![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
দিনের শেষে মৃদু আলোয়
সবুজ ঘাসে দুঃখ বিলায়,
আকাশের নীল নীলিমা
আমার বুকে দুঃখ বাড়ায়।
সন্ধ্যার সেই মহারহস্যের আঁধারে
মিলিয়ে যাই অজস্র আত্মার মাঝে,
দূর আকাশের একলা চাঁদ
তোমায় আঁকে রং-তুলিতে ।
ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
আকশের হাজার তারার মেলায়
কষ্টগুলো ভেসে বেড়ায়
হৃদয় নিংড়ানো হাজারো ভাষাহীন কবিতা হয়ে।
=============================================================
সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।
=============================================================
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি।
ভালো থাকুন নিরন্তর।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
বিষাদ সজল বলেছেন: চরম ।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস বিষাদ সজল।
শুভ নববর্ষ!!!
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
লেখোয়াড় বলেছেন:
শুভ নববর্ষ।
শুভেচ্ছা অজস্র।
ভাল থাকেন শোভন হৃদয় নিংড়ানো হাজারো ভাষাহীন কবিতা হয়ে।
শুভ সন্ধ্যা।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ!!!!
ধন্যবাদ অজস্র।
শুভ সন্ধ্যা।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
shfikul বলেছেন: +++
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ !!
ভালো থাকুন নিরন্তর।
থ্যাংকস।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
বোকামন বলেছেন:
কষ্টগুলো ভেসে অনেকদূর চলে গেল !
বিষন্নতা বাস্প হলো !
বৈশাখের রঙে রাঙিত হোক আপনার হ্রদয় !
এই শুভকামনায়
সম্মানিত কবি,
আপনাকে ধন্যবাদ এবং কবিতায় ভালোলাগা ...
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
কষ্টগুলো ভেসে অনেকদূর চলে গেল !
বিষন্নতা বাস্প হলো !
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
ভালো থাকুন নিরন্তর।
শুভ নববর্ষ !!!
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগলো।
আশা করি বিষণ্ণতার অবসান হবে।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মিষ্টি মেয়ে।
শুভ নববর্ষ !!!
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !
ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ঘুড্ডি ভাই।
শুভ নববর্ষ !!!
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
স্বপনবাজ বলেছেন: পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ !!!
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
সুন্দর কবি !!!
ভালো লাগা রেখে গেলাম।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই।
ভালো থাকুন নিরন্তর।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
ভালো লাগলো।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগায় ....
ধন্যবাদ দোস্ত।
১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
রাতুল_শাহ বলেছেন: আপনাকে নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা............
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই ।
অনেক দিন পর ... কেমন আছেন?
শুভ নববর্ষ !!!
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আকশের হাজার তারার মেলায়
কষ্টগুলো ভেসে বেড়ায়
হৃদয় নিংড়ানো হাজারো ভাষাহীন কবিতা হয়ে।
+++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কান্ডারী ভাই।
শুভ নববর্ষ !!!
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ!!!!
অনেক অনেক শুভ কামনা রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৫
একজন আরমান বলেছেন:
বাহ কবিতা তো সুন্দর হইছে।
কিন্তু ছবিটাও সেইরাম হইছে।
এতো মন খারাপ করা ছবি কেন?
শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস দোস্ত।
বিষণ্ণতার ছন্দ তাই ছবিরও মন খারাপ। :p
শুভ নববর্ষ!!!!
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অনন্য +++
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনন্য ধন্যবাদ নিবেন।
শুভ নববর্ষ!!!!
অনেক অনেক শুভেচ্ছা।
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
প্রিয়তমেষূ বলেছেন: দিনের শেষে মৃদু আলোয়
সবুজ ঘাসে দুঃখ বিলায়,
আকাশের নীল নীলিমা
আমার বুকে দুঃখ বাড়ায়।
বড়ই সৌন্দর্য হইছে কবিতাটা!!
