নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার অপূর্ণ রায়হান

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

পাখির চোখের প্রতীক্ষা আমার

ডানায় মাখা বিরান দুপুর রৌদ্র------------









প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার অপূর্ণ রায়হান । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।







প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আপনাদের সকলের প্রিয় ব্লগার অপূর্ণ রায়হান । পুরো ব্যাপারটাই লাইভ।





আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।

মন্তব্য ২৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই অতীব গুরুত্ব পূর্ণ একজন ব্লগারের সাথে অন্তরঙ্গ আলাপনের ব্যবস্থা করার জন্য ।

রায়হান ভাই আপনি কেমন আছেন ??
অপূর্ণ কথাটি কেন আপনার সাথে যুক্ত হয়েছে ??

ধন্যবাদ আবার আসছি ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জেরিফ!!
:)


আমিএনে হাজির করেছি তার সম্পর্কে জানা এবার তোমাদের হাতে।
:)

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ শোভন আমার প্রিয় ব্লগার ও প্রিয় একজন মানুষকে এবারের অন্তরঙ্গ আলাপনে নিয়ে আসার জন্য।


অপূর্ণ'র জন্য শুভ কামনা !!

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ প্রিয় আমিন ভাই। :)

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় @শোভন ভ্রাতা ।
অনেক ভালো ভালো এবং সুপ্রতিষ্ঠিত ব্লগারদের নিয়ে নিষ্ঠা ও ধারাবাহিকভাবে চলিত ব্লগারদের নিয়ে 'অন্তরঙ্গ আলাপন' এর এই সিরিজে আমার মতো আধমকে সুযোগ দেওয়ায় আসলেই অনেক সম্মানিতবোধ করছি । অনেক বড় পাওয়া অবশ্যই আমার জন্য ।
আপনাকে আবারও ধন্যবাদ ও সামুর সকল ব্লগারকে শুরুতেই শুভেচ্ছা জানাই ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাপনে আন্তরিক ভাবে যোগদান করার জন্য। আশাকরি ব্লগারদের সাথে সুন্দর কিছু সময় কাটাবো। :)

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অপূর্ণ রায়হান ভাইকে শুভেচ্ছা এই অন্তরঙ্গ আলাপনে হাজির হওয়ার জন্য এবং আমাদের সাথে লাইভ যোগদানের জন্য। রায়হান ভাইয়ের নিকট প্রশ্ন, "ব্লগে প্রায়ই শোনা যায়, আগের মত নেই, কোথায় সেই সোনালী দিনগুলো... ইত্যাদি ইত্যাদি। আমি আপনার কাছে জানতে চাই, ব্লগের এই অবস্থার কারণ কি? আর এর থেকে উত্তরণে (১) ব্লগ কর্তৃপক্ষ, (২) পুরাতন ব্লগার এবং (৩) নতুন ব্লগারদের করণীয় কি?" একজন সিনিয়র এবং নিবেদিত ব্লগার হিসেবে আপনার কাছে এই নবীন ব্লগারের প্রশ্ন রইল?

স্নিগ্ধ শোভন'কে আন্তরিক সাধুবাদ এই সিরিজ চালিয়ে যাওয়ার জন্য।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
:) ধন্যবাদ ভ্রাতা। আপনারা পাশে থাকাতেই সম্ভব হচ্ছে।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: @জেরিফ , ভ্রাতা , অনেক ধন্যবাদ ।
কিছুটা অসুস্থ , তবুও বলি ভালো আছি । আপনি ? :)

লেখালেখির জন্য একটা ছদ্মনামের প্রয়োজনীয়তায় তখন সম্ভবত ষষ্ঠ কি সপ্তম শ্রেণীতে ছিলাম , য়পূর্ণ রায়হান নামে লেখালেখি শুরু করেছিলাম । পরে অপূর্ণ রায়হান নামটা ব্যাবহার করা শুরু করি , এখনো করছি , হয়তো ভবিষ্যতেও করবো :)

মূলত এইটাই কারণ , এছাড়া আর কোন বিশেষত্ব নেই :)

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্নিগ্ধ শোভন ভাইকে অন্তরঙ্গ আলাপনের এই পর্বে প্রিয় ব্লগার অপূর্ণ রায়হান ভাইকে নিয়ে আসার জন্য।

অপূর্ণ রায়হান ভাই এর কাছে প্রথম প্রশ্ন - দীর্ঘ প্রায় এক বছর ব্লগে ছিলেন না। এক বছর পর ব্লগে এসে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? ২০১২- ২০১৩ সময়কার ব্লগের পরিবেশ থেকে এখনকার ব্লগিং এ কতটা পরিবর্তন এসেছে?

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক!!!

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

সুমন কর বলেছেন: শোভনকে ধন্যবাদ, এমন একজন ব্লগারকে অামাদের সামনে তুলে অানার জন্য।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সুমন কর দা।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় @আমিনুর ভ্রাতা :)

আপনাদের পাশাপাশি নিজেকে দেখতে পেয়ে সম্মানিতবোধ করছি । অবশ্য আমি পিছনের বেঞ্চে থাকতেই বেশী ভালোবাসি :)
অনেক শুভকামনা প্রিয় ভ্রাতা , আপনার জন্যও :)

৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ক্রিয়েটিভ!!! ব্রিলিয়ান্ট.... ব্লগোপযোগী উদ্যোগ....
উভয়কেই অভিনন্দন...... :)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ মইনুল ভাই। :) অন্তরঙ্গ আলাপনে অপূর্ণ ভ্রাতা সহ এ পর্যন্ত ১০ প্রিয় ব্লগার অংশগ্রহণ করেছেন। আশাকরি ধিরে ধিরে সকলকে আনতে পারবো।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: প্রথমে শোভন কে শুভেচ্ছা রইল, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আপনি আমাদের মঝে আবার নিয়মিত হবার চেষ্টা করছেন......

শুভ কামনা সব সময়।


৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। সবসময় পাশে থাকার জন্য।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: অপূর্ণ রায়হান @ ভ্রাতা ছাই দিয়ে ধরব কিন্তু ;) ;) ;)

১২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: @বোকা মানুষ বলতে চায় , অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার :)
আমার মতে ব্লগ আগের মতো নাই । আসলে ব্লগ কখনোই একরকম থাকে না , থাকবে না বলেই মনে করি ।

খুব সংক্ষেপে বললে , ব্লগে ভালো ব্লগারের অভাব , ব্লগারদের মধ্যে আত্মিক সম্পর্কের অভাব , ব্লগারদের রসবোধ ও মূল্যবোধের অভাব ইত্যাদি । সব অভাব ব্লগারদের এই কারনেই যে ব্লগ চলেই ব্লগারদের দ্বারা , সেজন্য ।

ব্লগ কতৃপক্ষ ব্লগা মডারেশনের ব্যাপারে একটা স্থিতিশীল অবস্থায় ও আস্থাজনক অবস্থায় পৌঁছাতে পারলে ভালো হবে । পুরানো ভালো ব্লগারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারলে ভালো হবে । কেননা সামু ব্লগ একটা পরিবার হিসেবেই দেখি । ব্লগের বাগের কারনে অনেকেই ব্লগে আসতে বিরক্ত হচ্ছেন , এটাও দেখা প্রয়োজন ।

পুরনো ব্লগাররা আগেও বলেছি , ব্লগের উপরে যারা রাগ করে আছেন , এটার কোন মানে হয় না । আপনি ব্লগে না আসলে ব্লগের কিছু ক্ষতি হবে না , আর আপনারও কোন ক্ষতি নেই । মাঝে থেকে আমরা আপনাদের ভালো পোস্ট পাওয়া থেকে বঞ্চিত হবো । বাকিরা নিয়মিত পোস্ট দিলে আর মন্তব্য করা শুরু করলে অনেক ভালো হবে ।

নতুন ব্লগাররা পুরনো ভালো ব্লগারদের ভালো ভালো পোস্ট বেশী পড়া উচিৎ , মন্তব্য করা উচিৎ । জ্ঞানের পরিধি যত বাড়বে লেখাও তত শাণিত হবে ।

নবীন হলেও আপনি অনেক ভালো লেখেন ভ্রাতা :)
ভালো থাকবেন সবসময় :)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক , ভ্রাতা অনেক ধন্যবাদ :)

পরিবর্তন তো অনেক । ২০১২ / ২০১৩ ধুমধারাক্কা টাইপের সময় ছিলো । কিন্তু তারপরেও ব্লগারদের মধ্যে আন্তরিকতা এখনকার চেয়ে বেশী ছিল । ব্লগে ভিজিটর ও ব্লগার এখনকার চেয়ে ১০ গুণ বেশী ছিল । অনেক ভালো পোস্ট আসতো , অনেক বাজে পোস্টও আসতো । ক্যাচাল হত খুব বেশী । এখন একদমই হয় না বলতে গেলে । এখন সবাই কেমন যেন গম্ভীর , সিরিয়াস । হাসি ঠাট্টা বোঝেন না অনেকেই । আর বুঝলেও কেন যেন মনমরা হয়ে থাকেন । সহজ কথায় এইতো !

ভালো থাকবেন সবসময় ভ্রাতা :)

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: অত্যান্ত ধন্যবাদ জানাই শোভন কে তার নিয়মিত আয়োজন কফি উইথ ব্লগার আড্ডাখানায় অপূর্ণ রায়হান কে হাজির করার জন্য ।
অপূর্ণ রায়হান এর আসল নাম টা আসলে কি জানা যাবে , বা তার লেখা কোন বই
বের হল কি জানতে মুঞ্চায় ।।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বন্ধু!!!

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: @সুমন কর , অনেক ধন্যবাদ ভ্রাতা :)

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: @মাঈনউদ্দিন মইনুল আপনাকেও অনেক ধন্যবাদ ও অভিনন্দন অগ্রজ ভ্রাতা :)

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , কোথাকার ছাই , কিসের ছাই , কতো দিয়ে কিনেছেন ? ছাইয়ের কি স্বাস্থ্য অধিদপ্তরের সার্টিফিকেট আছে ! বিস্তারিত জানান । তারপরে শুরু করা যাবে ;) হাহাহা ডড়াইছি :-&

অনেক ধন্যবাদ ভ্রাতা । মুপি দেখতে দেখতে আবার ঘুমাইয়া যাইয়েন না :)

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: ছাইয়ে বিএস টি আই এর সিল আছে ;) ;) ;) ;) ;)

মুপি একটা শুরু করেছি.....!!

টিনেজ মিউট্যান্ট নিনজা....... :P :P :P

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ রায়হান ভাই,

পুরাতন ব্লগার যারা অভিমান করে ব্লগ থেকে দূরে আছেন তাদের ব্লগে ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে বলে মনে করেন? এই ব্যাপারে আপনার কোন পরিকল্পনা কি আছে?

২০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: @পরিবেশ বন্ধু , অনেক ধন্যবাদ বন্ধু :)

না , অধমের এখনো কোন বই বাইর হয় নাই । বই প্রকাশের / লেখার মতো যোগ্যতা এখনো হয়েছে বলে মনে করি না :)

আমার নাম 'তুহিন আল মামুন' :)

@শোভন ভ্রাতাকে ধন্যবাদ ও আপনাকে অনেক শুভেচ্ছা :)

২১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০১

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , বি এস টি আই এখন ছাই এ তে ও সিল মারা শুরু করছে ! তাহলে বি এস টি আই সম্পর্কে প্রচলিত রুপকথাগুলো কি সত্য ? ;)

নতুনটা ? মেগান আপা আছেন যেটায় সেটা !!!!! B:-) 8-| :#>

২২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক , অনেক ধন্যবাদ আবারও ভ্রাতা ।

ব্লগ কতৃপক্ষ পুরনো ভালো ব্লগারদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিলে ভালো হয় বলে মনে করি । মেইল অথবা অন্য কোনভাবে যোগাযোগ করে ।

আমি ব্যাক্তিগতভাবে যে কয়জনকে খুঁজছি / চিনি , সাধ্যের মধ্যে থাকলে তাদের সাথে আলাপ করে ফিরিয়ে আনার চেষ্টা করবো অবশ্যই । এখনো করছি ।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: হ!! মেগান আপাকে বালা পাই :P :P :P :P

অপূর্ণ রায়হান বলেছেন:
খুব সংক্ষেপে বললে , ব্লগে ভালো ব্লগারের অভাব , ব্লগারদের মধ্যে আত্মিক সম্পর্কের অভাব , ব্লগারদের রসবোধ ও মূল্যবোধের অভাব.........

ব্লগে ভালো ব্লগারের অভাব.....

ব্লগে ভালো ব্লগার

ভালো ব্লগার বলতে কি বুঝতে চেযেছেন? একজন ব্লগে ভালো ব্লগারের সংগা কি?

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: *একজন ভালো ব্লগারের সংগা কি?


প্রয়োজনে সময় নিয়ে উত্তর দিন... কারণ সম্পূরক প্রশ্ন আসতে পারে...

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

খাটাস বলেছেন: চমৎকার । আলাপন সিরিজে অপূর্ণ ভাই কে দেখে খুব ভাল লাগছে।
ধন্যবাদ জানবেন শোভন ভাই।

অপূর্ণ ভাই, অনেক দিন পর ব্লগে এসে এখনকার ব্লগ কেমন লাগছে?

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ খাটাস।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন:
*** ভালো ব্লগার বলতে কি বুঝাতে চেযেছেন? একজন ভালো ব্লগারের সংগা কি?

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

প্রবাসী পাঠক বলেছেন: @ অপূর্ণ রায়হান ভাই , ধন্যবাদ মন্তব্যের জবাবের জন্য।

দুইটা সিরিয়াস টাইপ প্রশ্ন হল। এবার একটু অন্য রকম প্রশ্ন হোক। আপনার পছন্দের ১০ টি বাংলাদেশের সিনেমার নাম বলেন?

