![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
তফাত যাও, তফাত যাও ! সব ঝুঁট হ্যায়, সব ঝুঁট !!
“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার *কুনোব্যাঙ*। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার *কুনোব্যাঙ*। পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ব্লগের একমাত্র বিরোধী পক্ষ যিনি মনে করেন, “বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!”
ব্লগার * কুনোব্যাঙের* অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
ব্লগার *কুনোব্যাঙ* আপনাকে অন্তরঙ্গ আলাপনে শুভেচ্ছা।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: অভি ভাই বসে থাকলে হবে না। আপনার কিছু জানার থাকলে জানতে পারেন।
২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই খুবই চমৎকার উদ্যোগ নিছেন দেখি
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
পাশে থাকুন।
৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
বাগসবানি বলেছেন: আমার প্রথম প্রশ্ন - কুনোব্যাঙের গায়ের রং সবুজ কেন ? এই বিষয়ে উনি যদি একটু আলোকপাত করতেন !!
৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কই ব্যাঙ ভাই কই উনারে দেখি না যে ? উনি কি এইখানেই আসবে ?
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: হুম !! উনি আসবেন।
আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু এনার্জি ড্রিংক খেয়ে নিচ্ছেন।
৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার একটা প্রশ্ন আছে ব্যাঙ ভাইয়ের এক চোখ কানা কেন ?
৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
বাগসবানি বলেছেন: উনার আসার সময় এখনও হয় নাই । আমরা আগে ( মানে টাইমলি) চইলে আসছি
৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩
আমিই মিসিরআলি বলেছেন: আচ্ছা, উনার এক চোখে কেহেরমানের মত পট্টি কেন ?
উনি কি আমাদের জনগনের মতই একচোখা
৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা সিন্ধ শোভন। নিজের কথা সবার সাথে শেয়ার করতে ভালোই লাগবে
মাঝে একটা লাল বৃত্ত দেয়ার জন্য @ বাগসবানি
@কান্ডারী ভাই, শোভন হয়তো ফেবু থেকে আমার এই ছবিটা কালেক্ট করছে। ব্লগে আমার দুই চোখই খোলা। আসলে বিভিন্ন এক চোখা মানুষের কাজ কর্ম দেখতে দেখতে ভাবলাম একটু এক চোখা হয়ে দেখি কেমন লাগে ! ইংরেজীতে একটা প্রবাদ শুনেছিলাম, ইন দ্যা ল্যান্ড অফ ব্লাইন্ড ওয়ান আইড ম্যান কিং !!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই আমার প্রশ্নটা ছিল ফেবুর এই ছবিটা নিয়ে তাই দিয়ে দিলাম। আপনার সুন্দর মন্তব্য আমার মনে ধরেছে। চিন্তা করেছি আমিও সেইম কাজ করে দেখব
৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
এহসান সাবির বলেছেন: কুনোব্যাঙ নাম টা নাকি স্বপ্নে পাওয়া, স্বপ্নটা কি ধরনের ছিল যদি বলতেন..........!!
১০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: তফাত যাও, তফাত যাও ! সব ঝুঁট হ্যায়, সব ঝুঁট !!
এর ব্যাকগ্রাউন্ড স্টোরি কি জানার ব্যাপক আগ্রহ !
শানে নুজুল ও সাথে ব্যাখ্যা কইরেন প্লিজ !
১১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪
দমকল৮৬ বলেছেন: কুনা ব্যাঙ মিছা কথা কইলে আমি ক্যাঁক কইরা ধইরা ফালামু । হেরে আমি চিনি ১যুগ ১ বছর ধইরা ।
কুনা তুই সাবধান ।
১২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: বঙ্গদেশে ঠিক টাইমে চইলা আসা মোটামুটি মানের একটা অপরাধ হিসাবে বিবেচিত হয় বলেই জানি @ বাগসবানি
জনগণের মত না, জনপ্রতিনিধিদের মত (এখানেও এক চোখ বন্ধ রাখলাম) @আমিই মিসিরআলি
১৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭
মতিউর রহমান মিঠু বলেছেন: উত্তর দেয়ার মানুষ নাই, প্রশ্ন করবো কারে? ব্যাঙ ভাইডি আইছেন নাকি??
১৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
মামুন রশিদ বলেছেন: ভাবলাম সাক্ষাৎকার ছাপাইছেন, তাই লগইন হইলাম ।
আজকে আড্ডা দিতে পারুম না, কালকে পরপর তিনটা টার্ম টেস্ট, পড়তে পড়তে জীবন-যৌবন শ্যাষ
গ্যালারিতে সব দর্শক বইসা আছে, কুনো কই ?? হাইবারনেশনে যায় নাই তো ??
২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
জীবন-যৌবন শেষ হওয়ার মত কাজ করেন কেন??
দুনিয়াতে সকল মানুষরে দেখলাম জীবন-যৌবন ধরে রাখার জন্য ছুটছে আর আপনি তার উল্টো। কাহিনী কি ভ্রাতা।
১৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দুইন্নাতে এত নাম থাক্তে আপ্নে কুনোব্যাঙ নাম নিসেন ক্যান?
১৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: আমার প্রশ্ন আছে একটা কুনোব্যাঙ ভাইয়ার কাছে। সেটা হলো কুনোব্যাঙ ফেবুতে গিয়া কেমনে স্কাই ওয়াকার হইলো?????
১৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
বাংলার হাসান বলেছেন: *কুনোব্যাঙ* এর কাছে আমার প্রশ্নঃ আমরা জানি ব্যাঙ পানিতে থাকে কিন্তু তিনি কি কারনে পানি ছেড়ে ফেবু,ব্লগে?
১৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
মাসুম আহমদ ১৪ বলেছেন: “অন্তরঙ্গ আলাপনে” কুনোব্যাঙ কে স্বাগতম!
প্রশ্ন - আপনার নিক *কুনোব্যাঙ* কেন?
১৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগে কুনো ব্যাঙ নাম টি সিদ্ধ
সোনা ব্যাঙ রাখলেও পাঠক ভালা পাইত এ বিষয়ে কি কোন সন্দেহ
আছে
২০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কুনো ভাই শুনেছি আপনি অনেক দেশ ভ্রমন করেছেন ? সেইসব দেশের অভিজ্ঞতা শেয়ার করবেন কি ?
আপনার এই তিনটি পোস্টের মাহাত্ম জানতে চাই ?
গন্ধ সমাচার!!!
