নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অন্তরঙ্গ আলাপনঃ- কাপল নাইট ব্লগার হাসান মাহবুব এবং ব্লগার সমুদ্র কন্যা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯





“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার হাসান মাহবুব এবং ব্লগার সমুদ্র কন্যা । ব্লগের সবার প্রিয় একটি বিবাহিত জুটি। তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তাদের একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তাদের বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তাদের কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।







আমার সাথে কফি আড্ডাই অত্যন্ত বিনয়ের সাথে উনারা দুইজন সময় দিয়েছেন। যার কিছু অংশ আপনাদের সাথে নিচে শেয়ার করলাম।



আপনারা কেমন আছেন ?



হামা ভাই- আমি ভালো নেই সেও ভালো নেই, দুজনে মিলে ভালো আছি। :)



সমুদ্র কন্যা আপু- কেমন আছেন প্রশ্নের উত্তরে ছোট্ট হেসে বলতে হয় ‘ভালো আছি’ হ্যাঁ ভালো আছি। :)



অন্তরঙ্গ আলাপনে এসে আপনাদের কেমন লাগছে?



হামা ভাই- নিজেকে মঙ্গলগ্রহ মনে হচ্ছে। ;)

সমুদ্র কন্যা আপু- কিছুটা অস্বস্তি লাগছে। :P



সামুর সাথে আপনাদের পরিচয় কি ভাবে?



হামা ভাই- অভ্র যখন প্রথম এলো, তখন রানা ভাইয়াকে দেখতাম বাংলায় স্ট্যাটাস দিতে। সে সচলায়তনে লিখতো। আমি এসব লেখা এবং লেখালেখির ব্যাপারে জানতে চাইলে সে অভ্র এবং ব্লগের কথা জানায়। আমি কিছু ব্লগ সার্চ দিয়ে সামুটা পছন্দ করি, সেখানেই থিতু হই।



সমুদ্র কন্যা আপু- আমার দুলাভাই ব্লগে ছিলেন। তাঁর কাছ থেকেই জেনেছি, ২০০৭এ। সে সময়ে একটা নিক খুলেছিলামও, ‘অজন্তা’ নামে। দু-তিন মাস পরেই আগ্রহ চলে গিয়েছিল বলে সেটা আর চালানো হয় নি। তারপর ২০০৯ এ এসে সময় কাটাতে সমুদ্র কন্যা নিকটা খুলি। সেটাই চলছে।





আপনাদের দুজনের পরিচয় কি ভাবে?



হামা ভাই- ব্লগ থেকে ফেসবুক। প্রথম দেখা ইনসমনিয়াক ক্লাবের গেট টুগেদারে।



সমুদ্র কন্যা আপু-সামুতেই, তারপর ফেসবুকে, প্রথম দেখা ২০১০ এর ১৬ই ডিসেম্বর, ইনসমনিয়াক ক্লাবের গেট টুগেদারে।





কে প্রথম কাকে প্রপোজ করেছেন?



হামা ভাই- আসলে আমরা কেউ কাউকে সেভাবে প্রপোজ করি নি। ভালো লাগা থেকে ভালোবাসা নিজের তাগিদেই ঢুকে গিয়ে দুটি মন এক করে দিয়েছিল। ইহা একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া।



সমুদ্র কন্যা আপু- যদ্দূর মনে পড়ে দুজন একসাথেই ঠিক করেছিলাম, ‘এসো প্রেম করি’। আর প্রেম হয়ে গেল!





আপনাদের ছোট পরিবারে কে কে আছেন?



হামা ভাই- বাবা, মা, ছোটভাই এবং আমরা তিনজন।

সমুদ্র কন্যা আপু- আমরা তিনজন, আমার শ্বশুর-শাশুড়ী আর আমার দেবর।



বাচ্চা কেমন আছে?

-একটু ঠান্ডা লেগেছিলো। এখন ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে।



আপনাদের নিজস্ব পরিবার সম্পর্কে বলুন? নিজ নিজ পরিবার।



হামা ভাই- আমার বাবা একজন ইঞ্জিনিয়ার। মা গৃহিনী। ভাই এমবিএ করছে।



সমুদ্র কন্যা আপু- আমার মামণি-আব্বু আর দুই বোন এক ভাই মিলে আমাদের পরিবার। আমার আব্বু রিটায়ার করেছেন দুই বছর হলো, মামণি এখনও রিটায়ার করেন নি, হাউজওয়াইফদের রিটায়ারমেন্ট নেই কিনা! আমি মেঝো, সাড়ে চার বছরের বড় আমার বোন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু এবং গাইড। বরের সাথে দেশের বাইরে আছে ছয় বছর হলো। খুব মিস করি ওকে প্রতিটা কাজে। ছোট ভাই অনেক ছোট, সাত বছরের পার্থক্য। তবে সেও আমার খুব বন্ধু।



অবসর সময়ে কি করতে পছন্দ করেন?



হামা ভাই -সিনেমা দেখতে, বই পড়তে।



সমুদ্র কন্যা আপু-অবসর খুব একটা পাই না এখন। আর পেলেও...ঠিক নেই আসলে। আগে ছবি আঁকতাম, বই পড়তাম। এখন বড়জোর মুভি দেখি।





ভাবীর/ভাইয়ার(দুজনের) কোন বিষয়টা আপনার পছন্দের?



হামা ভাই-সেও ব্লগার, সেও ভালো লেখে এটা আমার বেশি পছন্দ। আমাকে বুঝতে হলে এমন কাউকেই দরকার ছিলো।



সমুদ্র কন্যা আপু-কোন বিষয়টা পছন্দ নয় জিজ্ঞেস করলে এক গাদা কথা বলা যেতো, কিন্তু পছন্দ...বিয়ের আগে ওকে যেমন দেখেছি বা ভাবতাম, বিয়ের পরে একসাথে থাকতে যেয়ে দেখলাম অনেক কিছুই মেলে না। একেবারে উল্টো। ওর মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা বেশ লাগে!





আপনাদের প্রিয় রং কি?



হামা ভাই -সবুজ

সমুদ্র কন্যা আপু- হলুদ, সবুজ......আর যেকোন উজ্জ্বল রঙ।



আপনাদের প্রিয় ফুল কি?



হামা ভাই-জানি না।

সমুদ্র কন্যা আপু- যেকোন সাদা ফুল (রজনীগন্ধা বাদে)



আপনাদের প্রিয় খাবার কি?



হামা ভাই-কাচ্চি বিরিয়ানী।



সমুদ্র কন্যা আপু- প্রিয় বলতে কি খেতে খুব ভালবাসি এমন? খুঁটিনাটি নিয়ে লিস্ট করলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে যে! এই মূহুর্তে মনে পড়ছে মুরগী ভাজার কথা (গতকাল থেকে খেতে খুব ইচ্ছে হচ্ছে , তবে ডায়েটিং চলছে বলে ইচ্ছেকে দমিয়ে রেখেছি )



প্রিয় ব্যক্তিত্ব কে?



হামা ভাই- বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান

সমুদ্র কন্যা আপু- আমার বড় বোন।



পছন্দের গান ?



হামা ভাই- অসংখ্য



সমুদ্র কন্যা আপু- গান কি আলাদা করে পছন্দের বলা যায়! যখন যেটা শুনতে ভাল লাগে। একটা সময়ে ‘আমি যদি ডুইবা মরি’ এই গানটা সারাক্ষণ শুনতাম। এখনও ভাল লাগে, তবে এখন আর শোনা হয় না তেমন। ইদানিং শুনছি চিরকুট, জলের গান।



দেশের বর্তমান পরিস্থিতিনিয়ে আপনাদের অভিব্যক্তি কি?



হামা ভাই-নির্বাচন নিয়ে জটিলতা আগ্রহের সাথে পরখ করছি, কিন্তু ছোপ ছোপ রক্ত এসে চোখ ঢেকে দিচ্ছে।



সমুদ্র কন্যা আপু- মাঝে মাঝে খুব হতাশ লাগে এবং আতংকিতও লাগে। যাদের হাতে দেশ আছে বা যাচ্ছে তারাতো আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবে নি কখনো। ভেবেছে নিজের জন্যই। তবে এটাও আশা করি দেশের জন্যই ভাবে এমনই কেউ একদিন আসবে।



বর্তমান সময়ে সামু কেমন লাগছে?



হামা ভাই- আগের চেয়ে অনেক ক্লিন, শান্তিপূর্ণ, তবে জমজমাট না, এছাড়াও নানা টেকনিক্যাল ফল্টে জর্জরিত।



সমুদ্র কন্যা আপু- ব্লগের প্রতি খুব একটা আগ্রহ পাই না এখন আর। যদিও অনলাইনে বসলেই একটা আলাদা ট্যাবে সামু ওপেন করাই থাকে, তবে সেভাবে কিছু পড়া হয়ে ওঠে না, আর পড়লেও কমেন্ট করতে আলসেমী লাগে খুব।





অনেক কে বলতে দেখা যায় সামু আর আগের মত নাই ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আপনাদের অভিমত কি?



হামা ভাই- কোন কিছুই আগের মত থাকে না। সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমি ৫ বছর ধরে একই কথা বলতে দেখেছি বিভিন্ন প্রজন্মের ব্লগারদের। ব্লগে তো কেউ আর চিরদিনের জন্যে আসে না। নানা ব্যস্ততায় হারিয়ে যেতে হয়। তখন সেই সময়কার একজন ব্লগার হারিয়ে যাওয়া ব্লগারদের কথা ভেবে হাপিত্যেশ করেন। কিন্তু নতুন্দের ভালো লেখা পড়ার ব্যাপারে উৎসাহ দেখা যায় না কারো। আবার এই নতুনরাই নতুন ছন্দে ব্লগকে মাতিয়ে তোলে। কিছুদিন পর উৎসাহ মরে গেলে তাদের মধ্যেও এমনতর প্রতিক্রিয়া দেখা যায়। ততদিনে আবার নতুন একদল চলে আসে। ব্লগিংয়ে এই বিভিন্ন জেনারেশনের সাথে খাপ খাইয়ে নেয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এটা ঠিক, ফেসবুকে ইজি লাইক আর ফলোয়ারদের তোষামোদে অনেক ভালো ব্লগারই মজে গিয়ে আর ব্লগিং করতে তেমন উৎসাহ পান না। যার ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে ব্লগ অন্তঃপ্রাণ মানুষেরো অভাব নেই, তাই কখনো আশা হারাই না।







সমুদ্র কন্যা আপু- সামু আগের মত নেই, চার বছর আগে যখন শুরু করেছিলাম, সেই সময়ের মত। সে সময়ে যাদের পেয়েছিলাম তাদের খুব আন্তরিক মনে হতো, ব্লগিং এর প্রতি, লেখালেখির প্রতি, সহব্লগারদের প্রতি। সামু একটা চমৎকার ছোট্ট সবুজ ঘর ছিল আমার কাছে। এখনও হয়তো নতুন যারা আসে, তারা তেমন কিছু তৈরি করে নেয়। অনেকদিন ধরে অনিয়মিত বলে সেটা আমার আর সেভাবে দেখা হয়ে ওঠে নি।





----------------------------------------------------------------------------------



প্রিয় ব্লগার এবার আপনাদের প্রশ্নের উত্তর দিবেন উনারা দুইজনে। আর একটা কথা :) হাসান মাহবুব ও সমুদ্র কন্যা আপু ব্যস্ততার জন্য বেশিক্ষণ থাকতে পারবেন না। তাই উনারা সময় করে এসে উত্তর দিয়ে যাবেন।

আর পুরো ব্যাপারটাই লাইভ। আবার বলে নেই আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।



ধন্যবাদ সকলকে ।

মন্তব্য ১৮৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাইয়া আর আপুর গল্প নিয়ে সিনেমা বানানো যাবে । :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হামা ভাই'র 'প্রবেশাধিকার সংরক্ষিত'র পর এক বইমেলা চলে গেল, দ্বিতীয় একক বই কবে পাচ্ছি?
আর সমুদ্র কন্যা আপু'র গল্পগ্রন্থ কবে পাবো?

