নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

তুমিও ঐরকম ..... !

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫


হঠাৎই দুর্ঘটনাটি ঘটে গেলো।
তোমার ফোন ধরা অথবা ফেসবুকে ম্যাসেজ করার মত মানসিক শক্তি বা অবস্থান আমার ছিলোনা। কারো মাধ্যমে তোমাকে জানানোর সুযোগও ছিল না কারণ তুমি ছিলে লোক চক্ষুর অন্তরালে। অনেকবার আমায় খুঁজে ছিলে, পাওনি। যখন সব কিছু স্বাভাবিকতায় নেমে আসতে লাগল তখন তোমার কাছে ছুটে গিয়ে দেখি তুমি নেই। তুমিও চলে গেলে ভুল বুঝে।

কেউ চলে যায় ওপারে কেউ কাছে থেকেও দূরে ।
তুমিও ঐরকম..... অন্যদের মতই।

মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬

এহসান সাবির বলেছেন: হায় ঈশ্বর!! তুমি যখন আমরা দিক থেকে মুখ ফিরিয়ে নাও খেলাটা তখনি জমে ওঠে..!

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ঠিক বলেছেন সাবির ভাই!


হায় ঈশ্বর!! তুমি যখন আমরা দিক থেকে মুখ ফিরিয়ে নাও খেলাটা তখনি জমে ওঠে..!

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: :( :( :(

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: :(
ধন্যবাদ অপু।

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি ওপারে চলে গিয়ে, ঐ নীল আকাশের ঠিকানায় নীলখামে রোজ তোমায় ডাক পাঠিয়েছি, তুমি একবারও হাত বাড়িয়ে তা ধরার চেষ্টা করলে না কেন? :(

:-B :-B :-B

অনেকদিন পর প্রিয় শোভনের পোস্ট দেখে খুব ভালো লাগলো। কেমন আছেন? পোস্ট পড়ে মনে হল সামথিং ওয়াজ গোয়িং রং... যাই হোক, অনেকদিন পর দেখা পেয়ে ভালো লাগলো। শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: তোমার দেয়া অনেক চিঠি বাক্স ভেঙ্গে আমায় ডেকেছিলো.... কিন্তু হাত বাড়ানোর আগেই চিঠিগুলো নাগালের অনেক বাহিরে চলে গিয়েছিলো।


শারীরিক ভালো আছি কিন্তু মানসিক দ্বন্দ্বে আছি।
ভালো থাকা হোক নিরন্তর ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১২

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:০২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগল। খুব দ্রুতই যেন মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেন সেই প্রার্থনা করি।

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক।

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :(

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: কেউ চলে যায় ওপারে কেউ কাছে থেকেও দূরে ।
তুমিও ঐরকম..... অন্যদের মতই।
এমন কেন হয় ! হওয়া উচিৎ নয় ।


অনেক শুভকামনা ভ্রাতা :)

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

লিরিকস বলেছেন: সব ঠিক হয়ে যাবে ভাইয়া।

দোয়া রইল।

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ লিরিকস।

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

লিরিকস বলেছেন: আপনাকে খুব মিস করি ভাইয়া।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: মনে রাখা বা মনে করা ছাড়া মানুষের জীবনে কিছু নেই।
আবারো ধন্যবাদ লিরিকস।

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :(

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!!

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

কলমের কালি শেষ বলেছেন: :( :( :|

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: |-) হুম!!

১২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :( :(

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: |-)

১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬

ডি মুন বলেছেন:
খারাপ সময়, অনুভূতি, অভিজ্ঞতা কাটিয়ে উঠুন। শরতচন্দ্রের কোনো একটা লেখায় পড়েছিলাম,

জীবন অমন কত যায়, ওর জন্য দুঃখ করা কাপুরুষতা।

কিংবা রবীন্দ্রনাথ যেমন 'বোঝাপড়া' কবিতায় বলেছেন,

কেউবা তোমায় ভালবাসে
কেউবা বাসতে পারে না যে;
কেউ বিকিয়ে আছে কেউ বা
সিকি পয়সা ধারে না যে...
......

মনে রে তাই কহো যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।




মনকে শান্ত রাখুন এবং
সর্বোপরি ভালো থাকুন এটাই কামনা।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাই ডি মুন।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: ইয়াল্লা, এ তো সিরিয়াস লেখা ভাইয়া !! প্লিজ..

