![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রানীরা দিনের বেলা কিছু দেখতে পাই না।তাদের কাছ থেকে আলো ঝলমলে দিনের অসাধারণ সৌন্দর্য গোপন রাখা হয়েছে।আচ্ছা আমাদের কাছ থেকে কি গোপন রাখা হয়েছে সেটি কি কেউ ভেবে দেখেছে?
প্রবল ব্যথায় জেগে উঠলো মিতু । ঘেমে পুরো শরীর ভিজে গেছে । গলা শুকিয়ে কাঠ । সে কি আবার এসেছে ?
-মিতু, হঠাৎ অস্পষ্ট সরে কেউ বলে উঠলো । শুনে আতংকে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো মিতু । গলাটা তাঁর খুব চেনা । ভয়ে ভয়ে দরজার দিকে তাকাল সে । জমাট অন্ধকারে প্রথমে কিছু না দেখতে পেলেও বুঝতে পারলো কে সেখানে আছে । তখনি অন্ধকার সরে গিয়ে সেখানে জায়গা করে নিল একরাশ নীল কুয়াশা । ধীরে ধীরে সেখানে ভেসে উঠলো এক মানব অবয়ব । প্রচন্ড ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো মিতুর । অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছে । আরেকটু কাছে আসতেই জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলোয় মিতু অবয়বটার মুখ দেখতে পেল । অসম্ভব সুন্দর এক তরুণের মুখ । কিন্তু সেখানে ভয়ানক নিষ্ঠুরতার চাপ স্পষ্ট । আবারও অবয়বটি বলে উঠলো -মিতু । আতংকে মিতুর মুখ দিয়ে বিচিত্র শব্দ বের হলো । -নাম বলো , ঠান্ডা স্বরে বলল ভয়ানক অবয়বটি । আরও এক পা মিতুর দিকে এগিয়ে গেলো সে । -নাম বলো । মিতুর একদম পাশে এসে দাঁড়ালো সে । মিতু বুঝতে পারলো এখন কিছু না করলে মৃত্যু অবশ্যম্ভাবী । অবয়বটা একদম কাছে এসে দাঁড়ালো । এতো কাছে যে অবয়বটার শীতল নিশ্বাস নিজের গায়ের উপর অনুভব করতে পারছে । -নাম বলো , শেষবারের মতো বলল অশরীরীটা । বহুকষ্টে মিতু বলল - ফাইয়াজ। সিদ্দিকী ফাইয়াজ । সঙ্গে সঙ্গে অবয়বটা ভয়ানক শব্দে হেসে উঠলো । মনে হলো সে নতুন শিকার পেয়েছে । মিতুর দিকে চেয়ে হাসি থামিয়ে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেলো সে নতুন শিকারের সন্ধানে । অবয়বটা চলে যাবার পর ধীরে ধীরে শান্ত হলো মিতু । কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেই বুঝতে পারে না । পরদিন ভোরে বাবার চিৎকারে ঘুম ভাঙে মিতুর । বাবা উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন । হাতে তার মিষ্টির প্যাকেট । বাবা চেচিয়ে বলছে ' মিতু মা আমার আজ থেকে তোকে আর আতংক নিয়ে রাস্তায় হাঁটতে হবে না । পাড়ার মাস্তান ফাইয়াজকে কে যেন মেরে নর্দমায় ফেলে দিয়েছে । পাড়ার লোক মিষ্টি খাওয়াচ্ছে পরস্পরকে । '
(সমাপ্ত)
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৮
সিগন্যাস বলেছেন: ঈদ মোবারক হে হে
ফাইয়াজ নামের আমারও এক বন্ধু আছে । ঠিক বন্ধু না বড় ভাই টাইপের আরকি । চেহারা দেখতে পুরো মাস্তানদের মতো । এমন হেলেদুলে হাঁটে যে দেখলে মনে হয় মদ খেয়ে মাতাল । যতোবার মাস্তানদের কথা ভাবি ততোবারই ফাইয়াজ ভাইয়ের কথা মনে হয় । তাই কি আর করা লিখতে গিয়েও ফাইয়াজ নামটাকে মাস্তান ক্যাটেগরিতে ঢুকিয়ে দিলাম
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
স্রাঞ্জি সে বলেছেন: ফাস্ট বাপু
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১১
সিগন্যাস বলেছেন: উপরে তাকান ভাই । হইতে গিয়েও হইলো না শেষ ( প্রথম)
। এতোদিন পরে আপনাকে পেয়ে খুশি হলাম । ঈদ মোবারক
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
বিজন রয় বলেছেন: এটা গল্প হলো কি করে?
