নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অন্তরঙ্গ আলাপনঃ- এবারের অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি

২৯ শে মে, ২০১৪ রাত ১০:৪৮

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"





“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।





আমার সাথে কফি আড্ডার কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরলাম!



১) বীথি আপু কেমন আছেন?

তাসনুভা সাখাওয়াত বীথি:- আলহামদুলিল্লাহ ভালো আছি।



২) আপনাকে ব্লগে ইদানীং খুব কম দেখা যাচ্ছে কেন?

তাসনুভা সাখাওয়াত বিথি:- পরীক্ষার জন্য ব্যস্ত। এক্সামের প্রিপারেশান নিতে হচ্ছে। মাঝে মাঝে আসি তো । ইদানীং অফ লাইনে বেশি আসা হয়।



৩) অন্তরঙ্গ আলাপনের এই আয়োজনে এসে কেমন লাগছে?

তাসনুভা সাখাওয়াত বীথি:- অবশ্যই ভালো লাগছে । তোমাকে ধন্যবাদ



৪) সামুর সাথে আপনার পরিচয় কিভাবে?

তাসনুভা সাখাওয়াত বীথি:- সামুতে আসার পেছনের কারণ ফেসবুক । ফেসবুকের মাধ্যমে সামুর সাথে পরিচয়।



৫) সামুর সাথে পথ চলাতে আপনার অনুভূতি কেমন ?

তাসনুভা সাখাওয়াত বীথি:- অসাধারণ । সামুতে সবাই খুব ভালো । জানা আপুর সাথে একবার ফোনে কথা বলার সুযোগ হয়। তখন থেকেই জানা আপু আমার প্রিয়। ব্লগার গুলোও অনেক ভালো মানুষ। প্রথম থেকেই আমি যেভাবে আমার প্রিয় ব্লগারদের স্নেহ ও রেসপেক্ট পেয়েছি তাতে সামু আমার প্রিয় জিনিস গুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।। সামুর প্রতি টানটা এমন যে যতই ব্যস্ত থাকি একবার হলেও সাম্প্রতিক মন্তব্য গুলো দেখি। এমন কি আমার ফাইনাল প্রফ এর সময়ও ফেসবুকের হোমপেজের মত নিয়মিত সামুর সাম্প্রতিক মন্তব্য দেখে নিয়েছি।





৬) প্রত্যেকটা মানুষের জীবনের দর্শন আলাদা , আপনার জীবনের দর্শন কি?


তাসনুভা সাখাওয়াত বীথি:- আমার মতে প্রতিটি মানুষের অবশ্যই রিলিজিয়াস হওয়া উচিৎ । আমি ব্যক্তিগত ভাবে ধর্মকে বেশি প্রাধান্য দেই। একজন মুসলিম হিসাবে আমি স্বীকারোক্তি দিচ্ছি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মকে অনুসরণ করলে জীবনে কোন সমস্যা থাকেনা। একজন সৎ ও নীতিবান ভালোমানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ। যারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করেনা, যারা কমিটমেন্ট রক্ষা করে , ও যারা দেনা-পাওনা সৎ ভাবে করে জীবনে তারা জীবনে সফল হবে। এতে দ্বিমত করার কোন উপায় নেই। আর এই কথা ইসলাম বলছে ১৪০০ বছর আগে। ইসলাম বলছে মুনাফিকের লক্ষণ ৩ টি। ১। যে কথায় কথায় মিথ্যা বলে ২। যে ওয়াদা ভঙ্গ করে ৩) যে আমানতের খেয়ানত করে ওরা মুনাফিক। তাই আমি মনে করি পবিত্র ধর্ম ইসলামকে যারা অনুসরণ করবে তারা খুব সহজেই সবক্ষেত্রে সফল মানুষ হতে পারবে।



৭) ব্লগিং করতে এসে আপনার জীবনের কোন কিছুর কি পরিবর্তন ঘটেছে ?

তাসনুভা সাখাওয়াত বীথি:- না। কোন পরিবর্তন ঘটেনি। আগের মতই আছি ।



৮) আপনি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার। পেশা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

তাসনুভা সাখাওয়াত বীথি:-দেশের অনেক মানুষের ধারণা ডাক্তার মানে কসাই। আমি অন্তত আমার রোগীদের মাঝে ডাক্তার মানে কসাই ধারনাটা পরিবর্তন করে দিতে চাই।



৯) আপনার প্রিয় লেখক ও কবি কে?


তাসনুভা সাখাওয়াত বীথি:- প্রিয় লেখকঃ হুমায়ূন আহমেদ । আর আমি কবিতা বুঝিনা । তাই প্রিয় কবি নাই ।



১০) আপনার প্রিয় পাখী, ফুল, রং ও খাওয়ার কি?

তাসনুভা সাখাওয়াত বিথি:- পাখী – ময়না । আমাদের একটা ময়না পাখি আছে। ফুল – গোলাপ আর গন্ধরাজ রঙ – গোলাপি আর বেগুনী খাওয়া- বিরিয়ানি আর চাইনিজ



১১) আপনি কোন গান ও কার গান শুনতে পছন্দ করেন?

তাসনুভা সাখাওয়াত বীথি:- আমি সব ধরনের গান শুনি । রবীন্দ্র সঙ্গীত বেশি প্রিয়।বাংলাদেশে আমার ফেভারিট সিঙ্গার জেমস, তাহসান, ও তপু।



১২) অবসর সময়ে কি করতে পছন্দ করেন?

তাসনুভা সাখাওয়াত বীথি:- ডাক্তারদের অবসর সময় পাওয়াটা একটা ব্যাপার। তবে সময় পেলে শপিং করতে ও রিক্সায় ঘুরতে ও রূপ চর্চা করতে ভালো লাগে।



১৩) সামনে ফুটবল বিশ্বকাপ । আপনি কোন দল সাপোর্ট করেন?

তাসনুভা সাখাওয়াত বীথি:- আর্জেন্টিনা।



১৪) আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?

তাসনুভা সাখাওয়াত বীথি:- বিশ্বনবী ও সর্বকালের শ্রেষ্ঠ মানব ও রাসুল মুহাম্মদ (সঃ)



১৫) দেশ নিয়ে আপনার ভাবনা কি?

তাসনুভা সাখাওয়াত বীথি:- দেশ নিয়ে কিছু লিখতে গেলে আমি হতাশ হয়ে যাই । উজ্জ্বল সম্ভাবনাময় দেশ হলেও আমরা কতো পিছিয়ে! কি লিখবো কিভাবে লিখবো বুঝে উঠতে পারিনা। তবে স্বপ্ন দেখি এমন একদিন আসবে দেশে কোন ভারতীয় ও পাকিস্তানী রাজাকার থাকবেনা। যদি আমাদের প্রিয় বাংলাদেশে ভারতীয় ও পাকিস্তানী দেশদ্রোহী গুলো না থাকতো তবে কতো ভালো হত। আমি নতুন প্রজন্মের একজন হিসাবে ভারতীয় ও পাকিস্তানী দলাল মুক্ত একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি। ১৯৭১ সালে পাকিস্তানকে তাড়ালেও আমাদের প্রায় সবকিছুই ভারতের দখলে। এটা আমাকে সবচেয়ে বেশি চিন্তিত ও হতাশ করে। দেশের সুশীল সমাজ জাতীর মেধা হিসেবে পরিচিত বুদ্ধি জীবীরা দলাদলির রাজনীতির সাথে জড়িয় ন্যায়ের পথে না থেকে টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিচ্ছেন। দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া নির্লজ্জের ভূমিকায় লিপ্ত হয়েছে। ন্যূনতম মনুষ্যত্ব ও মানবিকতা বোধও এদের নেই। কোন না কোন ভাবে দুর্নীতি অনিয়ম , ঘুষ এগুলোর সাথে জড়িত কম আর বেশি দেশের প্রায় সব পেশার মানুষ। এসব দেখে আমি আল্লাহকে বলি আল্লাহ প্লিজ তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও।



১৬) বাংলা ব্লগিং এ নারীদের বর্তমান অবস্থা কি?

