নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

সরাসরি মিরপুর থেকেঃ ৫ম বাংলা ব্লগ দিবস আড্ডা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭



----------------------------------------------------------------------------

ব্লগ ডে সম্পর্কিত অন্যান্য পোষ্টঃ-

যশোরে ব্লগ ডে, আনন্দ নিকেতনে আনন্দম! - ব্লগার ৎঁৎঁৎঁ

মিরপুর ব্লগের আড্ডা এবং কিছু ছবি - ব্লগার জনাব মাহাবুব

লন্ডনে ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট - ব্লগার সোনালী ডানার চিল

সিলেটে ব্লগ ডে তে আড্ডা ও খানাপিনা! - ব্লগার সুরঞ্জনা

আমি ৫ম ব্লগ দিবসের আড্ডায় মিরপুরের যাইইইইইইনি - ব্লগার অন্যমনস্ক শরৎ

আমার চোখে পঞ্চম বাংলা ব্লগ ডে - ২০১৩ - ব্লগার একজন আরমানের আত্মা

৫ম বাংলা ব্লগ ডে ও আমার চির স্বরণীয় একটি সন্ধ্যা - ব্লগার জেরিফ

আমার ব্লগ ডে ২০১৩ কেমন গেল ! একটি চমৎকার দিনের কথা ! মিরপুর ব্লগ ডে আড্ডা থেকে ... - ব্লগার অপু তানভীর

"হ্যাপী ব্লগ ডে" সব ব্লগার ভাই, বোন এবং বন্ধুকে - ব্লগার তানিয়া হাসান খান

৫ম বাংলা ব্লগ দিবস-অনলাইন আড্ডা - ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

বাংলা ব্লগ ডে উদযাপন মিরপুর ১২ স্মৃতিময় আড্ডা - ব্লগার পরিবেশ বন্ধু

সুস্থ গণতান্ত্রিক চর্চায় বাংলা ব্লগ - ব্লগার অন্যমনস্ক শরৎ

৫ম ব্লগ দিবস ও আমার ভাবনা - ব্লগার এসএমফারুক৮৮

বাংলা ব্লগ ডে উপলক্ষ্যে অনলাইন নিয়ে কিছু কথা, কিছু টিপস্ - ব্লগার হাবিব০৪২০০২

----------------------------------------------------------------------------



যদিও শীত তার চাদরে ঢেকে রেখেছে পুরো পরিবেশ কিন্তু চারিদিকে অবরোধ চলছে, রাজনৈতিক অস্থিরতার উত্তপ্ততার মাঝেও আমরা ব্লগাররা আজ এই গোধূলি লগ্নে একত্রিত হয়েছি ৫ম বাংলা ব্লগ দিবসে আড্ডা দিব বলে। একবার মনে হল নিজের খেয়ে বনের মোষ চড়াচ্ছিনাত কিন্তু না আমরা ব্লগাররা মিলেইত ব্লগ। বাংলা ব্লগ দিবসের জন্মই হয়েছে ব্লগারদের নিয়ে। সামহোয়্যার ইন ব্লগ এই ব্যাপারে তার অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় ব্যাস্ত হয়ে পড়ছি।



আড্ডা ধীরে ধীরে জমে উঠেছে । আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ব্লগার মাগুর, সোহেল হোসেন, কুনোব্যাঙ, খাটাস, স্বপ্নবাজ অভি, একজন আরমান, আমিনুর রহমান, পরিবেশ বন্ধু, এম মশিউর, জনাব মাহবুব ও ব্লগার কাণ্ডারি অথর্ব।





আড্ডার কিছু অংশ।





আড্ডার পাশেই মেলা :)





আড্ডায় সবাই কি নিয়ে আলোচনা করবে সে ভাবনায় মগ্ন।





আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় ব্লগের একমাত্র বন্ধু ব্লগার পরিবেশ বন্ধু। বন্ধুকে দেখা যাচ্ছে তার অগণিত ভক্তকুলের মাঝে কিছু নসিহত দিতে ভীষণ ব্যাস্ত রয়েছেন।





আমাদের মাঝে এখন যোগ দিয়েছেন এহসান সাবির, অপু তানভীর, জেরিফ, সেলিম আনোয়ার।





















এখন আমাদের মাঝে যোগ দিয়েছেন এস আর জনি, এ্যাপোলো ৯০, চিরতার রস, কাল্পনিক ভালোবাসা, মোমের মানুষ, নীল সাধু, রোদেলা,আহমেদ আলাউদ্দিন, আশরাফুল ইসলাম দুর্জয় আর অনেকে। সব শেষে ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার আমাদের মাঝে এসেছিলেন !





উপরের বাম থেকে পরিবেশ বন্ধু, অপু তানভীর, জেরিফ, এম মশিউর ও মাগুর।





বামের জন জনাব মাহবুব।





ডানের জন এস আর জনি।





বামে থেকে চিরতার রস, স্বপ্নবাজ অভি, খাটাস।





এস আর জনি ও এ্যাপোলো ৯০।





বামে কুনোব্যাঙ, মাঝে মোমের মানুষ, ডানে এস আর জনি।









বামে আমিনুর রহমান, মাঝে কাণ্ডারি অথর্ব, ডানে এহসান সাবির।









বামে কাণ্ডারি অথর্ব, মাঝে নীল সাধু ভাই ও ডানে আমি :)





আমার দুই প্রিয় কবি ও ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয় ও আহমেদ আলাউদ্দিন।





ব্লগার মাহতাব সমুদ্র







কবি সিন্ডিকেট নিজেদের কবিতা নিয়ে আলোচনায় ব্যস্ত।



৫ম ব্লগ ডে'র কেক!! একটু পরে কেক কাটা হবে।





আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন মহামান্য মডু অন্যমনস্ক শরৎ।





জানা আপু ফোন করে উপস্থিত সবার সাথে ব্লগ ডের শুভেচ্ছা বিনিময় করেছেন। উনি কিন্নরি অসুস্থ এই জন্য আসতে পারেন নাই , জানিয়েছেন !



৫ম ব্লগ ডে'র কেক কাটা হল সবার উচ্ছাসের মধ্যে।













আমাকে কেক খাইয়ে দিচ্ছেন একজন আরমান :)





কেক কাটা পর্ব শেষে ব্লগারদেরকে ভাগ করা হয় বিভিন্ন গ্রুপে। ব্লগাররাই নিজেদের পছন্দের গ্রুপে যোগ দেন। গ্রুপ গুলো হচ্ছে লুল গ্রুপ, কেচাল গ্রুপ, সুশীল গ্রুপ, আম ব্লগার গ্রুপ। একজন আরমান সকল গ্রুপের থাকার আগ্রহ প্রকাশ করায় তাকে নতুন আলু গ্রুপে রাখা হয়।





উপরের ব্লগার বৃন্দ হচ্ছেন স্বগোষিত লুল। লুল সম্রাট হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম আনোয়ার।





উপরের ছবির নীল দা ও মোমের মানুষ নিজেদের কে ক্যাচাল গ্রুপে রাখেন।





উপরের ছবির ব্লগার রোদেলা, কুনোব্যাঙ ও বন্ধু সুশীল গ্রুপ বেছে নেন।





উপরের যাদের দেখছেন তারা আম ব্লগার গ্রুপের।



একমাত্র আলু ব্লগার একজন আরমান তার অনুভূতি প্রকাশ করছেন।





সকল গ্রুপের মধ্যে বৈদেশিক হস্তক্ষেপ ঘটানোয় ব্যস্ত অন্যমনস্ক শরৎ





পোষ্ট আপডেটের কাজে ব্যস্ত ব্লগার স্নিগ্ধ শোভন :P





হাত পা নাড়াতে না পারায় মশার কামড় থেকে আমাকে রক্ষা করার জন্য কয়েল নিয়ে ব্যস্ত আমাদের একজন ব্লগার ( নাম কমু না ;) ) :)



আরো ছবি দেখতে এখানে যানঃ



আমি ৫ম ব্লগ দিবসের আড্ডায় মিরপুরের যাইইইইইইনি - ব্লগার অন্যমনস্ক শরৎ

মিরপুর ব্লগের আড্ডা এবং কিছু ছবি - জনাব মাহাবুব



======================================================

আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য জানানো যাচ্ছে যে, ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্ম সূচি ২০১৩'তে সকলের স্বতস্পূর্ত অংশগ্রহণ কামনা করছি।

মূল পোষ্টঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩

আপনাদের সাহায্যেই উষ্ণ হোক সবার ঘর!!

======================================================

মন্তব্য ৩৯৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৯৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: লাইভ ব্লগিং চলতে থাকবে!! আমাদের সাথেই থাকুন!!! :) :) :) :) :)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: ভাইয়া আমি আছি তোমার সাথে।তবে কিছুক্ষনের মধ্যে আমাকে একটু গুলশান ২ যেতে হবে। ২ ঘন্টা পর ফিরবো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ওকে আপুনি।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: পরিবেশ বন্ধু ভাইয়ার হাতে কি কবিতার বই নাকি গীতাঞ্জলী? ভাইয়াকে একটা কবিতা আবৃতি করে রেকর্ড করে আমাদেরকে শোনাতে বলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: উনার কবিতার খাতা । বন্ধুর একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে রাতে আপলোড করা হবে ভিডিও। :)

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: ভাইয়াকে বলো ভাইয়ার কবিতার খাতাটা অনেক সুন্দর! মাফলারটাও!:)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: বলেছি উনি সুন্দর একটি হাসি দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়েছেন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: লাস্টের পরিবেশভাইয়ার আগের ছবিটাতে সবাই মাথা নীচু করে ভয় পেয়ে বসে আছে কেনো? সামনের কালো চেক শার্ট ভাইয়াটা ওদেরকে কি বলেছে? বকা দিয়েছে??? :(

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: না আপু সবাই কি নিয়ে কথা বলবে তা ভাবছে ;)

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
পরিবেশ বন্ধু যে, নাইস :D

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: সেইরম নাইস। :)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিবেশ বন্ধুর সাক্ষাৎকার নিয়েছি!! আমার মোবাইলে বিডিও করেছি!! 13 মিনিট এবং 8 মিনিটের দুটো ক্লিপ সহ ব্লগ ডে স্পেশাল পোষ্টের জন্য চোখ রাখুন সামুর পর্দায় ... আগামীকাল!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: এ জন্য আমি একটা স্পেশাল থ্যাংকস পাওয়ার কথা। :)

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বন্ধু সাহেবের হাত উঁচু ট্রেডমার্ক পোজ এ আরেকটা সিংগেল ছবির জোর আকুতি জানাচ্ছি || B-)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: হপে ওয়েট প্লিজ!! :)

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
কৈ কেউ নাই ? /:)
আমি মারাত্মক আড্ডা দেয়ার মুড এ আসি ||

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: চলে আসেন :P

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিবেশ বন্ধু মাত্র আমাদের গান গেয়ে শুনিয়েছিলেন নিজের লিখা ..... সেই বিডিও ও সংগ্রহে আছে, জগতের সকল বিনুদুন মিরপুরে!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ওকে

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: মাসুদ ভাইয়ের চুলের স্টাইল আমার পছন্দ হইছে ।

মুনের দ্বিতীয় কমেন্টে লাইক দিলাম

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: হাঁ আপু! ভালই জমে উঠেছে।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

হেডস্যার বলেছেন:
বাহ ! বাহ !! ভালোইতো :)
সবাই খালি মুখে বইসা আসছে ক্যান? খাওন দাওন নাই? :P

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: খাওনের পর্ব এখন শুরু হয়নাই। শুরু হইলে পাবেন। :)

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
অভি প্রতিবার ভিডিও কে বিডিও লিখতেসেন কেন ? বন্ধুর বানান ডিস​অর্ডার আপনাকে এর মধ্যেই ইফেক্ট করে ফেলসে দেখা যায়​।ওনার মারাত্মক পাওয়ার দেখি মাই গড !!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: :) ;) ঘটনা সত্য।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

মামুন রশিদ বলেছেন: আরে বন্ধুকে তো সেইরকম মারদাঙ্গা লাগছে! এক্বেবারে প্রতিবাদি ভাবমূর্তি ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: বন্ধু এপিক !

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
মম্ময়> আসলেই সুন্দর স্টাইল।তবে উনি যদি রিবন্ডিং করে ব্যাকব্রাশ করেন না, জন অ্যাব্রাহাম এর চেয়েও ফাটাফাটি লাগবে ! B-))

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই :)

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মামুন ভাইয়ার কমেন্টে মাইনাচ :-B নিখাঁদ জেন্টেলম্যান টা কে এমনে এমনেই ডাকু সর্দার বানায়ে দিলেন || ;)

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: পরিবেশ বন্ধু কে সেইরকম লাগছে

আড্ডা পোস্টের সাথে আছি

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
হ্যালো আমি !
শুভেচ্ছা :)

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

শরৎ চৌধুরী বলেছেন: আররে জোশতো। + আমার চা কই?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: তাড়াতাড়ি চলে আসুন ভাই। আপনার জন্য সবাই অপেক্ষা করছে।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

অদ্বিতীয়া আমি বলেছেন: হ্যালো মুন !