আপনি গল্পের শিরোণামের সাথে অতিপ্রাকৃত, বাস্তব, ছোটগল্প ইত্যাদি লিখে পাঠককে সীমাবদ্ধ করেন কেন?
আপনি নাকি এ্যাকটিভ ব্লগারদের মধ্যে সেরা পাঁচ?
ঈদ মোবারক।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১৬
সিগন্যাস বলেছেন: ভাইয়া আপনি বলতে চাচ্ছেন এটা উপন্যাস ?
হে হে ফান করলাম । অতিপ্রাকৃত বিষয়সমূহের প্রতি আমার প্রবল এক আকর্ষণ আছে । এইজন্য সবকিছুতে অতিপ্রাকৃত শব্দটা জুড়ে দিয়ে বিমল আনন্দ পায় । আমার মনে হয় সায়েন্স ফিকশন লেখলেও সেটার শিরোনামে অতিপ্রাকৃত শব্দটা লিখবো
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: খুব দ্রুত হয়েছে লেখা । আর মাঝে মাঝে স্পেস নাই। চেষ্টা করেন হবে ।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২০
সিগন্যাস বলেছেন: শাহরিয়ার ভাই আপনি এই প্রথম আমার পোষ্টে এলেন । আপনাকে অনেক শুভেচ্ছা । হ্যা ভাইয়া লেখাটা আসলেই দ্রুত হয়েছে । সন্ধ্যা হয়ে আসছিলো । যদি তারাতারি না লিখতাম তবে রাত হয়ে যেত । আর রাতের বেলা তেনারা ঘুরে বেড়ায় । তাই ধীরে সুস্থে লিখে প্রাণ হারানো থেকে দ্রুত লিখে আর কয়টা দিন জীবিত থাকা ভাল ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: @স্রাঞ্জি সে না না না না, আমি থাকতে তা হচ্ছে না বন্ধু
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২০
সিগন্যাস বলেছেন:
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: আধিভৌতিক অন্ধকারে দেশলাই জ্বালাই
সিগারেট খাই
মৃত্যু অতিক্রম করি
তারপর আর কিছু নাই
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৩
সিগন্যাস বলেছেন: প্রিয় রাজিব ভাই
ঈদ মোবারক । মৃত্যুর পর কিছু নাই সেটা মানতে পারলাম না । এখনো এই বিষয়টা অমিমাংশিত । তবে কবিতাটা বেশ হয়েছে । মজা পেয়েছি পড়ে
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
ওমেরা বলেছেন: মাস্তানদের মৃত্যু মাস্তানদের হাতেই হয় ।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৫
সিগন্যাস বলেছেন: অশরীরী, ভূত-প্রেত,পিশাচ এরাও কিন্তু এক ধরনের মাস্তান । তাদের হাতে মৃত্যু হতে দোষ কি?
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
অর্থনীতিবিদ বলেছেন: ইভটিজিং এর শিকার হওয়া প্রতিটা মেয়ের এমন একটা করে অশরীরী থাকলে ভালোই হতো।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭
সিগন্যাস বলেছেন: জ্বি ভাই একদম মনের কথাটা বলেছেন । বাংলাদেশে এইটা কিন্তু দিনে দিনে বাড়ছে । এই অবস্থায় প্রত্যেকের দুতিনটা জিন থাকলে মন্দ হতো না
৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নট বেড...