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , মেগান কে আমিও ভালা পাই :)

আর প্রশ্নের উত্তর নিয়ে আসছি একটু পরেই । আসলে ভালো ব্লগারের সংজ্ঞা একবাক্যে দেওয়া বেশ কঠিন ।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস , প্রিয় ভ্রাতা অনেক ধন্যবাদ আপনাকেও :)

ভালো লাগছে অবশ্যই । ভালো লাগে সবসময়ই । আমি মনে করি আমরা যারা এই লেখালেখির জগতে আছি / থাকি বিশেষকরে ব্লগাররা , ব্লগ ছেড়ে থাকা খুব মুশকিল । অফলাইনে থাকলেও এসে ঢু মেরে যাই :)

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

অপূর্ণর জন্যে অনেক শুভেচ্ছা রইল ।

:)

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: অপূর্ণ রায়হান ভাই ঠিকই বলেছেন। আসলেই এখন ব্লগে কেমন যেন মনমরা মনমরা একটা ভাব। আশা করি ভালো ব্লাগাররা সুন্দর সুন্দর ব্লগ লিখে এই মনমরা ভাব কাটিয়ে দিবেন আর অন্যদের কেও উৎসাহিত করবেন।

স্নিগ্ধ শোভন আর অপূর্ণ রায়হান দুইজনকেই ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ ভ্রাতা :)

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

খাটাস বলেছেন: অপূর্ণ ভাই, ব্লগের বর্তমান নিয়ে আপনার অবজারভেসন জানতে চাই। :)

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: অসুস্থ শরীর নিয়ে রাত জাগার দরকার নাই..... আমরা প্রশ্ন করতে থাকি.. পরে উত্তর দিলেও চলবে....... সুস্থ থাকলে কত কি লেখা যাবে....

৩৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস তবে ভ্রাতা ব্লগের এখনকার অবস্থা দেখে কিছুটা তো খারাপ লাগছেই :(

৩৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , ভ্রাতা কিছুক্ষণ আগে ওষুধ নিলাম । মাথা ধরেছে খুব । তারপরও দেখি কতক্ষণ জাগতে পারি । রাত ১০ টা ১১ টার মধ্যে ঘুমানো পুরানো অভ্যাস । আর ভালো ব্লগারের উত্তরটা সকালে দিবো । ভালো ব্লগারের বেশ কিছু বিষয় আছে বলে মনে করি :)

৩৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: @আরজুপনি , অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যও প্রিয় ব্লগার :)

৩৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২

মহান অতন্দ্র বলেছেন: আমি ব্লগে নতুন । আগের ব্লগারদের লেখা খুব বেশি পড়া হয়নি । তবে নতুনদের অনেকের লেখা বেশ লেগেছে । অপূর্ণ রায়হানের লেখা অনেকটা মন ভাল করার ওষুধের মত ।

সবাই ভাল থাকুন ভাই । ল্যাব থেকে কাজ ফাঁকি দিয়ে লিখছি :P । ভাল থাকুন ।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

৩৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: @প্রবাসী পাঠক ভ্রাতা , বিপদে ফেলে দিলেন । আমি বাংলা সিনেমার সেরকম অনুরাগী না । ছোট সময়ে বিটিভিতে যা দেখেছি আর পরিবারের সাথে হলে গিয়ে যে কয়টা দেখেছি । তবে বাংলা সিনেমার উন্নতি হোক এটা চাই সবসময় । মাঝে মাঝে এখনকার কয়েকটা সিনেমা দেখার চেষ্টা করি যতক্ষণ ধৈর্য ধরে আর কি । তবে মাটির ময়না , ভাত দে , ঘানি , পোকামাকড়ের ঘরবসতি , লালসালু , লালন , হাঙর নদী গ্রেনেড , জহির রায়হানের স্টপ জেনসাইড ( প্রামাণ্য চিত্র ) , সিরাজ উদ দৌলা এইতো এই কয়টা মনে পড়ছে ।

৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: @আমি ব্লগার হইছি! অনেক ধন্যবাদ ভ্রাতা । আমিও সেই সুদিনের আশায় আছি :)

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৪০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস , ভ্রাতা সংক্ষেপে চাইলে এখন দু চার লাইনে দিতে পারি । কিন্তু অনেকে হয়তো ভুল বুঝবেন । তাই বিস্তারিত দেওয়াই সমীচীন মনে করি । অসুস্থ ও ওষুধ নেওয়ার কারনে মাথা ধরেছে কিছুটা । সকালে উত্তরটা দিলে কিছু মনে করবেন না আশাকরি । কারণ সংক্ষেপে ব্লগ অবজার্ভেশন দেওয়া ঠিক হবে না বলেই মনে হচ্ছে । অনেক খুঁটিনাটি বিষয় আছে সাথে । হালকা পাতলা ওজনে কম কিছু কুশ্চেন করতে পারেন এখন B-)

৪১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ব্লগার অপূর্ণ রায়হান কে শুভেচ্ছা।
ব্লগে আমি নিতান্তই নতুন একজন। তবুও আমার প্রায় পোস্টগুলোতে ব্লগার অপূর্ণ নিয়মিত মন্তব্য করেন। একইসাথে আরও অনেক পুরনো ও সিনিয়র ব্লগার রাও মন্তব্য করেন। অনেকেই নিয়মিত করেন, কেউ কেউ করেন না (সিনিয়রদের কথা বলছি।)
মন্তব্য পেলে অনেক ভালো লাগে। যদি উৎসাহব্যাঞ্জক হয়, তাহলে আনন্দে প্রায় নাচানাচির অবস্থা, আবার কারেকটিং বা এ্যাডভাইজিং হলেও অনেক ভালো লাগে।

নিরন্তর শুভকামনা অপূর্ণ রায়হান :)
একজন ব্লগার আপনার অসুখের কথা বললেন, কী হয়েছে?
ভালো হয়ে উঠুন।

৪২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , ওকে ভ্রাতা , অনেক অনেক থ্যাঙ্ক্যু :) মুপি কতোটুকু কি ;) দেখলেন ! মুপিটা আমার চাই । দিবেন নাকি ? :-0

৪৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

খাটাস বলেছেন: হুম ঠিক আছে অপূর্ণ ভাই। সাবির ভাই এর সাথে সহমত। আপনার এখন ঘুমেয়ে যাওয়াই ভাল।
তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। :)

৪৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০০

অপূর্ণ রায়হান বলেছেন: @মহান অতন্দ্র , বেশী বেশী পুরনো ব্লগারদের পোস্টও পড়বেন । অবশ্য সময় পেলে আর কি । অনেকের প্রিয় তালিকায় থাকে পোস্টগুলো । আর সাথে সমসাময়িক ও নতুনদের লেখা তো আছেই :) আমার লেখা পড়ে মন ভালো হয় জেনে খুবই খুশি হলাম , এর চেয়ে বেশী আর কি চাই ! :)

ল্যাব ফাঁকি দিচ্ছেন মানে ! আপনি কি দেশের বাইরে আছেন ? কোথায় ? :)
ফাঁকিবাজি ভালো না । তবে আমি ফাঁকি দিতে ভালোবাসি ।

অনেক শুভেচ্ছা ও শুভকামনা :)

৪৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০০

এহসান সাবির বলেছেন: অপূর্ণ রায়হানের লেখা অনেকটা মন ভাল করার ওষুধের মত ।
ল্যাব থেকে কাজ ফাঁকি দিয়ে লিখেছেন....

আরেকজন দিন কয়েক আগে বলেছে 'অপূর্ণ বেশ মজার... মাতিয়ে রাখে.... ক্লাস করতে করতেই তো লগইন করে কমেন্ট করলাম...' ;)

এই যে কাজ ফাকি, ক্লাস ফাকি.. মন ভাল করা, মাতিয়ে রাখা.....
প্রশ্ন হল টনিকটা কি বা কৌশলটা কি? B-)

৪৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

অপু তানভীর বলেছেন: অপূর্ণ ভাউ, বিয়া করবেন কবে এই প্রশ্নের উত্তর চাই ! B-)) B-))

আরোও জানতে চাই, আপনের বর্তমানে কুনো প্রেমিকা আছে নাকি ? থাকলে তার নাম কি ? :D :D
তার কি কুনো ছুডু বোইন আছে নাকি ?
থাকলে তার নাম কি ? B-)

ফটু সহ প্রশ্নের উত্তর চাই ! না হইলে ঈদের পর কঠোর আন্দুলুন হইবে কইলাম ! ;););)

৪৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: আফসানা যাহিন চৌধুরী@ অনেক ধন্যবাদ আপনাকে :)

আমি যতক্ষণ ব্লগে থাকি চেষ্টা করি সবার পোস্টেই যেতে , মন্তব্য করতে । মন্তব্যে সব ব্লগারই উৎসাহ পায় , আমিও । এই মন্তব্য না পেয়ে আমি শুরুর দিকে প্রায় এক বছর হতাশ হয়ে ব্লগেই আসি নি ।
হাতে সময় থাকলে সব ব্লগার সিনিয়র কি জুনিয়র সবারই উচিৎ অন্যের পোষ্টে মন্তব্য করা , হোক সমালোচনা কিংবা উৎসাহ । তবে অবশ্যই মার্জিত ও গঠনমূলক ভাবে ।

মাথার ডান পাশে প্রদাহজনিত কিছু একটা । ডাক্তারি নাম মনে নেই , কি যেন বলেছিল । তবে এন্টিবায়োটিক , নোজ ও ইয়ার স্পে দিয়ে একাকার অবস্থা ।

আপনিও ভালো থাকবেন সবসময় , নিরন্তর :)

৪৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস , প্রিয় ভ্রাতা , ঘুমাবো । তবে ওষুধের প্রভাবটা একটু কেটে যাক তারপরেই । ওটা যতক্ষণ থাকবে বিছানায় গেলেও ঘুম আসবে না :|

৪৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , ভ্রাতা কৌশল ও টনিক জানতে হলে আমার কুচিঙ্গে আপনাকে ভর্তি হতে হবে যথাযথ ফি প্রদান বাবদ । আর সাথে আমার কুম্পানির আবিষ্কৃত 'মাথা ঠাণ্ডা , বুদ্ধি বাড়ায়' লুলায়িত তৈল কিনিয়া নিয়মিত মাথায় সেবন করিতে হবে । সাথে রাতে ঘুমানোর আগে একটি করিয়া লাল নীল হলুদ চিরতার বড়ি সেবন আবশ্যক B-)

৫০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর , লুলায়িত ভ্রাতা লুল :) হাহাহাহাহা :)

কেন , আপনার খোঁজে ভালো পাত্রী আছে নাকি ? :)

না রে ভাই , লাস্ট ইয়ারে বিয়ে করেছি ।
আর কতো ! বাপে না বুঝলেও বয়স তো আর থেমে থাকছে না ! এখন না হলে আর কখন ! B-) এক বছর ব্লগে ছিলাম না , দেখেন নি ! ;)
বর্তমান প্রেমিকা অবশ্যই বৌ :-& :-&
আছে আছে :) সামিয়া যাহান নিপা

আন্দোলন করেন আর যাই করেন , ফটো দিলে আমার ভাত বন্ধ হয়ে যাবে ভ্রাতা । ভ্রাতা হয়ে আর এক ভ্রাতার এই পরিনতি কি আপনি চান ! বলুন ! আপনার ভিভেক কি বলে ? :((

৫১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাইকে এরকম সুযোগ করে দেয়ার জন্য।

যে কোন আড্ডায়ই আমি বরাবর চুপচাপ থেকে অংশগ্রহণ করি, কিন্তু এখানে তো সেই সুযোগ নেই! :|

@অপুর্ণ রায়হান, কেমন আছেন আর জিজ্ঞাসা করব না! একটু অসুস্থ দেখতেই পাচ্ছি, দ্রুত সুস্থ হয়ে যান :) শুভকামনা থাকলো অনেক।

কফি প্লিজ! চিনি কম!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং।

৫২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: @একলা ফড়িং , অজস্র ধন্যবাদ আপনাকে :)

আপনার জন্যও অনেক শুভকামনা :)

আপনার জন্য কফি , বেছে নিন :)

৫৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: সত্যি সত্যি বিয়া কইরালাইছেন ?? :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/

৫৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর , মিথ্যা মিথ্যা বিয়ে করার কোন তরিকা আছে নাকি ভ্রাতা ! ? 8-| :#> B-) :-& :-& :-& :-&

৫৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৪

অপু তানভীর বলেছেন: আপতে তো দেখি জীবিত থেইকা বিবাহিতের দলে চইলা গেলেন ! ;) ;)

ইহা কুনো কথা ? :-/ :-/
এতো জলদি শহীদ হওয়ার কুনো দরকার আছিলো ? পুলা মানুষের ৩২ এর আগে বিয়ে করাই ঠিক না ! /:)

ইয়ে মানে আপনের বয়স আমার ৩২ হইয়া যাই নাই তো :D :D :D

৫৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর , ভ্রাতা এই জাতীয় কথা যখন বলিয়াই ফালাইসেন , কাথা কম্বল নিয়া রেডি হন । ব্লগের বিবাহিত ভাই ব্রাদাররা খুন্তি ও ফ্রাইং প্যান নিয়া আপনার উপরে এই ঝাঁপিয়ে পড়ল বলে B-)

আমি শহীদ হই নাই , আমাকে শহীদ করা হইয়াছে :((

৫৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬

অপু তানভীর বলেছেন: বিবাহিতোদের ডরাই না !! ;););)

৫৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর , উখি দেন ভ্রাতা , আপনাকে কিছু কুশ্চেন করি ;)

আপনি কবে বিয়ে করছেন ?
বর্তমানে কয়টি প্রেমিকা বিদ্যমান ?
কার নাম কি ?
কিভাবে মেইনটেইন করছেন ?
প্রেমিকাদের শ্যালিকারা কি আপনাকে জ্বালায় নাকি আপনি তাদেরকে জ্বালান ?
এতো প্রেমের গল্প কিভাবে লিখেন , কোথায় পান / কাদের কাছে থেকে এই অসীম অনুপ্রেরণা ? :)

উত্তর চাই । তা না হলে আপনার ব্লগ অভিমুখে লংমার্চ হবে :)

৫৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর , ভ্রাতা ভয় পাইছেন এখন ! হাহাহাহা ডড়াইয়েন না । এমনি মজা করেছি , উত্তর না দিলেও চলবে :)

শুভ রাত্রি :) |-)

৬০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২১

অপু তানভীর বলেছেন: আরে ভয় পাই নাই । ভাত খাইতেছিলাম তাই দেখি নাই !
দাড়ান সব গুলার উত্তর দিতেছি !

