![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে ।
প্রিয় ব্লগার আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। ইতিমধ্যেই প্রত্যেক বাঙ্গালী পরিবারে নববর্ষকে বরণ করে নেয়ার ধুম পড়েছে। আপনিও নিশ্চয়ই এর বাহিরে নয়। পরিবার ও প্রিয়জনদের সাথে নতুন বছরকে আনন্দের সাথে বরণ করে নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।
প্রিয় ব্লগার আপনারা ইতিমধ্যে জানেন “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি শ্রদ্ধেয় ও আমার অতি পছন্দের প্রিয় ব্লগার মামুন রশিদ । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
প্রিয় ব্লগার আপনাদের সামনে প্রথমে শ্রদ্ধেয় ব্লগার মামুন রশিদের সাথে আমার কিছু কথোপকথন তুলে ধরলাম।
১) মামুন ভাই “শুভ নববর্ষ”। আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছেন?
মামুন রশিদঃ আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা শোভন । হ্যাঁ, আমরা সবাই ভালো আছি ।
২)পহেলা বৈশাখ উপলক্ষে অন্তরঙ্গ আলাপনের এই আয়োজনে এসে কেমন লাগছে?
মামুন রশিদঃ সত্যি করে বলব ? কিছুটা সংকোচ, বিব্রত আর বিপন্ন লাগছে ! ভয়ও পাচ্ছি ! যাইহোক, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ।
৩) সামুর সাথে আপনার পরিচয় কিভাবে?
মামুন রশিদঃ ফেবুতে ছিলাম, বাস্তবের বন্ধু বান্ধবীদের সাথে তুমুল আড্ডা দিতাম । মাঝে মাঝে জ্বালাময়ী নোট লিখতাম, কখনো টুকটাক মুভি রিভিউ । মুভি নিয়ে সার্চ দিলে গুগলমামা সামুর পোস্ট এনে হাজির করতো । সেখান থেকেই সামুতে আসা ।
৪) সামু আপনার জীবনের সাথে কতটুকু মিশে আছে?
মামুন রশিদঃ আমার পরিবার, আমার চাকুরী আর সামু- এই এলাইমেন্ট এখন আমার জীবন । সূতরাং বুঝতেই পারছেন..
৫) ভাবী ও সামুর সাথে কোন দুঃসম্পর্ক আছে কি? ব্লগিং করাটা ভাবী কিভাবে দেখেন?
মামুন রশিদঃ সামুতে আসার আগে যখন ফেবুতে খুব সময় দিতাম, তখন থেকেই সে ফেডআপ । তবে সন্ধ্যার পর টিভি সিরিয়ালের সাথে আমার ব্লগিং কাটাকুটি হয়ে যায়..
৬) প্রত্যেকটা মানুষের জীবনের দর্শন আলাদা , আপনার জীবনের দর্শন কি?
মামুন রশিদঃ আমার জীবন দর্শন খুবই সিম্পল । জীবনটা হলো টেস্ট ম্যাচ, অনেক ধৈর্য্য আর মনসংযোগ নিয়ে লেগে থাকতে হবে । হয়ত তাৎক্ষনিক অনেক সাফল্যই আপনি পাবেন না, কিন্তু হতাশ হওয়া যাবেনা । আর এভাবেই একটা সময় পরে দেখবেন আপনি সম্মানজনক স্কোর করে বসে আছেন ।
৭) ব্লগিং করতে এসে আপনার জীবনের কোন কিছুর কি পরিবর্তন ঘটেছে?
মামুন রশিদঃ অবশ্যই । প্রথমেই ধরুন ভুড়ি! ব্লগিং করতে এসে ইঞ্চি দুয়েকতো বেড়েছেই.. !!!
৮) বর্তমান সময়কে বাংলা ব্লগিং এর ক্রান্তি কাল বলে অনেকে ভাবছেন। আপনার এ ব্যাপারে অভিমত কি?
মামুন রশিদঃ প্রত্যেকটা লাইফ সাইকেলের তিনটা স্টেজ থাকে, গ্রোয়িং-ম্যাচুরিটি-ডিক্লাইনিং । ক্রান্তি কাল বলতে ম্যাচুরিটি আর ডিক্লাইনিং স্টেজের মাঝামাঝি বোঝায় । কিন্তু আমার মনে হয় বাংলা ব্লগিংয়ের ম্যাচুরিটি স্টেজ আরো অনেক দীর্ঘ হবে, সময়ের সাথে ডাইমেনশনের কিছু চেঞ্জ হয়ত আসবে । হয়ত ব্লগিংয়ের প্যাটার্ন কিছুটা বদলাবে ।
৯) আপনি মূলত একজন গল্পকার। বর্তমান সময়ে ব্লগে যারা লিখছেন তারা কি ধরণের গল্প লিখছে? আপনি তাদের লেখাকে কিভাবে মূল্যায়ন করেন?
মামুন রশিদঃ ব্লগে সাইকো এবং থ্রিলারধর্মী গল্পের প্রতি পাঠকের আগ্রহ বেশি । সাথে প্রেম-রোমান্স, সাইন্স ফিকশন আর রম্য গল্প প্রচুর লেখা হয় । সামাজিক এবং গ্রামীনপটভূমিতে লেখা গল্প কম আসে । ব্লগের গল্পকারদের লেখা মুল্যায়ন করতে গেলে আমাদের ধ্রুপদী গল্প এবং বর্তমান সময়ের আধুনিক গল্পের সাথে তুলনা করতে হবে । ধ্রুপদী বলতে রবীন্দ্রনাথের হাতে এটার জন্ম হবার পর হাসান আজিজুল হক পর্যন্ত সময়টাকে আমি ধরব । এই সময়ের গল্পকারেরা তাদের দেখা মানুষ, সমাজ, পরিবেশ নিয়ে অসাধারণ গল্প লিখেছেন এবং ইউরোপিয়ান ছোটগল্পের আদলে সিম্বল-ডিটেইলিং-ট্যুইস্ট এর মিশেলে দারুণ সব কাজ করেছেন । এই ধারার লেখকেরা নিজের অভিজ্ঞতা বা দেখার ভেতরে থেকেছেন এবং এই ধারার গল্পকে 'এনভায়রনমেন্টাল' বা বহির্গত সামাজিক গল্প বলা যায় । ব্লগে এই ধারায় গল্প কম লেখা হয়, যদিও আমি মনে করি এই ধারার গল্পের এখনো প্রচুর সম্ভাবনা আছে । শহীদুল জহির এবং বর্তমানের বেশিরভাগ গল্পকার 'ম্যাজিক রিয়েলিজম' এবং 'মেটাফোরিক' গল্প লিখছেন, যা মুলত 'ইন্টারনাল' বা মানুষের 'অন্তর্গত' ভাব-চিন্তা-দ্বন্দ্ব-সংঘাত কে রুপক এবং দৃশ্যকল্পের মাধ্যমে দারুণ ভাবে ফুটিয়ে তুলে । আর এই ধারায় ব্লগের বেশ কয়েকজন গল্পকার দারুণ লিখছেন । ব্লগের এই গল্পগুলোর মান নিঃসন্দেহে মুলধারার সাথে তুলনীয় এবং কিছু কিছু ক্ষেত্রে মুলধারার গল্পকেও টপকে যাওয়ার মত ।
১০) আপনার লেখার স্পৃহা কি?
মামুন রশিদঃ স্পৃহা বলতে আমি অনুপ্রেরণা ধরে নিচ্ছি । লেখালেখির পেছনে অনুপ্রেরণা আমার দেখা মানুষ, জীবন, দৃষ্টিভঙ্গি, আমার বেড়ে উঠা এবং পাঠাভ্যাস ।
১১) আপনার প্রিয় লেখক ও কবি কে?
মামুন রশিদঃ গল্পে হাসান আজিজুল হক । উপন্যাসে শওকত ওসমান, আক্তারুজ্জামান ইলিয়াস । নাটকে সেলিম-আল-দীন । কবিতায় রবীন্দ্রনাথ, নজরুল, নির্মলেন্দু গুন, রুদ্র, আবুল হাসান, হেলাল হাফিজ, সুনীল, শক্তি, বিষ্ণু দে, ।
১২) আপনার প্রিয় পাখী, ফুল, রং ও খাওয়ার কি?
মামুন রশিদঃ সব পাখি । সব ফুল । সাদা এবং বেগুনী রঙ । আতপ চালের ভাত, সাথে আলু ভর্তা, ডিমভাজি, ঘন ডাল ।
১৩) আপনি কোন গান ও কার গান শুনতে পছন্দ করেন?
মামুন রশিদঃ জীবনের একেক সময়ে একেক শিল্পীর গান ভালো লেগেছে । এখন শুনি জলের গান আর হাছন গীতি ।
১৪) সামনে ফুটবল বিশ্বকাপ । আপনি কোন দল সাপোর্ট করেন?
মামুন রশিদঃ ছিয়াসি'র ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনার পাঁড় ভক্ত ছিলাম । ৮৯-৯০ থেকে প্রতিটা বিশ্বকাপে কমলা রঙ (হল্যান্ড) কে সাপোর্ট দিয়েছি । কিন্তু কিছুতেই কিছু হয়না, তাই গত বিশ্বকাপ থেকে আবার মেসি'র আর্জেন্টিনায় ফেরত এসেছি ।
১৫) আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
মামুন রশিদঃ অনেকেই ।
১৬) দেশ নিয়ে আপনার ভাবনা কি?
মামুন রশিদঃ আমি আশাবাদি মানুষ । তাই শত হতাশার মাঝেও বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি । উই শেল ওভারকাম, ওয়ান ডে..