মুসলিম ফ্যাশন!! মধ্যপ্রাচ্য স্টাইল!!! (ছবিব্লগ)
বিয়ের সাজ দেশে দেশে। (ছবি ব্লগ)
২১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
অন্তহীন বালক বলেছেন: আমি বালক মানুষ, অন্তরঙ্গ আলাপনে নাই!
২২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
বাগসবানি বলেছেন: হুমম, আমি একবার এক দাওয়াতে টাইমলি গিয়ে একটু বেকুব হয়ে গেছিলাম । মনে হইতেছিল, সত্যই কি আমারে দাওয়াত দিছে নাকি আমি বেহায়ার মত চইলে আইছি :!> । এমনকি হোস্টরাও একটু আনপ্রিপেয়ার্ড ছিল
@মামুন রশিদ : আমি টেবিলে পড়ার সময় জীবন-যৌবনরে আলমারিতে তুইলে রাখি। আপনে ট্রাই করে দেখতে পারেন
@কুনোব্যাঙ: আপনার মন্তব্যগুলা অসাম হয় । এর রহস্য কি? - জাতি জানতে চায়
২৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: আমি নিজেও কুনোব্যাঙ টাইপেরই। ঘরের কোনেই বেশী ভালো লাগে। যেখানেই যাই শেষে আবিষ্কার করি ঘুরে ফিরে সেই ঘরের কোনেই চলে এসেছি। তেমন একটা মিল থেকেই কুনোব্যাঙ নাম রাখা । @ এহসান সাবির
রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে। সেখানে এক চরিত্র শুধু এই কথাটা বলে। আর একভাবে দেখতে গেলে তো বলাই যায় আসলে সবই ঝুঁট, শুধুই মায়া। @স্বপ্নবাজ অভি
তরে এইখানে আইতে কইছে কেডায়। মেলা রাইত হইসে ঘুমাইতে যা @দমকল৮৬
২৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
জন্মদিন বলেছেন: আমার একটা ব্যক্তিগত প্রশ্ন
তাসনূভা সাখাওয়াত বিথী কি আপনার জিএফ? কিছুদিন আগে শুনেছি বৃস্টিভেজা সকালের কথা। এখন শুনছি আপনার কথা। কোনটা সত্য, কে তার জিএফ?? @ কুনোব্যাঙ
২৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
রহস্যময়ী কন্যা বলেছেন: কুনোব্যাঙ ভাইয়া আসেনা কেন? এত এত প্রশ্ন দেখে কি অক্কা পাইলো নাকি??
২৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: আমি প্রশ্ন করতে বিশেষ ভাবে অক্ষম ! হাজিরা দিয়ে গেলাম। এর মাঝে চেষ্টা করতে থাকি কোনো প্রশ্ন মনে আসে কিনা !
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সাথেই থাকুন আপু।
প্রশ্ন মনে আসলে করে ফেলুন।
২৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: জী আছি @মিঠু ভাই
শীতকাল এখনও আসেনাই @মামুন ভাই
কারণ আমার নিজের অবস্থাও কুনোব্যাঙ টাইপের ঘরকোনা @ বৃষ্টি ভেজা সকাল ১১
নাহ কোন সন্দেহ নাই কিন্তু নিক খোলার সময় পরিবেশ বন্ধুকে চিনতামনা বলেই গোলটা লেগেছে
@ পরিবেশ বন্ধু
২৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: কুনোব্যাঙ বলে কি আকাশে বেড়ানো নিষেধ নাকি !!! @রহস্যময়ী কন্যা
২৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
বাগসবানি বলেছেন: @জন্মদিন - বিএফ, জিএফ, এসএফ এর তো কোনো লিমিট নাই এত জনের নাম মনে রাখতে হলে তো র্যামের মেমরী বাড়াতেই হবে কুনোব্যাঙকে !!!
৩০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
জন্মদিন বলেছেন: ওটা জানার জন্য র্যামের মেমরী বাড়াতে হবে তো আমাদের @ বাগসবানি, উনার না
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার র্যামতো ভাই পুরাই নষ্ট।
৩১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টের ব্যাপারে বলতে গেলে বেশ খানিকটা সময় আর একটু লম্বা কথা লিখতে হবে। যদি কিছু মনে না করেন একটু পর এব্যাপারে লিখতে চাচ্ছি। @ কান্ডারী ভাই
জাতি কিভাবে জানবে বলেন আমি তো নিজেই জানিনা @ বাগসবানি
ব্যাঙ একটি উভচর প্রাণী @banglar_hasan
৩২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: কুনোব্যাঙের ৬ষ্ট ইন্দ্রীয় কি বলে ব্লগার কান্ডারী অথর্ব কি বিরিয়ানী পোষ্টের মর্মার্থ রক্ষা করিবেন ! ইনি কি আমাদের বিরিয়ানী খাওয়াবেন ??
৩৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১
জন্মদিন বলেছেন:
এই কমেন্ট মুছে দিলেন কেন ভাই?? পোষ্ট দিয়েছেন প্রশ্ন করার জন্য। করলাম আবার মুছে দিলেন কেন? ঘটনা সত্যি নাকি?
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: কমেন্টটি কেন মুছে দিলাম তা আপনার মত আহাম্মকের বুঝার কথা না। আপনি নিজেই নিজের কমেন্ট এর স্ক্রিন শট দিয়ে উপকৃত করলেন
ঘটনা সত্য কি মিথ্যা তা বলতে পারবনা কিন্তু আপনি যে একটা আবাল ১০০% সঠিক।
মাল্টি দিয়ে নয় পারলে নিজ নিকে আসেন। বুকে সাহস নিয়ে আসেন। হিজড়ার মত না।
৩৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না আরাম পাইলাম না তো! ভালা হইত যদি আপনি নিজে তারে কিছু প্রশ্ন জিগায়া সেটা এইখানে ছাপাইতেন। মানুষ প্রশ্ন কইরা বইসা রইছে আর সে সেখানে নাই, হইল না তো। সাথে সাথে জবাব না পাইলে অন্তরঙ্গ আলাপন কেমনে হইল, সেইটা তো তাইলে দুরালপন হইয়া গেল গা!!
যাই হোক, কুনো ব্যাংগ ভাই এর কাছে প্রশ্ন, তিনি কেমন আছেন? তার প্রিয় শহর কোনটা? চট্রগ্রাম নাকি কুমিল্লা??