তাসনুভা সাখাওয়াত বীথি:- পুরুষদের সাথে তাল মিলিয়ে কিছু কিছু নারীও ব্লগিং করছেন । তবে সংখ্যাটা পুরুষের তুলনায় অনেক কম। ইয়াং জেনারেশন ( নারী) ব্লগিং এর প্রতি কেন ইন্টারেস্ট দেখাচ্ছেনা বুঝতে পারছিনা। ব্লগের সাথে দেশের অধিকাংশ মানুষের পরিচয় হয়েছে ১ বছর আগে। অনেকে ব্লগ কি জানতো না। ধীরে ধীরে বাংলা ব্লগ নারীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠবে আশা করি। তবে ব্লগে যখন কোন নতুন নারী আসে তখন তাকে ব্লগিং শুরু করতে হয় ট্যাগ খেয়ে।তারপর নিজেকে নারী হিসেবে প্রমাণ করতে হয় এবং ব্যক্তি আক্রমণ সহ্য করে নিজেকে ব্লগে প্রতিষ্ঠিত করতে হয়। ব্লগে একজন নারীকে প্রথম আসার পর কিভাবে ব্যক্তি আক্রমণ করা হয় তা বলার প্রয়োজন পড়েনা। আমাদের সামু ব্লগে না হয় জানা আপু আছে। সমস্যা হলে উনি সাহায্য করেন। কিন্তু যারা নতুন আসে তারা জানাপুকে কিভাবে চিনবে? একটি মেয়ে যখন ব্লগে নতুন আসে তখন সে ব্লগটাকেও ফেসবুক মনে করে। যেহেতু একজন নারীকে এখনো তার নারীত্বের পরিচয় দিয়ে ব্লগিং করতে হয় তাই নারীদের বর্তমান অবস্থা ভালো না।একজন নারীকে যতদিন তার নারীত্বের পরিচয় দিয়ে ব্লগিং করতে হবে ততদিন অবস্থা ভালো হবেনা।



১৭) বাংলা ব্লগের বর্তমান সময় কেমন এবং ভবিষ্যৎ কি ধরণের হবে বলে আপনি মনে করেন?

তাসনুভা সাখাওয়াত বীথি:- বাংলা ব্লগ অতীতের তুলনায় বর্তমানে কম জনপ্রিয় যা ব্লগের ভিজিটর ও অনলাইনে থাকা ব্লগারের সংখ্যা দেখলেই বুঝা যায়। এর জন্য আসলে দায়ী ফেসবুক। তবে অনেক নতুন ব্লগারের ব্লগের প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। আমার মনে হয় ভবিষ্যতে বাংলা ব্লগের সময় ভালো যাবে।



----------------------------------------------------------------------------------

প্রিয় ব্লগারের কথোপকথন দেখে আপনারও কিছু জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। হওয়াটাই স্বাভাবিক। আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় তাসনুভা সাখাওয়াত বীথি । পুরো ব্যাপারটাই লাইভ।

আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।

মন্তব্য ১৮৯ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৮৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
একবার কমেন্ট লিখে প্রকাশ করে দেখি পোস্ট নেই !

বীথির জন্যে শুভেচ্ছা রইল ।।

২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সামুর প্রবলেমের কারণে !!!
পোষ্ট এডিট করতে গিয়ে প্রথমে ডাবল হয়ে গেলো। একটা ডিলিট মারার পর দুটোই নাই হয়ে গেছে :(
তাই আবারো দেয়া লাগলো ।

২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


প্রথম কমেন্টের জন্য পনি আপুকে গোলাপের শুভেচ্ছা!!!

২| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

প্রিয় ব্লগার ডাক্তার,
চিকিৎসাবিদ্যায় থেকে ব্লগিং করছেন, এ বিষয়টা দারুন।
ব্লগিং এ আপনার প্রিয় টপিক কি?

৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৬

রিফাত ২০১০ বলেছেন: অতিথি পছন্দ হয়েছে ;)

বীথি@ ডাক্তারি করা অনেক কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার। এতো পড়ালেখার চাপ থাকা স্বত্বেও ব্লগে কিভাবে সময় দেন?

২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ রিফাত!
আশাকরি আপনার বুদ্ধিদীপ্ত প্রশ্নের মাধ্যমে আমারা প্রিয় ব্লগার সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবো।

৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আর্জেন্টিনা সমর্থন করেন জানিয়া খুশি হইলাম। :)

আপনার এই ছবি দেখিয়া আরেক জিনিস মনে পড়লো, আপনি কি লাক্স চ্যানেল আই সুপারস্টারে ট্রাই দিছেন? :)

৫| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম কমেন্ট দিয়ে দেখি, পনি আপুর টা পাবলিশড। মাইন্ড খাইলাম। :)

২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: :P

দুনিয়ার সব জায়গাতেই একি সমস্যা। যে যা করতে চায় সেটা সে না করার আগে অন্য কেউ করে ফেলে। :)

৬| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি মাত্র ১ দিন আগে জেনেছি আমি অতিথি। আমার মত সাধারণ ব্লগারকে অতিথি হিসেবে সিলেক্ট করেছে দেখে প্রথমে অবাক হয়েছি। ব্যস্ততার মাঝে তাড়াহুড়া করে প্রশ্ন গুলোর উত্তর দিয়েছি তাই উত্তর গোছানো হয়নি ।

ধন্যবাদ স্নিগ্ধ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।

২৯ শে মে, ২০১৪ রাত ১১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমিও আশাকরিনি আপনি একবার বলার সাথে সাথে অন্তরিক ভাবে রাজি হয়ে জাবেন। আগে থেকেই আপনাকে সিলেক্ট করে রেখেছিলাম। কিন্তু নিজস্ব ব্যস্ততার জন্য আপনাকে জানাতে দেরি হয়ে গিয়েছিলো। আন্তরিক ভাবে আশার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না হয় আমি পোষ্ট নিয়ে খুব বিপদে পড়ে যেতাম।

৭| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আরজুপনি আপু@ আমিও প্রথমে পোস্ট দেখে এরপর দেখি পোস্ট নাই হয়ে গিয়েছে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও আপনার জন্যও শুভেচ্ছা।

৮| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:০৮

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: সুপ্রিয় একজন ব্লগারের ব্যক্তিগত অনেক কিছু জানতে পারলাম । এই জন্য প্রথমেই স্নিগ্ধ শোভন ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

@ব্লগার বীথি

#ব্লগের কোন দিক টা আপনার কাছে ভালো লাগে ? এবং কোন দিক টা খারাপ লাগে ?

#ব্যক্তিগত জীবনে আপনি যেহেতু ডাক্তার আপনি কি নিজেকে সমাজের উচ্চশ্রেণীর মানুষ মনে করেন ?

#ব্যক্তিগত জীবনে আপনি কি বিবাহিত ?

#আপনি কি বিভাগ নিয়ে পড়াশুনা করেছেন ?

প্রশ্ন গুলো যদি অপ্রাসঙ্গিক মনে করেন এড়িয়ে যেতে পারেন ।

শুভেচ্ছা রইলো ।

২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও সুন্দর কিছু প্রশ্নের মাধ্যমে পোস্টে অংশগ্রহণ করার জন্য।

৯| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয়@ আমার নির্দিষ্ট কোন প্রিয় টপিক নেই । তবে দেশের জন্য , সমাজ সচেতনতা মূলক , ও নিরপেক্ষ রাজনৈতিক পোস্ট গুলো ভালো লাগে।

আপনাকে অনেক ধন্যবাদ ।

১০| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:১১

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ। :)

১১| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৬

ময়নামতি বলেছেন: শুভকামনা থাকল, ভাল থাকুন ............

২৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ। :)

১২| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে প্রথম ভাল লাগা।বীথি আপুর জন্য শুভকামনা। স্নিগ্ধ শোভন কে ধন্যবাদ চমৎকার আয়োজনে ।

২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ। :)

১৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রিফাত ২০১০@ আপনাকে অনেক ধন্যবাদ। :D

আমি যখন ব্লগে প্রথম আসি তখন ৫ম বর্ষে ছিলাম । স্টুডেন্ট থকায় ব্লগে কিছুটা সময় দিতে পারতাম তবে অনেক বেশি না । প্রফ এর সময় একেবারেই সময় দিতে পারিনি। কোন ডাক্তার এর পক্ষে পারা সম্ভব ও না।
ডাক্তার হয়ে যাওয়ার পর এখন ব্লগে কম সময় দিতে পারি। এখন ইচ্ছা থাকার পরেও ব্লগে মাঝে মাঝে আসতে পারি।

১৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:২২

জেরিফ বলেছেন: বাহ ! এত দেখি মেঘ না চাইতেই জল ;)

ধন্যবাদ শোভন ভাই :)

যাক একজন ডাক্তারের দেখা পাওয়া গেলো :-B :-B :-B


আপনার জন্য শুভ কামনা রইলো ।

আপনি আমার ডাক্তারদের দৃষ্টি আকর্ষন করা পোস্টে আসেন নি কেন X( X( X( ??

২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ জেরিফ। :)

১৫| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @ আশরাফুল ইসলাম দূর্জয়

ফুটবল শুধু আর্জেন্টিনাই খেলে আর গুলো তো আসলে ফুটবলের নামে কুতকুত , কাবাডি খেলে। যেমন ব্রাজিল ট্রাজিল ফ্লাজিল এগুলো আরকি :D

লাক্স চ্যানেল আই সুপার স্টার টেরাই দেওনের কোন ইচ্ছা কোনদিন ছিলোনা। :)

১৬| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @ আশরাফুল ইসলাম দুর্জয়

প্রথম কমেন্ট পনি আপুর দেখে আমি খুশি হয়েছি :) আপনার হলেও খুশি হতাম । কিন্তু ইমরাজ কবির মুনকে খুব মিস করছি। :( আমার পোস্টে উনি সবসময় প্রথম কমেন্ট করেন।

উনি কোথায় কেউ কি জানেন ?