১৭) বাংলা ব্লগের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন?
মামুন রশিদঃ আমি বাংলা ব্লগের উজ্জ্বল সম্ভাবনা দেখি । এখানে যে কোন বিষয়ে বিস্তৃত পরিসরে লেখা বা আলোচনা করা সম্ভব । ফেবু'র চটুল স্ট্যাটাসের বিপরীতে এখানে চলমান দেশীয় এবং বৈশ্বিক সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে তথ্যপূর্ণ-গঠনমূলক আলোচনার সুযোগ অনেক বেশি । ব্লগের 'কোর কমপিটেন্সি' হলো এর 'নাগরিক সাংবাদিকতা' এবং সাহিত্য । আর 'পোস্ট সংরক্ষণ' থাকার কারণে ব্লগ হয়ে উঠেছে বিশাল অন্তর্জালিক গ্রন্থাগার ।
................................................................................................................................................................................................................................
প্রিয় ব্লগারের কথোপকথন দেখে আপনারও কিছু জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। হওয়াটাই স্বাভাবিক। আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় ব্লগার মামুন রশিদ । পুরো ব্যাপারটাই লাইভ।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও ,) ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!!
প্রথম কমেন্টের জন্য আপনার জন্য চকলেট উপহার
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন ভাই নববর্ষের শুভেচ্ছা !
শোভনকে ধন্যবাদ বিশেষ দিনে প্রিয় ব্লগারকে নিয়ে আসায় !
মামুন ভাই জেনে ভালো লাগলো আপ্নিও আর্জেন্টিনার সমর্থক !
আবার আসবো !
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!!
তুই আসলেই একটা গেলু তুই আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাস নাই
৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
মামু চাচ্চু, হাডুডু ?
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা মুন!!!
৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ মামুন ভাই।
শুভ হোক নববর্ষ শোভন ভাই।
শোভন কে ধন্যবাদ সুন্দর আয়োজনে ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা সাবির ভাই!!!
৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি প্রিয় ব্লগার।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: আমারও প্রিয় ব্লগার।
আমি কি আপনার অপ্রিয় ব্লগার?
৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: প্রশ্ন- আপনার ব্লগ একাউন্ট কিসের সাথে বিনিময় করতে পারবেন?
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা হামা ভাই!!!
৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
নিশাত তাসনিম বলেছেন: চমৎকার একজন অতিথি । প্রিয় ব্লগার মামুন ভাই এর জন্য শুভ কামনা।
মামুন ভাই @ বাচ্চা গুলো মাশা আল্লাহ অনেক কিউট । তাদের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য দোয়া রইলো।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নিশাত!!!
৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: নিষ্ঠা এবং ধারাবাহিকতার সাথে ব্লগারদের নিয়ে 'অন্তরঙ্গ আলাপন' চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনার 'স্পেশাল থ্যান্কস' প্রাপ্য । আর এরকম একটা আয়োজনে আসতে পেরে আনন্দিত বোধ করছি ।
নববর্ষের শুভেচ্ছা শোভন । আপনার মাধ্যমে সামহোয়্যারইনের সকল ব্লগারদেরও জানাই "শুভ নববর্ষ" ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। আপনাদের সহযোগিতা ও উৎসাহ ছিলো বলেই অন্তরঙ্গ আলাপন চালিয়ে যেতে পারছি । আর আপনার স্বতঃস্পুর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভ নববর্ষ !!
৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: জীবনটা হলো টেস্ট ম্যাচ, অনেক ধৈর্য্য আর মনসংযোগ নিয়ে লেগে থাকতে হবে । হয়ত তাৎক্ষনিক অনেক সাফল্যই আপনি পাবেন না, কিন্তু হতাশ হওয়া যাবেনা ।
কথটির এক কপি আমার নিজের জন্য নিয়ে গেলাম।
কোন প্রশ্ন করছিনা শুধু বলছি প্রিয় মামুন ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ প্রিয় একজন বড় ভাই। এবং যা শুধু নাম বা ভার্সিটির ঐক্যের জন্যই নয়।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
১০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭
না পারভীন বলেছেন: শুভ নববর্ষ মামুন ভাই ।
শুভ নববর্ষ শোভন ।
মামুন ভাই এর লেখা , সংকোলন পোস্ট সব মিলিয়ে একজন দায়িত্বশীল ব্লগার হিসেবে সবার মনে স্থান করে নিয়েছেন । অনেক শুভকামনা জানাই ।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ আপু !!
১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। মামুন ভাইকে শুভেচ্ছা আর শোভন ভাইকে ধন্যবাদ দারুন একজন মানুষকে নিয়ে পোস্ট দেয়ার জন্য।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ সেলিম ভাই !!
১২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই সালাম ও বৈশাখী শুভেচ্ছা জানবেন। ভাবী আর বাচ্চাদের জন্য রইল অসংখ্য শুভকামনা।
আপনার কাছে আমার দুটি প্রশ্নঃ
১। ব্লগীয় পলিটিক্স সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই?
২। যখন কোন ব্লগার ব্লগিং ছেড়ে দেন তখন আপনার অনুভূতি কেমন হয় ? এই ব্লগিং ছেড়ে দেয়ার পেছনে কি কারন থাকতে পারে বলে আপনি মনে করেন ?
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ কাণ্ডারি ভাই !!
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ।
নববর্ষের শুভেচ্ছা জানবেন ।
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২২
সীমানা ছাড়িয়ে বলেছেন: মামুন ভাইসহ ব্লগের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকাল অনেক ব্লগার ব্লগ সাইটের চেয়ে ফেসবুককে ব্লগীয় ফোরাম হিসেবে ব্যবহার করছে। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?
শোভন ভাইকে ধন্যবাদ এই ব্লগাড্ডার জন্য
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪
বৃতি বলেছেন: মামুন ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। অনেক শুভকামনা তাঁর ও তাঁর পরিবারের জন্য। পরে এসে প্রশ্ন করব, এখন আপনাদের দুজনকে শুধু বৈশাখী শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা প্রিয় অভি ।
ভালো থাকবেন সব সময় ।
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
গোর্কি বলেছেন:
প্রিয় ব্লগার এবং তাঁর পরিবারের প্রতি রইল বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে পোস্টদাতাকেও বৈশাখী শুভেচ্ছা ও সাধুবাদ। ভাল থাকা হোক প্রতিক্ষণ।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
মামুন রশিদ বলেছেন: ইমরাজ কবির মুন@
দুষ্ট ছেলে! আমি আপনার 'গ্রেট ফল' (ইন লাভ) দেখার অপেক্ষায়..
নববর্ষের শুভেচ্ছা !!
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
আদনান শাহ্িরয়ার বলেছেন: শোভন আপনাকে ধন্যবাদ , এই চমৎকার সিরিজ চালিয়ে নেওয়ার জন্য । আপনাকে অধিকতর ধন্যবাদ মামুন ভাইকে নিয়ে আসার জন্য । নববর্ষের শুভেচ্ছা নিবেন ।
প্রিয় মামুন ভাই, আপনার জীবন দর্শনটা ভারি পছন্দ হয়েছে । ব্লগ নিয়ে আপনার চিন্তাও পরিষ্কার এবং মুগ্ধ করার মতো । আপনার কাছে প্রশ্ন , আপনার গল্পে কি আপনার প্রেমিকাগনকে নিয়ে এসেছেন??
নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !! আলাপনের সাথে থাকার জন্য ধন্যবাদ শাহরিয়ার ভাই।
২০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
That ain't gonna happen OLd Man !
শুভেচ্ছা শোভন, মামুনাংকেল সহ সব ব্লগারদের প্রতি ||
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।
২১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: এহসান সাবির@
নববর্ষের শুভেচ্ছা । ভালো থাকা হোক সব সময় ।
শুভকামনা নিরন্তর ।
২২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রে শোভন !
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: থেঙ্কু!
২৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭
জেরিফ বলেছেন: শুভ নববর্ষ মামুন ভাই । পরিবারের সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ।
শোভন ভাইকে ধন্যবাদ
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
২৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: এক্সট্রাটেরিস্ট্রিয়াল স্বর্ণা@
আপনিও আমার একজন প্রিয় ব্লগার । তাছাড়া আমরা যারা মোটামুটি একই সময়ে ব্লগিং শুরু করেছি- আমি, আপনি, মাক্স, কুনোব্যাঙ, তামিম ইবনে আমান- আপনাদের জন্য বিশেষ ভালোবাসা অনুভব করি ।
নববর্ষের শুভেচ্ছা ।
২৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
এম মশিউর বলেছেন: দীর্ঘ বিরতির পর ব্লগে লগিন করে প্রিয় ব্লগারকে অন্তরঙ্গ আলাপনে পেয়ে ভালো লাগলো।
মামুন ভাই, নববর্ষের শুভেচ্ছা জানবেন।
নাহ, কোন প্রশ্ন নেই; শুধু শুভকামনা রইলো।
___________________
@স্নিগ্ধ শোভন, নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
২৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: হাসান মাহবুব@
আমার ব্লগে কিছুই নাই, আছে শুধু ব্লগারদের কাছ থেকে পাওয়া ভালোবাসা । গত দুই বছরে সামুর ব্লগারদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার ব্লগে থরে থরে সাজিয়ে রেখেছি । আর এর বড় একটা অংশই আপনার কাছ থেকে পাওয়া ।
এখন বলেন, ভালোবাসা কি বিনিময়যোগ্য !!
