নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

ছায়ান্ধকার ঘর!

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১



২৫শে অক্টোবর রাত ১০ টা। বসে আছি বারান্দায়। হেমন্তের বাতাস শীতের আগমনী বার্তা নিয়ে আমার শরীর ছুঁয়ে যাচ্ছে। দূরে উড়ে যাচ্ছে পাখির পেটে করে মানুষের দল দেশ হতে দেশান্তরে কেউ বা ফিরে আসছে আপন জনের কাছে। হলুদ বাতির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কোন ডানপিটের দল। ওদেরকে দেখে মনে পড়ে গেলো ভার্সিটি লাইফের কথা। প্রায়ই বন্ধুরা মিলে সোডিয়াম লাইটের আলোয় চষে বেড়াতাম পুরো শহর। রাতের ঢাকা যেন প্রেমিকার মত আমাদের টানতো। সে জীবন আর আসবে না। যা চলে যায় তা আর কখনোই ফিরে আসেনা। সার্টিফিকেট অর্জনের সাথে সাথে যেন বিক্রি করে দিয়েছিলাম জীবনের সকল আহলাদ। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনার দল উড়ে চলে গেল। একটি এসএমএস এসেছে। নিশ্চয়ই ফোন কোম্পানির কোন অফার হবে। এদের জ্বালায় শান্তি মত কোন কিছু ভাবায় যায় না। এই নস্টালজিক সময়টাকে লন্ডভন্ড করে দিলো। মুখে বিরক্তি নিয়ে একটি সিগারেট ধরাতে ধরাতে এসএমএস ওপেন করলাম। মৃত্তিকার এসএমএস। ছোট্ট একটি টেক্সট “কাল বিকেল চারটায় মিরপুর সাড়ে ১১ এর বনলতায়”। এমন কিছু আশা করেছিলাম অনেকদিন ধরে মৃত্তিকার সাথে দেখা হয় না। আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। সময়ের সাথে সাথে সম্পর্ক গুলোও বদলে যায়। একসময় রাত দিন ফোনে কথা বলতাম। তা কমতে কমতে এখন মাঝে মাঝে এসএমএস এর পর্যায়ে চলে এসেছে। কিন্তু দুজনের প্রতি দুজনের বন্ধুত্ব ও বিশ্বাসের জায়গায় একটুও চিড় ধরেনি।

বিকেল চারটায় বনলতায় বসে আছি। মৃত্তিকা এখনো আসেনি। হয়তো রাস্তায় জ্যাম বা বাসায় কোন কাজ পড়ে যাওয়ায় দেরি হচ্ছে। গত সপ্তাহে কেনা নীল পাঞ্জাবী ও সাদা জিন্স পরে এসেছি। নীল পাঞ্জাবীতে নাকি আমাকে ওর ভীষণ ভালো লাগে। চার বছর আগেও একই ক্যাফেতে আমাকে কিছু বলবে বলে আসতে বলে ও আর আসে নাই। আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে ছিলাম। আজকেও তাই ঘটল। আমি কয়েক পর্ব কফি খেয়ে সাত টায় বাসায় চলে আসি। ঐদিনও তাকে কিছু বলিনি আজও কিছু বলার প্রশ্নই আসে না।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে কেমন যেনো লাগছিলো। ফোনটি হাতে নিয়ে মৃত্তিকাকে ফোন করলাম। প্রথম রিং এ ফোন ধরলো না। পরের বার ওপাশ থেকে ফোন ধরল।
- কে? শোভন।
- হ্যাঁ। আপনি কে?
- আমি মৃত্তিকার কাজিন। আপনি কি একটু বাসায় আসতে পারবেন?
- কেন? মৃত্তিকা কোথায়?
- আপনার জন্য একটা চিঠি আছে আমার কাছে । আপনাকে জানানোর সময় হয়নি। কালকে মৃত্তিকা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে । কাল রাতেই ওকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।