আমার বিয়ে করা আসলে আমার উপর থেকেও অন্য একজনের উপর নির্ভর করছে । সে চাইলে কালই বিয়ে হয়ে যেতে পারে । না চাইলে হয়তো হবেই না । তবে আমি যদি বিয়ে করি তবে তাকেই করবো, নয়তো কাউকেই না !

বর্তমানে প্রেমিকা টেমিকা আর নাই । এখন কন্যাদের প্যানপ্যানানি ভালু লাগে না ! এক কালে এই সবে মন ছিল এখন আর ভাল লাগে না !

নাম যদি লিখতে শুরু করি তাইলে শোভনের এই পোস্ট ডাইন হইয়া যাইবে । তাই থাকুক নাম গুলো !

মেইনটেইন আর কি ! এক সাথে দুইটা রিলেশোন চালাই নাই তো তাই মেইনটেইনের কোন ঝামেলা নাই । আর আমি কন্যাদের কাছে সাধারনত আগের জনের কথা লুকাই না এবং মিথ্যা কম বলি এই জন্য কাকে কি বলেছি এই কথা মনে রাখার ঝামেলা কম !

এই দুঃখ কই রাখমু কন ! প্রেমিকাদের কুনো বোইন পাইলাম না আজ পর্যন্ত ! একজনের ছিল অবশ্য তবে সে পুরোপুরি প্রেমিকা হওয়ার আগেই ভাগছে । আপনে অবশ্য তারে চিনেন ! সামুতে এক সময় ব্লগিং করতো !

অসীম অনুপ্রেরণা ? কোন অর্থে জানতে চান ?

৬১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:




ভ্রাতা ....


আপনার লেখা ক্যামিলিয়া কবিতার ব্যাখ্যা ব্যাখ্যা জানার অনেক দিন ধরেই প্রবল ইচ্ছা। যদিও নিজের মতো করে বুঝে নিয়েছি তবু আপনার অনুভূতি মনের তৃষ্ণা মেটাবে শতভাগ।

সবসময়ের জন্য শুভকামনা রইল।

৬২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৮

অশ্রুত প্রহর বলেছেন: বাহ!বেশ ...আমিও যোগদান করলাম। :-)
কেমন আছেন অপূর্ণ?
আপনার এই নামকরনটি অপূর্ণ হয়েও পরিপূর্ণতা এনে দিয়েছেন। :-)

৬৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪৮

এহসান সাবির বলেছেন: স্নিগ্ধ শোভন

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার অপু তানভীর :)


চাই...


নইলে কিন্তু কবর আছে কইলাম....

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: অপুরে বিয়ে করাইয়া কাপল নাইট দিমু ;)

৬৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

অপু তানভীর বলেছেন: শোভন মিয়া খবরদার, সাবির ভাইয়ের কথায় কান দিবা না কইলাম !

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: তুমি নিজের লোক !! সময়মত ঠিকি হাজির করমু /:)

৬৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৮

এহসান সাবির বলেছেন: আমার একটা সহ নিক :P দিয়ে কান্ডারি অথর্ব'কে কিছু লিখতে ইচ্ছা করছে রে.. B-)

লিখলে হয়ত আবারও......... ;) ;) ;)


উপরের দুই লাইনের জন্যও ঝামেলা করতে পারে :P :P :P





নো ফান ম্যান.....
অপূর্ণ, শোভন, জেরিফ, আমিন ভাই....... কাছে থেকে দেখলাম...
কান্ডারি অথর্ব হয়ত ধন্যবাদ দেবে আপনাদেরকে......

আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য অনেক শুভ কামনা...

৬৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৭

এহসান সাবির বলেছেন: অপু ভাইরে
না আনলে খবর না
কবর আছে তোর........

কত বড় সাহস অপূর্ণের বৌ এর ছোট বোনের নাম জানতে চায় X( X(

আরো ফটুও চায় X(


ওরে আমার কি হপে গো :(( :(( :(( :((

৬৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
অপূর্ণর জন্য শুভকামনা।
অনেক মিস করি তাকে!

আর 'ভ্রাতা' ত তার ব্রান্ড!!

৬৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৫

জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন অপূর্ণ রায়হানের মত একজন জনপ্রিয় ও ব্লগহিতৈশী ব্লগারকে এবারের অন্তরঙ্গ আলাপনে নিয়ে আসার জন্য :)

ভাই অপূর্ণ রায়হানের কাছে আমার প্রশ্নঃ-সামুতে ব্লগিংয়ের বর্তমান অবস্থায় দায়িত্বশীলতা কতটুকু প্রতিভাত হচ্ছে বলে অাপনি মনে করেন?

ধন্যবাদ আপনাকে।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মবীন ভাই।

৬৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শোভনের এই ধারাবাহীক আয়োজনটা সত্যি প্রশংসার দাবিদার



অপূর্ন রায়হান আপনার জীবনে ঠিক কোন বিশেষ প্রাপ্তির প্রেক্ষিতে নিজের নামের পরিবর্তন ঘটিয়ে পূর্ন রায়হান নাম করণ করতে ইচ্ছে করবে? :)

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে :)

৭০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@Opurno,

You know what? I have this super intelligence; I infer things so accurately :P

৭১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

তুষার কাব্য বলেছেন: আমিও আসলাম একটু দেরিতে... ;) :D

৭২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৮

মামুন রশিদ বলেছেন: অন্তরঙ্গ আলাপনে প্রিয় অপূর্ণ ভ্রাতাকে নিয়ে আসার জন্য শোভনকে ধন্যবাদ ।

প্রায় এক বছর বিরতির পর অপূর্ণ'র ফিরে আসাটা আমার কাছে আনন্দের । তার ধুমধারাক্কা ব্লগিং আমি খুব পছন্দ করি । কোন প্রশ্ন নাই, শুধু চাই এই আনন্দময় ব্লগিং চলতে থাকুক । আর চাই, প্রিয় ব্লগার ভালো থাকুন নিরন্তর ।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)
আপনাদের অনুপ্রেরণায় আলাপন চলছে এবং চলবে। সাথে থাকবেন সবসময়।

৭৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

You told me that your real name was Opurno :(

৭৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , ভ্রাতা , ভালো ব্লগার বিষয়ে আপনার উত্তরে ,

ভালো ব্লগার বলতে সহজভাবে আমি যেটা মনে করি , প্রথমত যিনি অবশ্যই ভালো লেখেন ( যে কোন ফিল্ড অফ একপার্টি ই হোক না কেন , ভালো গল্পকার হতে পারেন , ভালো প্রবন্ধকার হতে পারেন , ভালো ভ্রমণপিয়াসু হতে পারেন , ভালো একজন নাগরিক সাংবাদিক হতে পারেন । অথবা সিমপ্লি , ভালো মানুষ ) এখন , শুধু ভালো লিখলেই হবে না , মানসিকতাও ভালো থাকতে হবে । ভালো লেখেন কিন্তু মতের বিরুদ্ধে মন্তব্য গেলে চটে যাবেন , এটা হলে চলবে না । ধৈর্য ও যুক্তির সাথে ইগো ছেড়ে প্রতিউত্তর করা । নিজে ভালো ব্লগার / হেভিয়েট ব্লগার বলে নবীন ব্লগারের পোষ্টে মন্তব্য করা যাবে না এই মানসিকতা পরিহার করে চলে যে । ব্লগে একটিভ থাকবে যে । আপনি পোস্ট দিয়ে হাওয়া হয়ে যাবেন , অনেকদিন পরে এসে রিপ্লাই দিবেন অথবা দিবেনই না , অনেকদিন পরে পরে পোস্ট দিবেন ( বছরে মাত্র ৪/৫ টা ) এটা ভালো ব্লগারের লক্ষণ বলে মনে করি না । অবশ্য আপনি হয়তো কোন কারনে দীর্ঘ সময় অনুপস্থিত থাকতে পারেন , সেটা অন্য বিষয় । পোস্ট ড্রাফট করে রাখা উচিৎ না । এতে অন্য ব্লগাররা সেই ভালো ব্লগারের পোস্টগুলো থেকে বঞ্চিত হয় । বেছে বেছে মন্তব্যের উত্তর দেওয়া , স্কিপ করে মন্তব্যের উত্তর দেওয়া ভালো ব্লগাররা করবেন না বলেই বিশ্বাস । একজন ভালো ব্লগার যে কোন কিছুরই বিশ্বাসী / অনুসারী হন না কেন , তিনি অন্য মতের অনুসারীদের সাথে যৌক্তিকভাবে আলোচনা করবেন আর না হলে তাদের পরিহার করে চলবেন । আবার একজন ব্লগার অন্যায়ের বিরুদ্ধে চুপ থেকে আড়ালে থেকে জনপ্রিয়তা ধরে রাখবেন , প্রতিবাদ করবেন না ; এটা মোটেও ভালো ব্লগারের লক্ষণ হতে পারে না ।

খুব সহজে বললে এইতো ! আবার বলি যে কোন ফিল্ডেই একজন ব্লগার ভালো ব্লগার হতে পারেন , তবে ভালো মানুষ যদি তিনি না হন , ভালো ব্লগার হতে পারবেন কি না তা নিয়ে আমার সংশয় থেকে যায় ।

এগুলোকে ভালো ব্লগারের সংজ্ঞা না বলে বরং বলা যায় ভালো ব্লগারের গুণাবলী ।
লক্ষণীয় যে , একজন ভালো ব্লগার ও একজন জনপ্রিয় ব্লগার এক বিষয় না । আর যে গুণাবলীর কথা উল্লেখ করলাম , অনেকে হয়তো ভালো ব্লগার কিন্তু তাদের পক্ষে শতভাগ সে গুণাবলী ধরে রাখা সম্ভব নাও হতে পারে সবসময় । তারপরেও তাদেরকে ‘ভালো ব্লগার না’ এটা বলা যাবে কি !

৭৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা , (৭০) আপনি অনেক ইনটেলিজেন্ট সেটা আমি জানি ;)

৭৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: @অপু তানভীর ভ্রাতা , অনেক খুশি হয়েছি উত্তর দেওয়ায় :)

এই ধরনের কিছুই দিবেন ধারনা করেছিলাম :)

অনুপ্রেরণা বলতে , আপনি অনেক মিষ্টি করে লিখেন । অনেকেই এটা পারে না ( এই অর্থে বলেছি :)

আপনার শ্যালিকা বিরহে আমি ব্যাথিত হইলাম

৭৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা (৭৩) , প্রিয় , আমার যতদূর মনে পরে , ক্যামেলিয়া কবিতায় এই বিষয়ে কথা হয়েছিলো আমাদের ( যদিও আমার থেকে আপনার স্মৃতিশক্তি অনেক ভালো , আগেও বহুবার তার প্রমাণ দিয়েছেন :) ) আমি বলেছিলাম এটা আমার প্যারেন্টস প্রদত্ত আকিকা করা নাম না তবে আমি সবসময় এটাই ব্যাবহার করি । কাগজপত্রে অবশ্য আমি এটা ব্যাবহার করতে পারি না ।

তবুও যদি সে রকম কিছু বলে থাকি , আর আপনি কষ্ট পেয়েছেন দেখলাম , আমি আন্তরিকভাবে দুঃখিত , রিয়েলি :(

৭৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@এহসান সাবির


আমার সবগুলা মাল্টি আপনাকে দিয়ে দিছি। এখন আমার দেয়া মাল্টি নিয়ে আমার সাথেই টাল্টি বাল্টি করেন...

মিয়াঁ আমার মাল্টিগুলা ফেরত দেন ...

ধন্যবাদের দাম কত সেইটা কি আপনি জানেন ? জীবনে কাঁচা বাজারে গেছেন ?

৭৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০

অপূর্ণ রায়হান বলেছেন: @মামুন রশিদ (৭২) প্রিয় ভ্রাতা , প্রিয় অগ্রজ মিতা ( এখন বলা যায় ;) ) আপনাদের কাছে আবার ফিরে আসতে পেরে ও আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলেই অনেক খুশি । অনেক ।

আমার মতে ব্লগিং হোক আনন্দময় । ইন্টারেস্টিং ।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল । এই নেন সকালের এক কাপ কফি ;)

৮০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: @কান্ডারি অথর্ব (৬১) , সুপ্রিয় ভ্রাতা , আপনাকে দেখে যে কতোটা খুশি হলাম এই সকালে , আমি একপ্রেস করতে পারবো না । রিয়েলি হ্যাপি ।

ক্যামেলিয়া নিয়ে বিশ্লেষণ দিবো অবশ্যই , যেখানে আপনি জানতে চেয়েছেন ! তবে একটু সময় নেই ? বুঝেনই তো ;)

রিয়েলি হ্যাপি টু সি ইয়্যু ভ্রাতা !:#P !:#P !:#P !:#P

৮১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: @অশ্রুত প্রহর ( ৬২) অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণের জন্য :)

আমি ভালো আছি । আপনি কেমন আছেন ?

অপূর্ণ পূর্ণতা পেয়েছে , এটার চেয়ে বেশী আর কি চাই ! ভালো থাকবেন খুব , শুভেচ্ছা নিরন্তর :)

৮২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৯

এহসান সাবির বলেছেন: @কান্ডারি অথর্ব শুভ সকাল.....



অপূর্ণ শরীর কেমন?