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
আপনার প্রোপিকটা বড়ই সৌন্দর্য হইছে।
শুভ কামনা রইলো।
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি। নতুন বছরের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগায় ...
শুভ নববর্ষ!!!
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !
আপনাকে পহেলা বৈশাখের চলতি শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ গিয়াস ভাই।
শুভ নববর্ষ!!!
২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
একজন আরমান বলেছেন:
হা হা।
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ!!!
২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
মাক্স বলেছেন: শুভ নববর্ষ!
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই।
শুভ নববর্ষ!!!
২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা , ভালো লাগলো।
শুভ নববর্ষ!
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।
আমি এখন লেখা লেখির জীবনে নতুন ছাত্র তাই একটু সময় লাগছে পোস্ট দিতে।
শুভ নববর্ষ!
ভাইর প্রোপিকটা নাইস হইছে।
২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
তুহিন সরকার বলেছেন: আকশের হাজার তারার মেলায়
কষ্টগুলো ভেসে বেড়ায়
হৃদয় নিংড়ানো হাজারো ভাষাহীন কবিতা হয়ে।
ধন্যবাদ কবি।
শুভকামনা রইল।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ তুহিন ভাই।
ব্লগে শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।
২৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯
শিপন মোল্লা বলেছেন: চমৎকার। প্রথম কবিতা পড়েই আমি আপানার লিখার ভক্ত হয়ে গেলাম এখন থেকে মাঝে মাঝে এসেই পরে যাবো আপনার সব লিখা। এভাবেই আজ ভাললাগা রেখে গেলাম। আবার কথা হবে অন্য কোন পোস্টে অন্য ভাবে।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন নিরন্তর!!!!
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
টুনটুনি সুখি বলেছেন: বাহ চমৎকার কবিতা , ভাল লাগা রইল ,
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ টুনটুনি ।
ভালোলাগায়...
নতুন বছর হোক আপনার মনের মত করে সেই কামনা রইলো।
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল।
অনেক শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।
নতুন বছরের শুভেচ্ছা।
২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। অনেক চমৎকার কবিতা লিখেন আপনি।
আপনাকে অনুসারিততে নিয়ে রাখলাম যখন তখন ঢুঁ মারা যাবে।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভাই।
অনুসারিত করে ঋণী করলেন। জানিনা আপনার আশা ধরে রাখতে পারবো কিনা।
শুভ কামনা রইলো সবসময়।
২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭
এক আলোকবর্ষ দূরে বলেছেন: শুভ নববর্ষ ভাই।
পোস্টে ছবিটা কার? ড্রিম থিয়েটার নামের কারও কি? তাহলে মনে হয় একজনের ফেসবুক কভার পিকে এটা দেখেছি।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
পোস্টের ছবির মানুষটি আমি নিজেই। ড্রিম থিয়েটার নামক কারও ফেসবুকে দেখার কথা না। দেখলেও আমার ফেসবুকের কভার পিকে দেখতে পারেন।
ভালো থাকুন সবসময়।
২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
ইখতামিন বলেছেন: Onek Onek Onek valo legechhe
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ইখতামিন ভাই ।
ভালোলাগায় ...
নতুন বছর কাটুক অনাবিল আনন্দে শুভ কামনা রইলো।
৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
অনীনদিতা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
অনেক চমৎকার কবিতা লিখেন আপনি।
শেষের দুইটা লাইন বেশি ভালো লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৩১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২
বটবৃক্ষ~ বলেছেন: ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
+++++++ আমি এখানে আগে কেন + দেইনি বুজতেসিনা!!
যাহোক কাহিনি কি! সব পোস্ট পকেটে ঢুকায় নিসেন কেন??
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বটবৃক্ষ।
প্লাস গ্রহণ করিলাম।
হটাত মন খারাপ হয়ে গেলো তাই। আমার মাঝে কাজে এ রকম হয়। ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
সুন্দর কবি।ভাল হয়েছে।১ম ভাল লাগা।