হেমন্তের শুভ্র সকালের শীতল বাতাস যেন আমার হৃদয় কেড়ে নিলো নিমিষে। হাজারটা ছুরি এসে বিদ্ধ হল আমার বুকে। মৃত্তিকা আর নেই। চোখ ধেয়ে বয়ে চলেছে জলের স্রোত ধারা। কেউ যেন এসে পায়ের তলার মাটি ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপিয়ে দিলো। হন্যে হয়ে ছুটে গেলাম মৃত্তিকার বাসার দিকে। পথ যেন ফুরাচ্ছে না। বুকটা যেন বিশাল নিঃসঙ্গ ফাঁকা। চিঠিটি হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি ওর কবরের স্থান জেনে। চিঠিটি নাকি ওর টেবিলের ড্রয়ারে ছিলো। তড়িঘড়ি করে রাস্তায় এসে চিঠিটি খুলে দেখি ওর শেষ এসেএমএস এর মত ছোট্ট করে লেখা “ভালোবাসি ! তোমার মৃত্তিকা!!”।

চিঠিটি বেশ পুরানো। বুকের মধ্যে আছড়ে পড়ল কাল বৈশাখ। চার বছর আগেই কি তুমি ঠিক এ কথাটিই বলতে চেয়েছিলে? উদ্ভ্রান্তের মত ছুটে চললাম আজিমপুরের দিকে। আমি আসছি মৃত্তিকা। আমি আসছি তোমার কাছে। একটু অপেক্ষা কর। একটু অপেক্ষা কর আমার জন্য। আমিও তোমাকে ভালোবাসি মৃত্তিকা।


মন্তব্য ৮২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

এহসান সাবির বলেছেন: অন্ধকারের গান.......!!!

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: অন্ধকার নাকি আলো?

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪

জেরিফ বলেছেন: ভালবাসি মৃত্তিকা !


শুধু মৃত্তিকা ??

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সাথে কি আরো কিছু চাও জেরিফ?

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

জেরিফ বলেছেন: আমিতো চাই অনন্ত মহাকাল সাথে একটুকরো মাংস ;)

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

জেরিফ জীবনটা কি অনন্ত মহাকাল?
যদি তা হয় তাহলে শোভনের সাথে মৃত্তিকার দেখা হওয়ার কোন চান্স আছে?

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

সকাল রয় বলেছেন: সুন্দর

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সকাল রয়।




ছোট্ট একটা কথাতেই অনুপ্রাণিত হলাম।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫

লেখোয়াড় বলেছেন:
সত্যিই নাকি ঘটনাটা?

যে কোন প্রেমিকবরের জন্য নিদারুন কষ্টের ব্যাপার।

আপনার লেখার হাতটি বেশ পরিচ্ছন্ন।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ লেখোয়াড় ভাই।




হতে পারে ঘটনাটি আমার বা আমার আশেপাশের কোন মানুষের। আবার হতে পারে আমার বা অন্য কারো কল্পনা থেকে তৈরি। :)

ভালো থাকা হোক নিরন্তর!!!

৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম। এক কথায় মুগ্ধ। হৃদয় ছুঁয়ে গেল। এমনিতেই অাজ অামার মনটাও ......................

বলতে গেলে, অালাপন ছাড়া অামার পড়া অাপনার প্রথম লেখা। লিখবেন মাঝে মাঝে।

২য় ভাল লাগা।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সুমন কর ভাই। লেখা দিয়ে কারো ছুঁতে পারার সুখের অনুভূতি প্রকাশ করার ভাষা জানা নেই। :)



আলাপন ছাড়াও আমার অনেক পোস্ট আছে। কিন্তু আমার দুর্ভাগ্য আমি সে সকল পোস্টে আপনার মত একজন পাঠককে মিস করেছি।



মন্দ মন আনন্দম হোক সেই প্রত্যাশা রইলো।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কষ্টের নীল বেদনায় জড়ানো গল্পে বাস্তবতার গন্ধ পাচ্ছি.... প্রিয় শোভন, আমার কেন যেন মনে হচ্ছে এটি একটি সত্য ঘটনা.... :( ইজ ইট?

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।



হতে পারে ঘটনাটি আমার বা আমার আশেপাশের কোন মানুষের। আবার হতে পারে আমার বা অন্য কারো কল্পনা থেকে তৈরি। :)


অনেক অনেক ভালো থাকা হোক।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

দীপংকর চন্দ বলেছেন: বুকের মধ্যে আছড়ে পড়ল কাল বৈশাখ। চার বছর আগেই কি তুমি ঠিক এ কথাটিই বলতে চেয়েছিলে?

শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ কবি।



সুস্থ ও সুন্দর আগামীর জন্য প্রার্থনা রইলো।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: শক খেলাম ভাইয়া । এটা যেন সত্য না হয়, শুধুই একটা হৃদয়স্পর্শ করা লেখা!

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
এটা যেন সত্য না হয়, শুধুই একটা হৃদয়স্পর্শ করা লেখা! :)




হতে পারে ঘটনাটি আমার বা আমার আশেপাশের কোন মানুষের। আবার হতে পারে আমার বা অন্য কারো কল্পনা থেকে তৈরি। :-B


ধন্যবাদ প্রিয় মামুন ভাই।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬

আলম দীপ্র বলেছেন: মামুন রশিদ বলেছেন: এটা যেন সত্য না হয়, শুধুই একটা হৃদয়স্পর্শ করা লেখা!
অসাধারণ লাগল । তবে সত্য না হলেই খুশি আমি ।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আলম দীপ্র।


লোক চক্ষুর আড়ালে হয়তোবা আমার আপনার জীবনে বা কল্পনায় কিংবা অন্য কোন জগতে ঝরে গেছে মৃত্তিকা।



ভালো থাকুন সবসময়।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা +++++ ছুঁয়ে গেলো :(

ভালো থাকবেন ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।





সুন্দর হোক দিনগুলো।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

খেলাঘর বলেছেন:


বেশী কঠিন হয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ খেলাঘর।

বেশি কঠিন? কি করলে আরো সহজ হতো? দয়া করে খুলে বলবেন কি প্রিয় ব্লগার।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৭

একলা ফড়িং বলেছেন: এটা গল্প হলেও পারত...পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে...জানি আবার আসবে কালকে, নিয়ে পালকী পালকী ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে... :( :( :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ একলা ফড়িং!

লেখকের কল্পনা বা জীবনের কোন অংশই বয়ের পাতায় উঠে আসে। এটাও সেরকম কিছুই। জীবনের হলে কেমন অনুভূতি ? অ্যাঁর গল্প হলে কেমন অনুভূতি হতো?

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অদ্ভুত কষ্টের...... :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আফসানা যাহিন চৌধুরী।


/:)

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৯

ডি মুন বলেছেন: দুঃখজনক ঘটনা :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রিয় ডি মুন।

জীবনের কথা হলে দুঃখজনক ঘটনা। যদি শুধুই গল্প ভাবেন তাহলে?

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৪

ডি মুন বলেছেন: গল্পে হোক আর বাস্তবে হোক --- দুটোই দুঃখজনক :(

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুন ভাই।

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪০

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ।

ভালোবাসার মানুষটি অজানায় পাড়ি দিলেও যেন ভালোবাসা হারিয়ে না যায়।

গল্পে অষ্টম ভালো লাগা।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।






ভালোবাসার মানুষটি অজানায় পাড়ি দিলেও যেন ভালোবাসা হারিয়ে না যায়।

১৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব খারাপ লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
মন্তব্যে মনের ভাব প্রকাশের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন সবসময়।

১৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

কলমের কালি শেষ বলেছেন: :( :( :( :(( মনটাই খারাপ হয়ে গেল ।

লেখায় পিলাচ ।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ কলমের কালি শেষ।



আশাকরি আপনার কিবোর্ডের তেজ কখন কমবে না। :)

২০| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৩

এহসান সাবির বলেছেন: না অন্ধকারের.......

অন্ধকারের গান.......!!!

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

অন্ধকারের গান শুনিনা কত রাত........ অবাক ছাতিম গাছ দেখিনা কত কাল।

২১| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: লেখা এবং শিরোনাম দুটোই ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ হামা ভাই। :)

২২| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রেম !

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রেম না বিরহ?





ধন্যবাদ স্বপ্নবাজ। :)

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

আমি ইহতিব বলেছেন: আমিতো ঘটনাটা সত্যি ভেবে আপনার জন্য কষ্ট বোধ করছিলাম। আল্লাহ্‌ না করুক, এমন ঘটনা যেন কোন প্রেমিক পুরুষের জন্যই সত্যি না হয়।

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



আল্লাহ্‌ না করুক, এমন ঘটনা যেন কোন প্রেমিক পুরুষের জন্যই সত্যি না হয়।
:)

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

আমি ইহতিব বলেছেন: ভালোবাসি! তোমার মৃত্তিকা - লেখাটা মনে হচ্ছে টিস্যুতে লেখা।

একসময় এমন কত কিছু লিখেছি টিস্যুতে, কি সব দিন মনে করিয়ে দিলেন :)

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের জন্য।


টিস্যু চিঠিতে প্রেম নিবেদনের কোন ব্যাপর ঘটেছিলো আপু ? :-B

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

এহসান সাবির বলেছেন: উফ!!! না..............!!