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় ব্লগার প্রিয় গল্পকার ।
২৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে একটা পার্টি করা যায় কিনা মামুন ভাই ?
২৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: নিশাত তাসনিম@
অনেক ধন্যবাদ ভাই । আমার বাচ্চা দুটির জন্য দোয়া করবেন ।
নববর্ষের শুভেচ্ছা ।
২৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: *কুনোব্যাঙ*@
এই ব্লগে এসে কিছু ব্লগার থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি, যা অন্য কোন মিল বা নৈকট্য এই ভালোবাসার কাছে নস্যি ।
নববর্ষের শুভেচ্ছা । শুভকামনা সতত ।
৩০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
মামুন রশিদ বলেছেন: না পারভীন আপু@
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা নিরন্তর ।
৩১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬
ক্লান্ত তীর্থ বলেছেন: ধ্রুপদী বলতে রবীন্দ্রনাথের হাতে এটার জন্ম হবার পর হাসান আজিজুল হক পর্যন্ত সময়টাকে আমি ধরব । এই সময়ের গল্পকারেরা তাদের দেখা মানুষ, সমাজ, পরিবেশ নিয়ে অসাধারণ গল্প লিখেছেন এবং ইউরোপিয়ান ছোটগল্পের আদলে সিম্বল-ডিটেইলিং-ট্যুইস্ট এর মিশেলে দারুণ সব কাজ করেছেন । এই ধারার লেখকেরা নিজের অভিজ্ঞতা বা দেখার ভেতরে থেকেছেন এবং এই ধারার গল্পকে 'এনভায়রনমেন্টাল' বা বহির্গত সামাজিক গল্প বলা যায় । ব্লগে এই ধারায় গল্প কম লেখা হয়, যদিও আমি মনে করি এই ধারার গল্পের এখনো প্রচুর সম্ভাবনা আছে ।
পুরোপুরি একমত।
মামুন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, "আমার লেখায় আপনার নিয়মিত বিচরণ দারুণ অনুপ্রেরণা যোগায়।তবে আমার লেখার খুঁত কি কি?"
আয়োজনের জন্য ধন্যবাদ ব্লগার শোভনকে!
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
৩২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আরও লেখার অপেক্ষায় থাকলাম
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ নববর্ষ !!
৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: সেলিম আনোয়ার@
ভার্চুয়ালি মানুষকে জাজ করা বেশ কঠিন । তবে আমার সৌভাগ্য হয়েছে অফলাইনে আপনার মত একজন চমৎকার মানুষের পরিচিত হবার ।
ভালো থাকবেন সেলিম ।
৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
নিমচাঁদ বলেছেন: হোটেলের রুমে বসে এক ভদ্রলোকের সাথে আলাপ হচ্ছিলো । চা, কফি খেতে খেতে উনার জীবনে আকাঙ্ক্ষা গুলো কি কি শুনতে চাইলাম ।উনি বলতে লাগলেন তার জীবনের পরবর্তী আকাঙ্ক্ষা গুলোর কথা ।সব কথা গুলোর মধ্যে উনার গল্প রচনার , গল্পের বুনিয়াদ গঠনের কথা গুলো উনি খুব আগ্রহের সাথে বলতে লাগলেন ।ব্লগে উনি কিভাবে পোষ্ট করেন , তার পরে পাঠকদের প্রতিক্রিয়া তাকে কিভাবে আন্দোলিত করে কোন কিছুই তিনি বাদ দিলেন না ।ঢাকায় আসতে চান ,কিছু ছোট ছোট প্রাপ্তির জন্য তিনি মধ্য বয়সে যে আবাস পরিবর্তনের চিন্তা করছেন তাতে তার ছোট সংসারের খুব বেশী চাহিদা কিংবা আশার কোন স্থান নেই , কিন্তু তার গল্পের ভালবাসাই এ চিন্তার মূখ্য উদ্দেশ্য বলে মনে হলো । মোটামুটি ভাবে জীবন টা চলে গেলেই হলো , কিন্তু গদ্য রচনার ব্যাপারে যে সময়টুকু , যে জৈবনিক আস্থা টুকু তার দরকার ---- তার চকচকে চোখের ভিতরের ভাষা বলে দিচ্ছিলো , উনি সকল জাগতিক তৃষা শুধু সেই আস্থার ভেতরে সীমাবদ্ধ ।
এ যুগে এ রকম মোহরের মোহমুক্ত মানুষ খুব কমই দেখা যায়।আমরা সোনালী মুদ্রার পিছনে জীবন নিপাত করি আর আরেকজন মনন চর্চাকেই তার জীবনের একমাত্র কাজ বলে সকল প্রশ্নের মুখে জল ঢেলে দেন ।
মামুন ভাইয়ের সামনে , সিলেটের সেই সন্ধ্যায় , নিজেকে বড়ই বিবর্ণ মনে হচ্ছিলো ।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
নিমচাঁদ দা শুভ নববর্ষ!!!
৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮
মামুন রশিদ বলেছেন: কান্ডারি অথর্ব@
শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার । আপনার প্রশ্নের উত্তরে আমার মতামত হলো,
(১) 'চরুয়া' ইংরেজরা আমাদের সমাজে একটা কুৎসিত বিষ বিরিক্ষের বীজ ঢুকিয়ে দিয়ে গেছে । এখন আমাদের সমাজে বা রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে এই চর দখলের প্রবনতা বিদ্যমান । ব্লগে 'ভালো' লেখালেখি করে কিংবা না করেও শুধুমাত্র ইন্টারেকশনের মাধ্যমে একটা সম্মানিত অবস্থানে থাকার সুযোগ আছে । কিন্তু এই সহজ পথে না হেটে অনেকেই বলপূর্বক কিংবা 'অক্ষ শক্তি' প্রয়োগ করে ব্লগ দখল করতে চান । এই 'গ্রাম্যতা'কে আর যাই হোক 'পলিটিক্স' নামক শব্দের সাথে মেলানো ঠিক নয় ।
(২) একজন ব্লগার তার লেখালেখি এবং অ্যাটিচুডের কারনে অন্য ব্লগারের মনে জায়গা করে নেন । তাই যখন একজন ব্লগার ব্লগ ছেড়ে দেন, অন্যদের মত আমারও খুব কষ্ট হয় । যে কারনেই তিনি ব্লগ ছাড়েন না কেন, সহ ব্লগারদের কাছে ব্যাপারটা মোটেই কাম্য নয় ।
আবার অনেকে ব্যাক করতে গিয়েও সমস্যায় পড়েন । ব্লগে মোটামুটি ছয়মাস অন্তর এ্যাক্টিভ ব্লগারের সেট পরিবর্তন হয় । তাই একজন পুরনো ব্লগার একটা লম্বা বিরতি দিয়ে যখন পূণরায় ফিরতে চান, বর্তমান ব্লগারদের কাছে তিনি অচেনা থেকে যান । তার প্রতি ব্লগারদের এই নিস্পৃহতা তার অভিমানকে আরো বাড়িয়ে দেয় । তাই বিরতি দিয়ে একজন ব্লগারের ফিরে আসা খুব টাফ, তাকে নতুন করে সব কিছু আবার শুরু করতে হয় । তাই হুটহাট যারা ব্লগ ছেড়ে দেন, তাদের এই ব্যাপারটা ভেবে দেখার অনুরোধ রইলো ।
নতুন বছরের শুভেচ্ছা কান্ডারি ।
৩৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আপনার কাছ থেকে এমন একটি মূল্যবান উত্তরই আশা করছিলাম। আপনার সাথে পূর্ণ সহমত।
আর একটা প্রশ্ন আপনি যে ঘন ঘন চট্টগ্রাম যান ভাবীকে ছাড়া তার কারন কি?
৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: সীমানা ছাড়িয়ে@
ধন্যবাদ জানবেন ।
ফেবু আর ব্লগ সম্পূর্ণ আলাদা ব্যাপার । ফেবুতে কিছু চমৎকার ফিচার আছে- খুব সংক্ষেপে স্ট্যাটাস দেয়া, মনের ভাব-অনুভুতি সহজে প্রকাশ করতে পারা, তথ্য এবং রেফারেন্সের দায়ভার থেকে মুক্তি, সহজে অনেক মানুষের সাথে কানেক্টেড থাকতে পারা ইত্যাদি কারণে ফেবুর জনপ্রিয়তা ব্লগের চেয়ে অনেক বেশি ।
ব্লগ হলো অপেক্ষাকৃত বিস্তৃত পরিসরে নিজেকে মেলে ধরার জায়গা । এখানে লিখতে হলে অনেক বেশি তথ্য আর রেফারেন্স লাগে, বিষয়ের প্রতি গভীর দখল লাগে, এমনকি কোন পোস্টে কমেন্ট করতে গেলেও সেই পোস্টের বক্তব্য অনুধাবনের ক্ষমতা লাগে । আর নাগরিক সাংবাদিকতা এবং সাহিত্যের মত ব্যাপারে ব্লগের তুলনায় ফেবুর অনেক সীমাবদ্ধতা আছে ।
সুতরাং একজন ফেবুকে যতোই ব্লগীয় ফোরাম হিসেবে ব্যবহার করুক, ব্লগিং করতে হলে তাকে ব্লগেই আসতে হবে । ফেবু হয়ত ভবিষ্যতে আরো পপুলার হয়ে উঠবে, কিন্তু এটা কখনোই ব্লগের বিকল্প হতে পারবে না ।
৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪
মুদ্দাকির বলেছেন: "Life is like a test match" nice & i love white flowers too
Shuva nabo barsha Mamun vai & to you too Shovon
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা!!!
৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: বৃতি@
কেমন আছেন আপু ?
ভালো থাকবেন । শুভকামনা নিরন্তর ।
নববর্ষের শুভেচ্ছা ।
৪০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১
মামুন রশিদ বলেছেন: গোর্কি@
শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার । শুভকামনা সব সময় ।
ধন্যবাদ ।
৪১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯
মামুন রশিদ বলেছেন: আদনান শাহরিয়ার@
ধন্যবাদ এবং শুভেচ্ছা ।
প্রশ্নের উত্তরে বিনীতভাবে জানাতে চাই, গল্পে আমার দেখা এবং আমার জীবনের সাথে সম্পৃক্ত চরিত্রেরাই ঘুরে ফিরে আসে । সুতরাং সেখানে আমার প্রেমিকা কিংবা কল্পিত প্রেমিকাদের বিচরণ খুবই স্বাভাবিক ।
তবু রেফারেন্স হিসাবে 'কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগায়' কিংবা 'দ্যা হেলো ইফেক্ট' গল্প দুটি পড়ে নিতে পারেন ।
৪২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০১
মামুন রশিদ বলেছেন: জেরিফ@
কেমন আছ ভাইয়া?
বাংলা নববর্ষের শুভেচ্ছা । এবং শুভকামনা ।
৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শোভন ভাইকে ধন্যবাদ এ সুন্দর আয়োজনের জন্য ।
মামুন ভাই সামু সময়ের একজন দায়িত্বশীল পরীক্ষিত ব্লগার ।
কোনও নতুন ব্লগার এমনকি যে ব্লগের নিয়মিত লেখকও নন
তার সেরা ব্লগার/লেখা নির্বাচন নিয়ে পোস্ট দেয়াকে আপনি
কোন দৃষ্টিতে দেখেন ?
নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা আপনাদের সবার জন্য ।
ভালো থাকুন ।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ
৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১
মামুন রশিদ বলেছেন: এম মশিউর@
অনেক ধন্যবাদ । বেশ কিছুদিন পর আপনাকে পেলাম ।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানবেন ।
৪৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৩
এহসান সাবির বলেছেন: ব্লগিয় জীবন থেকে কি অবসর নেয়া যায়? আপনার মতামত জানতে চাই।
৪৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১
মামুন রশিদ বলেছেন: ক্লান্ত তীর্থ@
অনেক ধন্যবাদ ।
প্রতিটা লেখাই নিখুঁত । কারণ প্রতিটা লেখার পেছনে লেখক তার সর্বোচ্চ শ্রম আর আন্তরিকতা ঢেলে দেন । আর পাঠকের পছন্দ হলো কি না তা ভিন্ন ব্যাপার । হ্যাঁ, পাঠক প্রতিক্রয়ার অবশ্যই একটা অর্থ আছে লেখকের কাছে । পাঠকের চাহিদা বুঝতে পারা এবং তা মেটানো একান্তই লেখকের ইচ্ছের ব্যাপার । আর বর্তমান পাঠকই শেষ কথা নয়, একটা লেখা উত্তীর্ণ হলো কি না, তা মহাকালই নির্ধারণ করবে ।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ।
৪৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩২
মামুন রশিদ বলেছেন: নাজমুল হাসাম মজুমদার@
ধন্যবাদ ।
৪৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯
মামুন রশিদ বলেছেন: সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি । কথা হবে নতুন বছরে । সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা ।
৪৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪
প্রবাসী পাঠক বলেছেন: সাত দিনের ইন্টারনেট বিহীন থাকার পর আজকে নেটে ফিরেই প্রিয় ব্লগার মামুন রশিদ ভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপনের এমন সুন্দর আয়োজন। শোভন ভাইকে ধন্যবাদ এ সুন্দর আয়োজনের জন্য ।
শুভ নববর্ষ মামুন ভাই।
শুভ নববর্ষ শোভন ভাই।
সামুর সকল ব্লগারকে নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ
৫০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় ব্লগারের অজানা কিছু জানতে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। আগামিকাল শ্রদ্ধেয় ব্লগার আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন।
সকলকে আলাপনের সাথে থাকার জন্য ধন্যবাদ।
৫১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৮
রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ "শোভন" ভাই। মামুন ভাইকে নিয়ে এতো সুন্দর একটা আলোচনার আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগছে। "মামুন" ভাই আমার একজন "প্রিয় লেখক। তাঁর লেখা আমার সব সময় ভালো লাগে। অনেক গুনি একজন মানুষ! আপ্নাকে এবং "মামুন" ভাইকে "নববর্ষের" শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ
৫২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
বটবৃক্ষ~ বলেছেন:
মামুন ভাঈঈঈয়া!!!!
শুভ নববর্ষ!!!!!!!!!!!!!
আমার প্রশ্নঃ
১/ আপনার প্রিয় গাছ কি?? :!> :!> (@শোভন, ফুল পাখি, রঙ এর সাথে এরপর থেকে গাছ ও এড করবি বুচ্ছিশ! )
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ
এই প্রশ্নটা তোর জন্য রেখে দিয়েছি বুচ্ছিশ তুই সবাইকে এই প্রশ্ন করবি
৫৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমে নিজেকে ধিক্কার! এত পরে এই পোষ্টটা দেখার জন্য।
আসলে আগামীকাল পহেলা বৈশাখ। কঠিন ডিউটি পালন করতে হচ্ছে। বিবাহিত আর অবিবাহিত পুরুষদের একটাই পার্থক্য, তারা একটাই নির্দিষ্ট দায়িত্ব পালন করে আর অবিবাহিতদের অগুনিত।
যাইহোক, মামুন ভাই এই বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তবে বৈশাখের এই তপ্ত ঝড়ো বাতাসের দিনে বাতাসে ভাসা ভাসা ভাবে আমি শুনতে পেয়েছি যে - অনেক ব্লগাররা নাকি তাদের পোষ্টে আপনার প্রথম মন্তব্যের জন্য অপেক্ষা করে। বাজারে কথিত আছে আপনি নাকি প্রথমে মন্তব্য করলে লেখাগুলো নাকি কি সব পাতায় স্থান পায়।
এই গুজবের ব্যাপারে আপনার বক্তব্য কি? এই ধরনের গুজব আপনার ব্লগ জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করছে?
দ্বিতীয়ত, এই প্রশ্নটির উত্তর দেয়ার আগে, ভাবিকে এককাপ চা বা অন্য যে কোন উসিলায় সামনে থেকে সরিয়ে দিন। আমরা শুনতে পেয়েছি আপনার নারী ফ্যানের সংখ্যা নাকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এই প্রচন্ড গরমেও আপনি নাকি এসির হাওয়া অনুভব করছেন। আপনাকে যখনই দেখি তখনই খুব ফ্রেস এবং সতেজ দেখি। আপনার এই গোপন রুপের রহস্যের পিছনে মেয়ে ভক্তদের থুক্কু এসিদের ভূমিকা কেমন?
নিখিল বাংলাদেশ মামুন রশিদ নারী ভক্ত পরিষদ
এই সংস্থাটির ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই।
পরিশেষে পরিবার পরিজন নিয়ে দারুন একটা নতুন বছর কাটুক। শুভ নববর্ষ।
@শোভন, পোষ্টদাতা। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ভালো করে খাওয়া দাওয়া করেন। শরীর স্বাস্থ্য বানান। সারাদিন মামুন ভাইএর ফ্যানের বাতাস খেলে কি হবে? বি অভি। বি এ ম্যান।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ ক_ভা।
অতিরিক্ত স্বাস্থ্যে পুরুষত্ব বাড়ে? কে ম্যান আর কে ম্যান না সেটা ম্যান মাত্রই বুঝে
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনি যে কার ফ্যানের বাতাস খান আমি কিন্তু জানি
৫৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: বৈশাখী অন্তরঙ্গ আলাপনে আপনাকে অনেক অনেক অভিনন্দন। প্রশ্ন নিয়ে পরে আসছি। চলতে থাক।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!!
৫৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। আদরের বাচ্চা দুটোকে আদর ও ভালোবাসা এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা।
আমি এই ব্লগে নতুন সেটা আপনি ভালো করেই জানেন। কারণ আমার পোস্টগুলোতে আপনাকে নিয়িত পাই। তার জন্য অনেক ধন্যবাদ। নতুন হিসাবে আমি যেটা লক্ষ করলাম সেটা হল এখানে প্রচুর পোস্ট প্রকাশিত হয় কিন্তু অনেক পোস্টই মন্তব্য ছাড়া পাতার গহ্বরে হারিয়ে যায়। মন্তব্যের এই খরার কারণে হয়তো অনেক ব্লগারও নীরবে হারিয়ে যায়। এটা থেকে উত্তরণের কোন পদক্ষেপ কী আপনারা যারা সিনিয়র ব্লগার আছেন নিতে পারেন? যদি পারেন বা ইতিমধ্যেই নিয়ে থাকেন সেটা কী?
৫৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: একজন ব্লগার হিসাবে আমাদের সামাজিক দায়বদ্ধতা কতটুকু এবং কীভাবে সেটা পূরণ করা যায় কিংবা কতটুকু আমরা পূরণ করছি?
৫৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৩
ইমিনা বলেছেন: অনেকগুলো প্রশ্ন ছিলো মামুন ভাইয়ের প্রতি। কিন্তু এখন তো একটা ও মনে পড়তেছে না
ওহ্ হা, আজ কোথায় কোথায় ঘুরবেন মামুন ভাই?
