নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার মৃত্যু হয়না, স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
কবিতাগুলো শব্দহীন পাঠকরাও নীরব আজ
সাম্যের বাণী বৈষম্যের বেড়াজালে বিমূর্ত।
আজ নেতারাও কবি হয়ে গেছে, কবিরাও নেতা
আমি জনতা, আমি পাঠক নীরব সাক্ষী আমি
শোষিতের জানালার।
:
নষ্টদের নষ্টামি আর ভণ্ডদের ভন্ডামি দেখেছি আমি
করিনা প্রতিবাদ, শিরায় আমার জাগেনা শিহরন
আমার সয়ে গেছে সব অনাচার, অনুভূতিও ভোতা হয়ে গেছে
হয়তো আমার বিবেকও লোপ পেয়েছে, হয়ে গেছি অমানুষ।
:
লোকে বলে, লোহা লোহাকে কাটে
তবে আমিও কি হার মানাতে পারবো পিশাচদের
যাদের পাপে-অপরাধে ভারাক্রান্ত পৃথিবী
আবার আমি হানবো আঘাত, হয়ে এক অমানুষ।
:
জানি আকাশ-বাতাস হবেনা সাক্ষী, সাক্ষী হবেনা নিযুত তারা
শুধু জোনাকি তুমি সাক্ষী থেকো, আমিও জ্বলতে চেয়েছিলাম
মনুষ্যত্বের আলোয়... ©️ শুভ্রকথা - শুভ্ররদিন লিপি
১৪ ই মে, ২০২৩ রাত ১০:৪২
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: লিখবো লিখবো করেও লেখা হচ্ছেনা আপু
তবে চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১৫ ই মে, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:২৯
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৭ ই মে, ২০২৩ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। আমি আপু ভাবছিলাম এখন দেখি শায়মা পু ভাইয়া বলে
১৭ ই মে, ২০২৩ সকাল ১১:৫৫
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: বাই দ্যা ওয়ে, লেখায় কি মেয়েলি ছাপ আছে নাকি নামে? হে হে, মজা পেলাম।
ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২৩ রাত ৯:৫১
শায়মা বলেছেন: শুভ্রভাইয়ু তোমার নিকের মত কিছু দিনলিপি লেখো আমাদের জন্য!