পনি আপুর যেমন খুশি তেমন সাজের পোস্ট , স্বর্ণা র আড্ডা পোস্ট এই পোস্ট গুলো কি দেয়া হবে না ? কেউ দিচ্ছেনা কেন

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আর কে কে আছে ছবির সাথে নামেরও বিবারণ দিয়েন।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাই সব দেব

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হেডস্যার কি খাওন-দাওনের কথা বললেন ? আজকে স্কুলের টিফিন থেকে কয়টা সরাইসেন ? ঐখান থেকে সাপ্লাই দেন ;)

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি @ স্বর্ণা খুব সম্ভবত দিবে না। পনি আপু দায়িত্ব রেজোওয়ানা আপুকে দিসেন, ওটার ব্যাপারে কি হবে বুঝতেসিনা ||

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

গ্রীনলাভার বলেছেন: ইস্‌সে্‌রে.... জব্বর মিসাইতেছি ....

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: চরম একটা আড্ডা মিস করলেন। আপনার জন্য সমবেদনা। :)

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

হেডস্যার বলেছেন:
খিকয !! মিয়া আমারে তো চোর চোট্টার দলে ফালাইয়া দিলেন।
খেলমু না। :-P

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

অদ্বিতীয়া আমি বলেছেন: তাহলে মনে হচ্ছে এটাই একমাত্র ব্লগ আড্ডা পোস্ট ।

যাই আমিও চা বানিয়ে নিয়ে আসি ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: চা খেতে খেতে আড্ডা দিতে থাকুন , ব্লগ ডে আনন্দের হোক।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
অহহো দুঃক্ষিত, দুঃক্ষিত।আমার এরকম ডিরেক্টলি বলা উচিৎ হয়নাই। B:-/

হেডস্যার স্কুল ফান্ড থেকে কিছু টাকা গাপ করে যদি ব্লগারদের খাওন-দাওনের ব্যবস্থা করতেন তবে একটু উপকার হতো আরকি !! B-)

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ওক্কে যান নিয়ে আসেন।আমি আমার জন্য কফি-স্ন্যাক্স নিয়ে এসে বসলাম ||

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

মশিকুর বলেছেন:
বন্ধুর মুষ্টিবদ্ধ হাত লাইভ দেখে সকলের মনের অবস্থা কি??

ছবির নিচে নিচে সকলের নাম দিয়ে দিতে পারেন। কয়েকজনকে চিনতে পারছি না :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: এখন আশাকরি চিনতে পারবেন :)

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

হেডস্যার বলেছেন: =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেকের শুধু নিক জানতাম এতদিন

ছবি দেখে ভালো লাগলো

মিস করলাম বলবনা পরীক্ষা আমাকে মিস করিয়ে দিয়েছে :P

বেচে থাকলে আগামী বছর যাব শোভন ভাই কে অনেক অনেক ধন্যবাদ ছবি আর পোস্ট দেয়ার জন্য

ভালো থাকুন সবাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার জন্য সমবেদনা দুর্দান্ত এক আড্ডা মিস করাতে। আশাকরি সামনের বার আপনাকে মিস করতে হবে না । :D

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

হেডস্যার বলেছেন:
স্নিগ্ধ শোভন মনে হয় খানা খাদ্য লৈয়া ব্যস্ত। ছবি টবি পোষ্টাইতেছে না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই খানা ও আড্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই আপডেট দিতে একটু দেরি হচ্ছিল। :P

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বেগুনী কালার শার্ট কাল্পনিক ভালবাসা ? লেট হিম নো দ্যাট ওনার শার্টের কালারটা আমার পছন্দ হৈসে !! B-)
ভালবাসার রং বেগুনী ||

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :D

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

অদৃশ্য বলেছেন:






হিপ হিপ হুররে... আড্ডা শুরু হয়ে গ্যাছেরে... আমিও সাথে আছিরে... হিপ হিপ হুররে...

বুঝলাম মিরপুরের আড্ডাটা এই বছরের সেরা আড্ডা হতে যাচ্ছে... আচ্ছা লোকেশনটা কি একটু ক্লিয়ার করবেন... মানে আমি যদি জিয়া কলোনী থেকে কালশি হয়ে যাই তবে কোথায় নামতে হবে আর সেখান থেকে কোথায় যাওয়া লাগবে...

এখনো অফিসেই আছি... বেরুতে পারিনি... তবে ওই পথেই যাবার সম্ভাবনা রয়েছে... ফাঁকে একটু নেমে আড্ডাটা উপভোগ করে যাওয়ার ইচ্ছা থাকলো...

ছবিগুলো ইতোমধ্যেই আনন্দ দেওয়া শুরু করেছে... আশাকরছি সামনে আরও অনেক অনেক আনন্দ অপেক্ষা করছে...

৫ম ব্লগ ডে আড্ডাটা আমরা সবাই দারুনভাবে যেন উপভোগ করতে পারি এই প্রত্যাশা রইলো...

উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন দয়াকরে...


শুভকামনা...

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: মিরপুরের আড্ডাটাই এখন পর্যন্ত এ বছরের সেরা আড্ডা :)

আপনাকে মিস করলাম। :(

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হাসান মাহবুব বলেছেন: হায় হায়! পরিবেশ বন্ধু আইবো এটা আগে বলবেন না! তাইলে কী আর আমি মিস দিতাম! ধুর! বিকট।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: না এসে আফসোসের পরিমাণটা কেমন ভেবে দেখুন হামা ভাই। সামনে আর মিস করবেন না কিন্তু :D জম্পেশ এক আড্ডা মিসাইলেন ভ্রাতা ।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
একজন অফিসিয়াল পাওয়া গেসে। অদৃশ্য আমারা অনলাইন আড্ডাকারীদের জন্য হালকা ট্রীট ব্যবস্থা করার দায়িত্ব তাহলে আপনাকে দেয়া হৈলো :-B

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জানা বলেছেন:

খুব ভাল লাগছে তোমাদের আয়োজন দেখে। একটু ঈর্ষান্বিত বোধ করছি বৈ কি। সারাদিন অফিস, কালকে আমার বাইরে যাবার প্রস্তুতি আর কিন্নরির পাঁচদিন যাবৎ প্রচন্ড জ্বর। সব মিলিয়ে আমার কঠিন অবস্থা। এখন বাসায় ফিরলাম এবং কিন্নরিকে একটু সময় দিয়ে আবারও অফিসের কাজ নিয়ে বসতে হবে। খুব ইচ্ছা থাকা স্বত্বেও এই চমৎকার উদযাপনে যোগ দিতে পারলাম না। দুঃখজনক।

এবার না হয় বেশ কিছুটা ওলট-পালট হলো। আগামীবার নিশ্চয়ই আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপন করতে পারবো। তোমাদের আয়োজন সফল হোক, গুরুত্ব পাক মাতৃভাষা বাংলা চর্চা এবং কথা বলার স্বাধীনতার দায়িত্ববোধে।

তারুন্যার জয় হবেই হবে।



২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকে ঈর্ষান্বিত করতে পেরে ভালো লেগেছে জানা আপু । যে কোন কারণেই হোক এবারের ব্লগ ডে উদযাপন মিস হয়ে যাওয়াতে খারাপ লেগেছে , তবে আড্ডা দিয়ে সবাই মিলে মজা করায় কিছুটা হলেও আফসোস কেটেছে।
আপনি নিজে থাকতে পারলে আরো খুশী হতাম , কিন্নরীর জন্য দোয়া থাকলো।
তাও ফোনে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করাতে ভালো লেগেছে !
হ্যাপি ব্লগিং আপু !

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: বেগুনী কালার শার্ট ব্লগার জনি ভাইয়া > মুন

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: রাইট!! :D

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আও, তাহলে জনিকে আমার দেয়া ম্যাসেজটা জানায়ে দেন শোভন।

ওয়েলকাম ব্যাক আমি, বকবক করেন, আমি মারাত্মক মুডে কিন্তু।থামতেই ইচ্ছা করতেসেনা ||

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: জানিয়ে দিয়েছি। উনি লুল গ্রুপের একজন সৈনিক তাই একটা লুলিয় হাসি দিয়ে বললেন কোন মেয়ে বলছে নাকি? আমি বললাম মুন ভাই বলছে। উনি হাসিটাকে লুলিয় ভঙ্গী থেকে ভাতৃত্তের হাসিতে নিয়ে এসে আপনাকে ধন্যবাদ জানালেন। :D

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অদৃশ্য বলেছেন:






হাহাহা... এই সিচুয়েশনে কি আমি আর না করতে পারি... হাহাহা


জমিয়ে রাখেন... হেব্বি মজা পাচ্ছি...

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলে আর মজা পেতেন ;)

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মশিকুর বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: হায় হায়! পরিবেশ বন্ধু আইবো এটা আগে বলবেন না! তাইলে কী আর আমি মিস দিতাম! ধুর! বিকট।


ধুর!

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

অদৃশ্য বলেছেন:





হাহাহা... এই সিচুয়েশনে কি আমি আর না করতে পারি... হাহাহা


জমিয়ে রাখেন... হেব্বি মজা পাচ্ছি...

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: তোমাদের সবাই কে আমার দাওয়াত। বরিশাল চলে আসো। বরিশালের মানুষকে যতো খারাপ ভাবো এতো খারাপ না। তোমাদের সবাইকে আমার মায়ের হাতের তৈরি পিঠা খাওয়াবো। আমার মায়ের চেয়ে ভালো পিঠা বানাতে এই পৃথিবীর কেউ পারে না।


সকল গণ মাধ্যমকে বলছি ব্লগ ও ব্লগারদের নিয়ে প্রতিদিন পজেটিভ রিপোর্ট করুন :: এ এক বাঙালীর আদেশ!!!
Click This Link

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: হামা ভাই, সমস্যা নাই বন্ধুর 20 মিনিটের সাক্ষাত্কার নেয়া হয়েছে যাতে উঠে এসেছে মডু সাবধান পোষ্ট, তার কবি হবার সাধনা আরো অনেক কিছু! উনি স্বরচিত গান ও গেয়ে শুনিয়েছিলেন! সব ভিডিও দিয়ে আজকেই পোষ্ট দিবো!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: পোষ্ট রাতে পাব নিশ্চয়। =p~

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

অদ্বিতীয়া আমি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হায় হায়! পরিবেশ বন্ধু আইবো এটা আগে বলবেন না! তাইলে কী আর আমি মিস দিতাম! ধুর! বিকট। =p~ =p~ =p~

পরিবেশ বন্ধু স্পেশাল পোস্ট আসতেছে, উই আর ওয়েটিং ......
আমি আছি > মুন

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহ্‌ও কেক টা কি সুইট। একটু !!! একটু ভাগ পাব না । ইমেল না না ফ্যাক্স্ না না বাড়ীর ঠিকানা টাই দিই। দিমু................

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: দিবেন বলে দিলেন না কেন?? কেক এখন শেষ ;)

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অদৃশ্য বলেছেন:






অভি... টোটাল হিস্টরি দিয়ে আপনি একটা পোষ্ট করবেন... আজ না হলে কাল... তবে ডিটেইল লিখেন সব ছবি ও ভিডিও সহ...

অপেক্ষায় থাকলাম...

কেক কি খাওয়া দাওয়া শেষ নাকি... জীভে জল এসে গেলো...

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: কেক খাওয়া শেষ ভাই। ছবি দেখেই শান্ত থাকুন এবার। পরের বার আর মিসাইয়েন না :) ;)

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালোই তো মজা হইতাছে :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: সেরকম মজা হয়েছে। আপনার বোধোদয়ের জন্য থেঙ্কু ;)

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রোগ্রামটায় পরিবেশ বন্ধুর সাথে মিঃ শাফিক আফতাব থাকলে হৈতো কেল্লাফতে !
দু'জনকে পাশাপাশি একি ছবিতে দেখতে পারলে ব্লগজীবনে আর কিছু চাওয়ার থাকতোনা।

২০১৩ এর স্বঘোষিত সর্বশ্রেষ্ঠ ব্লগার শাফিক, উই আর মিসিং ইউ আংকেল ||

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: শফিক ভাই আসার কথা ছিল কিন্তু মিটিং শেষ হতে দেরি হওয়াতে উনি অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফোনে। আমারা ঐতিহাসিক একটা মুহূর্ত মিস করলাম। :)

৫০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: ইশশশশহহহহহহহহহ !!!!!
সবাই কি মজা করতেসেএএএএএএএএএ!!!!!!!!!!

উফফফফফফফফফফ !!!!!!! এত্তওওওওওওওওও হিংসা লাগতেসেরে!!!!!!!!!!!!
শোভন, তুই ভালো কাজ করসিশ!! পিক্স আপ করার জন্যে থ্যাংস!!! :) :)

আমি কিনতু একটু পর পর ফোনে লাইভ আপডেট নিচ্ছি!! ;)
তোদের হাসির সাউন্ড শুনেই বুঝতে পারছই কি মজা হচ্ছে!!!!!!

