নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলনা রোবট

সাজ্জাদ মাহমুদ আসিফ

আমি একজন মানুষ । তাই অন্যদের মত আমারও লেখালেখি করতে ভালো লাগে ।টট

সাজ্জাদ মাহমুদ আসিফ › বিস্তারিত পোস্টঃ

আমার ভাষা,বাংলা ভাষা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

বাঙালির চেতনার মাস ফেব্রুয়ারি যার ইতিহাস আমাদের সবারই জানা। ৫২'এর ঘটনা জানা নেই এমন ব্যাক্তি এখন বাংলাদেশে অনেক আছে । হয়তো তারা সবকিছু জেনেও জানে না।তাদের কে বাঙালি হিসেবে ভাবতেও লজ্জা লাগে ।


বাঙালি জাতির অধিকাংশ এখন বিদেশী ভাষা-সংস্কৃতি নিয়ে ব্যস্ত অথচ তারা বাংলা ভাষার ব্যবহার কেমন করে হয় সেটা পর্যন্ত জানে । এমন কাউকে দেখানো খুবই কঠিন যে সহজেই বলতে পারবে কোনটি বাংলা শব্দ । বাংলা আমাদের মাতৃভাষা,যার জন্য আমাদের ভায়েরা রক্ত দিয়েছে,শহীদ হয়েছে সেই গৌরবময় ভাষা বিকৃতি এবং অপব্যবহার করে চলেছে এই বাঙালি জাতির একাংশ । তবুও সব সহ্য করে যায় খাঁটি বাঙালিরা ।

আমার ভাষা,বাংলা ভাষা । বাংলা আমার গৌরব,আমার অহংকার । সিয়েরালিওন নামক আফ্রিকান দেশ যেখানে বাংলা ভাষাকে বিশেষ মর্যাদা দিয়েছে সেখানে আমরা কিছু হুজুগে বাঙালিরাই নিজের ভাষার অপব্যবহার,অসম্মান করছি । ছোট বাচ্চারা যারা ৫২ এর ইতিহাস জানেনা তারা স্পষ্ট বিদেশি ভাষা উচ্চারণ করে চলেছে ।

ভাষার মাসে এটা আশা করি না কেউ । তবে আমরা বাঙালি বাংলাকে সম্মান ও শ্রদ্ধা করেছি,করি ও করব । কারণ বাংলা আমার ভাষা । :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ছোট বাচ্চারা অন্যসব ভাষা স্পষ্ট উচ্চরণ করছে। এতে অসুবিধাটা কি?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

সাজ্জাদ মাহমুদ আসিফ বলেছেন: আমি সরাসরি ভাবে বলিনি,তবে এক্ষেত্রে যারা ইতিহাস জানেনা তারা হিন্দি শিখবে কেন?তাদের তো বাংলা শেখা উচিত ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

বিজন রয় বলেছেন: আমরা বাঙালি বাংলাকে সম্মান ও শ্রদ্ধা করেছি,করি ও করব । কারণ বাংলা আমার ভাষা ।
++++

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

সাজ্জাদ মাহমুদ আসিফ বলেছেন: হুমম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.