নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়তে পারি

সিগন্যাস

নিশাচর প্রানীরা দিনের বেলা কিছু দেখতে পাই না।তাদের কাছ থেকে আলো ঝলমলে দিনের অসাধারণ সৌন্দর্য গোপন রাখা হয়েছে।আচ্ছা আমাদের কাছ থেকে কি গোপন রাখা হয়েছে সেটি কি কেউ ভেবে দেখেছে?

সিগন্যাস › বিস্তারিত পোস্টঃ

জিন দর্শন ( বাস্তব ঘটনা )

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২


দুইহাজার সালের আগের ঘটনা । রাজদীঘি গ্রাম । তখনকার সময় পুলিশ-আর্মি এগুলো শুধু বড় বড় শহরগঞ্জের বিলাসিতা ছিল । রাজদীঘির মতো গ্রামের লোকজনকে কিংবদন্তি পুলিশদের চোর ধরার ঘটনা শুনেই সন্তুষ্ট থাকতে হতো । ফলাফল দিনে দুপুরে দস্যু কতৃক হামলা । আর রাতের বেলা তো কথাই নেই । গ্রামের যুবক ছেলেরা মিলে লাটিয়াল বাহিনী বানালেও দুঃসাহসিক লুটেরাদের কাছ থেকে রেহাই নেই । অতর্কিতে আক্রমণ চালিয়ে সামনে যা পাই তা লুট করে নিয়ে যায় । সোনাদানা, যুবতি মেয়ে কেউই তখন নিরাপদ ছিল না । মাঝে মাঝে লুটেরাদের সাথে লাটিয়ালদের সংঘর্ষে কিছু লাশও পড়তো । তখন হয়তো টাকার লোভে কিছু পুলিশ এসে হাজির হতো ।

দিনে দিনে অবস্থার অবনতি হচ্ছিল । যখন তখন দস্যুরা এসে হাজির হয় । আরেকটু ভালো থাকার জন্য গ্রামের কিছু লোক ভিটেমাটি ছেড়ে দূরে কোথাও চলে যায় । তাদের দেখাদেখি আরো অনেকে চলে যেতে শুরু করে । গ্রামের মুরুব্বীরা দেখলো এভাবে চলতে থাকলে গ্রাম জনশূন্য হয়ে যাবে । মাইলের পর ধানী জমি কে দেখবে তখন ? বহুচিন্তাভাবনা করে রাজদীঘি গ্রামের মুরুব্বীরা টিক করলো আর নয় । এবার কিছু একটা করতে হবে ।
রাজদীঘি গ্রাম থেকে মাইল পঞ্চাশেক দূরে নিয়তপুর গ্রাম । রাজদীঘি গ্রামের সকল মুরুব্বীরা হাজির হলো নিয়তপুরে । তানবাদশার দরবারে । সকলের আশা তানবাদশাহ হয়তো এই সমস্যার সমাধান দিতে পারবে । তখনকার সময়ে তানবাদশার মতো যাদুকর খুঁজে পাওয়া যেত না । অসম্ভব ক্ষমতা সম্পন্ন এক লোক ছিল সে । যদিও কেউ কেউ মনে করে সে লোক ছিল না । জিন গোত্রের কেউ হয়তো হবে । তানবাদশার ক্ষমতার একটা উদাহরণ দিচ্ছি । একবার গ্রামের সকল লোকের সামনে সে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়েছিলো ।
যায়হোক রাজদীঘি গ্রামের মরুব্বীরা সব কিছু তানবাদশাহকে খুলে বলল । সব শুনে তানবাদশাহ বলল আর এমন হবেনা । সে তার অনুগত জিনদের মধ্যে কয়েকজন জিনকে গ্রাম পাহারার জন্য পাঠিয়ে দিবে । এটা শুনে রাজদীঘি গ্রামের লোকজন সন্তুষ্ট হয়ে গ্রামে ফিরে আসে ।
এরপর থেকে সত্যি সত্যি রাজদীঘি গ্রামে ডাকাতি গায়েব হয়ে যায় । গভীর রাত্রে নাকি অনেকে দেখতে পাই কালো ঘোড়ায় চড়ে সাদা আলখেল্লা পড়া কিছু লোক গ্রাম পাহারা দিচ্ছে । এরা নিশ্চয় তানবাদশার পাঠানো জিনের দল । কোনো কোনোদিন গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেত গ্রামের রাস্তার সামনের গাছগুলোতে লুটেরাদের লাশ ঝুলছে । এরা নিশ্চয় গ্রামে লুটপাট চালাতে এসেছিল । জিনেরা ধরে ব্যাটাদের মজা দেখিয়েছে । এরপর থেকে গ্রামে ডাকাতি বন্ধ ।