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সিনেমার নাম - "ব্লগার"

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই সুন্দর হবে :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

সুমন কর বলেছেন: হাসান ভাই ব্যক্তিজীবনে কি করেন?

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
প্রথমেই তোকে অনেক ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য । অনেক কিছু জানলাম প্রিয় হামা ভাই আর সমুদ্র কন্যা আপুর সম্পর্কে।

হামা ভাইয়ের কাছে প্রশ্নঃ আচ্ছা হাসান ভাই ভার্চুয়াল আর রিয়েল লাইফ এ দুয়ের মধ্যে আলাদা কোন আইডেন্টিটি রাখার প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয়? আপনি নিজের ক্ষেত্রে কি করেন?

সমুদ্র কন্যা আপুর কাছে প্রশ্নঃ যদি কারো সঙ্গে মতের অমিল হয় তখন কি করেন?

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: থেঙ্কু :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: ইন্টারেস্টিং থিম @নাজমুল হাসান মজুমদার! সিরিয়াস হৈলে জানায়েন।

আমার এই বছর কোন একক বই আসছে না। আগামী বছর দেখা যাক কী হয়! @দূর্জয়।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর হইছে। তবে এই দিল্লীকা লাড্ডু সম্পকেত অনেকর অনেক মত তাদের মতামতটা পরিষ্কার হইনি।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আহারে পোলা মাইয়া দুইডারই লাইফটা তামা তামা হয়া গেলো #:-S



তোমাদের বাবুটার জন্য অনেক আদর রইলো :)

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

হাসান মাহবুব বলেছেন: আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে "সাফল্যের" সাথে একটা কেরাণিমার্কা চাকরী করছি আর লেখালেখি করছি @সুমন কর।

ভার্চুয়াল লাইফ আর রিয়াল লাইফ এক না। অনেকেই ভার্চুয়ালি অনেক এ্যাট্রাকটিভ হলেও বাস্তব জীবনে নীরস টাইপ হতে পারে। যেমন আমি আগে সারাক্ষণ ব্লগ মাতায় রাখতাম, মজা করতাম, ছাগু হান্টিং করতাম, তাই মানুষজন আমাকে খুব ডাকাবুকো কিছু ভাবতো। তাই আমার নিরীহ চেহারা আর চুপচাপ আচরণ দেখে হতাশ হতো। আমি নিজেও অস্বস্তি বোধ করতাম। এজন্যে তখন দুই জীবনের মাঝে একটা রেখা টেনে দিয়েছিলাম। এখন অনেকটাই কাটিয়ে উঠেছি সেসব। তবে আচরণগত ফারাক মূল ব্যাপার না। ব্যাপারটা যখন নীতির, তখন দুই বাস্তবতায় যেন দুইরকম না হয় সেটাই কাম্য @ আরমান।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

হাসান মাহবুব বলেছেন: @সুজন, হাজার লাইন বললেও কি সম্পর্কের রসয়ান সম্পর্কে স্পষ্টভাবে বলা যায় পুরোপুরি?

@হেমা, লাবিউ।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


হামা ভাই আপনার কাছে প্রশ্ন হলো, নিরপেক্ষ দৃষ্টি কোন থেকে কোন প্রকার স্ত্রী প্রীতি ছাড়া বুকে হাত দিয়ে বলুন ব্লগের আপুদের মাঝে কার কার ব্লগিং আপনার কাছে বেশি ভালো লাগে ?

সমুদ্র কন্যা আপু আপনার কাছ থেকেও একই প্রশ্ন জানতে চাইছি ?



১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: =p~ =p~ =p~

ইয়ো, কান্ডারী দিসে মাইনকা চিপায় ফালায়া B-)

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনাদের দুজনের কাছেই জিজ্ঞাসা,
বাংলাদেশী গল্পকারদের মধ্যে আপনাদের প্রিয় কারা? আলাদাভাবে উত্তর চাইছি।
আর খুব করে চাইবো আপনাদের তিনটি করে প্রিয় বইয়ের নাম।

আপনাদের যৌথ কোনো লেখা কি আমরা পাচ্ছি?

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

সমুদ্র কন্যা বলেছেন: @দূর্জয়, একক গল্পের বই বের করবার মত পরিপক্কতা, প্রস্তুতি কিছুই এখনো নেই আমার। আরো অনেক বেশি লিখতে হবে। কবে হবে, কখনো আদৌ হবে কিনা কে জানে!

@আরমান, প্রশ্নটা কি কারো সঙ্গে মতের অমিল নাকি হাসানের সঙ্গে? কার সঙ্গে মতের অমিল হচ্ছে তার ওপর নির্ভর করে আসলে কি করি। বেশিরভাগ ক্ষেত্রেই মেনেও নেই না, কিছু বলিও না। চুপ করে যাই। আর হাসানের সঙ্গে অমিল হলে মিল করিয়েই নেই, নিতে বাধ্য করি আর কি :#) :P

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:





@জীবনানন্দদাশের ছায়া ভাই আমিত এমনি এমনি জানতে চাইলাম :P

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

একজন আরমান বলেছেন:
ব্যাপারটা যখন নীতির, তখন দুই বাস্তবতায় যেন দুইরকম না হয় সেটাই কাম্য


সুন্দর বলেছেন। আমি হয়তো এমন কিছুই খুঁজছিলাম।

আর একটা প্রশ্ন। কখনো চর্ম চক্ষে ব্লগার হাসান মাহাবুবকে দেখতে পাবো?

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:
সেলিব্রেটি কাপল !! B-)


হামা ভাইয়ের পরিবারের সবার জন্য শুভকামনা রইল :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
হুম! নিঃসন্দেহে সেলিব্রেটি কাপল !!

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

সমুদ্র কন্যা বলেছেন: @মাহমুদুর রহমান সুজন, দিল্লীর লাড্ডুটা না খেলে পস্তাতেই হয়। খেয়ে দেখেন, বুঝবেন কেমন জিতলেন :)

@জীবুবাবু, তামা তামা জীবনটা না পেলে যে লোহা লোহা হয়ে যাইতো :P

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কিন্তু প্যাচতো লাগায়া দিসেন :-& আইজকা হামার খবর আছে :( আহারে!!

@কান্ডারী

২০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
সমুদ্র কন্যা আপুঃ দুটো উত্তর ই পেয়ে গিয়েছি। :#)

আর একটা প্রশ্নঃ মিতিনের আব্বুর কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে?

২১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: শোভন ভাই আপনি তো প্রায় সব প্রশ্ন আগেই করে ফেলেছেন...... আমরা আর কি করবো????

হামা ভাই এবং ভাবিকে সালাম।
ভালো থাকুন সবসময়।


শোভন ভাই চমৎকার আয়োজনের ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই। :)

মাত্র ১৮ টা প্রশ্নের মধ্যেই কি সব জানা হয়ে গেল :P
আসলেই উপস্থাপক হিসেবে সাধুবাদ পাওয়ার যোগ্য আমি :!> ;)

২২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আনন্দধারা অবিরত বয়ে যাক জীবনে, দু'জন আমৃত্য দু'জনের পাশে থাকো হে প্রিয় হামা বেইবি এন্ড সমুদ্র কন্যা :)

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:




@জীবনানন্দদাশের ছায়া ভাই আমার সাথে থাকেন নাইলে পরে বিপদে পরলে উদ্ধার করার কেউ থাকবেনা। :-& আর প্যাচ যদি লেগেই যায় তাহলে প্যাচ ছুটাতে কাল সকালে হামা ভাইয়ের বাসায় আমাকে যেয়ে নাস্তা খেয়ে আসতে হবে। B-)

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: নিরপেক্ষভাবে বলতে গেলেও সমুদ্রকন্যার নাম আসতো @কান্ডারী ভাই। এই মুহূর্তে পাঁচটি নাম বললে থাকবে রেজোয়ানা আপু, অপর্ণা মম্ময়, বৃতি, এরিস আর সমুদ্র কন্যা।

বাংলাদেশী গল্পকারদের মধ্যে আমার প্রিয়, শাহাদুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আজাদ, মোস্তাফিজ রিপন, তারিক স্বপন, শহিদুল জহির, মাশরুর ইমতিয়াজ। (আমি ব্লগ আর মেইনস্ট্রিম মিডিয়া মিলিয়ে বললাম। গল্পকার তো গল্পকারই!)

আপাতত যৌথ গল্পের কোন পরিকল্পনা নেই। @ দূর্জয়। প্রিয় তিনটি বইয়ের নাম বলা খুব কঠিন। গডফাদার-মারিয়ো পুজো, কমলা কেমন আছে-গৌরকিশোর ঘোষ, মানুষ হিসেবে আমার অপরাধসমূহ- হুমায়ূন আজাদ।

অনেক থিংকু @ লিনকিন পার্ক ছুটোভাই।

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: চর্মচক্ষে অনেকেই দেখেছে। বইমেলায় আসুন, দেখা হবে @আরমান।

অনেক ধন্যবাদ @এহসান সাবির,

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: হাসান ভাই এবং ভাবি
দুজনের কাছে জিজ্ঞাসা - আপনাদের প্রিয় ৩ জন ছোট গলপকারের নাম বলেন
এবং তারা কেন প্রিয় তা সংক্ষেপে বলেন ।


অফ টফিক - শোভন ভাইকে , অই মিয়া জন্মদিন গেল মিস্টি কই :)
জন্মদিনের শুভেচ্ছা আপ্নারে ।

ভালা থাইকেন ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
B:-) :-B
জন্মদিন গেল সেই কবে। এখন মিষ্টি ভাল থাকে???


