![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
তুমি আছ তুমি থাকবেই
তোমাকে রেখেছি বুকে জন্ম হতে জন্মান্তরে !
আজো তুমি গেয়ে যাও গান
কর্মহীন পূর্ণ অবসাদে হৃদয় অন্তরালে।
বিশ্বরূপ এ খেলাঘরে,
হাজার মৃত্যু পেরিয়ে
আজো আছি তোমায় না পাওায়ার অন্তহীন জ্বালা নিয়ে
তোমায় পাওয়ার সাধ্য কি আছে এ জনমে?
রয়েছ তুমি আজো বহু মানবের হৃদয় পটে।
শত শত ঝরা বকুলের কান্না ধুয়ে নিতে,
বয়ে গেছে ঝর্না পাহাড়ের কোল ঘেঁষে
হাজার হাজার নক্ষত্রপুঞ্জের বিষাদ মুছে দিতে
আকাশ হয়েছে নীল বিষাদের রঙে,
তবু তুমি রয়ে গেলে আমার !
চিরদিনের তুমি হয়ে।
..........................................................................................................................
উৎসর্গ :- কবি আল মাহমুদ।
কবির ৭৯তম জন্মদিনে আমার ছোট উপহার।
.........................................................................................................................
কবিতা সম্পর্কে সকলের যে কোন ধরণের আলোচনা কামনা করছি।
সকলকে মাহে রমজানের শুভেচ্ছা!!
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ইরফান ভাই।
২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো।
কবিকে জন্মদিনের শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
নিয়মিত পোষ্ট পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো।
ধন্যবাদ মুন ভাই।
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫
মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা ++
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
মাহবু১৫৪ বলেছেন: ++++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস ।
প্লাস পেয়ে সুখী হইলাম।
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫
টুম্পা মনি বলেছেন: +++++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস টুম্পা মনি।
শুভ কামনা ।
৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা ভাল হয়েছে, আর উৎসর্গতো দারুন লাগল! আল মাহমুদ আমার খুব প্রিয় একজন কবি।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ নাজিম ভাই।
আল মাহমুদ আমার প্রিয় একজন কবি।
৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: ++++ দিতেই হয় !
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ অভি।
শুভ কামনা সবসময়।
৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
রেজোওয়ানা বলেছেন: কবির জন্মদিনের উপহার বেশ সুন্দর হয়েছে......
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস আপু।
ব্লগে আপনার আগমনে সুখী বোধ হল।
ভাল থাকুন নিরন্তর।
৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
একজন আরমান বলেছেন:
darun likhechis dost.
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দোস্ত।
শুভ কামনা রইলো।
১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো হয়েছে। 'গহীনে' শব্দটা বিলুপ্ত করা যায় না? বহুল ব্যবহৃত হওয়ায় এটাকে দুর্বল লাগে।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
গহীনের জায়গায় অন্তরালে ব্যাবহার করলাম । কেমন লাগলো জানাবেন।
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম নেই কেনু ?
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: সামু আমার শিরোনাম খেয়ে ফেলতেছে ।
কয়েকবার ঠিক করলাম।
১২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় ভালো লাগা
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কন্যা রহস্যময়ী।
ভাল থাকুন সবসময়।
১৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০৪
সুপান্থ সুরাহী বলেছেন:
তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
কেমন যেন বেখাপ্পা ঠেকল! অসামঞ্জস্য অতিকল্পনা মনে হয়!
কবিতা ভাল লাগল...
১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই আমাদের রূহ তৈরি হয়েছে ।
আমার কাছে মনে হয়েছে আমি এই পৃথিবীতে যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা করছি বা চেষ্টা করছি সেই ভালোবাসাটি পৃথিবী সৃষ্টির পূর্বেই হয়েছে। তাই আমরা আমাদের ভালোলাগার মানুষটিকে পাওয়ার জন্য এত চেষ্টা ও অপেক্ষা করি।
শত শত নারী ও পরুষের মাঝে আমরা শুধু একজনকে সিলেক্ট করি আমাদের জীবন সঙ্গী হিসেবে। একজনকেই ভালোবাসি হৃদয় দিয়ে।
[ইহা সম্পূর্ণ আমার একান্ত ভাবনা থেকে বলা নিজেকে বিচার করে]
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯
সুপান্থ সুরাহী বলেছেন:
আমার কাছে মনে হয়েছে আমি এই পৃথিবীতে যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা করছি বা চেষ্টা করছি সেই ভালোবাসাটি পৃথিবী সৃষ্টির পূর্বেই হয়েছে। তাই আমরা আমাদের ভালোলাগার মানুষটিকে পাওয়ার জন্য এত চেষ্টা ও অপেক্ষা করি।
এই অর্থে মাইনা নিলাম...