[বি দ্রঃ আপনারা যারা মনে করছেন এগুলো সব গল্প তাদের বলছি এখনো গভীর রাতে পাহাড়াদার জিনদের দেখতে পাওয়া যায় । ]

মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪

রিফাত হোসেন বলেছেন: হুম, দেখা হয়েছিল তাদের সাথে। গল্প টল্প করে টগবগ করে পাহারা দিতে চলে গেল। ( বাস্তব)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

সিগন্যাস বলেছেন: আপনি মনে হয় বুঝতে পারছেন না আমি কি নিয়ে কথা বলছি । জিনভূতে আপনি বিশ্বাস করেন?

২| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: :P ভাই, তানরাদের কোথায় পাওয়া যায়, শুধু গ্রামের নাম বললেন...যাবো ক্যামনে?? একটু যদি বলতেন। তেনাদের দেখতে খুবই মন চায়।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

সিগন্যাস বলেছেন: জ্বি ভাইয়া গ্রামের নাম তো বলেই দিয়েছি রাজদীঘি । গভীর রাত্রে(অমাবস্যা হলে ভালো) যাইয়েন । বহু কিছু দেখবেন আমি নিশ্চিত

৩| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবিশ্বাসের কিছু নেই।

অনেক অসম্ভব কাজ জ্বীন দ্বারা সম্ভব।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

সিগন্যাস বলেছেন: আহ মাইদুল ভাই এসেছেন তাহলে :)
জ্বি ঠিক বলেছেন অসম্ভবের কিছু নেই । জিন দিয়ে আরো অনেক কিছু করানো যায়

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

সিগন্যাস বলেছেন: আপনার গল্প তো আজকাল আর দেখিনা । লিখুন কিছু

৪| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

রাকু হাসান বলেছেন: বলেন কি ! :| ,কোথায় এটা ,লোকেশন বলেন সিসি ক্যামেরা স্থাপন করে জিন দেখতে চাই ;)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

সিগন্যাস বলেছেন: রাকু ভাই আপনি জিনে বিশ্বাস করা শুরু করুন । তানহলে রাস্তাঘাটে গায়েব হয়ে যেতে পারেন :) :)

৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জিনেরাও আজকাল ব্লগ লিখে-- :P :P :P

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

সিগন্যাস বলেছেন: আহা ভাইয়া জিনেরা ব্লগ লিখবে কেন? ব্লগ তো আমরা লেখছি

৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

তানিম৭১৯ বলেছেন: হা ভাই আমার সাথে গত অমাবস্যার রাতে দেখা হয়েছিল....আলাপকালে তারা বলেছে দেখিশ এবার ফ্রান্স বা ক্রোেয়েশিয়া কাপ পাবে ( বাস্তব)। ;) :D

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

সিগন্যাস বলেছেন: ভাইয়া ফান করছেন ঠিক আছে । তবে সাবধান । রাতের বেলা এইসব বললে আপনিও গায়েব হয়ে যেতে পারেন

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনাকেই আমার জ্বীন মনে হয় :P গ্রামের নাম বললে যদি সেখানে যাওয়া যেত ---আমার জিপিএস সিস্টেম কাজ করছে- জ্বিনদের কারণে বোধহয়! আমার বাসায় তাইনেরারে পাঠাইয়া দিয়েন।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

সিগন্যাস বলেছেন: হে হে হে আমাকে কেন আপনার জিন মনে হয়?

৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

লাবণ্য ২ বলেছেন: আমি কখনও জিনের দর্শন পাইনি।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

সিগন্যাস বলেছেন: আহা বড় ই আফসোসের বিষয় । বাংলাদেশের প্রত্যেকটা লোক জীবনে অন্তত একবার হলে জিন অথবা জিনে ধরা ব্যক্তি দেখেছে । আশা করি আপনিও একদিন ভালোভাবেই জিন দেখতে পাবেন ;)

৯| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ মদন কারণ গুগলে আপনার রাজদীঘি গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না; তাই আফনাকে ......মনে হয়:আর আফনার ঘন্টায়/১৫০ পৃ: পড়াটাও কিন্তু তেনাদের সাথে যায়; যাউক্গ্গা; তয় কতা একটাই আমার তেনাদের সাক্ষাৎ চাই!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

সিগন্যাস বলেছেন: :) :) :)

১০| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় সিগন্যাস ভাইয়া, একদম রাত ১ টার পড়ে গল্পগুলো পোস্ট করলে না ভালো হতো :P তাহলে না যদি একটু ভয় পেতাম । :P যদিও ঐ সময়ে কেউ জেগে থাকলে না পড়বে :(

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

সিগন্যাস বলেছেন: আহা এটাই তো সমস্যা ।
এতো রাত্রে কি কেউ জেগে থাকে? তাছাড়া সামুর বেশিরভাগ ব্লগারই ভীতু । তারা কি গভীররাত্রে আমার লেখা পড়বে? এইজন্য বাধ্য হয়ে দিনে লিখতে হয়

১১| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: গ্রাম দেশ গুলোর প্রধান সমস্যা হলো- হিস্টিরিয়া রোগ কে মনে করে- জিন ধরেছে।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

সিগন্যাস বলেছেন: জ্বি আপনার কথা কিছুটা সঠিক । তবে জ্বিনে ধরা সম্পূর্ণ কাল্পনিক জিনিস নয় । বাস্তবেও এমন ঘটনা ঘটে

১২| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

অচেনা হৃদি বলেছেন: আমি সন্ধ্যাবেলা ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিলাম। হঠাত দেখি লম্বা এক জিন দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জিন সাহেব মনে করলেন আমি তার হারিয়ে যাওয়া কন্যা, জিনটা খপ করে আমার হাত ধরে বলল, এই তুই এখানে কি করছিস? এদিকে তোর জন্য কাঁদতে কাঁদতে তোর মা মারা যাচ্ছে। চল বাড়ি চল।
আমি ভয়ে চিৎকার করে আমার আম্মুকে ডাকলাম। মা ঝাড়ু হাতে দৌড়ে এসে জিন সাহেবকে এক দাবড়ানি দিলেন। মায়ের তাড়া খেয়ে জিন এক লাফে পালিয়ে গেলেন।
এরপর আর কখনো আমাদের ছাদে জিন আসেনি।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

সিগন্যাস বলেছেন: হে হে হে
হো হো হো
হা হা হা
এখন আমার কি বলা উচিত বলুন তো?

১৩| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

অচেনা হৃদি বলেছেন: আমি সন্ধ্যাবেলা ছাদ থেকে কাপড় আনতে গিয়েছিলাম। হঠাত দেখি লম্বা এক জিন দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জিন সাহেব মনে করলেন আমি তার হারিয়ে যাওয়া কন্যা, জিনটা খপ করে আমার হাত ধরে বলল, এই তুই এখানে কি করছিস? এদিকে তোর জন্য কাঁদতে কাঁদতে তোর মা মারা যাচ্ছে। চল বাড়ি চল।
আমি ভয়ে চিৎকার করে আমার আম্মুকে ডাকলাম। মা ঝাড়ু হাতে দৌড়ে এসে জিন সাহেবকে এক দাবড়ানি দিলেন। মায়ের তাড়া খেয়ে জিন এক লাফে পালিয়ে গেলেন।
এরপর আর কখনো আমাদের ছাদে জিন আসেনি।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