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭
সিগন্যাস বলেছেন: ঈদ মোবারক ভাই । মন্তব্যের জন্য ধন্যবাদ । আপনার পোস্ট পড়িনা অনেকদিন ।
১০| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমি অনেকদিন পরে আপনাকে পেয়ে খুশি হয়েছি। আপনার শেষ পোস্টে আমার একটি কমেন্ট ছিল। গল্প পরেরবার আরও ভালো হবে আশাকরি ।
ঈদ মুবারক ।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩১
সিগন্যাস বলেছেন: প্রিয় পদাতিক ভাই
ঈদ মোবারক । আপনাকে পেয়ে আমিও কম খুশি হয়নি
এই কয়দিন মারাত্মক ব্যস্ত ছিলাম । এখন থেকে ইনশাআল্লাহ একটিভ থাকবো ।
১১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯
নীলপরি বলেছেন: গল্প ভালো লাগলো ।++
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২
সিগন্যাস বলেছেন: ধন্যবাদ নীলপরি । আপনার মন্তব্যে সবসময় উৎসাহ পায় ।
১২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন: হায় হায় ! ভূতেরা আজকাল বখাটে মারে ?
নতুন সার্ভিস তো
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪
সিগন্যাস বলেছেন: কোন সমস্যা নাই কয়েকদিন পর ভূতেরা কবিতাও লিখবে । তখন আপনার আর ভাত থাকবেনা । আরো নতুন সার্ভিস আসবে ।
১৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০
বাকপ্রবাস বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৫
সিগন্যাস বলেছেন: আপনি নিশ্চয় ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন । আপনাকেও ঈদ মোবারক
১৪| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যেটা বলতে চেয়েছিলাম, অর্থনীতিবিদ সেটা বলে দিয়েছেন। আমরা সবাই লিখতে জানি, কিন্তু পাঠক হিসাবে আমাদের বড়ো লিমিটেশন হলো আমাদের হাতে সময় নেই কোনো লেখা মনোযোগ দিয়ে পড়ার। ফলে, লেখকের মনকে আমরা কখনো ছুঁতে পারি না।
খুব ভালো একটা কনসেপ্ট। এই কনসেপ্টে আরো বড়ো একটা গল্প লেখা যেত।
শুভেচ্ছা।
২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬
সিগন্যাস বলেছেন: পাঠক হিসাবে আমাদের বড়ো লিমিটেশন হলো আমাদের হাতে সময় নেই কোনো লেখা মনোযোগ দিয়ে পড়ার
খুবই সত্য কথা । অর্থনীতিবিদ ভাইয়াও সুন্দর কথা বলেছেন । যদি জিনভূত দিয়ে সমাজের দুষ্ট লোকগুলোকে মজা দেখানো যেত তবে খুব ভাল হতো । আজ এদেশ অদ্ভুত উটের পিঠে না অদ্ভুত গাধার পিঠে চলছে । ব্যক্তিগত ক্ষোভ থেকে এটা লেখা । যদিও ভাল লিখতে পারিনা তবুও আপনাদের মন্তব্যে প্রচুর উৎসাহ পাই
১৫| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাল্লাগছে। পাড়ার মস্তান টাইপ পুলাপান মরলে পাবলিক খুশি হয় কথা সত্য। আমাদের মাধবকুণ্ডের পাশের গ্রামের ২০১৫ তে একগুণ্ডা একটি মেয়েকে রাত্রে.... করতে গেলে মেয়ের মা চোখে চুন ঢেলে পিটিয়ে মেরে ফেলছিলো। পরে পুরো উপজেলা মেয়েটির প্রশংসা + আনন্দে মিষ্টি, মিঠাই, ঠাণ্ডা চকলেট বিলিয়েছে কয়েকদিন।
২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭
সিগন্যাস বলেছেন: আহা জুনায়েদ ভাই আপনাকে অনেকদিন পরে দেখলাম । ভাল লাগছে অনেক । আমি নিজেও দুষ্টদের মারার জন্য কালাযাদুর চর্চা করছি
দুয়া কইরেন
১৬| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: তয় অশরীরী আত্মা, ভুত প্রেত আপনাকে ছাড়তে চাইতেছে না। নাকি আপনি হেগরে ছাড়তেছেন না! কোনটা?
২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
সিগন্যাস বলেছেন: আরে ভাইয়া কি যে বলেন অশরীরী ভূত প্রেত ছিল এক সময়ের গ্রাম বাংলার মানুষের বেঁচে থাকার চাবিকাঠি ।
১৭| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। এই ভুত প্রেতের ঘাড়ে কত যে দুষ চাপাইদিছে দুষ্টুর দল তার ইতিহাস লিখলে সামুর অর্ধেক স্পেস খতম হইয়া যাইবো। কতো যুগ আইলো গেলো...