১৭| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

লিরিকস বলেছেন: আপু ঝটপট আপনার ৫ টি ভালো লাগা গানের কথা বলুন।





শোভন ভাইকে বলেছিলাম অনেকবার ১০ টা গানের একটা লিস্ট দিতে,
বাপরে তারপর থেকে কি ভাব, কি হনুরে
লিস্ট দিলে উনি মনে হয় একবারে মাটিতে পড়ে যাবেন। X( X( X(

হুঃ

৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি গত কালকে আপনার ফেসবুকে ইনবক্স করেছি। আপনি বোধয় এখন ইনবক্স চেক করেননি। :)


আলাপনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

১৮| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এইটা কেমন কথা হইলো, আমাদের মিস করেন না :)

উনি নিশ্চয়ই আসবেন, প্রিয় ব্লগারের সাক্ষাৎকার মিস করবে নাকি!

১৯| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা বীথি আপুর জন্য।

একজন ডাক্তার হিসেবে হয়ত মানুষের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। সেই স্কোপ এবং সাধও আপনার ভেতর রয়েছে। কিন্তু একজন ব্লগার হিসেবে আপনি কি করতে চান ?

২০| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমারে তুমি অশেষ করেছ@ আপনাকে অনেক ধন্যবাদ।

#ব্লগের কোন দিক টা আপনার কাছে ভালো লাগে ? এবং কোন দিক টা খারাপ লাগে ?
ক্যাচাল ছাড়া ও ব্যক্তি আক্রমণ ছাড়া ব্লগের সব দিকই আমার ভালো। ফেসবুকের চেয়েও আমার ব্লগ বেশি ভালো লাগে । ব্লগে মনের মতো করে লেখা যায়।


#ব্যক্তিগত জীবনে আপনি যেহেতু ডাক্তার আপনি কি নিজেকে সমাজের উচ্চশ্রেণীর মানুষ মনে করেন ?

না আমি নিজেকে উঁচু শ্রেণীর মানুষ মনে করিনা। আমি অন্যদের মতো একজন সাধারণ মানুষ।

#ব্যক্তিগত জীবনে আপনি কি বিবাহিত ?
না

#আপনি কি বিভাগ নিয়ে পড়াশুনা করেছেন ?

মেডিসিন নিয়ে পড়াশোনা করবো।

প্রশ্ন গুলো যদি অপ্রাসঙ্গিক মনে করেন এড়িয়ে যেতে পারেন ।

না প্রশ্নগুলো এখন পর্যন্ত প্রাসঙ্গিক । ইটস ওকে । ভালো থাকুন।

২১| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুমন কর @ আপনাকে অনেক ধন্যবাদ।

২২| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ময়নামতি @

আপনাকেউ অনেক ধন্যবাদ।

২৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেলিম আনোয়ার ভাইয়া @ ১ম ভালো লাগার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা।

২৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জেরিফ @ মেঘ না চাইতেই জল মানে কী ? আপনার পোস্ট আমি দেখিনাই। আমি ব্লগে সময়ের অভাবে আসতে পারিনা। আপনার পোস্ট কাল পড়বো। :) অনেক ধন্যবাদ । সবসময় ভালো থাকুন। :)

২৫| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: শোভন কে শুভেচ্ছা সুন্দর আয়োজনের জন্য।

পনি আপু কে যে ফুলটা দেওয়া হয়েছে সেটা নকল ফুল ;)
তাও মেনে নেওয়া যেত কিন্তু রেজুলেশন এতো খারাপ..... ;)
মেনে নেওয়া যায় না................!!
পনি আপু মেনে নিয়েছে নাকি?



বিথী/ বিথি আপু আপনার নামের বানান কোনটা ঠিক? নাকি ২ টাই চলে?

অন্তরঙ্গ আলাপনঃ- এবারের অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি

১)বীথি আপু কেমন আছেন?
তাসনুভা সাখাওয়াত বিথি:- আলহামদুলিল্লাহ ভালো আছি।




শুভ কামনা।

৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।

এই সমস্যাটা ঠিক করতে গিয়ে পোষ্ট তিনবার দেয়া লাগলো। তাই আপাদত রিস্ক নিলাম না। পরে ঠিক করে দিবো।



অনভিপ্রেত এই সমস্যার জন্য সকলের কাছে দুঃখিত!!!

২৬| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: লিরিকস @

এক পায়ে নূপুর
জেমসের বাংলাদেশ
এ যেন সহজ স্বীকারোক্তি
সে যে বসে আছে একা একা
দূরে তুমি দাঁড়িয়ে
মন ভালো নেই - তপু

গান কেন ? :)

২৭| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দূর্জয় ভাইয়া @ মিস করবোনা কেন ? উনি সবসময় আমার পোস্টে ১ম কমেন্ট করেন আজকে উনা দেখছিনা তাই ১ম কমেন্টের কথা বলাতে উনার কথা মনে এসছে আর কি :)

৩০ শে মে, ২০১৪ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:


মুন ভাইকে খুব মিস করছি ব্লগে!!

২৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০২

সুমাইয়া আলো বলেছেন: শুভেচ্ছা আপু। :)

@ মুন সম্ভবত ব্লগে আসবেনা।

২৯| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কান্ডারি অথর্ব ভাইয়া @ অনেক ধন্যবাদ আপনাকে ।

একজন ব্লগার হিসেবেও আমি মানুষের জন্য মানুষের পক্ষে লিখতে চাই এবং লেখার ট্রাই ও করি ।

৩০| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@ লিরিকস আপু শোভন ভাই এত্তগুলা পচা =p~

আপনি আমাকে বলেন আমি গানের লিস্ট দিচ্ছি :P

৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: রিপ্লাই দেখেন কাণ্ডারি ভাই ;)

৩১| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৯

কয়েস সামী বলেছেন: আপনারে দেখে আমার মাথা ঘুরতাছে। কী ওষুধ খামু?

৩২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এহসান সাবির @ তাসনুভা সাখাওয়াত বীথি

৩৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুমাইয়া আলো @ আপনাকেউ ধন্যবাদ আপু । কেন ব্লগে আসবেন না ?

৩৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@তাসনুভা সাখাওয়াত বীথি আপু শুনে খুব ভাল লাগল।

একজন ব্লগার হিসেবে নিজেকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ? যেহেতু ব্লগিং এর সাথে জড়িয়েছেন কিন্তু পেশাগত কারণে সময় দিতে পারছেন না, তবু এটা কি কন্টিনিউ করার কোন পরিকল্পনা আছে ? আপনি কি মনে করেন ব্লগিং এর মাধ্যমেও আপনার পেশাগত দায়িত্ব পালন সম্ভব ?

৩৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার এখন যেতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই । শুভ রাত্রি ।

৩৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শোভন ভাইকে ধন্যবাদ , আরেকজন ব্লগারকে টেনে আনার জন্য । (শুকনা করেই ধন্যবাদ দিলাম, আপনি ভিজিয়ে নিয়েন কোনও কিছু দিয়ে :P )

@বীথি আপু, কেমন আছেন?? আশা করি ভুলে যান নাই । আর বেশি দিন দূরে দূরে থাকবেন না ব্লগ থেকে । জানেনই তো, আমাদের মতো আনস্মার্ট ছেলেদের জন্য আপনার দাশিং পোষ্টগুলান সত্যিই উপকারি ছিলো ! :( আর প্রশ্ন হলো, চোখ জোড়া গর্তে বসে গেলে আর চোখের নীচে কালো দাগ হয়ে গেলে উদ্ধারে উপায় কি?? :!> ভালো থাকবেন !

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার ভাই। বীথি আপুকে ব্লগে নিয়মিত দেখতে চাই।

৩৭| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:১৬

অ্যামাটার বলেছেন: আর্জেন্টিনা হবার জন্য অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি কে একটা চকলেট :D
এইটাই জিজ্ঞেস করতে গেছিলাম। আর কোনও প্রশ্ন নাই :)

৩৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২২

সুমাইয়া আলো বলেছেন:

এটা মুনের ফেবু লিংক আপু

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: মুনরে ব্লগে মিসাই। বেশ স্মার্ট লাগতাছে মুনরে। :)

৩৯| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:



আজকের অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি আজকের জন্য অন্তরঙ্গ আলাপন থেকে বিদায় নিচ্ছেন। আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করে যেতে পারেন। উনি কালকে এসে প্রশ্নগুলোর উত্তর দিয়ে জাবেন।

৪০| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২৮

সুমাইয়া আলো বলেছেন: ধন্যবাদ শোভন ভাইয়া :)

৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আলাপনে আন্তরিক অংশগ্রহণের জন্য।

৪১| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৩

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ধন্যবাদ ব্লগার বীথি

আপনার জন্য শুভ কামনা রইলো ।

৪২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বীথিকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই এই পর্বে। আপনি এই ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার। আপনার কাছে একটি প্রশ্ন তা হলো, একজন ব্লগার যখন নারী ব্লগার হিসেবে পরিচিত পান, তখন সেটাকে আপনি কিভাবে দেখেন? এই পরিচয়টি কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক?

