![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
"রাজাকারের ফাঁসি চাই"
"দেয়ার মতো কিছু নেই, আছে শুধু সমুদ্রের নোনা জল"
প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার আমিনুর রহমান । প্রিয় ব্লগার আপনারা অনেকে উনাকে গোলাপ ভাই (?) নামেও চিনে থাকেন। তার আর একটি নিক ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার যেখানে তিনি নিজেকে ২০৫৫ সালের মানব সম্প্রদায়ের সেরা ব্লগার হিসেবে ঘোষণা করেন । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আমাদের সকলের প্রিয় আমিনুর রহমান । পুরো ব্যাপারটাই লাইভ।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আমিন ভাই। আপনাকে পেয়ে আমিও আনন্দিত।
সময়ের কাজ সময়ে করা আমার অভ্যাস। যদিও অন্তরঙ্গ আলাপন গত দুই মাস সময় মত দেয়া হয়ে উঠেনি। তাই এবার মাসের মাঝে ও শেষে নিতে হচ্ছে
২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: কি রান্না করবেন ?
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
রেসিপি রান্নার শেষে আমাদেরকে দেখানোর নিবেদন রইলো।
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: সুমন কর ভাই মেজাজ খারাপ কেন?
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: @ আমিনুর রহমান।
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯
মামুন ইসলাম বলেছেন: ভাইয়া রাতের খাবারে কি কি ব্যবস্থা হচ্ছে পেতে অনেক ক্ষিধে এসে পরলাম ।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: কথা শুনে আমারো খিদে পেয়েছে। রেসিপিটা দেখি আগে।
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: যার বোঝার সে বুঝবে !!!!!
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: তাহলে বাচা গেলো। আমি ভাবছিলাম আমার উপর কোন রাগ করলেন কিনা।
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
আমিনুর রহমান বলেছেন:
অভি আপাতত ভাত আর ডাল রান্না হয়েছে। তারপর তরকারী কি হবে সেটা এখন ভাবছি। শুধু ডিম ভেজে খেয়ে ফেলবো নাকি পিঁয়াজের চরচুরি করবো সেটা নিয়ে কনফিউশনে আছি।
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫
আমিনুর রহমান বলেছেন:
সুমন, রাগটা ঝেড়ে ফেলো। আমি তো ভাই তাই ভাইয়ের সাথে রাগ করতে হয় না। কেমন আছো তুমি?
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
আমিনুর রহমান বলেছেন:
মামুন ইসলাম ৃন, উপরে অভির কমেন্টের রিপ্লাই এ আজকে মেন্যু দিয়েছি। বেশি ক্ষুধা লাগলে চলে আসেন আপনি আসতে আসতে কিছু একটার ব্যবস্থা হয়েই যাবে অবশ্যই।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
লিরিকস বলেছেন: আমার নতুন গানের তালিকা কই???
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: আমারটা পেয়ে গেছেন নিশ্চয়ই
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩
উপপাদ্য বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ স্নিগ্ধ শোভন।
নিরন্তর ভালো থাকুন আমিনুর রহমান ভাই।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ উপপাদ্য ভাই।
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমিনুর ভাই আপনার শারীরিক অবস্থা কেমন ?শুণেছিলাম আপনি অসুস্থ ছিলেন ।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: আমিন ভাই আপনার নাকি পিয়াজ কাটায় সমস্যা !
ভাই ব্রাদার থাকতে এই সমস্যা কুনো সমস্যা ! আমারে কইবেন না ?
১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
লিরিকস বলেছেন: গলা টিপে ধরার ইমো টা যে কেন নাই
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: গলা টিপে ধরে একটা সেলফি তুলে আপলোড করে দেন
১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
এমএম মিন্টু বলেছেন: মাঝে মধ্যে এরকম পোষ্টের প্রয়োজন আছে তাহলে সব বড় সাহেব দের একত্রিত একই সময় সামুজীর ব্লগে দেখা যাবে ।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: কথা সত্য কিনা পোষ্ট চলতে চলতে দেখা যাবে
আলাপনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শোভন একটা কাজের কাজ করেছিস এবার।
আমিনুর ভাই কদমবূচী রইল। আপনি আমার জন্য এমন একজন যার জন্য আজকের এই আমি কান্ডারি অথর্ব। আপনি শুধু আমার বড় ভাই না। আপনি আমার কি সেটা বলে বোঝাতে পারবোনা। আমার আপন কোন বড় ভাই নাই কারন পরিবারে আমিই বড়। কিন্তু আপনাকে আমার আপন বড় ভাই হিসেবে মেনে নিয়েছি।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: কি কাজ ভাই
১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫
বাংলাদেশী দালাল বলেছেন: আমিনুর ভাই ব্লগার হিসেবে আমি নিজেও আপনাকে ভাল ভাবেই চিনি বাট ব্যাক্তি গত কোন ইনফর্মেশন ই জানা নেই।
এই যেমন আপনি কেন রান্না করবেন?
বৌ এর ভয়ে নাকি বিয়ে করেন নি ?
বেসিক কিছু ইনফো আর কি।
ধন্যবাদ স্নিগ্ধ শোভন। তবে বেসিক কিছু ইনফো বোধ হয় আপনি (অনুমতি সাপেক্ষে )পোস্টে দিয়ে দিলে ভাল হত।
++++++++
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দালাল ভাই। কি ধরণের ইনফো একটু খুলে বললে সামনের পোষ্ট সমূহে ব্যাবহার করবো।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩
আমিনুর রহমান বলেছেন:
লিরিকস, খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ্!
১৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
ভালো আছেন ভাই???
১৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
ইমিনা বলেছেন: আমিন ভাই, রান্না করা খাবার কি আগামী কাল পর্যন্ত ভালো থাকবে? থাকলে জানাবেন প্লিজ ...
শোভন ভাইয়াকে ধন্যবাদ - আমিন ভাইকে সবার সামনে হাজির করার জন্য
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ইমিনা আপু। আমিতো হাজির করালাম। এবার আপনাদের পালা। আপনারা উনার কাছ থেকে কি বের করে আনতে পারেন আমি তা দেখার অপেক্ষাতে আছি।
২০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
উপপাদ্য, ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরন্তর।
২১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: ওহ!! আমিন ভাই!!
আমার কিছু প্রশ্ন আছে, আমি লিখব তবে সবার আগে শোভন ভাইকে শুভেচ্ছা সুন্দর আয়োজনের জন্য। আলাপন সিরিজ চলুক।
২২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর ভাই আপনার ব্লগের বয়স ৬ বছর ৯ মাস। অনেক সিনিয়র ব্লগার হিসেবে সেই সময়ের ব্লগ আর এই সময়ের ব্লগ সম্পর্কে আপনার মতামত জানতে চাই ?
২৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
আমিনুর রহমান বলেছেন:
সেলিম আনোয়ার ভাই, আলহামদুলিল্লাহ্ এখন আমি ভালো আছি। মাঝে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলাম।
২৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
লিরিকস আপা গলা টিপলে লোকটা পটল তুলতে পারে। তারচেয়ে উনারে সায়ানাইড দেন। আমরা সবাই গানের লিস্ট দিয়ে দিলাম আর উনি এখনও দিতে পারলেন না। আসলে উনি গানের কি বোঝেন ?
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: দেয় নাই কথাটা সম্পূর্ণ মিথ্যা। উনার ফেবু চেক করেন নাই বোধয়।
২৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
আমিনুর রহমান বলেছেন:
অপু, আমি জানি তো আমার ভাই-ব্রাদার ভীষণ ভালো। তয় ভাবছি নিমচাদ ভাইয়ের আইডিয়াটা অতি উত্তম। উহা করা যাইতে পারে
২৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যক্তি আমিনুর ভাই আমার খুব পছন্দের। সহজাত বন্ধুবৎসল, অমায়িক ঘরানার যাদের আমি দেখেছি এ পর্যন্ত উনি তাদের একজন। উনাকে এখানে দেখতে পেয়ে ভালো লাগলো।
একটা প্রশ্নঃ আপনি মাঝে মাঝে অনলাইন থেকে হাওয়া হয়ে যান, কাহিনি কি?
২৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ও মোর খোদা !!! ঢেঁড়স আমিনুর ভাইয়ের সহনিক ???
আমিত জানতাম এইটা শুভর ডার্লিং এর নিক ??? কেমনে কি ??? :-& :-& :-&
আমার মাথা দেখি চুলকায়, শোভন একটু সহজ করে বুঝা দেখি আমারে
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন: আর সহজ করে বুঝাতে হলে টেকা লাগবো।
২৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আরও একজন প্রিয় অতিথি যাকে আমি রেসপেক্ট করি উনাকে ইনভাইটের জন্য শোভনকে ধন্যবাদ ।
আমিনুর ভাইয়া ? কেমন আছেন ? অন্তরঙ্গ আলাপনে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনার কেমন লাগছে?
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য।
২৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২
আমিনুর রহমান বলেছেন:
এমএম মিন্টু, ধন্যবাদ। আপনার কথা মিথ্যা নয়।
৩০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
এহসান সাবির বলেছেন: আমিনুর ভাই আপনার ব্লগের বয়স ৬ বছর ৯ মাস,
নিজের ব্লগিং সমন্ধে আপনার মুল্যায়ন কি?
৩১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬
আমিনুর রহমান বলেছেন:
কান্ডারি অথর্ব, সালাম। জানি না যতটুকু সম্মান আমাকে আপনি প্রদান করলেন তার মান সবসময় রাখতে পারবো কি না। সত্যি বলতে আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি।
৩২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন ভাই ভাবীরে আমার সালাম পৌঁছে দিয়েন। শীর্ষরে অনেক অনেক আদর দিয়েন আমার পক্ষ থেকে।
৩৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
আমিনুর রহমান বলেছেন:
বাংলাদেশী দালাল, ধন্যবাদ ব্রাদার
আমার বৌ এর কর্মস্থল নীলফামারি হওয়াতে সে সেখানে থাকে এবং আমি ঢাকায় একাই থাকি তাই আমার রান্না আমার নিজেরই করতে হয়
আপনার জন্য বিয়া করছি তার প্রমান
আমি, আমার স্ত্রী শেলী আর আমাদের একমাত্র সন্তান শীর্ষ।
৩৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫
আমিনুর রহমান বলেছেন:
একজন ঘূণপোকা ধন্যবাদ। আমি ভালো আছি্র। আপনি ভালো থাকুন নিরন্তর।
৩৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭
এহসান সাবির বলেছেন: আমার প্রশ্নের উত্তর আসতে আসতে রাত শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আরো তো অনেক প্রশ্ন ছিল।
৩৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭
আমিনুর রহমান বলেছেন:
ইমিনা, কেমন আছো? আগামীকাল আবার রান্না হবে। আজকের রান্নায় শুধু ডাল অবশিষ্ট রয়েছে।
৩৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এহসান সাবির বলেছেন: আমার প্রশ্নের উত্তর আসতে আসতে রাত শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আরো তো অনেক প্রশ্ন ছিল।
ভাই তাইলে আমার কি হপে ???
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
৩৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
খাটাস বলেছেন: যখন ব্লগের কাও কে চিনি না। তখন শুধু মন্তব্য দেখে যে কয়টি মানুষের নাম মনে ছিল, স্বীকার করতে বাঁধা নেই, তার শীর্ষে ছিলেন আমিন ভাই, আছেন, থাকবেন। আমিন ভাই এর মূল্য কত খানি আমিন ভাই নিজে ও জানেন না। শোভন ভাই এর কাছে অজস্র কৃতজ্ঞতা।
কাণ্ডারি ভাই রে ও অনেক অনেক ভালা পাই।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
৩৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪১
আমিনুর রহমান বলেছেন:
জি সাবির ভাই আমিই
৪০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬
আরজু পনি বলেছেন: বাহ্ , আমিনুরকে দেখে ভালো লাগছে।
শোভনকে বিশেষ ধন্যবাদ আমিনুরকে আনায়।
আমিনুরের জন্যে............
খাওয়া দাওয়া সাইরা তারপর ব্লগে... নিজের যত্নটা আগে, মনে থাকে যেন...আমগোরে টেনশনে ফালাইস না
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু সবসময় আলাপনের সাথে থাকার জন্য।
৪১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
@খাটাস
ভাইরে আমিও তোরে তার চেয়ে অনেক অনেক বেশি ভালা পাই। শুধু ব্লগার হিসেবে না মানুষ হিসেবেও।
আর তোর সাথে সহমত আমিন ভাই কি আমিন ভাই তা নিজে জানে কিনা সন্দেহ আছে।
৪২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
শোভন আমিন ভাইরে সাক্ষাৎকারে আইনা।
তবে এই লোকটার প্রতি একটা ক্ষোভ আছে আমার। হাসপাতালে ভর্তি হবার পরেও শিক্ষা হয় নাই।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
হাই প্রেশারের রোগী হাসপাতালে গিয়ে ......
৪৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তুই হাসস না
আমি ঐদিন মারাত্মক ভয় পেয়ে গেছিলাম।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
৪৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৬
পার্থ তালুকদার বলেছেন: এমন একজন বড় মানের, বড় মনের ব্লগারকে লাইভে আনার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন সবাই।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ ।
৪৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৭
এহসান সাবির বলেছেন: আমিন ভাই কই গেল?
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ঐ যে নিচে
৪৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩
আমিনুর রহমান বলেছেন:
কান্ডারি অথর্ব, আসলে ব্লগে যারা প্রথম দিকে এসেছিলো তাদের প্রত্যেকই কোন না কোন ভাবে লেখালেখি আর বাস্তব জীবনে বিভিন্ন এক্টিভিটির সাথে জড়িত ছিলো। তাই যারাই ছিলো তাদের মধ্যে প্রায় সবার মধ্যে কোয়ালিটি ছিলো। তাই পোষ্টের মান আনুপাতিক ভাবে ভালো ছিলো। অনলাইনে নিজের ভাষা প্রকাশ করা যায় এমনটা বাংলা ব্লগ সামুই আমাদের দিয়েছে। তাই ব্লগের প্রতি প্রায় সবারই আগ্রহটাও একটু বেশি ছিলো। অনলাইনে বসে দেশের কথা, দেশের জন্য কিছু করার একমাত্র মাধ্যমও ছিলো এই বাংলা ব্লগ।
আর এখনকার অবস্থা যদি বলে ২০১৩ এর পাঁচ ফেব্রুয়ারীর পর বলেন তাহলে বলবো ব্লগে এখন কোয়ালিটি লিখক আগের চেয়ে বেশিই আছে তবে আনুপাতিক হারটা একটু কম তবে পাঠকের হার কমে যাওয়ায় ফেসবুকের দিকে ঝুকে পড়ছে সবাই।
আর সত্যিকার অর্থে আমি বলব এই মুহূর্তে ব্লগের সবচেয়ে বেশি শান্তিময় অবস্থা চলছে। ব্লগে একটা সময় ছিলো যখনই কোন ঝামেলার সৃষ্ট হতো কোন হতো তখন ঐ পোষ্টে গালিগালাজে ভরপুর হয়ে যেতো। সহনশীলতা কম ছিলো ব্লগারদের মাঝে। আসলে ক্যাচাল না থাকলে ব্লগ জমে না আমাদের শান্তি ভালো লাগে না। এখনকার ব্লগাররা ক্যাচালে জড়াতে চায় না যেমন তেমনি অনেক বেশি পরিপূর্ণ তারা। তারা সমালোচনা কে পজিটিভলি নেয়ার চেষ্টা করেন।
৪৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৩
আমিনুর রহমান বলেছেন:
দূর্জয় তোমরাও আমার কাছে ভীষণ স্পেশাল। বন্ধু বলো ভাই বলো এখন ব্লগারই আমার সবচেয়ে কাছের। বিপদে আপদে ব্লগারদেরই সবার আগেই পাই। আমি ভীষণ ঋণী এই সামু'র কাছে। আমাকে অনেক প্রিয়জন উপহার দিয়েছে।
ব্লগে আমি নিয়মিতই থাকি। হয়ত কমেন্ট করা হয়ে উঠে না। তবে ফেসবুক অসহ্য লাগে আমার কাছে। কেনো যে লাগে আমি নিজেও বুঝি না :/ তাই ফেবু থেকে গায়েব হয়ে যাই মাঝে মাঝে। তবে ইনশাআল্লাহ্ এখন থেকে আবার আমাকে ব্লগে আর ফেবুতে নিয়মিত পাবা
৪৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য।
আচ্ছা বাংলা ব্লগ এবং ব্লগারদের ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারনা কি ? বাইরের দেশগুলোতে ব্লগিং করে শুনেছি অর্থ উপার্জন করছে। কিন্তু বাংলা ব্লগের ক্ষেত্রে তেমনটা হয় না কেন ? এই বিষয়ে কি কি করনীয় আছে বলে আপনি মনে করেন কিংবা সম্ভাবনা কতটুকু ?
