![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
দেয়ালের কোণে ছড়িয়েছে মাকড়শার জাল
জমেছে আমার অযাচিত জীবনে ধুলোর স্তূপ,
খসেপড়া দেয়ালে কালের ভাসমান ছাপ
এক একটা ঝরেপড়া প্লাস্টারে আমার বিবর্ণ অতীত।
তোমার বিহনে আর কাঁদবোনা বলে,
আমি আজ একটু ঘুমাবো বলে,
রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
কতরাত আমি ঘুমাইনি?
অথচ সে প্রশ্নের উত্তর নিয়ে দিব্বি ঘুমিয়ে আছে আমার বিছানার বালিশ!
আর আমি লিখছি বসে হাজারটা কবিতা
সময়ের ঐকতানে লিখে চলেছি আমার অযাচিত রোজনামচা।
কখনও কখনও তুমি রয়েছিলে আমার নিকট হতে
যোজন যোজন দূরে তারাদের বাগিচায়
তোমার নিস্পলক চাহনিতে হারিয়ে ফেলছিলাম আমার রাতের আঁধার।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন সুন্দর একটি মন্তব্যর জন্য।
অনেক দিন ধরে আমি কবিতা লিখতে বসে কবিতা গুলোকে আর সম্পূর্ণ করতে পারছি না।
আর কিছুটা অংশ লিখতে চেয়েছিলাম এ কবিতাটাতেও। কিন্তু কেন জানি আর মন চাইলো না তাই লিখলাম না।
পরবর্তীতে লিখলে পোষ্ট করবো ।
ভাল লাগায় সুখী হলাম।
পাশে থাকবেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । কবিতায় ভাললাগা
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
বোকামন বলেছেন:
আর আমি লিখছি বসে হাজারটা কবিতা
সময়ের ঐকতানে লিখে চলেছি আমার অযাচিত রোজ নামচা।
কবি ! বেশ ভালো লাগলো :-)
অনেকদিন পর লিখলেন...।
শুভেচ্ছা:-)
[প্লাস পাওনা রইলো]
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার মন্তব্য সবসময় উৎসাহ জাগায়।
অনেক ধন্যবাদ বোকামন।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতায় ২য় প্লাস ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: কমেন্ট ও প্লাসে ধন্যবাদ জানবেন কবি।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
''এক একটা ঝরেপড়া প্লাস্টারে আমার বিবর্ণ অতীত।''
চমৎকার!!!
সময়ের ঐকতানে লিখে চলেছি আমার অযাচিত রোজ নামচা।
রোজনামচা শব্দটি একসাথে হবে...
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুপান্থ সুরাহী।
শব্দটি ঠিক করে দিলাম। কৃতজ্ঞতা জানবেন।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: যোজন যোজন দূরে তারাদের বাগিচায়
তোমার নিস্পলক চাহনিতে হারিয়ে ফেলছিলাম আমার রাতের আঁধার।
সুন্দর সুন্দর !
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর!!
শুভকামনা শোভন ভাই!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ পথিক।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস শোভন ||
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস ভাই কবির মুন।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
এহসান সাবির বলেছেন: ''তোমার বিহনে আর কাঁদবোনা বলে,
আমি আজ একটু ঘুমাবো বলে,
রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
কতরাত আমি ঘুমাইনি?
অথচ সে প্রশ্নের উত্তর নিয়ে দিব্বি ঘুমিয়ে আছে আমার বিছানার বালিশ!''
আমার মনের কথাগুলো লিখে ফেললেন???