সহ ব্লগার হিসেবে পুরুষ ব্লগারদের 'অতি' সহযোগিতা বা সাহায্য কখনও কি আপনাকে বিড়ম্বনায় ফেলেছে? যদি ফেলে থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা চাইলে শেয়ার করতে পারেন।

আর আর্জেটিনা সাপোর্ট করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। :D B-)

@শোভনঃ খুব চমৎকার হয়েছে । চালিয়ে যাও।

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ কা_ভা ভাই সবসময় পাশে থাকার জন্য।

৪৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৬

খাটাস বলেছেন: মুল পোস্টে উপস্থাপকের প্রশ্ন গুলোর উত্তর ভাল লেগেছে। শুভ কামনা রইল বীথি আপু।
শোভন ভাই ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ খাটাস। :)

কেমন আছ?
অনেক দিন পর ব্লগে দেখলাম।

৪৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: স্কুলে থাকতে অনুবাদ করতে গিয়ে বা কালের প্রকার জানতে আমরা প্রায় সবাই পড়েছি যে "ডাক্তার আসিবার পুর্বে রোগী মারা গেলো।"


আজকের অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার আসতে দেরী হওয়ার কারণ কি?

এটা আজকের অতিথির জন্য :)



অঃটঃ

@সাবির ভাই, আজকের অতিথির ব্লগ আইডির মধ্যে নামের একটা ছোট্ট বিভ্রাট রয়ে গেছে বোধহয়। ব্লগ আইডিতে তাসনুভা সাখাওয়াত বিথি এর জায়গায় তাসনুভা সাখাওয়াত বীথি হবে হয়তো। যে কারণে শোভনের পোষ্টেও ঝামেলাটি এড়ায়নি। অতিথির যদি আপত্তি না থাকে তাহলে শ্রদ্ধেয় জানাপুর কাছে অতিথির তরফ থেকে বিভ্রাটটি দূর করা অনুরোধ জানালাম।

৪৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১:০২

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আড্ডা প্রাণবন্ত । ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথিকে শুভেচ্ছা

সেইসাথে ধন্যবাদ ব্লগার স্নিগ্ধ শোভনকে চমৎকার একটি আয়োজন সৃষ্টি করে দেয়ার জন্য ।

শুভ রাত্রী

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সিফাত আলাপনে অংশগ্রহণের জন্য :)

৪৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১:০৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: বীথির জন্য শুভকামনা।বীথির হাইস্কুলের নাম জানতে চাই।

৪৭| ৩০ শে মে, ২০১৪ রাত ১:১০

বলো জয় বাংলা বলেছেন: বীথি আপু আপনি খুব সুন্দর 8-|

ব্যক্তিগত প্রশ্ন অপ্রাসঙ্গিক হলে মন্তব্যটা মুছে দিবেন শোভন সাহেব।

বীথি আপু কি কোন ব্লগারকে বিয়ে করবেন নাকি অন্য কাউকে? :P :P

৪৮| ৩০ শে মে, ২০১৪ রাত ২:৪৮

রাশেদ আহম্মেদ বলেছেন: আপু এবং ভাইয়াদের অন্তরংগ আলাপন শুনতে শুনতে হট কফি কোল্ড হইয়ে গেছে তাই বীথি আপুর দৃষ্টি আকরশন করছি প্লিজ ডাক্তার তো জনগন তথা ব্লগারদের সেবক/সেবিকা ওই প্রেক্ষাপটে আপনার মতামত কি?

৪৯| ৩০ শে মে, ২০১৪ রাত ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে ভালোলাগা শোভন ।

আমি কিছু জিজ্ঞেস করবোনা , কিছু বলবো ও না । মুখবন্ধ !!
বীথি আপুকে শুভেচ্ছা !

৩১ শে মে, ২০১৪ রাত ১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!!

মুখে বেঁধে রেখেছে কে? ;)

৫০| ৩০ শে মে, ২০১৪ রাত ৩:৩৮

অপু তানভীর বলেছেন: ডাক্তার আফা, কদিন ধইরা ঠান্ডা লাগছে ! কি ঔষধ খাইতাম ? :D :D
ভিজিট কিন্তু দিতে পারুম না ! টেকা নাই ;);)

৫১| ৩০ শে মে, ২০১৪ ভোর ৫:১৬

বাংলাদেশী দালাল বলেছেন: প্রথমেই ধন্যবাদ শোভন ভাইকে সুন্দর পোস্ট এবং খুবই চমৎকার একজন ব্লগারকে সিলেক্ট করার জন্য।


@বীথি শ্রদ্ধা জানাই আপনার চমৎকার জীবন দর্শনের প্রতি।

না চাইতেই অনেক কিছু জানা হয়ে গেলো। এর চাইতে বেশি জানতে চাওয়া অপ্রাসাংগিক হয়ে যেতে পারে।

তবে একটা প্রশ্নঃ কেমন আছেন? :)



৩১ শে মে, ২০১৪ রাত ১:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দালাল দেশের সাথে সাথে অন্তরঙ্গ আলাপনের সাথেও থাকার জন্য :)

৫২| ৩০ শে মে, ২০১৪ ভোর ৫:৪৪

সকাল হাসান বলেছেন: আপুকে শুভকামনা।
ডাক্তারির পাশাপাশি ফেসবুক বা ব্লগে টাইম দেওয়া রীতিমত দূরূহ ব্যাপার।

৫৩| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ধন্যবাদ শোভন, এমন একজন ব্লগারের সাথে প্রায় লাইভলি পরিচয় করিয়ে দেয়ার জন্য।
আর কিছু বলার নাই, তাঁর সাথে আলাপ তাঁর ব্লগেই করতে চাই ;) :P

৩১ শে মে, ২০১৪ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আলাপনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ।
কিন্তু আলাপন পোস্টে আলাপ না করায় পোষ্ট এবয়েড করার একটু গন্ধ পেলাম :(

৫৪| ৩০ শে মে, ২০১৪ সকাল ৭:১৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ভালো লাগলো। তবে ভবিষ্যৎতে কি কি পরিকল্পনা তার দিকে গুরুত্ব দেয়াই শ্রেয়।দেশে এখন যা চলছে তাতে অনেকটা হতাশই বলা যায়।

৫৫| ৩০ শে মে, ২০১৪ সকাল ৯:৩৬

আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৪ রাত ৩:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার অংশগ্রহণের জন্য ধন্যবাদ!!!

৫৬| ৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯

নিশাত তাসনিম বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বীথিকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই এই পর্বে। আপনি এই ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার।

সহমত ।

ধন্যবাদ স্নিদ্ধ শোভন ভাইকে এমন সুন্দর মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

৩১ শে মে, ২০১৪ রাত ৩:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আলাপনের পাশে থাকার জন্য ।

৫৭| ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: অন্তরঙ্গ আলাপনে বিথি আপুকে এভাবে উপস্থাপন করার জন্য স্নিগ্ধ
শোভন কে ধন্যবাদ ।
আর বিথি আপুর জন্য শুভকামনা , ভাল থাকুন সব সময় ।।

৩১ শে মে, ২০১৪ রাত ৩:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বন্ধু সবসময় সাথে থাকার জন্য!!!

৫৮| ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৫৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: জেলাস ফিল হচ্ছে...... :P :P কুনমতে আমার একখান এমুন ইন্টারভিউ নেওন যায়না.... :) যদিও আমি ডাক্তার হইবার পারছিনা......তয় রোগী হওনের যোগ্যতা পুরা আছে :D
আর @@কুনেব্যাঙ......আমাদের ছুডকালে ডাক্তারা রুগী ফালাইয়া প্রাইভেট প্রাক্টিসে যেতো......(যদিও এখন আরো বেশি যায়).......তাই ডাক্তার আসার আগেই রোগীর ইহলীলা সাঙ্গ হতো......। কিন্তু এখন সেই সমস্যা ধীরে ধীরে কমছে........দেশে যেসব ষ্টাইলে খুনখারাবী হচ্ছে......রোগীর আর ডাক্তারের কাছে আসার বা ডাক্তারের আর রেগীর কাছে যাবার আগেই রোগী কবরস্থান বা গুমের খাতায় চলে যাচ্ছে........তাই আস্তে আস্তে ডাক্তারদের রেপুটেশনের উন্নতি হচ্ছে।

৩১ শে মে, ২০১৪ রাত ৩:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অপেক্ষা করুন যে কোন মাসের যে কোন শেষ বৃহস্পতিবারে আপনিও হতে পারেন এই অনুষ্ঠানের একজন!!! :)

৫৯| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

মুদ্‌দাকির বলেছেন:
সামুতে আপনার লেখা আপনার প্রিয় পোষ্ট কোনটা ??

সামুতে অন্যের লেখা আপনার প্রিয় পোষ্ট কোনটা ??

ভালো থাকুন, ব্লগে থাকুন !!