বাট প্রশ্ন হলো; পৃথিবী সৃষ্টরি আগে রুহ বানানো হলেও তখন তাকে কেবল রবের অনুভবই দেওয়া হয়েছিল! মানবিক বা ইহজাগতিত চেতনা দেওয়া হয়নি।
তার পরও কব্য কল্পনায় হতে পারে...!
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
পৃথিবী সৃষ্টরি আগে রুহ বানানো হলেও তখন তাকে কেবল রবের অনুভবই দেওয়া হয়েছিল! মানবিক বা ইহজাগতিত চেতনা দেওয়া হয়নি।
আপনার কথার সাথে আমিও একমত।
আমার কাছে মনে হয়েছে ,প্রত্যেকটি বন্ধন পূর্ব লিখিত। সৃষ্টিকর্তা এক একটি রূহের জন্য তাদের পছন্দনীয় রূহ তৈরি করেছেন।
আমি শুধু মানব জীবনে বসে ভালোবাসা সৃষ্টির রহস্য খুঁজেছি। এর বেশি কিছু না।
অনেক ধন্যবাদ আবারো।
১৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২৯
সুপান্থ সুরাহী বলেছেন:
*কাব্য
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ওকে।
শুভ কামনা সবসময়।
১৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার হইছে তো!!!
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রতা।
ভাল থাকুন নিরন্তর।
১৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবি প্রতিভায় মুগ্ধ হলাম +++++ দিলাম।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
আপনাদের অনুপ্রেরণায় লেখার সাহস পাচ্ছি।
শুভ কামনা রবে সবসময়।
১৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
গল্পের অপেক্ষায় আছি।
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অপেক্ষার জন্য কৃতজ্ঞতা জানবেন।
খুব শিগ্রই পাবেন হয়তো ।
পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬
বটবৃক্ষ~ বলেছেন: খুব ভালো লাগলো......কবি !!
আল মাহমুদের প্রতি শ্রদ্ধা........দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি!! মৃত্যুচিন্তা নিয়ে ওনার একটা লিখা(কবিতা নয়, কলাম) পড়ে অভিভুত হয়েছিলাম খুব বেশি......!লাইন গুলো ডায়রীতে টুকে রাখতে হয়েছিলো। মাঝেমাঝে খুলে পড়ি!
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বটবৃক্ষ~
আল মাহমুদ আমার প্রিয় একজন কবি।
২০| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: খুব ভালো লাগলো......কবি !!
আল মাহমুদের প্রতি শ্রদ্ধা........দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি!! মৃত্যুচিন্তা নিয়ে ওনার একটা লিখা(কবিতা নয়, কলাম) পড়ে অভিভুত হয়েছিলাম খুব বেশি......!লাইন গুলো ডায়রীতে টুকে রাখতে হয়েছিলো। মাঝেমাঝে খুলে পড়ি!
কবিতা ভাল লেগেছে কবি ।
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
কবির দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করি।
২১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: খসে পড়া তারাদের দুঃখ বুকে নিয়ে,
আকাশ হয়েছে নীল, নেশাতুর বিষে,
মেঘ ঝরে ঝরে কেঁদে যায় বিষন্ন শূন্যতা,
তবু তুমি, শুধু তুমি আসবে বলে,
রংধনু রঙে পাখা মেলে বৃষ্টিফোঁটা,
শুধু তুমি আঁকবে বলে, লিখবে বলে জাদুর তুলিতে,
ডুবে যাবার আগে ফোটে গোধূলির ফুল!
ভালো থেকো, ভালো থেকো তুমি কবি আল মাহমুদ!
শুভ জন্মদিন কবি আল মাহমুদ, কবির প্রতি কবির নিবেদন ভালো লাগলো হে স্নিগ্ধ কবি!
শুভকামনা!
১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: খসে পড়া তারাদের দুঃখ বুকে নিয়ে,
আকাশ হয়েছে নীল, নেশাতুর বিষে,
মেঘ ঝরে ঝরে কেঁদে যায় বিষন্ন শূন্যতা,
তবু তুমি, শুধু তুমি আসবে বলে,
রংধনু রঙে পাখা মেলে বৃষ্টিফোঁটা,
শুধু তুমি আঁকবে বলে, লিখবে বলে জাদুর তুলিতে,
ডুবে যাবার আগে ফোটে গোধূলির ফুল!
ভালো থেকো, ভালো থেকো তুমি কবি আল মাহমুদ!
শুভ জন্মদিন কবি।
ধন্যবাদ প্রিয় ইফতি ভাই। ভাল থাকুন অহর্নিশ।
২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
সানড্যান্স বলেছেন: গান গান ব্যাপারেশন আছে। লিরিক্স হতে পারে!
