নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই অলস মস্তিষ্ক সম্পন্ন একজন নিরতিশয় চিন্তিত ব্যাক্তি!

শুভ্রকথা শুভ্রর দিনলিপি

কথার মৃত্যু হয়না, ‍স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি

শুভ্রকথা শুভ্রর দিনলিপি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন কবিতা-০১: অসমাপ্ত ৫টি কবিতা

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২

অসমাপ্ত কবিতা-০১
জীবন নদীর সন্ধ্যাতীরে, যখন সময় থমকে যাবে
তখনও আমি এমনি করে, যাবো তোমায় স্মরণ করে
হয়তো আমি কূল হারাবো, জীবন নদীর বাঁকা স্রোতে
তখন তুমি থাকবে সুখে,
আমায় কি মনে রবে?
::
অসমাপ্ত কবিতা-০২
অজানা কোন দূরে তুমি যাচ্ছো কোথায়?
ব্যথার পাহাড় নিয়ে যাচ্ছো কোথায়?
তুমার ক্লান্ত মনোভূমিতে আমার দু-দুটো চোখের জল
গলিয়ে দিবে পাহাড় সম দুঃখ যত;
হিমালয়ের দৃঢ়তাও হার মেনে যাবে
জেনে রেখো শুধু তুমি আমার...

::
অসমাপ্ত কবিতা-০৩
কোনো এক নীলাঞ্জনার খোঁজে, যাকে আমি ভালোবাসি
যার ইস্পাতের মতো বাহু, দৃপ্ত গলার স্বর
কোমল মেয়েলি নয়, নেই কোনো ভয়-ডর
এক লৌহমানবীকে আমি ভালোবাসি...
::
অসমাপ্ত কবিতা-০৪ modified song
আমার চারপাশে ভেসে বেড়ায়, চেনা স্মৃতি
আমি পথ হারাই চেনা পথে, এ পথ যেনো
অচেনা সমুদ্দুর...
চলো একসাথে হাঁটি, যেথা স্বপ্নের শেষ বহুদূর
আমার স্বপ্নের সবটুকু ঘিরে সশব্দে বাজে
তুমার পায়ের নুপুর...
আমার সবটুকু আমি তুমাতে হারায়
বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর...

::
অসমাপ্ত কবিতা-০৫
The night is still young
My mind is still your
Oh! my dear!
Where are you?
My brain is drain,
Still thinking about you....

©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: এই সব কবিতা কি অসমাপ্তই থেকে যাবে?

৩১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: পূর্বের লেখা সমাপ্ত করতে হলে হয়তো কষ্টগুলো তাজা করতে হবে। আপাতত অসমাপ্তই থাক।
কোনো এক শ্রান্ত বিকেল অথবা ক্লান্ত দুপুরে কবিতাগুলো একে একে সমাপ্ত হবে।

২| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:




ভেবেচিন্তে ছোট একটা কবিতা পোষ্ট করবেন, যাতে মানুষের মনের কথা থাকে।

৩১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০১

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: হ্যা, আপনার কথা মাথায় আছে। ভালো উপদেশ।
এগুলো আগের লেখা তাই আগেভাগেই পোস্ট করে রাখলাম। প্রথম পাতায় আসার আগে কিছু পোস্ট করেছিলাম; সেগুলো ড্রাফট করে দিয়েছি।
সমসাময়িক বিষয়ে লেখার চেষ্টা করবো। ভালো থাকবেন।

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৩

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা নিরন্তর...

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতাগুলো

০১ লা মে, ২০২৩ সকাল ১১:২৮

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ধন্যবাদ। শুভকামনা নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.