![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন মানুষ হওয়ার চেষ্টা করি। হাসি খুশি থাকার চেষ্টা করি। জোছনা রাতে মুগ্ধ হয়ে জোছনা দেখি। "পাগলা ছাড়া দুনিয়া জমে না..." এই নীতিতে বিশ্বাস করি। বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
> মহান আল্লাহ তাআলার সর্বোত্তম নামকে "ইস্মে আ'যম" বলা হ্য়। এ নাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে দোয়া করবেন, "ইনশাল্লাহ" এ দোয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।
> এ ইস্ম প্রত্যহ পাঠ করলে ইহকালিন ও পরকালীন মঙ্গল নসীব হয়।
> এ নামটি যে বেশী করে পাঠ করবে দুনিয়ার সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করবে ও তার মান মর্যাদা শান-শওকত বৃদ্ধি পাবে।
ইস্মে আ'যম
বিসমিল্লা-হির্ রাহমা-নির্ রাহীম
আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা বিআন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল্
আহাদুস্ সামাদুল্লাজী লাম্ ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু
কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নি আস্আলুকা বিআন্না লাকাল্ হামদু লা ইলাহা
ইল্লা আন্তাল হান্নানুল্ মান্নানু বাদীউ'স সামাওয়াতি ওয়াল আরদ্বি
ইয়া যালজালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু আস্আলুকা
ওয়া ইলাহুকুম ইলাহুওঁ ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুওয়ার রাহ্মানুর
রাহীম। আলিফ লাম মীম্, আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল্ হাইয়্যুল ক্বাইয়্যুম।
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনায যলিমীন।
অর্থ:
পরম দাতা আসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে আল্লাহ। আমি তোমার দরবারে প্রার্থনা করছি যেহেতু নিশ্চয় তুমিই আল্লাহ, তুমি ব্যতিত কোন মাবুদ নেই, তুমি এক, তুমি সেই অপ্রত্যাশী যার কোন সন্তান নেই এবং যিনি জাতও নন এবং যাঁর সমতুল্য কেউই নেই। হে আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করছি, নিশ্চয় সব প্রশংসা তোমারই, তুমি ব্যতিত কেউ মাবুদ নেই, তুমি করুণাময়, ইহছানকার (দাতা) আসমান জমীনের প্রথম সৃষ্টিকর্তা হে মহত্ত্ব ও গৌরবের অধিকারী, হে চিরজীবন্ত, হে চিরস্থায়ী! তোমার দরবারে সওয়াল করছি এবং তোমাদের মাবুদ সেই এক অদ্বিতীয় (আল্লাহ) সেই মেহেরবান দয়ালু ব্যতিত কোন মাবুদ নেই। তিনি চিরজীবন্ত তিনি চিরস্থায়ী, তুমি ব্যতিত কোন মাবুদ নেই, তুমি পাক পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের মধ্যে।
©somewhere in net ltd.