নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

একটু অভিমান!!!

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯



আর কত নিশি পার করবো তোমার কথা ভেবে
আর কত শূন্যতায় ভেসে বেড়াবো তোমায় পাওয়ার স্বপ্ন নিয়ে;
তোমায় নিয়ে নাইবা হলাম অকুল নদী পার!
একলা জীবন একলা সময় কাটলো নাহয় শূন্যতায়
আমার জীবন সাঙ্গ হবে সময় দিলে টান ।

তোমার ছবি বুকে নিয়ে জীবন নদী হবে না কেউ পার
দিনের শেষে একলা বসে গায়বেনা কেউ গান ;
শূন্য আমি নিঃস্ব আমি
একটু অভিমান !
তোমার জন্য চক্ষু বুঝে আঁকবেনা কেউ হৃদয় ছোঁয়ার ফাঁদ।

আমি যখন অবলীলায় তোমার হৃদয় ছুঁয়ে দিবো
তুমি তখন পাগল হবে আমার বুকে মুখ লুকাতে
আমার হাতে হাতটি রেখে জীবনটাকে কাটিয়ে দিতে;
তখন আমি জড়িয়ে রব সবুজ ঘাসের মাটির সাথে
মসজিদের ঐ পকুর পাড়ে।

আমি তখন বাতাস হয়ে আলতো করে তোমায় ছুঁবো
আঁধার রাতে তারা হয়ে তোমার ঘরে উঁকি দিবো
শরতের শিশির হয়ে তোমার ঠোঁটে চুমু খাবো ;
তুমিও কি করবে তখন
একটু অভিমান!!


কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না।

মন্তব্য ৭১ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অসাধারণ অসাধারণ।

অনেকদিন কোন কিছুতে ভালো লাগলো। অসাধারণ।

প্লাস নে।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস দোস্ত!!!

প্লাস নিলাম । :)

২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি তখন বাতাস হয়ে আলতো করে তোমায় ছুঁবো
আঁধার রাতে তারা হয়ে তোমার ঘরে উঁকি দিবো
শরতের শিশির হয়ে তোমার ঠোঁটে চুমু খাবো ;
তুমিও কি করবে তখন
একটু অভিমান!!


কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না।


valo laglo

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
ভালো থাকুন নিরন্তর!!!

৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

মাগুর বলেছেন: অসাধারণ রোমান্টিক একটা কবিতা। সত্যিই অসাধারণ! :) আমি তো ভুলেই গেছিলাম যে ব্লগে ক্যাচাল ছাড়া আর কিছু হয়! :(

কেমনে লিখেন ভাই? /:)
পিলাস লন আর /:) /:)
আর চালিয়ে যান...আরো কবিতা চাই B-)

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হলাম । আরও সুন্দর লেখা উপহার দেয়ার চেষ্টা করবো।

পিলাস নিলাম :)
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর!!!!

৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

নিশীপাখি বলেছেন: বিরহ মিশ্রিত রোমান্টিক কবিতা চমৎকার লাগলো।

৬ষ্ঠ ভালো লাগা

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগে শুভেচ্ছা !!!

ভালো লাগায় সুখি হইলাম। :)

সুস্থ থাকুন নিরন্তর।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

শুকনোপাতা০০৭ বলেছেন: সত্যিই আফসোস... :) ভালো লাগল কবিতাটা।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সত্যিই আফসোস... :D

ভালো লাগায় ধন্য হইলাম।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

shfikul বলেছেন: সুন্দর।কবিতা বেশ ভালো লেগেছে।ঝরঝরে একটা ভাব আছে কবিতায়।শুভ কামনা আপনার জন্য।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ নিবেন কবি ।

৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মুগ্ধ পাঠ্য।

কিন্তু কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না। :( :( :(

কবিতায় প্লাস+++

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
মুগ্ধ হলাম আপনার কমেন্ট পেয়ে।

কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না। :( :( :(


প্লাস নিলাম।

ব্লগে শুভেচ্ছা রইলো।

৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



শেষ লাইনটাতে সব কিছু এসে শেষ হয়ে গেলো!!



ভালো লাগা ......




+++++++++++

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস মৃত রাজকন্যা ।

ভালো লাগায়... :)

ভালো থাকুন নিরন্তর !!!

৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

বোকামন বলেছেন: অভিমান বেচে থাক ....
আফসোস নয় ভালোলাগাই ....
+++

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ বোকামন।

১০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

অনীনদিতা বলেছেন: অভিমান করা ভালো না:)
খুব সুন্দর:)

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: খুব সুন্দর :D


থ্যাংকস অনীনদিতা।

সুস্থ থাকা হোক !!!

১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

প্রিয়তমেষূ বলেছেন: কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না।

আফসোসটা থেকেই গেল!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
আফসোসটা আমারও !!! :( :( :(

পাঠে কৃতজ্ঞতা ।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০

একজন আরমান বলেছেন:
ওইত্তেরি...
দোস্ত সেইরাম কবিতা লিখেছিস তো।

তোরে আমি মাইর লাগামু।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা ভালো লাগায় সুখি হইলাম। :)

কিন্তু মাইর কেন? :(

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!:)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

স্বপনবাজ বলেছেন: অভিমানে , অভিযোগে ভালোবাসা বাড়ে , তবে বুঝতে হয় খুব করে !

লেখায় এক রাশ ভালো লাগা !