৬০| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৬

আমি ইহতিব বলেছেন: আররে আজকের অতিথি দেখি আমার মিতা। কেমন আছো মিতা?

ডাক্তার বীথি কে খুব পছন্দ করি ওর সহজ আচরণের জন্য। কোন ভাব নেই ওর মধ্যে।

শোভন ভাইকে ধন্যবাদ বীথিকে আরো ভালো করে জানার সুযোগ করে দেয়ার জন্য।



৩১ শে মে, ২০১৪ রাত ৩:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য!!!

৬১| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩

আরজু মুন জারিন বলেছেন: শুভেচ্ছা তাসনুভা কে

৬২| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১:২৭

পথিক মুরাদ বলেছেন: তাসনুভা,
ব্লগের জগতে আমি কেবল হামাগুড়িতে আছি। সময় পেলেই সামুর পাতায় ঢুঁ মারছি, কখনো অনলাইনে আবার কখনো অফলাইনে। প্রতিদিন কিছু জানার আর শেখার চেষ্টা করছি। এই অনলাইন অফলাইনের মাঝেই আপনারে পাইলাম।
আপনার জন্য শুভ কামনা রইল, সেই সাথে প্রত্যাশা করছি ব্লগিং এর যে কোন পরামর্শ। ভালো থাকবেন।

৬৩| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হাই অল ! শুভ সন্ধ্যা !

দুঃখিত এতক্ষণ আসতে পারিনি। আমার নেট ডিস্টার্ব ছিলো। যারা মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ । আজ অনেকক্ষণ ব্লগে থাকার ইচ্ছা রাখি।

ব্লগের সব আড্ডাবাজদের পোস্টে স্বাগতম । স্বর্ণা থাকলে ভালো হতো। মেয়েটা কোথায় যে হারিয়ে যায় আল্লাহই জানে :(

যাহোক সবগুলো মন্তব্যের জবাব দিচ্ছি ।

৬৪| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কয়েস সামি @ কি কারণে মাথা ঘুরে ? কারণ জানা ছাড়া কেমনে ঔষধ দিমু ? :D

৬৫| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


@তাসনুভা সাখাওয়াত বীথি আপু শুনে খুব ভাল লাগল।

একজন ব্লগার হিসেবে নিজেকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ? যেহেতু ব্লগিং এর সাথে জড়িয়েছেন কিন্তু পেশাগত কারণে সময় দিতে পারছেন না, তবু এটা কি কন্টিনিউ করার কোন পরিকল্পনা আছে ? আপনি কি মনে করেন ব্লগিং এর মাধ্যমেও আপনার পেশাগত দায়িত্ব পালন সম্ভব ?

ভাইয়া আমি মানুষ হিসেবে যেমন ব্লগেও এবং ব্লগার হিসেবেও তেমন নিজেকে মূল্যায়ন করি । অনেকেই আছেন ব্লগে একরকম আর রিয়েল অন্যরকম । আমি রিয়েল লাইফ এ যেমন ব্লগেও তেমন। হ্যাঁ আমি যখন সময় পাবো তখন ব্লগে আসব । ব্লগিং চলবে । আই থিংক ব্লগিং করে পেশাগত দায়িত্ব পালন সম্ভব না ।

অনেক ধন্যবাদ । :)

৬৬| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আদনান শাহ্‌িরয়ার বলেছেন:@বীথি আপু, কেমন আছেন?? আশা করি ভুলে যান নাই । আর বেশি দিন দূরে দূরে থাকবেন না ব্লগ থেকে । জানেনই তো, আমাদের মতো আনস্মার্ট ছেলেদের জন্য আপনার দাশিং পোষ্টগুলান সত্যিই উপকারি ছিলো ! আর প্রশ্ন হলো, চোখ জোড়া গর্তে বসে গেলে আর চোখের নীচে কালো দাগ হয়ে গেলে উদ্ধারে উপায় কি?? ভালো থাকবেন

আমি ভালো আছি :) ভুলবো কেন ? ব্লগ থেকে কখনো দূরে থাকতে চাইনা কিন্তু উপায় নেই । জুলাই এ এফ সি পি এস ১ম পার্ট ও বি সি এস প্রিপারেশন নিতে হচ্ছে । আল্লাহ যদি পাশ করিয়ে দেন জুলাই এর পর ব্লগে আসতে পারবো। ঐ গুলো তো ফান পোস্ট ছিলো :) আপনার উপকারে এসেছে জেনে ভালো লাগছে :D

অন্তত আগামী ১৫ দিন টাইম মেন্টেন করে খাওয়া দাওয়া করলে যেমনঃ সকালের ব্রেকফাস্ট সকাল ৮ টা, দুপুরের লাঞ্চ ঠিক ১ টা থেকে ২ টা , ইভনিং স্ন্যাক্স সন্ধ্যা ৬ টা ও ডিনার রাত ১০ টা এবং মিনিমাম সাত ঘণ্টা সাউন্ড স্লিপ দিলে চোখ জোড়া গর্তে বসে গেলে আর চোখের নীচে কালো দাগ হয়ে গেলে উদ্ধার করা যাবে সাথে দাশিং ও হয়ে যাবেন । :D পরীক্ষার সময় আমার একই অবস্থা হয় । পরে আপনাকে যে টিপস দিয়েছি তা অনুসরণ করলে ১৫ দিনের মধ্যে ঠিক হয়ে যায়। =p~

মেয়ে হলে রূপ চর্চার টিপস দিতাম । কিন্তু আপনি তো পুরুষ :P

৬৭| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অ্যামাটার বলেছেন

আর্জেন্টিনা হবার জন্য অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি কে একটা চকলেট
এইটাই জিজ্ঞেস করতে গেছিলাম। আর কোনও প্রশ্ন নাই


ধন্যবাদ আপনাকে । আপনার জন্য ও চকলেট :)

ফুটবল তো শুধু আর্জেন্টিনা খেলে । আর গুলো আসলে ফুটবলের নামে কুতকুত খেলে :) ব্রাজিল ফ্লাজিল এগুলো আর কি ? :!>

৬৮| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুমাইয়া আলো @ উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন ।

আবার ধন্যবাদ :)

৬৯| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৮

যুবায়ের বলেছেন: আসতে তো বহুৎ দেরী কৈরা ফালাইছি :(
এবারের আলাপনে মুনে ওয় ট্রেন মিস করলাম।

৩১ শে মে, ২০১৪ রাত ৩:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: দেরি হলেও সমস্যা নেই যুবায়ের ভাই। বীথি আপুর কাছে আপনার কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। উনি উত্তর দিয়ে যাবেন।

৭০| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমারে তুমি অশেষ করেছ @

আপনাকেউ অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । :)

৭১| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩২

কয়েস সামী বলেছেন: আমার নামের বানান ভুল করছেন ক্যান? মাথা আরো জোরে ঘুরতেছে। কি খামু তাড়াতাড়ি কন।

৭২| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়া @ অনেক ধন্যবাদ । আমি একজন সিজেনাল ব্লগার । সময় পেলে ব্লগে আসি । আমি মোটেও জনপ্রিয় ব্লগার না । প্লিজ লজ্জা দিবেননা :(

একজন ব্লগারের পরিচয় সে একজন ব্লগার। নারী পুরুষ পৃথক করা ঠিক না । এই পরিচয়টা অসুবিধাজনক।

আমাকে কেউ অতি সহযোগিতা করেনি কখনো । শুধু যখন যেকোনো বিষয়ে হেল্প চেয়েছি হেল্প করেছেন। তাই বিড়ম্বনায় পড়তে হয়নি ।

অল টাইম আর্জেন্টিনা । শোভনের এই পোস্টে আমার ড্রেস কিন্তু আর্জেন্টিনার পতাকার সাথে ম্যাচ করা :)

আপনি আমার প্রিয় একজন ব্লগার । আপনার মন্তব্য আমার সবসময় ভালো লাগে :)

৭৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আপনি বলেছেন যে ব্লগিং করে পেশাগত দায়িত্ব পালন সম্ভব না। কিন্তু ধরুন ব্লগে যদি আপনি মানুষের জন্য অত্যন্ত জরুরী চিকিৎসা বিষয়ক তথ্য নির্ভর কিছু লেখেন তাহলে কি আমরা উপকৃত হবো না ? আমার স্ত্রীর মাইগ্রেন সমস্যা। তো কিছুদিন আগে ব্লগ ঘেটে দেখলাম মাইগ্রেন হলে কি করতে হয় কি চিকিৎসা নিতে হয় দেয়া আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে অনেকটা লাভ হয়েছে। এটা কি একটি ইতিবাচক দিক নয় ?

৭৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খাটাস@আপনাকে অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় । :)

৭৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১০

খাটাস বলেছেন: বীথি আপু, মানব বুদ্ধি সম্পন্ন জীব হয়ে ও আর্জেন্টিনার সমর্থক হয়। :#> এ বিষয়ে ব্যাখ্যা কি আপনার মতে? :!>



( মজা করে বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উত্তর আশা করছি :#) )

৭৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: আপু কি কি রান্না করতে পারেন?

