নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

হিসাবের বিবরণঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম-২০১৩

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪





মূল পোষ্টঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩

সহযোগী পোষ্টঃ- সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম'১৩





হিসাবের বিবরণঃ-



প্রাপ্ত অনুদান -



১/ নাম প্রকাশে অনিচ্ছুক- ২০০০ টাকা

২/ ব্লগার কুনোব্যাঙ- ১০০০ টাকা

৩/ আমিনুর রহমান- ২০০০ টাকা

৪/ এহসান সাবির- ১০০০ টাকা

৫/ শ্যামল জাহির- ৫০০০ টাকা

৬/ আমি ইহতিব- ২০০০ টাকা

৭/ নাম প্রকাশে অনিচ্ছুক- ৫০০ টাকা

৮/ সেলিম আনোয়ার- ১০০০ টাকা

৯/ নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০ টাকা

১০/ মোমের মানুষ- ৫০০ টাকা

১১/ মাহিরাহি- ৫০০ টাকা

১২/ অপর্ণা মন্ময়- ৫০০ টাকা

১৩/ নাম প্রকাশে অনিচ্ছুক - ৫০০ টাকা

১৪/ লাবনী আক্তার- ৫০০ টাকা

১৫/ ঐতিহাসিক- ১০০০ টাকা

১৬/ মামুন রশিদ- ১০০০ টাকা



বিদেশী মুদ্রায় প্রাপ্ত অনুদানঃ

১/ নাম প্রকাশে অনিচ্ছুক- ১৮.৭৮ ইউ এস ডলার











মোট প্রাপ্ত টাকাঃ- ২০০০০/- ও ১৮.৭৮ ইউ এস ডলার।





নতুন পুরাতন সুয়েটার ও কাপড়ঃ-

এখন পর্যন্ত নতুন ২ বস্তা সুয়েটার ও পুরাতন ২৯ বস্তা কাপড়।







আপডেট চলবে......





বিকাশ একাউন্ট নাম্বারঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪



ব্যাংক একাউন্ট নাম্বারঃ

Mahadi Arjan Evan

0024-0315000130

Jamuna Bank Ltd.

Motijheel Branch



আমাদের ফেসবুক ইভেন্টঃ

https://www.facebook.com/events/435203463246757





সমন্বয়কারীঃ

মোস্তফা কামাল পলাশ

কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১

একজন আরমানঃ ০১৯১৮ ০৫ ০৫ ৮০

স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯

স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪

খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩



পুরনো কাপড় সংগ্রহে আমাদের সাথে কাজ করছেন RIDE FOR A SMILE গ্রুপ।



শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন!!!!

মন্তব্য ৬৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: নাইস আপডেট । চলতে থাকুক ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)
পাশে থাকবেন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
ওয়েলডান !
রেগুলার আপডেট করিস...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!! আপডেট চলবে :)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




খুব ভালো করেছিস। স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

এহসান সাবির বলেছেন: চমৎকার শোভন ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। পাশে থাকবেন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মৈত্রী বলেছেন: আমিন ভাই নাম প্রকাশে অনিচ্ছুক??
=p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: :P

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: মহতী উদ্যোগ চলতে থাকুক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আশাকরি পাশে থাকবেন ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: গুড জব!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!!
পাশে থাকেন!

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চলুক । শুভকামনা !


নাম প্রকাশে অনিচ্ছুক আমিন ভাই??

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রতা। পাশে থাকবেন।

ভুলে লিখে পেলেছিলাম। আর ঠিক করি নাই কারণ অনেকেই জেনে গেছে :-B

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

খন্দকার আরাফাত বলেছেন: চলুক -------------

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: পাশে থাকবেন :)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

হৃদয় রিয়াজ বলেছেন: বিকাশ নম্বরটা রাখলাম বস। সাধ্যমত পাঠিয়ে দেয়ার চেষ্টা করব।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার একটু সাহায্যে বাঁচাতে পারে শীতার্ত মানুষের জীবন অথবা দুর্ভোগ।



জয় হোক মানবতার!!!