( কিছু তো একটা জিজ্ঞাসা করতেই হবে, এমন সুযোগ হারালে আর পাওয়া যাবে নাহ্)
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ ইমিনা।
৫৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১
মামুন রশিদ বলেছেন: নিমচাঁদ ভাই@
ব্লগে না আসলে হয়ত জীবনের অন্য এক রুপের সৌন্দর্য দেখা হতে বঞ্চিত হতাম । ভার্চুয়ালি কি-বোর্ডের লেখা আর মন্তব্য থেকেও যে মানুষ চেনা যায়, তাদের ভালোবাসা হৃদয়ে অনুভব করা যায়- এটা এক অভভুতপূর্ব অর্জন । কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব, সামাজিকতা, কেয়ারিং মানসিকতা, সর্বোপরি চমৎকার দৃষ্টিভঙ্গি আমাকে বিস্ময়াভূত বিমুঢ় করে দেয় । যাদের সাথে পরিচিত হতে পেরে নিজের মনের কোণে তৃপ্তি আর গৌরব লালন করি, আপনি তাদের মধ্যে অন্যতম । আপনার স্থান শুধুই আমার হৃদয়ের মনিকোঠায় নয়, আমার শ্রদ্ধা আর রেসপেক্টের আসনে আপনার অবস্থান অনেক উপরে ।
বন্ধু বলি, ভাই বলি কিংবা সহ ব্লগার- আপনাকে দেখলেই বিস্ময়ে জাগে, জাগে আমার প্রাণ !
শুভেচ্ছা নিরন্তর, শুভকামনা সতত ।
৫৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫
মামুন রশিদ বলেছেন: মুদ্দাকির@
ধন্যবাদ । নববর্ষের শুভেচ্ছা জানবেন ।
৬০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: কান্ডারি অথর্ব@
সহমতের জন্য ধন্যবাদ ।
যেন নতুন নতুন ভাবীর দেখা পাই- সে জন্য
হাহাহাহা..
৬১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় মামুন রশিদ ভাই, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আশা করি, সপরিবারে ভালো আছেন। আমার দুটো প্রশ্ন আছে।
১) ব্লগে সাহিত্য চর্চা করে লেখকের মানোন্নয়ন কী সম্ভব বলে মনে করেন?
২) বাংলা বানান রীতির ক্ষেত্রে কিছু বিভ্রান্তি রয়েছে। বাংলা একাডেমীর প্রনীত বানান রীতির সঙ্গে ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ও শান্তিনিকেতনের প্রনীত বানান রীতির বেশ কিছু পার্থক্য দেখা যায়। এ ক্ষেত্রে সাহিত্যিকদের করনীয় কী?
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
৬২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩
চিরতার রস বলেছেন: শুভ নববর্ষ মামুন ভাই। আপনেও দেখি ঘোরাঘুরি না কইরা আমার মত ব্লগে বইসা আছেন ?
আপনার প্রিয় গল্পকার কে?
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
৬৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
কয়েস সামী বলেছেন: ভাইজান! শুভ নববর্ষ!! আপনি না কি মডু?
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
৬৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রিয় ব্লগার মামুন রশিদ ভাইয়াকে শুভেচ্ছা।
ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই, নিয়মিত এই আয়োজনের জন্য।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ !!
ধন্যবাদ পাশে থাকার জন্য।
৬৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আপনি আমার শ্রদ্ধেয় বড় ভাই ও খুব প্রিয় একজন ব্লগার সেই দাবি থেকে জানতে চাইছি; বাংলা সিনেমা নিয়ে আপনার একটি কালজয়ী সিরিজ ছিল। ভেবেছিলাম বাংলা সিনেমা নিয়ে আপনার কাছ থেকে আরও ভাল ভাল কিছু পোস্ট পাব। এছাড়া বাংলা সাহিত্যের চরিত্রগত বিশ্লেষণ খুব ভাল লাগত। এখন আর সেসব পোস্ট পাইনা আপনার কাছ থেকে। পুরোনো ধারার তেমন কিছু পোস্ট কি ভবিষ্যতে আমরা পাব আপনার কাছ থেকে ?
৬৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ জানাই ব্লগার স্নিগ্ধ শোভন ভাইকে, আমাদের প্রিয় মামুন ভাইকে নিয়ে অন্তরঙ্গ আলাপনের আয়োজনে।
মামুন ভাইয়ের প্রতি বলতে চাই, ভাই, আমার আপনার কাছে কোন প্রশ্ন নাই। যে কোন নতুন ব্লগার শুধু আপনার ব্লগ সাইট ফলো করলেই ধীরে ধীরে এক জন গুণী ব্লগারে পরিণত হবেন।
আল্লাহ আপনাকে আপনার পরিবারের সবাইকে তার ভালোবাসায় সিক্ত করে রাখুন সর্বদা এই কামনাই করি।
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!
৬৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//সন্ধ্যার পর টিভি সিরিয়ালের সাথে আমার ব্লগিং কাটাকুটি হয়ে যায়.. //
... ভুড়ি বিষয়েও আমি ঐকাত্মতা পোষণ করছি
শুভেচ্ছা মামুন রশিদ ভাইকে... এবং ধন্যবাদ স্নিগ্ধ শোষণকে
আছি লাইভ আড্ডায়... জিনিসটা প্রথম দেখতেছি সামুতে
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ!!!
অন্তরঙ্গ আলাপনের আর কয়েকটি পর্ব এর পূর্বে হয়েছিল ।
নাম ভুল
৬৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
=স্নিগ্ধ শোভনকে (মারাত্মক ভুল হয়ে গেছে, দুঃখিত)
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
৬৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
মামুন রশিদ বলেছেন: স্বপ্নচারী গ্রানমা@
অনেক ধন্যবাদ । ব্লগে একটু কম আসলেও আপনার লেখা আমার ভাল লাগে ।
আপনার প্রশ্নের উত্তরে আমার মতামত হলো,
একজন নতুন ব্লগারের জ্ঞানের গভীরতা বেশি হতে পারে, এ নিয়ে দ্বিমত নেই । কিন্তু ব্লগে কোন ব্লগার বা কোন পোস্ট মুল্যায়ন/নির্বাচন/সংকলন করতে হলে সেই ব্লগারকে অবশ্যই অন্যান্য ব্লগারের কাছে আগে আস্থাশীল হতে হবে । আর এই আস্থা তাকে একটা দীর্ঘ সময় নিয়মিত ব্লগিং করেই অর্জন করতে হবে । কিন্তু নতুন ব্লগার বা নিক থেকে এইরকম পোস্ট দেয়া হলে তা সাধারণত ব্লগাররা ভাল চোখে দেখে না ।
আর বিষয়ভিত্তিক কোন পোস্ট মুল্যায়ন/নির্বাচন/সংকলন করতে হলে তাকে সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পর্কিত- যেমন কবিতা বাছাই বা সংকলনে একজন কবি, একজন নিয়মিত ফিচারিস্ট ব্লগের ফিচার পোস্ট নিয়ে কাজ করতে পারেন ।
তবে একজন নতুন বা পুরাতন ব্লগার যদি তার প্রিয় পোস্ট বা ব্লগার নিয়ে লিখেন, সেটা আলাদা ব্যাপার ।
৭০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মামুন রশিদ বলেছেন: এহসান সাবির@
আপনার প্রশ্নের দুইটা দিক আছে । প্রথমত বিভিন্ন ব্যস্ততা এবং অন্যান্য কারনে ব্লগিংয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে 'অবসর' বা কুইট করতে হয় ।
দ্বিতীয়ত (আমার ধারনা) কেউ ব্লগ থেকে দুরে সরে গেলেও হয়ত মানসিকভাবে ব্লগের সাথেই থেকে যায় ।
একবার ব্লগ থেকে 'অবসর' নিই, তারপর ব্যাপারটা আরো ভাল বলতে পারব ।
৭১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
মামুন রশিদ বলেছেন: প্রবাসী পাঠক@
অনেক ধন্যবাদ ভাইজান । আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা । শুভ হোক আনন্দময় হোক প্রবাস জীবন ।
শুভ কামনা সতত ।
৭২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
সকাল রয় বলেছেন:
আমার মনে হয় আমি মামুন ভাইয়ের সৃষ্টিশীল কাজে অন্তরঙ্গ ভাবে মিশে যাবার যে গুন দেখেছি তাতে অনেক বছর মুগ্ধ হয়েই থাকবো। ভালোবাসি মামুন ভাই আপনাকে।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ!!!
৭৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: রাসেলহাসান@
অনেক ধন্যবাদ । শুভ হোক নতুন বছর ।
শুভেচ্ছা ।
৭৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আরে, পহেলা বৈশাখের আড্ডায় মামুন ভাই ছিলো।
মিস করে ফেললাম।
শুভ নববর্ষ জানাই।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: মিস করেন নাই দুর্জয় ভাই। উনি এখন আছেন।
৭৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: বটবৃক্ষ@
কেমন আছ আপু? নববর্ষের শুভেচ্ছা ।
প্রিয় গাছ নিয়ে কখনো ভাবিনি । ঠিক আছে, আমার দুই প্রিয় মানুষ যাদের গাছের নামে নাম, সেই গাছ গুলোই হোক আমার প্রিয় ।
নিম আর বট বৃক্ষ !!
৭৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০
যুবায়ের বলেছেন: নববর্ষের শুভেচ্ছা....
মামুন রশিদ ভাই
এবং স্নিগ্ধ শোভন ভাই।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ!!!
৭৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মামুন ভাই নব বর্ষের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ!!!