বলা হয় নাগরিক সাংবাদিকতার কথা কিন্তু এটাও কি পেশা হয়ে উঠতে পারেনা ?
৪৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮
আমিনুর রহমান বলেছেন:
বীথি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ্। সত্যি বলতে ভীষণ সম্মানিতবোধ করছি। এতো এতো ভালো ব্লগারদের মাঝে আমাকে এই আয়োজন ডাকা আমার ব্লগীয় লাইফের একটা বড় পাওয়া।
তুমি ভালো থেকো নিরন্তর।
৫০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯
কালের সময় বলেছেন: ভালই চলছে খাবারের আয়োজন চলুক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাইকে আমিন ভাইয়াকে অন্তরঙ্গ আলাপনে আনার জন্য । ধন্যবাদ আমিন ভাইয়া ভাভীকে আমাদের সকলের পক্ষ থেকে সালাম জানাবেন ।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কালের সময়।
৫১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০
আমিনুর রহমান বলেছেন:
সাবির ভাই বিপদে ফেলে দিলেন !
আমি নিজেকে সত্যিকার অর্থে এখন পর্যন্ত খুব ক্ষুদ্র একজন মনে করি। এতো এতো ভালো ব্লগারের মাঝে আমি খুবই সামান্য একজন।
৫২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
কান্ডারি অথর্ব আজকে তো রাত হয়ে গেছে ভাবী ও শীর্ষ ঘুমিয়ে গেছে তাই কাইল সকালে পৌছাইয়া দিবো নে
৫৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০০
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় অনিক/খাটাস তোরাও জানিস না হয়ত বুঝিস তোরা আমার কত আপন। সামু আমাকে অনেক কিছু দিয়েছে। আমার কোন ছোট ভাই-বোন নাই। সামু'র বদৌলতে অনেক অনেকগুলো কিউট ও ভীষণ ভালো কিছু ভাই-বোন পেয়েছি। এভাবেই পাশে থাকিস সবসময়।
৫৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৪
আমিনুর রহমান বলেছেন:
আরজুপনি, আমি ঋণী তোদের কাছে ভীষণ, এতো ভালোবাসিস না রে বোন। ভয় হয় এর মুল্য দিতে পারবো তো ! টেনশন আমি প্রতি নিয়তই দিবো আমি যে নিয়মের মানুষ না
৫৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী ভাইয়ার কমেন্টগুলো পড়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি !
@ আমিনুর ভাই আপনার ছবি ব্লগ পাচ্ছিনা অনেক দিন , তীব্র প্রতিবাদ জানাই ! জাতী জানতে চায় আপনার সেই ক্যামেরা খানা কোথায় ?
৫৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৯
আমিনুর রহমান বলেছেন:
কান্ডারি অথর্ব ও খাটাস, আপনাদের ভালোবাসা আমি বুঝতে পারি। মাঝে মাঝে আমার ভয় হয় আপনাদের এই ভালোবাসার মান রাখতে পারবো তো !
৫৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৫
এহসান সাবির বলেছেন: কৌশলে এড়িয়ে গেলেন ভাই! ঠিক আছে! কাল আরো কিছু জানতে চাইব।
ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
৫৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আসসালামু আলাইকুম। কিরাম আছেন ভাইজান? ভালা থাকলে জিগামু। খারাপ থাকলে চুপ থাকুম।
৫৯| ১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৪
বৃতি বলেছেন: আমিনুর ভাই, শুভেচ্ছা আপনাদের জন্য- পারিবারিক ছবিটা চমৎকার। প্রশ্ন খুঁজে পাচ্ছি না, তবে আপনি তো অনেকদিন হলো ব্লগিং করছেন- বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার পছন্দের ক'জন ব্লগারের নাম জানতে চাই।
আর শোভনকে ধন্যবাদ ব্লগার পরিচিতির এই চমৎকার আয়োজন কন্টিনিউ করার জন্য।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু উৎসাহ ও অংশগ্রহণের জন্য।
৬০| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪
মৃদুল শ্রাবন বলেছেন: আমিনুর ভাই, খাওন দাওন ও বাচ্চা পালন শীর্ষক সিরিজ কবে লিখছেন আমাগো পুরুষ জাতির লাইগ্যা???? :!> :!>
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: @আমিনুর রহমান
৬১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অন্তরঙ্গ আলাপনে আপনাকে অভিনন্দন। আমার দুটো প্রশ্ন ছিলঃ ১) অনলাইনে সাহিত্য চর্চা করে সাহিত্য জগতে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব বলে আপনি মনে করেন কী? ২) আপনার মুল ঝোঁকটা কোনদিকে? সাহিত্য, নাকি ব্লগিং?
ধন্যবাদ, ভাই আমিনুর রহমান।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: অংশগ্রহণের জন্য ধন্যবাদ।
৬২| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৬
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন আমিনুর রহমান ভাইকে অতিথি হিসাবে উপস্থিত হ্ওয়ার জন্য আর ধন্যবাদ স্নিগ্ধ শোভনকে উনাকে অতিথি হিসাবে উপস্থাপনের জন্য।
আমিনুর রহমান ভাইয়ের কাছে প্রশ্নঃ-বাংলা ব্লগিং কি পেশা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে?
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকে আলাপনের সাথে পেয়ে আনন্দিত হলাম।
৬৩| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৯
বাংলাদেশী দালাল বলেছেন:
নামঃ
পেশাঃ
নেশাঃ
বয়সঃ
বাসস্থানঃ
ইত্যাদি সাধারণ তথ্য শোভন ভাই।
@আমিন ভাই ধন্যবাদ । চমৎকার পরিবার আপনার।প্র-পিক এর ব্যাপারে জানার আগ্রহ জাগছে। ভাতিজা কি বড় হয়ে গেছে নাকি আর একটা?
অফুরন্ত শুভ কামনা রইল।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দালাল ভাই সুন্দর একটি আইডিয়া দেয়ার জন্য। ব্লগারের কোন সমস্যা না থাকলে আগামী পর্ব থেকে এই তথ্য অ্যাড করবো।
৬৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩
মামুন রশিদ বলেছেন: একজধ ডেডিকেটেড ব্লগার, মানবতার ডাকে সব সময় সাড়া দেয়া একজন মানুষ হিসাবে আপনাকে চিনি । শুভকামনা আমিনুর ।
দারুণ একটা সিরিজ চালিয়ে যাওয়ার জন্য শোভনকে ধন্যবাদ ।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: আলাপনের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই।
৬৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪
সোহানী বলেছেন: কথোপকথন সিরিজ ভালো লাগছে আমিরুল ভাই... চালিয়ে যান.. আমরা আছি। আর ধন্যবাদ শোভন।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭
আমি ইহতিব বলেছেন: আমার জীবনে দেখা একজন ভালো মানুষকে অন্তরঙ্গ আলাপনে আনার জন্য শোভন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও ব্যক্তিগতভাবে আমি আমিনুর ভাইকে খুব ভালোভাবে চিনিনা, যতটুকু জানি ব্লগের মাধ্যমেই। ছোটবেলায় বাগধারা পড়েছিনা আমরা - ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমিনুর ভাইকে আমার সেরকম একজন মানুষ মনে হয়েছে। কারো উপকারে কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করা যায় তা উনাকে দেখে আমি কিছুটা শেখার চেষ্টা করি। জানি পারিনা, কারন শেখার আরো অনেক অনেক বাকী।
আমিনুর ভাইয়া সুস্থ থাকুন ভালো থাকুন, অন্যদের জন্য হলেও নিজেকে ভালো রাখুন। কে জানে কবে আবার কোন রুশান বিপদে পড়ে? তখনতো আপনাদের মত মানুষগুলোকে অনেক প্রয়োজন হবে ওদের। তাই ওদের কথা ভেবে হলেও নিজের প্রতি যত্নবান হোন।
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অন্তরঙ্গ আলাপন আপনাদের পছন্দের জায়গাতে থাকার কারণেই আমি গুণী ব্লগারদেরকে এখানে আনতে পারছি। আশাকরি সবসময় পাশে থাকবেন আপু।
৬৭| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯
মামুন রশিদ বলেছেন: ঢেঁড়স দ্য লেডিস ফিংগার- ব্লগার দলছুট শুভ'র ডার্লিং বলে জানি । কেম্নে কি !!!