:#) :#) !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: থেঙ্কু !!
কিন্তু তোরে না নিয়ে আসায় আমি অপুকে বকা দিয়েছি। অন্তত টিঙ্কুকে নিয়ে আসতে পারতো। ;)

৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

হাসান মাহবুব বলেছেন: চানাচুর মুড়ি মাখাইসিলাম। খাওয়া বন্ধ করসি। পরিবেশ বন্ধুর স্পেশাল পোস্ট না আসা পর্যন্ত আমি এই চানাচুর মুড়ি ছুবো না। বেশি ক্ষিধা লাগলে দুপুরের বাসি ভাত তরকারি খায়ালামু!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~
ভিডিও ইউ টিউবে আপলোড হচ্ছে । রাত্রের মধ্যে পেয়ে যাবেন। ;)

৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
চেয়ারম্যান০০৭ তো মনে হয় ওখানে নাই, নাকি ? তাইলে সবার কপালে কেক এর ভাগ ঠিকঠাকভাবে জুটবে আশা করা যায় ! :-B

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: চেয়ারম্যান০০৭ আসতে পারেন নাই। অনেকে কেক , শরমা , জ্বাল মুড়ি খেয়ে রাতে ভাত খেতে পারেন নি। :)

৫৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

জেরিফ বলেছেন: আপু মিস ইউ উইথ টিংকু

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: মি অলসো :(

৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অন্তরন্তর বলেছেন:
গত বছর লাইভ স্ত্রিমিং ব্লগ দিবস দেখেছিলাম যদিও খুব
বাজে স্ত্রিমিং ছিল। এবার বিভিন্ন অসুবিধার জন্য ব্লগ দিবস
হয়নি কিন্তু আপনাদের এই আন্তরিকতার সহিত ব্লগ দিবস
আড্ডার আয়োজনে শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।
জয়তু ব্লগারস।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ :)

জয়তু ব্লগারস।

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শুঁটকি মাছ বলেছেন: ও মাই গাশ!!!!!!!!!!
আই কান্ট ইমাজিন!!!!!!
হুজ দ্যাট????????????????
ইজ ইট পরিবেশ বন্ধু?????????
আই কান্ট বিলিভ!!!!!!!!!!!!!!!!!!!!
ও আল্লাহ কেমতে কি??????????????
পরিবেশ ভাইয়াটা এত্ত সুইট কেন????????
ওনার পিংক টি শার্ট মাথা নষ্ট করে দিল দেখি???
আমার মাথা নষ্টের দায়ভার কার???????????????? B:-) B:-) B:-) B:-) B:-)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ইয়া ইয়া বেবি ;)
আর টাস্কিত হতে স্বপ্নবাজ অভির পোষ্টের জন্য অপেক্ষা করুণ। :)

৫৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসে গেছি --------------------------------------------------------

সেলিম আনোয়ার ভাই কই ?
আমার কেক কই ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: উপরে সবাই আছে । সাথে কেক ;) ভার্চুয়ালি খেয়ে নিন

৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
শুঁটকি, আপনি যে ঐ প্রোগ্রামটায় ফিজিকালি উপস্থিত নাই সেজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে অসীম ধন্যবাদ জানাচ্ছি ! :|

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৫৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

হেডস্যার বলেছেন: ওনার পিংক টি শার্ট মাথা নষ্ট করে দিল দেখি???
আমার মাথা নষ্টের দায়ভার কার???????????????? B:-) B:-) B:-) B:-) B:-)


=p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: জাতীর :)

৫৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: আহা কেক মিস হয়ে গেল !

শুঁটকি আপু ভাগ্য ভালো যে আপনি যান নাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: কেনু ,ওনার কি কেক খাওয়া মানা ?

৬০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
হেডস্যার, আপনার ও মাথা নষ্ট করসে ঐ পিংক শার্ট ?? হায় হায় হায়। সামথিং'স ভেরী ফিশি হেয়ার B:-)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: নতুন কিছু আপলোড করেন আর যে তর সয়ছেনা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: দেখেন , আরো সংযজিত হয়েছে ।

৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শুঁটকি মাছ বলেছেন: @ইমরাজ ভাই
আমি নিজেও আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। মাথাটা যেটুকু ঠিক ছিল এইবার ঐটুকুও যাইত!!!!!!! :(( :(( :(( :((

৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শুঁটকি মাছ বলেছেন: শোভন ভাই ছবির নিচে একটূ কষ্ট করে নামগুলা দিয়া দেন।কাউকে চিনতেছি না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: দিয়ে দিয়েছি :)

৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: এই মাত্র বাসায় ফিরলাম। গুলশান ২ এ অনেক অনেক পুলিশ দেখে দেখে গ্লেজড এর আধা খোলা গেইট দিয়ে ঢুকে এবং তারপর মুভেনপিক খেয়ে খেয়ে।

ফিরে এসে আরও আরও ছবি দেখে খুশি হলাম। আমার অপুভাইয়াকে দেখে আরও খুশি লাগছে। যাক আমি না গেলেও আমার ছোটভাইয়াটা তো যেতে পেরেছে!!!:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি। আমরা অনেক মজা করেছি ।
আরো নতুন নতুন ছবি যোগ হয়েছে , আড্ডা নিয়ে আরো পোষ্ট আসছে ।

৬৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

চটপট ক বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: হামা ভাই, সমস্যা নাই বন্ধুর 20 মিনিটের সাক্ষাত্কার নেয়া হয়েছে যাতে উঠে এসেছে মডু সাবধান পোষ্ট, তার কবি হবার সাধনা আরো অনেক কিছু! উনি স্বরচিত গান ও গেয়ে শুনিয়েছিলেন! সব ভিডিও দিয়ে আজকেই পোষ্ট দিবো!


আর কতক্ষন অপেক্ষা করবো, তারাতারি চাইইইইইই

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ভিডিও আপলোড হতে সময় নিচ্ছে ! রাতে পেয়ে যাবেন আশা করি।

৬৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: একটামাত্র আপুকে দেখছি। পনি আপু কই? পনি আপুর বাসা না মিরপুরে????

আপুনির ফোন নাম্বার যে জানে সে কল দাও।:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: পনি আপু আসলে ভীষণ খুশী হতাম আপুনি । যাই হোক উনি অনলাইনেই আমাদের সাথে আছেন । একটা না আপু , দুইটা আপুনি ছিলে্ন ! এ্যপোলো এবং রোদেলা আপু । ছবিতে দেখ আপুনি।

৬৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বটবৃক্ষ~ বলেছেন: @জেরিফ ঃ
আমিতো ফোন করেছিলাম !! তুই ছিলি??!! :) :)


২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ছিল ।

৬৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
শুঁটকি প্রথম কমেন্ট দিয়ে শরমাইসে, এখন বাকীদের নাম জানতে চেয়ে ব্যাপারটা কাঁটাতে চাচ্ছে হেহেহ, এখানে আমরা সবাই পরিবেশ বন্ধু না যে কিস্যু বুঝবোনা ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :) :)

৬৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

কয়েস সামী বলেছেন: সবার ছবির সাথে নাম চাই। স্নিগ্ধ শোভনকে তো চিনলাম না। আছি আমি। চালিয়ে যান।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: সাথে থাকেন ,ছবির নিচে নাম দেয়া হয়েছে , চিনে নেন সবাইকে, সাথে আমাকেও , দেখা হলেই খাওয়াবেন ;)

৭০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শুঁটকি মাছ বলেছেন: @ অদ্বিতিয়া আমি
আপু ঠিকই বলছ!!!!!আমি গেলে হয়তো আমার মাথা এতই খারাপ হইত যে আমি পরিবেশ বন্ধু ভাইয়াকে পিংকি ভাইয়া ডাকা শুরু করতাম।বুঝইতো মাথা খারাপ মানুষের কথার ঠিক নাই। :-/ :-/ :-/

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :) :)

৭১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ইখতামিন বলেছেন:
পরিবেশ বন্ধুর আরেকটা সিঙ্গেল পিক চাই :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: খালী সিঙ্গেল পিক না , ওনাকে কথা বলতে দেখবেন , রাতে!
চোখ রাখুন সামুর পর্দায় !

৭২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শুঁটকি মাছ বলেছেন: @ ইমরাজ ভাই,
কিছু কইলাম না।এইবারের মত ছেড়ে দিলাম X(( X(( X(( X((

৭৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বটবৃক্ষ~ বলেছেন: শায়মাপিঃ জানা আপু নাকি ফোনের কথা বলেছে!! সবার সাথে!! শরতদা গিয়েছে ওখানে!! :)
ওরা সবাই এত্তো মজা করছে!! শুনে আমার হিংসা হচ্ছে!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ঠিক মত আছে :)

৭৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
শুঁটকি, আমি কিন্তু ঐ কমেন্টটা রিপ্লাই এ ভয়ংকর কিছুর রিস্ক নিয়েই দিসিলাম, স্বীকার করসি || :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

৭৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

অদ্বিতীয়া আমি বলেছেন: শুঁটকি আপু হাহাহাহাহাহা

পনি আপু সম্ভবত আসবেন না উনার বেবিদের এক্সাম , উনার পোস্টে দেখেছিলাম । এই শীতে আইসক্রিম !! > শায়মাপু

একজন মাত্র আপু ব্লগার দেখলাম ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: দুইজন ছিলেন ,একজন পরে এসেছেন , ছবিতে দেখুন প্লিজ :)

৭৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বটবৃক্ষ~ বলেছেন: @অদ্বিতীয়া:
ঐ একমাত্র বালিকা আমাদের সবার প্রিয় এপোলো (নাইয়াদ!) চিনিশনাই??!! :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম !

৭৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: বটমনি তুমি কেনো গেলেনা???????????????????


খুব খারাপ কথা!!!!! :( :( :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: এতো এক বিরাট রহস্য :)

৭৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

জানা বলেছেন:

ফটুকের মইদ্দে শরৎ মডুরে তো পুরাই মনষ্ক লাগতেছে। সব মিছা কতা কয় ক্যান? এইটাতো কিন্তুক পার্ছোনাল এ্যাটাক। এই বিষয়ে পরিবেশ বন্দু কি কয় এট্টু জানতে চাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম , উনি আপু বেশী মনস্ক ছিল ক্যাচাল লাগানোতে।
উনি মডু সাবধান বলে হুঙ্কার দেয়া মাত্র ওনার দোস্ত মডু শরৎ বেহুশ হয়ে গিয়েছিলেন।
মদু শরৎ রে মাফ করে দেন।

৭৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: অদ্বিতীয়ামনি........ শীতে আইসক্রিম একমাত্র আমাকে স্যুট করে গরমে খেলেই গলা ব্যাথা কাশি। নো গান গাওয়াগায়িই তাই আমি শীতেই আইসক্রিম খাই। তবে দোকান জনশূন্য ছিলো । ঐ দোকানের ছেলেরা সবাই বসে ইমরানএইচ সরকার ভাইয়াকে নিয়ে মিটিং করছিলো একজন বলছিলো, ইমরান যদি মরেও যায় এই গন জাগরণ থামবে না। বাপরে!!! আমি তো অবাক তার কথা শুনে!!!!!


গুলশানের ম্যুভেন পিক তো ২ নাম্বারের কাছাকাছিই!:):):)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপুনি আমিও শীতে আইস্ক্রিম খাই :)

৮০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: হ্যাঁ আমি নাইয়াদ আপু কে চিনিইইইইইইই তো শুঁটকি আপু ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: শুটকি আপু :)

৮১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: @ জানা আপুনি ছবিতে তোমাকে মিস করছি। :( :( :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আমরাও মিস করেছি ভীষণ তোমাদের !

৮২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হেডস্যারের মাথার কি হইল ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: উপরওয়ালা জানে !

৮৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ডক্টর আমাকে আইসক্রিম থেকে একশো হাত দূরে থাকতে বলসে !! :( :(
পুলিশ আর গন জাগরণ মঞ্চ ঝামেলা হচ্ছে মনে হয় !



সবাই মনে হয় কেক খেতে ব্যাস্ত , কোন আপডেট নাই ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~

৮৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এরিস বলেছেন: একজন মেয়ে আছেন মাত্র। আর কেউ আসেনি?
কয়েকজনকে চিনেছি, ছবির সাথে নাম দিলেন না কেন? আসতে নাহয় পারিনি, দেখতেও দেবেন না নাকি!! /:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: দুইজন ! দুইজন ! একজন পরে এসেছেন ছবিতে আছে । রোদেলা আপু , অনেক পুরাতন ব্লগার ।

৮৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
গিয়াস @ শুঁটকি আর হেডস্যারের সেইম কেস ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৮৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: কান্ডারী ভাইয়ার ছবি সহ আরো প্রত্যেকের ছবি দেখতে চাইঈঈ!!

@শায়মাপি!: তুমি যেদিন যাবে সেদিন আমিও যাবো!! ;) ;) ;) :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: তোমরা কবে আসবা , ঝাতি জানতে চায় ?

৮৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: ডক্টর আমাকে আইসক্রিম থেকে একশো হাত দূরে থাকতে বলসে !! :( :(
পুলিশ আর গন জাগরণ মঞ্চ ঝামেলা হচ্ছে মনে হয় !



সবাই মনে হয় কেক খেতে ব্যাস্ত , কোন আপডেট নাই ।



আমার মনে হয় সবাই এখন কবিতা আর গান শুনছে পরিবেশ ভাইয়ার কন্ঠ হতে তবে আমার অপুভাইয়ার লাভস্টোরীও শুনতে পারে কিছুই বলা যায়না।:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: পরিবেশ ভাই গান শুনিয়েছেন !