৮৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২

অপূর্ণ রায়হান বলেছেন: @সাবির , তানভীর , শোভন ( ৬৩ , ৬৪) প্রিয় ভ্রাতা ত্রয় , আমিও সাবির ভাইকে ভোট দিলাম , তানভীরকে এক্ষুনি একটা বিয়া দিয়া সার্চ লাইটের নিচে আনা হোক । সে বিবাহিতদের ডড়ায় না বলে ব্যাক স্বাধীনতা প্রকাশ করিয়াছে । তাকে বাক্রুদ্ধ করে দেওয়া হোক । তবে অপুরে নো কফি , চা দেওয়া হবে । শুধু পানি পানি রঙ চা । নো লাইম , নো জিনজার । :P

৮৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , ( ৬৫ ) কয়েকটি দল দেখতে পাচ্ছি মনে হচ্ছে ! আমি কোন দলে যাবো ! ?

আচ্ছা , ( কানে মুখে ) কোন দল কি দিচ্ছে ? আই মিন নগদ নারায়ণের পরিমাণ কোন দলে কেমন ? B-)

৮৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: @সোনালী ডানার চিল , অনেক অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা । আপনাকেও অনেক মিস করি আমি :( ইউকে তে আবার গেলে তো দেখা করবো অবশ্যই । দেশে আসলে ভ্রাতার কথা মনে কইরেন কিন্তু ।

আপনাকে আজকাল ব্লগে কম দেখি অনেক :( এই পোষ্টে সময় করে মনে রেখে আসায় অনেক অনেক খুশি হলাম ভ্রাতা ।

আপনার জন্যও অনেক শুভকামনা ও শুভেচ্ছা ।

বাই দ্যা ওয়ে , পরিবার সবাইকে নিয়ে ভালো আছেন তো ভাই ? :)

৮৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১

আবু শাকিল বলেছেন: শোভন ভাই আইডিয়া খুব পছন্দ হইছে।
আলোচনায় উপযোক্ত ব্লগার কেই নিমত্রন করেছেন।

আলোচনায় অনেক কিছু জানা যায় বোঝা যায় এবং সমস্যার সমাধান করা যায়।

শোভন ভাই আপনাকে আস্কানোর সুযোগ করে দিছে ,তাই আস্কাইলাম।

@অপূর্ণ রায়হান ভাই

আমি ভাল আছি ! আপনি ভাল আছেন ?

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই। পাশে থাকবেন । :)

৮৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: @জাফরুল মবীন (৬৮) প্রিয় অগ্রজ ভ্রাতা , অনেক অনেক ধন্যবাদ আলাপনে আসায় ।

সামুতে ব্লগিংয়ের বর্তমান অবস্থায় দায়িত্বশীলতা প্রশ্নটা কি আরও একটু খোলাসা করে বলবেন প্লীজ ? ব্লগ ও ব্লগারদের দুটি ক্ষেত্রেই দায়িত্বশীলতা আছে । উভয়ই উল্লেখ করেছেন নাকি শুধুমাত্র ব্লগারদের ক্ষেত্রে ?

ভালো থাকবেন অনেক অনেক :)

৮৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির ভ্রাতা , অপু তো অপুই । আপনি মন খারাপ করবেন না একদমই । ওকে । আমার না হয় শ্যালিকা একটা , কিন্তু উহাদের চাচাতো মামাতো খালাতো খুড়াতো ইত্যাদি তো অবশ্যই আছে । পর্যাপ্ত পরিমানেই আছে :) সুতরাং নো টেনশন , নাকে খাঁটি সরিষার তেল দিয়ে নিশ্চিন্ত থাকুন , আমি থাকতে আপনার কোন ভরসা নাই B-)

৮৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



@এহসান সাবির

শুভ সকাল তাইলে আপনার নতুন মাল্টি ?

৯০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: @ডাইরেক্ট টু দ্যা হার্ট , অনেক ধন্যবাদ আপনাকে আলাপনে আসায় :)

হাহাহাহা না । আসলে মানুষের চাহিদার পূর্ণতা কি সম্ভব আদৌ ! তবে হা পিত্যেশ করার মতো কোন অপূর্ণতা নেই । আর নামটা ভালবেসে ফেলেছি । ব্যাবহার করছি অনেকদিন ধরে । পরিবর্তনের কোন ইচ্ছে নাই :)

অনেক অনেক ভালো থাকবেন ও শুভকামনা :)

৯১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: @তুষার কাব্য , (৭১) অনেক অনেক ধন্যবাদ আলাপনে আসায় :)

দেরী হল কৈ ! শুরুই তো হল না ! আয়েশ করে বসেন , চা কফি খান :)

অনেক ভালো থাকবেন সবসময় :)

৯২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপুর্ণ রায়হান ভাই ,
একটা পরিবারের নিরুদ্দ্বেশ ছেলেটি ফিরে এসেছে , আরেকটা পরিবারে একটা ছেলের জন্ম হয়েছে । কোন ঘটনাটা বেশী আনন্দ দায়ক ?
পুরনোদের ফিরে আসাকে উইশ ও হাইলাইট করার জন্য ,
সামুতে নতুন ব্লগ এর পাশে , পুরনো যারা ফিরে এলেন নামে একটা ট্যাব খুলতে পারে ।

৯৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: @কাণ্ডারি অথর্ব (৭৮) এই পোস্টটিকে এখন কেনু যেন মাল্টি ক্রয় বিক্রয়ের ব্ল্যাক মার্কেট ( কালো বাজার ) বলিয়া মনে হইতেছে । :-& :-* এই বিষয়ে প্রহসনের ও আইন বিশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ।

যাই হোক , সাবির ভ্রাতাকে জিবনের কাঁচাবাজারে যত দ্রুত সম্ভব ধাওয়ামান ( ধাবমান যখন ধাওয়ায় পরিণত ) করা হউক :)

৯৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

এহসান সাবির বলেছেন: আমার চিন্তা তো আমাকে নিয়ে না রে অপূর্ণ...... শোভন, জেরিফ লাইনে দাঁড়ায়ে আছে.. :P :P :P


কান্ডারি অথর্ব @ আমার কোন মাল্টি নিক নাই... B-) আছে সহ নিক ;)

আর এহসান সাবির নিকটাই তো আমার...... =p~ =p~ =p~ ;) ;)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ঠিক কোন লাইনের কথা বলছেন সাবির ভাই /:)

৯৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

আশিক মাসুম বলেছেন: কি জানি একটা প্রশ্ন করতে আসছিলাম ভুইলা গেলাম মনে পড়লে পরে আবার আইসা বইলা জামু :প

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: মনে পড়লে বলবেন কিন্তু ;)

৯৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



@অপূর্ণ ভ্রাতা

প্রহসনের নাকের ডগায় মাল্টি নিকের স্মাগ্লিং করে অনেকেই ডন হইছে। আমি আর সাবির ভাই নাইলে গডফাদারই হইলাম।

@এহসান সাবির কে খুব শীঘ্রই কাঁচা বাজার ট্যাকনিকাল ইন্সটিটিউট থেকে অনার্স সহ ডিপ্লোমা কমপ্লিট করার জন্য ভর্তি করান হোক।

আমি কি একবারও কইছি এহসান সাবির আমার নিক। ভুলে যাবেন না মিস্টার সাবির এই এহসান সাবির নিকটা আপনাকে আমি ফ্রি দিয়ে দিয়েছিলাম।

৯৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির , (৮২) ভ্রাতা , গতরাতের তুলনায় কিছুটা ভালো আছি এখন :)

৯৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: @আবু শাকিল (৮৬) , অনেক ধন্যবাদ ভ্রাতা আলাপনে আসায় :)

আলোচনায় অনেক কিছু জানা যায় বোঝা যায় এবং সমস্যার সমাধান করা যায়। একদম ঠিক । আমিও চাই @শোভন ভ্রাতার দেওয়া এই সুযোগে যাদের যাদের যে সব বিষয় নিয়ে আমার সম্পর্কে সংশয় আছে তা তুলে ধরুন । আশাকরি অনেকেরই অনেক ভুল ধারনা ভেঙে যাবে ।

আলহামদুলিল্লাহ্‌ ভ্রাতা । আমি ভালো আছি । আপনি ভালো আছেন জেনে খুশি হলাম । এভাবেই ভালো থাকবেন নিরন্তর :)

৯৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

লিরিকস বলেছেন: কান্ডারি অথর্ব, এহসান সাবির এদের যন্ত্রনায় তো কেউ কোন প্রশ্ন করতে পারছে না X(
থামেন আপনার।

এহসান সাবির নেক্সট উইক আড্ডা পোস্ট দিও, ওখানে মাল্টি, শালি সব নিয়ে বইকো, আর যার হয় তার ১২ তে হয় যার হয় না তার ৩২ এ হয় না ;)

কান্ডারি অথর্ব আপনাকে আমি ধরতেছি X( X( X(






অপূর্ণ রায়হান ঝটপট আপনার ভালোলাগা ১০ টি গানের তালিকা দেন :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) :-P

১০০| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয় ভ্রাতা @খাটাস (৩২) ব্লগের বর্তমান অবস্থা নিয়ে অবজার্ভেশন !
এলেক্সাতে সামুর রেটিং কমে গেছে সবাই জানেন এটা । নিয়মিত যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন ব্লগার ভিজিটর ও ব্লগীয় এক্টিভিটি তুলনামুলকভাবে অনেক কম এখন । অনেক পুরনো ব্লগার নেই , অনেকে ফেসবুকে সেলিব্রেটি বলে ব্লগের ধারেকাছেও আসেন না । অনেকে সামুর উপরে অভিমান করে আসেন না । অনেকে ব্যাস্ত । অনেকে ক্লান্ত । সুতরাং কি আর করার । নতুন ব্লগার আসছেন , আসবেন । কিন্তু তাদের স্থান করে নিতে সময় লাগবে , লাগছে । ব্লগে যারাই আছেন তারা পড়েন কম , মন্তব্য করেন আরও কম । হাতে গোনা কয়েজন ব্যাতিত ব্লগারদের মধ্যে আত্মিক সম্পর্কের তেমন সুহৃদ দৃশ্য চোখে পরে না । সবাই কেন যেন খুব সিরিয়াস , মনমরা । নতুনরা ভয়ে থাকেন । ব্লগের মডারেশন এর ও এ ক্ষেত্রে বেশ বড় একটা প্রভাব আছে । মডারেশন আরও স্থিতিশীল ও অস্থাজনক ও নিয়মিত অবস্থানে আসতে হবে । টু টেল ইয়্যু দ্যা ট্রুথ , আমি ব্লগের বর্তমান অবস্থায় মোটেও খুশি না ভ্রাতা । কষ্ট লাগে । প্রিয় ব্লগারদের যারা আসেন না তাদের মিস করি । যে এক বছর ছিলাম না , ব্লগের অনেক কিছুই হারিয়ে গেছে , হারিয়ে ফেলেছি :(

১০১| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্লগার স্নিগ্ধ শোভন ভাইকে কফির টেবিলে মোস্ট এক্সপেকটেড অপূর্ন ভাইকে অন্তরঙ্গ আলাপনে আনার জন্য ।

অপূর্ন ভাই কেমন আছেন সবকিছু মিলে ?

প্রিয় অপূর্ন ভাই, আপনি কফির টেবিলে হট সীটে আছেন । আপনাকে নিয়ে ব্লগ সমাজে সুশীল সবলিল আলোচনা হচ্ছে । ব্যক্তিগত ও অব্যক্তিগত প্রশ্ন উত্তর পর্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে । এতে আপনার অনুভূতি কি ?.. :P :P =p~

এই অন্তরঙ্গ আলাপনে আপনি নিজেকে বিবাহিত দাবী করায় মনে হয় অনেক টিনএইজ ললনা ব্লগাররা এই আলোচনায় গুরুত্ব হারিয়েছে ।তাই তাদের আদিক্য স্বল্পতা দেখা যাচ্ছে । অনেকে হয়তো মনের ভেতরে আপনাকে নিয়ে স্বপ্নের বাসা বেঁধেছিল সেই বাসাটা আপনি ভেঙ্গে খান খান করে দিয়েছেন । এতে অনেকে ব্লগে অনিয়মিত হয়ে যাওয়ারও রিস্ক আছে । আবার কেউ অতি শোকে পাথর হয়ে ভালো সাহিত্যও রচনা করে ফেলতে পারেন । যাই হোক লুলায়িত আলোচনায় আর না আগাই । :P :P

আমার প্রশ্নের আগে কিছু কথা :

আপনি নিক নামে অপূর্ন হলেও ব্লগকে পূর্নতায় ঘিরে রেখেছেন এইটা সবাই বলবে অনেকে বলেছেনও। সদ্য ডিম থেকে ফোটা ব্লগারও আপনাকে জানবে কারন আপনি তার লেখারও একজন পাঠক । আমি যা দেখেছি আপনার ভেতর তা হচ্ছে আপনি একজন পূরিপূর্ন এবং কার্যকরি পাঠক । আপনি কোন বিদ্বেষ করেন না পাঠক হিসেবে । ছোট, বড়, নতুন, পুরাতন, ভাল, খারাপ সবার লেখাই পড়তে চেষ্টা করেন এবং অনুপ্রানিতমূলক কমেন্টও করেন । এতে করে সকল শ্রেনীর ব্লগাররাই খুবই অনুপ্রানিত হয় আমার বিশ্বাস । আপনি আপনার শত ব্যস্ততার ভেতরেও সকলের লেখাকে গুরুত্ব দিয়ে পড়েন । এইটা আমার কাছে মাঝে মাঝে মিরাকল মনে হয় । এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এত সুন্দর পাঠক হওয়ার পেঁছনে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কি ? কি করে একজন সফল পাঠক হওয়া যায় ? :)


অনেক ধন্যবাদ । :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ! পাশে থাকবেন।

১০২| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

অপূর্ণ রায়হান বলেছেন: @গিয়াসলিটন (৯২) , ভ্রাতা অজস্র ধন্যবাদ আলাপনে আসায় ।

আমার মতে দুইটা বিষয়টি অসম্ভব আনন্দের । তবে হারিয়ে যাওয়া সন্তানের পক্ষে স্মৃতির পাল্লা ভারী থাকে ।

পুরনোদের ফিরে আসাকে উইশ ও হাইলাইট করার জন্য ,
সামুতে নতুন ব্লগ এর পাশে , পুরনো যারা ফিরে এলেন নামে একটা ট্যাব খুলতে পারে ।
বিষয়টা আমার ভালো লেগেছে ।

অনেক ভালো থাকবেন ভ্রাতা সবসময় :)

১০৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: @আশিক মাসুম , ( ৯৫) হাহাহাহা ভ্রাতা , ভয়াবহ অবস্থা দেখছি । ফার্মগেটে স্মৃতিশক্তি বৃদ্ধির হেকিমি বড়ি বিক্রি হয় শুনেছিলাম । আমিও একবার কিনতে চেয়েছিলাম , কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে দেখি সব মনে পরে গেছে ;)


অনেক ভালো থাকবেন ভ্রাতা আর আলাপনে আসায় অনেক ধন্যবাদ :)

১০৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির (৯৪) , শোভন , জেরিফ এখুনি আত্মহত্যা করতে চায় ! হায় কপাল ! এই জাতির ভবিষ্যৎ পুরাই লোড শেডিং :-< :-/

আপনি আগে লাইনে দাঁড়ান । নাইলে টেনে আনা হবে :)

১০৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: @কান্ডারি অথর্ব , ( ৯৬,৬১) , জী ভস । সালাম ভস । গডফাদার যখন হইয়াছেন আমাদের দিকে একটু নেক নজর দিয়েন :)

ভ্রাতা , ৬১ তে যাতা জানতে চেয়েছেন , আপনি নিজের মতো করে বুঝে নিয়েছেন বললেন , তারপরেও জানতে চাইলেন । হুম ! খুব সংক্ষেপে বলি , হ্যাঁ ?