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সানড্যান্স।
গান হলেও হতে পারে
২৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: কবির জন্য যোগ্য উপ হার!!!
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শায়মা আপু।
২৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
বোকামন বলেছেন:
উপহারটি ছোট হলেও খুবই সুন্দর !!
ভালোলাগা রেখে গেলুম :-)
শুভেচ্ছা .....।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
বোকামনের ভাললাগা কুড়িয়ে নিলাম।
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
শুভ কামনা সবসময়।
২৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই।
কেমন আছেন???
২৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা রেখে গেলাম, সেই সাথে ++++
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো। একটা লাইন ছাড়া।
তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
অতি কথন মনে হচ্ছে! যদিও আপনি এ নিয়ে সুপান্থ ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়েছেন। রিপ্লাই টা পছন্দ হয় নাই!
১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
লাইনটি পরিবর্তন করার ইচ্ছে হল আপনার কমেন্ট পড়ে।
আপনার মূল্যবান কমেন্টের জন্য কৃতজ্ঞতা রইলো।
২৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: আল মাহমুদ কে শুভেচ্ছা জানাই। যদিও উনাকে অতো ভালো লাগা হয় নি।
কবিতা ভাল্লাগসে।
তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
লাইন টা যায় না। কেমন জানি।
আরো strong রিপ্লাই চাই।
১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: আর strong রিপ্লাই ?
আমি লাইনটা পরিবর্তন করবো চিন্তা করেছি ।
অনেক ধন্যবাদ মূল্যবান কমেন্ট এর জন্য।
২৯| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
অদৃশ্য বলেছেন:
শোভন ভাই
যে লাইনটা নিয়ে কথা হচ্ছে সেটা কিছুটা পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়...
তবে কোথায় যেন শুনেছিলাম... এইসব আত্মা সৃষ্টিকর্তা সৃষ্টির পর কোথায় যেন রাখেন..। সেখানে যার যার দেখা হয় তারা পূনারায় পৃথিবীতে মিলিত হন বা ভালোবাসা তৈরী হয় এমন কিছু... আমি ঠিক পরিষ্কার নই, কোথাও শুনেছিলাম এমনটা.... অবশ্য এটা বাড়তি গল্পও হতে পারে...
কবি দীর্ঘজীবি হোন
আপনার জন্য
শুভকামনা...
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ অদৃশ্য।
আপনার কমেন্টে একটু ভরসা পাচ্ছি। তবুও বিষয়টি আমাকে ভাবাচ্ছে।
শুভ কামনা রইলো।
৩০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২
বাংলাদেশী দালাল বলেছেন: তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
লাইনটিতে আমারও কনফিউশন ছিলো তবে মন্তব্য পরে তা দূর হয়েছে।
কবিতায় ++++
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
লাইনটা আমাকে ভাবাচ্ছে খুব। দেখি কি করা যায়।
ভাল থাকুন সবসময়।
৩১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: ১৯ তম ভালোলাগা ভ্রাতা
+++++++++
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৩২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭
অনাহূত বলেছেন: সুন্দর কবিতা।
এই লেখাগুলো আরো সুন্দর -
"আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ"
"ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।"
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
ব্লগে শুভেচ্ছা।
৩৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
এই লাইনটি নিয়ে কিছুটা বিতর্ক হচ্ছে দেখা যাচ্ছে। যদিও বিতর্কিত হবার মতই তবে কবি তার নিজ ভাবনা থেকে অনেক কিছুই লিখতে পারে। এটা তার একান্ত নিজস্ব ফ্যান্টাসি।
তবে এভাবে লিখলে কিছুটা বিতর্কের অবসান হতে পারে বলেই আমি মনে করি।
তোমাকে রেখেছি বুকে রূহের জন্ম হতে
কিংবা
তোমাকে রেখেছি বুকে জন্ম হতে জন্মান্তরে
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
আপনার দেওয়া লাইনগুলো আমার পছন্দ হয়েছে।
আমি এডিট করে দিচ্ছি।
৩৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
উপরের ছবিতে লাল দাগ দেওয়া লাইনটি নিয়ে পাঠকদের কিছু মতামতের প্রেক্ষিতে প্রিয় কাণ্ডারী ভাই এর সহযোগিতায় লাইনটি পুনরায় পরিবর্তন করা হল।
আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।
৩৫| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
লেখোয়াড় বলেছেন:
