নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

আমরা শোকাহত!!! :( :( :(

২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭









পোস্টের প্রথমে সাভরের রানা প্লাজা নামের বহুতল ভবন ধসে হারিয়ে যাওয়া শত শত মানুষের রূহের মাগফিরাত কামনা করছি। আর মৃত্যুর সাথে যুঝে চলা আরও হাজার মানুষের জন্য আরোগ্য কামনা করছি।

/:) :((



বার বার ঘটে যাওয়া মৃত্যুর মিছিলের পর কিছু চিরচেনা চিত্র :-







১) হাজারও মানুষের জীবন বিপন্ন হচ্ছে বারে বারে তখন টিভির পর্দায় যখন দেখি সরকার ও সরকারের উচ্চ পদস্থ মন্ত্রীরা প্রেস কনফারেন্স করে বলে,

"অপরাধী যেই দলেরই হোক না কেন তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।"

আমার বড় হাসি পায়। কারণ অল্প বয়সে এই কথাটা অনেকবার শুনেছি কিন্তু কখন এর প্রয়োগ দেখিনি। এবার কি এর ব্যাতিক্রম হবে?



২) বিটিভির পর্দায় বার বার ভেসে উঠে ,

''প্রধানমন্ত্রী নিজে উদ্ধারকাজ তদারকি করছেন।''

এবারও তাই হয়েছে। কিন্তু উদ্ধার কাজে সরকার কতটুকু এগ্রেসিভ ছিল তা আমারা দেখলাম।



৩) আর দুর্ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর ঘোষণা ,

প্রত্যেক স্বজন হারা পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ___ টাকা বরাদ্ধ দেয়া হল। :)

টাকা দিয়ে জীবন কেনা। বড়ই আজব এই দেশ।



৪) সরকারী দল বিরোধী দলের দোষ দিবে আর বিরোধী দল সরকারী দলের। মানুষ বাঁচানো রেখে চুল টানাটানি। :)



৫) সরকারের পক্ষ থেকে ঘটনার মূল কারণ নির্ণয়ের জন্য একটি কার্যকরী তদন্ত কমিটি গঠন করা হয়। যার অর্থবহ তদন্ত রিপোর্ট কখন পাওয়া যায় না।



৬) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খাতের দেখবাল সংশ্লিষ্ট পরিষদের ভবিষ্যতে আর ভালো ভাবে এই বিষয় গুলো তদারকি করার আশ্বাস।





বারবার এই একই আহ্বান।

কিন্তু কিছুদিন পর আমরাই ভুলে যাই। আমারই সেই মানুষ খেকোদের পিছনে দোড়ায়।

মনে পরে যায় জহির রায়হান এর হাজার বছর ধরে উপন্যাস এর কথা। :(



কেন এমন হয় বার বার?

আমারা কি পারবোনা কখনই বদলাতে???



আমরা কি পারবোনা এই নোংরা শাসন ব্যাবস্থাকে পরিষ্কার করে সুন্দর সোনার বাংলা গড়তে ?







বারবার কেন এই লাশের মিছিল আর স্বজনের আহাজারি ? :(



আমার আজ বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে। :(







বি. দ্রঃ- আর যাই করেন দেয়াল কিংবা কলাপ্সিবল গেট নিয়ে নাড়াচাড়া করতে যাবেন না কিন্তু।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

এরিস বলেছেন: Let's stop voting.. Sob mile vote deya bondho kore dei... Somorthon niye rajnoitik dolgulor lafalafi tkhn dekha jabe..

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় এরিস আমারও তাই মনে হয়। তাই আমি কখন নির্বাচনে ভোট দেই নাই।
কিন্তু আমাদের সংখ্যা অতি নগণ্য। :( :( :(

মানুষের শুভ বুদ্ধির উদয় হোক।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

সুফিয়া বলেছেন: আমাদের স্তব্ধতা কাটিয়ে উঠতে হবে এদের ফাঁসির দাবীতে। তানাহলে আবারও পার পেয়ে যাবে ওরা।

Click This Link

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমরা শাস্তি চাই,
বিচার চাই এই নর ঘাতকদের।
আমাদের শোকের স্তব্ধতার আড়ালে
এই নরঘাতকদের আড়াল করা চলবে না।


৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

এল এইচ, জুয়েল বলেছেন: ধিক সভ্যতা ধিক...ধিক তোমার মাঝে লালন হওয়া সেসব মানুষ রূপী হায়েনা দের প্রতি।ধিক রইল আমার প্রতি।ওরা খুন হল কিন্তু আমি কিছুই বলতে পারলাম না...আমরা খালি লুঙ্গি উচিয়ে নিজের পুরুষত্ব দেখাতে পারি,বুক উচিয়ে নয়।...ধিক...ধিক তোমায় জন্মভূমি,এই লজ্জা তুমি কোথায় রাখবে??