৮৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: কান্ডারী ভাইয়ার ছবি সহ আরো প্রত্যেকের ছবি দেখতে চাইঈঈ!!

@শায়মাপি!: তুমি যেদিন যাবে সেদিন আমিও যাবো!! ;) ;) ;) :P



বাহ !!! আমার যোগ্য সিস্টার ইন ল"!!!!!!:) :):):):):):):):)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম , কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাই :)

৮৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

তূর্য হাসান বলেছেন: ইসসিরে খুব মিস করতাছি। শালা কামলা খাটতে খাটতে জীবনডা শ্যাষ। কোথাও যাইতে পারি না। ভাগ্যিস বিয়া ডা আগেই কইরা ফালাইছি। নাইলে নিজের বিয়াডাও খাইতে পারতাম না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৯০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মশিকুর বলেছেন:
কেকটা সুন্দর হইছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ , আপনাকেও মিস করেছি

৯১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

শ্রাবণ জল বলেছেন: :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: হাঁসতেই থাক্ক, পেট ব্যাথা হলে আমার দোষ নাই

৯২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

পথের পাঁচ . .. বলেছেন: কত্ত বিনোদন হচ্ছে রে ...... মিস করলাম আমি

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৯৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আরে এ এ এ এ এ এ এ এ ! বন্দুও আছেন দেখছি ।

সবাইকে শুভেচ্ছা ! দারুন আড্ডা হলো নিশ্চয় ??

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: সিরাম আড্ডা হয়েছে , আপনাকে মিস করেছি :)

৯৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: প্রথমে আরমানের কাছে দুঃখিত, না যাবার জন্য। ব্যক্তিগত সমস্যার কারণে গত দুই মাস ঠিক মত কাজ করতে পারি নাই। তাই অবরোধে সময় ঐ গুলো মেকআপ দিতে হচ্ছে।
তোমাদের আড্ডা সফল হোক। সবাইকে দেখে ভাল লাগছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকে অনেক মিস করেছি

৯৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আড্ডা সফল হোক। ব্লগ ডে সফল হউক !

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভেচ্ছা মাসুম ভাই

৯৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

বিষন্ন একা বলেছেন: +++

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++

৯৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

পথের পাঁচ . .. বলেছেন: আমরা কি কেকের ভাগ পামু না ????

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ভার্চুয়ালী পেয়ে গেছেন , শুকরিয়া আদায় করেন দেখি।

৯৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

তাসজিদ বলেছেন: যাবার খুব ইচ্ছে ছিল। কিন্তু সময় বদল করার কারনে যেতে পারলাম না। অফিস ত চারটার সময় ছুটি দেবে না।

এ ঘোষণা আরও আগে দেয়া উচিৎ ছিল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: রাত পর্যন্ত চলেছে তাসজিদ ভাই , ব্যাপার না , নেক্সট আড্ডায় চলে আসবেন ।

৯৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

এম ই জাভেদ বলেছেন: আসার খুব ইচ্ছে থাকা সত্বেও শেষ মুহূর্তে একটি অনিবার্য কারনে মিস করে ফেললাম দারুন আড্ডাটা। আড্ডায় উপস্থিত ব্লগারদের দেখে খুব ভাল লাগল।

সকলকে ব্লগ ডে র শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা , ভীষণ মিস করেছি

১০০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

জেমস বন্ড বলেছেন: সবচেয়ে ভাল্লাগছে কবি পরিবেশ ভাইকে । আমি থাকলে উনার চুল ধরে ঝাকাঝাকি দিতাম :P , পুরাই নজরুল নজরুল লাগতাছে :-0 :-0

খায়ালাও তুম্রা কেক , বেকটির পেডে ঠ্যাড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় /:) , হুহ ।


ব্লগ দিবস শুভ হউক ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: াহাহাহা !
বেশ হতো ।
আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা ।

১০১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাই, এভ্রিওয়ান।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: হাই স্বর্ণা!

১০২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

আরজু পনি বলেছেন:

আপডেট....

Mashud Rana মাত্র আমরা আড্ডা স্থল ভেঙ্গে যে যার গন্তব্য , পরিবেশ বন্ধু
15 minutes ago · Like

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: হহাহাহাহ !
উনি মাতিয়ে রেখেছেন সবাইকে।

১০৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, সবার জন্যে ।। !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা রইল

১০৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

@স্বর্ণা...রেজোওয়ানার ব্লগ পাস্ওয়ার্ড কাজ করছে না, সে সব দি থেকেই চেষ্টা করেছে ...

আপনি প্লিজ এবার পোস্ট দিন ।।

১০৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: আপনাদের এতো সুন্দর আয়োজনকে মিস করলাম। সুদূর আটলান্টা থেকে অনেক শুভকামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার জন্য ও অনেক শুভকামনা।

১০৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আরজুপনি,

আমি মাত্র ঘুম থেকে উঠেছি :(

কিন্তু কি লিখব। আমার অন্য একটা জিনিস করার প্ল্যান ছিল, কিন্তু টাইম ছিল না। ওকে, আমি দিচ্ছি একটু পর।

কিন্তু ব্লগে দেখি মাত্র কয়েকটা পোষ্ট। কেউ ইন্টারেস্টেড না।

১০৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

ক্ষমতাসীন দল বলেছেন: মিরপুরে থেকেও আড্ডাটা মিস করলাম । ভাই, কোন জায়গায় আড্ডা মারলেন ? জায়গাটার নাম কি ? সবাইকে শুভেচ্ছা ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: জায়গাটার নাম কালসী । ব্লগেই পোষ্ট দিয়ে সবাইকে জানিয়ে দেয়া হয়েছিল ভাই।

১০৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

নীলসাধু বলেছেন: ভ্যাফুক আড্ডা শেষে বাসায় ফিরে এলাম -
কিন্তু আরো অনেকটা সময় যদি কাটাতে পারতাম তাহলে ভাল লাগতো।
তবু যে সময়টুকু ছিলাম হাসি আনন্দ তুমুল আড্ডায় সময়টা যেন সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে এমন লাগছে।
শুভেচ্ছা আড্ডায় উপস্থিত সবাইকে
অভিনন্দন কৃতজ্ঞতা নেপথ্যে থাকা কুশীলবদের

আহা
আনন্দম!

সব শেষে এত্ত্বোগুলা ভালুবাসা সবার জন্য :D :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও বিশেষ শুভেচ্ছা নীল দা।
আপনার আগমন বিশেষিত করেছে প্রোগ্রামকে !
আপনার জন্য ও ভালোবাসা।

১০৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন:
আমরা ব্লগার , আমরা স্বাধীন
বেশ প্রান বন্ত ছিল
আমাদের ব্লগিং মিলন আসর
ছিল সব্বাই নিরব ক্ষন
আর মৃদু আলোর প্রহর
আড্ডা আর কেক কাঁটা
ছিল সুন্দর এক পরিবেশ
সব মিলে মনোমুগ্ধকর আবেশ
বন্ধুদের মুখে কত কৌতুক সরস

শুভকামনা জানাই
যারা অংশ নিয়েছিল
কৃতজ্ঞ জানাই
উৎসাহ উদ্দিপনার জন্য আরজু আপুকে


স্নিগ্ধ শোভন আর মহামান্য মডু কে
আসর সরঘরমে
জানা আপুর মোবাইল দিক নির্দেশ
ছিল স্রিজনি , ছিল এপোলো
ছিল কাণ্ডারি অরথব , ছিল কুনুব্যাঙ
চিরতার রস , স্বপ্নবাজঅভি ,
মোমের মানুষ , একজন আরমান
সেলিম আনোয়ার ।
কাল্পনিক ভালবাসা , এহসান সাব্বির ।।
বেশ মজা হল
কেক কাঁটা হল সারা
জুড়াল অন্তরা
শুভদিনের এই যে ক্ষন
থাকবে মিশে সব সময়ে
সবাইকে শুভঅভিনন্দন ।।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বন্ধু , চমৎকার একটি কবিতা উপহার দেয়ার জন্য !

১১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ছিলাম।
এবং একরাশ ভালো লাগা নিয়ে ফিরলাম।
সত্যিকার অর্থে, এর আগের ২/৩ টা আড্ডার চাইতে এটাই বেস্ট ছিল।
এখানে অযথা কথার বকবকানি ছিল না, কিন্তু ব্লগারদের উচ্ছল আড্ডা ছিল।
সবাইকে দেখে ভালো লাগলো।

শরমা কিন্তু বেশ ছিলো।
কান্ডারি ভাইকে এক্সট্রা থ্যাংকস।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই , আপনি এসেছেন খুশী হয়েছি ।
হুম কান্ডারী ভাইকে সব মিলিয়ে বিশাল থ্যাঙ্কস দিতেই হয়।

১১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

চিরতার রস বলেছেন: শরৎদার ক্যাম্রার ফডু দ্রুত আপলোডাইতে অনুরোধ জানাইতেছি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: @ শরৎ দা

১১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

Sohelhossen বলেছেন: সকলের সাথে অনেক প্রানবন্ত একটা দিন কাটল । শরৎ দা এসে আড্ডা টাকে আরো বেশি জমিয়ে তুলেছে । মনে হচ্ছে এখনো আড্ডাতেই আছি । সবাই কে অনেক ধন্যবাদ :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও বিশেষ ধন্যবাদ আসার জন্য।

১১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

গৃহ বন্দিনী বলেছেন: পরিবেশ বন্ধুকে অনুষ্ঠানের প্রধান অতিথি বলে মনে হচ্ছে ।

গ্রট জব !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: উনি যেখানেই যাবেন সেখানেই প্রধান।

১১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

@স্বর্ণা, অপেক্ষায় রইলাম পোস্টের ।


@মাশুদ রানা মানে পরিবেশ বন্ধু... কবিতায় আমার নাম দেখে যারপরনাই প্রীত হলাম :-B


@দূর্জয়... একরাশ ভালো লাগা নিয়ে ফিরলাম।...এই লাইনটা পড়ে সত্যিই কষ্ট লাগছে :(


তারপরও ভালো লাগছে , যে দারুণ আড্ডা হলো ।।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকে মিস করেছি আপু। দেখা হবার কথা ছিল ব্লগ ডেতে :(

১১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি পোষ্ট করতে পারছি না, বলছে এরর।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার পোষ্টেও বেশ অনলাইন আড্ডা জমে উঠেছে ।

১১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আরজুপনি বলেছেন:

আপডেট....

Mashud Rana মাত্র আমরা আড্ডা স্থল ভেঙ্গে যে যার গন্তব্য , পরিবেশ বন্ধু
15 minutes ago · Like

আমি Like এ ক্লিক দিসি !! :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: হাহাহাহা!

১১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আজকে কুফা লাগসে সবখানে।
খুকী, ব্রাওজার চেঞ্জ করে দেখেন তো ইট্টু ||

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :) :)

১১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

@স্বর্ণা, প্লিজ...যেমনে পারেন পোস্ট দেন...

রেজোওয়ানাও অনেক চেষ্টা করেছে, লগইনই হতে পারছে না :(

১১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@পনি আপু,
সত্যিই আড্ডা অনেক ভালো ছিলো। অন্য সব বার বিরক্ত ছিলাম।

@পরিবেশ বন্ধু,
এই সময়ে কবিতাও লিইখা ফেললেন!

১২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

মহামহোপাধ্যায় বলেছেন: সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা আবারও। আশা করি সবাই খুব মজা করেছেন আজ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো । সিলেটের পোষ্ট দ্রুত দেন

১২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: ঐ মিয়া আমার চোখ বন্ধ ফটু দিছো ক্যা ? জালদি চোখ খোলা ছবি আপডেট কর ! /:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: হেহহীহী

১২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা। আড্ডাটা মিরপুরের কোথায় হলো ? তবে ছবি দেখে বুঝলাম জমজমাট আড্ডা হয়েছে। পুরাই হিংসিত।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ভাইয়া ।
আড্ডা হয়েছে মিরপুরের কালসীতে ।

১২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

শায়মা বলেছেন: আরেকটা আপুকে দেখতে পাচ্ছি!!!:):):)

কিন্তু তার নাম জানিনা।:(

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ওনার নাম হচ্ছে রোদেলা, আপুনি।

১২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

এম মশিউর বলেছেন: আরে, আড্ডায় আমিও তো ছিলাম! :)

জেরিফ এর সাথে আমার ছবিটা তো ভালোই উঠেছে। ;)


## আজকের আড্ডায় বেশ কয়েকটা গ্রুপের উৎপত্তি ঘটেছে। যেমন- সুশীল গ্রুপ, লুল গ্রুপ, আম জনতা গ্রুপ, কবি গ্রুপ, আলু গ্রুপ(সবার সাথেই আছে) ও ক্যাচাল গ্রুপ।
সেখানে লুল গ্রুপেই বেশি জনতা দেখা গেছে।
***
আজকে একটা পোস্ট দিয়ে আমিও লুল গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছিলাম।
উদীয়মান লুল! =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল ;)

১২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

এহসান সাবির বলেছেন: প্রথমে সবাই কে শুভেচ্ছা। এখনো দেখি নাই সব ছবি এবং কমেন্ট। দেখে আসি........!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ! আপনি এসেছিলেন নাকি ? ;)

১২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

এম মশিউর বলেছেন: আচ্ছা, লুল গ্রুপে আমিও তো ছিলাম।

ঐ গ্রুপে আমার ছবি আসে নাই কেন?