ক্যামেলিয়া নামে ঘটনাক্রমে এক সিনিয়র ( ক্লাস হিসেবে ) আপুর প্রেমে পরি , কিশোর বয়সের প্রেম , জীবনের প্রথম । অনেকে ঐ বয়সের প্রেম অস্বীকার করেন , আমি করি না । তখনকার সময়ে মনে যে পবিত্রতা থাকে অন্য কোন সময়ে আর সেটা আপনি ফিল করতে পারবেন না , ধরে রাখতেও পারবেন না । সাধারণ ৮/১০ টা মানুষের মতই ভীতু ছিলাম এই বিষয়ে । চোখাচোখি দেখা হলে এক লাইন দু লাইন কথাবার্তা এই । গল্পের বই লেনদেন । চিঠি আদান প্রদান হত , মোবাইলের যুগ ছিল না । উনিও আমাকে কয়েকটা চিঠি দিয়েছিলেন । ওর বড় বোন এই বিষয়ে আমাকে ডেকে কথা বলেছিলেন একদিন । তখন বুঝেছিলাম আমাকে সাপোর্ট করছেন ,কিন্তু এখন বুঝি উনি আমাকে কি বুঝাতে চেয়েছিলেন । কেউ একজন ওনাকে ৩৭ টা গোলাপ দিয়েছিলো , আমি ওনার জন্মদিনে ৩৮ টা গোলাপ বিছয়ে দিয়েছিলাম বিকেলে ছাদে উনি যেখানে প্রতিদিন বসতেন সেখানে , খেলার মাঠ থেকে দেখা যেত । কিন্তু সেদিন ছাদে আসেন নি উনি । পরে জানলাম , আমি আমার প্রিয় যে সিনিয়র বন্ধুর মাধ্যমে পত্র আদান প্রদান করতাম তার সাথে আপুর প্রেম হয়ে গেছে , সেই প্রেম আমি বুঝি না , বুঝি নি ! হাহাহাহা :) আমার প্রেম ছিল ২০০০ লাইনের ওনাকে ইম্প্রেস করতে চাওয়া কবিতায় , আপুর চোখে , গল্পের বইয়ের ভাঁজে পাওয়া যত্ন করে রাখা লাভলকে ( মাথার সামনের দিকের বামপাশের চুলকে নাকি লাভ লক বলে , উনিই বলেছিলেন ) এইতো ! এখন কোথায় আছেন জানি না । শেষবার ২০০৫ এ শুনেছিলাম সাভারে থাকতেন ।

অনেক গোপন কথা বলে দিলাম :) হাহাহাহা তবু , ভয় কি , হারানোর কি আছে ! :)

১০৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: @লিরিকস (৯৯) হাহাহাহা অনেক ধন্যবাদ আলাপনে আসায় :)

ভ্রাতা সাবির তো সাবির ই ;)

ভ্রাতা কাণ্ডারিকে ছাই দিয়া ধরেন যেন পিছলাইতে না পারে :)

বিপদে ফেলে দিলেন । আমি সেরকম গানপাগল নই । একসময় খুব শুনতাম । আচ্ছা নেন ,
১) মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য
২) খুব জানতে ইচ্ছে করে
৩) বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাঁদ
৪) তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে
৫) দৃষ্টি প্রদীপ জ্বেলে , খুঁজেছি তোমায়
৬) তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়
৭) my heart will go on celine dion
৮) Billie jean ( জ্যাকসনের প্রায় সব গানই প্রিয় )
৯) Bob Marley - Everything Is Gonna Be Alright ( বব মার্লির অনেক গানই প্রিয় )
১০) backstreet boys as long as you love me

আরও অনেক অনেক আছে । আসলে এভাবে ১০ টা দেওয়ায় অনেক প্রিয় গানের উল্লেখ হল না দেখে খারাপ লাগছে । বাংলা ব্যান্ডের অনেক গান আমার প্রিয় । জেমস , আইয়ুব বাচ্চু , হাসান , বিল্পব , মাইলস , আজম খানের অনেক গান আরও অনেকে ।

ভালো থাকবেন অনেক @লিরিকস , সবসময় :)

১০৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: আরও একটা অসম্ভব প্রিয় গান "I Will Be Right Here Waiting For You মিস হয়ে গেছে ।@লিরিকস । অনেকেই গানটা গেয়েছেন , তবে রিচার্ড ম্যাক্স এর টা বেশী ভালো লাগে ।

১০৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: @কলমের কালি শেষ , অনেক ধন্যবাদ ভ্রাতা । আলহামদুলিল্লাহ্‌ , আছি মোটামুটি ভালোই :)

অনুভূতি জানতে চাচ্ছেন ? আপনার হাতে কি এক সের ওজনের একটা মাউথপিস আছে ! থাকলে দেন তো আমার হাতে আর কাছে আগাইয়া আসেন , হাতের নাগালের মধ্যে আর কি B-)

ইয়ে কি বলছেন ! :#> :#> :#> B-)) বিয়ে নিয়ে ওটা তো রসিকতা ছিলো ! হেহেহেহে ব্লগের বিবাহিত সঙ্ঘতে কিঞ্চিৎ সুবিধা লইয়া প্রবেশ করিয়া কিছু সুযোগ ভোগ করিবার হেতুতে বলিয়াছি ! আপনারা কি সিরিয়াসলি নিয়েছেন !!!!!!!!!! :D কঠিন পাথর জাতীয় সাহিত্য রচিত হউক , ব্লগের জন্য এখন তা দরকার । কিন্তু আমার দিকে যেন কোন পাথর ছুঁড়ে না মারা হয় :)

লুল আলোচনা শেষ কৈরা কয় আর ঐদিকে না যাই ! X(

আপনি ভালো লেখেন ভ্রাতা । অনুসরিত আছেন ।
সবাইকেই মন্তব্য করতে চেষ্টা করি । ভালো লেখা তো অবশ্যই । অপেক্ষাকৃত কাঁচা লেখায়ও । প্রয়োজনে সমালোচনা করি । উৎসাহ অনেক বড় একটা বিষয় , যেটার অভাব আমি বেশ কষ্টকর অভিজ্ঞতা দিয়েই শিখেছি । তাই চেষ্টা করি সবাইকেই উৎসাহিত করতে । কথায় আছে না গাইতে গাইতে গায়েন । উৎসাহ পেয়ে হয়তো একজন চেষ্টা করে যাবেন এবং একসময়ে অনেক ভালো কিছুও করে ফেলতে পারেন ।

পাঠক হতে চাই এই কারনেই , যত পড়ব , তত শিখব , যা আমার নিজের জন্যই ভালো । আমার জ্ঞানের পাল্লা যত ভারী হবে , আমার নিজের লেখাও তত ভালো হবে + জীবনে পাথেয় হিসেবে কাজে লাগবে । আর আমি এখন বলতে গেলে একদম ফ্রি আছি । জানুয়ারিতে নতুন প্রোজেক্টের আগ পর্যন্ত আমি ব্লগে বেশ অনেক সময় দিতে পারবো / পারছি । এটাও একটা কারণ ।

অনেক অনেক ভালো থাকবেন প্রিয় কবি ভ্রাতা :)

১০৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

অন্তরন্তর বলেছেন:
প্রথমে পোস্টদাতাকে ধন্যবাদ একজন প্রিয় ব্লগার নিয়ে পোস্ট দেয়ায়।
অপূর্ণ রায়হান কে ধন্যবাদ ও শুভেচ্ছা। তারাতারি উনি সুস্থ হউক এই
কামনা । শুভেচ্ছা রইল সকল ব্লগারদের প্রতি।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন। :)

১১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন।

আমার স্বল্প অভিজ্ঞতা বিশিষ্ট অন্তর্জাল উপস্থিতিতে প্রিয়জনের তালিকার স্থান করে নিয়েছে আপনার নামটি।

আশাকরি দীর্ঘ পথ একসাথে অতিক্রম করবো আমরা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: এই অনুষ্ঠানের সঞ্চালক কেন কুনো কুসচেন করেন না ? আমি আগের আলাপনগুলোতেও দেখেছি , সঞ্চালক নীরব ! জানতে চাই কেন তিনি আগত অতিথীদের অনুভূতি জানতে চান না ! সঞ্চালক মহোদয় @স্নিগ্ধ শোভন সমীপেষু :)

আর শোভন ভ্রাতা , আমাদের হাতে একটা কফির কাপ ধরাইয়া দিয়া যুদ্ধে নামাইয়া দিয়া মজা নেন । বিষয়টি মেনে নিতে পারছি না । কোন এক আলাপনে ( অন্য কোন ব্লগেরের আইডিতে / সহনিকে ( দুষ্টুরা মাল্টি বলে ) হতে পারে ) এই বিষয়ে @কাণ্ডারি ভ্রাতা , আমিনুর ভাই , এহসান সাবির সহ জাতির সকল বিবেকের নিকট প্রশ্ন রেখে গেলাম :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: সঞ্চালক হিসেবে কোন প্রশ্ন করছিনা কারণ প্রশ্নদাতা যদি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিব্রত বোধ করে সে ভয়ে। আপনি নিশ্চিন্ত করতে পারলে আমি প্রশ্ন নিয়ে হাজির হতে পারি।

১১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

কলমের কালি শেষ বলেছেন: প্রিয় ভাই, আপনার পেশা সম্পর্কে ছোট্ট করে বিস্তারিত জানতে পারলে ভালো লাগতো । আর জিওগ্রাফিকালি আপনার জন্মগত অবস্থান কোথায় ? কিছু কিছু পোষ্টে আপনার কমেন্ট দেখে সন্দেহ হয় আপনি নোয়াখালির কোন অঞ্চলের । :P :P । কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো সর্টলি বিস্তারিত ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ । :D :D :#>

১১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: @অন্তরন্তর আপনাকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় । আমাকে মনে রেখে এই আলাপনে আসায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

আমিও দোয়া করি আপনার সুস্থতার । আপনার নভেম্বরের সার্জারির আপডেট অনুগ্রহ করে আমাকে একটু জানাবেন কিন্তু সুস্থ্য হলে অবশ্যই । চিন্তিত রইলাম ।

ভালো থাকবেন সবসময় ।

১১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: @দীপংকর চন্দ আলাপনে আসায় অনেক ধন্যবাদ ভ্রাতা :)

আপনার প্রিয় তালিকায় আছি জেনে খুবই খুশি হলাম ।

আশাকরি দীর্ঘ পথ একসাথে অতিক্রম করবো আমরা।

ভালো থাকবেন সবসময় :)

১১৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

অপ্রকাশিত কাব্য বলেছেন: ব্লগিং এর ক্ষেত্রে অপূর্ন রায়হান ভাইয়ের প্রেরনা কি?
এবং আপনার ব্লগিং এর এইমটি কি?

১১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

অপ্রকাশিত কাব্য বলেছেন: ব্লগিং এর ক্ষেত্রে অপূর্ন রায়হান ভাইয়ের প্রেরনা কি?
এবং আপনার ব্লগিং এর এইমটি কি?

১১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

অপ্রকাশিত কাব্য বলেছেন: ব্লগিং এর ক্ষেত্রে অপূর্ন রায়হান ভাইয়ের প্রেরনা কি?
এবং আপনার ব্লগিং এর এইমটি কি?