লিখুন। আপনার এইগুলা একটাসময় রাক্ষস খোক্কসের রূপকথার মতো মজা করে পড়বে।
২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২
সিগন্যাস বলেছেন: আহা মনের কথাটা বলে দিলেন ভাই । রুপকথার গল্প আমি চিরকালই অত্যন্ত আগ্রহভরে পড়েছি । সেজন্যই তো এতো এতো ভূতের গল্প লিখি । দোষ চাপানোর কথা কিন্তু ভুল বলেন নি । কত আকাম করে যে ভূতের উপরে চাপাইছি তা ভূতেরাই জানে
১৮| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা কি ভূতের গপ্পো??
আজকাল সিগন্যাস সাহেবের সিগন্যাল পাওয়া যাচ্ছে না ক্যানে??
২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
সিগন্যাস বলেছেন: সিগন্যাস সাব ভূতের সিগন্যাল খুঁজতে ব্যস্ত । আপনিতো আর ভূতে বিশ্বাস করেন না ।
১৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩
স্বপ্ন কুহক বলেছেন: ছোট গল্পে ভালো লাগা
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৮
সিগন্যাস বলেছেন: ধন্যবাদ স্বপ্ন কুহক । আপনার মিষ্টি পাওয়া রইলো
২০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২২
কুকরা বলেছেন: +
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৯
সিগন্যাস বলেছেন:
২১| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর গল্প - ভালো লেগেছে ভাই, “নামে নামে যমে টানে” বলে একটি প্রবাদ আছে - ফাইয়াজ, আইয়াজ এই ধরনের নামের ছেলে বিচিত্র কারণে কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকে না - এই নাম সমাজের কীট পতঙ্গের আরবীয় নাম !!!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৫
সিগন্যাস বলেছেন: হে হে কমেন্ট পড়ে মজা পেলাম মাহমুদ ভাই । তবে কথা সত্য বলেছেন । এই শ্রেনির নামধারীরা বিচিত্র কারণে শয়তানের খুব কাছের মানুষ হয় ।
২২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: এতদিন কই ছিলেনগো সিগন্যাস ভাই তে্নারা কি ধরে নিয়ে গিয়েছিল নাকি আপনাকে
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৮
সিগন্যাস বলেছেন: আহা প্রিয় ফুলঝুরি
পরীক্ষা চলছিল আমার । সারা বছর কিছু পড়িনাই তো । তাই কিছুটা ব্যস্ত ছিলাম খুব । তোমার মতো কয়েকটা বন্ধু থাকায় এই যাত্রায় রক্ষা
২৩| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট্ট গল্পটায়ও দেখছি চমক আছে।
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩
সিগন্যাস বলেছেন: হেহে মাইদুল ভাই অনেকদিন পরে দেখলাম আপনাকে । ভাল লাগছে
২৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: প্যারা করলে পড়তে সুবিধা হতো।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২১
সিগন্যাস বলেছেন: এতো ছোট গল্পে প্যারা করলে প্যারার অপমান হতো
২৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩
রাকু হাসান বলেছেন: পড়লাম,হাস্যরস পেলাম । ইদানিং কম দেখছি ,ভূতে ধরলো নাকি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১
সিগন্যাস বলেছেন: জীবন ভূতময়। আমিও ভূতুরে হওয়ার চেষ্টায় আছি
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: ব্লগার_প্রান্ত এর সাথে আমিও একমত সিগ্ন্যাস । ওদের নাম হয় মুরগী মিলন , কালা জাহাংগীর, ইয়াবা কুদ্দুস ইত্যাদি
তবে অনু গল্পটা পড়তে ভালোই লাগলো ।
+
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
সিগন্যাস বলেছেন:
২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেপ্টেম্বর মাস যায় পোস্ট দেখিনা একটাও। ব্লগেও দেখিনা। ভূত -প্রেত নিয়ে ব্যতি ব্যস্ত ?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
সিগন্যাস বলেছেন: শুভ সকাল
২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
আমি ৎৎৎ বলেছেন: আপনার ভুতের গল্প গুলো অনেক ভালো হয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
সিগন্যাস বলেছেন: সবগুলো গল্প পড়ে তারপর আসুন
২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব ছোট হয়ে গেল না?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
সিগন্যাস বলেছেন: সমস্যা নাই। আপনিও অতিক্ষুদ্র পরমাণু দিয়ে তৈরি
৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
স্রাঞ্জি সে বলেছেন:
নতুন পোস্ট নিয়ে আসছেন না কেন...???