স্নিগ্ধ শোভন, আমাকে কি দল থেকে বহিষ্কার করা হল? /:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: না বাছা , কচি তো এইজন্য ছবিতে আসো নাই । লুলামী চালিয়ে যাও ।

১২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: অনুষ্ঠানে আমি সেদিন দুজনে দুলেছিনু বনের কয়েকটা লাইন গাওয়ার চেষ্টা করেছি সেটাআসে নাই পোস্টে ।বাথরুম সিঙ্গার হিসেবে আমি কিন্তু খারাপনা..এখনআমার বেলা নাহি আর বহিব একাকি বিরহের ভার রাখিনো যে বাধি পরানে তোমার সে রাখি খোলনা..................রেকর্ড হয় নাই কেন মইন্ড করার কথা ভাবছি । ;) দারুণ আড্ডা যারা যাইনি তারা বিরাট মিস করেছে। গতবারের সামুর প্রোগ্রামের চেয়ে এটি ছিল অনেক বেশি প্রাণবন্ত।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ।

১২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

লুবনা ইয়াসমিন বলেছেন: সকল ব্লগারকে পঞ্চম বাংলা ব্লগ দিবসের শুভকামনা ও শুভেচ্ছা ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।

১২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: @ মশিউর টেকনিক্যাল সমস্যা হতে পারে , তুমি লুলামী শুরু করে দাও , তবে বুঝে শুনে !

এমন প্রাণবন্ত আড্ডা খুব কম এসেছে আমার জীবনে , অনেকের সাথে প্রথমবার দেখা হয়েছে কিন্তু মনেই হয় নি!

আজকের আড্ডার মূল আকর্ষণ পরিবেশ বন্ধু , উনি নিজের অজান্তেই সবাইকে অনেক মজা দিয়েছেন !
আর ওনার একান্ত সাক্ষাৎকার নিয়ে আমি আসলেই এক্সাইডেট ! একটু আগে ভিডিও গুলা দেখে হাসতে হাসতে প্রায় মরেই যাচ্ছিলাম ! যাই এগুলা আগে ইউটিউবে আপলোড করি , সামুর তো নিজস্ব ভিডিও আপলোডার নেই ! তবে উনি খুব সরল মনের , ভালো মানুষ এই বিষয়ে কোন সন্দেহ নাই !

সবাইকে ব্লগ ডের প্রাণঢালা শুভেচ্ছাআআআ !

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ;) গেলু ;)

১৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: শোভন আর ছবি কই?

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: সব দিয়ে দিছি ভাই

১৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

সোজা কথা বলেছেন: দেইখ্যা অনেক ভালু লাগল।সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনারে ও শুভেচ্ছা ।

১৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেকটা কে অর্ডার দিয়েছে ? কেক প্রশংসাযোগ্য ও লোভনীয় :D

আড্ডা আমার খুব ভালো লাগে। সবাইকে হাসি-খুশি দেখতে ভালো লাগছে। সামহোয়্যারইন পরিবার ও তার সব ব্লগারকে ব্লগ ডে এর শুভেচ্ছা।

পোস্টের জন্য স্নিগ্ধকে ধন্যবাদ। পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: কেক ক্রেডিট কান্ডারী ভাইয়ের ।
আপনাকেও শুভেচ্ছা আপু ।

১৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: কবি সেলিম আনোয়ার আর পরিবেশ বন্ধুকে একসাথে দেখা যাচ্ছে। উনারা কী আলোচোনা করেছিলেন জাতি জানতে উশখুশ করছে। যা মানাইসে না, এক্কেরে সোনায় সোহাগা! :#>

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: এ এক বিরল ঘটনা ;)

১৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা....!!!!
সেইরাম আড্ডা....
মিস করলাম....!!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম , উরি বাবা।
ব্লগ ডের শুভেচ্ছা।

১৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

এম মশিউর বলেছেন: @ স্বপ্নবাজ অভি,
আমজনতার কোন কথা শোনা হবে না। আমাদের গ্রুপের 'লুল সম্রাট' সেলিম আনোয়ার যাদের সাথে লুলামী করার পরামর্শ দেবেন; কেবলমাত্র তাদের সাথেই লুলামী করুম! =p~ =p~

তবে আমজনতার আপুটাকে খুব মিস করছি! :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: রাইট।

১৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মারা! পুরান ঢাকায় কাইলকা ব্লগডের রিপ্লে করুম তুমরা সবাই চৈলা আইসো :-B

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: চময় পাইলে আমু মাষ্ট।

১৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা প্রোগ্রাম ছিল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই

১৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

সানড্যান্স বলেছেন: মিসিং পরিবেশ বন্ধু। সবাইকে হাই!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: হাই

১৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

আন্ধার রাত বলেছেন:
ভাল লাগলো।

কত্বগুলো ব্লগ দিবস এলো গেলো, কেউ কখনো বললো না "এই নাউ ঢাকায় ব্লগ আড্ডায় যাবার ট্রেন বা বাসের টিকিট" :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: আহারে

১৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা এই সব আয়োজন করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও আসার জন্য ধন্যবাদ ।

১৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কত যে ইচ্ছে ছিল যাবার ! :/

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: মিস করেছি আপু

১৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



দীর্ঘ দিন ধরে প্রতীক্ষায় ছিলাম বাংলা ব্লগ দিবস পালনের জন্য। সকল ব্লগারদের সাথে বুকে বুক মিলিয়ে কুশল বিনিময়ের কিন্তু দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে যখন জানতে পারলাম এবার ঢাকায় কেন্দ্রীয় ভাবে ব্লগ দিবস পালিত হচ্ছেনা তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম এলাকা ভিত্তিক ব্লগ দিবস পালনে কোন বাঁধা নেই তখন উদ্যোগ নিলাম মিরপুরের ব্লগারদের নিয়ে একটি ব্লগ দিবস পালনের। আমার সেই উদ্যোগ কে সার্থক করতে এগিয়ে এলেন ব্লগার এহসান সাবির, ব্লগার কুনোব্যাঙ, ব্লগার একজন আরমান, ব্লগার স্নিগ্ধ শোভন, ব্লগার স্বপ্নবাজ অভি ও ব্লগার আমিনুর রহমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে সফল ভাবে মিরপুরে সম্পূর্ণ নিজস্ব ভাবে বাংলা ব্লগ দিবস পালন করতে পেরে আমি সকলের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এই ঋণ শোধ করা আমার মত একজন মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়।

আমি অভিভূত হয়েছি, আবেগে সিক্ত হয়েছি যখন আড্ডা চলাকালীন সময় জানা আপু আমাকে ফোন দিয়ে ব্লগ দিবসের শুভেচ্ছা জানালেন এবং তারপর একে একে আড্ডায় উপস্থিত সকল ব্লগারদের সাথেই তিনি তার মেয়ে কিন্নরির অসুস্থতার মাঝেও সময় বের করে শুভেচ্ছা বিনিময় করলেন। জানা আপু আপনার প্রতি আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যার প্রকাশের কোন ভাষা আমার জানা নেই।

এবার কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষকে এই পোষ্টটি স্টিকি করাতে।

আর অন্যমনস্ক শরৎ ভাইয়ের প্রতি জানাই অগনিত ভালোবাসা যিনি এই আড্ডায় প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আড্ডায় প্রাণ এনে দিয়েছেন। শরৎ ভাই একটি চমৎকার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলেন সবাইকে নিয়ে। যে বিতর্কের জন্য তিনি কয়েকটি গ্রুপ বাছাই করলেন এবং অবশ্যই সেই গ্রুপ বাছাই হল ব্লগারদের নিজেদের মতের স্বাধীনতায়। লুল, সুশীল, আলু, আম জনতা, কবিয়াল আর ক্যাচাল গ্রুপে বিভক্ত হয়ে গেলেন ব্লগাররা। তাদের মধ্যাকার বিতর্ক খুব চমৎকার ভাবে পরিচালনা করলেন শরৎ ভাই। সবশেষে তিনি বিজয়ী ঘোষণা করলেন লুল গ্রুপকে। আমি নিজেও লুল গ্রুপেরই সদস্য ছিলাম। শরৎ ভাইয়ের কাছে আমাদের মাঝে উপস্থিত থেকে এই প্রাণবন্ত একটি আড্ডার জন্য চির কৃতজ্ঞতা জানাই।

যারা শুধু মিরপুর নয় আমার ডাকে ঢাকার অন্যান্য প্রান্ত থেকে ছুটে এসেছেন আড্ডায় অংশ নিতে তাদের সকলের প্রতি জানাই অসংখ্য ভালোবাসা আর আমার কৃতজ্ঞতা।

ব্লগার নীল সাধু, ব্লগার রোদেলা, ব্লগার মোমের মানুষ, ব্লগার সেলিম আনোয়ার, ব্লগার খাটাস, ব্লগার মাগুর, ব্লগার আশরাফুল ইসলাম দুর্জয়, ব্লগার আলাউদ্দিন আহমেদ সরকার, ব্লগার অপু তানভীর, ব্লগার কাল্পনিক_ভালোবাসা, ব্লগার এপোলো৯০, ব্লগার s r jony, ব্লগার চিরতার রস, ব্লগার জনাব মাহবুব, ব্লগার জেরিফ, ব্লগার এম মশিউর, ব্লগার পরিবেশ বন্ধু, ব্লগার sohelhossen এছাড়াও আরও অনেকে এসেছেন যাদের সকলের নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছিনা কিন্তু তারা নিশ্চয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আয়োজনে কোন ভুল ত্রুটি হয়ে থাকে।

এবার খানা পিনার কথা বলতে হলে আমি ভীষণ ভাবে লজ্জিত যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যদিও জানি হয়ত মনের মত ব্যবস্থা করতে পারিনি তবু ব্লগ দিবসের কেক কাটা হয়েছে, শর্মা, ঝাল মুড়ি, কোক, চাই ছিলো গরীবের আপ্যায়নের একমাত্র অবলম্বন।

আর যারা আসতে পারেননি তাদের জন্য রইল সমবেদনা। সবশেষে সকলকে ব্লগ দিবসের শুভেচ্ছা জানাই। সকলে ভাল থাকুন সবসময় এই কামনা রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষকে এই পোষ্টটি স্টিকি করাতে।

আপনার কমেন্টে প্লাস।

১৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

প্রিন্স হেক্টর বলেছেন: খুব মজা করেছেন তো!

শুভেচ্ছা রইলো :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম , বন্ধু তোমাকে মিস করেছে !

১৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার লুল সিপাহসালার লুল হিরুরা তোমরাই সত্যিকারের পুরুষ বাকিরা তেজপাতা। আর মেয়েরা নিশ্চয়ই পুরুষ দের লাভ করে ।কাল্পনিক ভালবাসার মত আমজনতাদের নয়। আরেকটুর জন্য সে লুল সমাজে ঢুকতে পারে নি (অনেক চেষ্টা করেও)। লুলরা হলেন এলিট শ্রেণী। তাদের সবার প্রতিভায় আমি মুগ্ধ।সংখ্যায়ও অনেক বেশি আম জনতা আই মিন ম্যাংগু পিপুলও সংখ্যায় আমাদের চেয়ে কম। লুল কিং রুলস।লুল এলিট রুলস। :) =p~ লুল সম্রাটের পক্ষ থেকে অভিনন্দন সিন্গ্ধ শোভন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সব মিলিয়ে অসাধারণ আয়োজন হয়েছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুল সমাজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সব মিলিয়ে অসাধারণ আয়োজন হয়েছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুল সমাজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ । :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন:
সব মিলিয়ে অসাধারণ আয়োজন হয়েছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুল সমাজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ । :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৪৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন:
সব মিলিয়ে অসাধারণ আয়োজন হয়েছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুল সমাজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ । :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৪৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন:
সব মিলিয়ে অসাধারণ আয়োজন হয়েছে। যারা এই চমৎকার আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লুল সমাজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ । :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন লুল সম্রাট ;)

১৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এত্তো জন পুরুষ ব্লগারের মাঝে দুইজন নারী ব্লগারকে দেখে আবেগে কেদে দিয়েছি । :'(

শীতবস্ত্র বিতরণকারী একজন আরমানের কি কোন শীতের কাপড় নাই ??