১১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: @কলমের কালি শেষ , ছোট মামার সাথে পার্টনারশিপে ধোলাই খালে একটা এমব্রয়ডারি কারখানা আছে । মামাই চালান ওটা , আমি শেয়ারে আছি । মাসে কয়কবার যাই , ঘুরে আমার হিসাবটা তুলে নিয়ে আসি । জানুয়ারিতে ওটার নতুন আরও একটা শাখা খোলা হবে । এম কে প্রপার্টিস নামে আমার এক আত্মীয়ের ( নাম বলবো না ;) ) আবাসন ব্যাবসা আছে , ওটাতে মিরপুর , মোহাম্মদপুর ও আমীনবাজার জোনের নিরীক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করি । ছোট , বলতে গেলে ব্যাক্তিগত প্রতিষ্ঠান তাই ব্যাস্ততা খুব কম । মাসে ৪/৫ টা সাইটে ৮/১০ বার গেলেই চলে কয়েক ঘণ্টার জন্য । পার্মানেন্ট কিছু না । ভালো না লাগলে ছেড়ে দিবো । আর নেক্সট ইয়ার থেকে গাড়ি রেনোভেশন / ওভারহলিন জাতীয় একটা খুব ব্যাক্তিগত ছোট প্রোজেক্ট শুরু করার ইচ্ছা আছে । এটা আমার অনেকদিনের একটা শখ ও ইচ্ছা বলতে পারেন । আর বাড়ি ভাড়া তুলি আর খাই :) এইতো , বাঁধাধরা চাকরি করার কোন ইচ্ছে আমার নেই , ছিলো না :)

না রে ভাই , নোয়াখালীর কেউ না । আমার জন্মস্থান মাদারীপুর জেলায় , নানা বাড়িতে । তবে বাবা বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর কর্মকর্তা হওয়ার সুবাদে বাংলাদেশের প্রায় আধ ডজন ক্যান্টনমেন্টে থাকার অভিজ্ঞতা আছে :)

আশাকরি আপনার কিউরিসিটি কিছুটা স্তিমিত হয়েছে । অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য :)

১১৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: @অপ্রকাশিত কাব্য , অনেক ধন্যবাদ আলাপনে আসায় :)

ব্লগে লেখার মূল অনুপ্রেরণা মূলত সহব্লগাররা ও এই ব্লগ প্লাটফর্ম অবশ্যই । অনেক ভালো মনের কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে এই ব্লগে এসে ।

ব্লগিং এইম ! সেভাবে ভাবি নি এখনো । কোন এইম নিয়ে ব্লগিং করছি না । ব্লগিং করছি অনেকটা মনের খোঁড়াকের জন্য আর সহব্লগারদের ভালোবাসায় সিক্ত হয়ে । তবে এর মাঝে যদি সামর্থ্য থাকে , আমার লেখায় যদি দেশ ও জনগনের কোন হিতৈষী কাজে আসে সে বিষয়টাও মাঝে মাঝে চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটুকু পারি করতে । ভালো কাজে উৎসাহ দেওয়া আর অন্যারের কঠোর সমালোচনা করাও আমার লক্ষ্য থাকে । তবে আমি মূলত ব্লগিং করি আনন্দ পাওয়া ও অন্যদের আনন্দ দেওয়ার জন্য । সবার কাছে থেকে আরও কিছু জানার ও শেখার জন্য ।

সুন্দর প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর :)

১২০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

টুম্পা মনি বলেছেন: হেতেরা কয় কই? B:-) B:-) B:-) অপূর্ণর বিয়া হইসে???????? :-B :-B :-B :-B তারে বাল্যবিবাহ দেয়ার তীব্র পরতিবাদ জানাইতেসি। X( X( X( X( X( ;)

১২১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

টুম্পা মনি বলেছেন: আমি জাস্ট ১ মিনিট আগে এইখানে একটা মন্তব্য করসি। আমার মন্তব্য গেলো কই? :(( :(( :(( :((

আমি অপূর্ণ কে বাল্যবিবাহ দেয়ার পরতিবাদ জানাইসিলাম। :D

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

বাগে খাইছিলো। হেতেরতেন ছুটাই আনছি। :)

১২২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: @শোভন , ভ্রাতা , ভ্রাতার কাছে থেকে আবার নিশ্চয়তা লাগে ! ভ্রাতা ভ্রাতাকে বিব্রত করতে পারে বলে আমার মনে হয় না :) আর তাছাড়া তাহলে নিজের গলা নিজেরই টিপে ধরতে হবে :)

নো প্রব্লেম ভ্রাতা , প্রশ্ন করতে পারেন :)

১২৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: @টুম্পা মনি মন্তব্য আছে তো ! দুইটাই :)

অনেক ধন্যবাদ আলাপনে আসায় , চা না কফি ? :)

ইয়ে মানে আপনি কি আমাকে টিনএজার মনে করেছিলেন ! হায় হায় ! গুনে গুনে গোটা বিশেক চুল পেকে গেছে ! আর এই মেয়ে বলে কি ! :-&

আর ইয়ে মানে ইয়ে , দুষ্টু লোকের কথায় কান দিবেন না । এইসব একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র মাত্র B-)

অনেক অনেক শুভকামনা প্রিয় ব্লগার আপনার জন্য , ভালো থাকবেন খুব :)

১২৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনার প্রিয় ফুল ও পাখি কি?

১২৫| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন , ভ্রাতা আপনাকে ধন্যবাদ আলাপনে এসে প্রশ্ন করায় B-)

প্রিয় ফুল বেলি আর শিউলি । আর প্রিয়তম ফুল ক্যামেলিয়া ।

প্রিয় পাখি নিচের তিনটা ,
হলুদ বৌ কথা কও

বাবুই


আর সব ধরনের মাছরাঙা :)

১২৬| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

প্রিয় রঙ ও প্রিয় খাবার? :)

১২৭| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহা এতক্ষন পরে নিজেকে ইয়ে ইয়ে লাগতেছে । টেলিভিশনে পত্রিকায় যেভাবে রুপোলী জগতের মানুষদের প্রশ্ন করা হয় সেভাবে সি প্রশ্ন পেয়ে নিজেকে খুব দামী দামী আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে :)

প্রিয় রঙ ভ্রাতা খুব কমন , নীল ।

প্রিয় খাবার অনেক । তার মধ্যে উল্লেখ করার মতো গ্রিল/স্টেক জাতীয় খাবার , গ্রিন স্যালাড , বারো পদের ভর্তা ভাত , ইলিশ পান্তা পেয়াজ কাঁচামরিচ ।

আগে চা কফি মিষ্টি প্রচুর খেতাম । এখন আর পারি না :(

১২৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


আপনার প্রিয় রঙ নীল অথছ আপনার প্রিয় পাখি বৌ কথা কও, বাবুই এর কারণ কি?

আমার প্রিয় রঙ কালো তাই আমার প্রিয় পাখি কাক। আপনার ক্ষেত্রে ভিন্নতা কেন? :)

১২৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং প্রশ্ন ভ্রাতা :)

নীল আমার প্রিয় রঙ , তারমানে এই না যে আমি নীল রঙের জামা কাপড় পরে ঘুরি বা এই রঙকে বাস্তবে কোথাও দেখি , খুঁজি । নীল আমার কাছে একান্তই মনের গভীরের একটা প্রতিফলন , কষ্টের / বেদনার / একাকীত্বের সর্বোপরি একান্তই আমার আমির এক রঙ হিসেবে দেখি । বাস্তব জগতে তার তেমন একটা প্রভাব নেই । নিলকে আমি ভালোবাসি মনের গভীরে , গভীরের কোথাও থেকে :)

আর আমার কাছে পাখি চঞ্চলতার প্রতীক , উচ্ছ্বাসের / আনন্দের রঙিন প্রতিচ্ছবি । তাই বৌ কথা কও ও মাছরাঙা প্রিয় । বাবুই প্রিয় তার বাসা বানানোর কারিগরি ক্ষমতার কারনেই । অঘোর আত্মভোলা একলা একা বিলের মাঝের কোন এক তালগাছে বাবুই পাখির বাসায় যে মায়া সে বলে বুঝানো যাবে না :)

১৩০| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:


আপনার প্রিয় ১০ জন ব্লগারের নাম বলেন?

বর্তমানে যাদের কে ব্লগে মিস করেন তাদের তালিকা কত বড় ? যদি পারেন কিছু ব্লগারের নাম আমাদের সামনে বলুন।

১৩১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , প্রিয় অনেক ব্লগার আছেন । ১০ জনের কথা বললে বাকীদের কষ্ট দেওয়া হবে ।

যাদেরকে মিস কর তাদের কথা বলতে পারি ।

ইমন জুবায়ের ভাই :(

আর যারা এহন অনুপস্থিত / আসেন না তাদের মধ্যে ,

একজন আরমান
সপ্তর্ষি রাজকন্যা
আমিভূত
চেয়ারম্যান০০৭
ছুটি আপু
কালা মনের ধলা মানুষ
rudlefuz
নীলপথিক
শের শায়রী
ছোট্ট নিথী
অনীন্দিতা
গ্রাম্য বালিকা
মাক্স
অন্ধকারের রাজপুত্র
স্বর্ণা ( কমেন্ট করে মাঝে মাঝে কিন্তু পোস্ট সব ড্রাফট করা )

এইতো :)

১৩২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



সামুর সাথে আপনার পরিচয় কিভাবে? একজন ব্লগার হিসেবে আপনার প্রাপ্তি ও অপ্রাপ্তি ?

১৩৩| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

খাটাস বলেছেন: অপূর্ণ ভাই, বিবাহ পূর্ববর্তী আপনার আনন্দময় জীবনকে কত খানি মিস করেন? ;) B-))




মজা নিলাম ভ্রাতা।
বিবাহ পরবর্তী জীবন আরও অনেক অনেক বেশি ভাল থাকবেন। এই কামনা। :)

১৩৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন (১৩২) ভ্রাতা , গুগোলে ভালো ভাংলা গল্প খুঁজছিলাম , সেই গল্পের লিঙ্ক ধরেই সামুর খোঁজ পাওয়া । যতদূর মনে পরে এভাবেই ।

আর প্রাপ্তি তো অনেক । অনেক কিছু জানা হল , শেখা হল , অনেক ভালো ব্লগার ও সর্বোপরি ভালো মানুষের সাথে পরিচয় হল । আর বড় প্রাপ্তি , লেখা একদম ছেড়েই দিয়েছিলাম , এই সুবাদে তা আবার শুরু হল । ব্লগের মাধ্যমে অনেক জনহিতৈষী ও জনসচেতনতামূলক কার্যক্রম হয় , আমিও তার কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করি । এটাও অনেক বড় একটা প্রাপ্তি ।

আর অপ্রাপ্তির খাতা শূন্যই বলা চলে । কারণ অপ্রাপ্তি নিয়ে ভাবি নাই খুব বেশি একটা ।

দুঃখিত ভ্রাতা , বিদ্যুৎ না থাকায় রিপ্লাই দিতে বিলম্ব হল ।

১৩৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হোয়াট হ্যাপেনড টু ইউ?

১৩৬| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা , কোন বিষয়ে জানতে চাচ্ছেন প্রিয় ? :|

১৩৭| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: @খাটাস , ( ১৩৩) হাহাহাহা প্রিয় ভ্রাতা , ইয়ে পূর্ববর্তী জীবনে প্রেমের সন্ধানে হাজার বছর আমি হাঁটিয়াছি পৃথিবীর পথে ,
ইখানে উখানে ফেসবুকে টুইটারে
বিম্বিসার ব্লগের ধূসর জগতে
বিদেশিনী , প্রবাসিনী , দেশিনীর তরে :)
আর আজ সেই পেম এখন আমার ঘরে/ঘাড়ে !


ভালো আছি ভ্রাতা , ভালো থাকবেন আপনিও সবসময় , পেমে পেমে আপনার জীবন আঙ্গার হয়ে খাঁটি হোক , সেই কামনায় ;)

১৩৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসুস্থ?

১৩৯| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা , হুম , অসুস্থ্ ছিলাম প্রিয় । এখন কিছুটা ভালো আছি ।

আপনার এক্সামের খবর কি ? আর কেমন আছেন ?


** ১৩৪ নাম্বারে বানান ভুলের জন্য দুঃখিত । ভালো বাংলা গল্প হবে ।

১৪০| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার প্রিয় মুভি কোনটি ? :) কঠিন প্রশ্ন করলাম :)

১৪১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: @নাজমুল হাসান মজুমদার , (১৪০) অনে ধন্যবাদ ভ্রাতা , আলাপনে আসায় :)

আসলেই অনেক কঠিন প্রশ্ন । আমি প্রচণ্ডরকমের মুভি পাগল । প্রিয় মুভির জন্য আমার আলাদা ৩ টেরাবাইটের একটা পোর্টেবল হার্ডডিস্ক আছে । কতোগুলোর নাম বলবো ! এখন যে কয়টা মাথায় আছে বলি । বাংলা মুভির ব্যাপারে ৩৮ নাম্বারে ভ্রাতা প্রবাসী পাঠকের উত্তরে বলেছি ।

এছাড়া ,
স্টার ট্রেক (সব)
স্টার ওয়্যার (সব)
ইন্ডিয়ানা জোন্স (সব)
টার্মিনেটর (সব )
দি নোটবুক
নটিং হিল ( ১৯৯৯)
পি এসঃ আই লাভ ইউ
ফরেস্ট গাম্প
ফ্রিকোয়েন্সি
অ্যাল্টিচ্যুড
আপ ( দুই পর্বই )
দ্যা গ্রোন আপস
টুয়েলভ এংরি ম্যান
ইটি
সুপার ৮
এক্স ম্যান
ডাই হার্ড (সব )
দ্যা বোর্ন আল্টিমেটাম
রেড ( দুই পর্বই )
দ্যা ম্যাট্রিক্স (সব )
জেমস বন্ড (সব )
ইন্সেপশন
শার্লক হোমস ( দুই পর্বই )
র‍্যাম্বো (সব )
এলিয়েন
এ স্পেস ওডেসি ২০০১
ব্লেড রানার
কন্সটান্টিন
অস্ট্রেলিয়া
মুন
দ্যা থিং
থার্টি ডেইজ অফ নাইট
ডিসট্রিক্ট ৯ ( দুই ধরনের দুইটাই , তবে সাই ফাই টা বেশী প্রিয় )
জুরাসিক পার্ক
আভাটার ( কার্টুন ও মুভি দুইটাই , যদিও দুইটা সম্পুরব ভিন্নধর্মী , কার্টুনটা পরে মুভি হিসেবে দ্যা এয়ার বেন্ডার নামে পরিচিত )
দ্যা ফোর্থ কাইন্ড
সেরেনিটি
দ্যা সিক্সথ সেন্থ
দ্যা এক্সরসিজম
দ্যা ক্লোজ এঙ্কাউন্টার
দ্যা ট্রুম্যান শো
ইন্সিডিয়াস
দ্যা এক্সরসিজম অফ এমিলি রোজ ( ভয়াবহ )
ড্রাগ মি টু হেল
ভ্যান হেলসিং ( হিউ জ্যাকম্যান অভিনীত )
বেন হার
ট্রয়
কাসাবালাঙ্কা
দ্যা ফেইস অফ
দ্যা গডফাদার ( সব )
মিডনাইট ট্রেন
মাই ওয়াইফ ইজ অ্যা গ্যাং স্টার ( প্রথম দুই পর্ব ) কোরিয়ান
মাই স্যাসি গার্ল
আই স দ্যা ডেভিল
কুং ফু হ্যাসল
ব্রুস লি'র সব মুভি
জ্যাকি চ্যাঙের অনেক মুভি
রেড ক্লিফ **
দ্যা প্রটেক্টর ( থাই )

আরও অনেক অনেক ।

হিন্দি মুভি দেখি না খুব একটা । তবে দুইটা হিন্দি মুভি ভালো লেগেছিল,

বুম বুম বোলে
আকাশভানী

ভালো থাকবে ভ্রাতা অনেক অনেক :)

১৪২| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই সব বলে ফেলছে :((

আমি কি বলব?????