;) সামনের বারের জন্য ওয়েট করেন :)

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রশ্ন যা করার একবারে করে দেইঃ

১. আপনাদের মধ্যে কেউ কি গান গাইতে পারেন?
২. আপনাদের দুইজনের মধ্যে কেউ কি নাচতে পারেন?
৩. আমার লেখা আপনাদের কেমন লাগে? :P ছোটভাই মনে করে দুই চারটা পরামর্শ দিয়েন আর কি! :#>

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি আপনাদের দুজনেরই একজন ঘয়সি পাঠক। পড়তে ভাল বাসি তাই পড়ি তবে সমুদ্র কন্না আর আর আপনার লিখা দুই ধাচের মনে হল। যদিও আপনাদের অন্তরঙ্গতার কথা আমি আজকে আগে জানতাম না। আমার কাছে তেমনই লাগত।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১

রাজসোহান বলেছেন: বিবাহের পর খাওন দাওন কইমা গেছে, খুবই দুঃখের কথা। :(

সেই আগের মতন খাওন দাওন চাই :-B

ইয়ে আমি উনাদের ঘটক টাইপ ছিলাম B-))

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

এইযে ঘটক ভাইর আগমন ঘটিল :)
ভাই আমি কিন্তু ব্যাচেলর ;)
একটু খেয়াল রাখবেন :!>

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

বটবৃক্ষ~ বলেছেন: ছবিটায় এত্তোওওওওগুলা লাইক!!

ফেসবুকে ইজি লাইক আর ফলোয়ারদের তোষামোদে অনেক ভালো ব্লগারই মজে গিয়ে আর ব্লগিং করতে তেমন উৎসাহ পান না। যার ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে ব্লগ অন্তঃপ্রাণ মানুষেরো অভাব নেই,
শ্রদ্ধেয় হামা ভাই , হ্যাটস অফ!! :) :)

আর আপি!! তোমার জন্যে আর বাবুনির জন্যে লাভ লাভ লাভ!! :) :) :) আপি তুমি আর আমি যে একই ইন্সটিটিউট থেকে পড়াশুনা করেছি এটা ভাবতে আমার সত্যি অনেক ভাল্লাগে!!

প্রশ্ন, ভাইয়া, আপনি কখনও আপুর জন্যে কবিতা লিখেছেন কিনা? লিখলে সেটার লিংক দেন।
আর আপু তোমাদের ভালবাসার গল্পটা নিয়ে কোন গল্প নিজে লিখনি কখনও??

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমার খুব শখ হামা ভাইয়ের সাথে দেখা করার :!> :#)


২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আমারও খুব ইচ্ছে :) আশাকরি হামা ভাই আর সমুদ্র কন্যা আপু একদিন দাওয়াত করবে আমাদের :P

৩২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: উনাদের দুইজনের লেখা ভালা পাই। হামা ভাই তো অভিশাপ টাইপের গপ লিখেন :)

উনাদের কাপল লাইফ যেন সব সময় সুখে শান্তিতে ভরে থাকে।

হামা ভাই, সমুদ্র কন্যা আপু/ভাবী - আপনারা আপনাদের একটা সুখের স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

রাজসোহান বলেছেন: এখনও নিজের বিবাহ হয় নাই, আমারটা আপনে কইরা দ্যান, আপনারটা আমি কইরা দি #:-S

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: ওকে ভ্রাতা ... চলুন পাত্রীর সন্ধানে নেমে পড়ি ;)

এখন না । পোষ্ট শেষ হওয়ার পর । :)

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়াও!! গ্রেট সারপ্রাইজ!! একসাথে দুইজন প্রিয় ব্লগারের সাথে আড্ডা! অধিকাংশ প্রশ্ন দেখি আগেই করা হয়ে গিয়েছে!! তাও :(

হ্যালো!!!!!!!!! হাসান ভাই এবং সমুদ্রকন্যা আপু!! B-)
ইনসমনিয়াক ক্লাবের ঐ গেট টুগেদারের পর নতুন যে ইনসমনিয়া সৃষ্টি হয়েছিল, তার কতদিন পর ইনসমনিয়া কেটেছিল?? :P :P B-) ;)

# আপনাদের দুইজনের মধ্যে রাগ কার বেশি? সম্মিলিত রাগ দমনে কার ভূমিকা বেশি?? B-) :P

# ইনসমনিয়াক ক্লাবের অবস্থা এখন কেমন? ইয়ে মানে নতুন মেম্বার হিসেবে সেখানে যোগ দিলে সুযোগ সুবিধা কেমন পাওয়া যাইতে পারে?? :P ;) ;) =p~

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

সমুদ্র কন্যা বলেছেন: @কান্ডারী ভাই, ব্লগের ভাইয়াদের মধ্যে কার কার লেখা প্রিয় বলতে গেলে অনেকের কথাই আসবে। এর মধ্যে হাসানও থাকবে কোনরকম স্বামীপ্রীতি ছাড়াই :) যাদের কথা মনে করতে পারছি তারা হল স্বদেশ হাসনাইন, আকাশচুড়ি, অন্ধ আগন্তুক, হাসান মাহবুব, পাপতাড়ুয়া, নস্টালজিক---ইশ আপনি কেন আপুদের কথা জানতে চাইলেন না! আরো কত নাম আসতো তাহলে!

@দূর্জয় ও মাহমুদ০০৭, বাংলাদেশী গল্পকারদের বই আমার আসলে খুব কম পড়া হয়েছে। আমিও ব্লগ-মেইনস্ট্রিম মিলেই বলি, হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, হাসান মাহবুব, মাশরুর ইমতিয়াজ, সোহেল মাহমুদ, সাগুফতা শারমিন তানিয়া, তারিক স্বপন, অদিতি প্রমা।

প্রিয় তিনটি বইঃ- পিতা ও পুত্র-ভেরা পানোভা, থ্রি কমরেডস-এরিক মারিয়া রেমার্ক, কবি-তারাশঙ্কর বন্দোপাধ্যায়।
যৌথ গল্পের কথা ভাবছি না আপাতত।

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ও আর একটা প্রশ্ন হাসান ভাই এর কাছে, আপনার নিজের লেখাগুলোর মধ্যে তুলনামূলক প্রিয় লেখা কোনটি?? আপনার নিজের কোন প্রিয় চরিত্র আছে কিনা, যার মত নিজেকে ভাবতে চান??

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: @বটবৃক্ষ..। ইন্সটিটিউট ভিত্তিক বিভাজন করলে কাইট্টা ফালামু। X(
আমি আপনি আর তিথি আপু- আমরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট! B-)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


ব্লগে কোন বিভাজন নই। আমরা সবাই ব্লগার।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর শোভনকে ধন্যবাদ এত সুন্দর একটি আড্ডার আয়োজন করার জন্য।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই।

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:




সুপ্রিয় হামা ভাই ও সমুদ্র কন্যা আপু উইথ পিচ্চিটার জন্য রইল অনেক অনেক অনেক অনেক শুভ কামনা। এভাবেই প্রাণবন্ত থাকুন দুইজনে কি সংসারে কি ব্লগে।

আমি কিন্তু আপনাদের দুইজনেরই ভীষণ ভক্ত।

৪০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আর একটা প্রশ্ন আছে আমার, মিতিনের নাম রেখেছে কে? হামা ভাই? তিথি আপু? নাকি পরিবারের অন্য কেউ?

৪১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

সমুদ্র কন্যা বলেছেন: @লিনকিন পার্ক এন্ড জীবুবাবু, ধইন্যা ধইন্যা ধইন্যা :D

@নাজিম, ১. হাসান গান গাইতে পারে। ২. নাচ না জানলেও নাচ আমার অনেক বড় একটা প্যাশন। হাসানের মতে আমার নৃত্য চেষ্টায় নাচের ছন্দগুলা ফোটে ভাল B-) ৩. সত্যি কথা বলতে তোমার গল্প খুব বেশি আমি পড়ি নি। এই মূহুর্তে মনে পড়ছে 'সত্যের বীজ' গল্পটা। মুগ্ধ হয়ে পড়েছিলাম। :)

@মাহমুদুর রহমান সুজন, পরিচয় ও অন্তরঙ্গতার আগে থেকেই আমরা লেখালেখি করছি। খুব স্বাভাবিকভাবেই দুজনের ধাচ দুইরকম হতেই পারে।

৪২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৯

সমুদ্র কন্যা বলেছেন: @আরমান, মিতিনের আব্বু খুব বেশি হেল্পফুল হতে পারে নি কখনো আমার জন্য। আমার খুব ভাল লাগে ওদের দুজনকে যখন একসাথে ঘুমোতে দেখি। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর শান্তিময় দৃশ্য মনে হয়। আর মিতিনের সাথে ওর আব্বুকে খেলতে দেখতেও আমার ভাল লাগে।

@সোহান, ছি ছি ওইদিনই না চা খেয়ে গেলা! আর তুমি নিজেইতো ভুড়ি কমাচ্ছো বলে কিচ্ছু খেতে চাইলা না। আমিতো খাওয়াতেই চাইছিলাম :( X((

@বটবৃক্ষ, ইনস্টিটিউটোতো ছোট বোইন আমার! :>
আমাদের ভালবাসার গল্প নিয়ে পূর্নাঙ্গ কোন গল্প লেখা হয় নি। তবে ছোট ছোট অনেক ঘটনাই বিভিন্ন গল্পে ঢুকে গেছে। আমার "তোমার তোমাকে খুঁজি" গল্পটা উল্লেখ করা যেতে পারে। :)

৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: প্রাচীন প্রবাদ আছে, "এক ঘর মে দো পীর কাভি নেই লেকিন এক ঘর মে দো গল্পকার অলওয়েজ হ্যাপি।"

ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফ, দুজনকেই অনেক অনেক শুভ কামনা, সুখী থাকুক সুস্থ থাকুন আপনাদের শ্রেষ্ঠ ধন রাজকন্যাটিকে নিয়ে।

দুজনের নিকট একই প্রশ্নঃ

ধরুন কোন একটা ইস্যুতে আপনার দুজন দ্বিমত। হতে পারে রিয়েল-বার্সা, আর্জেন্টিনা-ব্রাজিল, লীগ-বিএনপি যে কোন কিছু। এখন আপনাদের দুজনের মধ্যে এই মত-বিরোধ নিয়ে আলোচনা হলে তালগাছটা কে দখলে রাখবে?