সেলিম আনোয়ার,আর পরিবেশ বন্ধুরে নিয়া আরেকটা গ্রুপ করা উচিৎ ছিলো । গ্রুপের নামটা আপাততো সেইফ থাকার জন্য নাইবা বললাম । :P

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: কাদো, কাদো !
শীতের প্রকোপে আরমান আলু হয়ে গেছে ;)
ব্লগ ডের শুভেচ্ছা ।
আপনাদের পোষ্টের অপেক্ষায় ।

১৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

ুব গস বলেছেন:
আসতে পারিনি হরতালে
তাতে কি বাংলা ব্লগ এগিয়ে চলুক
নতুন দিনের হাওয়া
লাগুক তার পালে

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা

১৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

ফালতু বালক বলেছেন: মিস করছি :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও মিস করেছি :(

১৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

মোমেরমানুষ৭১ বলেছেন: উত্তরার ব্লগারদের নিয়ে একসাথে বসতে চেয়েছিলাম, এ নিয়ে একটি পোস্টও এসেছিল। কিন্তু তেমন সাড়া না পেয়ে মিরপুরের দিকেই রওনা হলাম। সত্যিই খুব ভাল লাগল, এক সাথে এত ব্লগারদের পেয়ে। কয়েকজনের ছবিই কেবল দেখেছিলাম, কিন্ত ব্যক্তিগত ভাবে কাওকেওই চিনি না, এ নিয়ে খুবই বিব্রত অবস্থায় ছিলাম, কি বলব? কেউ যদি না চিনে? সবাই কিভাবে নিবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাছে যাওয়ার পর মনে হল কত দিনের চেনা আপনজন সবাই আমার। মেতে উঠলাম তুমুল আড্ডায়। তবে একটা ব্যাপারে কনফিউজ ছিলাম, ভেবেছিলাম ব্লগাররা সবাই আমার মত ছোট্র পোলাপান কিন্তু দেইখা মনে হইল আমার বড় চাচ্চুর বয়সের অনেকেই.....। কয়েকজন আমার মত ছো্ডই..... হ্যা হ্যা হ্যা

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা!

আপনাকে পেয়ে আমারাও অনেক খুশী হয়েছে।
আপনাকে আড্ডায় যোগ দেওয়ায় ধন্যবাদ।

১৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সকলের দাবি অনুসারে পোষ্টে আরও কিছু ছবি আপলোড করে দেয়ার জন্য অনুরোধ রইল।

আমার ব্লগ ডে ২০১৩ কেমন গেল একটি চমৎকার দিনের কথা মিরপুর ব্লগ ডে আড্ডা থেকে - ব্লগার অপু তানভীর

তোর পোষ্টে এই পোষ্টের লিংকটি যুক্ত করে দিলে ভাল হয়।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: ছবি ও এই লিংক সহ অনেক গুলো যোগ করে দিয়েছি।

চমৎকার একটি আড্ডার আয়োজন করায় আপনাকে স্পেশাল একটা থ্যাংকস ভ্রাতা।

১৫৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=XUzX1zuJeGc



২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: কিসের লিংক আপুনি , নেট স্লো ।

১৫৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



@বটবৃক্ষ ও শায়মা আপু আমার ছবি মনে হয় তোলা হয়নি এই জন্য তীব্র প্রতিবাদ জানাই।

@তাসনুভা সাখাওয়াত বিথি আপু কেক টা এই অথর্বের নিজস্ব পছন্দ স্পেশাল করে অর্ডার করা।

@হাসান মাহবুব ভাই স্বপ্নবাজ অভিকে রিমান্ডে নেন পরিবেশ বন্ধুর একান্ত সাক্ষাতকার কেন এখনও আপলোড হলনা জিজ্ঞাসাবাদ করেন প্লীজ।

১৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



@মোমেরমানুষ৭১ ভাই আমাদের সাথে এত দূর থেকে যোগ দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

@মাননীয় মন্ত্রী মহোদয় আরেকজন লুল গ্রুপের সদস্য পাওয়া গেল। সিলেটের ব্লগ ডে কেমন হল জানতে চাই।

১৫৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

শায়মা বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:



@বটবৃক্ষ ও শায়মা আপু আমার ছবি মনে হয় তোলা হয়নি এই জন্য তীব্র প্রতিবাদ জানাই।



ফোটোগ্রাফার কে ছিলো তাই বলো ভাইয়া??? তোমার ছবি না তোলার জন্য তাকে শাস্তি দেওয়া হইবেক।:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ফটোগ্রাফার মডু শরৎ !

১৫৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:




@অদৃশ্য আপনাকে অনেক মিস করেছি। আড্ডা প্রায় বিকেল ৩.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত চলেছে। আসলেই দেখা হয়ে যেত। ব্লগ দিবসের শুভেচ্ছা রইল।


@অদ্বিতীয়া আমি আপনার কিন্তু আসার কথা ছিল যাই হোক আপনাকে মিস করেছি।

@সাবরিনা সিরাজী তিতির আফসোস বড়ই আপসোস

১৬০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@শায়মা আপু আমি শুধু দেখলাম সবাই চারদিক থেকে যে যার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। যদিও আমি নিজেও আমার ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলেছি কিন্তু এখন ট্রেস করতে পারতেছিনা কে আমার ছবি তুলেনাই। :(( :(( :((

১৬১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

অপু তানভীর বলেছেন: কান্ডারী ভাই আপনি খানা পিনা নিয়ে মোটেই লজ্জিত হবেন না ! আমরা আসলেই এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ ! :):)

আর বদ শোভন কেবল আমার খারাপ ছবি গুলোই আপলোড দিতাছে ! /:)
ভাল ফটু আপলোড দাও মিয়া !

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: ;)

১৬২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

মাগুর বলেছেন: অস্থির একটা আড্ডা দিলাম আজ ;)
গান, কৌতুক, গল্প, আলোচনা, আজাইড়া প‌্যাচাল কোন কিছুই বাদ পড়েনি! তবে শরৎদার প্রাণবন্ত উপস্থিতী এবং ব্লগীয় আলোচনা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে যেটা না বললেই নয়, পরিবেশ বন্ধু, আপনে পাথুরজ্! :|

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়ার জন্য।

১৬৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


@ইমরাজ কবির মুন ভাই এইত চলে এসেছি চলেন এখন আড্ডাই


@পথের পাঁচ তোমার জন্য খুব খারাপ লাগছে ভাই। অসুবিধা নাই নেক্সট টাইম দেখা হবে। পরীক্ষা ভাল দেয়া চাই।


@এম ই জাভেদ ধুর ভাই ভাবছিলাম আপনার হুন্ডায় ঘুরব সেটা আর হইল না।


@তাসজিদ ভাই কিন্তু আমরা আড্ডা দিছি রাত ৯.৩০ পর্যন্ত ফোন দিলেই হয়ে যেতরে ভাই।

@সুমন কর ভাই এইভাবে ফাঁকি দিলেন।

@আদনান শাহ্‌িরয়ার ভাই দারুণ মজা হইছে। আপনারে মিস করছি খুব।


@হেডস্যার ভাই হালকা খানা দানা হইছেত

@তূর্য হাসান আপনার বিয়াতে কিন্তু দাওয়াত পাইনাই ভাই।


@এরিস আমিও আপনার সাথে সহমত

@ইখতামিন সহমত


@জেমস বন্ড :P


@মাসুম আহমদ ১৪ ভাই আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা

১৬৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:





@অপু তানভীর আরে ভাই শোভন পুরাই গর্দভ দেখেন আমার একটা ছবিও তুলে নাই X(

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ঐ মিয়া আমি কি ছবি তোলার দায়িত্বে ছিলাম X(

১৬৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, লুবনা ইয়াসমিন, ফালতু বালক, ুব গস, গিয়াসলিটন, সানড্যান্স, প্রিন্স হেক্টর, আন্ধার রাত, মুসাফির৭৫৮৪, সোজা কথা, মহামহোপাধ্যায় , মশিকুর, এ.টি.এম.মোস্তফা কামাল, শ্রাবণ জল, বিষণ্ণ একা, খেয়া ঘাট আপনাদের সবাইকে জানাই ব্লগ দিবসের শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা।

@আরজুপনি আপু আমি কিন্তু ধরেই নিয়েছিলাম আপনি আসবেন। যাই হোক শুভেচ্ছা রইল ব্লগ ডের।

@ক্ষমতাসীন দল দুঃখিত ভাই আপনি আমার পোষ্টটি মিস করেছেন। ব্লগ ডের শুভেচ্ছা জানবেন।

১৬৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪

মৃন্ময় বলেছেন: অসাধারণ একটা আড্ডা মিস করলাম,
এগিয়ে চলুক বাংলা ব্লগ এই কামনা করছি,
আগামীবার থাকার তীব্র ইচ্ছে পোষণ করে সুদূর লিলংওয়ে থেকে শুভকামনা,
সবাই ভালো ও সুন্দর থাকুন।


পুনশ্চ:কেকটার ছবি মন থেকে মুচতে পারছিনা,আইজকার ঘুমটাই মাটি।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা!!!

বাংলা ব্লগ এগিয়ে যাক দূর্বার গতিতে।



কেকটা কিন্তু বেশ মজার ছিল ;)

১৬৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@অপর্ণা মম্ময় আপু B-) B-)

@ শুঁটকি মাছ, কয়েস সামী, মোঃ আনারুল ইসলাম, চটপট ক, অন্তরন্তর,মোঃ আসিফ-উদ-দৌলাহ, গ্রীনলাভার , বোধহীন স্বপ্ন, কাগজের নৌকা (রাসেল হোসেন) সকলকে জানাই ব্লগ দিবসের আন্তরিক শুভেচ্ছা।

@মামুন রশিদ ভাই সিলেটের ব্লগ ডে কেমন হল জানতে চাই। ব্লগ দিবসের শুভেচ্ছা রইল।

১৬৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@মৃন্ময় ভাই দেশে থাকলে এমন মিসটা হত না নিশ্চয়। ব্লগ দিবসের শুভেচ্ছা আপনার জন্য অসংখ্য । ভাল থাকুন বিদেশে থেকেও যে আমাদের ভুলে জান নি তাই ভালোবাসা জানবেন।

১৬৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



জানা আপু আমি অভিভূত হয়েছি, আবেগে সিক্ত হয়েছি যখন আড্ডা চলাকালীন সময় আপনি আমাকে ফোন দিয়ে ব্লগ দিবসের শুভেচ্ছা জানালেন এবং তারপর একে একে আড্ডায় উপস্থিত সকল ব্লগারদের সাথেই আপনি কিন্নরির অসুস্থতার মাঝেও সময় বের করে শুভেচ্ছা বিনিময় করলেন। জানা আপু আপনার প্রতি আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যার প্রকাশের কোন ভাষা আমার জানা নেই। কিন্নরীর জন্য দোয়া রইল যেন শীঘ্রই সুস্থ হয়ে উঠে।

কেক পাওনা রইলেন। :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আমরা জানা আপুকে মিস করেছি

১৭০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: পুডিং খাইতে ইচ্ছা করতেসে

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: খাইয়া নেন।

১৭১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: কান্ডারি ভাইয়া আমি তো ভেবেছিলাম কিন্তু :(( :((
অনেক দুঃখিত ভাইয়া ।
শোভন ভাইয়াকে ধন্যবাদ লাইভ পোষ্ট টা দেয়ার জন্য । অনেক ভাল লাগল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ ডের অনেক শুভেচ্ছা আপু।

১৭২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

আমিই মিসিরআলি বলেছেন: পোষ্টে ++++

সবার ছবি দেখেই ভালো লাগছে :)
কিন্তু বন্দুরে সবার মধ্যমণি মনে হইছে !:#P !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম , উনিই মধ্যমণি !
ব্লগ ডের শুভেচ্ছা।
মিসির আলীর ছবি মিসাইতেছি :)

১৭৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রোদেলা, জেরিফ চিনলাম না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: রোদেলা আপু কিছুটা অনিয়মিত সম্ভবত।
এই নেন জেরিফের ব্লগ লিঙ্ক
http://www.somewhereinblog.net/blog/jerif007

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগার রোদেলা আপুঃ
http://www.somewhereinblog.net/blog/Rodela77

১৭৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

দুরন্ত সাহসী বলেছেন: শোভনকে অসংখ্য ধন্যবাদ পোস্টের জন্য

পরিবেশ বন্ধুকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে

সবার সুন্দর অংশগ্রহন মিস করলাম

সবার জন্য আন্তরিক শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১৭৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

অস্পিসাস প্রেইস বলেছেন: এদেশে ব্লগার সংখ্যা লক্ষাধিক। তাদের ৯৯.৯৯% ই সাধারন মানুষ।

