নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অগোচরে...।

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৪৭



জোনাক জ্বলা চোখ ধাঁধান রাত,
কানামাছি খেলে মেঘের আড়ালে চাঁদ;
তারাদের মাঝে কানাকানি হয়
তুমিহীনা বড্ড একা রাত,
বালিশের কোণ ভিজে ছুপছুপ
ক্লান্তি এসে ঘুম পাড়ায় রোজ।

জমেছে জল বুকের ভিতর, রোদের অভাবে,
পড়বে চুয়ে তোমার অভাবে ।

চায়ের কাপে ঠোঁট ছোয়ানো দিন
শুরু হয় সাথে নিকোটিনের বীণ।
অবাক যত্নে সামলে চলি
ফুরিয়ে যাওয়ার ভয়ে !
ভাবলি কেমনে দুঃখ পাব খুব ?
!
দুঃখ আমার নয় ।

ছুটে চলি পিচঢালা পথ
রাস্তাগুলো এলোমেলো রোজ;
মাঝে মাঝে এসে বৃষ্টি হানা দেয়!
মুছে দিয়ে যায় সকল ধুলো।
চকচকে পথে
মন ছুটে যায় …
ধুলো এসে বসে ফের শার্টের গায়!
ছুটে চল তুমি আমার সাথে ,অগোচরে…।


......................................................................................................

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

লাবনী আক্তার বলেছেন: মাঝে মাঝে এসে বৃষ্টি হানা দেয়!
মুছে দিয়ে যায় সকল ধুলো।

কবিতায় প্রথম ভালোলাগা রইল।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু।

১ম ভাললাগা কুড়িয়ে নিলাম।



কমেন্ট এর উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।

২| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: গান হিসাবে ভাল চালানো যাবে

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।


কবিতাটা লিখার জন্য অনুপম এর গানে কৃতজ্ঞতা দিতে হয়। অনুপম তার গান গুলোতে চলার পথের কিছু মুহূর্তের মাধ্যমে পাওয়া, না পাওয়া, ভাললাগা, মন্দ লাগা, সুখ ও দুঃখ গুলো তুলে ধরেন। তাই আমিও কিছুটা চেষ্টা করলাম।

আমি গায়ক না। হলে হয়তো ভালো একটি গান গেয়ে ফেলতাম বোধয়। :P
আপনারা চেষ্টা করতে পারেন। গান হিসেবে শুনতে পারলে ভালোই লাগবে। :)

৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লেগেছে। :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আপু।

ভাললাগায় সুখী হলাম। :)

৪| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: গান হিসাবে ভাল চালানো যাবে

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

আমি গায়ক না। হলে হয়তো ভালো একটি গান গেয়ে ফেলতাম বোধয়। :P

আপনারা চেষ্টা করতে পারেন। গান হিসেবে শুনতে পারলে ভালোই লাগবে। :)

৫| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১

সায়েম মুন বলেছেন: সুন্দর। একটা লিরিক্যাল আমেজ আছে।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মুন ভাই।

একটা লিরিক্যাল আমেজ আমিও পাচ্ছি। কিন্তু সুর দিতে পারছি না। :(

৬| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বেশ!!!

মুগ্ধপাঠ্য!!!++++

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মূর্খ দা।


কমেন্টে মুগ্ধ হলাম।

শুভ কামনা সবসময় ।

৭| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১

আশিক মাসুম বলেছেন: মাথায় কেমন জানি একটা সুর চলে এসেছে :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
ভাই আপনার উপর ভরসা পাই। আপনি একটু গান হিসেবে গেয়েই ফেলেন।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৪

রাতুল_শাহ বলেছেন: ++++

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই।

আগমনে সুখী হইলাম।

৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন পাইলট ভাই।

১০| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৬

এরিস বলেছেন: এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো,
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো।
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ আঘাত মনে পড়াক দূর অনুপ আঘাত।
জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে,
সময় এলে পড়বে চুয়ে নিজের স্বভাবে।
আমি কাঁটাতারেই সুখী;
এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে।
আসলে সত্যি বলে সত্যিই কিছু নেই। ..........এই শ্রাবণ নাম বাক্সবন্দী কিছু ইচ্ছে আছে,
এই শ্রাবণ স্যাঁতসেঁতে খুব আমার কাছে।
অবাক যত্নে সাম্লে চলা, ফুরিয়ে যাবার ভয়;
ভাবলি কেন দুঃখ পাবো? দুঃখ আমার নয়।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!!