৩৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: প্রয়োজনে বিরানীর জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে (মুষ্ঠিবদ্ধ হাতের ইমো) @স্বপ্নবাজ অভি
৩৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
কুনোব্যাঙ ভাইজান, একখান ব্যাঙের লাহান লাফ দিয়া দেখান তো!
৩৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ইচ্ছে ছিল আরও কিছু প্রশ্ন করবো - কিন্তু আপনে দেখছি আমার প্রশ্ন ইগনোর করছেন ! ইটস ওকে!
সবাইকে প্লেয়ার হলে হয় না, কাউকে না কাউকে গ্যালারিতে বসতে হয়! তাই প্রস্ন করা থেকে অফ গিয়ে গ্যালারিতে বসলাম
৩৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: প্রেম ভালোবাসা বিয়ে এসব নিজের কাছে যতটা গুরুত্বপুর্ণ পাশের লোকের কাছে ঠিক ততটাই গুরুত্বহীন। সুতরাং অন্যের এসব বিষয় নিয়ে উৎসাহিত হয়ে এর পিছে সময় দিলে আপনার মুল্যবান সময়ই অপচয় হবে। তাতে আপনার কোন ফল আসবেনা। আর যদি কাউকে পছন্দ করেন তাহলে মুখোশ না পড়ে ফেস টু ফেস নিজেকে চিনিয়ে বুক ফুলিয়ে হিম্মত নিয়ে বলেন। @জন্মদিন
৩৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: ইংরেজীতে একটা কথা আছে, কমনসেন্স ইজ নট সো কমন। @কাল্পনিক_ভালোবাসা
৪০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
সিরিয়াস কোশ্চেন , দেখি দার্শনিক ব্যাঙ কি উত্তর দেয় !
৪১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
মামুন রশিদ বলেছেন: গ্যালারীতে বইসা পিনাক লাগলে বিরতিতে সবাই নিচের পোস্ট থাইকা ঘুইরা আইসেন,
ডাকটার বেচারা একা একাই লড়লো..
সফদার ডাকটার রকজ!! আমি লেকাচুর নই-রেজা ঘটক
৪২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
*কুনোব্যাঙ* বলেছেন: আই উইল গো উইথ C:
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
@ স্বপ্নবাজ অভি ।
৪৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১২
অন্তহীন বালক বলেছেন: একটা কমন কুশ্চেন! দেখি পারেন কি না!!
৪৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১২
আমিনুর রহমান বলেছেন:
গ্যালারিতে বসে আছি …
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুধু বসেই থাকবেন ভাই।
৪৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আরেকটি চরম পোষ্ট ! এইখানে !
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা
৪৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮
বিশ্ব প্রেমিক বলেছেন: " *কুনোব্যাঙের* " ভাইয়ের আসল পরিচয় জানতে চাই (আপনার পূর্ণ নাম, আপনার বাড়ি, আপনি কি করেন .... ইত্যাদি)
৪৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২১
রাইসুল নয়ন বলেছেন:
চলুক!!!!
আমি জানতে চাই আপনার কবিতায় করা আমার মন্তব্যের উত্তর এখনও কেন দিলেন না ভাই?
ব্লগে নতুণ তাই কি আমি উত্তর পাবনা?
যাক আদার ব্যাপারী জাহাজের খবর নিলাম না!!
সর্বশেষ প্রশ্ন- এই মুহূর্তে বিরিয়ানির পরিস্থিতি কি
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিরিয়ানির প্রস্তুতি জানতে হলে কাণ্ডারী ভাই এর সাথে যোগাযোগ করুণ।
৪৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন:
ওহ নো !
পাইরা গেলু !
৪৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
“বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!”
আপনার কাছে এরকম মনে হল কেন ???
৫০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩০
এহসান সাবির বলেছেন: কুনো ভাই লাফ দিয়া কই গেলেন??? গ্যালারিতে বসে আছি ….!!
৫১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: াহাহাহাহা
ও ব্যাঙ তোমার সর্দি হলে নাক মুছ কোন রুমালে ।।
কোথায় কে দেয় বিছান পেতে সন্ধ্যে বেলা ঘুমালে
৫২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮
*কুনোব্যাঙ* বলেছেন: আসল নাম মামুন। অরিজিন টাংগাইল আর থাকি ঢাকা মিরপুরে @বিশ্ব প্রেমিক
ব্যাপারটা আসলে আসলে এমনই আমি যতই বোকা হই আমার চাইতে বোকা কারো কাছে আমি তো বুদ্ধিমানই
@স্নিগ্ধ শোভন
@নয়ন ভাই, আপনি হয়তো সেই পোষ্টটা আনফলো করে রেখেছেন তাই রিপ্লাই দেখতে পাননি।
৫৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: হ , আমারেও ইগ্নর করা হইতাছে । দুই লাইনের ছুডু একটা মন্তব্য করছিলাম , কিন্তু পাত্তা দেয় নাই। সো আমি চল্লুম । টা টা বাই বাই
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপু আপনার মন্তব্যর উত্তর দিয়ে নিচে এসে দেখি আপনি আবার মন্তব্য করেছেন।
সাথেই থাকুন।
কথা বলুন ব্লগার কুনোব্যাঙ এর সাথে।
৫৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩
*কুনোব্যাঙ* বলেছেন: আপু, আপনি মনে করিয়ে দেয়ার পর এই গানটা কত যে খুঁজেছি। বিটিভির আর্কাইভ ছাড়া আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয়না @ মনিরা আপু
৫৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কুনোব্যাঙ কেমন আছেন?
কুনোব্যাঙ নিক কেন নিলেন? কোলাব্যাঙ, সোনাব্যাঙ, গেছোব্যাঙ, বিগব্যাঙ এর কোনো একটানিতে পারতেন।
৫৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: আছি ভাই, স্ক্রিণশটে আমি একটু কাঁচা। একটা স্ক্রিণশট তৈরী করতেই অনেক সময় চলে গেল। কিন্তু নয়ন ভাইয়ের মান ভাঙ্গাতে সেটা মনেহয় জরুরী ছিল। @এহসান সাবির
প্রশ্ন না করার বাহানা @ অপর্ণা আপু
৫৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০১
রাইসুল নয়ন বলেছেন:
তাইলে তো দোষটা আমারই ভাই!
আমি দুঃখিত
আনফলো করে রাখিনাই,
নোটিফিকেশন আসলনা কেন বুঝলাম না!!!
কবিতাটা অনেক সুন্দর হইছে!!