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: @আমিনুর রহমান। ভুল করে থাকলে একটু সংশোধন করে দিন।
৬৮| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: একটা সিরিয়াস প্রশ্ন আছে আমিনুরের কাছে, ক্যাচাল লাগলে আমার কুনু দোষ নাই..
আপনি প্রায় সব ধরনের পোস্ট পড়েন । মন্তব্য-মুল্যায়ন-উৎসাহ প্রদান করেন । কিন্তু ব্লগে গল্প পড়েন না কেন? গল্পের প্রতি সৎ ভাই মুলক আচরনের ব্যাখ্যা চাই
৬৯| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: অন্তরঙ্গ আলাপনে আমিনুর ভাইকে দেখে ভালো লাগলো। আমিনুর ভাইয়ের কাছে আমার দুইটা জিজ্ঞাসা আছে-
১। শরৎ(নট অন্যমস্ক শরৎ) সমাগত, শ্রান্ত বরষা, সুধী বাবুর পলাতক আলোছায়ারা গগণে গগণে খেলা করছে। এমতাবস্থায় একটা মিডিয়াম সাইজ ট্যুরের ব্যাপারে আপনার অনুভূতি থুক্কু অভিমত কি?
২। আপনার নাম আমি-নুর(আমি আলো) না হয়ে আমি-জুলমা(আমি অন্ধকার) অথবা আমি-নার(আমি আগুন) ও হতে পারতো। কিন্তু এসব হলোনা কেন?
৭০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: একটা মিডিয়াম সাইজ ট্যুরের ব্যাপারে আপনার অনুভূতি থুক্কু অভিমত কি?
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
৭১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৯
আমিনুর রহমান বলেছেন:
পার্থ তালুকদার ধন্যবাদ ব্রাদার। আপনি যতটা বলছেন ততটা নই, তবে মানুষ হবার চেষ্টা করছি নিরন্তর।
ভালো থাকবেন। শুভ কামনা।
৭২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১১
আমিনুর রহমান বলেছেন:
সাবির ভাই এই যে আমি।
৭৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৪
আমিনুর রহমান বলেছেন:
কালের সময় ধন্যবাদ। ভাবীকে সালাম পৌছে দেয়া হয়েছে
৭৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
আমিনুর রহমান বলেছেন:
অভি, খুব শীঘ্রই একটা ছবি ব্লগ দেয়ার চেষ্টা করবো। একটা অভিমানে ক্যামেরাটা দিয়ে আর ছবি তোলা হয়নি। অবহেলায় পড়ে আছে এক কোনায়। তবে খুব শীঘ্রই আবার হাতে ক্যামেরা উঠবে
৭৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
শরৎ চৌধুরী বলেছেন: আমিনুর নানা কারণেই একজন গুরুত্বপূর্ণ ব্লগার। ফলে তাকে পেয়ে ভালো লাগলো অনেক। শোভনকে ধন্যবাদ এই উদ্যোগের জন্য।
প্রিয় আমিনুর, সাংগঠনিক চর্চায় মাঠের গল্প এবং রোমান্টিক কল্পনা কখনোই এক নয়। সেই কঠিন সময়গুলোতে দলীয় ঐক্য, কাজের ফোকাস এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে কোন কোন বিষয় মনে রাখা জরুরী বলে মনে করেন। এক্ষেত্রে আবেগ এবং যুক্তির ভারসাম্য বহাল রাখার রাস্তা কি? যদি বিশেষ ঘটনা এবং উদাহরণ সহ আমাকে এবং ব্লগারদের জানাতেন খুব ভালো হত।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ শরৎ দা। অনেক দিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?
৭৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
আমিনুর রহমান বলেছেন:
সাবির ভাই এড়িয়ে যাইনি। আপনার প্রশ্নের অপেক্ষায় রইলাম
৭৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২১
আমিনুর রহমান বলেছেন:
জুলিয়ান ভাই ওয়ালাইকুম সালাম। ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? জিগাইতে পারেন কুনু সমস্যা নাই।
৭৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪
সানজিদা আয়েশা সিফা বলেছেন: আমি যখন আলোর পরী নিকে লিখতাম , সব সময় আপনার আন্তরিক সহায়তা পেয়েছি ।
তাই আপনার প্রতি কৃতজ্ঞতা সব সময়ের ।
আপনার পরিবারের ছবি দেখে খুব ভাল লাগলো। তাদের সবার জন্য আমার শুভ কামনা ।
আর রান্না করতে পারেন জেনে ভাল লাগল । একদিন খাইবার আশা রাখি
৭৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় ব্লগারবৃতি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। আপনি প্রশ্ন খুঁজে পাচ্ছেন না আর এমনই এক প্রশ্ন করেছেন সেটা বড়ই কঠিন। সামুতে এতো এতো ভালো ব্লগার এসেছে তার মধ্যে থেকে পছন্দের ব্লগার নির্বাচিত করা সত্যিই কঠিন। তবে একটা বিষয় এখানে পছন্দের ব্লগার যেহেতু বলেছে তাই আমি নির্দ্বিধায় পছন্দদের নাম দিতে পারি। তবে আপনার এই প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে বিভিন্ন সময় দিবো।
প্রথমে আসি নাগরিক সাংবাদিকতায় - দিনমজুর অনিক আহসান , মিজানুর রহমান মিলন , পি মুন্সী , বিবাগী বাউল , অপূর্ণ , ফিউশন ফাইভ
চলচ্চিত্র বিষয়ক ক্যাটাগরিতে দূর্যোধন , মাস্টার , দারাশিকো , কাউসার রুশো , মামুন রশিদ
এমন হয়ত অনেক আরো ছিলো পছন্দের ব্লগে আসে না বলে হয়ত নাম মনে পড়ছে না। মনে পড়লে লিখে দিবো। অন্য ক্যাটাগরিতে আবার পরে আসছি।
৮০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫
আমিনুর রহমান বলেছেন:
মৃদুল শ্রাবন ধন্যবাদ। আপনার ব্লগে আমি নিয়মিতই পড়ি। ভালো লিখছেন। নিজের বাচ্চাকে লালন-পালন করিনি। তবে ভাগিনা-ভাগ্নিদের লালন পালন করেছি। দেয়া যেতেই পারে একটা পোষ্ট তবে তা দিলেও অবশ্যই রান্না-বান্নার একখানা পোষ্ট অবশ্যই পাবেন।
৮১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম সুন্দর একটা প্রশ্নের জন্য।
১) আপনি নিজে যেহেতু একজন সাহিত্যিক তাই অবশ্যই জানেন ব্লগে/অনলাইনে লেখালিখি করে অনেকেই আছেন যারা প্রতিষ্ঠিত লেখক। যুগটাই যে ইলেকট্রিক মিডিয়ার।
২) উপন্যাস, গল্প, কবিতা আমার ভীষণ পছন্দের তবে ঝোক ব্লগিং এ।
৮২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
আমিনুর রহমান বলেছেন:
জাফরুল মবীন ধন্যবাদ। বাংলা ব্লগিং কে পেশা হিসেবে পথটা এখনো অনেক কঠিন। তবে ব্লগিং এর মাধ্যেম ব্লগিং করাটা অভিজ্ঞতা হিসেবে দেখিয়ে অনেকেই ব্লগিং রিলেটেড বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছে। তবে অবশ্যই একদিন পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
৮৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২
এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে আপনার পোস্ট সব ড্রাফট হয়ে যায়
কেন?