+++++++++++++++
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার আর আমার মনের কথা এক বলেই হয়তো এক হয়ে গেলো। তাই আমারটা পড়তে গিয়ে আপনারটা মনে হল আপনার কাছে।
নিচে কোটেশন দেওয়া দরকার ছিল " কার সাথে মিলে গেলে আমার কোন দোষ নেই"
এত গুলো প্লাস পেয়ে অনেক খুশী লাগছে
অনেক ধন্যবাদ সাবির ভাই।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো। সুন্দর!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সজীব ভাই।
ব্লগে শুভেচ্ছা।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
খাটাস বলেছেন: বেশি রোমান্টিকতা আর কবিতা দুটোই অপছন্দ আমার।
তবু ও ওভার ওল ভাল লাগলে ও প্রথম চারটা লাইনের জন্য
+++++++++++++++++।
অদ্ভুত সুন্দর চিন্তার প্রতিফলন ভাই। অনেক শুভ কামনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশি রোমান্টিকতা আর কবিতা দুটোই অপছন্দ হওয়ার পরেও কষ্ট করে পড়ে আবার কিছু অংশের জন্য এত গুলো প্লাস দেওয়ার জন্য কৃতজ্ঞতা রইলো।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতায় +++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বিথি আপু।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে আপনি তো বেশ ভালো কবিতা লিখেন! নিয়মিত চর্চা চাই!!! নিয়মিত লিখুন। এই লেখাটা আরো পড়তে ইচ্ছে করছিল। চালিয়ে যান। শুভ কামনা রইল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কা_ভা ভাই।
চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। পাশে থাকবেন।
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
কামরুল হাসান জনি বলেছেন: আনন্দ পেলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জনি ভাই।
ব্লগে শুভেচ্ছা।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
একজন আরমান বলেছেন:
অথচ সে প্রশ্নের উত্তর নিয়ে দিব্বি ঘুমিয়ে আছে আমার বিছানার বালিশ!
আর আমি লিখছি বসে হাজারটা কবিতা
সময়ের ঐকতানে লিখে চলেছি আমার অযাচিত রোজনামচা।
শেষটুকু দারুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আরমান।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২
বটবৃক্ষ~ বলেছেন: তোমার বিহনে আর কাঁদবোনা বলে,
আমি আজ একটু ঘুমাবো বলে,
রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
কতরাত আমি ঘুমাইনি?
বিষাদ কাব্যে ভালোলাগা রেখে গেলাম!!
কাব্য রচনায় কিপটামি ভালোনা!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ।
কিপটামি কি আর ইচ্ছে করে করি।
দেয়ালিকা কবিতার পরের অংশ নিয়ে আরেকদিন বসবো। তখন পুরোটাই পড়িস।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২০
দুঃস্বপ্০০৭ বলেছেন: ভাল লাগল +++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দুঃস্বপ্০০৭ ।
দুনিয়াতে এত নাম থাকতে আপনার নিকের নাম দুঃস্বপ্ দেওয়া লাগলো কেন ভাই?? [ জানার ইচ্ছে থেকে জিজ্ঞাসা]
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১১
অনির্বাণ প্রহর বলেছেন: সুন্দর!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ জানবেন প্রহর।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভ্রাতা।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো। চালিয়ে যান লেখালেখি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস মুন ভাই।
পাশে থাকবেন।
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
টুম্পা মনি বলেছেন: তোমার বিহনে আর কাঁদবোনা বলে,
আমি আজ একটু ঘুমাবো বলে,
রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
কতরাত আমি ঘুমাইনি?
খুবইইইইই সুন্দর। অজস্র ভালো লাগা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: অজস্র ধন্যবাদ টুম্পা মনি।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
রাইসুল নয়ন বলেছেন:
বাহ!!
আপনি দারুণ লেখেন স্নিগ্ধ!!
পরের কবিতার অপেক্ষায় রইলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
পরের কবিতা ?
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
প্রিয় শোভন
চমৎকার লাগলো আমার কাছে... বেশ কিছুদিন বাদে আপনার একটি কবিতা পাওয়া গেলো...
আশাকরছি সামনে আরো ভালো লিখা আসব...