৪৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৯

সমুদ্র কন্যা বলেছেন: @নাজিম, মিতিনের নামটা পেয়েছি ব্লগার শীরিষের কাছে। পরে দুজন মিলেই ঠিক করেছি, ছেলে হোক মেয়ে হোক এই নামই সই :)

@মাসুম আহমদ, প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের সন্তান কোলে নিয়ে কেক কেটেছিলাম। সুখের স্মৃতি এটাই এই মূহুর্তে মনে পড়ছে।

@কাল্পনিক ভালোবাসা, ইনসমনিয়াক ক্লাবের ঐ গেট টুগেদারের পর নতুন যে ইনসমনিয়া সৃষ্টি হয়েছিল, তার পুরো এক বছর এক মাস পর আরেক নতুন ইনসমনিয়ার সূচনা হয়েছিল B-)
রাগটা হাসানের বেশি, তবে আমার জেদ বেশি। সেকারণে সম্মিলিত রাগ দমনে বেশিরভাগ ক্ষেত্রে হাসানকেই মূল ভূমিকায় দেখা যায় :)
ইনসমনিয়াক ক্লাবের বেশিরভাগ সদস্যই এখন বিয়েথা করে সুখে-শান্তিতে নাক ডাকিয়ে ঘুমিয়ে রাত পার করছে। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নস্টালজিক পদত্যাগ করে মিতিন এবং ব্লগার ভেবে ভেবে বলি'র ছেলে বুনোর হাতে দায়িত্ব দিয়ে গেছেন :)

৪৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

বেলা শেষে বলেছেন: i had studied your writing style, good tomuch good.
Thenk you

৪৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০

বেলা শেষে বলেছেন: i had studied your writing style, good tomuch good.
Thenk you

৪৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: চমৎকার, দেখে ভাল লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: শুধু দেখেই ভাল লাগল ?? তাদের সম্পর্কে জেনে ভাল লাগেনি ???

৪৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপাতত জিজ্ঞেস করার মত কিছু খুঁজে পাচ্ছিনা , তাই আপাতত দুই জনকেই হাই ......
পোষ্টে +++
শোভন , ওনাদের দুই জনকে নিয়ে আসার জন্য ধন্যবাদ , স্পেশাল পর্ব নিঃসন্দেহে !

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
থেঙ্কু অভি :)

৪৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ঘুম পাইছে, গেলাম গা। যাওয়ার আগে একটু বিনোদনের ব্যাবস্থা করায় ব্লগার বেলা শেষেকে Thenk you ;)

৫০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫১

আমি সাজিদ বলেছেন: দুইজনকেই অনেক সুন্দর লাগতেছে।

৫১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২

আমি সাজিদ বলেছেন: আমার প্রশ্ন হামা ভাইয়ের কাছে-
আপনার লেখা লেখির অনুপ্রেরণা কে ?
নিজের লেখা সবচে প্রিয় গল্প কোনটা ?
আপনার মতে ভালো সাহিত্যিক হবার পূর্বশর্ত কি ?

৫২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

রৌহান খাঁন বলেছেন: আপনাদের কি প্রেমের বিয়ে? যদি হয়ে থাকে সেই প্রেম কি ব্লগের মাধ্যমে হয়েছে?

৫৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২১

নিয়েল হিমু বলেছেন: আমার প্রশ্ন । হামা ভাই ভাল আছেন ? ভাবি ভাল আছেন ? আপনাদের পিচ্চিটা কেমন আছে ? শিতের সময় এখন একটু এক্সট্রা কেয়ার করবেন প্লিজ বাচ্চাটাকে । :) ভাল থাকুন ।

৫৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৩

নস্টালজিক বলেছেন: দারুণ আনন্দ নিয়ে পড়লাম ইন্টারভিউ!

শোভন কে ধন্যবাদ!

আর আমার প্রিয় দুইজন মানুষকে অভিনন্দন!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জানবেন :)

৫৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দুইজনরেই অভিনন্দন জানাই।

অল্প কিছুদিন আগে আপনেগের দুইজনের ব্যাপারটা জাইন্যা টাস্কিত হইছিলাম। (এখন অবশ্য সংযত) একজন লেখক (নাম মনে নাই) বলছেন, লেখকে লেখক বিয়া করা উচিত বা লেখকে লেখকে বিয়া হইলে ভালো(তাও পুরা মনে নাই)। আপনাদের কাছে আমার জিজ্ঞাস্য এটাই-

দুজনই লেখক হবার সুবাদে দাম্পত্য জীবনে কী এমন বাড়তি সুবিধাটা পেলেন?

৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪

আমি অপদার্থ বলেছেন: @ হাসান মাহবুব, ভাবীর হাতের কোন রান্নাটা বেশি পছন্দ করেন? ভাবীর হাতের রান্না খেয়ে কি মায়ের হাতের রান্না মিস করেন? ;)

@ সমুদ্র কন্যা, হাসান ভাইর কোন লেখা পড়ে কি আপনি তার প্রেমে পরেছেন? লেখা কোনটি? আপনাদের ছেলে মেয়ে কয়জন?

৫৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

শাদা-অন্ধকার বলেছেন: দুজনের ছবি একসাথে দেখে ভালো অসম্ভব ভালো লেগেছে।

লেখক কাম ব্লগার দম্পতি হিসেবে আপনাদের জুটি টা ঈর্ষনীয়...

প্রিয় ব্লগার দম্পতির কাছে বিনীত প্রশ্ন-- পরস্পরের লেখার মূল্যায়ন হয় কিভাবে? আর ব্যক্তি জীবনে পার্সোনালিটি ক্ল্যাশকে এড়ান কিভাবে??

অনেক শুভকামনা...

৫৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২২

কয়েস সামী বলেছেন: গল।প লিখে কি একজন আরেকজনকে পড়ান? যদি পড়তে দেন তবে কি সবার আগেই দেন?

৫৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

মামুন রশিদ বলেছেন: এরকম একটা আড্ডাবাজী পোস্ট গভীর রাতে শুরু করার জন্য শোভন কে মাইনাস । তাজা আড্ডাটা মিস করলাম, রাত জাগতে পারি না ব্রো.. :(

প্রিয় ব্লগার জুটি হাসান মাহবুব আর সমুদ্র কন্যা দুজনকেই শুভেচ্ছা ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

মাইনাস পোষ্টে পেতে নিলাম :) মাথায় না ;)
কিন্তু এর জন্য সম্পূর্ণ দায়ি আমার ইন্টারনেট কানেকশন। সন্ধ্যা ৮ টা থেকে প্রায় ১১ টা পর্যন্ত নেট ছিলনা। :(


কি আর করবেন ভ্রাতা ঘুমের চেয়ে উত্তম কাজ কি আছে ?

৬০| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

সিদ্ধার্থ. বলেছেন: লেখক কে অনেক ধন্যবাদ ,হাসান মাহবুব কে আনবার জন্য ।এর জন্য আমি অপেক্ষা করে ছিলাম ।

@,হাসান মাহবুব ,কেমন আছেন ? প্রতিটা গল্পেই এক্সপেরিমেন্ট আর দ্বার্থক ইঙ্গিত আপনার গল্প গুলিকে অনবদ্য করে তলে ।কিন্তু আপনার কি মনে হয় না যে এটা আপনাকে ছকে ফেলে দিচ্ছে ?

বিবাহ ...এই সামাজিক বন্ধনটি আপনার গল্পের উপর কতটা প্রভাব বিস্তার করেছে ?

শেষ প্রশ্ন ..আপনি কি প্লেটনিক প্রেমে বিশ্বাস করেন ?


আপনাদের শুভেচ্ছা ।"ব্লগ থেকে বিয়ে " জার্নিটা নিশ্চই রোমাঞ্চকর । B-)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

আপনার অপেক্ষার অবসান ঘটাতে পেরে আমি আনন্দিত :)

৬১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

তাসজিদ বলেছেন: Sweet couple.

তবে পিচ্ছির একটি ছবি হলে ভাল হত

৬২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

মামুন রশিদ বলেছেন: হাসান মাহবুবের সাথে আমার পরিচয় পর্বটা ভীতিকর :| তখন নতুন ব্লগার, কার কমেন্টে জানি দেখলাম হাসান মাহবুব ব্লগের মডু । আগে নাম শুনিনি, ভয়ে ভয়ে তার ব্লগে গেলাম । মডু কে একটু তোয়াজ না করলে চলে! ;) একটা গল্প পড়া শুরু করলাম, সেকি কাটখোট্টা.. /:) গল্পের সাথে মিলিয়ে হাসান মাহবুবের একটা বীভৎস চেহারা :-& মনের মাঝে স্থির হয়ে গিয়েছিল ।

মুশকিল হলো ব্লগে চটুল লেখা পড়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম । হামা'র ঐ গল্পটা আবার মনযোগ দিয়ে পড়লাম, যা বুঝলাম তাই কমেন্ট লিখলাম । হামা দেখি কমেন্ট খুব পছন্দ করলো, মনযোগী পাঠক হ্যানতেন বলে প্রশংসা করলো । তারপর এক সময় তার এমনই ভক্ত হলাম, আমার পছন্দের সিনেমা পোস্ট আর রম্য বাদ দিয়ে সিরিয়াস গল্প লেখা শুরু করে দিলাম ।

গল্প লেখার অনুপ্রেরণা আমি হাসান মাহবুব কে দেখেই পেয়েছি । গল্পের প্রতি উনার ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে । জয়তু হামা..

৬৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সিন্গ্ধ শোভনকে ধন্যবাদ। দারুণ এক জুটির সাক্ষাৎকার নিয়ে আসার জন্য। হামালিটন ভাই আর সমুদ্র কন্যা ব্লগার দম্পতিকেও অভিনন্দন। তাদের ডিজিটাল পরিচিতি থেকে পরিণয়ও ভাল লাগলো। ব্লগিং ব্যাপারটার বিষয়ে দুজনের সম্যক ধারণা থাকাতে এটলিস্ট ব্লগিং ব্যাপারটাতে এ গ্রেট কাপল থেকে যাবেন আজীবন। এটা ব্লগের জন্য বাড়তি পাওনা। হামালিটন ভাই সামুতে থিতু হয়েছেন ব্যাপারটা আমারও ভাল লেগেছে। আমিও তেমনটাই থাকতে চাই।

হামালিটন ভাই এর কাছে প্রশ্ন আপনার নিজের লেখার মধ্যে সবচেয়ে প্রিয় পাচটি কোন গুলো?

সমুদ্রকণ্যা আপুর কাছে প্রশ্ন হামালিটন ভাইয়ের একজন গ্রেট লেখক বা গল্পকার হওয়ার পিছনে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে?

হামালিটন ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন সাহিত্য প্রকরণে বা ভাল লাগায় লেখকের ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান কতটা ভূমিকা থাকা উচিৎ ?