এই সাধারন মানুষ কারা জানেন? আপনার বাড়ির সামনে দিয়ে যে মধ্যবয়স্ক লোকটি প্রতিদিন কাঁধে টিফিন বক্স নিয়ে অফিসে নিচু মাথায় হেটে যান সে। আর কে জানেন? আপনার বাসার নিচের ফ্ল্যাটে যে নারী তার শিক্ষা,ক্যারিয়ার, আকাশ ছোঁয়ার স্বপ্ন সব নিজ সংসারের জন্য বিলিয়ে দিয়েছেন সে। এখানে আরো আছে আপনার পাড়ার মেসের ছেলেটি যে তার কষ্টের কথা কখনো মা বাবাকে বলে না। আমেরিকায় থাকা ছাত্রটি টেলিফোনে বলে না সেখানকার বাঙ্গালি মধ্যবিত্ত ছাত্রের বাস্তবতা, কিংবা মধ্যপ্রাচ্যের শ্রমিকটি তার গ্রামে ফেলে আসা বউকে বলেনা তার হাড় ভাঙ্গা পরিশ্রমের কথা।
তারা কোথায় কথা বলে জানেন? এই ব্লগে। এখানে কর্মজীবী সেই মানুষটি বাসায় ফিরে লুঙ্গি পড়ে ছোট মেয়েটিকে কোলে নিয়েই ব্লগ লিখতে বসে যান। ভাঙ্গা ভাঙ্গা হাতে কীবোর্ডে আঙ্গুল চালিয়ে আপনমনে জীবন লেখে যান। প্রবাস জীবনে সময় মানে যেখানে ডলার বা রিয়াল, তবু সেই ছাত্রটি বা শ্রমিকটি অর্থের উপরে নিজের মন আর বিবেককে স্থান দেন, সময় বাঁচিয়ে ভাবনার প্রকাশ ঘটান এই ব্লগে। বাংলার পথে পথে বেড়িয়ে আসা তরুণটি ঘরে ফিরে বিশ্রাম না নিয়েই লিখতে থাকেন বাংলা মায়ের গল্প, যেন আমরা সবাই দেশকে নিয়ে গর্বিত হই।

ফ্ল্যাটের সেই নারীর ভিতরের মানুষ বেচে থাকে ব্লগে। এখানে তিনি সাধারন ডাল ভর্তার রেসিপি থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পর্যন্ত লিখে ফেলেন, আলোড়িত করে দেন সবাইকে । ব্লগে কোন নারী তার রুপ দিয়ে নয়, মনের আলো দিয়ে চারদিক আলোকিত করেন। এখানে চল্লিশরধ নারীরাও আপন দ্যুতিতে তরুণদের যে শ্রদ্ধা ও ভালোবাসা পান তা দেখে যেকোনো তরুণী মডেল হিংসায় জ্বলবে। এখানে অফিসের বস না হয়েও একজন প্রবীণ ব্লগার আকুণ্ঠ সম্মান পান । গ্রামের ছেলেটি তার টেকি পোস্ট নিয়ে পাল্লা দেন শহরের ছেলের সাথে। মফস্বলের গৃহবধূ সবাইকে চমকৃত করেন সংসার নিয়ে তার বুদ্ধিদিপ্ত টিপস দিয়ে!

বাংলা ভাসার প্রথম এবং সবচেয়ে বড় বাংলা ব্লগ ব্লগ somewhereinblog টিও কিন্তু একজন নারীর হাতে গড়া!

সাধারন মানুষ কখনো সমাবেশে বক্তব্য দিতে পারেন না। সাংবাদিক সম্মেলন করেন না। টিভির টক শোতে তাদের জায়গা হয় না। একজন সাধারন মানুষের পরামর্শ কখনো পত্রিকায় হেডলাইন হয়না। তার গল্প কবিতা পৌছায় না কোন পাবলিশারের কাছে। কিন্তু তার সব আবেগ স্থান পায় এই ব্লগে। তার বিবেক লক্ষ বিবেকের সাথে যূথবদ্ধ হয় এই ব্লগে।

তাদের লেখা পড়তে পড়তে একজন যুবক সিগারেট ধরাবার কথা ভুলে যায়। সাইবার ক্যাফেতে পর্ণ দেখতে আসা কিশোরটি ব্লগে এসে হারিয়ে যায় জ্ঞ্যানের রাজ্যে।

আসুন সম্মান করি এই ব্লগারদের। গল্প কবিতা থেকে শুরু করে ঘরের সুচ থেকে মঙ্গল গ্রহের রকেট, কিংবা হর্তা-কর্তাদের হাড়ির খবর সবই এখানে তারা শেয়ার করেন। টাকার বিনিময়ে না, স্বার্থের বিনিময়ে না, বরং মনের তাগিদে ভালোবাসা ছড়াতে তারা এখানে আসেন। তারা দিনের পর দিন ধরে একটা লেখা লিখেন, পোষ্টের পর অনেক পরিশ্রমের সে লেখা হয়তো অন্য লেখার ভিড়ে ১ ঘণ্টাতেই হারিয়ে যায়। তবু তাদের তৃপ্তি কখনো কমে না।

এই ব্লগারদের কেউ না কেউ এই মুহূর্তে আপনার আশে পাশেই আছেই। চেনার দরকার নেই।তার জন্য আপনি চোখ বন্ধ করুন, বুকে হাত রেখে মন থেকে বলুন, “ অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা ” .....

- অস্পিসাস প্রেইস।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার বলেছেন ।
ব্লগ ডের শুভেচ্ছা।

১৭৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
কেউ আছে???

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: সবাই ছিল :)
এখনো আছে ।

১৭৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অস্পিসাস প্রেইস বলেছেন:


মেজাজটা কেমন লাগে একটা পাবলিক নাই। সামুর সার্ভার, তোকে একবার পেলেই হয়। মার একটাও মাটিতে পরবেনা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আজকেও আড্ডা হবে অনলাইনে।

১৭৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

একজন আরমান বলেছেন:
আমার জীবনের স্মরণীয় একটা দিন ছিল গতকাল। প্রচন্ড জ্বর থাকার কারণে সকালে অফিসে যেতে পারিনি। শরীরের সাথে মনের স্বাভাবিক সম্পর্কের কারনেই মন মেজাজ খারাপ ছিল। কিন্তু বিকেলে ব্লগ ডে তে গিয়ে মনটা ভালো হয়ে গিয়েছে। পরিচয় হল এম মশিউর, জেরিফ, মোমের মানুষ আর সোহেল ভাইয়ের সাথে। দেখা হল আমার প্রিয় তিন প্রানী থুক্কু ব্লগার মাগুর, কুনোব্যাঙ আর খাটাস এর সাথে। আরও দেখা হল স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, কাণ্ডারি ভাই, সাবির ভাই, অপু ভাই, কা_ভা ভাই, জনি ভাই, এপোলো ৯০, চিরতার রস ভাই, মাহতাব, সেলিম ভাই এর সাথে।

দেখা হল নীল'দা, রোদেলা আপু, দুর্জয় ভাই, আলাউদ্দিন ভাই, শরৎ'দার সঙ্গেও।

ব্লগ ডে'র স্পেশাল আকর্ষণ ছিল আমার খুব প্রিয় ব্লগার, বিশিষ্ট গবেষক, পরিবেশবিদ, অনলাইন এক্টিভিস্ট (লাইভ), সাহিত্যিক ও কবি জনাব পরিবেশ বন্ধু। তার স্বরচিত কবিতা ও গান ছিল অসাধারণ।

এই ব্লগ ডে তে প্রথম কোন মাল্টি নিকের সাথে পরিচয় হল। যার নাম হল ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার, যার আসল পরিচয় পাওয়া যায় নি !

শরৎ দা আগামী দশ বছরের জন্য গ্রুপ ভাগ করলে আমি একজন আরমান "আলু গ্রুপের" একজন স্বতন্ত্র মেম্বার হিসেবে ঘোষিত হই। একারণে আমি খুবই গর্ববোধ করছি। কারণ আলু এমন একটি খাবার যা সব তরকারিতেই গ্রহণযোগ্য আই মিন অলরাউন্ডার ! ;)

সব শেষে ব্লগার কাণ্ডারি অথর্ব আর এহসান সাবির ভাইকে আপ্যায়নের জন্য ধন্যবাদ। :)

ও গতকাল বরিশাইল্লা অদ্বিতীয়া আমি আপুকে মিস করেছি। ভেবেছিলাম মিরপুরের বাসিন্দা হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: তোর চমৎকার কমেন্টে প্লাস আরমান !

১৭৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

মামুন রশিদ বলেছেন: ঐতিহাসিক ছবি ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: তা আর বলতে !

১৮০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

তওসীফ সাদাত বলেছেন: এতো দূর !!! ক্যামনে যাই :(

মিসড্‌ ইট্‌ :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: করুণা হচ্ছে । আসলে ভালো হইতো , দূরত্ব জয় করলে ভালো কিছু পাওয়া যায়।
ব্লগ ডের শুভেচ্ছা।

১৮১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

একজন আরমানের আত্মা বলেছেন:
আমার নাম নাই কেন ভাই? আমাকে কি আপনার বল্গার মনে হয় না? X(X((

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: না , আত্বারা কিভাবে ব্লগার হয় । দূরে থাকেন।

১৮২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

দূষ্ট বালক বলেছেন: আমি কিন্তু মাল্টি নিকে সেখানে ছিলাম, কেউ আমারে চিনে নাই হ্যা হ্যা হ্যা...... কি কন আরমান ভাই?

আপনার ফেসবুকে অনেক মডেল ছবি দেখি , এখন বাস্তবেই আপনাকে মডেল মডেল মনে হয়। আপনের কিন্তু পাম দেই না আবার ফুইলেন না।
আলু সম্রাট আরমান ভাইয়ের জন্য কিছু আলু গিফট.........

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ;)

দুর্দান্ত কমেন্ট ।
আলু খান
ভালো থাকুন
ভাতের পাশে আলু রাখুন ।

১৮৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হুম, মৌজ মাস্তি চরম হইসে বুঝা যায়! সবাইরে একসাথে দেইখা জ্বইলা-পুইড়া খাক হইতে লাগসিলাম, শীত কাল বইলা বাঁইচা আছি! :)

আমার তো মনে হইতেসে পরিবেশ বন্ধু এখন সামুর সবথেকে সেলিব্রিটি ব্লগার, উনার সাথে দেখা হইলে প্রত্থম একখানা অটোগ্রাফ বাগিয়ে নিতে চাই! উনারে তো লাগতেসে সেইরাম! :-B

আমরা যশোরবাসি আজ বিকালে আনন্দ নিকেতনে বসবো!

সবার জন্য রইলো ভালোবাসা!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: জম্পেশ আড্ডা হইছে কবি। :)

পরিবেশ বন্ধু নিজের লিখা গান গেয়ে ও কবিতা আবৃতি করে শুনিয়েছেন।

রাতে উনার লাইভ সাক্ষাৎকার নিয়ে স্বপ্নবাজ অভির একটা পোষ্ট আসছে।


আর আপনাদের যশোরের পোষ্টের অপেক্ষায় রইলাম।

১৮৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

সায়েম মুন বলেছেন: সেইরাম জম্পেস আড্ডা হৈছে দেখা যায়। অখন তো আবসোস হচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: জম্পেস মানে সেইরম আড্ডা।

সবার কপালে সব কিছু থাকেনা মুন ভাই ;)

১৮৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আড্ডা আমি খুব বালা পাই, কিন্তু আমি ঢাকার বাইরের পাবলিক।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অনলাইনে আড্ডান তাহলে।


ব্লগ ডের শুভেচ্ছা!!!

১৮৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

খাটাস বলেছেন: বেশ অসামাজিক প্রানি হউয়া সত্তেও এই আড্ডা টায় সাহস করে গিয়ে বুঝলাম, জীবনের প্রথম আমার সাহস কাজে দিল। অসাধারন মানুষগুলোর সান্নিধ্য পেয়ে যেমন অনেক ভাল সময় কাটালাম, শিখলাম অনেক কিছু, প্রান খোলা হতে। কাণ্ডারি ভাই সহ সকল আয়োজক দের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমিন ভাই দেরিতে আসায় জাতি রাগান্বিত। অপারেটর লাইভ শোভন ভাই, অতি সুন্দর লেখ্য উপস্থাপনা। অভি ভাই বন্ধুর সাক্ষাতকার টা তাড়া তাড়ি দেন।
ওই আলু.।.।.।.।। ভাই ;) তুমি একটা মাল্টি খুলি ফেল আলু নামে । তোমার আদর্শ প্রচার করবা ;)
অনলাইনের মানুষ গুলো বাস্তবে আর ও বেশি আন্তরিক। আড্ডায় উপস্থিত হতে পেরে নিজে কে ধন্য মনে করছি।



বি দ্র ঃ পরিবেশ বন্ধু যাওয়ার আগে নিজে থেকে আমার সাথে হাত মিলিয়েছেন। বিরাট ব্যাপার :D

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
সাহস করে আগালে সব কিছুতেই ভাল কিছু পাওয়া যায়।

ধন্যবাদ খাটাস আমাদের সাথে আড্ডায় যোগ দেওয়ার জন্য।

ব্লগ ডের শুভেচ্ছা!