কেমন আছেন???
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
সিগন্যাস বলেছেন: আহা স্রাঞ্জি আমি ভাল আছি। পোষ্ট করে মজা নাই। আপাতত কালাপাহাড়ের মতো পোষ্ট পড়বো
৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
রাকু হাসান বলেছেন: কেমন আছেন ? নতুন পোস্ট চাই !
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
সিগন্যাস বলেছেন: ভালো আছি নতুন পোস্ট নাই
৩২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: সিগন্যাস বলেছেন: বিশাল গল্প।তবে মজা পেয়েছি।মনে হচ্ছিল রাজীব নূরের জীবনি পড়ছি।যদি সুরভি ভাবী এতো খারাপ আচরণ করেন না
সুরভি খুব লক্ষ্মী একটা মেয়ে। অসাধারন তার মন মাসিকতা আর মানবতা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
সিগন্যাস বলেছেন: তা ঠিক বলেছেন রাজিব ভাই। আপনার মতো হতে চাই
৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
পুলক ঢালী বলেছেন: মজাটা আসছিলো মাত্র কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেল। ভাল লিখেছেন। আগষ্ট মাসে লিখেছেন অথচ এখন ভয় পাচ্ছি
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯
সিগন্যাস বলেছেন: হে হে পুলক ঢালী আপনাকেও তো আজকাল দেখিনা। সেই কবে পোস্ট করেছিলেন।
৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: মেয়াবাই ...... কেমন আছুন ?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
সিগন্যাস বলেছেন: আহা শাহরিয়ার ভাই আমিতো এলাম আর আপনি গেলেন।নতুন মায়াবতী পেয়েছেন বোধহয়
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনে কই???
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
সিগন্যাস বলেছেন: আপনে কই মিয়া?
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
অনেক দিন পোস্ট দিচ্ছেন না।
নাকি অতিপ্রকৃত হয়ে গেলেন?
সাড়া দেন।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
সিগন্যাস বলেছেন: বিজন ভাই খোজ নেওয়ার জন্য ধন্যবাদ। আসলে প্রচুর কাজ পড়ে ছিল কয়েকটা মাস।তাই এতোদিন আসতে পারিনি।এখন থেকে পুনরায় চালু হবো ভাবছি
৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
কালীদাস বলেছেন: সেকেন্ডবার পড়ার পর আবিস্কার করলাম যে গল্পটা চমৎকার ছিল অতিপ্রাকৃত হিসাবে। ছোটগল্পের শেষে যেরকম টুইস্ট বা এলিমেন্ট অফ সারপ্রাইজ আশা করা হয়, সেটা অনেক ব্রডভাবে আগেই চলে আসায় গল্পটা স্বতন্ত্র ছিল।
সুন্দর
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬
সিগন্যাস বলেছেন: ভাইয়া আপনি যে কেনো আমার ব্লগে আসেন না বুঝিনা।প্রথমবারের শুভেচ্ছা। আপনার টাইম লাইনে রেগুলার যায় নতুন পোস্টের আশায়। যায়হোক ভাইয়া ভালো মন্তব্য পেয়ে শান্তি পেয়েছি।আপনি রেগুলার হোন
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৩
কাওসার চৌধুরী বলেছেন:
অনেক দিন থেকে নতুন কোন পোস্ট পাচ্ছি না। আশা করি, ভাল আছেন।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
সিগন্যাস বলেছেন: কাওসার ভাই আমি ভালো আছি।
৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন ভায়া ?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
সিগন্যাস বলেছেন: মিষ্টি খাওয়ান
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ফাইয়াজ নামে আমার বন্ধু আছে, খুবই ভদ্র ছেলে।
গুন্ডা পান্ডা দের নাম হয়, চান্দু, মিলন, জাহানগির!
ঈদ মোবারক, ভাই।