নাকি সাহিত্যের মেরিটও গুণগত মানই প্রাধন্য পাওয়া উচিৎ বলে আপনি মনে করেন।

অনুসারিত ব্যপারটা কতটুকু গ্রহণ যোগ্য মনে করেন।সবাই এক ব্লগে থাকবে একটা প্লাটফরমে থাকবে অথচ কোন এক ব্লগারের ব্লগে কোনদিন পা পড়বে না। ব্যাপারটা কেমন?


ব্লগার দম্পতির সুস্বাস্থ্য আর সফল্য কামনা করি। আফটার অল সমুদ্রকণ্যা আপু ঢাবির মেয়ে ।আপনি তার স্বামী তার মানে ঢাবির জামাই :) হামালিটন ভাই আপনার জন্য ডিজিটাল জামাই আদর থাকলো। ভাল থাকবেন সব সময়। :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)

নিজে প্রশ্ন করতে এসে নিজেই প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন :P

হামা ভাই আপনার উত্তরের জন্য অপেক্ষা করছেন ;)

৬৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রিয় হাসান মাহবুব ভাই এবং সমুদ্র কন্যা আপু , দুইজন পছন্দের গল্পকারকে একসাথে পেয়ে একটু চমকিত । অনেক ভালোও লাগলো আপনাদের কথাগুলো পড়ে । এখন প্রশ্ন,

@সমুদ্রকন্যা আপু, তীব্র ভালোবাসা কি তীব্র অতৃপ্তিরও জন্ম দেয়??

হাসান ভাই এর কোন জিনিসটা আপনি পরিবর্তন করতে চান?? (এটা বিনীত প্রশ্ন, উত্তর স্কিপ করলেও সমস্যা নেই)

আপনার নিজের লিখা গল্পগুলোর মধ্যে আপনার প্রিয় গল্প কোনটি এবং কেনও??


@হাসান ভাই, চাকরি ছেড়ে ফুলটাইম লেখালিখির ইচ্ছে আছে কি ??

আপনার গানের অ্যালবাম কবে পাবো??

আপনার নিজের লিখা গল্পগুলোর মধ্যে আপনার প্রিয় গল্প কোনটি এবং কেনও?? আপনার সৃষ্টি প্রিয় চরিত্র কোনটি ??



আর লিখালিখি ও গল্পের ব্যাপারে আরও উন্নতি করতে হলে আমার কি করা উচিৎ এই বিষয়ে পরামর্শ দিলে খুশি হবো । দুইজনের কাছে বই এর দাবি থাকলো । আর আপনাদের দুইজনের গল্প নিয়ে কোনও যৌথ একটা গল্প চাই ।


দুইজনের জন্য শুভকামনা । মিতিনের জন্য আদর । অনেক ভালো থাকবেন ।


@শোভন ভাই, দারুন একটা কাজ করেছেন একসাথে দুইজনকে উপস্থিত করে । আপনাকে কইশা পেলাস । আর দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা । হ্যাপি নিউ ইয়ার ! :D :D

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আনন্দিত হলাম :)

৬৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

শেরজা তপন বলেছেন: পড়লাম-অনেক কিছু জানলাম,ভাল লাগল :)
কোন প্রশ্ন নাই...

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

৬৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

জেরিফ বলেছেন: এত এত প্রশ্ন #:-S

আমার আর জিগ্বাসা করার কিছু থাকলো না ।

আপনাদের শুভ কামনাই ;) ;) ;)

৬৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
দুজনকেই (+ মিতিনকে) শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন নিরন্তর।।

৬৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক কিছু জানলাম , কামের পোস্ট । ( পাশে একটা গম্ভীর ইমু হবে)


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসান মাহবুব ভাইয়ের সাথে পছন্দের দিক দিয়ে আমার বেশ মিল আছে । আমারো পছন্দের রঙ সবুজ , প্রিয় খাবার কাচ্চি , আর প্রিয় মানুষঃ সেটা তো বলার বাকি রাখে না ।

৬৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: #২৬@মাহমুদ, প্রিয় তিনজন গল্পকার হলেন শাহাদুজ্জামান, হুমায়ূন আজাদ এবং আখতারুজ্জামান ইলিয়াস (শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিতে)

শাহাদুজ্জামান প্রিয় অসাধারণ বিষয়বৈচিত্র এবং ছিমছাম সুন্দর ভাষার জন্যে।

হুমায়ূন আজাদ যদিও বেশি গল্প লেখেন নি, কিন্তু তার একটিমাত্র বই, "জাদুকরের মৃত্যু" আমাকে জাদু-বাস্তবতার প্রথম পাঠ শিখিয়েছে।

আখতারুজ্জামন তো নমস্য। তার দোজখের ওম পড়লে বোঝা যায় ডিটেইলিং কাকে বলে!

#২৭@নাজিম, আমি টুকটাক গান গাই, শোনো নাই? তিথির খুব নাচের শখ। শিখলে ভালো করতো। ওর মধ্যে একটা সহজাত ছন্দ আছে। আর তোমার গল্প নিয়ে তো কথা হয়ই ব্লগে, ভালো লাগা মন্দ লাগা সবই বলি। বেশিরভাগ সময়ই আমি একজন মুগ্ধ পাঠক। তোমার কাছে চাওয়া থাকবে ক্রাইম-থ্রিলার, সাই-ফাই ছাড়াও অন্যরকম কিছু লেখার।

৭০| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: #২৯@সোহান, একদিন নিকটস্থ নান্না বিরিয়ানীর শাখাতে আসো, পেটচুক্তিতে খাওয়ামু। তবে হজমের গড়বড়ের জন্যে কর্তৃপক্ষ দায়ী নহে :-<

#৩০ @ বটবৃক্ষ, আমি তাকে নিয়ে দুটো কবিতা/লিরিক লিখেছি, লিংক দিলাম,

রোজ রোজ ঝোঁক ঝোঁক

দীপ্তিময়ী

৭১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

হাসান মাহবুব বলেছেন: #৩১@ লিনকিন পার্ক, শখ পূরণ হবে আশা করি।

#৩২@মাসুম আহমেদ, গত জুনে আমরা কক্সবাজার গিয়েছিলাম। সেখানে এক সন্ধ্যায় দুজনে পাড়ে বসে দূরের একটা বাতিঘর দেখতে গিয়ে এক অদ্ভুত ঘোরের ভেতর আবদ্ধ হয়েছিলাম। এটা একটা বিশেষ স্মৃতি।

৭২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: #৩৬@কাভা, আমার প্রিয় গল্প এই মুহূর্তে মনে হচ্ছে "মৃতবৎসা জোছনার কাল"। আমি তো সেভাবে চরিত্র তৈরি করি নি, তাই বিশেষ কোন চরিত্রের প্রতি দুর্বলতা নেই। আর গল্পের কোন চরিত্রের মতো আমি হতে চাই না। তারা বেশিরভাগই আঁধারজর্জরিত।

#৪৩@ কুনোব্যাং, আপনি যেসব বিষয়ের উল্লেখ করলেন সেসব ব্যাপারে আমাদের মতদ্বৈততা নেই তেমন। আর যদি কোন ব্যাপারে থাকেও, সেটা নিয়ে তর্ক বিতর্ক বা ঝগড়া কমই হয়। যদিও বা হয়, আমরা সেটাকে বেশি বাড়তে দিই না। আমরা তো আর খালেদা-হাসিনা না যে আমাদের মধ্যে 'সমঝোতা' হবে না!

৭৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: #৫১@সাজিদ, আমার লেখালেখির অনুপ্রেরনা রানা ভাইয়া। তার লেখা গানকে সুর পেতে দেখে আমারও খুব লিখতে মন চাইতো। আমি তখন লিরিক লেখা শুরু করি। আমার লেখালেখির শুরুটা এভাবেই। গল্পও লিখতাম, তবে কম। নিজের লেখা প্রিয় গল্প একেকসময় একেকটা মনে হয়! এই মুহূর্তে মনে হচ্ছে "লাল বল, নর্দমা এবং সরিসৃপ জীবন"

#৫২@রৌহান খাঁন, হ্যাঁ আমাদের প্রেমের বিয়ে। আর পরিচয়টা যেহেতু ব্লগ থেকেই, সেহেতু এটাকে ব্লগের প্রেমও বলা যায়। তবে ব্লগে কী আর প্রেম করা যায়! যা ভীড়!

৭৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: #৫৩@নিয়েল হিমু, আমরা ভালো আছি। দোয়া করবেন যেন ভালো থাকি সবসময়।

#৫৫@জুলিয়ান ভাই, কিছু সুবিধা তো পেয়েছিই! কোন কিছু লেখার পর, বা কোন থিম মাথায় এলে সেটা নিয়ে আলোচনা করার জন্যে একজন মানুষ সবসময় পাশে থাকছে। আগে হলে ফোন করতে হতো বা ফেসবুকে মেসেজ দিতে হতো। সেটা এক দীর্ঘ প্রক্রিয়া। আমার বেশ কিছু গল্পে তিথির পরামর্শে খানিকটা বদল করেছি। যেটা গল্পের বুননে ভালো ভূমিকা রেখেছে।

#৫৬... তিথির রুই মাছের ভুনা আর বাতাসী মাছের ঝোল-ভাজি খুব ভালো লাগে। মায়ের রান্না মিস করার প্রশ্নই নেই, কারণ উনি এখনও রান্না করেন।

#৫৭@শাদা অন্ধকার,
আমরা কোন লেখা পোস্ট করার আগে একেম অপরকে দেখিয়ে নেই। খোলাখুলি সমালোচনা করি। ফলে অনেক রদবদল হয় লেখায়। আর পার্সোনালিটি ক্ল্যাশ জাতীয় জটিল বিষয়বস্তুর উদ্ভব এখনও হয় নি! আমাদের বিয়ের শৈশবকাল এখন, আরেকটু বড় হলে দেখা যাবে!

৭৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: @কয়েস সামী, হ্যাঁ, গল্প লেখার পর একে অপরকে পড়তে দেই, এবং বেশির ভাগ ক্ষেত্রেই তা প্রথম পাঠক হিসেবেই পরিগণিত হয়।

@সিদ্ধার্থ, সবার নিজস্ব একটা ভাষা, বাচনভঙ্গি থাকা উচিত নয় কী? আমারও সেটা আছে। আমি যেটা চাই তা হলো বিষয়বস্তুর সম্প্রসারণ করতে। বয়স বাড়লে আরো অভিজ্ঞতা হলে নিশ্চয়ই নতুন অনেক কিছু নিয়ে লিখতে পারবো। বলার ধরণও পাল্টাবে।

বিবাহ খুব ধীরে ধীরে একটা পরিবর্তন ফেলেছে লেখায়। আগে যেমন লেখায় 'র' বিষয়বস্তু অনেক বেশি থাকতো, এ্যানার্কিজম থাকতো, স্ল্যাং পপকর্নের মত ফুটতো এখন এসব অনেকটাই কমে এসেছে।

প্লেটোনিক ভালোবাসায় বিশ্বাস করি না।

@মামুন রশিদ ভাই, আমার লেখা কাউকে এত প্রভাবিত করতে পারে জেনে মনে হচ্ছে কিছু হলেও লিখতে পারি! এই অনুভূতির দরকার ছিলো এমন খরার সময়ে। ইন্সপায়ার্ড। থ্যাংকস আ লট!