৭৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


@এহসান সাবির ভাই আপনি কি আমাদের সকলের জন্য দাওয়াতের ব্যবস্থা করতেছেন নাকি ? ;)

৭৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @ *কুনোব্যাঙ*

ডাক্তার আসতে দেরি হওয়ার সাথে রোগীর মৃত্যুর কোন সম্পর্ক নেই । রোগীর হায়াত শেষ হলে ডাক্তার আগে আসলেও মারা যাবে পরে আসলেও মারা যাবে।

ছবিটা খুব সুন্দর । আপনাকে ধন্যবাদ।



অঃটঃ

@সাবির ভাই, আজকের অতিথির ব্লগ আইডির মধ্যে নামের একটা ছোট্ট বিভ্রাট রয়ে গেছে বোধহয়। ব্লগ আইডিতে তাসনুভা সাখাওয়াত বিথি এর জায়গায় তাসনুভা সাখাওয়াত বীথি হবে হয়তো। যে কারণে শোভনের পোষ্টেও ঝামেলাটি এড়ায়নি। অতিথির যদি আপত্তি না থাকে তাহলে শ্রদ্ধেয় জানাপুর কাছে অতিথির তরফ থেকে বিভ্রাটটি দূর করা অনুরোধ জানালাম।

আমি অলরেডি মেইল করেছি । সামু আমার নামের বানান ঠিক করে দিয়েছে :) ধন্যবাদ জানা আপুকে :)

আমি ব যখন ব্লগে নতুন আসি তখন ব্লগে বিজয় / অভ্র এগুলো ইউজ করে যে বাংলা লিখতে হয় জানতাম-না । যার ফলে প্রথমে অনেক বানান ভুল হয়। ি কার কে ী লিখতাম । এই কারণেই ভুলটা হয়েছে।

সামুর কীবোর্ডঃ বাংলা অপশান থেকে লিখতাম :)

৩১ শে মে, ২০১৪ রাত ৩:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: আপু ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত পোষ্ট এডিট করলাম। এখন ঠিক আছে ???

৭৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৭

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব @ দেখা যাক কি হয়।

আপু কি কি রান্না করতে পারে যেনে নিই আগে।

৮০| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০১

লিরিকস বলেছেন: দাওয়াতে ব্রাজিল রা বাদ আপু আর্জেন্টিনা আমিও আর্জেন্টিনা ;)

৮১| ৩১ শে মে, ২০১৪ রাত ১:০৪

এহসান সাবির বলেছেন: @ লিরিকস
এখানে ব্রাজিল আর্জেন্টিনা নয় প্লিজ।

৮২| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১২

খাটাস বলেছেন: ভাল আছি ভাই। আপনি কেমন আছেন? আমার পিসি সংক্রান্ত জটিলতা শেষের পথে। ব্লগে আবার নিয়মিত পাঠক হউয়ার আশা করছি তাই। :)
ভাল থাকবেন ভাই। :)

০২ রা জুন, ২০১৪ রাত ১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি ভালো আছি কিন্তু ভেজালের ভিতর আছি।

সমস্যা দূর করে আবার নিয়মিত হও।

৮৩| ৩১ শে মে, ২০১৪ রাত ২:১০

এইস ম্যাকক্লাউড বলেছেন: অতিথির কাছে প্রশ্নঃ
কখনও যদি সামুর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সেরা ব্লগারদের তালিকা করতে বলা হয়, তাহলে, আপনার তালিকায় কে কে থাকবেন? (তালিকায় সাবেক ব্লগার দেরও অন্তর্ভুক্ত করা যাবে)

মন্তব্য শেষ করার আগে বলতে চাইঃ
#ছবিটা সুন্দর হয়েছে
#আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি

৮৪| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৮

সময়ের ডানায় বলেছেন: আমি এবার আলাপনে অনেক দেরী কইলাইছি।

ধন্যবাদ শোভন ভাইকে প্রিয় একজন ব্লগারকে অন্তরঙ্গ আলাপনে হাজির করার জন্য।

০২ রা জুন, ২০১৪ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সময়ের ডানা।
দেরি করে ফেললেও প্রশ্ন করার সময় এখন পুরিয়ে যায়নি। :)

৮৫| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অভিনন্দন।
কেমন আছেন?

আইচ্ছা ডাক্তার, কইঞ্চেন দেহি, মেয়েরা যত বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হবেন সেইটা ভালো, নাকি একইসঙ্গে স্ত্রীরোগ আর মেডিসিনে বিশেষজ্ঞ হলে ভালো?

৮৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব দেখে আমি আল্লাহকে বলি আল্লাহ প্লিজ তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও।

৬ আর ১৫ তে স্যালুট।

আমাদের শিকড়ের সন্ধানে এবং শেকড়কে আকড়ে ধরেই থাকতে হবে। আমাদের আত্মার তাগিদেই।

ধন্যবাদ তা. সা. বীথি। ধন্যবাদ শোভন ভাই।

০২ রা জুন, ২০১৪ রাত ১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও আলাপনে অংশগ্রহণের জন্য :)

৮৭| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৫৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভকামনা

০২ রা জুন, ২০১৪ রাত ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: চেয়ারম্যান সাব কেমন আছেন?
অনেকদিন পর দেখলাম। :)

৮৮| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত


আপনাকেউ শুভেচ্ছা এবং ধন্যবাদ । সবসময় ভালো থাকুন । :)


৮৯| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জেনারেশন সুপারস্টার @ আপনার জন্যও শুভকামনা ও শুভেচ্ছা। :)




আমার হাই স্কুল Chittagong চিনেন ?


৯০| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জেনারেশন সুপারস্টার @ আপনার জন্যও শুভকামনা ও শুভেচ্ছা।


আমার হাই স্কুল বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ। (বাওয়া স্কুল) চিনেন ?

৯১| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বলো জয় বাংলা @ ধন্যবাদ আপনাকে । তবে আপনার প্রশ্ন টি অপ্রাসঙ্গিক মনে হচ্ছে আমার কাছে। দুঃখিত :(

৯২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপুর আপনার ফেসবুক আইডি কি ডিএক্টিভেট করা ?

৯৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @স্বপ্নবাজ অভি

না তো ডিএক্টিভেট কেন হবে ?

৯৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৫

জুন বলেছেন: আমার প্রিয় এক ব্লগারের সাক্ষাতকার নেয়ার জন্য অভিকে অসংখ্য ধন্যবাদ। জানা হলো বিথীর অজানা কিছু দিক। তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

৯৫| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ বীথি শুভকামনার জন্যে।চিনি আপনার স্কুল।দামাপাড়াতে।খুব ভালো একটি জায়গা।আপনিও ভালো থাকবেন।

৯৬| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:২৭

জুন বলেছেন: নামটি ভুল লেখার জন্য দুঃখিত :(
স্নিগ্ধ শোভন হবে :#>

০২ রা জুন, ২০১৪ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: এতদিন জানতাম, চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়।
কিন্তু জুন আপু যে পোস্টের উপর থেকে নিচে আসতে আসতে মনের আড়াল করে ফেলে তা জানতাম না। /:)

৯৭| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৪

আমি সাজিদ বলেছেন: বিথি আপ্পিকে ছবিতে অনেক কিউট দেখাচ্ছে।

এক্সামের জন্য শুভ কামনা থাকলো।

এক চান্সেই মেডিসিনে ( আপু একবার বলেছিলেন উনি মেডিসিনে পোস্টগ্রাজুয়েশন করতে চান) এফসিপিএস করে ফেলো।

আর এই পিচ্চি ভাইটা চিটাগাং গেলে এক্সামের পর দেখা করো। :)

৯৮| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:৫১

জেরিফ বলেছেন: @বীথি

Click This Link

লিংক দিয়ে গেলাম , সময় করে দেখে আসবেন ।

৯৯| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:৫১

জেরিফ বলেছেন: @বীথি

Click This Link

লিংক দিয়ে গেলাম , সময় করে দেখে আসবেন ।

০২ রা জুন, ২০১৪ রাত ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: 8-|

১০০| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্বপ্নবাজ অভি @ ধন্যবাদ ব্রো । মুখ বন্ধ কেন ? :|

১০১| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রাশেদ আহম্মেদ @

সহজ সমাধান কফি আবার গরম করেন অথবা ঠাণ্ডা কফি ফেলে দিয়ে আবার নতুন করে কফি বানিয়ে খান :)

১০২| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:১৪

একজন ঘূণপোকা বলেছেন: আমার প্রিয় ব্লগার দেখি তার ব্লগ পোস্টের মতই সুন্দর ;) ;)

ক্রাশ খাইতে ইচ্ছা করতাছে, জুনিয়র বলে কি আপ্পি ব্যাক ফুটে পরে গেলাম নাকি?? :( :( ;) ;) ;) :P :P


আপ্পি আপনার দর্শনের সাথে নিজের দর্শনের মিল খুঁজে পাচ্ছি। ইসলামে সব সমাধান আছে।

অনেক ভালো পোস্ট শোভন :)

১০৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:১৫

একজন ঘূণপোকা বলেছেন: আমার প্রিয় ব্লগার দেখি তার ব্লগ পোস্টের মতই সুন্দর ;) ;)

ক্রাশ খাইতে ইচ্ছা করতাছে, জুনিয়র বলে কি আপ্পি ব্যাক ফুটে পরে গেলাম নাকি?? :( :( ;) ;) ;) :P :P


আপ্পি আপনার দর্শনের সাথে নিজের দর্শনের মিল খুঁজে পাচ্ছি। ইসলামে সব সমাধান আছে।

অনেক ভালো পোস্ট শোভন :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা :)

১০৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অপু তানভীর @ কি রকম ঠাণ্ডা ? নাক দিয়ে পানি আসে নাকি কাশি ও আছে ? গলায় কফ আছে ?