ভাল থাকুন নিরন্তর আর লিখুন প্রাণখুলে .....

১৪৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি খুব খারাপ আছি। আই হ্যাভ এক্সামস টুমোরো, দ্যা ডে আফটার টুমোরো অ্যান্ড অন থার্সডে।

১৪৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

মাহমুদ০০৭ বলেছেন: শোভন ভাইকে অনেক ধন্যবাদ আবারো :)
আচ্ছা ব্লগার স্নিগ্ধ শোভনকে কবে সাক্ষাৎকারে আনবেন বলা যাবে ? :P

ব্লগের এই সময়ে অপূর্ণ ভাইয়ের দায়িত্বশীল ব্লগিং খুবই ভাল লাগছে ।
উনি একজন মেধাবী ও গুণী অ আন্তরিক ব্লগার সন্দেহ নাই ।

অপূর্ণ ভাইয়ের কাছে আমার হাল্কা একটা জিজ্ঞাসা - ভাই আপনি কি কি খেতে পছন্দ করেন ? :)
আরেক খানা আবদার -
আপনার বাসায় দাওয়াত খাইতে ইচ্ছুক :P

প্রিয় অপূর্ণ ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা রইল ।

আর শোভন ভাইকে মাইনাস এমন গুণী একজন ব্লগারকে সাক্ষাৎকারে
আনার জন্য । ;)

ভাল থাকবেন ভাই :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ মাহমুদ ভাই।

স্নিগ্ধ শোভন নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে অন্য কোন ব্লগার তার সাক্ষাৎকার নিবে। :)

মাইনাস মাথা উপ্রে দিয়া পাঠাই দিলাম :-P

১৪৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

সোহানী বলেছেন: এনজয় করছিলাম লাইভ ব্লগিং আড্ডা............. হাঁ চলুক এমন কিছু আড্ডা ব্লগের সেলিব্রেটিদের সাথে........... সে সুবাধে বাকি সেলিব্রেটিদের ও খুজেঁ পাওয়া যায়............ যেমন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ..... আপনি কেন নিখোঁজ ...!!!!!

শোভনকে ধন্যবাদ............ এ আয়োজনের জন্য।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সোহানী আপু। :)

১৪৬| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: @বিদ্রোহী ভৃগু (১৪২) হাহাহাহাহা :)

অনেক ধন্যবাদ ভ্রাতা আলাপনে আসায় :)

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা , ভালো থাকবেন সবসময় :)

১৪৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা (১৪৩) , তারপরে কি এই বছরের জন্য শেষ ? তাহলে তো ভালোই :) মজা মজা :)

আচ্ছা , এক্সাম শেষ হলে কি আমরা আপনাকে পাচ্ছি ? কবে পাচ্ছি ?

আই মিন ব্লগে কবে পাচ্ছি আবার ? :)

উত্তর না দিলে ,


আপনার এক্সাম ভালো হোক । শুভকামনা অনেক :)

১৪৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইশশিরে ! এত দেরীতে আসলাম !
অপূর্ণ ভ্রাতা আমার ব্লগিং শুরুর সঙ্গী , হুট করে উনি নাই হয়ে গিয়েছিলেন , অনেক দিন মিস করেছি ওনাকে ! ফিরে আসার জন্য কৃতজ্ঞতা জানালাম এই পোষ্টে , আমার প্রচন্ড প্রিয় এই ব্লগারকে নিয়ে আসার জন্য শোভন কে অনেক ধন্যবাদ !

অপূর্ণ ভ্রাতার কাছে আমার প্রশ্ন ?
১ । মাল্টি নিক নিয়ে আপনার ভাবনা জানতে চাই মতান্তরে আপনার কয়টা মাল্টি আছে :P :P ;) ;) B-) B-) :#) :#) :-B ?
২। ব্লগে এক সময় ছাগুদের পদচারণা ছিল দেখার মতো , আপনি ছাগুদের মিস করেন ?

৩। কথা দেন , আর হারাবেন না !

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!

B-))

১৪৯| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
LOL. ডিসেম্বারের ফার্স্ট উইকে আবার ৪ টা এক্সামস। তারপর আবার সেকেন্ড উইকে ৪ টা :P :P :P

১৫০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: @মাহমুদ০০৭ (১৪৪) ধন্যবাদ ভ্রাতা ।

শোভন ভ্রাতাকে আনার ব্যাবস্থা করা হচ্ছে ;)

হাহাহা ভ্রাতা এইভাবে পাম দিয়া ফুলাইয়া পিন দিয়া ফুটা কৈরা দিলেন ! আমি আর যাই হই । গুণী ব্লগার হইতে পারি নি এখনো :P

প্রিয় খাবার অনেক । তার মধ্যে উল্লেখ করার মতো গ্রিল/স্টেক জাতীয় খাবার , গ্রিন স্যালাড , বারো পদের ভর্তা ভাত , ইলিশ পান্তা পেয়াজ কাঁচামরিচ ।

আগে চা কফি মিষ্টি প্রচুর খেতাম । এখন আর পারি না :(

বাসায় দাওয়াত অবশ্যই হতে পারে :)

ভালো তাহকবেন সবসময় । আর আলাপনে আসায় আবারও ধন্যবাদ জানাই :)

১৫১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: @সোহানী (১৪৫) , অনেক ধন্যবাদ আপু আলাপনে আসায় :)

@স্বর্ণাকে ছাই দিয়া ধরেন । @এহসান সাবির ভ্রাতা নাকি আজকাল বি এস টি আই এর সিল সম্বলিতে ছাই বিক্রি করছেন বলে জানা যাচ্ছে :)

ভালো থাকবেন সবসময় :)

১৫২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বপ্নবাজ অভি (১৪৮) , অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা আলাপনে আসায় । দেরী কি ! :)

হুম , মনে আছে । আপনি সম্ভবত স্বপনবাজ নিকে ব্লগিং করতেন তখন !
যে কয়দিন ছিলাম না আপনাদেরকেও মিস করেছি । কিন্তু অসম্ভব ব্যাস্ত ছিলাম তখন ।

১) মাল্টি নিক নয় , আমি বরং বলি সহনিক ;) ইহা অতীব উপকারী ও জরুরী । অনেকে ইহাকে আকাম কুকামে ব্যাবহার করিয়া থাকে , যা নিন্দাজনক । B-) আমার কোন সহনিক বা মাল্টি নাই । তবে আমার এক বন্ধুর ব্লগের পাসওয়ার্ড আমি জানি :)
২) আমি ছাগুদের মিস করি । শিক্ষকতা করতে বরাবরই আমার ভালো লাগে । ওদেরকে জ্ঞান দান করার সময় বেশ গর্ব হত । ব্লগে তাদের অনুপস্থিতিও ব্লগের হিট কমে যাওয়ার একটা কারণ ;)
৩) চেষ্টা করবো ভ্রাতা । তবে অনেক কিছুই তো আমার হাতে না ! উঁনি আমাকে হারিয়ে ফেলতেও পারেন যে কোন সময় । :(


অনেক অনেক ভালো থাকবেন ভ্রাতা , অনেক শুভকামনা :)

১৫৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা । (১৪৯) আর কতো এক্সাম দিবেন ! B:-) :( :((


আর একটা প্রশ্নের উত্তর পেলাম না । যাই হয়েছে না হয়েছে , ভুলে যাওয়া যায় না ? ! :(

১৫৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

জন কার্টার বলেছেন: অপূর্ণ কেমন আছেন ?

১৫৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

কি হয়েছে?

১৫৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

প্রত্যেকটা মানুষের জীবনের দর্শন আলাদা আপনার জীবনের দর্শন কি?

১৫৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২২

ডি মুন বলেছেন: ইশ্‌ কি বিরাট মিস করে ফেলেছি দেরীতে এই পোস্ট দেখে :( :(


যাহোক, পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম, অনেক আনন্দ পেলাম।

প্রিয় ব্লগার অপূর্ণ রায়হান ভাই ও স্নিগ্ধ শোভন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। :)

হ্যাপি ব্লগিং :) :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই।


মিস করেছেন বলে কিছু নেই .... আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারুন।

১৫৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


প্রজন্ম চত্বর বা গণজাগরণের সময় আপনি খুব এক্টিব একজন ব্লগার ছিলেন। এমন কি আপনি হুমকির সম্মুখীন হয়েছেন বলেও শুনা যায়। গণজাগরণ কি তার সফলতা অর্জন করতে পেরেছে? না পেরে থাকলে কেন পারেনি? গণজাগরণের সাফল্য বা ব্যার্থতা সম্পর্কে আপনার কিছু অভিবেক্তি বলুন?

১৫৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৫

ডি মুন বলেছেন:

অপূর্ণ রায়হান ভাই আমার প্রশ্ন হলো
- জীবনে প্রাপ্ত আপনার সবচেয়ে খারাপ লাগা মূহূর্ত/ অভিজ্ঞতা কোনটি ছিল? :-B

১৬০| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

অপূর্ণ রায়হান ভাই আমার প্রশ্ন হলো - জীবনে প্রাপ্ত আপনার সবচেয়ে ভাল লাগা মূহূর্ত/ অভিজ্ঞতা কোনটি ছিল? :-B

১৬১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: @জন কার্টার , ( ১৫৪) ভ্রাতা আড্ডা শেষ করে কয়টায় বাসায় ফিরেছেন ? ;)

ভালো আছি :P

১৬২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

দুখাই রাজ বলেছেন: সুযোগ যখন পাওয়া গেলো , কিছু প্রশ্ন করি ।

ব্লগে কবিতার এতো কম পাঠক কেন ? সাহিত্যে কি কবিতার গুরুত্ব হারাচ্ছে ? মানুষের জীবনে কবিতার তাৎপর্য ও এর মূল্যায়ন কি বলে মনে করেন ?

আগে কবিতা লিখতেন দেখলাম , এখন লেখেন না কেন ?
আপনার লেখা প্রিয় ১০ টি কবিতার নাম বলুন ।

আপনার প্রিয় কবি ও লেখক সম্পর্কে জানতে চাই ।

পরিশেষে , কবিতা লেখা ভুলে যাবেন না । শুভ সকাল ।

১৬৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা (১৫৫) , ১৪৭ নাম্বারে আপনার কাছে একটা সম্পুরক প্রশ্ন ও অনুজ্ঞা ছিল X(( :( :(

১৬৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন , (১৫৬) খুব সিম্পল ভ্রাতা । ভালো একজন মানুষ হিসেবে বেচে থাকা , ভালো মানুষ হিসেবে মৃত্যুবরণ করা । এর মাঝে সামর্থ্য আর সম্ভব হলে মানুষের জন্য যতটুকু সম্ভব করা ।

সম্পুরক প্রশ্ন আসবে জানি ;) মন্তব্য আরও একটি বাড়ুক :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: সম্পূরক প্রশ্ন আবার কি জিনিষ :#>
আরেকটা প্রশ্নের উত্তর পেলাম না।

১৬৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

অদৃশ্য বলেছেন:



অপূর্ণ'র জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো... তার জীবন সুখময় হয়ে প্রতিটি পদক্ষেপে এই দোয়া থাকলো...


আর শোভনের জন্যও
শুভকামনা...