শুভকামনা...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: নিয়মিত আমার ছাইপাঁশ লেখা পড়ে যাওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন।
আপনাদের দোয়া ও উৎসাহে ভাল লিখা উপহার দেওয়ার চেষ্টা করবো।
অনেক অনেক ভাল থাকা হোক সেই কামনা রইলো।
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২
সাহিদা আশরাফি বলেছেন: দেয়ালের কোণে ছড়িয়েছে মাকড়শার জাল
জমেছে আমার অযাচিত জীবনে ধুলোর স্তূপ,
খসেপড়া দেয়ালে কালের ভাসমান ছাপ
এক একটা ঝরেপড়া প্লাস্টারে আমার বিবর্ণ অতীত।
অনেক ভাল লাগা জানিয়ে গেলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ সাহিদা আশরাফি আপু।
ব্লগে শুভেচ্ছা ও অভিনন্দন।
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
স্বাধীনচেতা মানবী বলেছেন: ভালো লেগেছে । +++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যযোগ মানবী।
২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
শ্রাবণ জল বলেছেন: রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
লাইনটা বলেছিলে আমাকে। তা থেকে এত সুন্দর কবিতা হবে তাতো বুঝিনি!
ভাল লাগা রেখে গেলাম।
ভাল থেকো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ফেবুতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম "আমি আজ একটু ঘুমাবো বলে,রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়"।
মাঝখানে কিছুদিন আমি কোন কবিতা লিখতে বসলে কবিতা গুলো এক দুই লাইনে শেষ হয়ে যাচ্ছিল। পরে একদিন এই লাইনটি নিয়ে বসে এতটুকু এগুতে পারলাম। কবিতাটার আর একটা অংশ লিখতে বসেছি পরে পোষ্ট করবো হয়তো।
ভাল লাগা ও শুভ কামনাই অনেক ধন্যবাদ শ্রাবণ।
অনেক অনেক ভাল থাকা হোক সেই কামনা রইলো।
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা হিসাবে লেখাটা ভালা লাগে নাই
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
মন্তব্যে আপনার সত্যিকার মনোভাব প্রকাশ করার জন্য ধন্যবাদ।
ভবিষ্যতে ভাললাগার মত কবিতা লেখার চেষ্টা করবো।
পাশে থাকবেন।
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর লিখছেন ভাই আরো লিখুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ডট কম ০০৯।
আর লিখার চেষ্টা করবো।
ব্লগে শুভেচ্ছা ও অভিনন্দন।
২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
শাহেদ খান বলেছেন: সুন্দর !
"রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
কতরাত আমি ঘুমাইনি?
অথচ সে প্রশ্নের উত্তর নিয়ে দিব্বি ঘুমিয়ে আছে আমার বিছানার বালিশ!"
-- লাইনগুলোতে বিশেষ ভাল লাগা। শুভেচ্ছা, শোভন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শাহেদ ভাই বিশেষ ধন্যবাদ জানবেন।
আপনার ভাললাগায় অনেক আনন্দিত হলাম।
৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
তুষার কাব্য বলেছেন: রাতের আঁধারে বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়।
ভালো লাগলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ তুষার কাব্য !
৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কান্ডারী অথর্ব।
৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
ভিয়েনাস বলেছেন: দেয়ালের কোণে ছড়িয়েছে মাকড়শার জাল
জমেছে আমার অযাচিত জীবনে ধুলোর স্তূপ,
খসেপড়া দেয়ালে কালের ভাসমান ছাপ
এক একটা ঝরেপড়া প্লাস্টারে আমার বিবর্ণ অতীত ...... ভালো লাগা থাকলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভিয়েনাস।
৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
ঢাকাবাসী বলেছেন: বিলম্বিত ভাল লাগা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিলম্বে এসেও পোষ্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাললাগায় সুখী হলাম
৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: তোমার বিহনে আর কাঁদবোনা বলে,
আমি আজ একটু ঘুমাবো বলে,
পর পর দুবার "বলে' শুনতে ভাল লাগছে না কবিতায় । একবার অন্য শব্দ দিয়ে রিপ্লেস করতে পারলে বেটার হবে।
সুন্দর হয়েছে কবিতা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
বলে ইউজ না করে কি ইউজ করলে ভাল হত? বললে খুশী হতাম।
৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
জুন বলেছেন: ভালোলাগা এক কবিতায় ভার্চুয়াল প্লাস স্নিগ্ধ শোভন
+
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জুন আপু।
৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর.........