৭৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগার স্নিগ্ধ শোভনকে অনেক ধন্যবাদ এই চমৎকার উদ্যোগের জন্য।




ভাইয়া আপু আপনারা পরিবারের সবাইকে নিয়ে খুব সুখী হন এই কামনা করি :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জানবেন :)

৭৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আগে আমার প্রশ্নের জবাব দেন। আমি কেমনে 'হামালিটন' হৈলাম? /:)

আদনান শাহরিয়ার, "গানের এ্যালবাম চাহিয়া লজ্জা দিবেন না"।

প্রিয় গল্প... লেবুপাতার ঘ্রাণ এবং কর্কট জীবন। প্রিয়, কারণ এই গল্পটার সাথে ইমোশনাল এ্যাটাচমেন্ট অনেক বেশি ছিলো। আর অনেকদিন মাথায় পুষে রেখেছিলাম গল্পটা। মূল চরিত্রটির ওপর মায়া জন্মে গিয়েছিলো। এই চরিত্রটিই আমার সবচেয়ে মমতায় গড়া। এটাই প্রিয়তম চরিত্র।

আপনি তো অনেক ভালো লেখেন, আপনাকে আমি কী পরামর্শ দিই! ভালো থাকুন আর অনেক বেশি লিখুন।

বাদবাকি যারা সবাই পড়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন সবাইকেই অনেক ধন্যবাদ।

৭৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন শোভন!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ হামা ভাই :)

দেরিতেও হলেও একজন প্রিয় গল্পকারের অভিনন্দন পেয়ে অনেক আনন্দিত হলাম। :)

৭৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

বেকার সব ০০৭ বলেছেন: প্রশ্ন করার মত কিছু খুঁজে পাচ্ছিনা তার পরে ও করে ফেলি

হাসান মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন@ আপনার প্রথম ভালবাসার মানুষ কে বুকে হাত দিয়ে বলবেন?

সমুদ্রকন্যা আপুর কাছে প্রশ্ন @ আপনার প্রথম ভালবাসার মানুষ কে ?

হাসান মাহবুব ভাই এবং সমুদ্রকন্যা আপু -> @ আপনাদের মধ্যে জগরা হয় কিনা, জগরা হলেও কি বিষয় নিয়ে জগরা হয়, জগরায় কে জয় লাভ করে?

পরিবারের সবার জন্য শুভকামনা রইল বিশেষ করে মিতিনের জন্য অনেক বেশি শুভকামনা

সিন্গ্ধ শোভন ভাইকে ধন্যবাদ পোস্টের জন্য

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

৮০| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

ড. জেকিল বলেছেন: সংসার সুখের হয় কিসের গুনে? :P মানে, সংসার সুখী রাখার উপায় কি ?


আপনাদের জন্য শুভকামনা রইল।

৮১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

ধূর্ত উঁই বলেছেন: দুজনের মধ্যে ঝগড়া হলে কে জয়লাভ করে? জানার খুব শখ। স্নিগ্ধ শুভন ভাইকে শুভেচ্ছা দারুণ একটা আয়োজনের ব্যবস্থা করার জন্য ।

৮২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

সায়েম মুন বলেছেন: আচ্ছা আপনারা প্রথম পরিচয়ের দিন হাওয়াই মিঠাই খেয়েছিলেন নাকি। :P

একটা বিষয় খুব ভাল লাগলো দুজনেই বেশ আনন্দ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং জবাব দিচ্ছেন। লাইক ইট। সুখী হোক প্রিয় এই দম্পতি। :)

৮৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনের জন্য


:) :) :)

৮৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

ইখতামিন বলেছেন:
সুখী দম্পতিকে অবশ্যই অজস্র শুভেচ্ছা জানাচ্ছি

৮৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

এইস ম্যাকক্লাউড বলেছেন: আলাদা করে দুজনের কাছেই প্রশ্ন (ব্লগার কাণ্ডারী অর্থবের প্রশ্নটাই একটু অন্যভাবে করছি):
কখনও যদি সামুর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সেরা ব্লগারদের তালিকা করতে বলা হয়, তাহলে, আপনার তালিকায় কে কে থাকবেন? (তালিকায় সাবেক ব্লগার দেরও অন্তর্ভুক্ত করা যাবে)

আপনাদের দাম্পত্য জীবনের সুন্দর ভবিষ্যত কামনা করে আমি আমার মন্তব্য শেষ করছি?

৮৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

এইস ম্যাকক্লাউড বলেছেন: *ভবিষ্যৎ

৮৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশতো !

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: সত্যিই ? :)

৮৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

জনাব মাহাবুব বলেছেন: দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। :D :D :D

৮৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হামা ভাইয়ের কাছে প্রশ্নঃ
বাংলা ভাষায় বর্ণমালা কয়টি?
পছন্দের উক্তি(কয়েকটা) ?

সক আপুর কাছে প্রশ্নঃ

পছন্দের লেখক কে( হামা ভাই বাদ দিয়ে)?
আপনার মেয়ের নাম ভুলে গেছি, এবার বললে মনে থাকবে।

_______________

শোভন ভাইকে ধন্যবাদ
ওনাদের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন বলে :)

এই দুইজনের জন্য শুভ কামনা

শোভন ভাইও নিয়ে নিয়েন শুভ কামনা একটু ভাগ কইরা :P :P

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি :)

শুভ কামনা আমার ভাগেই বেশি পড়ছে ;)

৯০| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

সমুদ্র কন্যা বলেছেন: @জুলিয়ানদা' দুইজনই লেখক হওয়ায় দাম্পত্য জীবনে যে বাড়তি সুবিধাটা পেয়েছি সেটা হলো, লেখার পরে বা কোন থিম মাথায় এলে সেটা নিয়ে আগে আলোচনা করি। একজন আরেকজনের লেখা ভালো করবার জন্য পরামর্শ দিতে পারি। আরেকটা ব্যাপার যেটা খুব সূক্ষ্ম হলেও খুব গুরুত্বপূর্ণ, একজন লেখকই অন্য একজন লেখকের মানসিক ব্যাপারগুলো বুঝতে পারে। লিখতে না পারার যন্ত্রণা, লেখা নিয়ে চিন্তা করবার সময়, লেখার পরিবেশ তৈরি...এসব ব্যাপারে অনেক সহযোগিতা পাওয়া যায়।

@আমি অপদার্থ, হাসানের প্রেমে পড়ার আগে ওর লেখাগুলো সেভাবে পড়া হতো না। অনেক কঠিন লাগতো, অতো কঠিন করে লেখাটা আমার পছন্দ হতো না। বলেওছি সেটা ওকে তখন। তবে আমাদের সম্পর্ক হওয়ার পরে ও কিছু গল্প লিখেছিল যেগুলো আমাকে খুব বেশি ছুঁয়ে গিয়েছিল, ওর প্রতি আমার ভালবাসাকে গভীর করেছে। এরমধ্যে একজন কুসংস্কারাচ্ছন্ন মানুষ, স্নাফ, ঝড়বাস্তব এবং ফ্যাকাশে ভোরের গল্প উল্লেখ করা যেতে পারে।

৯১| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

সমুদ্র কন্যা বলেছেন: @শাদা অন্ধকার, লেখালেখির মূল্যায়ন নিরপেক্ষভাবে, কখনো কখনো বেশ কড়াভাবেই করা হয়ে থাকে। কারণ দুজনের মূল লক্ষ্যটাই থাকে অপরের লেখা যেন সবচেয়ে ভালো হয় তার চেষ্টা করা। আর পারসোনালিটি ক্ল্যাশ খুব কঠিন জিনিস ভাই। এর সাথে এখনও পরিচয় হয় নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবো না :)

@ কয়েস সামী, লেখা শেষ হলে ব্লগে পাবলিশ করার আগে একে অপরকে পড়তে দেই। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম পাঠক হিসেবে। তাতে লেখার কোন পরিমার্জন, বানান ভুল থাকলে ঠিক করে নেয়া যায়।

@সেলিম আনোয়ার, হাসানের শক্তিশালী লেখক হয়ে উঠবার পেছনে লেখালেখির প্রতি ওর প্যাশনটাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে আমার মনে হয়। সাথে চর্চাটাও সাহায্য করেছে।

৯২| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

সমুদ্র কন্যা বলেছেন: @আদনান শাহরিয়ার, ভালবাসা তীব্র অতৃপ্তির জন্ম দিতে পারে। মনে হতে পারে আরো কেন ভালবাসা দিতে পারছি না, খুব কাছে থেকেও মনে হতে পারে আরো আরো কাছে চাই। এই অনুভূতি নিয়ে আমি লেখার চেষ্টা করেছিলাম "তোমার তোমাকে খুঁজি" গল্পে। জানি না কতটুকু প্রকাশ করতে পেরেছি।
হাসানের কোনকিছুই পরিবর্তন করতে চাই না আসলে। ও যেমন তেমনই ভালবেসেছি।
নিজের লেখা গল্পগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ একটি বুড়ো গাছ এবং একজন মানুষ এবং কুহক

৯৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: @বেকার সব ০০৭, বিয়ের আগে হাসান আমাকে একটা গানের কিছু লাইন উপহার দিয়েছিল,
"তুমি প্রথম বলি না এমন
শেষ হতে পারো কি
তাই নিয়েছি শেষ বিকেলে
নিঃস্ব হবার ঝুঁকি"
আর ঝগড়াতো হয়ই। একটু টক-ঝাল-মিষ্টি না থাকলে কেমন পানসে হয়ে যেতো না? :)

@ধূর্ত উঁই, ঝগড়া হলে জয়লাভের চেয়ে তাড়াতাড়ি মিটমাট করে নেয়ারই তাড়া থাকে আসলে। আর আমাদের মধ্যে খুব ভাল একটা ব্যাপার হলো আমরা নিজেদের দোষ স্বীকার করে নেই। ফলে জয়লাভের ব্যাপারটা আসে না।

@ড. জেকিল, সংসার সুখের ভালবাসা এবং পারস্পরিক বোঝা-পড়ার গুণে। আন্ডারস্ট্যান্ডিং থাকলে সুখও থাকবে।।

৯৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

সমুদ্র কন্যা বলেছেন: @সায়েম মুন, প্রথম দেখার দিন সবাইকে হাওয়াই মিঠাই খাইয়েছিলাম আমি। তবে হামা পায় নি, পৌঁছাতে লেট হওয়ায় মিস করে গেছিল। /:)

@এইস ম্যাকক্লাউড, সামুর জন্মলগ্ন থেকেতো বলতে পারবো না। তবে আমি যাদের পেয়েছি তাদের মধ্যে আছে স্বদেশ হাসনাইন, আকাশচুড়ি, অন্ধ আগন্তুক, হাসান মাহবুব, পাপতাড়ুয়া, নস্টালজিক, সুলতানা শিরিন সাজি, নৈশচারী, ভেবে ভেবে বলি, রক্তিম কৃষ্ণচূড়া, প্রতীক্ষা, সায়েম মুন।

@কাগজের নৌকা, পছন্দের লেখক এবং ব্লগারের তালিকা এই মন্তব্যে ও ৩৫ নম্বর মন্তব্যে দিয়েছি। আমার মেয়ের নাম মিতিন।

৯৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সমুদ্র কন্যা বলেছেন: @তাসজিদ, মেয়েকেসহ ছবি দেয়া হলো

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: নাইস পিক !!!