শোভনের পোস্টের যারা মামুন ভাইয়ের এই কবিতা এখনও পড়েননি তাদের জন্য
Click This Link
৫৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার প্রিয় ব্যক্তিত্ব কে??
বা আপনি ব্যক্তি জীবনে কাকে অনুসরণ করেন???
৫৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাঙ ভাইয়া দেশের বর্তমান রাজনীতি নিয়া আপনি কি ভাবেন ?
৬০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এইখানে আমার বিরিয়ানির ব্যাপার আসল কেমনে ? উফ আমি যদি আর জীবনে কোন দিন বিরিয়ানি খাইছি ?
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই আপনি বিরিয়ানি খাওয়ার দরকার নাই আমাদেরকে খাওয়ালে চলবে।
৬১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখিত হবার কিছু নেই @নয়ন ভাই
৬২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫
একজন আরমান বলেছেন:
প্রিয় ব্যাঙ ভাইয়ের কাছে আমার প্রশ্ন -
আপনার দেশি ললনা রেখে বিদেশি ললনাদের প্রতি এতো আগ্রহ কেন?
(আপনার কয়েকটি পোস্ট দেখলে তাই মনে হয়।)
৬৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় ব্যক্তিত্ব অনেক। তবে আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। সম্ভব হলে আমি আমার বাবার পথেই হাটতে চাই। @স্নিগ্ধ শোভন
৬৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২০
জন্মদিন বলেছেন: হিজড়াতো আপনি নিজেই কমন্টে মুছে আর ব্লক করে তা প্রমান করে দিয়েছেন
এখন আবার খুলে আবারও প্রমান করেছেন আপনি আহম্মক না বড় আহম্মক
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আহাম্মকের জন্য একটু মায়া হল। কিন্তু আহাম্মকের কোন পরিবর্তন দেখলাম না। বড়ই আফসোস হলাম।
গ্রাম দেশে একটা কথা আছে, কুত্তার লেজ বার বছর চুঙ্গায় রাখলেও সোজা হয়না।
কথাটা আবারও প্রমানিত হল।
৬৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার ব্লগ দেখে মনে হল আপনি বেশ কয়েকটি দেশ ভ্রমন করেছেন। আপনার দেখা কোন দেশটি সবচেয়ে সুন্দর???
বাংলাদেশ অবশ্যই সবার চেয়ে সুন্দর। তার বাহিরে
৬৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
*কুনোব্যাঙ* বলেছেন: "আকিজ বিড়ি খোর ভোটার আর অশিক্ষিত জনগণের দেশে গণতন্ত্র!!" এটাই আমার দেশীয় রাজনৈতিক ভাবনা @কান্ডারী ভাই
৬৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: সেটা বলা যাবেনা, সিক্রেট
@একজন আরমান
৬৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার যে মাল্টি নিক আছে সোনাব্যাঙ, সেটা দিয়ে পোষ্ট দেন না কেন??
৬৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: কুকুর যতই প্রভুভক্ত হোক সব সময়ই তাকে মানুষের সাথে রাখা যায়না। শোভনকে আমিই অনুরোধ করেছিলাম কিছু সময়ের জন্য আপনাকে বেঁধে রাখতে। সব সময়ই ঘেউ ঘেউ ভাল্লাগেনা @জন্মদিন
৭০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: বাংলাদেশ অবশ্যই সবচাইতে সুন্দর। তারপর আমার চোখে সবচাইতে সুন্দর দেশ ভুটান। @স্নিগ্ধ শোভন
৭১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাঙ ভাইয়া আপনিত অনেক দেশ ঘুরেছেন তার মধ্যে সবচেয়ে বেশি ভাল লেগেছে আপনার কোন দেশ ?
৭২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: মধ্যপ্রাচ্যের নারী ফ্যাশান বিষয়ক পোষ্টে আমি যে কি পরিমাণ মুগ্ধ হয়েছি ! বলার অপেক্ষা রাখেনা ! আপনার কি তিনাদের কারো সাথে পরিচয় আছে ?
৭৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: বাংলাদেশের পরে ভুটান। আমার ধারণা ভুটানের ব্যাপারে অনেকেই আমার সাথে একমত হবেন। @কান্ডারী ভাই
৭৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা কুনো ভাই, আপনি এতো ভাল কেন ? :#>
৭৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার প্রিয় রং,পোশাক ও খাওয়ার কি ?
৭৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২
এহসান সাবির বলেছেন: কি ধরনের সংগীত আপনি পছন্দ করেন?
৭৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৩
প্রতিবাদী বলেছেন: শোভন সাহেব, জন্মদিন ছাগুটাকে ব্লক করেন প্লীজ।
এই ধরনের ছাগু পিছন থেকেই মানুষের নামে রটনা করে। হয় কি নিজের যৌন সীমাবদ্ধতা ওষুধ খেয়েও যেহেতু ঠিক হয় নাই সেহেতু সেটার বহিঃপ্রকাশ ব্লগে এসে মেটাতে চেষ্টা করে।
অনেক কষ্ট করে নিজেকে হোল্ড করলাম। এরকম একটা চমৎকার পোষ্টে ঐ কমেন্টটা কালিই লাগাবে শুধু।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্ক্রিন শর্ট রাখলাম এখন রিমুভ করে দিব।
৭৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: ঐটা ক্যাচালের জন্য রাখছি। যেভাবে সবাই মুখ ঢাইক্যা খোঁচাখুঁচি করে দেখতেছি তাতে কয়টা মুখোশ না হইলে চলেই না @কাল্পনিক_ভালোবাসা
৭৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৭
তারছেড়া লিমন বলেছেন: ঝাতির কাছে অরক্ষিত একখান প্রশ্ন ............ কুনোদার গারলপেন্ডুর নাম কি?????
১. আমি জানিনা
২. জানি কিন্তু বলবো না
৩. কমুনা না কইলে কা করবা হ্যাঁ?