হচ্ছে না.....

ধুস!!


:( :( :( :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

খাটাস বলেছেন: খাটাস এর ও মন ছুঁয়ে গেল। :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ খাটাস :(

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮

লিরিকস বলেছেন: :( :(

এই কারনে আমি কোন কিছু পড়তে চাই না :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

২৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: গভীর মর্মবেদনা :( :(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :(

ধন্যবাদ বন্ধু।

২৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

রিফাত ২০১০ বলেছেন: মুগ্ধপাঠ । বরাবরের মতো দারুণ লাগলো।

ব্লগে দেখা যায়না যে ? কেমন আছেন ? সব ঠিক আছে তো ?

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই।

ব্যাক্তিগত সমস্যার জন্য অনেক দিন ব্লগে আসি নাই। কয়েকদিন হলো রেগুলার হচ্ছি।

আপনি কেমন আছেন?

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল.....

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

আবু শাকিল বলেছেন: গল্পে প্রথম ভাল লাগা :)








৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ শাকিল ভাই।

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

একলা ফড়িং বলেছেন: প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও...। :( :(

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ একলা ফড়িং :( :( :(

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম !!! চলুক লেখালিখি....

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

অদৃশ্য বলেছেন:



আহ্‌, কি গল্প লিখলেন এইটা ! আমিতো ভাবছি সত্যি সত্যিই শোভনের জীবনে ঘটে গেছে এমনটা... লিখাটি খুবই স্পর্শ করেছে লিখাটি...


শুভকামনা...

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

জুন বলেছেন: হৃদয়স্পর্শী গল্প । শোভন কেন কারো জীবনেই না ঘটুক এই ছোট্ট লেখার বিশাল ঘটনাটুকু।
সুন্দর ঝরঝরে লেখা
+

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপু। অনেক অনেক খুশী হলাম খুঁজে পোস্ট পড়ে যাওয়ার জন্য। :)

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: শেষ ভালোলাগা :-P

অস্থির। এবং শুধুই অস্থির।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ মৃদুল ভাই ।

৩৭| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮

মহান অতন্দ্র বলেছেন: কারো নিজের জীবনের গল্প মনে হল । খুব ভাল , ছুঁয়ে দেওয়ার মত ।

আপনার জীবনের জন্য শুভ কামনা রইল।

ভাল থাকুন ।

১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ!!!
ভালো থাকুন নিরন্তর!!!

৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

দীপান্বিতা বলেছেন: ভাল লাগা...

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: হৃদয়স্পর্শি লেখা। পড়ার পর মন কেমন বিষন্নতায় ভরে গেল। প্রথম দিকের একটা লাইন ভাল লেগছে,
"সার্টিফিকেট অর্জনের সাথে সাথে যেন বিক্রি করে দিয়েছিলাম জীবনের সকল আহলাদ।"
গল্পটা খুব ভাল লাগল শোভন ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট।

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার লেখা প্রথম পড়লাম।
আফসোস হচ্ছে। ব্লগে এ ৩ সপ্তাহ হয়ে গেল আর আজ আপনার লেখা পড়লাম।
গল্প ভালো লাগা রইল।
গল্পের শেষটা অপ্রত্যাশিত।
ভাল থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র :)
আমার মত একজন অনিয়মিত লেখকের জন্য আফসোসটা অনেক বেশি প্রাপ্তি হিসেবে গ্রহণ করলাম :)

আমার ব্লগবাড়ীতে আপনাকে শুভেচ্ছা!!!

দিশেহারা জীবনের পরিসমাপ্তি ঘটুক রাজপুত্রের সেই কামনা রইলো।

৪১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকদিন পরে আপনার ব্লগে দেখি নতুন কোন লেখা নেই। ভালো আছেন তো?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালোই , আপনি কেমন ? অনেক খুশি হলাম মনে রেখেছেন বলে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.