১৮৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু
স্বাগতম সবার তরে
যারা অংশ নাও নাই
তাদের জন্য শুভকামনা অন্তরে

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: যারা অংশ নাও নাই তাদের জন্য শুভকামনা ।

১৮৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পিক শো করছে না। পিক শো না করলেও ব্যাপার না। গতকালের আড্ডার স্মৃতি এখনো ক্বলজ্বলে এবং আরো অনেক অনেক দিন মনে থাকবে। এমন একটা চমৎকার আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার অংশগ্রহণে খুবি খুশী হয়েছি।

ছবি দেওয়া হয়েছে। আশাকরি সমস্যার সমাধাণ হলে ছবি দেখতে পারবেন।

১৮৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

জেরিফ বলেছেন: সকালের ঘুম টা ভেঙ্গে ছিল দুপুর ১ টায় , আমার যথারীতি অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠেই ল্যাপটপ টা অন করে ফেবু এবং সামু তে ডু মারা । দু দিন আগে কান্ডারী অথর্ব ভাইয়ের একটা লেখা দেখলাম মিরপুরের ব্লগার দের নিয়ে ব্লগ ডের আড্ডা হবে , মনে মনে খুশি হলাম অনেক দিন এই পরিবারের সাথে যুক্ত কখনো কারো সাথে আলাপ বা আড্ডা কিছুই হয়নি হয়ত এবার সেই আশা টা পুরন হতে যাচ্ছে । মনের মধ্যে অস্পর্শি ভালো লাগা নাড়া দিয়ে যাচ্ছে । নিজের কাছে খুব মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল যে অনেকে আসবেন যাদের লেখায় পড়েছি ,এবং তাদের একটা ছবি কল্পনায় একেছিলাম হয়ত তার বাস্তব রুপ আজকে দেখতে পারবো ।

বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম ইসিবি ক্যান্টিনে । জায়গা আমার চেনা বলে সমস্যা হয়নি , এর আগেও ওখানে গিয়েছিলাম অনেকবার । কান্ডারী ভাইয়ের লোকেশান অনুযায়ী ইসিবি ক্যান্টিনের সামনে একটা টেবিল এ বসলাম । আশে পাশে ব্লগার দের খুজতেছি কাওকে দেখছিনা , ভাবলাম হয়তো আমি আগেই চলে এসেছি কিন্তু বিপত্তি বাদলো অনেক্ষন অপেক্ষা করে কাউকে দেখতে না পেয়ে , এদিকে আমি হোস্ট এর নাম্বার টা নিতে ভুলে গেছি ।মাথা টায় বিগড়ে গেল । মোবাইলে সাথে সাথে এমবি কিনলাম , আরেক ঝামেলা নেট টা অনেক স্লো লোডিং হছে তো হচ্ছে , মনে হচ্ছে এই লোডিং আর শেষ হবে না মেজাজ আরো খারাপ । এর মধ্যে আমার সামনে এক রুপবতীর আগমন সাথে বয়ফ্রেন্ড । বালিকা আমার দিকে মুখমুখি বসা । আমার আর তার মাঝে চোখাচোখি হচ্ছে একটা একটা শরীরী বাধা যা আর কেউ নই তার ই মজনু । বালিকার সে দিকে থোডায় কেয়ার । ব্যাপারটা এডিয়ে যাবো কিন্তু পারলাম সময় যে খারাপ তখনো লোডিং চলছে । কি আর করা আমিও তাহার পানে দর্শনে শামিল হলাম । ভালোই চলছিলো মেজাজ টাও এখন নেই বললেই চলে কারন কান্ডারী ভাইয়ের নাম্বার টা সংগ্রহ করলাম কিন্তু কল দিতে ইচ্ছে হচ্ছে না কারন আমি তখনো বালিকার পানে তাকিয়ে মুগ্ধতায় ডুবে আছি । এদিকে সন্ধ্যা হয়ে আসছে নাহ আর মুগ্ধ হওয়া যাবেনা । কল দিলাম কান্ডারী ভাই কে -___ বললো অনারা এসিবির উল্ট পাশে আছে । যোগ দিলাম কিছু উদ্দমী তারুন্য প্রান চঞ্চল ব্লগার দের সাথে , একে একে পরিচয় হলো কান্ডারী, স্নিগ্ধ শোভন, মাগুর, সোহেল হোসেন, কুনোব্যাঙ, খাটাস, স্বপ্নবাজ অভি, একজন আরমান, পরিবেশ বন্ধু, এম মশিউর, জনাব মাহবুব , সেলিম আনোয়ার , কাল্পনিক ভালোবাসা সহ আরো অনেক ।

সবার কথা শুনছি আর মুগ্ধ হচ্ছি , যারা কিবোর্ড এ ভিবিন্ন ভাবে সমাজ এর চিত্র ,মানুষের স্বপ্ন,দেশের রাজনীতি, কবিতা , গল্প , লিখেন তারা বাস্তবে কতটা স্বাভাবিক সহজ সরল আড্ডা প্রিয় সত্যি অসাধারন লাগছে এবং নিজের কাছে গর্ব হচ্ছে যে আমিও এই পরিবারের একজন সদস্য । অনেক আড্ডা হলো কবিতা আবৃতি হলো , গান হলো , খাওয়া হলো মনে হচ্ছিল এই আড্ডা চলতেই থাকবে যার শেষ বলে কিছু নেই ,সত্যিই নেই কেননা এখান থেকে তো আবার অনেকের সাথে নতুন করে পথচলা নতুন করে ভাবা নতুন করে স্বপ্ন দেখা যা কিবোর্ডে উপর একটু চাপে চলতে থাকবে অনধি ।

যেহেতু ব্লগ ডে তাই যথারীতি কেক কাটার আয়োজন করা হলো । যার কারনে আমাদের প্রান চাঞ্চল্য তা আরো কয়েক গুন বেড়ে গেল। অনেক মজা করে সবাই কেক টা কে হজম করে আবার আড্ডা য় মেতে উঠলো । আড্ডায় ভিবক্তি করে দিল অন্য মনষ্ক শরৎ দা । যার কারনে আড্ডা টা মনে হচ্ছিল তীব্র থেকে আরো তীব্রতর হয়ে গেছে অনেক মজা হলো ।
শরৎ দা সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বললেন যা আমাদের জন্য খুব ই গুরুত্ব পুর্ন ছিল ।

শীতের তীব্রতার সাথে সাথে সবাই এক এক করে বিদায় নিলো , আসলেই এই বিদায় কখনো বিদায় বলে সম্বোদিত হবে না কারন কিবোর্ডে লেখনীর ছন্দে আড্ডা বয়ে চলছে চলবে ।



পুনশচ : আমার জীবনের এই আনন্দঘন মুহুর্তের জন্য সকল ব্লগার দের জানায় আমার শ্বশ্রদ্ধ ভালবাসা ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: আসার জন্য ধন্যবাদ!!

ব্লগ ডের শুভেচ্ছা!!!

১৯০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

এহসান সাবির বলেছেন: পরিবেশ বন্ধু'র ঐ ছবিটা কিন্তু এপিক একটা ছবি........ কাণ্ডারি ভাই কে ধন্যবাদ ছবিটা তুলবার জন্য।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: কাণ্ডারি ভাই কালের সাক্ষী হয়ে থাকার মত একটা ছবি তুলেছেন। :)

১৯১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: মিস্করলাম এবার :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: তন্ময় ভাই আমরাও আপনাকে অনেক মিস করেছি। ব্লগ ডের শুভেচ্ছা!!!

১৯২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা ও অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা!!!

১৯৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ জমজমাট আয়োজন হয়েছে।

শুভেচ্ছা রেখে গেলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা!!! প্রিয় গল্পাকার।

১৯৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

খন্দকার আরাফাত বলেছেন: আপনার পোস্টের কোন মন্তব্য কি ডিলেট করা হয়েছে ?

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি কোন কমেন্ট ডিলিট করিনি।

১৯৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

বোধহীন স্বপ্ন বলেছেন: অন্যমনস্ক শরৎ দা তাহলে মডু? জানা ছিল না। যাক তেল মারার একটা জায়গা পাওয়া গেল... =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: তেলের পাম্প কিনেন , তেল দেয়ার জন্য ;)

১৯৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: ঐ মিয়া নিজে মাইয়া গো সাথে ফটো খিচো, আমার ফটো কৈ??

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার সাথে মেয়েরা দাড়াই না ছবি দিবো কোত্থেকে ;) B-))

১৯৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

জনাব মাহাবুব বলেছেন: আমার কাছেও অনেক ছবি আছে ;) ;) ;) ;)


ব্যস্ততার কারনে ছবিগুলো নিয়ে একটি পোষ্ট দেওয়ার সময় করে উঠতে পারছি না। :( :( :(


সবার জন্য শুভ কামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার কাছে এপিক কিছু ফটু আছে, জলদি পোস্টান। B-)

১৯৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

হাবিব০৪২০০২ বলেছেন: আপনাদের সবাইকে দেখে ভাল লাগলো

স্নিগ্ধ শোভন ভাইকে ধন্যবাদ ছবি আপলোড করে এসুযোগ করে দেওয়ার জন্য

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

ব্লগ ডের শুভেচ্ছা!!!

১৯৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

একজন আরমান বলেছেন:
লিংকট এড করে দে -

Click This Link

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: এড করে দিয়েছি।
থেঙ্কু।

২০০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মিরপুর স্মরণীয় হয়ে থাকবেরে শোভন!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: তোর মনে মিরপুর স্মরণীয় হয়ে থাকার কি কি আছে ? ;)

২০১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

অদ্বিতীয়া আমি বলেছেন: বটবৃক্ষ আপু > অনেক স্যরি :( উপরে কমেন্টে তোমাকে বলতে যেয়ে ভুলে শুঁটকি আপুকে অ্যাড্রেস করেছি ।

আরমান > মিরপুর বলেই ভেবেছিলাম যেতে পারব । মিস করলাম প্রোগ্রাম টা এবং সবাইকে :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: মিরপুরে থেকেও আড্ডায় অংশগ্রহণ না করায় আপনারে মাইনাচ /:) :-<

২০২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪

আমিনুর রহমান বলেছেন:




ইশ! আড্ডা না গিয়ে কি মিস করলাম :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম ! আপনারে মিস করছি । :(
কিন্তু আপনার জীনের সাথে ভালই আড্ডা দিয়েছি কিছুটা সময় ;)

২০৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: দূর......!!! আমার একটাও ভালো ছবি নাই...!!! আমি এই পোস্টে কমেন্ট করুম না...!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
কে বলেছে আপনার ভাল ছবি নাই? উনাকে ধরে আনুন ;) :P

কত সুন্দর সুন্দর ছবি আছে আপনার। কাণ্ডারি ভাই ও আমিন ভাইর সাথে ছবিটা একটা এপিক ছবি। বাঁধিয়ে রাখার মত।

২০৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
@রুপমঃ
ভাই আমার তুই এত্তগুলা ভালো। আমার যে শীতের কাপড় নাই এইটা কেবল তোর চোখেই পড়লো ! একটা ব্লেজার কিনে পাঠিয়ে দে না ভাইয়ের জন্য ! ;)

@ দুষ্ট বালকঃ
ভাই আপনার আলুয়িয় ভালোবাসা দেখে আমার চুখে পানি আইসা গেছে। হ্যাচ্চো...

@খাটাসঃ
ওই ছ্যামরা আমারে কি তোর মাল্টিবাজ মনে হয়? ( মেজাজ খ্রাপ করার ইমু হপে )

@ দেশীপুঃ আপনারে মাইনাচ ( ঘুমের ইমো হবে )

@ সাবির ভাইঃ আপনাকে চেনা চেনা লাগছে ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

২০৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: কিছু কমু না, অধিক শোকে পাথর হইয়া গেলাম শোভন ভাইয়া :-< /:)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: কেনু কইবা না? :||

কইতে থাক । আড্ডায় না আসতে পারলে কি হইছে এখানে আড্ডা দাও সবার সাথে।

ব্লগ ডের শুভেচ্ছা!!! !:#P !:#P !:#P

২০৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

বটবৃক্ষ~ বলেছেন: @অদ্বিতিয়াঃ হাহাহাহ!! আমি বুঝে নিয়েছি!! :)

@শোভন:
তোকে স্পেশালি আরেকটা থ্যাংস দেয়ার জন্যে আর কমেন্টগুলো পড়তে আবার আসলাম!! :)
থ্যাংক্যু!! :) :) :) মেলা কষ্ট করেছিস অনেক দ্বায়িত্বশীলতার সাথে!!
তবে কান্ডারি ভাইয়ের আর অনেকেরই ভলো ছবি দিসনাই! /:) /:) ছবি সিলেকশানের জন্যে ওখানে আমার থাকা দরকার ছিলো বুঝতে পারতাসি!! ;) ;) 8-| :#) :P

@ নাইয়াদ তোকে সুন্দর লাগছেরে !!! :>
রোদেলা আপিকেও!!! :)


ফাইনালি কান্ডারি ভাইয়াকে সবচে বেশি ধন্যবাদ !!
অনেক কষ্ট করে সবাইকে অর্গানাইজ করবার জন্যে!!! আর আপনার ফোন না পেলে একজন জীবনেও যেতনা ওখানে!! :( আমার কথার কোন মূল্যনাই!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!! তুই থাকলে ভাল হত!

8-|

২০৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

একজন আরমান বলেছেন:
@বটঃ
আর কাণ্ডারির ফোনের পেছনে যার হাত ছিল, যার কাছ থেকে নাম্বার নেওয়া হল তারে কোন ধন্যবাদ দিলেন না !

আপনে এত্তগুলা পচা। /:) /:) /:)

২০৮| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৩০

অদৃশ্য বলেছেন:






গুম হয়ে গেলেন দেখছি !


ভালো থাকুন... লিখা দিন
শুভকামনা...

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: গুম হয়ে যায়নি। বাবার অসুস্থতার কারণে একটু আড়ালে চলে গিয়েছিলাম।

সময় করে লিখা দিবো। ভাল থাকুন নিরন্তর। শুভ কামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.