৮৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮
আমিনুর রহমান বলেছেন:
বাংলাদেশী দালাল, আমার প্রোপিকের কোলে যে সেই নিচে আমার ফ্যামেলী পিকের শীর্ষ। ৭ বছর শেষে ৮ বছরে পা রেখেছে জুন মাসে।
৮৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ সোহানী পাশে থাকার জন্য। আপনার জন্য শুভ কামনা।
৮৬| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
জুন বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান কে জানাই আন্তরিক শুভেচ্ছা । থাকুক চির সবুজ, সুন্দর আর সফল একজন ব্যক্তি।
সেই সাথে শোভনকেও জানাই ধন্যবাদ এত প্রিয় প্রিয় ব্লগারদের পরিচিত করে তোলার জন্য ।
+
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু
৮৭| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় আমি ইহতিব ব্লগে যে যে কয়েকজন মানুষ সবসময় আমার কোন কাজে আমার নিরবে আমার পাশে থেকে আমার কাজগুলোকে সফল করার জন্য উৎসাহ ও উদ্দিপনা এবং সব সহায়তার হাত এগিয়ে দিয়েছে তাদের মধ্যে তুমি অন্যতম। আজকে ব্লগার আমিনুরকে মানুষ যতখানি চিনে ও জানে তার প্রশংসার দাবিদার তুমিও। সবসময় এভাবেই যেনো পাশে থেকো সবসময়।
৮৮| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫
শের শায়রী বলেছেন: সালাম আমিনুর ভাই। লগ ইন করলাম আপনার আলাপ চারিতা দেখে। শোভন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইসব মানুষ গুলোকে সামনে আনার জন্য।
ভাই খেয়াল আছে এক দিন আপনার সাথে দেখা হয়েছিল? সেদিন থেকেই আমি আপনার গুন মুগ্ধ। যাক আজকে যে কারনে এখানে আসা তার কারন হল আপনারা প্রথম জেনারেশান (আমার যদি ভুল না হয় কারন বাংলা ব্লগ নিয়ে আমার অভিজ্ঞতা অতি সামান্য) এর শক্তিশালী লেখক যারা বাংলা ব্লগ কে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আর সত্যি বলতে আমি ব্লগ বলতে এখনো সামুকেই জানি। সামুর লেখক দের আজকে যে দৈন্য তা চলছে আই এ্যাম সর্যি টু সে আমি যে সামান্য কয়দিন দুই চারটা লিখছি তখন ই অবশ্য সামু ব্লগের অস্তমিত সময় চলে এসেছিল সেই সময় ও দেখেছি কি দুর্দান্ত সব ব্লগার দাপিয়ে বেড়াচ্ছে, নতুন নতুন ও কিছু ব্লগার বের হয়ে আসছিলো কিন্তু হঠাৎ করে কেন সব কিছু থেমে গেল? কোথায় সেই সব আলোকিত ব্লগারজন? কেন নতুনরা আসছে না? সামুর মোডারেশান বা ম্যানেজমেন্ট যাই বলি না কেন তাদের কি দায়িত্ব থাকতে পারে নতুন ব্লগার তৈরী করতে? যেহেতু সামু বাংলা ব্লগের পথিকৃতি। অগ্রজ হিসাবে কিছু দায়িত্ব তাকে নিতে হবেই।
আমি যেটুকু বুজি আপনাদের মত মানুষ রা যদি ৮/১০ জন শক্তিমান লেখক তৈরী/ খুজে বের না করেন তবে বাংলা ব্লগিং তথা সামু ডাইনোসারের মত হারিয়ে যাবে।
ভাই, অনেক দিন লিখি না নিজের কি বোর্ডগুলো ও ভোতা হয়ে গেছে কিন্তু আঙ্গুল চালাতে গিয়ে দেখলাম আপনাদের প্রতি শ্রদ্ধা এখনো একই পর্যায়ে আছে। আপনার জীবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক শীর্ষ কে আদর। আমার জন্য দোয়া রাখবেন। আপনার গুন মুগ্ধ একজন।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন ভ্রাতা।
৮৯| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো আমিতো ব্লগ সম্পর্কে অজ্ঞান, তাই বিজ্ঞান সম্পর্কে কিছু জানতে চাইছি। আচ্ছা ব্রো একটা চারা গাছ কখন গাছ হবার আগেই মারা যায় ? পোকায় খেলে, প্রাকৃতিক দুর্যোগ হলে এবং দুষ্ট ছেলে পুলে যখন ডাল ভেঙে নেয় খেলার ছলে তখন। তো ব্রো আপনি চারা গাছ বাঁচাতে কি করা উচিত বলে মনে করেন ? নাকি দুষ্ট ছেলে পেলেদের মায়ায় চারা গাছটিকে মরতে দেয়ার পক্ষে আপনি? ওহ আর একটা প্রশ্ন ব্রো কিছু মনে করবেন না, আমিতো বিদেশ থাকি তাই করছি; মানুষ কখন দেশান্তরী হয় ব্রো জানেন কিছু এই ব্যাপারে বলবেন?
৯০| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪
আমিনুর রহমান বলেছেন:
মামুন ভাই ঢেঁড়স দ্য লেডিস ফিংগার- ব্লগার দলছুট শুভ'র ডার্লিং তাই তো জানতাম। আমার কেমতে হইল :/ শোভন কে মাইনাচ
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: :-&
৯১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫
আমিনুর রহমান বলেছেন:
মামুন ভাই, টানা ২০১২/২০১৩ এই দুই সালে ব্লগের খুব কম পোষ্টটি ছিলো যা আমি পড়িনি। মাথায় পড়ার একটা ঝোক ছিলো এবং সে সময় গল্পও আমি পড়েছি এবং মোটামুটি আমার কমেন্ট করার সিংহভাগই ছিলো সে সময়ে। আগেও আমি পোষ্ট পড়তাম এবং এখন নিয়মিত পড়ি (শেষ ২ মাসে একটু অনিয়মিত ছিলাম)। এবার মন্তব্য-মুল্যায়ন-উৎসাহ এ আসি। এটাও আমি গল্পে নিয়মিত করি তবে কিছু ব্লগার ছাড়া - প্রথম যারা নিয়মিত ব্লগে গল্প লিখে এবং পুরাতন। দ্বিতীয়- তারা যারা ভালো গল্প লিখে এবং তারা জানে তারা ভালো লিখে এবং নিয়মিত ভালো মন্তব্যের মাঝে মুল্যয়ন ও উৎসাহ পাচ্ছে আর শেষ যারা শুধু ব্লগই নয় বাস্তবে কাছের মানুষ।
৯২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩
আমিনুর রহমান বলেছেন:
কুনো আর কাভা আমার অনুভুতি থুক্কু অভিমত পরে জানাচ্ছি আমার মনে হয় শরৎ এ শরৎ'দা রিপ্লাইটা আগে দেয়া একটু বেশী জরুরী।
৯৩| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭
আমিনুর রহমান বলেছেন:
অন্যমনস্ক শরৎ সংগঠন মানেই না্না মুনির নানা মত। আমরা ঘরে বসে অনলাইনে ৫০টা লাইক পাচ্ছি আমার মতের স্বপক্ষে আর সেই মানুষগুলোই যদি মাঠে থাকে তাহলে আমার মতের সাপেক্ষে পক্ষ-বিপক্ষে ৫০টা মতামত আসবে। এতো মতের বড় কারন তাদের মাঠ পর্যায়ে কাজের শিক্ষা। কঠিন সময়ে যে বিষয়টা জরুরি হলো অন্যেদের মতামতের মুল্যায়ন করা কিন্তু অধিক মতৌকের সময় আপনাকে তাল গাছ আমার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে, কাজের ফোকাস ঠিক রাখতে হলে আপনাকে কখন কখন স্বচ্ছতার ব্যাপরটা এড়িয়ে যেতে হবে। তবে অবশ্যই সেটা অন্যায় অস্বচ্ছতা নয় বিষয়টা হবে এড়িয়ে যাওয়া। আবেগ আর যুক্তির ভারসাম্যের একটা সহজ উপায় হলো দুটো অংশকে আলাদা করে আবেগকে প্রাধান্য দিয়ে যুক্তির পথে চলা। মানেটা হলো আবেগকে বলবেন আমি তোমার সাথেই কিন্তু যুক্তির সাথে এগিয়ে যাওয়া। সবগুলো বিষয়ই আপনার কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করবে এবং এই অভিজ্ঞতা আপনাকে কখন কোন কাজটা করতে হবে তা দেখিয়ে দিবে।
৯৪| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
আমিনুর রহমান বলেছেন:
সানজিদা আয়েশা সিফা ধন্যবাদ। হুম আলোর পরী'র কথা আমার মনে আছে। যে কোন সময় চলে আসবেন, আমি না পারি আপনি না হয় রান্না করে খেয়ে যাবে মজা করলাম। সময় ও সুযোগ হলে অবশ্যই একদিন খাওয়াবো। ভালো থাকবেন নিরন্তর।
৯৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
দুঃখ বিলাস বলেছেন: নবীন প্রবীন সব ব্লগারদের সাথেই সুসম্পর্ক প্রায় ৭ বছর, টেকনিকটা কি বলবেন?
