নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার মৃত্যু হয়না, স্বপ্নের অপমৃত্যু হয়। যেখানে স্বপ্নের শেষ, সেখানে ছায়ামূর্তিরাও কথা বলে... ©️ শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
যদি রাস্তায় দেখা হয় তোমার, কোনো এক পাগলের সাথে
স্মিত হেসে নোংরা হাতে শুকনো ফুল এনে
তোমায় দিয়ে বলে, সে ভালোবাসে...
:
জানি তুমি নেবেনা সে ফুল, দূর দূর করে তাড়িয়ে দেবে
তার দুটি হাত ধুয়ে দিয়ে সভ্য সমাজে
হাতে হাত রেখে চলবেনা পথ তার সাথে।
:
তার চোখে চোখ রেখে দেখাবেনা তারে সভ্যতার আলো
জানি তুমি বাসবানা ভালো...
::
হঠাৎ পার্কে দেখা পেলো তোমার কোনো এক সুপুরুষ
হাজার টাকার ফুলের তোড়া সে দিলো তোমাকে
জানি তুমি হারিয়ে যাবে নিমেষেই,
সভ্যতার আধুনিক লোকটার বুকে...
:
তুমি জানোনা বালিকা তার কোনো সুবাস নেই
কৃত্রিম ফুলের মতো,
হাজার টাকার সুগন্ধি তার বন্যতা ঢেকে রাখে।
:
হাজারটা রঙিন স্বপ্নের মাঝে যদি প্রকাশ পায় তার কালো রূপ
আদিম বন্যতার করাল গ্রাসে নিভে যায় তোমার শুভ্রতা
তোমায় ফেলে সে চলে যায়...নিরবে...একা...বালিকা...
::
সেদিন সেই রাস্তার পাগলটাও অভিশাপ দেবে তোমায়
তার নিরব চোখের কিনারায় দেখবে তুমি ভালোবাসার ঘৃণা
যার দাবানলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তোমার সভ্যতা;
সেদিন সেই পাগলের হাতের চেয়েও নোংরা হবে
তোমার দুটি কোমল হাত...
হারিয়ে ফেলবে তুমি ঝড়া ফুল ছোবারও অধিকার...
:
অবাক হলে?
কি ভাবছো?
কল্পনা আর বাস্তবতা! মিলে মিশে একাকার?
তোমার জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার তো
শুধুই তোমার একার!!!
::
রচনাকাল:- ১৫ই মার্চ, ২০১৭খ্রি. ©শুভ্রকথা - শুভ্রর দিনলিপি
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২২
এম ডি মুসা বলেছেন: সেটা আপনার সৃষ্টিকে নিয়ে হবে সেভাবে কিছু সৃষ্টি করেন, দাওয়াত দেওয়া লাগবো না এমনি চলে আসবে,,বর্তমানে মোসতাক আর তিশা যে অঘটন ঘটিয়ে আলোচনায় আসছেন, এইভাবে নয় , ভালো কিছু দেরিতে আসলেও তবে ভালো কিছু করেন।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: তাই ফুল পেয়ে গলে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষ বুঝে, সময় নিয়েই ভালোবাসা হোক।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: মনের আবেগ থেকে কিছু কথা লিখেছেন। চুপ করে পড়ে গেলাম।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম...
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১২
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: সমালোচনা আহ্বান
আমি ব্লগে নিয়মিত নই। অনুগ্রহ করে আমার পোস্ট ভালো লাগলে
আমার অন্যান্য পোস্ট পড়ে সমালোচনা ও গঠনমূলক মন্তব্য করে
আমার ব্লগিং যাত্রাকে সমৃদ্ধকরার পরামর্শ দিবেন।