আপুর কোলে নেক্সট ব্লগার জেনারেশন। :)

৯৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় ব্লগার দম্পত্তির কথকথা দারুন লাগলো।
শুভকামনা রইল খুব!

১০৫ নং কমেন্টের ছবিটা অপূর্ব!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি :)

৯৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

চিরতার রস বলেছেন: @হামা ভাইঃ বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য আমাদের মত অবিবাহিতদের এখন কি কি অভ্যাস প্রাকটিস করা উচিত বলে আপ্নে মনে করেন ? B-))

@ভাবী কাম আপুঃ প্রেমিক হামা ভাইকে বেশি পছন্দ করতেন নাকি জামাই হামা ভাইকে করেন ? :P :P

পুনশ্চঃ আপনাদের সুখী জীবনের কামনা রইল।

৯৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মামুন রশিদ বলেছেন: সমুদ্র কন্যা আপুকে শুভেচ্ছা । আপনার নাম আর হামা ভাইর সাথে আপনার সম্পর্ক আমি একটু দেরিতে জেনেছি । সুরঞ্জনা আপুর পুরাতন একটা পোস্ট হঠাৎ করে চোখে পড়েছিল, আপনাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ।

আপনার লেখা খুব পছন্দ করি । প্রাণের গভীর থেকে লিখেন আপনি, খুব আন্তরিক আর মায়াময় ।

ওর মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা বেশ লাগে! :-B

এটা আমার চোখেও পড়েছে, আর আমিও এটা এনজয় করি ।

প্রশ্নঃ হামা ভাইয়ের সাইকো গল্পগুলোর বীভৎসতা পড়ে আপনার ভয় বা বিবমিষা লাগে না ??

৯৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

কামরাজ বলেছেন: কখনও কি মনে হয়েছে পরষ্পরকে নির্বাচন ভুল হয়েছ। অথবা এটা পূর্ব নির্ধারিত ছিল।

১০০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

কালীদাস বলেছেন: আগুন পোস্ট, উড়াধুরা সাক্ষাৎকার।
ব্লগে পুরান অল্প কয়েকজনের লেখা মোটামোটি রেগুলারলি দেখি, তাদের মাঝে এই কাপল উল্লেখযোগ্য (কারণ তারা রেগুলার লেখে অন্যদের চেয়ে ;)) আই লাইক দেয়ার ব্লগিং, সিম্পল বাট এট্রাকটিভ।

গ্যাদাটা খুবই কিউট, দে মাস্ট বি ভেরি হ্যাপি :)

ব্লেস অল থ্রি অফ ইউ এন্ড দ্যা পোস্টার অবভিয়ালসি ;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
পোষ্টটি আপনার কাছে ভাল লাগায় সুখী হলাম। :)

১০১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

শুকনোপাতা০০৭ বলেছেন: প্রথমে ভেবেছিলাম ফান পোষ্ট...বাট পড়ে বেশ ভালো লাগল। দু'জন এবং সোনামনিটার জন্য অনেক অনেক দোয়া রইল... :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) B:-) B:-)
হায় হায় !
তাই নাকি?
ভাগ্যিস আপনার সেই ভাবনা দূর করতে পারলাম।


ধন্যবাদ জানবেন।
আপনাকে ব্লগে এখন কম পাই কেন?

১০২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

গৃহ বন্দিনী বলেছেন: বাহ দারুন লাগলো কাঁপল ব্লগারদের একসাথে দেখে ।



আমার প্রশ্ন , কোন পোস্টে আপনাদের প্রথম কথা হয়? (আই মিন কমেন্ট চালাচালি হয়) লিংক দিবেন


আর হাসান মাহবুব ভাই এত কঠিন করে গল্প লেখে কেন ?

আমার মত লো ফ্রিকুয়েন্সির পাঠকদের জন্য মাঝে মাঝে যেন একটু সহজ করে লেখে ,আপু সেই দিকে একটু খেয়াল রাইখেন । :D


০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস!

১০৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

রাবেয়া রব্বানি বলেছেন: যুগল দেখে ভালো লাগল। ভালো থাকুন দুজন

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: উনারা সুখে ও শান্তিতে সারাজীবন থাকুক সেই শুভ কামনা আমাদের সকলের পক্ষ থেকে সবসময় থাকবে।

১০৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

হাসান মাহবুব বলেছেন: #৭৯@ বেকার সব০০৭, আগে কিছু ছিলো নাকি আমার? স্যরি কিছু মনে করতে পারছি না। লং টার্ম মেমোরি লস হয়েছে।

ঝগড়া কখনই তেমন পর্যায়ে যেতে পারে না। আর জেতার মানসিকতাও কারো মধ্যে কাজ করে না। ভুল করলে স্বীকার করে নিই। থ্যাংকস টু 'স্যরি!' আ প্রেটি মাইটি ওয়ার্ড!

#৮৫@এইস পুরোনো ব্লগারদের মধ্যে কাঁকন, চিকনমিয়া, তামিম ইরফান, রাশেদ, বিষাক্ত মানুষ, তনুজা, নাফিস ইফতেখার, নুশেরা আপা আমার বিশেষ পছন্দের ছিলেন। সর্বকালের সেরাদের তালিকা করলে নাফিস আর নুশেরা আপা থাকবেন।

#৮৯@রাসেল,

৫০টি। প্রিয় কোন উক্তির কথা মনে পড়ছে না। মেয়ের নাম মিতিন।

#৯৯@ "অথবা এটা পূর্ব নির্ধারিত ছিল।" আপনি তো দেখি থট রিডিং পারেন জনাব! এই কথাটা আমটরা প্রায়ই একে অপরকে বলি, এবং বিশ্বাসও করি তা।

১০৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

হাসান মাহবুব বলেছেন: @গৃহ বন্দিনী, প্রথম কোন পোস্টে কথা হয়েছিলো মনে করতে পারছি না। প্রথম থেকে কি আর জানটাম যে ইনার সাথে আমার ইয়ে হবে :#> তাইলে মনে রাখতাম :!>

১০৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন:
প্রথম প্রশ্ন @হামা ভাই...

আপনার দুজন কাপল এইটা আমি কেন এতদিন পর জানলাম?

দ্বিতীয় প্রশ্ন @ সমূদ্র কন্যা...

দুইজনই লেখেন। জনপ্রিয়তা নিয়ে জেলাসফিল করেন কি কখনো? হামা ভাই কি তার গল্পের মতই সংসার জীবনেও সুররয়িালিস্ট?

তৃতীয় প্রশ্ন @দুইজনকেই...
এইরকম একটা পোস্টে কথা বলছেন 'মুন্নিসাহাতি' [অনূভূতি] কেমন?

১০৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭

বৃতি বলেছেন: প্রশ্ন খুঁজে পাচ্ছি না, তাই প্রিয় লেখক কাম ব্লগার দম্পতিকে অনেক শুভকামনা আর ছোট্ট মিতিনকে অনেক আদর জানাচ্ছি । আপনাদের সামনের দিনগুলো আরও অনেক আনন্দময় হোক :) :)

শোভনকে অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনের জন্য ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন :)

১০৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

ফাহীম দেওয়ান বলেছেন: হামা ভাই আর সমুদ্র কন্যা আর তাদের ছোট্ট সোনার (টোনা , টুনি আর টুনটুনি) প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।

আর লেখক ভাইকেও ধন্যবাদ মন একটা উড়াধুরা (কালীদাসের ভাষায়) সাক্ষাতকার আমাদেরকে প্রেজেন্ট করার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন :)

১০৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: হামা ভাই আর সমুদ্র কন্যা আর তাদের ছোট্ট সোনার (টোনা , টুনি আর টুনটুনি) প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।

ভাল দিনের ভাল ভাবনায়
অনেক অনেক শুভেচ্ছা জানাই
আরও সুখময় দিন আসুক
সব সময়ে ভাল থাকা চাই

স্নিগ্ধ শোভন
পোস্টে অভিনন্দন ।।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বন্ধু।
অভিনন্দন গ্রহণ করলাম :)

১১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

হাসান রেজভী বলেছেন: হামা ভাই আর আমার ভার্সিটি একই :) :)


হামা ভাই, ভাবি আর তাদের ছোট্ট মিতিনের জন্য শুভকামনা :)



পোস্টদাতাকে ধন্যবাদ এই চমৎকার পোস্টের জন্য

+++


০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ :)

১১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হায়, হায়, আমার আসতে দেরী হয়ে গেল, সবাই সব প্রশ্ন করে ফেলসে, আমি আর কী করুম?!

তবে একটা প্রশ্নের উত্তর জানতে পারলে আমি বাকিটা জাইনা নিমু, আমার প্রশ্নটা হইতেসে- আপ্নেরা আমারে আপনাদের সংসারে কবে দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়াইবেন? :D :D :D (ব্লগে যা ভীড়, সব কথা কী আর এখানে শুন্তে পারা যায়? না বলা যায়? তারিখ অবশ্যই ইনবক্স করবেন, ভীড় বাড়াইয়া লাভ কী? )

কেউ মিতিন রে কুশ্চেন ক্যান করতেসে না, সেই সবথেকে গুরুত্বপূর্ন বলে আমি মনে করি, হামা আর সক নিজেরা বিবাহ না করলেও অন্য কাউকে ঠিকই করতো, তাই কুশ্চেন আসলে করতে হবে মিতিন কে। মিতিন সোনার জন্য প্রশ্ন- তুমি যখন দেখ আব্বু আম্মু দুইজনই খুব সিরিয়াস গম্ভীর হয়ে কম্পিউটারে কী- বোর্ড চাপাচাপি করে তখন তোমার সবথেকে বেশী রাগ হয় কার উপর? আব্বু না আম্মু?