শুধু কাশি হলে সিরাপ অফ-কফ আর বুকে কফ জমে থাকলে ও নাক দিয়ে পানি আসলে সাথে পিউরিসেল ( ১মিঃ গ্রাম ) দিনে তিনটি করে খেতে পারেন :)

ভিজিট লাগবে না :D

১০৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:১৬

একজন ঘূণপোকা বলেছেন: আমার প্রিয় ব্লগার দেখি তার ব্লগ পোস্টের মতই সুন্দর ;) ;)

ক্রাশ খাইতে ইচ্ছা করতাছে, জুনিয়র বলে কি আপ্পি ব্যাক ফুটে পরে গেলাম নাকি?? :( :( ;) ;) ;) :P :P


আপ্পি আপনার দর্শনের সাথে নিজের দর্শনের মিল খুঁজে পাচ্ছি। ইসলামে সব সমাধান আছে।

অনেক ভালো পোস্ট শোভন :)

১০৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @বাংলাদেশী দালাল অনেক অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য ।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ? সব সময় ভালো থাকবেন ।


আর আমি যে জীবন দর্শন লিখেছি তা আপনার পছন্দ হবে আমি জানতামই :)

১০৭| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সকাল হাসান @ আপনার জন্যও শুভকামনা ও শুভেচ্ছা । যখন স্টুডেন্ট ছিলাম তখন মোটামুটি ব্লগে কিছুটা সময় দিতে পারতাম । কিন্তু ডাক্তার হয়ে যাওয়ার পর তেমন সময় দিতে পারিনা।

এই পোস্টেই দেখুন না । সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে কত দেরী হচ্ছে :(

১০৮| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৩০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস ) @ অংশগ্রহণের জন্য আপনাকেউ অনেক ধন্যবাদ, এই পোস্টের সব গুলো মন্তব্যের জবাব দেওয়ার পর আপনি আমার পোস্টে যে মন্তব্য করেছেন তার জবাব দিচ্ছি।

ভালো থাকুন সবসময় :)

১০৯| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার বাংলাদেশ স্বাধীন @ আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা ।

আপনার মন্তব্যের ভিত্তিতে আপনাকে আমি একটা প্রশ্ন করি ? আপনার নিকের নাম আমার বাংলাদেশ স্বাধীন । আপনি কি আসলেই মনে করেন আমাদের বাংলাদেশ পরিপূর্ণ ভাবে স্বাধীন ?

ভালো থাকবেন ।

১১০| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আতিকুর রহমা আলমডাঙ্গা @ আপনাকেউ অনেক ধন্যবাদ ।

১১১| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নিশাত তাসনিম @ কাল্পনিক ভাইয়া দুষ্টামি করেছেন । আমি মোটেও জনপ্রিয় ব্লগার না । প্লিজ লজ্জা দিবেন না ।

আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য ।

১১২| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৪২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পরিবেশ বন্ধু @ আপনি এই পোস্টে আমাকে শুভেচ্ছা জানানোতে খুব খুশি হয়েছি । আপনি কেমন আছেন ? আমি আপনার জন্য দোয়া করি যেন আপনি সবসময় ভালো থাকেন । :)

১১৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১০:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন: জেলাস ফিল হচ্ছে...... কুনমতে আমার একখান এমুন ইন্টারভিউ নেওন যায়না.... :)

স্নিগ্ধ শোভন নেক্সট পর্বে মাস্ট মেহেদী - বি এন সি সি কে অতিথি হিসেবে ইনভাইট করবা :D

১১৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাই অল ! শুভ সন্ধ্যা !

আপনার এভাবে সম্বোধন করাটা আমার ভালো লাগেনি !

একজন ডাক্তার/ব্লগার হিসেবে আপনার জন্য শুভকামনা ।

ভালো থাকুন, ব্লগে থাকুন । শুভরাত্রি ।

১১৫| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মুদ্‌দাকির বলেছেন:
সামুতে আপনার লেখা আপনার প্রিয় পোষ্ট কোনটা ??

সামুতে অন্যের লেখা আপনার প্রিয় পোষ্ট কোনটা ??

ভালো থাকুন, ব্লগে থাকুন !!

@ মুদাদাককির আমার লেখা সব পোস্টই আমার প্রিয় ।

আর অন্যের লেখা আমার প্রিয় পোস্ট অনেকগুলো । নির্দিষ্ট কোন একটি পোস্টকে প্রিয় পোস্ট বলা যাবেনা।

অনেক ধন্যবাদ ও শুভকামনা । আপনিও সবসময় ভালো থাকুন । :)

১১৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি ইহতিব বলেছেন: আররে আজকের অতিথি দেখি আমার মিতা। কেমন আছো মিতা?

ডাক্তার বীথি কে খুব পছন্দ করি ওর সহজ আচরণের জন্য। কোন ভাব নেই ওর মধ্যে।

শোভন ভাইকে ধন্যবাদ বীথিকে আরো ভালো করে জানার সুযোগ করে দেয়ার জন্য।

@আমি ইহতিব আপু / মিতা :D আপনাকেউ আমি অনেক পছন্দ করি এবং আপনিও সুন্দর মনের মানুষ :) অনেক ধন্যবাদ ও শুভকামনা :D

১১৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আরজু মুন জারিনৃ@ আপু অনেক ধন্যবাদ । কিসের লিঙ্ক দিয়েছেন ? কাজ করছেনা । আমি দেখতে পারছি না :( প্লিজ আবার দিন । ভালো থাকুন । :)

১১৮| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পথিক মুরাদ বলেছেন: তাসনুভা,
ব্লগের জগতে আমি কেবল হামাগুড়িতে আছি। সময় পেলেই সামুর পাতায় ঢুঁ মারছি, কখনো অনলাইনে আবার কখনো অফলাইনে। প্রতিদিন কিছু জানার আর শেখার চেষ্টা করছি। এই অনলাইন অফলাইনের মাঝেই আপনারে পাইলাম।
আপনার জন্য শুভ কামনা রইল, সেই সাথে প্রত্যাশা করছি ব্লগিং এর যে কোন পরামর্শ। ভালো থাকবেন।

@ পথিক মুরাদ আপনাকে ব্লগে স্বাগতম । আপনার জন্য শুভ কামনা । সবসময় ভালো থাকবেন । শুধু ভালো লেখক না হয়ে সাথে ভালো পাঠক ও হবেন এই প্রত্যাশা থাকলো আপনার কাছে । হ্যপি ব্লগিং :)

১১৯| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যুবায়ের @ দেরী হবে কেন ? আমারই তো মন্তব্যের জবাব দিতে দেরী হচ্ছে । এই পোস্টে মন্তব্য আসলেই আমি জবাব দিবো । তা যে কোন সময়েই হোকনা কেন। ভালো থাকবেন সবসময় :)

১২০| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কয়েস সামী @ দুঃখিত অনিচ্ছাকৃত ভুলের জন্যে। মাথা আরো জোরে কেন ঘুরতেছে আগে কন তারপর ঔষধ দিমু।

১২১| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আপনি বলেছেন যে ব্লগিং করে পেশাগত দায়িত্ব পালন সম্ভব না। কিন্তু ধরুন ব্লগে যদি আপনি মানুষের জন্য অত্যন্ত জরুরী চিকিৎসা বিষয়ক তথ্য নির্ভর কিছু লেখেন তাহলে কি আমরা উপকৃত হবো না ? আমার স্ত্রীর মাইগ্রেন সমস্যা। তো কিছুদিন আগে ব্লগ ঘেটে দেখলাম মাইগ্রেন হলে কি করতে হয় কি চিকিৎসা নিতে হয় দেয়া আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে অনেকটা লাভ হয়েছে। এটা কি একটি ইতিবাচক দিক নয় ?