৪.কুনোদা উত্তর দিবে।
৮০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১
*কুনোব্যাঙ* বলেছেন: কারণ আমি মেইন নিকে সুশীল, যত ছ্যাচড়ামি সব মাল্টিতে করি জন্মদিন নিকের মত। সেইজন্য আমারে ভালা মনে হয়
@কান্ডারী ভাই
৮১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: রঙ পোষাক খাবারের ব্যাপারে সেভাবে ভেবে দেখিনি কখনও। তবে বিশেষ খাবারের প্রতি আমার কোন দুর্বলতা নাই। আমি মাসের পর মাস ভাত না খেয়ে অন্য খাবার খেয়ে থেকেছি। কিন্তু হঠাৎ একবার কিজন্য জানি আলু ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল। আর পোষাকের ব্যাপার জিন্স ফতুয়াতেই আমি সবচাইতে কমফোর্ট ফিল করি @স্নিগ্ধ শোভন
৮২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭
একজন আরমান বলেছেন:
আচ্ছা কুনো ভাই আপনি বিয়ে কবে করবেন? আপনার বয়স তো কম হল না। আমাদের সিরিয়াল যে লম্বা হয়ে যাচ্ছে !!!
৮৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০
*কুনোব্যাঙ* বলেছেন: গানের ব্যাপারে মনেহয় আমি মোটামুটি সর্বভুক। যে কোন ধরনের ভালো গানই ভালো লাগে @এহসান সাবির
৮৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনি কি ধরণের মুভি দেখতে পছন্দ করেন ???
৮৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: ঝাতির উত্তরের অপেক্ষায় থাকলাম @তারছেড়া লিমন
৮৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: একজন আরমান যদি আপনার আগে বিবাহ সেরে ফেলে আপনার অনুভূতি কেমন হবে ?
৮৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: সিরিয়ার ব্রেক করে তাড়াতাড়ি মিয়া, খালি আপ্নের চাকরির মিষ্টিতে পেট ভরেনাই, আরেকটু বড় দাওয়াত খাইতে হইব । @একজন আরমান
৮৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:২১
*কুনোব্যাঙ* বলেছেন: এরা হিপোক্রেট। এসব মুখোশ পড়া মানুষের কথা ধরতে নাই। এগুলা কলিজা ছাড়া পাবলিক। ইগ্নোর করেন @প্রতিবাদী
৮৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:২২
রৌহান খাঁন বলেছেন: সিন্ডিকেট ব্লগিং বলতে আপনে কি বোঝেন?
৯০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩০
তারছেড়া লিমন বলেছেন: বাঙালী ছেলেরা ভালো বাবা হতে পারে। কারণ বেশীরভাগ বাঙালী ছেলেরা প্রথম প্রেম করে প্রেমিকাকে দেখে শুনে বড় করে অন্য পুরুষের কাছে বিয়ে দিয়ে দেয়!.....................Kasafaddauza Noman. আর কত দেকপোরে পাগলা................
৯১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: রোম্যান্টিক কমেডি মুভি @স্নিগ্ধ শোভন
৯২| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৭
আমিনুর রহমান বলেছেন:
জুলিয়ান ভাইয়ের প্রশ্ন কি তুমি এড়িয়ে গেলে নাকি দেখনি? আমার একি প্রশ্ন।
কেউ কেউ দেখ্ছি এখানে ক্যাচাল করার চেষ্টা করছে তাদের জন্য বলছি। ক্যাচাল করার ইচ্ছে হলে আলাদা পোষ্ট দিয়ে ক্যাচাল করুন এখানে এক্দম তা সহ্য করা হবে না । আর সব মাল্টিদের বলছি মজা করার ইচ্ছে হলে মজা করুন খোচাখুচি করবেন না দয়া করে
৯৩| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: @ জুলিয়ান সিদ্দিকী ভাই, আমি আন্তরিক দুঃখিত। আমার অনিচ্ছাকৃত ত্রুটিটি ক্ষমাসুন্দর ভাবে নিবেন প্লিজ। কিভাবে যেন চোখ এড়িয়ে গেছে। সত্যি আমি খুবই দুঃখিত।
ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা @আমিনুর ভাই। জুলিয়ান ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার।
৯৪| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২২
*কুনোব্যাঙ* বলেছেন: সিন্ডিকেট ব্লগিং বলতে আমার ধারণা। যারা নিজেরা গ্রুপ করে তার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে সেটা সিন্ডিকেট ব্লগিং। অবশ্য বলতে গেলে সবই সিন্ডিকেট ব্লগিংই হয়তো। কারণ কিছু ব্লগারের কিছু ভালোলাগা ব্লগার থাকবেই। যাদের লেখা বা আদর্শ বা এটিচিউড ভালো লাগবে তাদের সাথে সুসম্পর্ক হবে। সিন্ডিকেটিং খারাপ না যদিনা সেটা অসৎ উদ্দেশ্যে তৈরী হয়। @রৌহান খান
৯৫| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: @ জুলিয়ান সিদ্দিকী ভাই, আমি ভীষণ লজ্জিত হয়ে গেছি বেখেয়ালে আপনার মন্তব্য না দেখে। আমি আসলে নিজে ঘরকুনো স্বভাবের তো তাই নিজের স্বভাবের সাথে মিলিয়ে নামটা নিয়েছি
৯৬| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: এই পোষ্টের সাথে আপ্নের কমেন্টের সম্পর্কটা ওভার দ্যা এন্টেনা হইল @তারছেড়া লিমন
৯৭| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার ব্যক্তিগত জীবনের একটি মজার ঘটনা বলেন???
৯৮| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: ওহ, অভি ভাইয়ের একটা প্রশ্ন দেখি স্কিপ হয়ে গেছে। জি ভাই তিনাদের কয়েকজনের সাথে (ছবির কেউ নয় অবশ্যই) আমার ব্যাক্তিগত আন্তরিকতা আছে এবং আশাকরি সে আন্তরিকতাটা আমৃত্যু থাকবে। দে লাভ মি এ লট। তাদের থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি বা পাই সেটা আমার কাছে অমূল্য @স্বপ্নবাজ অভি
৯৯| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: রাতে এসে বলব ইনশাল্লাহ। আমাকে ঠিক ১০টার সময় একটু বেরুতে হবে। একটু ঘুমিয়ে নেই @স্নিগ্ধ শোভন
২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
১০০| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগার *কুনোব্যাঙ* আপাদত অনুষ্ঠান থেকে দূরে আছেন।
উনি রাতে এসে আমাদের সাথে আবার একত্রিত হবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভাল থাকুন।
১০১| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
তারছেড়া লিমন বলেছেন: ভাইডি তারছেড়া নামের মহত্ত জাহির করলাম আর কি...........মাইন্ড খাইয়েন না.........