৭৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৮
মামুন রশিদ বলেছেন: কাল্পনিক ভালোবাসা@
গুজবে বিশ্বাস করা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি । কেউ গুজবে বিশ্বাস করে ঠকলে এর জন্য বর্তমান সরকার এবং এই পোস্টদাতা দায়ী থাকিবে না । তবে, ইয়ে মানে.. আমি বেশ উপভোগ করি
আর পাতার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 'সাবধান হও পারমিতা' গল্পে । এক কবি'র জীবন ত্যানা ত্যানা হওয়া দেখে ঐ দিকে আর পা বাড়াইনি
আমার ফ্যানের দিকে আপনি তাকান ক্যান ?? আপনাকে তো 'চরিত্রবান লুল' ভেবেছিলাম
যে গরম পড়ছে, সামনের পুরোটাই দীর্ঘ গরমকাল- ফ্যানের সংখ্যা যত বাড়বে ততোই শান্তি
ইয়ে কাল্পনিক, মানে.. ইয়ে.. পহেলা বৈশাখে কোন শিডিউল বিভ্রাট ঘটেনি তো ?? সব ডেটিংয়ে টাইম মত এটেন্ড করতে পেরেছিলেন তো ?? না মানে, আপনাকে নিয়ে খুব টেনশনে থাকি । কোন দিন না আবার খবরে দেখব, প্রেমিকাদের হাতে..
৭৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: বিদ্রোহী বাঙালী@ ।
অনেক ধন্যবাদ । নক্ষত্র ব্লগে আগেই প্রিয় 'ঘাসফুল' এর লেখালেখি এবং মননশীলতার পরিচয় পেয়েছিলাম । আপনাকে সামুতে পেয়ে আমার খুব ভালো লেগেছে ।
মন্তব্য খরার ব্যাপারে দুটো কথা বলতে চাই ।
প্রথমত, আমরা যারা ব্লগে নিয়মিত- আমাদের একটা দায়িত্ব আছে । আমরা দায়িত্ব নিয়ে সব ভালো পোস্টে মন্তব্য করতে পারি । আর একই সাথে ব্লগিং নিয়ে বিভিন্ন রকম পোস্ট দিতে পারি- যেমন কিভাবে ব্লগিং করবেন, কেন অন্যের পোস্ট পড়বেন, কমিউনিটি ব্লগিংয়ে আপনার দায়িত্ব কি ইত্যাদি । শ্রদ্ধেয় ব্লগার মাঈনুদ্দিন মইনুল ভাইয়ের পোস্টগুলো এর সুন্দর উদাহরণ । এতে সব ব্লগারের মাঝে সচেতনতা বাড়বে, অন্যান্য পোস্ট পড়া আর মন্তব্য করা যে কমিউনিটি ব্লগিংয়ে খুব দরকারি, এটা সবাই বুঝতে পারবে ।
দ্বিতীয়ত, পোস্টদাতার ভূমিকা । কমিউনিটি ব্লগিংয়ে একজন যত ভালো পোস্ট লিখুক, সে নিজে যদি সামাজিক না হয় তাহলে তার পোস্ট কেউ পড়বেনা । তাই পোস্টদাতার উচিত ব্লগে আসা অন্যান্য পোস্ট পড়ে গঠনমূলক আলোচনায় অংশ নেয়া । এতে ব্লগে তার একটা কমিউনিটি তৈরি হবে এবং অন্য ব্লগারেরাও তার পোস্টে এসে আলোচনায় অংশ নিবে ।
আর শেষে বলবো, কেউ যদি অন্য ব্লগারের পোস্ট পড়তে বা মন্তব্য করতে না চায়, তার উচিত হবে কমিউনিটি ব্লগে ব্লগিং না করে নিজস্ব ব্লগে ব্লগিং করা । সামাজিক ব্লগে সামাজিকতার নিয়ম মেনেই ব্লগিং করা উচিত ।
৮০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২
মামুন রশিদ বলেছেন: বিদ্রোহী বাঙালী@
ব্লগারের সামাজিক দায়বদ্ধতা অবশ্যই আছে । ব্লগিংয়ের মুল কনসেপ্ট- নাগরিক সাংবাদিকতা- এটা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই এসেছে । আর শাহবাগ আন্দোলনের পর থেকে এই দায়বদ্ধতা একজন ব্লগারের জন্য অনেক বেশি ।
তবে আমরা যে সব সময় এই দায়বদ্ধতা নিতে পেরেছি এবং সফল হয়েছি, তা নয় । তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাফল্যের উদাহরণ আছে । যেমন এই ব্লগের মাধ্যমে 'রুশান' নামক ছোট্ট বাচ্চার চিকিৎসার সাহায্যে আমরা এগিয়ে এসেছি । একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ঈভটিজিংয়ের ঘটনায় আমরা সোচ্চার হয়ে সফল হয়েছিলাম । ব্লগারদের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরন নিয়মিত হয়ে চলেছে । মা' কে জড়িয়ে কুৎসিত ভাষার অপপ্রয়োগের বিরুদ্ধে আমরা প্রচারণা চালিয়েছি । এরকম অনেক অনেক সাফল্য সামহোয়্যারইনের ব্লগারদের আছে ।
ধন্যবাদ ।
৮১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩
শরৎ চৌধুরী বলেছেন: জাহাঙ্গীরনগর ক্যাম্পাস', প্রিয় স্থানগুলোর মধ্যে আপনার কাছে কত নম্বরে? জাবি ক্যাম্পাসের সুপারী তলা, ট্রান্সপোর্ট, গেরুয়ার সাথে ব্লগভূমির কোন মিল কি পান?
৮২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই... আপাতত কোন প্রশ্ন নাই... আপনার লিখা আমার ভালো লাগে এবং আপনি আমার প্রিয় ব্লগারদের মাঝে একজন অবশ্যই...
ভালো থাকুন এই প্রার্থনা
শুভকামনা...
শোভনের জন্যও রইলো
শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি। নতুন বছর কাটুক নিজের মনের মত করে।
৮৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: ইমিনা@
অনেক ধন্যবাদ আপু । বর্ষবরণ নিশ্চয়ই আপনার খুব আনন্দে কেটেছে ।
নববর্ষের সকালে সপরিবারে আমার বড় মেয়ের স্কুলে গিয়েছিলাম । সেখানে মেয়ে বর্ষবরণ অনুষ্টানে দলীয় নৃত্যে অংশগ্রহন করেছে । তারপর আমরা তিন বন্ধু পরিবার সিলেটের বিখ্যাত পাঁচভাই রেস্টুরেন্টে নানান পদের ভর্তা দিয়ে বাংলা খাবার খেয়েছি । বিকেলে দলবেঁধে সাস্টে গিয়েছিলাম । আর রাতে এক বন্ধুর বাসায় দাওয়াত খেয়েছি । সব মিলিয়ে দিনটা খুব মজায় কেটেছে ।
৮৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাইজান, উত্তরগুলা খুব সুন্দর করে এবং গুছিয়ে দিয়েছেন। পছন্দ হইছে।
আপনাদের দুজনকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই । নতুন বছর কাটুক আনন্দে।
৮৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১
মামুন রশিদ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম@
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
১) ব্লগে লেখালেখি আর নিজের লেখার মানোন্নয়ন সম্পূর্ণ আলাদা ব্যাপার । ব্লগে লেখালেখির অর্থ হলো অনেক ব্লগারের সামনে নিজের লেখা তুলে ধরা আর লেখা নিয়ে পাঠকের প্রতিক্রিয়া অনুধাবন করা । তবে পাঠক প্রতিক্রিয়া থেকে আপনি অনেক সময়ই মিসগাইডেড হতে পারেন । কারণ লেখায় গঠনমূলক এবং বিশ্লেষণী মন্তব্য করতে অনেকেই বিব্রতবোধ করেন । নিজের লেখার মানোন্নয়নের জন্য আপনি ব্লগের ভালো ভালো লেখকদের লেখা পড়তে পারেন, তাদের লেখায় গঠনমূলক আলোচনায় অংশগ্রহন করতে পারেন । একই সাথে ব্লগের বাইরে আমাদের ক্লাসিক সাহিত্যগুলো বেশি বেশি পড়তে হবে । ভালো লেখার টেকনিক-কৌশল খুঁজে বের করতে হবে ।
২) ভাষা চলমান । সময়ের সাথে সাথে এর রীতি এবং নীতি দুটোই পাল্টায় । আর বাংলা ভাষায় অনেকগুলো বানাননীতি চালু থাকায় এটা আমাদের জন্য সত্যি বিব্রতকর । তবে এটা নিয়ে বেশি না ভেবে যেকোন একটাকে বা বাংলা একাডেমীকে স্ট্যান্ডার্ড ধরে আপনি লেখালেখি চালিয়ে যেতে পারেন ।
আবারও ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা ।
৮৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
আমি অপদার্থ বলেছেন: মামুন ভাই নতুন বছরের শুভেচ্ছা।
আপনার কাছে আমার প্রশ্ন,
১) বিয়ের আগের কোন প্রেমর স্মৃতি কি আপনাকে এখন নাড়া দেয়?
১) ব্লগিং কি একজন লেখকের পরিচয় হতে পারে?
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
৮৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
বোধহীন স্বপ্ন বলেছেন: মামুন ভাইয়ের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। তিনি বিভিন্ন সময় ব্লগে লেখায় উতসাহ দিয়েছেন। ভালো থাকবেন মামুন ভাই।
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!!