খুব ভাল লাগলো। অসাধারণ কবিতা।
লেখায় +++++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু সময় করে পোষ্টটি পড়ার জন্য।
প্লাস ও ভাললাগার জন্য কৃতজ্ঞতা জানবেন।
৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতাটা ভালো লাগলো। বিষাদগ্রস্ত রোমান্টিক কবিতা।
‘দেয়ালিকা’ শীর্ষক আরও কিছু বিখ্যাত কবিতা দেখুনঃ
এক
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা।
দুই
সকালে বিকালে মনের খেয়ালে
ইঁদারায়
দাঁড়িয়ে থাকলে অর্থটা তার
কী দাঁড়ায়?
তিন
কখন বাজল ছ'টা
প্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখি
শেষ সূর্যের ছটা -
স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা।
চার
বেজে চলে রেডিও
সর্বদা গোলমাল করতেই
'রেডি' ও।
পাঁচ
জাপানি গো জাপানি
ভারতবর্ষে আসতে কি শেষ
ধরে গেল হাঁপানি?
ছয়
জার্মানি গো জার্মানি
তুমি ছিলে অজেয় বীর
এ কথা আজ আর মানি!
সাত
হে রাজকন্যে
তোমার জন্যে
এ জনারণ্যে
নেইকো ঠাঁই-
জানাই তাই।
আট
আঁধিয়ারে কেঁদে কয় সল্তেঃ
'চাইনে চাইনে আমি জ্বলতে'।
***
উপরে ৮ সিকোয়েলের ‘দেয়ালিকা’ কে লিখেছেন তা আশা করি জানেন। এ ‘দেয়ালিকা’ থেকে উদ্বুদ্ধ হয়ে একদিন এক উঠতি কবি আরেকটা ‘দেয়ালিকা’ লিখেছিল।
শুভ কামনা আপনার জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন: উপরের আট সিকোয়েলের ‘দেয়ালিকা’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের অনন্য সৃষ্টি।
আপনার কবিতাটিও অনেক সুন্দর হয়েছে।
আমার ছায়পাস লেখা প্রিয় সাহিত্যিকের ভাল লাগায় আজ অনেক খুশী লাগছে।
আমার ব্লগে আপনার আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
অনেক অনেক ধন্যবাদ!!!
৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস।
ভালো লাগলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি।
৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
হৃদয় রিয়াজ বলেছেন: দেয়ালিকা পড়ে অনেক ভাল লাগল। সুন্দর সাবলীল প্রকাশভঙ্গি সত্যি মন ছুঁয়ে গেল। ++++ যদিও গুল্লি খালি ঘুরতেই আছে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ।
আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি।
৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
এহসান সাবির বলেছেন: আজকে ভাই খুজে খুজে হয়রান...!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই কি খুঁজে হয়রান হয়েছেন?
৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
এহসান সাবির বলেছেন: আপনাকে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: কোথায় খুঁজেছেন ভাই??
ফোন দিলেইতো পারতেন।
৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: অনেক ভাল লেগেছে ভাই
আর
কতরাত আমি ঘুমাইনি?
অথচ সে প্রশ্নের উত্তর নিয়ে দিব্বি ঘুমিয়ে আছে আমার বিছানার বালিশ!
আর আমি লিখছি বসে হাজারটা কবিতা
সময়ের ঐকতানে লিখে চলেছি আমার অযাচিত রোজনামচা।
এই লাইন গুলা বেশি ভাল লাগা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ।
ব্লগে অভিনন্দন।
৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
অর্থনীতিবিদ বলেছেন: কবিতার শুরুটা দারুন হয়েছে। এক লাইন দুই লাইন করে সম্পূর্ণ কবিতাটাই পড়ে ফেললাম। ছোট হলেও কবিতাটির অন্তর্নিহিত বক্তব্য অনেক গভীর মনে হলো। আপনার লেখার হাতটি চমৎকার।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।
ব্লগে শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
সাথে কৃতজ্ঞতা রইলো।
অপ টপিক :- আপনি থাকতে দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা কেন?
৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭
রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
আপনার কাছে কবিতাটি মোটামুটি লাগাটাই আমার মত শখের বসে লেখকের জন্য অনেক বড়। আশাকরি আপনার কাছে ভাললাগার মত কবিতাও একসময় লিখতে পারবো। দোয়া করবেন ভ্রাতা।
ব্লগে অভিনন্দন।
৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক অনেক সুন্দর।।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি।
৪৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
রহস্যময়ী কন্যা বলেছেন: প্রতিটি চরণই অসাধারণ ভাইয়া
অনেক ভালো লেগেছে
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১
রাসেলহাসান বলেছেন: ++ দিলাম।। খুব ভালো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
ব্লগে অভিনন্দন।
৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
একলা ফড়িং বলেছেন: অনেক ভালো লাগলো
আমার অযাচিত জীবনে ধুলোর স্তূপ,
ঝরে পড়া প্লাস্টারে আমার বিবর্ণ অতীত,
বৃষ্টির ফোঁটায় ধুয়ে নিয়েছি কিছু বিষাদী সময়,
হারিয়ে ফেলছিলাম আমার রাতের আঁধার...
লাইনগুলো অনেক সুন্দর!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!
শুভেচ্ছা ও অভিনন্দন আমার ব্লগে।
৪৯| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:২১
দুঃখ বিলাস বলেছেন: ব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতায় আপনার কবিতা টি দেখলাম। সুন্দর কবিতা।
আরেকটি ব্যাপার নিজের লেখা শ্রেষ্ঠ কবিতা খুঁজে বের করা আসলে কঠিন, তবে আপনি সঠিকটা বেছে নিয়েছেন।
ভালো থাকুন।
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতা ভালো লাগায় ধন্যবাদ দুঃখ বিলাস!!
কবিতা নির্বাচনে আমাকে সাহায্য করেছেন আমার একজন প্রিয়ভাজন ব্যক্তি!!! তাই নির্বাচনের সঠিকতার সাধুবাদ তার উপর বর্তায়!
শুভকামনা জানবেন!!!
৫০| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৪২
দুঃখ বিলাস বলেছেন: আমি জানি না আপনি কার কথা বলছেন,
তবে আমি যার কথা ভাবছি সে আসলে সব কবিতা অত ভালো বোঝে না, তার ভালোলাগা কবিতা-ই শ্রেষ্ঠ কবিতা মনে করে।
এটাকে আবার খুব একটা খারাপ বলা যায় না কারণ কবিতা টা সে তার হৃদয় দিয়ে বুঝেছে।
শুভ কামনা আপনি ও আপনার প্রিয়ভাজন এর জন্য।
০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
নিজের লেখা সকল কবিতা থেকে নিজের সেরাটা নির্বাচন করা খুবই দুরহ একটা ব্যাপার ছিলো। তাই একজন বড় ভাইর সাহায্য নেই। উনার সিলেকশন আমার মনপুত হওয়ায় সংকলনে দিয়ে দিলাম।
আপনি কার কথা ভাবছেন তা কিন্তু আমিও জানিনা।
বেশ ইন্টারেস্টিং।
৫১| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০১
দুঃখ বিলাস বলেছেন: ওফ!! সরি!!!
আমি কার কথা ভাবছি সত্যই আপনি বুঝেন নাই?
সত্যি?
রিয়েলি ইন্টারেস্টিং !
০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি বুঝতে পারলে আপনাকে ঐ ব্যাপারে জিজ্ঞেস করার কোন কারণ ছিলো না। আপনার ব্লগ থেকে ঘুরে এসে ঠিক বুঝে উঠতে পারছিনা আসলে আপনি কে??? আপনি কি নতুন রুপে পুরনো কেউ???
তবে ফটাফট বলে ফেলুন আপনি কে?
৫২| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
দুঃখ বিলাস বলেছেন: দুঃখ প্রকাশ করছি।
ভালো থাকুন।
০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০
স্নিগ্ধ শোভন বলেছেন:
পরিচিত হতে পারলে ভালো লাগতো।
শুভকামনা শতত!!
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে। আরও ছিল কি? অসমাপ্ত মনে হল।