১০২| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: *কুনোব্যাঙ*কে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরতম ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তাঁর কাছে যা প্রশ্ন ছিল তা অলরেডি সবাই জিজ্ঞাসা করে ফেলেছেন। তবে নতুন প্রশ্ন হলো:
ক। তাঁর নামের দু পাশে দুটো * চিহ্ন কেন?
খ। তিনি ঘুমান কখন?
গ। রমজানের মাস তাঁর কেমন চলছে? ইফতারের মেনু ঠিকঠাক আছে তো?
১০৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১
জুন বলেছেন: *কুনোব্যাঙ* যে একটা মানুষ তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুব ভালোলাগলো স্নিগ্ধ শোভন
আপনাকে অনেক ধন্যবাদ। আর কুনোকে দয়া করে জানিয়ে দেবেন যে ম্যানিলা দড়িটা প্রায় প্রস্তত :
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
অন্তরঙ্গ আলাপনে যোগ দেওায়ার জন্য আপানেকও ধন্যবাদ আপু।
১০৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: কুনোব্যাঙ শীতল রক্তের অধিকারী, অত সহজে মাইন্ড খায়না। তবে কুনোব্যাঙও একটি রক্ত মাংশের প্রাণী এটাও মনে রাখতে হবে @তারছেড়া লিমন
১০৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: শক্তিমান কবিবরকেও অন্তরের অন্তঃস্থল থেকে গভীরতম ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম।
নামটিকে একটি ফ্রেমে সাজানোর অপচেষ্টা এই * চিহ্ন।
ব্যাঙের ঘুম বলতেই তো শীতনিদ্রা বোঝায় !
আলহামদুলিল্লাহ্ ইফতারের মেনু আল্লাহ্র রহমতে ঠিকঠাকই আছে।
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
১০৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২
কালোপরী বলেছেন: কুনোব্যাঙ আমার ব্লগ পড়ে আপনার কি মনে হয়???
১০৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: ম্যানিলা দড়ি অত্যাবশ্যক এবং প্রায় প্রস্তুত জেনে কুনোব্যাঙ অত্যন্ত আনন্দিত। আমার টবের গাছটাও এদিকে উপযোগী হয়ে উঠছে। @জুনাপু
১০৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার ব্লগ পড়ে মনে হয় জীবনের গল্প বাকি আছে অল্প @কালোপরী
১০৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কুনোব্যান@আপনার মতে সামুর সেরা ব্লগার কে ??
১১০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সবাই যদি আমারে একটু সাহস দেন , আর কুনোব্যাং যদি একটু অভয় দেন তাইলে আমি কুনোব্যাং ভাইজানকে একটা কোশ্চেন করতে চাই সামান্য পার্সোনাল । :!>
করবো ??
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অন্তরঙ্গ আলাপনের বিষয় বস্তুর সাথে সামঞ্জস্য যে কোন প্রশ্ন করতে পারবেন। এর জন্য অনুমতি চাওয়া লাগবে না।
১১১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০
*কুনোব্যাঙ* বলেছেন:
View this link
@তাসনুভা সাখাওয়াত বিথি
১১২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: নিঃসংকোচে কইরা ফেলেন মাননীয় মন্ত্রী মহোদয়
১১৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিলেট নামক অখ্যাত জায়গায় কয়েক মাস আগে ঘুরতে আইস্যা আপনি বুঝি কার প্রেমে পইড়া গেছিলেন...
ঘটনাটা কি সইত্য ??
১১৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই সইত্য :#> সিলটি কন্যারা যেখানে বরাবরই প্রশংশিত সুন্দরী সেখানে প্রেমে পড়াই তো স্বাভাবিক
@মাননীয় মন্ত্রী মহোদয়
১১৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: একটা ঘটনা বলি। তবে ঠিক মজার কিনা দুঃখজনক ঘটনা বুঝতে পারছিনা। @স্নিগ্ধ শোভন
একবার দিনাজপুরের এক সাঁওতাল গ্রামে থেকেছিলাম কয়েকদিন। গ্রামটার নাম ভুলে গেছি তবে খুবই প্রত্যন্ত অঞ্চল। একেবারে বদ্ধ গ্রাম যাকে বলে। যাইহোক, সেখানে দেখলাম সরকার কয়েকটা বাড়ী মিলে একটা করে স্যানেটারি টয়লেট বানিয়ে দিয়েছে। কয়েক বাড়ী মিলে সেই স্যানেটারি টয়লেট ইউজ করে। যদিও টয়লেটের থেকে তাদের ক্ষেতে খোলায় প্রাকৃতিক কর্ম সম্পাদন করাই তারা বেশী পছন্দ করে। তবে সবাই আবার তেমনটা না। তো এক রাতে টয়লেটে গেছি। স্বাভাবিক ভাবেই একটি টর্চ নিয়ে নিয়েছি। টর্চটা ছিল একটু অদ্ভুত রকমের। মানে একটু স্টাইল করা। সেটার সামনের দিকে বাটন ঠেললে স্বাভাবিক আলো মধ্যে অফ আর পেছনে টানলে ছোট্ট একটা লাল বাতি জ্বলে। তো টয়লেট থেকে বুঝতে পারলাম কেউ প্রাকৃতিক কর্ম সারতে টয়লেটের উদ্দেশ্যেই আসছে। যেহেতু টয়লেটের দরজার নিরাপত্তা ব্যবস্থা খুবই নড়বড়ে এবং প্রায় নেই বললেই চলে তাই টর্চ দিয়ে আলো জ্বালতে লাগলাম। বাটন একবার সামনে নেই আবার পেছনে আনি। ৪/৫ সেকেন্ড পর এক মহিলা কন্ঠ শোনলাম যে গগণ বিদারী চিৎকার দিয়ে ধুপ ধাপ শব্দে দৌড় লাগাল। তার একটু পর শুনি বেশ মানুষের হৈচৈ। টয়লেট সেরে বের হলাম। তার একটু পর কিছুটা সন্দেহের বশে সেদিকে গেলাম। দেখলাম প্রায় অচেতন হিস্টিরিয়াগ্রস্থ এক মাঝবয়সী মহিলাকে সবাই ঘিরে রেখেছে। ঘটনা কি, ঐ মহিলা টয়লেটের দিকে যাচ্ছিল এমন সময় নাকি লাল নীলরঙের বিশাল এক ভুত নাকি তাকে ধরতে আসছিল।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা এত মজার একটি ঘটনা আমাদের সামনে বলার জন্য।
অ.ট.- ভাজ্ঞিস প্যান্ট পরা ছিলাম।
১১৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তবে বিশ্বস্ত সুত্র বলিতেছে ঐ মাইয়াটা সিলেটি আছিলো না
১১৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনি কি ধরণের মানুষের সাথে চলতে বেশি পছন্দ করেন???