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: পড়ায় একরাশ অভিনন্দন

১৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন!
খুব ভালো লাগলো।
+++++

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
এত মচৎকার কেমনে হইলো আমিও জানি না। :P

পাঠে কৃতজ্ঞতা ।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

জাকারিয়া মুবিন বলেছেন:
শেষ লাইনটানা গন্ডগোল বাধায়া দিল, ভালই তো লাগতাসিল। :(

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

কিচ্ছু করার নাই। লাইনটার উপর ভিত্তি করে কবিতাটা লিখতে বসা।


পাঠে কৃতজ্ঞতা ।

১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

বনলতা মুনিয়া বলেছেন: যত কিছুই হোক,

দিন শেষে কথা একটাই,

প্রেম তুমি মহান...........

;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই,


"প্রেম তুমি মহান"

থ্যাংকস মুনিয়া ।

১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
তুই নাকি ভালো লিখতে পারিস না?
আমার সাথে মিথ্যা কথা? X( X( X(( X((

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি নিজের লেখাতে Satisfied না । তোরা কিভাবে হলি আমি জানিনা।

১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: তোমার জন্য চক্ষু বুঝে আঁকবেনা কেউ হৃদয় ছোঁয়ার ফাঁদ


অসহ্য সুন্দর।

সুতোই টান পড়তে বাধ্য।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসহ্য সুন্দর। :#>


=p~ =p~

২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর হয়েছে।
শুভকামনা।।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাই।


ভালো থাকুন নিরন্তর।

২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: কিন্তু আফসোস তোমায় পাওয়া হবে না।

আহারে ! :(

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
আহারে ! :( :( :( :( ;)


পাঠে কৃতজ্ঞতা!

২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল। সুখ পাঠ্য। :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাই। :)

পাঠে কৃতজ্ঞতা!

২৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

আশিক মাসুম বলেছেন: সুন্দর ।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।

২৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

একজন আরমান বলেছেন:
নিজের লেখাতে কেউই সন্তুষ্ট হতে পারে না। :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: :)



শুধু আফসোস !!!! :( :( :(

২৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। ছবিটাও খুব সুন্দর। আপনার নিক নেইমও অনেক সুন্দর।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ স্বর্ণা ।

ভালো লাগায় ... :) :) :)


ভালো থাকুন নিরন্তর!!!

২৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

ফালতু বালক বলেছেন: তোমার ছবি বুকে নিয়ে জীবন নদী হবে না কেউ পার
দিনের শেষে একলা বসে গায়বেনা কেউ গান ;
শূন্য আমি নিঃস্ব আমি
একটু অভিমান !
তোমার জন্য চক্ষু বুঝে আঁকবেনা কেউ হৃদয় ছোঁয়ার ফাঁদ।

ভালো বলেছেন।
কাব্যে ভালো লাগা, খুব।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ নিবেন খুব !!! :)

সুস্থ থাকুন নিরন্তর।

২৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: বিচ্ছেদী কবিতা।


+++++++++ :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: বিচ্ছেদী কবিতা ... :)


ধন্যবাদ ব্যাঙ ভাই।

২৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

++++

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কান্ডারী ভাই।


কেমন আছেন??

২৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।

প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে

নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন

~ প্রজন্ম কানাডা

৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

বটবৃক্ষ~ বলেছেন: অভিমান গুলো জমিয়ে রাখুন...
একটু একটু অভিমান মিলে কষ্ট নদী সাগরে মিলাবে একদিন....
এজন্যেই তো ভালোবাসি আমরা তাইনা....?? :(:(:(

অনেক বেশী সুন্দর.....+++এর সাইক্লোন হবে..... :-/

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: প্লাস এর সাইক্লোন B:-) B:-) B:-) ... B-) B-) B-)


অনেক অনেক ধন্যবাদ ভাই বটবৃক্ষ!!!


ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন...............
অনেক অনেক সুন্দর কবিতা।
লেখায়++++++++++++++++++++++
অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আপু।

ভালো থাকুন নিরন্তর।

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
অসাধারণ এই নিঃশব্দকাব্যে খুব ভালোলাগা রাখলাম.....................

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

ভালো থাকুন সবসময়।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! অবাক সুন্দর!

কবিতার ভীড়ে সহজ কবিতা দুর্লভ, যেমনটা মানুষের মাঝে সহজ মানুষ!

এই সহজিয়া লেখা ধরে রাখুন, মানুষকে ছুঁতে পারবেন।

শুভকামনা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য।

আমি সহজ শব্দ চয়নে লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
পাশে থাকবেন।


ব্লগে শুভেচ্ছা!!!

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

অদৃশ্য বলেছেন:

'' আমি তখন বাতাস হয়ে আলতো করে তোমায় ছুঁবো
আঁধার রাতে তারা হয়ে তোমার ঘরে উঁকি দিবো ''


খুব ভালো লেগেছে লিখাটি.... আশাকরি আরও লিখা পড়া হবে আপনার


শুভকামনা...

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগায় ... :) :) :)

পাশে থাকবেন ।



ব্লগে শুভেচ্ছা !!!

সুস্থ থাকুন নিরন্তর।

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

নীল-দর্পণ বলেছেন: ১৭ তম ভাললাগা

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ নীল-দর্পণ।


ভালো থাকুন নিরন্তর!

৩৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে অনেক । প্লাস

২২ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাজিদ।

ব্লগে শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.