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
হুম।
কান্ডারী ভাই এই অবস্থার জন্য আমরাই দায়ি। :(

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

লাবনী আক্তার বলেছেন: আমাদের দাবি দোষীদের বিচার করা হোক। আর রানা কে বুধবারই গ্রেফতার করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি। সাভারের এমপি কেও ধরা হোক। তাকে জিজ্ঞাসা করা হোক রানা কোথায়? তিনিইতো সাহায্য করেছেন!

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
কি বলবো আপু!!!!

এভাবেই চলছে দেশ।

আমার দেশ কখনই বদলাবেনা।

:( :(

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

একজন আরমান বলেছেন:
কিছুই বলার নাই।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :(

৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

বটবৃক্ষ~ বলেছেন: আমার আজ বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে।
আমরা লাশ দেখে বড্ড ক্লান্ত! তাই প্রথম আলু বিনুদুনের সুব্যাবস্থা করেচেন!! কি আনন্দ!!

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :(

৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

যুবায়ের বলেছেন: বলার মত কোন ভাষা নেই!!
বাকরুদ্ধ... :( :(

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :(

১০| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৪৬

ইখতামিন বলেছেন:
১ম লাইক রেটিং বোধ হয় আমিই দিলাম :( :( :(

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম! ইখতামিন ভাই।


অনেক দিন পর আমার ব্লগে।
কেমন আছেন ভাই ???



১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৫০

আর.হক বলেছেন: বিষয়টা বরাবরের মতো এরকমই। ইস্যুর মাঝে হারিয়ে যাবে হয়তো .. আবার নতুন কোন গার্মেন্টস হবে শিরোনাম

০৩ রা মে, ২০১৩ রাত ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ বিচত্র আমাদের এই দেশ। :( :( :(

১২| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৯

স্বপনবাজ বলেছেন: পুজিবাদী মানসিকতার মুক্তি এনে দিতে পারে মানবতার মুক্তি !
আল্লাহ আমাদের সবাইকে মানুষ হবার শক্তি দিন !

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে মানুষ হবার শক্তি দিন !

১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৩

ভিয়েনাস বলেছেন: বন্ধ হোক সকল অনিয়ম.....

০৭ ই মে, ২০১৩ রাত ১২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: সহমত!!!


বন্ধ হোক সকল অনিয়ম।

১৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: :(

০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :(

বন্ধ হোক সকল অনিয়ম।

১৫| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮

জলপরী১৮ বলেছেন: :( :( :( :( :(

০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(


বন্ধ হোক সকল অনিয়ম।

১৬| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

বোকামন বলেছেন:


.....................
........

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ................... ডট ডট ব্যাবহার কি বুঝালেন ভাই?

১৭| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

বোকামন বলেছেন:




কী লিখবো ভাই স্নিগ্ধ শোভন,

আর কোন ভাষা পাই না এ শোক প্রকাশের .....
নিজেকেই দোষী মনে হয় ভাই।

(দুখি:ত বোঝাতে না পেরে)

১১ ই মে, ২০১৩ বিকাল ৫:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমদের এই রাষ্ট্র ব্যাবস্থার পরিবর্তন কি কখনই হবে না ?? :(


সত্যি বলেছেন ভাই, এই শোক প্রকাশের ভাষা নেই।

( দুঃখিত বুঝতে না পারাই )

১৮| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:১৩

বোকামন বলেছেন:

হবে ভাই, নিশ্চয়ই হবে.... ইনশাআল্লাহ

আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো চালিয়ে যেতে হবে।
যার যার অবস্থান থেকে প্রতিবাদ এবং সচেতনতা জারি রাখতে হবে।


আর আপনারা তো আছেনই, আপনাদের মাধ্যমেই একদিন রাষ্ট্র ব্যাবস্থার পরিবর্তন সাধিত হবে। ...

ভালো থাকবেন ভাই
আস সালামু আলাইকুম

১১ ই মে, ২০১৩ রাত ১০:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ !!

ভালথাকুন নিরন্তর।

১৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৭

মেঘরোদ্দুর বলেছেন: মন খারাপের দৃশ্য। ঘুম ভেঙেই ২৪শে এপ্রিল নিয়ে এসেছিলো গা শিহরণ করা সংবাদ। এরপর বেদনার পরিবেশ বিস্তৃত হতে থাকে। এখনও ছেয়ে আছে সেই শোক মনের চারপাশজুড়ে।

১৩ ই মে, ২০১৩ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
আসলেই আপু এখন সে দৃশ্য চোখের সামনে ভেসে উঠে। :(

২০| ১৬ ই মে, ২০১৩ রাত ১:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: :( :(

১৭ ই মে, ২০১৩ রাত ২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
:(

বন্ধ হোক সকল অনিয়ম।

২১| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

অদৃশ্য বলেছেন:



আমরা খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই...


শুভকামনা...

১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম।

ধন্যবাদ । ভাল থাকবেন।

২২| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

রোকেয়া ইসলাম বলেছেন: ভিন্ন রকম একটা পোস্ট।
খুব ভাল লাগলো।
ভাল থাকুন আপনি।

১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.