৮৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪
মামুন রশিদ বলেছেন: চিরতার রস@
ধন্যবাদ ভাই । নববর্ষের শুভেচ্ছা ।
হাহাহা, সারাদিন বাইরেই ছিলাম । সামুর ট্যাব অনেক সময় খোলা রেখেই বাইরে চলে যাই ।
৮৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮
মামুন রশিদ বলেছেন: কয়েস সামী@
কেমন আছেন? নববর্ষের শুভেচ্ছা !
আজকে আমার ছবি দেখে নিশ্চয়ই আমার 'মডু' হওয়ার ব্যাপারে সকল দ্বিধা কেটে যাওয়ার কথা..
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
৯০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: রিয়াদ (শেষ রাতের আঁধার)@
আপনাকেও শুভেচ্ছা ।
৯১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
মামুন রশিদ বলেছেন: কান্ডারি অথর্ব@
আপনাকে অশেষ ধন্যবাদ আমার দুটো প্রিয় সিরিজের কথা মনে রাখার জন্য ।
'বাংলা সিনেমার সর্বকালের সেরা দশ' আমার সবচেয়ে প্রিয় সিরিজ । এই সিরিজগুলো সামুতে ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছিল এবং আমাকে সামুতে পরিচিতি এনে দিয়েছিল ।
'বাংলা সাহিত্যের সেরা লুল' আমার আরেকটা প্রিয় সিরিজ । আসলে 'লুলমর্টেম' স্যাটেয়ার আদলে আমি বাংলা সাহিত্যের ধ্রুপদি বইগুলোর রিভিউ লিখতাম । 'শ্রীকান্ত' 'দেবদাস' পদ্মা নদীর মাঝি' আর 'শেষের কবিতা'র পর আর লেখা হয় নি । তবে ইচ্ছে আছে এই সিরিজের অন্তত আর একটা পোস্ট লেখার, বাংলা সাহিত্যের সর্বকালের সেরা লুলের পোস্টমর্টেম এখনো করা হয় নি ।
আসলে গল্পের সাথে সিরিয়াসলি জড়িয়ে যাওয়ার পর সিনেমা বা সাহিত্য রিভিউ পোস্টে সময় দেয়া সম্ভব হয় নি ।
আবারও ধন্যবাদ কান্ডারি ।
৯২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪
মামুন রশিদ বলেছেন: সাজিদ উল হক আবির@
আপনার ভালোবাসায় আমি সর্বদাই সিক্ত হই । আমি মনে প্রাণে কামনা করি আপনি আমার দুজন প্রিয় মানুষ এবং প্রিয় লেখককে একদিন ছাড়িয়ে যাবেন ।
তারা হলেন আপনার বিভাগেরই শিক্ষক শ্রদ্ধেয় কবির চৌধুরী স্যার এবং মঞ্জুরুল হক স্যার ।
৯৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
মামুন রশিদ বলেছেন: মাঈনুদ্দিন মইনুল ভাই@
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা । আড্ডায় আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে ।
নববর্ষের শুভেচ্ছা প্রিয় ব্লগার ।
৯৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯
মামুন রশিদ বলেছেন: সকাল রয়@
সৃজনশীল মানুষদের দেখার চোখই আলাদা ।
শুভেচ্ছা আর শুভকামনা প্রিয় লেখক ।
৯৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১
মামুন রশিদ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয়@
প্রিয় এবং স্নেহভাজন কবি'কে জানাই নববর্ষের শুভেচ্ছা ।
৯৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
মামুন রশিদ বলেছেন: যুবায়ের@
ভাই, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।
৯৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
একজন আরমান বলেছেন:
মামুন ভাই নববর্ষের শুভেচ্ছা !
আপনার জীবন দর্শন লিখে রাখলাম আমার পছন্দের উক্তির মাঝে।
একটু ভিন্নধর্মী প্রশ্ন করি। আপনি তো মার্কেটিং এর লোক। মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করা আর তা মেন্টেইন করার সহজ উপায়গুলি কি?
আরেকটা প্রশ্ন, প্রোডাক্ট এর ডেকলাইনিং স্টেজ এর পর যেমন তা শেষ হয়ে যায় এরপর কোম্পানিকে যেমন অন্য কোন প্রোডাক্ট লাইনে সুইচ করতে হয় বিজনেস কন্টিনিউ করার জন্য তেমনি মানুষের বিহেভিয়র/পজিশন/স্ট্যাটাস যদি ডেকলাইনিং পর্যায়ে চলে যায় তখন তার কি করা উচিৎ? তার কি কিছু করার থাকে নাকি ওখানেই তার সমাপ্তি?
শোভন, তোকে ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন ভাইকে নিয়ে পোস্টটা দেবার জন্য। নতুন বছরের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ নববর্ষ
৯৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ নববর্ষ মামুন ভাই ।
শুভকামনা লেখকের জন্য -----------
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: আপু নতুন বছরের শুভেচ্ছা।
৯৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা বন্ধু
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা বন্ধু।
১০০| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮
জমরাজ বলেছেন: প্রিয় ব্লগার মামুন ভাইকে নববর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: জমরাজ আপনি এই বৈশাখ মাসে কোত্থেকে আমদানি হলেন। নিকের নাম দেখেই ভয় পাইছি।
আপনারে বৈশাখী শুভেচ্ছা।
১০১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
মামুন রশিদ বলেছেন: দেওয়ান কামরুল হাসান রথি@
নববর্ষের শুভেচ্ছা আপনাকেও । ভালো থাকবেন ।
১০২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১
মামুন রশিদ বলেছেন: অন্যমনস্ক শরৎ@
প্রাণের বীজ ছড়িয়েছি কত, এই সবুজ প্রান্তরে
ভালোবাসা হারায় না কভু, আসে ফিরে ফিরে..
জাবি প্রশ্নহীনভাবে এক নাম্বার ।
অবশ্যই মিল খুঁজে পাই । জাবির মুক্তমঞ্চ, পেয়ারা বাগান(অধুনা জাহানারা ইমাম হল) আর নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে ঘুরতে যে ভালোলাগা-ভালোবাসা পেতাম, ব্লগভূমির পাতায় পাতায় ঘুরেও অনুরুপ অনুভব খুঁজে পাই ।
ধন্যবাদ শরৎ ভাই । শুভ নববর্ষ ।
১০৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯
মামুন রশিদ বলেছেন: অদৃশ্য@
ভালো থাকুন প্রিয় কবি । শুভকামনা নিরন্তর ।
১০৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
মামুন রশিদ বলেছেন: মাসুম আহমদ ১৪@
ভাইজান, আপনাকেও জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা !
১০৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
মামুন রশিদ বলেছেন: আমি অপদার্থ@
অনেক ধন্যবাদ । সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা ।
১) সত্যিকারের প্রেম কি কখনো ভুলে থাকা যায় ?
২) ব্লগার এবং লেখক দুটি আলাদা সত্ত্বা বলেই আমি মনে করি । তাই একজন একাধারে লেখক এবং ব্লগার দুটি পরিচয়ে পরিচিত হতে পারেন ।
১০৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: বোধহীন স্বপ্ন@
আপনাকেও সব সময় পাশে পাই ।
নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর ।
১০৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮
আমি অপদার্থ বলেছেন:
মামুন ভাই ২য় প্রশ্নটি আমি যে অর্থে বলেছি ঠিক সেই অর্থে উত্তর পাইনি বা আমার প্রশ্ন করা হয়নি।
১) বর্তমানে একজন লেখকের বই বের হওয়ার মাধ্যমে তার পরিচয় বা লেখক হিসেবে তার গ্রহণ যোগ্যতা আসে। আগেও তেমনটাই ছিল।বর্তমানে যুবসমাজ অনেকটাই অনলাইন নির্ভর। আর ব্লগ হচ্ছে আপনারা যারা লিখছেন তাদের লেখার সংগ্রহশালা। এখন মামুন রশিদ অনেক অনেক ভাল কিছু লেখা যা ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি তা নিয়ে আমরা যাদেরকে মূল ধারার লেখক বলি তাদের মত পরিচয়ে চলতে পারবেন কি? ব্লগের লেখকদের সে পরিচয় দেয়ার সময় আসবে কি?
২) আপনি কি কোন ব্লগ সিন্ডিকেটের সদস্য? ব্লগ সিন্ডিকেটকে আপনি কিভাবে দেখেন?
৩) জীবনের এসময়ে এসে অতীতের কোন কিছু ঠিক করে আসার সুযোগ পেলে কি করতেন?
১০৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
ডট কম ০০৯ বলেছেন: মামুন ভাই,
আপনার জীবনের সেরা মুহূর্তের ঘটনা জানতে চাই,সেটা সুখ অথবা দুঃখ যেটাই হোক?
১০৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
মামুন রশিদ বলেছেন: একজন আরমান@
ভাইডি, এত কোডিন প্রশ্ন কেনু ?? মোর দাঁত ভাঙ্গার দশা !!