সিগন্যাস বলেছেন: ;)

১৪| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: জ্বীনগুলোকে আমার কাছে পাঠিয়ে দিও তো ভাইয়ু!!!!! :)

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২

সিগন্যাস বলেছেন: না না থাক । এম্নিতেই আপনি ভীষণ ভীতু । পরে ভয়ে একটা থেকে আরেকটা হয়ে যেতে পারে । আপনি রবোট নিয়েই থাকুন :)

১৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বিরাট এক বাসায় একা থাকি। এখন ভয়ই লাগে। ওপরে অদ্ভুত সব শব্দ হয়। বউ যদি আর না আসে জ্বীনের এটাকে মারা যেতে পারি। :(

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

সিগন্যাস বলেছেন: আহারে সেলিম ভাই । চিন্তা করবেন না । যেহেতু এখনো তেনারা আপনার কোন ক্ষতি করে নাই ভবিষ্যতে ও করবেনা । তবে একটু সাবধান থাকবেন । ভুলেও গভীররাতে বাইরে বের হবেন না

১৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বি আপনার কথা কিছুটা সঠিক । তবে জ্বিনে ধরা সম্পূর্ণ কাল্পনিক জিনিস নয় । বাস্তবেও এমন ঘটনা ঘটে


ঘটুক। বাংলাদেশের সব মানূষেরে জিনে ধরুক।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৫

সিগন্যাস বলেছেন: আহা রাজিব ভাই আপনার ক্রোধ বুঝতে পারছি । দেশের এখন যে অবস্থা এর থেকে সবাইকে জিনে ধরা ভালো

১৭| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সাহসী সন্তান বলেছেন: "আমি জ্বিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য।" (সুরা আয-যারিয়াত, আয়াতঃ ৫৬)

এই আয়াত থেকে অনেকটা পরোক্ষভাবে বোঝা যায়, তাদের সৃষ্টিকর্তা যখন আল্লাহ তায়ালা তখন তারাও অনুগত থাকতে তাদের সৃষ্টিকর্তার। অথচ আপনার গল্প অনুসারে জ্বিন সম্প্রদায়ের কিছু সংখ্যক জ্বিন অনুগত ছিল তানবাদশার! হাউ ইজ ইট পসিবল!? B:-)

যদিও বিশ্বাস অবিশ্বাসটা যার যার ব্যক্তিগত। কিন্তু তারপরেও একটা আজগুবি জিনিস নূন্যতম কিছু প্রমাণ ছাড়া এত সহজে কিভাবে বিশ্বাস করা যায়? তাও মানলাম তানবাদশা একজন কামেল ব্যক্তি ছিলেন তাই তার দ্বারা এগুলো সম্ভব ছিল! কিন্তু গ্রামের সাধারণ মানুষ! তারা কিভাবে জ্বিন দেখতে পেতো? :-B

আপনি কি জানেন জ্বিনের শারীরিক গঠন যে পদার্থ দিয়ে তৈরি সেটা মানুষের দৃষ্টিসীমার বাইরে? অন্তত চাইলে একজন সাধারণ মানুষ জ্বিন দেখতে পারবে না, যদি না অতিপ্রাকৃত কিছু না ঘটে। আমার বিশ্বাস, আপনি এই বাস্তব ঘটনাটা যার কাছ থেকে শুনছেন বা জানছেন; তার কাছে জিগাইয়া দেখেন সেও বলবে যে এটা সে সরাসরি দেখে নাই। হয়তো অন্য আর কার কাছ থেকে শুনছে। আর এভাবেই চলতে থাকবে...

তারপরেও আপনার পোস্টে লাইক আপনাকে ব্লগে উৎসাহ প্রদানের জন্য! আপনার গঠনমূলক বুদ্ধিদীপ্ত মন্তব্য ভাল লাগে! তবে সেই তুলনায় পোস্ট গুলো অতটা গ্রান্টেড না। যদিও আমার ভাল লাগা না লাগায় আপনার কিছু আশে যায় না। ভাল থাকবেন!