চমৎকার আইডিয়া স্নিগ্ধ! অনেক মজা পেয়েছি, এরকম পোস্ট আরও চাই!

ব্লগে নানা রকম নানা বয়সী কপোত কপোতী বিচরণ করে, আশা করি আপনি আসতে আসতে অন্যদের কে হাজির করবেন আমাদের সামনে!

শুভকামনা!

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই।

এই সিরিজটি প্রতি মাসের শেষ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে।

আগামী অন্তরঙ্গ আলাপন পর্বে শুভেচ্ছা রইলো :)

১১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

আমিনুর রহমান বলেছেন:




হাসান ভাই আর তিথি আপু এর জন্য শুভ কামনা এবং আমাদের ছোট্ট মামুনি'র জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা। ভীষন ব্যস্ত ও শারীরিক অসুস্থতার কারনে একটু দেরী হয়ে গেলো আসতে। আবার আসবো প্রশ্ন করতে।



শোভনকে অসংখ্য ধন্যবাদ এই পর্বে আমাদের সকলের প্রিয় জুটিকে সাক্ষাৎকারে আনার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন ভ্রাতা।

১১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২১

রোকসানা লেইস বলেছেন: সুপান্থ সুরাহী র মতন ব্যাপার টা আমিও এতদিন পরে জানলাম :(

তুমি আর ...আমি ...আর আমাদের সন্তান ছবিটা খুব ভালো লাগল। সাথে দুজন নামের মানুষকে চেহারায় চিনতে পেরে ভালোলাগছে .....ভালোবাসায় জড়িয়ে পেঁচিয়ে দীর্ঘ হোক এই ভালোবাসার পথ .........শুভকামনা।

ধন্যবাদ স্নিগ্ধ শোভন পরিচয় করিয়ে দেয়ার জন্য এমন গুণি জুটিকে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু।
আমার এই সিরিজটির মূল লক্ষ ব্লগারদের সাথে ব্লগারদের পরিচয় ঘটিয়ে দেওয়া। আপনার প্রিয় ব্লগার সম্পর্কে জানতে অন্তরঙ্গ আলপনের দিকে চোখ রাখুন প্রতি মাসের শেষ বৃহস্পতিবার রাতে সামুর পাতায়।

১১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস !!! :)

১১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া এবং ভাবী দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ আপনাদের সবসময় মঙ্গল করুক। :)

১১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: অন্তরঙ্গ আলাপ উপভোগ্য।

শুভেচ্ছা দম্পতিকে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই :)

১১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

অদৃশ্য বলেছেন:





এইটাকে সামুর মহাআলাপনে রাখলাম... কেননা সামুতে দু'জন ব্লগার স্বামী-স্ত্রীর এমন আলাপন এটাই আমার প্রথম দেখা... আমার কাছে তাই এটা মহাআলাপন...

হাসান ভাই ও সমুদ্রকন্যার জন্য শুভকামনা...

ওহ্‌হো...
ভাতিজির জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা...

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ :)

১১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: আপনাদের প্রথম পরিচয় কোথায় কিভাবে?

বিবাহিত জীবন বেশি ভাল নাকি প্রেম জীবন (বিয়ের আগে) বেশি রোমান্টিক ছিল??

১১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

সমুদ্র কন্যা বলেছেন: @চিরতার রস, দুইজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই আসলে। একটাই পার্থক্য বিয়ের আগে চাইলেই প্রেমিক হামা কয়েকদিনের জন্য ডুব দিতে পারতো। বিয়ের পরে সেটা আর পারে না। সুতরাং জামাই হামা পয়েন্টে একটু এগিয়ে আছে :)

@কামরাজ, "অথবা এটা পূর্ব নির্ধারিত ছিল"...এটাই বরাবর বিশ্বাস করে এসেছি।

@মামুন রশিদ ভাই, ব্যক্তি হামা কখনো তার গল্পের মত নয়। গল্পগুলো জানার আগেই ব্যক্তি হামাকে জেনেছিলাম বলে যতই বিভৎস, ভয়ানক কিছু পড়ি না কেন সেটা ভয় লাগায় না।

১২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: @গৃহবন্দিনী, আমার প্রথম পোস্টেই হামা 'স্বাগতম' জানিয়েছিল। নতুন ব্লগারদের ও জানিয়েই থাকে। তবে পরিচয় বা কথা হয়েছিল হাসানের একটা ফান পোস্টে।

১২১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

রাজসোহান বলেছেন: আমার একটা কুশ্চেন ছিলো।

আবার কবে খাইতে পাবো? :(

১২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

সমুদ্র কন্যা বলেছেন: @সুপান্থ সুরাহী, দুইজনের লেখা দুইরকম, ব্লগে দুইজনের অবস্থানও দুইরকম। এখানে কোন প্রতিযোগিতা চলার প্রশ্নই আসে না, সুতরাং জেলাসিও নেই। আর 'মুন্নিসাহাতি' [অনূভূতি] কেমন সেটা পোস্টেই বলে দিয়েছি।

@ৎঁৎঁৎঁ, মিতিনের হয়ে উত্তরটা কি আমি দিয়ে দিবো? বাবা-মা দুইজন একসাথে কম্পিউটারে বসার সুযোগ পায় না। ও জিনিস একটাই ঘরে। তবে মা কম্পিউটারে বসলে মিতিনের সেটা সহ্যই হয় না। যেখানেই থাকুক হুটোপুটি করে এসে কোলে উঠতেই হবে আর হাতাপাতা করতেই হবে B-)
ইয়ে আর কোন প্রশ্ন করসিলা নাকি? আমার নেটের প্রব্লেম, পেইজ পুরা লোড হয় না /:) :P

@ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু :|| আমাদের পরিচিয় ব্লগেই, তারপর ফেসবুকে, প্রথম দেখা হয়েছিল ২০১০ এর ১৬ই ডিসেম্বর, ইনসমনিয়াক ক্লাবের গেট টুগেদারে।
দুটো আসলে দুইরকম ব্যাপার। রোমান্টিকতা হিসাব করলে তা কমে নি, বরং বেড়েছেই বলবো। আর বিয়ের পরের জীবনটাই বেশি সুন্দর আমার কাছে।

@সোহান, কমেন্ট #৭০ দেখো। B-)

১২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

রাজসোহান বলেছেন: উয়াও, তিথী আপু, তোমারে এতোওগুলা :> :>

১২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন: সমুদ্র কন্যা নিক নেয়ার কারণ কি?

১২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: এ পর্যন্ত অন্তরঙ্গ আলাপনের যে কয়টা পোস্ট পড়েছি, এ পর্ব টা আমার খুব ভালো লেগেছে। হাসান মাহাবুব এবং সমুদ্র কন্যার সাথে এখানে সময়টা খুব ভালো কাটল।

সমুদ্রকন্যা -

আপনাদের এ প্রোফাইল পিকটা বেস্ট ওয়ান। আর আপনার এই গল্পটা আমার খুব প্রিয় , একটু অন্য রকম, বীভৎস তবে আকর্ষণ করে, কিছু কিছু ব্যাপার আছে যা সহ্য করা যায় না , কিন্তু পিছু ফিরে তাকাতে হয় ঐ ধরণের একটা কিছু আছে ঐ গল্পটায়।

হাসান মাহাবুব -

আপনাদের লেখালেখি বিষয়ে যে সহযোগিতামূলক মনোভাব, সেটা জেনে ভালো লাগলো ।

আর প্রিয় প্রিয় প্রিয় মিতিনের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া।

ভালো থাকুন বাবা-কন্যা-মা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু। শেষে হলেও আলাপনে একটু উঁকি মেরে যাওয়ার জন্য :)

১২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই, সমুদ্রকন্যা আপু আর লিটল হামার প্রতি অন্তবিহীন শুভেচ্ছা। ভাল থাকুন তাঁরা সব সময়। ভালমানুষেরা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: তারা সবসময় সুখে ও শান্তিতে থাকুক :)

১২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সুবিদ্ বলেছেন: আপনাদের প্রিয় খাবার কি?

হামা ভাই-কাচ্চি বিরিয়ানী।


অনেকদিন একসাথে কাচ্চি খাইনা, শেষ কবে খাইছিলাম তাও মনে করতে পারতেছি না :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সামনের বার খেতে গেলে আমাকেও জানাবেন ;)

১২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

বাগসবানি বলেছেন: যদ্দূর মনে পড়ে দুজন একসাথেই ঠিক করেছিলাম, ‘এসো প্রেম করি’। আর প্রেম হয়ে গেল
----------------
হেঃ হেঃ মজার তো

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই মজার :)

১২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দ্যাটস কিউট ! B-) B-) B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগে কম দেখা যায় কেন??

১৩০| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

বৃষ্টিধারা বলেছেন: আমার কিছু প্রশ্ন ছিলো...... কিন্তু সবাই বলে ফেলেছে সেই সব । এখন ? এখন আমি কি করব ? :(( :(( :((

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: কান্নাকাটি করে কোন লাভ নেই এখন :) পরবর্তী পর্বে আপনার প্রিয় ব্লগারকে প্রশ্ন করার জন্য অপেক্ষাই থাকুন।

শুভেচ্ছা আমার ব্লগে।

১৩১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:০৭

আহসান জামান বলেছেন:
অনেক সুন্দর সময়, পড়তে খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।

১৩২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল, ছবি, প্রশ্ন, উত্তর, পরিবেশনা সব মিলে খুব সুন্দর গুছানো, ছিমছাম একেবারে সাদা ফুলের মতো রজনিগন্ধা ছাড়া, খুব করে ধন্যবাদ রইল সবাইকে

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। :) বৈশাখী শুভেচ্ছা!!!

১৩৩| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

ফেরদাউস আল আমিন বলেছেন: "ব্লগ" যুগল সেলিবৃটি!!

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ যুগল সেলিব্রেটি।


ধন্যবাদ।

১৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৪

অতঃপর জাহিদ বলেছেন: একজন ব্লগার যদি আরেক জন ব্লগারের সাথে প্রেম করে..... বহু ব্লগিং সাক্ষী থাকে তাদের প্রেমের....ব্লগে নতুন.... পরিচিত কেউই নেই.....সবার সাথেই পরিচিত হতে চাই!!!
আর শুভ কামনা আপনাদের, সারাজীবন এক সাথে একই কিবোর্ড এ ব্লগ লিখে যাবেন সেই প্রত্যাশা!!
কারণ ব্যাপার গুলো আসলেই মজার, একজন ব্লগ লিখবে আরেকজন তাকিয়ে থাকবে চোখের দিকে...
আবারও শুভ কামনা.... <3

১৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় ব্লগারদের সাক্ষাতকার, পাঠ করে ফেললাম।খুব ভালো লাগল
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.