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

ইমিনা বলেছেন: কেউ চলে যায় ওপারে কেউ কাছে থেকেও দূরে ।
তুমিও ঐরকম..... অন্যদের মতই।

.........................
অসাধারন বলেছেন। সমাপ্তিতে এসে মুগ্ধ হয়েছি, ভেবেছি এবং মনটাও কেমন হয়ে গেলো :(

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ইমিনা আপু।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: অামার ভুল হতে পারে, তাই অাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

অাপনার বাবার মৃত্যর কথাটি মনে করে এ লেখা।
যদি তা হ্য়, তবে উনার অাত্মার শান্তি কামনা করি।

লেখা ভাল হয়েছে। ৩য় লাইক।


ভুল হলে মন্তব্যটি মুছে দেবার অনুরোধ রইল।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সুমন কর দা।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৮

তুষার কাব্য বলেছেন: তুমিও ঐরকম..... অন্যদের মতই।
সময় একটা বড় ধোকা..

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য।



সময় একটা বড় ধোকা....

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

অদৃশ্য বলেছেন:


স্যাড সং... যাহ্‌, মনটাই খারাপ করে দিলেন...


শুভকামনা...


২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
মন খারাপ করিয়ে দেয়ার জন্য দুঃখিত।
ধন্যবাদ। ভালো থাকবেন।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

লাবনী আক্তার বলেছেন: এমন হওয়া উচিত না। :(



সম্পর্কগুলোতে বিশ্বাস রাখাটা খুব জরুরী।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ লাবনী আপা।


সম্পর্কগুলোতে বিশ্বাস রাখাটা খুব জরুরী।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮

যুবায়ের বলেছেন: :( :(

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: |-)

ধন্যবাদ যুবায়ের ভাই।
অনেক দিন পর দেখে ভালো লাগলো।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :( :(

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: |-)
ভালো থাকুন নিরন্তর!

২২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

দীপংকর চন্দ বলেছেন: তুমিও ঐরকম..... অন্যদের মতই।

অদ্ভুত মাঝের শূণ্যতাটুকু!

শুভকামনা ভাই। অনিঃশেষ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ !!!

শুভেচ্ছা আমার ব্লগে। পথ চলায় দেখা হবে আর।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪০

এহসান সাবির বলেছেন: মন্তব্য এত ইমো কেন?

B-) B-)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: চিন্তার বিষয়।

/:)
আপনার কি ধারণা?

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৯

এহসান সাবির বলেছেন: আমার মনে হয় সরাসরি কেউ কিছু লিখতে চাই নি.... ;) ;) ;)

তবে সবাই দুঃখ পেয়েছে.... সবাই সাথে আছে......

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :)
হতেও পারে। কিন্তু লেখা নিয়ে এত মন খারাপ করার কিছু নেই।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৫

এহসান সাবির বলেছেন: না.... মন খারাপের কিছু আছে..।

লেখার মানে টা মন খরাপ করবার মতই। একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি হল পাঠকের মনের ভিতরে প্রবেশ করা.... হোক না সে বাস্তব অথবা কল্পনা.....

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:

:)

আজকে আপনাকে মিস করেছি শরৎ উৎসবে।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো পড়ে ভাইয়া মন খারাপের কিছু নেই পৃথিবীটা এরকমই
এক যাবে দুই আসবে ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

এক দুর্বাসা বলেছেন: বাহঃ ছোট্ট পরিসরেই অনেক কথা হয়ে গেলো ,চমৎকার !শুভেচ্ছে রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ এক দুর্বাসা।

আমার ব্লগ বাড়িতে শুভেচ্ছা।

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ছোট হলেও লেখার আবেগটা স্পর্শ করলো।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট।
শুভেচ্ছা ব্লগ বাড়িতে।

২৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০১

এহসান সাবির বলেছেন: নেক্সট টাইম হবে.......!!

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ইনশাল্লাহ!!!

৩০| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২

জেরিফ বলেছেন: :| :| :|

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: কি হইলো জেরিফ /:)

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

খেলাঘর বলেছেন:


আপনি কি বলতে চেয়েছেন কে জানে, তবে সবাই বুঝেছে বলে মনে হচ্ছে; তা'হলে আমি না বুঝলেও চলবে, আমি সবার সাথে আছি।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: সবার কথা যখন আপনি বুঝেছেন তাহলে আমি ধরে নিলাম আপনি বুঝেছেন #:-S :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.