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭

সিগন্যাস বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যের উত্তর দিতে কিছুটা সময় চিন্তাভাবনা করতে হবে । একটু পরে আসছি

১৮| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বুরহানউদ্দীন শামস বলেছেন:

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৬

সিগন্যাস বলেছেন: ;)

১৯| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বিনে পাহারা দিতেই পারে, জ্বিনে নামাজ পড়ে - এমন অনেক কাহিনী শোনা যায়। তবে সকাল বেলায় লুটেরাদের লাশ - এটা একটু বাড়াবাড়ি মনে হল। যতক্ষণ নিজে না দেখছি...

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১

সিগন্যাস বলেছেন: জ্বি এইটা অস্বীকার করার উপায় নেই যে বিষয়টা একটু অদ্ভুত । আল্লাহ জিনদেরকে প্রচন্ড শক্তিশালী করে পাঠিয়েছেন । তাদের দ্বারা অনেক কিছুই সম্ভব

২০| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আমার তো মনে হয় ডাকাতরা তানবাদশার লোক ছিল।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

সিগন্যাস বলেছেন: না না কি বলছেন এইসব । তানবাদশাহকে নিয়ে আমার আগের একটা পোষ্ট আছে । সেটা দেখুন

২১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: দারুণ কাহিনি।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

সিগন্যাস বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি । মন্তব্যে মন ভরে গেলো

২২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

নতুন বলেছেন: জ্বীন কেন মানুষ হত্যা করবে?

তাদের গাছে ঝুলিয়ে রাখবে?

জ্বীন সম্পকে বলা আছে কোরানে এবং সেখানে কোথাও বলা নেই যে মানুষের জন্য জ্বীন কাজ করবে।

কুসংস্কারাচ্ছন্ন মানুষকে অলৌকিক কাহিনি বলে বিশ্বাস করানো খুব কঠিন কাজ না।

আর উপরের কাহিনিটা হলো.... এলাকাতে কিছু মানুষ ডাকাতী শুরু করেছিলো এবং তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিলো।

দি এন্ড....

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

সিগন্যাস বলেছেন: অতীতে জিন বহু মানুষকে হত্যা করেছে । তারা কিছু কিছু ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি শক্তিশালী । গ্রামের অনেকের জিনের সাথে কুস্তি লড়ার অভিজ্ঞতাও আছে । তাই জ্বিন কতৃক হত্যা অসম্ভব কাজ নয়

২৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:০২

ওমেরা বলেছেন: আমি জ্বিন দেখতে চাই।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

সিগন্যাস বলেছেন: জিন দেখতে হলে আগে আপনাকে দেশে আসতে হবে :)

২৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

টারজান০০০০৭ বলেছেন: তানবাদশা নিজেই ডাকাত সর্দার, আর ডাকাতেরাই জীন ! নিজের কেরামতি বাড়ানোর লাইগা ডাকাতি করাইতো ! লোকজন যখন পীরের কাছে আইছে, তানবাদশা কেরামতি দেখাইছে ! যেগুলোর ফাঁসি দিছে সেগুলো আসলে চোর আছিল !

তবে জীন কিন্তু সত্যি আছে। ফেসবুকে রুকিয়া সেন্টার লেইখা সার্চ দেন !

