![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
জীবন ছুটে আলোর বেগে
দেয়না সুযোগ ভুল সুরাহের
হয়না তো আর পিছু ফেরা,
সময় তো আর যায় না ধরা
সময় ছুটে আপন ধারায়।
তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা,
তোমার আমার; এত চাওয়া
সময় মত হয়না পাওয়া,
তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৯
একজন আরমান বলেছেন:
তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
আসলেই সত্যি।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: সময় তো আর যায় না ধরা
সময় ছুটে আপন ধারায়।
akdom khati kotha
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা
ধন্যবাদ সেলিম ভাই।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা।
সুন্দর!
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমার আমার; এত চাওয়া
সময় মত হয়না পাওয়া
ধন্যবাদ মৃত রাজকন্যা।
৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
shfikul বলেছেন: +++
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সফিকুল ভাই।
৬| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ভুল উচ্ছাস বলেছেন: ভুলে ভরবে ক্যানো, যা হয় মঙ্গলের জন্যেই হয়।
মিয়া গান কি ভুইলা গ্যাছেন?
চলে গ্যাছো তাতে কি নতুন একটা পেয়েছি।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আরে ভাই ভুলে না ভরলে কি আর ভুল উচ্ছাস হয়।
ভালোবাসা চলে যায় না ভাই প্রকাশের প্রক্রিয়া পরিবর্তন হয়।
৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
মাক্স ভাই ধন্যবাদ।
ব্লগে অভিনন্দন ।
৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
রোকেয়া ইসলাম বলেছেন: তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা,
তোমার আমার; এত চাওয়া
সময় মত হয়না পাওয়া,
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
ধন্যবাদ।
ব্লগে অভিনন্দন ।
৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
শ্রাবণ জল বলেছেন: তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সময় তো আর যায় না ধরা
সময় ছুটে আপন ধারায়।
১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
++++
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
জীবন ছুটে আলোর বেগে
দেয়না সুযোগ ভুল সুরাহের
ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।
১১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: তোমার আমার ছোট্ট জীবন
সেতো ভুলে ভরা কাব্য কথন।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার আমার বদলে যাওয়া
সেতো রং বদলের খেলা
দোস্ত তোকে খুব মিস করছি। কাল চলে আস।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++++++