একজন প্রেমিকের প্রতিনিধিত্ব করা এই কবিতার একটি লাইন নিয়ে অনেকে কথা বলেছেন, আর আপনি সেইসব কথা শুনে লাইনটিই পরিবর্তন করে দিলেন, বিষয়টি মেনে নিতে পারলাম না। আমার তো মনে হলো না যে কবিতা নিয়ে আপনার খুব একটি জেদ আছে।
কবির কল্পনা কোথায় সীমাবদ্ধ শোভন? কবি কি এতই ঠুনকো যে একটু আঘাতেই পিচলে পড়বে, তবে কেন লাইনটি পরিবর্তন করলে? এখানে আরো আলোচনা হতে পারতো, কিন্ত লাইনটি পরিবর্তন করে আপনি সে পথ বন্ধ করে দিলেন। অন্য এক পৃথিবী থেকে যুগলবন্ধী আত্মার এই পৃথিবীতে ভালবাসার অর্থ খোঁজা অস্বাভাবিক কিছু না. অতি কল্পণীয় তো নয়ই। কারণ কবিতার চেয়ে কবি অনেক বেশী অকল্পণীয়।
বিশ্বরূপের খেলাঘবে অন্তহীন জ্বালা বুকে নিয়ে মানবীর হৃদয় প্রত্যাশা এই কবিতায় খুব করে বলে দিয়েছেন, শেষে প্রকৃতির মহত্ব দিয়ে কবিতাকে অনেকখানি ফলবান করেছেন, যা হৃদয়ে দগি কেটে যায়।
ভাল লাগল শোভন, অন্যের কথায় নিজের পথ ছাড়বেন না।
ভাল থাকুন।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
আপনার উপদেশ আমার মনে থাকবে সবসময়।
ভাল থাকুন নিরন্তর!!
পাশে থাকবেন।
৩৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
তুমি আছ তুমি থাকবেই
তোমাকে রেখেছি বুকে পৃথিবী সৃষ্টির পূর্বে!
...... মানে , রুহকাল হতেই আত্মার এ বন্ধন । তাইতো! যখন পর্যন্ত সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেননি ..... হুম... লাইনটা বেশ সুন্দর ছিলো ... আমার ভালো লেগেছিলো !... হয়তো অনেক কম বুঝি, জানি ও কম ... কিন্তু এটাতে অনেক গভীরতা ছিলো, অনুভব করতে পারছিলাম ... বদলে দেয়া কি ঠিক হলো!!
শুভ কামনা জানবেন ... এর আগে মন্তব্য দিতে পারিনি !
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
আপু আপনি লাইনটির মূল কথা ঠিক ধরতে পেরেছেন ।
বদলে দেওয়া ঠিক হয়নি আসলেই। লাইনটি কিছুটা পরিবর্তন করার ইচ্ছে জেগেছিলো তাই কাণ্ডারী ভাইর লাইন পছন্দ হয়ে যাওয়ায় পরিবর্তন করে দিলাম।
বিতর্ক হয়েছে ঠিক বলবো না। তারা লাইনটিকে অতি কল্পনা মনে করেছেন।
আমার একটি প্রবলেম হল। আমি কোন কিছু লিখতে বসলে একবারে লিখে ফেলি। পরবর্তীতে আমি আর ঐ চিন্তার ভিতরে যেতে পারিনা।
অনেক অনেক ধন্যবাদ রইলো আবার। আপনাদের মতামত গুলো আর আগে আসলে হইত পরিবর্তন করতে হত না।
৩৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬
শ্রাবণ জল বলেছেন: ছবিটা সুন্দর।
লেখা নিয়ে আরেকদিন বলব।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ!!!
অপেক্ষাই রইলাম ....
৩৮| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
আমার সমস্যা হল , অফ লাইন এ পড়ি ... আর পড়ে ভুলেই যাই যে অনলাইন হলে ওখানে মন্তব্য দেয়ার কথা ছিলো!!!
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল থাকুন নিরন্তর!!
৩৯| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
নেক্সাস বলেছেন: প্রেমের কবিতায় ভাল লাগা
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
৪০| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
আরমিন বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা!
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আরমিন২৯।
ব্লগে শুভেচ্ছা!!
৪১| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
লাইন চেঞ্জ হইছিলো তাইলে।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন: একটা লাইন চেঞ্জ হইছে
ধন্যবাদ দূর্জয় ভাই।
৪২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪
হৃদয় রিয়াজ বলেছেন: ++++++++
২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ জানবেন ভ্রাতা।
পাঠে কৃতজ্ঞতা রইলো।
৪৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪২
বৃতি বলেছেন: বেশ ভাল লেগেছে
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বৃতি অনেক দিন পর ব্লগে আপনাকে দেখলাম।
কেমন আছেন??
৪৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
শিপন মোল্লা বলেছেন: চমৎকার প্রেমের কবিতা।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা!
৪৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১১
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও ভালোলাগা জানিয়ে গেলাম। নতুন লেখা কই?
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।
নতুন লেখা কিছুদিনের মধ্যেই পাবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথম ভালো লাগা!!!!!