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

সিগন্যাস বলেছেন: হে হে হে ভালোই ব্যাখ্যা দিলেন । মজা পেলাম । বিশ্বাস না করলে আম গাছকে বটগাছ ভাবাও স্বাভাবিক :)

২৫| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: সিগন্যাস ভাই গল্প হিসাবে ভালো ছিল। তবে বাস্তব বলে ধন্দে ফোললেন। রাতে একটু বাইরে য়াওয়ার ছিল। এখন কী করে যে যাই। ঠিক আছে, যেতে যখন দিলেননা, কাল সকালেই যাবো।

শুভকামনা জানবেন।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

সিগন্যাস বলেছেন: আহা পদাতিক লজ্জা দিয়েন না । এখন মাত্র সাড়ে আটটা বাজে । আশা করি তেনারা এখনো রাস্তাঘাটে নামেনি । আপাতত আপনার গায়েব হওয়ার ভয় নাই ভাই :) :) :)

২৬| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

জুন বলেছেন: আমার শ্বাশুড়ী ছোটবেলায় মক্তবে আরবী পড়তে যেত। একদিন হুজুর নাকি এক ছেলেকে বলেছেন দুরের এক তাক থেকে কোরান শরীফটা পেড়ে আনতে । সে নাকি বসে থেকেই হাত লম্বা করে কোরান শরীফটা মুটি এনে দিল হুজুরকে। উল্লেখ্য ঐ তাক প্রায় দশ পনের হাত দূরে। তখন উনি বুঝতে পেরেছিলেন তাদের সহপাঠি জ্বীন । তবে এই ঘটনাটি আমি থার্ড পার্টির কাছ থেকে শুনেছি সিগন্যাস । সত্যতা যাচাইয়ের উপায় নেই কারন আমার শাশুড়ী মা প্রায় তিন বছর হলো বেহেস্তবাসী হয়েছেন :(
আপনার গল্পটাও মোটামুটি লাগলো, তবে আগের গুলোর মত ভয়ংকর না :)
+

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২২

সিগন্যাস বলেছেন: খুঁজলে এমন ঘটনা অনেক পাওয়া যাবে । সরাসরি এমন ঘটনা যে ঘটে না তা বলার উপায় নেই । আল্লাহ নিজেই বলেছেন তিনি জিন জাতি সৃষ্টি করেছেন ।
আহা আপনি ভুল বুঝছেন । এটা গল্প নয় । বাস্তব ঘটনা নিয়ে লেখা । তাই ভয় না পাওয়ারই কথা :)

২৭| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার এলাম সিগন্যাস ভাই,

আপনার ভাইপো একটু গোলাপজামের বায়না ধরেছে। আপনি যখন বললেন তেনাদের আসার সময় এখনো হয়নি তাহলে চটকরে নিয়ে আসি কী বলেন। আর একটি কথা, মোটামুটি কটা নাগাদ তেনারা রাস্তায় নামেন? জানালে কৃতজ্ঞ থাকবো।

আপনাকে গোলাপজামের নিমন্ত্রণ জানালাম। আমি অপোক্ষায় থাকলাম।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৬

সিগন্যাস বলেছেন: আহা পদাতিক ভাই বিলম্বে রিপ্লাই এর জন্য একান্তভাবে দুঃখিত । আমিও একটু বাইরে গিয়েছিলাম তাই তখন রিপ্লাই দিতে পারেনি :)
আপনার প্রশ্নে মজা পেলাম ভাই, তেনারা কখন রাস্তায় নামেন? হা হা আসলে ভাইয়া এটা নির্দিষ্ট করে বলা যায়না । আপনি এক কাজ করুন । কাথা বালিশ নিয়ে কোন এক বড়সড় গাছের নিচে রাতে শুয়ে পড়ুন । তখন নিজেই জেনে যাবেন কখন তেনারা বের হয় :)

২৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগটাকে আজকে বোরিং মনে হচ্ছিল, আপনার পোষ্ট পড়ার পর ভালো লাগছে

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

সিগন্যাস বলেছেন: আপনার কাছ থেকে এমন মন্তব্য পাওয়ায় আমি কিছুটা অবাক । সেই সাথে খুশিও হলাম । আপনার প্রশংসা খব কম ব্লগারেরাই পাই । আমার নিজেরও আজ ব্লগটা কিছুটা বোরিং লাগছে ।

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: জ্বীন অবাস্তব কোন কিছু নয়। কিন্তু মানুষের অনুরোধে তাদের গ্রাম পাহাড়া দেওয়ার ব্যাপারটকে একটু কেমন জানি মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.