অনেক সুন্দর লাগলো।

১১| ২৮ শে মে, ২০১৩ রাত ২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++ এর বন্যা হবে।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্লাসের বন্যাই প্লাবিত হইলাম। :)


অনেক অনেক ধন্যবাদ ভাই।

পাশে থাকার জন্য ও উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা রইলো।

১২| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪

একজন আরমান বলেছেন:
দোস্ত তুই তো দুর্দান্ত হয়ে হয়ে উঠছিস দিন কে দিন।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি না আমার লেখা ?? 8-|

১৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:২৮

মাগুর বলেছেন: চমৎকার লিখেছেন শোভন ভাই। আপনি কিন্তু অনেক ভালো কবিতা লিখেন। শুভ কামনা রইলো :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস মাগুর ভাই।

আগমনে সুখী হইলাম। ভাললাগায় আর :) :) :)

লেখালেখির একটু একটু চেষ্টা করি। ভালো হয় কিনা মন্দ হয় তা আপনাদের কাছে শুনে খুব ভাললাগে।


আমাদেরকে এত সুন্দর একটি মাধ্যম দেওয়ার জন্য সামুর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ধন্

১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:২৬

নস্টালজিক বলেছেন: ভাবলি কেমনে দুঃখ পাব খুব ?

দুঃখ আমার নয় ।



শুভেচ্ছা!

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ নস্টালজিক।

ব্লগে শুভেচ্ছা।

১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২০

ইনকগনিটো বলেছেন: কবির জন্য শুভকামনা রইলো :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ ইনকগনিটো। :)

ব্লগে শুভেচ্ছা।

১৬| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৭

ফালতু বালক বলেছেন: ধুলো এসে বসে ফের শার্টের গায়!
ছুটে চল তুমি আমার সাথে ,অগোচরে…।

খুব ভালো।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমরাও খুব পছন্দের দুটি লাইন। :)


ধন্যবাদ বালক।

শুভ কামনা ।

১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১৯

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর লিখেছ।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ।

১৮| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রহস্যময়ী কন্যা বলেছেন: ছুটে চলি পিচঢালা পথ
রাস্তাগুলো এলোমেলো রোজ;
মাঝে মাঝে এসে বৃষ্টি হানা দেয়!
মুছে দিয়ে যায় সকল ধুলো।
চকচকে পথে
মন ছুটে যায় …
ধুলো এসে বসে ফের শার্টের গায়!
ছুটে চল তুমি আমার সাথে ,অগোচরে…।

ওয়াও।অসাধারণ...............

০৩ রা জুন, ২০১৩ রাত ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ রহস্যময়ী কন্যা ।

ব্লগে শুভেচ্ছা।

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুঃখ দূরেই থাকুক।।

০৩ রা জুন, ২০১৩ রাত ২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুঃখ হলেও পাশেই থাকুক। :P

২০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

একজন আরমান বলেছেন:
তোর লেখা। :)

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
থেঙ্কু দোস্ত!! :) :D

২১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ফারজানা শিরিন বলেছেন: জমেছে জল বুকের ভিতর, রোদের অভাবে,
পড়বে চুয়ে তোমার অভাবে _
____________________ :(

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
হুম।
:( :( :(

২২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৯

অদৃশ্য বলেছেন:




বেশ ভালো লাগলো লিখাটি...


শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
ভাললাগায় সুখী হলাম। :)


পাশে থাকবেন।

২৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

বোকামন বলেছেন:







লেখাটি পড়তে বেশ ভালো লাগছিল। সুন্দর !
আশাকরি আপনি ভালো আছেন :-)

কামনা করি দুঃখ যেন কখনোই আপনার না হয়।

সতত সুন্দর সময় কাটুক।
ভালোলাগা সঙ্গী করে .........।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বোকামন।

আপনার মূল্যবান কমেন্টে আমি কৃতজ্ঞ!!

আমি ভালো আছি।

আশা করি আপনিও ভালো আছেন।

সুখ ও শান্তিতে ভরে থাকুক আপনার জীবন।

২৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

বটবৃক্ষ~ বলেছেন: তুমিহীনা বড্ড একা রাত,
বালিশের কোণ ভিজে ছুপছুপ
ক্লান্তি এসে ঘুম পাড়ায় রোজ।


তবুতো ঘুম পাড়ায়......!! :(:(

ভালো থাকবেন

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
হুম /:)



২৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লেগেছে :)
কিন্তু লাইক বাটনে কাজ করছে না :(

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লেগেছে শুনেই খুশী হলাম ভাই। :) :)
লাইক বাটন না চাপতে পারলেও চলবে :)


ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০২

মায়াবী ছায়া বলেছেন: দুঃখ আমার নয় ।
ছুটে চলি পিচঢালা পথ
রাস্তাগুলো এলোমেলো রোজ;
মাঝে মাঝে এসে বৃষ্টি হানা দেয়!
মুছে দিয়ে যায় সকল ধুলো।
--অনেক ভালো লাগা ।।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ মায়াবী ছায়া ।

আপনার ছায়া পেয়ে ধন্য হলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.