১১৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
সায়েদা সোহেলী বলেছেন: @ স্নিগ্ধ শোভন গ্যালারি তে চা কফির ব্যাবস্থা করা উচিত ছিল না ভাইয়া? ?
@কুনোব্যাঙ ---- অনেক রকম ব্লগ পাচ্ছি কিন্তু নিজ সম্প্রদায় সম্পর্কে এতো উদাসীন কেন? ব্যাঙ সম্প্রদায়ের জীবন . , বিবাহ যগ্য পাত্র পাত্রীর ছবি নাই কেন? ?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
উচিত ছিল । কিন্তু স্পন্সর জটিলতার কারণে আয়োজন করা হয়ে উঠেনি। আপনি এগিয়ে আসলে আয়োজন করা যেতে পারে।
১১৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
আরজু পনি বলেছেন:
শোভন এতো পোস্টারিং করলো কোন পোস্টের জন্যে এবার বুঝলাম !
তবে, আমি একটা অনভিপ্রেত কমেন্ট করতে চাইলাম, কিন্তু অনেক ভেবেও খুঁজে পেলাম না আফসোস !
কুনোর প্রোপিকটা আর ব্লগে লিখে রাখা কথা গুলো বেশ মজাই লাগে।
আগে একটা সময় স্পেশাল কিছু পোস্ট দিত, দারুন লাগতো...ইদানিং তার কমতি দেখি... ব্যাপার কি কুনো?
১২০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: বুইঝবার পারছি @মাননীয় মন্ত্রী মহোদয়। কিন্তু আমি অবাব বিস্ময়ে লক্ষ্য করলাম উক্ত কন্যার প্রমাণ সাইজ সন্তানটি সবার চোখ এড়িয়ে গেল কিভাবে
১২১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সেটা তো আমারো কোশ্চেন । এই নিয়া বিশ্বস্ত সুত্রের সাথে অনেকক্ষন তর্ক করলাম , কিন্তু হেতে তো কিছুতেই মানিতে চায় না ।
১২২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: কিছু বাঙ্গালী যেমন ইউরোপ আমেরিকায় গিয়ে বাঙ্গালীয়ানা ভুলে যায়। আমিও তেমন মনুষ্য সমাজে এসে কুনো সমাজ ভুলে গেছি
@সায়েদা সোহেলী আপু
১২৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:২২
*কুনোব্যাঙ* বলেছেন: আলসে হয়ে গেছি আপু। সাইটে সাইটে ঘুরে রেফারেন্স কালেক্ট করে তারপর পোষ্ট দিতে কেমন জানি আলসেমি লাগে। এই ভয়াবহ আলসেমি রোগটা আমার আর কোনদিন যাবেনা
@আরজুপনি আপু
১২৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: তাহারা বোধহয় তালগাছ ছাড়িবেনা অতএব তালগাছ তাহাদের ছাড়িয়া দিয়া বিতর্ক হইতে প্রস্থান করিয়া ফেলুন @ মাননীয় মন্ত্রী মহোদয়
১২৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮
আমিনুর রহমান বলেছেন:
ভীষন মিস করছি …
পিসিতে নেট না থাকাতে
মোবাইল থেকে হাজিরা দিয়ে গেলাম।
১২৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১২
*কুনোব্যাঙ* বলেছেন: হাজিরা দিয়ে গেছেন এটাই অনেক। অনেক অনেক ধন্যবাদ @আমিনুর ভাই
১২৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩
বৃতি বলেছেন: কুনোব্যাঙের লাইফ হিস্ট্রি পুরা নাই
আবার আসতে হবে ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
*কুনোব্যাঙ* এর লাইফ হিস্ট্রি জানতে হলে প্রশ্ন করুন। আপনি কি ধরণের হিস্ট্রি জানতে চান???
এ জন্যই আয়োজন করা হয়েছে অন্তরঙ্গ আলাপনের।
সাথেই থাকুন।
এবং প্রশ্ন করুন।
আজকে আর নয় আগামী রাতে।
১২৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই ওপেন মাইন্ডেড (বঙ্গ দেশীয় প্রগতিশীল মুক্তমনা না) ফ্রেন্ডলি এবং যদ্দেশে যদাচার মেনে যারা সবার সাথে সুসম্পর্ক রাখতে পারে এমন মানুষদের সাথে মিশতে পছন্দ করি।
@স্নিগ্ধ শোভন
১২৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: ডিম থেকে ব্যাঙ্গাচী আর ব্যাঙ্গাচী থেকে ব্যাঙ কুনোব্যাঙ এর লাইফ হিস্ট্রি @বৃতি
১৩০| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
বাগসবানি বলেছেন: প্রশ্ন উত্তর পর্ব কি শেষ ? আর করা যাবে না?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!! করা যাবে।
১৩১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
পরিবেশ বন্ধু বলেছেন:
অন্তরঙ্গ আলাপন
সোনা ব্যাঙ দিল অভিনন্দন
হল ভাল উপস্থাপন
শুভেচ্ছা স্নিগ্ধ শোভন >>>> <<
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু।
১৩২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: যতদিন বেঁচে আছি ততদিন এই পোষ্টের কোন মেয়াদ উত্তীর্ণ তারিখ নাই ! @বাগসবানি
১৩৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: এটা একটি বিখ্যাত সুপারস্টার ব্যাঙ মডেল কন্যার ছবি @ পরিবেশ বন্ধু
১৩৪| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
তুষার আহাসান বলেছেন: আপনি একদিনও আমার ব্লগবাড়িতে যান না কেন? ওখানে কি কেউ ঢিল ছুড়বে বলে ভয় হয়?
১৩৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: যাক ঢিল ছোড়ার ভয় থেকে যখন মুক্ত করলেন। এখন আপনার ব্লগবাড়ীতে নিশ্চিন্ত মনে যাওয়া যাবে এবং যাব ইনশাল্লাহ । @তুষার আহাসান ভাই
১৩৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭
সুপান্থ সুরাহী বলেছেন:
যাহ আমি মিস করলাম...
চমৎকার একটা আড্ডা উপহার দেয়ায় আপনাকে ধন্যবাদ...