@ ভাইয়া

আসলে ভাইয়া একজন ডাক্তার লেখার সময় করে উঠতে পারেনা । কারণ তাকে তার কর্মস্থলে সবসময় ব্যস্ত থাকতে হয়। এমনকি ডাক্তারদের কোন ছুটির দিন নেই । একজন ডাক্তারের সবসময় কোন কোন পড়া থাকে। এসব কারণেই বলছিলাম । তবে কেউ যদি সময় করে তথ্য নির্ভর পোস্ট লিখে তাহলে তো অনেক ভালো হয় এবং তা অবশ্যই ইতিবাচক দিক । ডাক্তাররা যদি পোস্ট লেখার মতো সময় পান তাহলে অবশ্যই তাদের লেখার মাধ্যমে মানুষের সেবা করা উচিৎ।

১২২| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খাটাস @ মানব বুদ্ধি সম্পন্ন জীব বলেই তো আর্জেন্টিনার সমর্থন করে ।
ব্রাজিল এর প্লেয়ার গুলো দেখেন বাদর প্রজাতির সাথে মিল । মানব প্রজাতি হয়ে বাঁধর প্রজাতিকে সাপোর্ট করলে কি হয় ? :D

আমিও ফান করছি :) মাইন্ড করিয়েন না ।

১২৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এহসান সাবির @ না ভাইয়া পারিনা :( তবে শিখবো ।

১২৪| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: বীথি আপা আপনার প্রতি অনেক শুভেচ্ছা অ শুভকামনা । আগের মত আপনাকে
ব্লগে নিয়মিত দেখতে চাই । আপনি আর্জেন্টিনা জেনে ভাল লাগছে :)

শোভন ভাই আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি - আপাকে
লাইভে আনার জন্য ।
ভাই- বিশ্বকাপে আপনি কোন দেশ সমর্থন করেন ? :)

ভাল থাকবেন ।

১২৫| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৮

মাহমুদ০০৭ বলেছেন:
বীথি আপা - কেমন আছেন আপনি ? আপনাকে আগের মত নিয়মিত দেখতে চাই ।
আপনি আর্জেন্টিনা জেনে ভাল লাগছে :)

শোভন ভাই - আপাকে লাইভে আনার জন্য আপ্নাকেও ধন্যবাদ জানাচ্ছি :) বিশ্বকাপে আপনি কোন দল ? :)
ভাল থাকুন শোভন ভাই ।
শুভকামনা রইল ।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই!!!

বিশ্বকাপের মোড়ক উন্মোচনের পর বলবো :)

১২৬| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একের পর এক আমার সব প্রিয় প্রিয় ব্লগারদের "অন্তরঙ্গ আলাপনে" নিয়ে আসার জন্য লেখককে এত্তোগুলা ধন্যবাদ । :D

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ মন্ত্রী মহোদয়। :)

১২৭| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সময়ের ডানায় বলেছেন: আমি এবার আলাপনে অনেক দেরী কইলাইছি।

ধন্যবাদ শোভন ভাইকে প্রিয় একজন ব্লগারকে অন্তরঙ্গ আলাপনে হাজির করার জন্য।

@সময়ের ডানায় দেরী হবে কেন ? আমিই তো মন্তব্যের উত্তর দিতে দেরী করছি। । ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ।

১২৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অভিনন্দন।
কেমন আছেন?

আইচ্ছা ডাক্তার, কইঞ্চেন দেহি, মেয়েরা যত বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞ হবেন সেইটা ভালো, নাকি একইসঙ্গে স্ত্রীরোগ আর মেডিসিনে বিশেষজ্ঞ হলে ভালো?

@ ধন্যবাদ । ভালো আছি ।

একই সঙ্গে দুইটা বিশেষজ্ঞ কেন হবে । হয়তো মেডিসিন অথবা স্ত্রীরোগ।
যার যেটা পছন্দ তিনি সেটার উপর বিশেষ ভাবে অজ্ঞ হবেন । তবে আমি মনে করি মেডিসিন ইজ বেটার । :)

১২৯| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব দেখে আমি আল্লাহকে বলি আল্লাহ প্লিজ তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও।

৬ আর ১৫ তে স্যালুট।

আমাদের শিকড়ের সন্ধানে এবং শেকড়কে আকড়ে ধরেই থাকতে হবে। আমাদের আত্মার তাগিদেই।

ধন্যবাদ তা. সা. বীথি। ধন্যবাদ শোভন ভাই।

@ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে উপস্থিতি জানান দেওয়ার জন্যে। আমাদের শিকড়ের সন্ধানে এবং শেকড়কে আকড়ে ধরেই থাকতে হবে। আমাদের আত্মার তাগিদেই । অবশ্যই তাই ।

শুভেচ্ছা রইলো :)

১৩০| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চেয়ারম্যান০০৭ @ ভাইয়া কেমন আছেন ? আমাকে মনে আছে আপনার ? আমি মনে করছি আপনি আমাকে ভুলে গেছেন :) অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৩১| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জুন আপু @ অনেক ধন্যবাদ আপনাকে । আপনি পোস্টে এসেছেন দেখে ভালো লাগছে :)

১৩২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জেনারেশন সুপারস্টার @ আবারো ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা ও শুভেচ্ছা । :) ভালো থাকবেন ।

১৩৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি সাজিদ @অনেক ধন্যবাদ । অলরেডি এফ সি পি এস পড়া শুরু করছি । সামনে এক্সাম । দোয়া করিও ।

১৩৪| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার কমেন্ট গেল কই !!

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: কমেন্ট আছে! আমি দেখতে পাচ্ছি। আপনি বোধয় ১০০ পর্যন্ত দেখেছেন। পরের গুলো দেখার জন্য পরের অংশে ক্লিক করুণ।

১৩৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জেরিফ@ ওকে দেখবো ।

১৩৬| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @একজন ঘুনপোকা

ধন্যবাদ আপনাকে ।

ছোট ছেলেদের সিনিয়র এর উপর ক্রাস খাওয়া ঠিক না ।

দর্শনের মিল থাকাতে ভালো লাগল ।

সবসময় ভালো থাকবেন । :)

১৩৭| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাই অল ! শুভ সন্ধ্যা !

আপনার এভাবে সম্বোধন করাটা আমার ভালো লাগেনি !

একজন ডাক্তার/ব্লগার হিসেবে আপনার জন্য শুভকামনা ।

ভালো থাকুন, ব্লগে থাকুন । শুভরাত্রি ।

@স্বপ্নচারী গ্রানমা

ধন্যবাদ আপনাকে। সবাইকে আলাদা আলাদা করে শুভ সন্ধ্যা জানালে তো অনেক গুলো আলাদা আলাদা কমেন্ট করতে হতো । :| তাই ১ কমেন্টেই সবাইকে শুভ সন্ধ্যা জানালাম আর কি ? :)

আপনার জন্যও শুভ কামনা । এক্সামের পর ব্লগে থাকব ইনশাআল্লাহ ।
ভালো থাকুন। :)

১৩৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মাহমুদ০০৭ @ অনেক ধন্যবাদ আপনাকে । আপনি মন্তব্য করেছেন দেখে আমারো ভালো লাগছে ।

এক্সামের পর ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । আপনিও আর্জেন্টিনা ? :) ভাল লাগছে জেনে। আর্জেন্টিনা এবার সিওর ওয়ার্ল্ডকাপ জিতবে :)

আপনার জন্যও শুভেচ্ছা ও শুভ কামনা ।

১৩৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি মাননীয় মন্ত্রী মহোদয় এর প্রিয় ব্লগারে জেনে প্রীত , পুলকিত , বিমোহিত , নির্বাক এবং বিস্মিত !!!!!!!!!!!!!!!!!!! :)

১৪০| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্বপ্নচারী গ্রানমা @ আপনার মন্তব্যের জবাব দিয়েছি তো !

১৪১| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

সায়েদা সোহেলী বলেছেন: তাইতো বলি ,এই মেয়ে এতো বিউটি/হ্যান্ডসাম টিপস দেয় কি করে !!!! ;)


গম আছুনি ?? :)

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~

১৪২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সায়েদা সোহেলী @ :D :D :D :D

গম আছি । অনে গম আছুননি ? ;) ;) ;) ;) ;)

১৪৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭

টুম্পা মনি বলেছেন: ওয়াও বীথি আপুর ছবি দেখে অনেক ভালো লাগল।

১৪৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: টুম্পা মনি কেমন আছো ? তুমিও কি ব্লগে আমার মতো ক্ষণিকের অতিথি হয়ে গেছো ? :)

১৪৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৫

আমি সাজিদ বলেছেন: নাহ আলাপন হল না। সবার প্রশ্নের উত্তর দিল অথচ আপুটা আমার কমেন্টের একটা রিপ্লাইও দিলো না!

১৪৬| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৩

ব্লগ মাফিয়া বলেছেন: সালাম আপু

১৪৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি সাজিদ @ দুঃখিত ভাইয়া অনিচ্ছাকৃত ভাবে তোমার কমেন্টের উত্তর দেইনি তাই ।

ধন্যবাদ মন্তব্যের জন্য। আর চট্রগ্রাম আসলে আমাকে জানাই ও । আমি সময় পেলে অবশ্যই মিট করার চেষ্টা করবো ।

১৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ব্লগ মাফিয়া @ ওয়ালাইকুম আসসালাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.