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো উদ্যোগ। চেষ্টা করব অংশগ্রহন করার জন্য।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আশাকরি পাশেই থাকবেন।





জয় হোক মানবতার!!!

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

আমিনুর রহমান বলেছেন:



শ্যামল জাহির ৫০০০ টাকা ও আমি ইহতিব ২০০০ টাকা এড করে দিস।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: এড করে দিলাম :)

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:



ওহ আরো একটা কথা বলতে ভুলে গেছি। তুই উপরে কি লিখেছিস X( X( X( কই একটা করিস আরেকটা :( :( :(

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: /#ওয়ান কাইন্ড অফ মিস্টেক B:-)
দুঃখিত ভ্রতা। আবেগ ধরে রাখতে পারি নাইক্কা। :P

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ইহতিব আপু ২০০০ টাকা দিয়েছে , আপডেট কর !

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আপডেট করে দিলাম।


মানবতার জয় হোক!!

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
ইহতিব আপু বরাবর আমাদের ভালো প্রচেষ্টাগুলির সাথে থেকে এসেছেন। আপুকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা রইলো। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: তোর পোষ্টের যেখানে এই পোষ্টের লিংক দিয়েছিস সেখানে লিখে দিবি যারা টাকা হাতে পেয়েছেন টাকা লিস্টে উঠানোর জন্য এবং যারা টাকা দিয়েছেন টাকা জমা হয়েছে কিনা দেখার জন্য এই পোষ্টে যান ।



ইহতিব আপুর জন্য আমার পক্ষ থেকেও শুভকামনা।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

খাটাস বলেছেন: মানবতার জয় হোক!! pc nosto . :( . besi kichu likhte parchi na.. sathe asi insa allah

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:


পাশে থাকার জন্য ধন্যবাদ! আশাকরি আমরা সফল হব।


মানবতার জয় হোক!

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

ঢাকাবাসী বলেছেন: বাহ কাজ করবেন আবার স্বচ্ছতার সাথে হিসেব? এদেশের জন্য এক অতীব দুর্লভ জিনিস। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আশাকরি আপনাকেও পাশে পাব ।


মানবতার জয় হোক!

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

অস্পিসাস প্রেইস বলেছেন: খুব ভালো উদ্যোগ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আশাকরি আপনাকেও পাশে পাব ।


মানবতার জয় হোক!

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

লোডশেডিং বলেছেন: ভালো উদ্যেগ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আশাকরি সাথেই পাব আপনাকে।




মানবতার জয় হোক!

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

অদৃশ্য বলেছেন:





শতভাগ সফলতা লাভ করুন... এই প্রার্থনা...



শুভকামনা...

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ। আশাকরি আপনাকে সাথেই পাব।




মানবতার জয় হোক!

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০

এহসান সাবির বলেছেন: ভাই আমি কিছু কাপড় দিতে চাই.....

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: অবশ্যই দিতে পারবেন।
আপনি কাপড় গুলো পরিষ্কার করে রাখুন। আমরা সময় হলেই জানাব।


কি কি কাপড় দিতে চাচ্ছেন ভ্রাতা??



সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা!

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি দিবো বিজয়‌্ রেলির দিন্ । সুন্দর উদ্যোগ সফল হোক ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: মানুষ মানুষের জন্য। ধন্যবাদ কবি শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য।






মানবতার জয় হোক!

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

মোমেরমানুষ৭১ বলেছেন: শতভাগ সফলতা লাভ করুন... এই প্রার্থনা...

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আমরা সফল হবই আল্লাহ্‌র রহমতে।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ব্লগার মাহিরাহী, ব্লগার অপর্ণা মন্ময় ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ৫০০ টাকা করে দিয়েছেন।

ধন্যবাদ আপনাদেরকে।
মানবতার জয় হোক।


শোভন এড করে দিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: এড করে দিয়েছি।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রাপ্ত অনুদান -