৯৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৯
আমিনুর রহমান বলেছেন:
সাবির ভাই, ভালোবাসার সাথেই সবচেয়ে বেশী অভিমান হয় তাই যখনই বেশী মন খারাপ হয় সামু'র সাথে মেজাজ খারাপ দেখিয়ে ড্রাফট করে রাখি
৯৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২
আমিনুর রহমান বলেছেন:
জুন আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার শ্রদ্ধাভাজন হইবার চাই না। স্নেহভাজন হইবার চাই
৯৮| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪১
কাকপাখী বলেছেন: আমিনুর ভাইয়ের জন্য লগ ইন করলাম ।
আমিনুর ভাই এর সাস্থ ভাল হবার গোপন রহস্য কি ?তাছাড়া তার অন্তর্ধানের হেতু কি জাতি জানতে চায় ।
ফিরে আসার জন্য ধন্যবাদ ভাই ।
৯৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
ওয়ালাইকুম সালাম শের শায়রী ভাই। আপনার সাথে আমার ২ দিন দেখা হয়েছিলো এবং আমাদের সময়টাও খুব ভালো কেটেছিলো। মনে না থাকার কিছু নাই। আপনার মতো একজন শক্তিশালী ব্লগারকে কিভাবে ভুলা যায় বলেন? সামু’র এই অবস্থার জন্য সামুকেই একা দায়ী করাটা অন্যায় হবে আমার মনে হয়। ৫ই ফ্রেব্রুয়ারী পর ব্লগের প্রতি অনেকের শ্রদ্ধায় উঠে গেছে। ব্লগার বলতেই সাধারণরা ভীত। আর পুরাতন যারা আছে অনেকে অভিমান করে চলে গেছে, কেউ ব্যস্ত হয়েছে আর সবচেয়ে বড় সমস্যা হলো ফেসবুকের দৌরত্ত্ব বেড়ে গেছে। সামু’র প্রতি আমার আপনার ও কিন্তু দায়িত্ব আছে। আজকে আমি আমিনুর কিংবা আপনি শের শায়রী অনলাইন জগতে যতখানি সম্মান পাচ্ছি তা কিন্তু এই ব্লগের কারনেই। মাঝে আপনি কয়েকটা পোষ্ট দিলেন। আজকেও দিলেন একটা দেখলাম। এভাবে নিয়মিত থাকুন। দেখবেন আপনার সাথে সাথে আরো কয়েকজন ব্লগে এক্টিভ হবে। সামু লিখালিখির একটি কমিউনিটি প্লাটফর্ম ফলে যাদের সাথে আন্তরিকতা তৈরি হয় তারা থাকলে ব্লগিং করেও মজা লাগে। যখন একজন ব্লগার চলে যান তখন তার সাথে সাথে আরো ১০ জন ব্লগার চলে যায়। তাই সময় সুযোগ করে হলেও আমাদের সবার নিজ নিজ দায়িত্ব থেকে ব্লগে লিখালিখি চালু রাখতে তবেই সামু আবার তার পূর্বের রূপে ফিরে আসবে। এখনো কিন্তু ব্লগে অনেক ভালো ভালো ব্লগার আছে কিন্ত কমেন্ট আর উৎসাহ না পেয়ে কয়েকদিন থেকে হারিয়ে যাচ্ছে।
আপনার জন্য শুভ কামনা। ভালো থাকবেন।
১০০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:০২
তারছেড়া লিমন বলেছেন: আমি মিছাইলাম কেমতে...........চম্র আপসুসের ইমো হবে(নিজ দায়িত্বে পড়ে নেবেন)। আসছি হয়তো দেখা হবে ............... ভালো থাকুন আমিনুর ভাই ......
১০১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৯
আমিনুর রহমান বলেছেন:
বৃশ্চিক রাজ ব্রো, দুষ্টু ছেলেদের দুষ্টামি যেমন থামানো যাবে না তেমনি গাছও বাচিয়ে রাখতে হবে তাই গাছ বাচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াটাই জরুরি। আমি দেশান্তরী হইনি কখন তাই এই বিষয়ে আপনার যে আমার জ্ঞান কমই হওয়া স্বাভাবিক। তাই এর কোন উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত।
১০২| ২০ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমি দেখি সবচেয়ে পরে আসলাম
আমিনুর ভাই,
পোলার বউ ঘরে না আনা পর্যন্ত এই আলু ভর্তা আর ডিম দিয়া চালাইয়া যাবার মতলব করেছেন নাকি?
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
১০৩| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬
ডট কম ০০৯ বলেছেন: কোন চরিত্রটা আপনার বেশী পছন্দের?
ব্যাক্তি আমিনুর না ব্লগার আমিনুর
প্রথম ব্লগে আসলেন কিভাবে সেই তথ্যটা জানতে চাই?
১০৪| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩
এহসান সাবির বলেছেন: আমি মনে মনে এই রকম উত্তর আশা করেছি সেটা পেয়েছি। মানে আপনাকে ধরতে পেরেছি
সামু'র সাথে মেজাজ খারাপ........!!
সামু টা কে?সামু মানে আপনি কি বোঝাতে চেযেছেন?
সামু মানেই তো আপনি আমি আমরা, মানে ব্লগার'রা তাইতো?
নাকি অন্য কোন ব্যাপার আছে?