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ ভ্রাতা। :)

১৬৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: @ডি মুন , (১৫৭) মোটেও দেরী করেন নি ভ্রাতা :) এখনো চলছে । আলাপনে আসায় অনেক ধন্যবাদ :)

প্রিয় ভ্রাতা আপনার জন্যও নিরন্তর শুভকামনা ও শুভ ব্লগিং :)

১৬৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

বৃতি বলেছেন: অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য @অপূর্ণ । যতোটুকু দেখেছি, একজন যোগ্য ব্লগারের গুণগুলো আপনার মাঝে আছে বলেই আমার মনে হয়েছে। আশা করছি সক্রিয় ব্লগিংয়ের মাধ্যমে আপনি নিয়মিত থাকবেন।

শোভনকেও ধন্যবাদ এই আয়োজন কন্টিনিউ করার জন্য :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বৃতি আপু। :)

১৬৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২

জুন বলেছেন: উপরে অপুর্নর বক্তব্য থেকে অনেক কিছু জানলাম ।
+

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আপু প্লাসের জন্য ধন্যবাদ।

১৬৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন (১৫৮) , হুম । ভ্রাতা আমি একটিভ ছিলাম আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব । তখন আসলে আমরা অনেকেই যারা এই পথে ছিলাম তাদের এরকম অভিজ্ঞতা হয়েছে । আমি শুধু ব্লগেই না , লন্ডনে থাকাকালীন প্রতিবাদ / বিক্ষোভ সমাবেশেও অংশ নিয়েছি । তখন এ বিষয় নিয়ে আমার বিভিন্ন পোস্ট ও আপলোড করা ছবিতে নিশ্চয়ই দেখেছেন ।

গণজাগরণ মঞ্চ সম্পূর্ণরুপেই ব্যার্থ হয়েছে । কেন তা আর নতুন করে বলার কি আছে বলেন ! আমরা সবাইই তো তা জানি ! ব্যাক্তিগত/দলীয় স্বার্থ ও লিপ্সা যখন একটি আদর্শের উপরে চলে আসে তখন এরকমই হয় ।

তবে ভ্রাতা , গণজাগরণ কিন্তু ব্যার্থ হয় নি বলেই আমি মনে করি । ৫ ফেব্রুয়ারি ১৩'র আগে আর পরের মানুষের কথাবার্তা আর চেতনার অনেক পরিবর্তন হয়েছে । মানুষ আরও সচেতন হয়েছে স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে , আরও সাহসী হয়েছে তাদের নিন্দা ও প্রতিবাদ করতে । মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা আবার সামান্য হলেও জাগ্রত হয়েছে । মানুষ অনুভব করতে শিখেছে , কিছুটা হলেও স্বাধীনতা অর্জনের ভুলে যাওয়া তৃপ্তি ও স্বাদ উপলব্ধি করেছে ।

স্বল্পমেয়াদী ক্ষেত্রে হয়তো আমরা এর প্রভাব অনুভব করতে পারছি না কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমরা সুফল পাবো বলে আমি আশাবাদী ।

অনেক ধন্যবাদ ভ্রাতা সুন্দর প্রশ্ন করায় :)

ভ্রাতা উপরের দুইটা মন্তব্য মুছে দিন ( ১৬৯ ও ১৭০ ) ভুল ছিল ।

১৭০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: @ডি মুন , (১৫৯) হুম ! ধন্যবাদ ভ্রাতা ।

সবচেয়ে খারাপ লাগার মধ্যে প্রথম ছ্যাকা ক্যামেলিয়া :P
প্রিয়তম বন্ধু যেদিন প্রতারণা করল ।
দাদু যেদিন মারা গেলেন :(


এইতো ভ্রাতা । আমি খুব সাধারণ মানুষ । আমার দুখ কষ্ট সুখস্মৃতিগুলোও খুব সাধারণ :)

১৭১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা , (১৬০) আপনার আলাপন যে আমি কেনু পাইলাম না এখন সেই আফসোস ! আর আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন ! :P

ভালোলাগা মুহূর্ত - জীবনে বাবা যেদিন রঙ তুলি কিনে দিয়েছিলেন । একসময় প্রচুর ছবি আঁকতাম । খারাপ আঁকতাম না B-)
অবশ্যই বৃত্তি পরীক্ষার রেজাল্টের দিনগুলো আর পাবলিক পরীক্ষার রেজাল্টের দিনগুলি । :)
নতুন সাইকেল পেয়েছিলাম যেদিন ।
প্রথম কবিতা লেখার দিন ।
প্রথম প্রেম পত্র পেয়েছিলাম যেদিন ।

এইতো !

অভিজ্ঞতাও বলতে হবে ! :-& :-&

১৭২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: @অদৃশ্য , ( ১৬৫) আলাপনে আসায় অনেক ধন্যবাদ ভ্রাতা :)
আশাকরি ভালো আছেন ।

আপনার জন্যও অনেক শুভকামনা ও শুভেচ্ছা :)
ভালো থাকবেন নিরন্তর :)

১৭৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইউ আর সাচ অ্যা হ্যাপি পার্সন।

১৭৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা , (১৭৩) হ্যাপি কি না জানি না । হিসাব কম করি । কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করি ।


পাম দিয়ে লাভ হবে না । আমার উত্তর এখনো পেলাম না :(
আচ্ছা , থাক , দিয়েন না । লাগবে না । :(

অনেক শুভকামনা ।

১৭৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

অপূর্ণ রায়হান বলেছেন: @জুন (১৬৮) , আপু আলাপনে আপনি আসায় কি যে খুশি হয়েছি , বুঝাতে পারবো না :)


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

ভালো থাকবেন সবসময় অনেক অনেক :)

১৭৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: @দুখাই রাজ (১৬২) ধন্যবাদ ভ্রাতা ।

শুধু ব্লগেই না , কবিতা পাঠক সবসময়ই কম । মানুষের ইতিহাসে । কিন্তু মজার ব্যাপার কি জানেন , সবাই তাদের জীবনে একবার হলেও কবিতা ব্যাবহার করতে চায় । হয় প্রেমে কি হতাশায় কি মানুষের প্রতি মানুষের ভালোবাসায় । কবিতা উধৃতি টানে , কিন্তু তারা কবিতা পড়ে না । বিষয়টি বেশ মজার ।

সাহিত্যে কবিতা গুরুত্ব কমে নি । কোনোদিন কমবেই না । সাহিত্যের একরকম জন্মই কিন্তু কবিতার মাধ্যমে । ভুলে যাই আমরা । তবে ইট কাঠ আর পাথরের মানুষের হৃদয়ে কবিতার গুরুত্ব কমছে । তারপরেরও কবিতা চেষ্টা করে সেই পাথরে ফুল ফোটাতে ।

মানুষের জীবনে কবিতা - হুম ! আমার মতে , এক এক জন মানুষের জীবনটাই একটা কবিতা । অথবা কবিতার সংকলন । আনন্দের , বিষাদের , সাফল্যের , ব্যার্থতার কবিতা । অথবা কবিতা গুচ্ছের সমগ্র ।
একজন লেখক তার লেখায় কবিতা খুজেন ।
একজন উপন্যাসিক তার উপন্যাসে কবিতার সমাপ্তি আনতে চান ।
এখজন নাট্যকার তার নাট্য দৃশ্যের অন্তরালে একটু সফল কবিতার প্রকাশ করেন ।
সবাই সবখানে জীবনে কবিতা খুজেন , কবিতার কাছে ঋণী , কবিতার কাছে দায়গ্রস্থ । স্বীকার করেন আর নাই করেন ।

লিখতাম । এখনো লিখি । কম । কবিতা জোড় করে লেখার বিষয় না । আপনি কবি মানুষ দেখলাম । আমার থেকে ভালো বুঝবেন ।

আমার প্রিয় ১০ কবিতা ! হাহাহাহা কঠিন বিষয় ! দেখি চেষ্টা করে , ব্লগের গুলোই দিলাম -

ছয় নারীতে পাঁচ পুরুষে অবগাহনে থাকে

ক্যামেলিয়া

স্মরণে আসে না প্রভু

যশস্বী

ধনুর্বেদ

তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধুক

কতো কষ্টের প্রহর

শবনম আনজুম

আমরা দুঃখিত !

নির্মম মুহূর্তে

অনেক কঠিন কাজ করাইলেন আমারে দিয়া মিয়া :)

১৭৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: প্রিয় অপূর্ণ রায়হানের কাছে বেনীতে ফাঁস লাগার ঘটনাটি বিস্তারিত জানতে ইচ্ছুক।

১৭৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



আপনার পূর্ববর্তী প্রেম ঘটিত কাহিনী শুনার পর ভাবীর প্রতিক্রিয়া কেমন ছিলো? B-)

১৭৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: @বৃতি (১৬৭) অনেক অনেক অনেক ধন্যবাদ আলাপনে আসায় :)

যোগ্য ব্লগারের গুণাবলী আছে কি না জানি না । আমি ব্লগিং করি আনন্দের জন্য , আনন্দ দেওয়ার জন্য , কিছু শেখার জন্য এবং এই সুবাদে মানুষের জন্য যদি কিছু করতে পারি সেই প্রচেষ্টায় ।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম । আপনার জন্যও অনেক অনেক শুভকামনা সবসময় :)

১৮০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

অপূর্ণ রায়হান বলেছেন: @আমি ময়ূরাক্ষী ( ১৭৭) অনেক ধন্যবাদ আপু আলাপনে আসায় :)

১০৫ নাম্বারে কাণ্ডারি ভাইয়ের মন্তব্যের উত্তরে কিছুটা বলেছি । একটা চুলেই ফাঁস লেগে গিয়েছিলো ! তবে ওনার সুন্দর বেণী ছিল :!>

ভালো থাকবেন সবসময় :)

১৮১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন (১৭৮) ,


''আহারে বেচারা । আসো , আছে আসো ।''


:D :D :D :D :P

১৮২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উত্তর না দেয়ার কারণ হচ্ছে, আমি অনেক ব্যস্ত, আর আমি মেন্টালি আন্সটেবল। চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছি :(

অনেক শুভকামনা।

১৮৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা , কিছুটা জেনেছি , ছিলাম না তখন ব্লগে !
কিছুটা আপনার মন্তব্যে বুঝেছি । :(

তাছাড়া এতো দুশ্চিন্তা কিংবা হতাশার কি আছে ! ব্যাস্ত থাকুন । ঠিক হয়ে যাবে আশাকরি ।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা সবসময় ।

১৮৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনি বর্তমানে দেশে আছেন। দেশে এসে দেশকে কেমন লাগছে?
দেশের বর্তমান পরিস্থিতি কেমন লাগছে?
দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হওয়া উচিৎ বলে মনে করেন?

১৮৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপূর্ণ,

আমি বুঝিনা, আপনি কি রেফার করছেন? কারণ কি হয়েছে? আমি নিজেই তো জানি না :P ব্লগে তো কিছু হয়নি।

আর আমি এমনিতেই অনেক ব্যস্ত। খাওয়ার দাওয়ার টাইম পর্যন্ত নাই /:)

ব্লগে কিছুই হয়নি।

বাই দ্যা ওয়ে, আই হ্যাভ কোয়েশ্চন্স টু আস্ক ইউ। পরে।

১৮৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: @স্নিগ্ধ শোভন ( ১৮৪) ধন্যবাদ ভ্রাতা :)

দেশকে ভালো লাগে বলেই তো দেশে ফিরে এসেছি । প্রবাসে থাকার যথেষ্ট সুযোগ ছিল , এখনো আছে :) তবু চলে এসেছি । বেশিদিন থাকলে না আবার অনেকের মতো আমারও প্রবাসপ্রীতি ধরে বসে ;)

কিছু পরিকল্পনা আছে দেশে থাকা ও কিছু করা নিয়ে । দেখি , সফলতা পেলে তো ভালো , না পেলে আবার হয়তো চলে যাবো ।

দেশের বর্তমান পরিস্থিতি কেন কোন সময়ের পরিস্থিতিই ভালো লাগে নি / লাগে না । কিন্তু কিছু ভালো মানুষের জন্য এখনো প্রিয় বাংলাদেশ ।

এককথায় বললে রাজনৈতিক দলগুলোকে সভ্য মানুষের মতো ভাবতে শেখা ও কাজ করতে জানা উচিৎ ।

এইতো ভ্রাতা :)

১৮৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: @স্বর্ণা (১৮৫) আমি যেরকম ভেবেছি সেরকম কিছু না হলে তো খুবই ভালো । আমি অনেক খুশি হয়েছি তাহলে ।

যত ব্যাস্তই থাকেন , সময় করে খাওয়া দাওয়া করবেন অবশ্যই ! :-0


I will be right here waiting for you 8-|

অনেক শুভকামনা :)

১৮৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাপরে! জমাট আড্ডা। মিস করলাম। কিন্তু অন্যদের আলাপচারিতা পড়তে দারুণ লাগলো। এরকম একটা দারুণ উদ্যোগের জন্য ধন্যবাদ। :)

১৮৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: @তনিমা (১৮৮) অনেক ধন্যবাদ আলাপনে আসায় ।

হাহাহাহা মিস হলো কৈ ? এখনো তো চলছে । ;)

আপনিও জেনে নিতে পারেন গোপন কিছু :-& :-/

ভালো থাকবেন সবসময় :)

১৯০| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১

আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই অপূর্ণ রায়হান ভাইকে নিয়ে আসার জন্য। দুজনের জন্য হৃদয় থেকে শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু ।

১৯১| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: @মুন আপু (১৯০) অজস্র ধন্যবাদ আলাপনে আসায় :)

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা :)

১৯২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন:






কি আর আছে, কি আর দিব
তোমার জন্ম দিনে
তাই বাংলায় নেও ভালবাসা
আর ফুলে আর ফলে






শুভেচ্ছা

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

১৯৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: আমার সাথেও দেখা হয়েছে অবশেষে

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

১৯৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

খেলাঘর বলেছেন:

আমরাও কফি খেতে চাই, কথা শুনতে চাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: কোন একদিন হয়তো আপনার সাথে কফি খাবো গল্প করবো।
ভালো থাকুন নিরন্তর!!

১৯৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

অপূর্ণ রায়হান বলেছেন: @খেলাঘর, কফি তো আছেই। আমার কথা বলা তো শেষ! এবার আপনারা কিছু বলুন আমি শুনি। অথবা জিজ্ঞেস করতে পারেন :)


ধন্যবাদ ও শুভকামনা সবসময়।।

১৯৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

নাহিদ হাকিম বলেছেন: সুন্দর পোস্ট শেষে লেখককে ধন্যবাদ দিতে হয়! আপনার জন্য ভালোবাসা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নাহিদ হাকিম।
শুভেচ্ছা জানবেন :)

১৯৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: রায়হানের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: @অপূর্ণ রায়হান

১৯৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: স্বাগতম আমার ব্লগ বাড়িতে।
হ্যাপি নিউ ইয়ার।

১৯৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

আরজু মুন জারিন বলেছেন: দুইজন কে অনেক অনেক শুভেচ্ছা। স্নিগ্ধ শোভন আর রায়হান দুজন ই দেখছি সেলিব্রেটি হয়ে গিয়েছে।কমেন্টসের ঝড় দেখি আপনাদের পোষ্টে।

নুতুন বছরের শুভেচ্ছা দুজনের জন্য।ভাল থাকুন দুজনে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আরজু মুন জারিন আপু। দয়া করে সেলিব্রেটি উপাধি দিয়ে লজ্জার ভিতর ফেলবেন না আপু :)
নতুন বছর কাটুক আপনার নিজের মত করে সেই কমনা রইলো।

২০০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: দুইজনকেই শুভেচ্ছা জানিয়ে গেলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.