নতুন বছরের শুভেচ্ছা, তোমাদের দুজনের জন্য
১১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬
মামুন রশিদ বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা@
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা আপু ।
১১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
মামুন রশিদ বলেছেন: পরিবেশ বন্ধু@
শুভেচ্ছা বেয়াই
১১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
মামুন রশিদ বলেছেন: জমরাজ@
আপনাকে ডাবল শুভেচ্ছা ।
:-& :-&
১১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮
মামুন রশিদ বলেছেন: আমি অপদার্থ@
১) ব্লগার ব্যাপারটাই অনলাইন জগতের । অফলাইনের লেখকের সাথে এর কোন সম্পৃক্ততা বা দ্বন্দ্ব নাই । একজন ব্লগার চাইলেই তার লেখা প্রকাশ করে লেখক হতে পারেন, আবার একজন লেখকও অনলাইনে এসে ব্লগিং করতে পারেন ।
২) একসময়ে ব্লগে চর দখলের মত সিন্ডিকেটবাজি হত, সেই কুখ্যাত সিন্ডিকেটের অস্থিত্ব এখন আর তেমন দেখা যায় না ।
সিন্ডিকেট মানে কয়েকজন ব্লগার মিলে একটা বলয় তৈরি করা । খারাপ উদ্দেশ্যে এটা করলে অবশ্যই নিন্দনীয় । কিন্তু খারাপ উদ্দেশ্য ছাড়াও বলয় হতে পারে । যেমন গল্পকারেরা নিজেদের সাথে অনেক ঘনিষ্ট, কবিরাও তেমনি । কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে কিছু ব্লগার একত্রিত হতে পারে । এভাবে নিজেদের ইন্টারেস্ট আর পছন্দের মিল থেকে অনেক রকম বলয় হতেই পারে । কিন্তু এদের কি সিন্ডিকেট বলা যাবে ? এরা সিন্ডিকেট হলে আমি ব্লগে অনেকগুলো সিন্ডিকেটের মেম্বার ।
৩) যেহেতু অতীতে ফিরে গেলেও সেখানে স্থির থাকা যাবে না, তাই অতীতে গিয়ে লাভ কি? তবু যদি সম্ভব হত, আমি আমার ইউনি লাইফে ফিরে যেতাম । আর একটা সম্পর্ক ভাঙার ব্যাপারে আমার যে যে ভূমিকা ছিল, তা যথাসম্ভব ঠিক করে নিতাম ।
১১৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
মামুন রশিদ বলেছেন: ডট কম ০০৯@
ধন্যবাদ আরমান ভাই ।
সত্য বলতে দ্বিধা নেই । ইউনিতে আমার প্রেমিকা যেদিন প্রথম চুমু খেতে বলেছিল । :#>
১১৫| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
আমি অপদার্থ বলেছেন:
আপনার প্রিয় ব্লগার কে কে? পুরানো কোন কোন ব্লগারকে আপনি খুব মিস করেন?
১১৬| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১
মামুন রশিদ বলেছেন: আমি অপদার্থ@
ধন্যবাদ ।
বর্তমানে যারা ভাল লিখেন, সবাই আমার প্রিয় ব্লগার ।
সিনে ব্লগার 'মাস্টার' কে মিস করি । একদিকে ব্রিলিয়ান্ট লেখনী অন্যদিকে মেজাজি.. আমার খুব ভাল লাগত ।
১১৭| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭
অন্তরন্তর বলেছেন:
বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি তাই সুন্দর পোস্টটিতে
মন্তব্য করা হয়নি। দেরী হলেও শোভন আপনাকে এবং মামুন
ভাইকে অনেক শুভেচ্ছা ।
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।
অনেকদিন পরে এসেও আপনাকে পোষ্টে পেয়ে ভালো লাগলো।
১১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
এহসান সাবির বলেছেন: প্রো পিক ভালো হইছে শোভন ভাই।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। আপনারটাও সেইরাম।
১১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই পোস্ট চোখ এড়িয়ে গেল কিভাবে??
যাই হোক, প্রিয় মামুনের কাছে একটা অদ্ভুতগোছের প্রশ্ন- যদি আপনাকে বলা হয় একজন শিশু, একজন কিশোর, এবং একজন যুবককে একটি করে উপদেশ দিতে, তাহলে সেই তিনটি কথা কি হবে?
শুভরাত্রি।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: প্রোফেসর সাহেব আলাপনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানবেন।
১২০| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
টিকিটাম বলেছেন: Assalamualikum, i am very new.....
....i do Tablig ....simply Islam....may i join with you?
....thenk you very much.
....up to next time.
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ওয়া আলাইকুমুস্সালাম!!
১২১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩
জুন বলেছেন: মামুন অসম্ভব ভালো একজন মানুষ । সবার প্রতি তার আন্তরিক ব্যাবহার সত্যি প্রশংসার দাবী রাখে। মামুন ও তার পরিবারের সকল সদস্যের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।
স্নিগ্ধ শোভনকে ধন্যবাদ এমন ভাবে প্রিয় ব্লগারদের নানা খুটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য ।
+
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু আলাপনের সাথে যুক্ত হওয়ার জন্য।
১২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
লিরিকস বলেছেন: মামুন ভাইয়ের প্রিয় গানের তালিকা চাই ১০টি
শোভন ভাইয়ের প্রিয় গানের তালিকা চাই ১০টি
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: সময় করে জানাবো
১২৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২
মামুন রশিদ বলেছেন: অন্তরন্তর@
আপনাকেও শুভেচ্ছা ।
উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত ।
১২৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
মামুন রশিদ বলেছেন: প্রোফেসর শঙ্কু@
ধন্যবাদ প্রিয় ব্লগার-গল্পকার ।
হ্যাঁ, প্রশ্নটা অদ্ভুতই বটে !!
শিশু- তোমার জন্য কোন উপদেশ নাই । শুধু আপন মনে খেলো..
কিশোর- মাথা তোল, দেখ উপরে বিশাল আকাশ । নিজেকে গুটিয়ে রেখো না, আকাশটা ছুঁয়ে দাও ।
যুবক- দুঃখিত হে যুবক, তুমি তোমার সেরা সময় অতিক্রম করে প্রান্ত রেখায় দাঁড়িয়ে । প্রস্তুত হও, সামনে কেবলি বিপদসন্কুল গিরিখাদ ।
১২৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১০
মামুন রশিদ বলেছেন: জুনাপ্পী@ ।
অনেক অনেক ধন্যবাদ আপু । আপনার এবং আপনার পরিবারের সবার জন্য শুভ কামনা ।
সুদে-আসলে বেড়ে যাচ্ছে, আশি টাকার নাস্তা কবে খামু
১২৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩
মামুন রশিদ বলেছেন: লিরিকস@
ধন্যবাদ । আমার প্রিয় গানের তালিকা সময় করে পরে দিব ।
ভালো থাকবেন । শুভ রাত্রি ।
১২৭| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটি ফেসবুক টিপস, কিভাবে বিরক্তকর প্রোফাইলকে আনফলো করবেন
১)
২)
অটঃ একটি ফেসবুক টিপস, কিভাবে বিরক্তকর প্রোফাইলকে আনফলো করবেন
১)
২)
০২ রা জুন, ২০১৪ রাত ১:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: :>
১২৮| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:১৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ইশ! মিস করলাম! মামুন ভাই অনেক কম লেখেন। কারণ কি?
০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার বিশেষ কোন কিছু জানতে মন চাইলে প্রশ্ন করে যেতে পারেন। আশাকরি প্রিয় ব্লগার সময় করে এসে উত্তর দিয়ে যাবেন।
১২৯| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৫৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আগে পরে কি, পোস্টটাই তো জিগানের লাইগ্যা। নাকি কইন?
কেমন আছেন?
জৈষ্ঠ্য মাসে বৈশাখের প্রশ্ন চলিবে না?
১৯৭৬সালটা আপনার কোথায় কেটেছে? যদি খানিকটা বলতেন?
০২ রা জুন, ২০১৪ রাত ২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনি ঠিকঠাক বিষয়টা ধরচুইন জুলিয়ান দা।
১৩০| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা@
আপনার এই মহামুল্যবান টেকি টিপস দিয়া আমি কি করব বুঝতে পারছি না । আই এম ইন গ্রেট ডাইলেমা..
১৩১| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: নাভিদ কায়সার রায়ান@
ভাইয়া, ব্যক্তি জীবনে আমি যে কি পরিমান দৌড়ের উপর থাকি তা বলে বুঝাতে পারবো না । শুধুমাত্র ব্লগের প্রতি প্রচন্ড ভালোবাসার তাড়নায় এখনো টুকটাক লিখতে পারছি । ভবিষ্যতে কি হবে তা আমি সত্যি জানি না ।
ভালো থাকবেন নাভিদ । শুভকামনা
১৩২| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৪
মামুন রশিদ বলেছেন: জুলিয়ান সিদ্দিকী@
জ্বী জুলিয়ান ভাই, ভালো আছি ।
স্নিগ্ধ শোভন বাঘের মুখে ঠেলে দিয়েছে, বাংলা পরীক্ষার দিন ইংরেজি কিংবা অংক পরীক্ষা দিতে বললে কি করার আছে বলেন
৭৬ সালের খুব বেশি স্মৃতি মনে নাই । তখন মাত্র চার বছর বয়স । শুধু একটা হৃদয় বিদারক ঘটনা মনে আছে । আমার নানাভাই ছিলেন মুক্তিযুদ্ধের কমান্ডার, থানা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান । ৭৫ এর পট পরিবর্তনের পরও তিনি থানা এবং জেলায় তার দাপট ধরে রেখেছিলেন । তাকে সরিয়ে দেয়ার জন্য একটা গ্রুপ তৎপর ছিল, থানা সার্কেল অফিসারের বাসায় রাতে তাস খেলার সময় আততায়ীর গুলিতে তিনি নিহত হন । তার ডেডবডি নানাবাড়ির দোতলায় এনে রাখা হয়, স্বজনদের আহাজারি আর বাড়ির সামনে কবর খোঁড়ার দৃশ্য এখনো স্পষ্ট মনে করতে পারি ।
ধন্যবাদ প্রিয় জুলিয়ান ভাই ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
আমিনুর রহমান বলেছেন:
সালাম, মামুন ভাই।