আপনার প্রশ্নের উত্তর পেলে আমি পরের প্রশ্ন করব..... বুঝতেই পারছেন আপনাকে চেপে ধরব
১০৫| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯
না পারভীন বলেছেন: পুরুষ ব্লগার দের মধ্যে আমিনুর ভাইয়া র সাথে আমার অনেক কয়েক বার ফোনে কথা হয়েছে। কান্ডারি ভাই এর সাথেও একবার কথা হয়েছিল।
আমিনুর ভাই এর ভয়েস খুব সুন্দর আর আন্তরিক , ব্লগে তাঁর উপস্থিতিও অনেক আন্তরিক। একজন সিনিয়র ব্লগার হিসেবে নতুন দের অনুপ্রেরণা দিয়ে যাবেন এটাই প্রার্থনা। আর সুস্থ দেহ আর সুস্থ মনের জন্য দোয়া রইলো ।
অনেক ধন্যবাদ শোভন আমিনুর ভাই কে গেস্ট হিসেবে আনার জন্য।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নাপা আপু।
১০৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
আমিনুর রহমান বলেছেন:
দুঃখ বিলাস, ধন্যবাদ আপনাকে। সকলের সাথে সুসম্পর্ক কথাটা পুরোপুরি সত্য নয়। টেকনিক বললে মনে হয় ভুল হবে। আর কিছু ব্লগার আছে যারা আমাকে পছন্দ করে না বা সুসম্পর্কও নেই। আমি কাউকে কোন কিছু ভেবে কমেন্ট করিনা। আমার কাছে যখন যেখানে মনে হয় কমেন্টটা দেয়া উচিৎ তা সমালোচনার বা প্রশংসার যাই হোক না কেনো দিয়ে দেই। শুধু একটা জিনিস খেয়ার রাখি আমার সমালোচনায় যেনো যে হার্ট না হয়ে তা পজিটিভলি নেয় বা আমার প্রশংসায় সে যেনো পরবর্তী আরো ভালো কিছু উৎসাহ পায়। আর বড়দের শ্রদ্ধার সাথে এবং ছোটদের স্নেহের সাথে ব্যবহার করার চেষ্টা করি। এই তো
সুখে থাকুন ভালো থাকুন। আপনার সবকিছু পূর্ণতা পাক
১০৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১
আমিনুর রহমান বলেছেন:
সোহানী প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার কমেন্টটা কিভাবে যেনো মিস হয়ে গিয়েছিলো।
ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা।
১০৮| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
আমিনুর রহমান বলেছেন:
কাক পাখী প্রায় ১ বছর যাবত ঘর আর অফিস ছাড়া অন্যে কোথাও খুব একটা যাওয়া হয়ে উঠে না। হয়ত ঘরে ঘরে বসে স্বাস্থ্যের এই উন্নতি। আর অন্তর্ধান এর কোন কারন নাই ... একটু একলা থাকার ইচ্ছা জাগছিলো।
১০৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬
আমিনুর রহমান বলেছেন:
লিমন, এইবারের মতো ক্ষমা কইরা দিলাম ইনশাআল্লাহ্ দেখা হবে। ভালো থেকো।
১১০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
আমিনুর রহমান বলেছেন:
পলাশ নিমচাদ ভাই একটা বুদ্ধি দিছে ঢাকায় একটা পার্টটাইম ইয়ের ব্যবস্থা কইরা নিবার। বউ আসলে চলে যাবে আবার চলে গেলে সে আসবে এই শর্তে। টু ইন ওয়ান প্রকল্প। রান্না বান্না হবে আর দেখি এই ব্যপারে আমার প্রিয় কবি তসলিমা নাসরিন থেকে কোন পরামর্শ নেয়া যায় কি না :/
১১১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: আমিনুর ভ্রাতারে কুনো কুশ্চেন নাই , বিশাল রাগ করিয়াছি ! আমারে ঈদে দাওয়াত দিছে কিন্তু ঠিকানা দেয় নাই
( একটু মজা নিলাম ভ্রাতা )
সবসময় অনেক অনেক শুভকামনা রইলো
১১২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার প্রিয় আমিনুর রহমান ভাই ...
তাঁর সাথে আলাপন/ ব্লগাড্ডা দেবার সুযোগ হবে ভাবিনি ...
তবে সুযোগটা যখন পেয়েই গেলাম, মুফতে কিছু অতিরিক্ত ধইন্যাপাতা দিয়া রাখা উচিত স্নিগ্ধ শোভন ভাইকে ...
আমার তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে তেমন জিজ্ঞাসা নাই, শুধু শ্রদ্ধেয় আর প্রিয় এই ব্লগারের দুটা ছোট্ট ব্লগাচার সম্পর্কে সামান্য জীজ্ঞাসা ছাড়া...
আচ্ছা, আমিনুর রহমান ভাই, আপনি এতো সিনিয়র একজন ব্লগার, অথচ এতো কম লেখেন কেন!? আইমিন আপনার ব্লগে পোস্ট সংখ্যা খুব খুবই কম ...!
এমনকি আমার মত অনিয়মিত আর অমাবস্যা তিথিতে পোস্টকারিদের চেয়েও এভারেজ পোস্ট সংখ্যা কম! আপনার অন্য কোন নিকে আরো লেখা আছে কিনা জানতে ইচ্ছা করে, মাঝে মাঝে ..
থাকলে পড়ে আসতাম ...
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
১১৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আচ্ছা! ড্রাফটে রাখসেন কয় ডজন!?
১১৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪
আমিনুর রহমান বলেছেন:
ডট কম ০০৯ দিলেন তো ভেজালে ফেলে ! সত্যি কথা বলতে আমি আমার অনলাইন আর বাস্তব জীবনকে কখন আলাদা মনে করিনি। অনেককেই বলতে শুনেছি সে অনলাইনে এক আর বাস্তবে অন্য। আমার কাছে এই বিষয়টা খুব অবাক করে তারমানে আপনি কি-বোর্ডে থাকেন তখন কি কারো চিন্তা ভাবনা ধার করে নিয়ে আসেন। কি-বোর্ড কিন্তু এই আমার চিন্তাধারাই প্রকাশ। আমি আমিনুর আর ব্লগার আমিনুর দুজন একজনই। ব্লগের প্রতি আমার মনোযোগ আসে আরিফ জেবতিক ভাইয়ের সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. এই পোষ্ট। আর সে সময় থেকেই আমি এখন পর্যন্ত ভালো পাঠক হিসেবে এই ব্লগে এখন আছি। এই পোষ্ট দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম এই দেশে সরকারী দলের একজন সচিবের দুর্নীতি নিয়ে একজন সাধারণ ব্লগার কিভাবে কত সহজে তার মুখোস উম্মোচন করে দিচ্ছেন এবং দেশপ্রেমের সাক্ষর রাখছেন। আরিফ জেবতিক ভাই কে ধন্যবাদ এই পোষ্টের মাধ্যেমে তার জন্য আজকে আমিনুর এই বাংলা ব্লগে এসে যতখানি পারছে দেশের কিছু করার একটা উপায় পেয়েছে।
১১৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮
আমিনুর রহমান বলেছেন:
সাবির ভাই, সামুর উপর মেজাজ খারাপ বিষয়টা যে সবসময় তা নয়। আপনি খেয়াল করে দেখবেন প্রায় সময় একজনের সাথে মেজাজ খারাপের ঝালটা অন্য কারো উপর সেটা প্রয়োগ হয়। আমার অবস্থা তাই হয়। সেটা যেকোন ব্লগার বা আমার বাস্তবের কোন মানুষের সাথে হলেও সামু'র পোষ্ট ড্রাফট
১১৬| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় ব্লগার নাপা, প্রশংসাটা একটু বেশি হয়ে গেলো না ধন্যবাদ। সবসময় যেনো নতুনদের উৎসাহ দিতে আর পুরাতনদের পাশে থাকতে পারি । দেহ না থাকুক মন যেন সবসময় সুস্থ থাকে সারাজীবন। ভালো থাকবেন নিরন্তর।
১১৭| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০২
আমিনুর রহমান বলেছেন:
অপূর্ণ শুভ কামনা না দিলেও আমি জানি তোমার শুভ কামনা আমার জন্য সবসময়ই আছে ভালো থেকো ব্রাদার।
১১৮| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৬
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় মুনতাসির নাসিফ, আপনিও আমার প্রিয় ব্লগারদের একজন আর শুধু আমারই না ব্লগের সবারই প্রিয় কেননা আপনি লিখেন দারুণ। আপনার পোষ্টগুলো ব্যতিক্রম হয়ে থাকে।
আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলতে হয় আমি আসলে ভালো লিখতে পারি না বলেই আমার লিখা কম আর একটু অলসতাও আছে আমার মধ্যে। দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি শোভনের পোষ্টের মধ্যেই পাবেন। ওখানে আমার আরো দুটো নিক দেয়া আছে। সত্যিটাই বলি আমার আর ৩টা নিক আছে। ঐ ৩টায় মোট পোষ্ট সংখ্যা ২০/২৫টার মত হবে। বাকি যে দুটো শোভন দিয়েছে তার একটা খালি কিন্তু ৩ পোষ্ট ড্রাফটে আছে আর অন্যটায় ১২টা পোষ্ট ড্রাফটে। এবং আমার নিকে ৪২টা পোষ্ট ড্রাফটে আছে। অজানা ৩টার একটায় টেকি পোষ্ট দেই। ১টা দিয়ে মডারেশনের সমালোচনা আর একটা ক্যাচালের জন্য
আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
১১৯| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭
জেরিফ বলেছেন: প্রথম দু বছর ব্লগে নিক খোলার পর কিছু পোস্ট করার সাহস পায়নি ।এঁকে বারে নিয়মিত না হলে মোটামোটি অনেক সময় পার করেছি ।
নিয়মিত হওয়ার পরে ২০১৩ এর ব্লগ ডে তে প্রথম দেখা হয় , আমিনুর ভাই , কান্ডারী ভাই , কুনোব্যাঙ ভাই , সাবির ভাই , শোভন ভাই , অভি ভাই , কা_ভা ভাই , অপু ভাই সহ আরো অনেকের সাথে । এর পর থেকে মনের অজান্তেই এই মানুষ গুলোকে এত আপন করে ফেলেছি নিজেই জানিনা ।
আমিনুর ভাইয়ের দৃষ্টিভঙ্গি আমাকে বরাবরই মুগ্ধ করে , আর এই মুগ্ধতা আমিনুর ভাই কে সন্মানের উচ্চ শিখরে নিয়ে গেছে ।
আমার কোন বড় ভাই নেই কিন্তু ব্লগে আসার পর আমি আমিনুর ভাই , কান্ডারী ভাই , কুনোব্যাঙ ভাই , সাবির ভাই এর মত বড় ভাই পেয়েছি যাদের সাথে কাটানো সময় গুলো আমার জীবনের অনেক অনেক স্বার্থকতা এনে দিয়েছে । আমি জোর দিয়ে বলতে পারি কোন মানূষ ওনাদের মত এত কম সময়ে কাউকে এতটা আপন করে নিতে পারবে না ।
সেই সাথে এতটা স্নেহ পাবো কখনো আশা করি নি । কখনো হয়ত উপকার করতে পারবোনা তবে সাথে রাখবেন এই ছোট ভাই টিকে এটা আমার একান্ত অনুরোধ থাকবে ।
আমিনুর ভাইয়ের শ্বশুরবাড়িতে যে আপ্যায়ন পেয়েছি ভাবীর কাছ থেকে সেটা নিঃসন্দেহে সারা জীবন মনে থাকবে । অচেনা কিছু মানুষ কে এভাবে কেউ আপন করে নেয় আমার জানা ছিলো না ।
আমিনুর ভাই , ভাবী এবং শীর্ষের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জেরিফ।
১২০| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
আমিনুর রহমান বলেছেন:
জেরিফ, এতো চমৎকার মন্তব্য আমার জীবনে অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে। ব্লগে আমি অনেক বছর কাটালাম। তাদের মধ্যে তোমরা কিছু মানুষ আমার বাস্তব জীবনে অনেক গুরুত্বপুর্ন জায়গা দখল করে আছো। আমার ছোট কোন ভাইবোন নাই। তাই তোমাদের আমি আমার ছোট ভাইয়ের মতোই সবসময় স্নেহ করি। ভাইকে যখনই মনে হবে কাছেই পাবা।
একটা কথা আছে তুমি যেমনটি থাকবো কারো কাছে সে কিন্তু তেমনটি তোমাকে দিবে। তুমি ভালো বলে, তোমার ব্যবহার ভালো বলে কিংবা বড় ভাই হিসেবে শ্রদ্ধা করছো বলেই আমি ভালো, আমার ব্যবহার ভালো এবং আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেছি। জীবনটাই এমন খুব খারাপ ধরনের মানুষ পৃথিবীতে সংখ্যায় ভীষণ কম। ভালো কিছুর বিনিময়ে মানুষ থেকে খারাপ পাবা না যদি কোন অনাকংখিত ঘটনা না ঘটে। তাই সবসময়ই চেষ্টা করবো সবাইকে ভালোটা দেবার।
তোমার ভাবীর আর শীর্ষর শুভ কামনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভালো থেকো সবসময়। নিরন্তর ভালোবাসা।
১২১| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা এই উদ্যোগ/আয়োজনের জন্য। অনেক কথা জানা হল সহ ব্লগারদের নানা মন্তব্যে।
আয়োজক এবং অতিথির জন্য এক রাশ শুভকামনা।
একজন প্রিয় মানুষকে আজকের আয়োজনে অতিথি করায় আমি আনন্দিত।
কিছু মানবিক কার্যক্রমে আমিনুর রহমানের সঙ্গে আমি কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে সামাজিক কার্যক্রমে নিবেদিত প্রাণ এই মানুষটি একজন চমৎকার মানুষ। জীবন আনন্দের হোক এই শুভকামনা জানাই।
ভালোবাসা সহ ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নীল দা। আলাপনে আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
১২২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ নীলদা সুন্দর মন্তব্যের জন্য। আপনি একটু বেশীই ভালোবাসেন আমাকে তাই কোথাও প্রসংশা করতে গেলে একটু বেশিই করেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বাকী সময়গুলোতে পাশেই পাবো সবসময় তা জানি। ভালো থাকবেন।
১২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
মাহমুদ০০৭ বলেছেন: একজন নিপাট সাদা মনের মানুষ কে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই ।
আমিনুরভাইয়ের কাভছে আমার প্রশ্ন ?
প্রিয় খাবার ?
প্রিয় রং ?
প্রিয় বই ?
প্রিয় সিনেমা ।
১২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
আমিনুর রহমান বলেছেন:
মাহমুদ
দুঃখিত অনেকদিন পর উত্তর দেয়ার জন্য। আমি আগেই দেখেছি কিন্তু এই পোষ্টে আসলেই মন খারাপ হয়ে যেতো শোভনের জন্য ফলে উত্তর দেয়ার ইচ্ছে থাকতো না।
প্রিয় খাবার - গরম ভাত, ইলিশ মাছ এবং ইলিশ মাছ ভাজা তেল।
প্রিয় রং - আকাশী কেননা আকাশ আমার প্রিয়।
প্রিয় বই - অনেক তবে একটা বইয়ের নাম বিশেষভাবে বলতে চাই তাহলো সুনীল'র পূর্ব-পশ্চিম। কেননা এই বই আমাকে বই পড়তে উৎসাহ যুগিয়েছে। এই বই পড়ার পর বই পড়ার তৃষ্ণা বেড়ে গিয়েছিলো।
প্রিয় সিনেমা - এইটাও অনেক। এইক্ষেত্রে ছেলেবেলার কথা বললে হীরক রাজার দেশে, সোনার কেল্লা, গুপি গাইন বাঘা বাইন, পুরষ্কার, ছুটির ঘন্টা'র কথা মনে পড়ছে। একটু বড় হয়ে সীমানা পেরিয়ে, আলোর মিছিল, পথের পাঁচালী, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, অপুর সংসার। এর পর আমজাদ হোসেনের কিছু ছবি ছিলো ভাত দে আরো কিছু ছিলো নাম মনে আসছে না। তাছাড়া এই যুগে তারেক মাসুদের ছবিগুলো। এছাড়া দিপু নাম্বার টু, আগুনের পরশমণি। বাংলা মুভিই দিলাম শুধু
১২৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। আপনার জন্য বিলম্বিত ঈদ শুভেচ্ছা ।
১২৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
অদৃশ্য বলেছেন: আমিনুর ভাইয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা থাকলো অফুরন্ত...
আপনি কোথায় আছেন ক্যামন আছেন? নতুন ভাবনার প্রকাশ করুন...
শুভকামনা...
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো আছি।
ভালো থাকুন নিরন্তর।
১২৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮
আমিনুর রহমান বলেছেন:
প্রিয় অদৃশ্য ধন্যবাদ ব্রাদার
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ শোভন। নিজেকে খুবই সামান্যতম একজন ব্লগারই মনে করি আমি। এখানে আমাকে এনে আমার জন্য এটা দারুণ সম্মানের।
এতো তাড়াতাড়ি কিল্লাই পোষ্ট দিয়া দিলি আমার এখনো রান্না বাকি রয়ে গেছে।