নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার মৃত্যু হয়না, স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
আমি পথ হাঁটি চেনা-অচেনা শত পথে, কখনো থেমে যেতে চাই
আমি থেমে যেতে চাই ক্ষুধিতের আর্তচিৎকারে
পারিনা থামতে অসাড় পদে ছুটি তবু, ফাঁকা পকেটের আর্তনাদ
ঈশ্বর! তুমি শুনতে কি পাও?
ক্ষুধিতের আর্তচিৎকার কিংবা ফাঁকা পকেটের আর্তনাদ
আমি উর্ধাকাশে চেয়ে থাকি, ঈশ্বর! তুমি নিরুত্তর
ঈশ্বর! আজ তুমিও চুপ আমারি মতো।
:
ঈশ্বর! আজ তুমিও চুপ আমারি মতো, তুমিও নিশ্চুপ পাষাণ
তবুও তোমার পানে চেয়ে থাকি, একটু শান্তির আশায়
জগৎ জুড়িয়া অশান্তির মিছিল, একটু শান্তি দাও
তবুও নিশ্চুপ তুমি?
তবে, তুমিও কি রাগতে পারো, কষ্ট পাও আমাদের কাজে?
তাই এতো ধ্বংসলীলা চলে এ পৃথিবীতে, কখনো প্রাকৃতিক বিপর্যয়ে
আমাদের নাভিশ্বাস উঠে।
:
ঈশ্বর! একি তোমার নীরব অভিমান নাকি প্রকৃতির প্রতিশোধ
তবে কেনো কষ্ট পায় সাধারণ মানুষ, প্রকৃতির তান্ডবে
যাদের পাপে ভারাক্রান্ত পৃথিবী, প্রকৃতি ক্ষতিগ্রস্ত
তোমার বন্যা-ঘূর্ণিঝড় তাদের চেয়ে বেশি আক্রান্ত করে দরিদ্রদের।
ঈশ্বর! আজ তুমিও চুপ, তুমিও নিশ্চুপ পাষাণ; ঈশ্বর! তুমি নিরুত্তর!
©️ শুভ্রকথা - শুভ্ররদিন লিপি
২| ১৭ ই মে, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: ঈশ্বর আর কলা গাছের মধ্যে কোনো প্রার্থক্য নেই।
৩| ১৭ ই মে, ২০২৩ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তুমি রাজীবরে হেদায়েত দান কর।
মাইদুল ভাইয়ের কমেন্টের সাথে এক মত।
৪| ১৭ ই মে, ২০২৩ বিকাল ৪:১০
হিজিবিজি বিজ বলেছেন: ঈশ্বর যা চায় সেটা কি আমরা করি ? আপনার সাথে সামান্য মতবিরোধেই হয়ত গালমন্দে ভেসে যেতে হতে পারে ।
ঈশ্বর শব্দটার মানে জানলে নিজের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া জরুরি ।
১৭ ই মে, ২০২৩ বিকাল ৫:২৩
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: তবে কেনো কষ্ট পায় সাধারণ মানুষ, প্রকৃতির তান্ডবে
যাদের পাপে ভারাক্রান্ত পৃথিবী, প্রকৃতি ক্ষতিগ্রস্ত
বন্যা-ঘূর্ণিঝড় তাদের চেয়ে বেশি আক্রান্ত করে দরিদ্রদের।
৫| ১৭ ই মে, ২০২৩ রাত ১১:০৪
জ্যাক স্মিথ বলেছেন: গড মরে গেছে অনেক আগেই, তাই এখন আর তাকে ডাকাডাকি করে লাভ নেই, যা করার নিজেদেরই করতে হবে।
৬| ১৮ ই মে, ২০২৩ রাত ২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
ঈশ্বর আপনার সব শুনবে, সব দেখবে, কিন্তু সব করবে না।
৭| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: বেছে বেছে মন্তব্যের উত্তর দেওয়া ভালো।
১৮ ই মে, ২০২৩ দুপুর ১:৫১
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ওকে। মন্তব্যে লাইক দিলে কি মন্তব্যকারী বুঝতে পারে যে কে কে লাইক দিয়েছেন? যেমন, আপনার এই মন্তব্যে আমি লাইক দিয়েছি। লাইকে কি আমার নাম দেখাচ্ছে? অথবা, নোটিফিকেশন পেয়েছেন?
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ কঠিন ও দায়ালু। যখন কঠিন হওয়া দরকার তখন কঠিন , যখন দায়ালু হওয়া প্রয়োজন তখন দয়ালু। দারিদ্রতা দূর হোক ধরণী থেকে।