই আলো-আঁধারিতে
পথ চলি আজো।
:
যে পথ গেছে তেপান্তরে মিশে
দিক হারা পথিক
নীড় হারা পাখির মতো,
তুমাদের শহরে আমার কোনও ঠিকানা নেই।
:
এই শহর, এই প্রান্তর সবি অচেনা লাগে
আমার আপন শহর যেনো অন্ধকার গলি;
কষ্টের আঁকাবাঁকা পথে আমি শ্রান্ত ক্লান্ত
আপনার মাঝেই বাস করা এক অসহায়।
:::
Theme of শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
:::
পর্ব-০২ : সাদা কাশফুল।
©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
:
তুমি নেই তাই সাদা কাশফুল ছেঁড়া হয়নি আমার
পাছে কাশফুলটাও কষ্ট পাক...আমারই মতো
আমি তা চাইনি...
:
কাশফুলটাও জেনে গেছে আজ
তুমিও ব্যথা পাওনি তার মতো...
শুধু সবটুকু ব্যথা আমি নিয়ে হয়ে গেছি নীল...
...আকাশের মতো...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:



গান গাওয়া যাবে এটা দিয়ে?

৩০ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০২

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: চেষ্টা করেছিলাম সুরারোপ করতে, পারিনি। যদিও আমি সুরকার নই।
তবে এই থিম আর রিলিকের সাহায্যে একটা গান তৈরি করার ইচ্ছা আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৮

সোনাগাজী বলেছেন:



চাঁদের অন্ধকার দিকটা আপনার দিকে পড়েছে?

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: পড়েছে,
অন্ধকারটা আমারই থাকুক।

৩| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৩

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

৪| ১২ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় বিরহ ব্যথার সুর।
একসাথে একটির বেশি কবিতা না দেয়াই শ্রেয়ঃ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.