১/ নাম প্রকাশে অনিচ্ছুক- ২০০০ টাকা
২/ ব্লগার কুনোব্যাঙ- ১০০০ টাকা
৩/ আমিনুর রহমান- ২০০০ টাকা
৪/ এহসান সাবির- ১০০০ টাকা
৫/ শ্যামল জাহির- ৫০০০ টাকা
৬/ আমি ইহতিব- ২০০০ টাকা
৭/ নাম প্রকাশে অনিচ্ছুক- ৫০০ টাকা
৮/ সেলিম আনোয়ার- ১০০০ টাকা
৯/ নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০ টাকা
১০/ মোমের মানুষ- ৫০০ টাকা
১১/ মাহিরাহি- ৫০০ টাকা
১২/ অপর্ণা মন্ময়- ৫০০ টাকা
১৩/ নাম প্রকাশে অনিচ্ছুক - ৫০০ টাকা

বিদেশী মুদ্রায় প্রাপ্ত অনুদানঃ
১/ নাম প্রকাশে অনিচ্ছুক- ১৮.৭৮ ইউ এস ডলার

এখন পর্যন্ত মোট- ১৭,৫০০ টাকা ও ১৮.৭৮ ইউ এস ডলার।

বিঃদ্রঃ পোষ্টের আপডেট কমেন্টে আমি আপাতত দিয়ে যাবো শোভনের বিশেষ সমস্যার কারণে !

শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসুন !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শীতবস্ত্র বিতরন কার্যক্রম সফল হোক সেই কামনা রইলো।

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

এহসান সাবির বলেছেন: আমাদের মাঝে ফিরে আসুন তাড়াতাড়ি।

নতুন বছরের শুভেচ্ছা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ফিরে আসা হবে কবে জানে শুধু ঐ :-< বিধাতা।

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

একজন আরমান বলেছেন:
ব্লগার লাবনী আক্তার ৫০০ টাকা দিয়েছেন। অ্যাড করে দিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: এড করে দিয়েছি।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
ব্লগার ঐতিহাসিক ১০০০ টাকা দিয়েছেন।

অ্যাড করে দিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: এড করে দিয়েছি।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফেসবুকে মাহমুদুল হক মুন্সি একটি ছবি দিয়েছেন তার প্রোফাইল পিক হিসেবে যা দেখলে মনে হয় এদের জন্য সত্যিকার অর্থে কিছু করবার মানসিকতা সবার কেন হয় না?

View this link

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
খুবি নির্মম একটি ছবি জুলিয়ান দা।


মানুষের মনুষ্যত্ব জেগে উঠুক!! আর যেন কোন মানুষকে শীতের কষ্টে মরতে না হয়। এদের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান রইলো।


মনবতার জয় হোক।

দেশের কঠিন পরিস্থিতির কারণে আমাদের শীতবস্ত্র কার্যক্রম আগামী ১০/০১/২০১৪ তারিখে নেয়া হয়েছে। যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন আমারা শীতার্ত মানুষের ঘর উষ্ণ করতে এবার যাবই।

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

একজন আরমান বলেছেন:
সাগর ১০০০ টাকা দিয়েছেন।

ব্লগার সুমন কর ১০০০ টাকা দিয়েছেন।

অ্যাড করে দিস।

৩১| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১২

একলা ফড়িং বলেছেন: স্নিগ্ধ শোভন কেমন আছেন? নতুন পোস্ট নেই যে অনেকদিন...

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল আছি। সময় পাচ্ছিনা তেমন। খুব শিগ্রই পোষ্ট দেওয়ার চেষ্টা করবো। আশাকরি ভাল আছেন আপনিও।

৩২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: কই নতুন পোস্ট???

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: শিগ্রই দিবো সাবির ভাই। :)

৩৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

এহসান সাবির বলেছেন: এই রকম কথা আমি অনেকদিন ধরে শুনতেছি.........!!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আচ্ছা এবার আর দেরি করবো না। সার্ভার ঠিক হলেই পোষ্ট পাবেন ;)

৩৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:০১

এহসান সাবির বলেছেন: সার্ভার ঠিক হতে তো মাস যাবে....!! আর যদি সার্ভার ঠিক না হয়?? ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সার্ভার ঠিক না হলে পোষ্ট রেডি করবো কিভাবে? ছবি আপলোডে প্রবলেম করে দেখেন না। :-B '

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.