২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুপান্থ সুরাহী ভাই আপনার মন খারাপ করার কিছু নাই।
আপনার জানার থাকলে কিছু প্রশ্ন করতে পারেন
ব্লগার কুনোব্যাঙ তার উত্তর দিবেন ।
আপনাকেও ধন্যবাদ।
১৩৭| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯
অদৃশ্য বলেছেন:
এই অন্তরঙ্গ আলাপনে অংশ না নিয়ে আর পারা গেলো না...
মাননীয় কুনোদার কাছে প্রশ্ন হলো...
# আপনি কোন টাইপের কুনো__ ১) ঘরকুনো ২) বাহির কুনো ৩) আচল কুনো ৪) অন্তর কুনো
শুভকামনা থাকছে এই বিশাল প্রশ্নউত্তর পর্বের জন্য...
১৩৮| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
লাবনী আক্তার বলেছেন: আমার একখান প্রশ্ন
" আপনে *কুনোব্যাঙ* কেমনে হইলেন?"
১৩৯| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: যেহেতু দিন শেষে নিজেকে ঘরের কোনায় আবিষ্কার করি সেহেতু আমি ঘরকুনো আবার নানাবিধ দৈনন্দিন জীবিকার তাগিতে বাহিরে যেতে হয় তাই আমি বাহির কুনো আবার মা কে ছাড়া আমি অচল মায়ের আঁচল তলে থাকতে না পারলে আমি অসহায় তাই আমি আঁচল কুনোও। আর সব মিলিয়ে রক্তমাংশের প্রাণী যেহেতু সেজন্য অন্তরকুনো তো অবশ্যই।
আপনাকেও অনেক অনেক শুভকামনা @অদৃশ্য
১৪০| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: সে এক বিরাট ইতিহাস। ঘরে ছিলনা কেরাসি! পুর্বজন্মের নানাবিধ পাপপুণ্য মিলিয়ে এই জন্মে *কুনোব্যাঙ* হয়েছি।
@লাবনী আক্তার
১৪১| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২
*কুনোব্যাঙ* বলেছেন: সবার সাথে মনখোলা আড্ডা দিয়ে বেশ ভালো লাগল। @সুপান্থ দা
১৪২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২
বটবৃক্ষ~ বলেছেন: হেঈঈঈঈঈ !! আমি লেইট!!!
বিশাল আয়োজন দেখা যাচ্ছে...!!
স্বপ্নবাজ অভি বলেছেন: একজন আরমান যদি আপনার আগে বিবাহ সেরে ফেলে আপনার অনুভূতি কেমন হবে ?
ভিআইপি গেস্ট কে আমার সালাম!!
১৪৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
অচিন.... বলেছেন: কুনোব্যাঙ ভাইয়ের প্রতি ছোট্ট একটা প্রশ্ন.… ভাই আপনে এত্তো লুল ক্যানু?
১৪৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: বটবৃক্ষ~ কেও ভিআইপি(!) গেষ্টের পক্ষ থেকে সালাম @বটবৃক্ষ~
১৪৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭
তুষার আহাসান বলেছেন: যাক ঢিল ছোড়ার ভয় থেকে যখন মুক্ত করলেন। এখন আপনার ব্লগবাড়ীতে নিশ্চিন্ত মনে যাওয়া যাবে এবং যাব ইনশাল্লাহ । @তুষার আহাসান ভাই:
@ ইতিমধ্যে একবার আপনার দেখা পেয়েছি,ধন্যবাদ।
১৪৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: আগে লুল ছিলাম না এখন হয়েছি। সবই সঙ্গদোষের ফল @অচিন....
১৪৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
*কুনোব্যাঙ* বলেছেন: ভয় মুক্ত যখন এখন ইচ্ছা আছে আপনার বাড়ীতে নিয়মিত যাওয়ার @তুষার আহাসান ভাই
১৪৮| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
প্রিয়ভাষিণী বলেছেন: *কুনোব্যাঙ* কেন ব্লগে? প্রশ্ন করলাম স্নিগ্ধকে। না পারলে কুনোব্যাঙ জবাব দিবে
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগার কুনোব্যাঙ এর উত্তর এর সাথে একমত !!
উত্তর দিতে বিলম্ব হওয়ায় দুঃখিত।
১৪৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: কারণ কুনোব্যাঙরা ব্লগিং করতে পারবেনা সামুতে এমন কোন নীতিমালা নেই আর স্নিগ্ধর অনুপস্থিতি লক্ষ্য করিয়া *কুনোব্যাঙ* নিজেই জবাব দিলো @প্রিয়ভাষিণী
১৫০| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
জুন বলেছেন: *কুনোব্যাঙ* যে একটা মানুষ তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুব ভালোলাগলো স্নিগ্ধ শোভন হাহাহ
||
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
১৫১| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: *কুনোব্যাঙ* কুনোব্যাঙই আছে। জুনাপু আগে কখনও কথা বলতে পারা বা লিখতে পারা ব্যাঙ দেখেনি বলেই মানুষ অপবাদ দিয়েছে @ইমরাজ কবির মুন
১৫২| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকুন সবসময়।
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দালাল।
শুভ কামনা থাকবে সবসময়।
১৫৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনে কুনায় বাস করেন। অথচ সার বিশ্বের সমস্ত সুন্দরীর বায়োডাটা ছবি বিলি করেন কিভাবে। ব্যাপারটা বিস্ময়কর ।
১৫৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখিত সেলিম ভাই। পোষ্টটি আনফলো থাকাকে আপনার মন্তব্য দেখা হয়নি। পরে শোভনের মাধ্যমে আজই আপনার মন্তব্যের বিষয়ে জানতে পারলাম। অনিচ্ছাকৃত কালক্ষেপণের জন্য ক্ষমাপ্রার্থী। এখন থেকে স্থায়ী ভাবে পোষ্টটি অনুসারিত করে রাখলাম।
আর কুনোব্যাঙ কি জীবনের প্রয়োজনে গর্তের বাইয়ে যায়না? আবার দেখা যায় গর্তের ব্যাঙ শেষ পর্যন্ত গর্তেই ফিরে এসেছে। আমার অবস্থাটাও তেমনই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই।
১৫৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
শিপু ভাই বলেছেন:
কোন প্রশ্ন করবো না।
শুধু বলি- কুনোব্যাং ইজ আ গুড ম্যান!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বাহ ! গ্যালারীতে বসলাম , কিছুক্ষণ পর সাওয়াল -জওয়াবে অংশ নিমু !