নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিশ শব্দের গল্প

০১ লা জুন, ২০২১ বিকাল ৪:২১


১।
- বৃষ্টির পর বস্তুিগুলোর অবস্থা দেখেছ ?
- আমি মানুষের কথা ভাবছি
- তারা কারা ?
- সকাল হলেই যাদের চাল, তেল, নুনের জন্যে দৌড়াতে হয় ।

২।
অফিস থেকে বেরিয়ে সাদেকের মনে হলো, এ শালার চাকুরী সে আর করবে না

কেন করবে ?

চাটুকারিতা করা তার আর ভাল্লাগেনা ।

৩।
বাসর রাতে বউ বলল - এসি লাগাওনি কেন ?
- কুলিয়ে উঠতে পারিনি
- তাহলে বিয়ে করলে কেন ?
- তুমি শীত পর্যন্ত অপেক্ষা করোনি বলে ।

৪।
ডিভোর্স হলেও আমাদের বন্ধুত্ত্ব এখনো অটুট, আমরা একে অপরকে সম্মান করি ।
- তাহলে বিচ্ছেদ কেন ?
- সংসার কঠিন, বন্ধুত্ত্ব সহজ
- ও আচ্ছা ।

৫।
- গতকাল চাঁদে একজন বুড়াকে দেখেছি
- হাচাই ?
- হ, বুড়ি চিল্লাইয়া কইছিল - বুইড়া, তোরে এক্কেরে মঙ্গলগ্রহে পাঠাই দিমু
- বুড়ির কথা শোনা গেল ?

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই অন্যরকম মনে হলো

০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৫৫

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:১১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০১ লা জুন, ২০২১ রাত ১১:১৭

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:১৮

শেরজা তপন বলেছেন: ৩ ও ৪ এ মজা পেলাম!

০১ লা জুন, ২০২১ রাত ১১:১৮

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গল্প।

০১ লা জুন, ২০২১ রাত ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৩৩

সিগনেচার নসিব বলেছেন: সবগুলো ভালো হয়েছে।
৩ নং মজা পেয়েছি।

০১ লা জুন, ২০২১ রাত ১১:২০

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৬| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৪৯

ঢাবিয়ান বলেছেন: পরমানু গল্প ভালই হয়েছে

০১ লা জুন, ২০২১ রাত ১১:২০

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, এই ধরণের কিছু বলতে গিয়ে, উহাতে "গল্প" শব্দটাকে যোগ করা ঠিক নয়।

০১ লা জুন, ২০২১ রাত ১১:২২

সাইন বোর্ড বলেছেন: তাই ?

৮| ০১ লা জুন, ২০২১ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩, ৪ ভালো

০১ লা জুন, ২০২১ রাত ১১:২৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৯| ০১ লা জুন, ২০২১ রাত ১১:২৯

নূর আলম হিরণ বলেছেন: ভালো।

০১ লা জুন, ২০২১ রাত ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

১০| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৪৪

মাসউদুর রহমান রাজন বলেছেন: পড়লাম, খু ভালো লাগলো। আইডিয়াটা দারুন, ২০ শব্দের গল্প। সুন্দর গল্পগুলো। এমন আরো চাই।

০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৭

সাইন বোর্ড বলেছেন: আসলে এ ধরনের গল্প লেখার চর্চা আগে আমারও ছিল না, আমি চেষ্টা করছি লিখতে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ০২ রা জুন, ২০২১ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: ব্যতিক্রমি ।

০২ রা জুন, ২০২১ রাত ১২:০৮

সাইন বোর্ড বলেছেন: ইংরেজি ভাষায় অনেক আগে থেকেই শুরু হয়েছে, এখন এ ধরণের গল্প বাংলাতেও প্রচুর লেখা হচ্ছে । আমি এ টাইপের গল্পকে সাপোর্ট করি কারণ মানুষের হাতে সময় কম, আমরা সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত । মাত্র বিশ শব্দের একটা গল্পে যদি সহজভাবে অনেক কিছু বলে ফেলতে পারি, তাহলে পাঠক আকৃষ্ট হবে এবং পড়বে ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

১২| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৫২

অপু তানভীর বলেছেন: ফ্ল্যাশ ফিকশন গুলো আমার বরাবরের পছন্দ । তবে এটা আমাদের দেশে কম প্রচলিত । বিদেশী কিছু গল্প সাইটে প্রচুর ফ্ল্যাশ ফিকশন লেখা হয় । আমাদের ব্লগে ব্লগার আমি তুমি আমরা বেশ কিছু লিখেছেন ।

চার নম্বরটা সব চেয়ে বেশি চমৎকার লাগলো ! আরও লিখুন এই রকম ২০ শব্দের গল্প ।

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৫৫

সাইন বোর্ড বলেছেন: আমি অল্প কিছুদিন হলো লিখতে শুরু করেছি এবং এটা অব্যাহত রাখার ইচ্ছে আছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১৩| ০২ রা জুন, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: ফেসবুকে একটা গ্রুপ আছে- 'বিশ শব্দের গল্প' নামে।

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৫০

সাইন বোর্ড বলেছেন: ওখানেও আমি কিছুদিন ধরে লিখছি ।

১৪| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই ভালই লাগলো।

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৫২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন ।

১৫| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ডিভোর্স হলেও একে অপরকে সম্মান করি এবং বন্ধুত্ব এখনো অটুট আছে!! X(( শয়তানীর একটা সীমা থাকা দরকার এরা সেই সীমাটাকেও অতিক্রম করেছে।

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৪৬

সাইন বোর্ড বলেছেন: এই সমস্ত আদিখ্যেতা আমিও একদম সহ্য করতে পারিনা, বিয়ের পর এক সাথে থাকতে পারেনা আবার বন্ধুত্ত্ব মারায় ।

অসংখ্য ধন্যবাদ ।

১৬| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:৫০

বৃষ্টি'র জল বলেছেন: ৩ নাম্বার টা বেশি ভাল ছিল :)
মজা পেলাম :)

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৫২

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম । ধন্যবাদ ।

১৭| ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ অর্থবহ।

০৩ রা জুন, ২০২১ রাত ৯:৫৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.