নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

♣ এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই ♣

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

অপ্রকাশিতব্য বই এর আপডেটঃ- 8







বইয়ের নাম : যখন শুধুই ব্লগার ছিলাম

লেখক : কাল্পনিক ভালবাসা

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : আক্ষেপ

ব্লগ লিংকঃ কাল্পনিক_ভালোবাসা







বইয়ের নামঃ ৮৩ নাম্বার ছ্যাকা ও একটি গোলাপী তোয়ালের আত্মকাহিনী

লেখক : মুহিব জিহাদ

প্রচ্ছদ : মৃদুল শ্রাবন

প্রকাশনী: ছ্যাকা প্রকাশনী

প্রাপ্তিস্থান: লাফাংগা গ্রুপ

ব্লগ লিংকঃ মুহিব জিহাদ





অপ্রকাশিতব্য বই এর আপডেটঃ- ৩







বইয়ের নাম : যেই ডালে বান্ধি বাসা ভাঙ্গে সেই ডাল

লেখক : সেলিম আনোয়ার

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : কাব্যগ্রন্থ

ব্লগ লিংক : সেলিম আনোয়ার







বইয়ের নাম : যখন পরী ছিলাম

লেখক : শায়মা

প্রচ্ছদ: জুন

বইয়ের ধরণ : আত্মজীবনীর ২য় খন্ড

ব্লগ লিংক : শায়মা







বইয়ের নাম : লুলীয় ব্যাকরণ

লেখক : অপূর্ণ রায়হান

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : সাহিত্য

ব্লগ লিংক : অপূর্ণ রায়হান



অপ্রকাশিতব্য বই এর আপডেটঃ- ২







বইয়ের নামঃ আসুন বাবার দরবারে

লেখকঃ মহাসাধক ডি মুন

প্রচ্ছদঃ ডি মুন

বইয়ের ধরণঃ প্রেমসাধনা

প্রকাশনীঃ খাঁজা বাবা প্রকাশনী

ব্লগ লিংকঃ ডি মুন







বইয়ের নাম : প্রেম একবারই এসেছিল নিরবে

লেখক : মহান কবি ডি মুন

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : দুঃখের ডায়েরি

ব্লগ লিংকঃ ডি মুন







বইয়ের নাম : ব্লগের দিনগুলিতে প্রেম

লেখক : নাজমুল হাসান মজুমদার

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : কবিতা

ব্লগ লিংক : নাজমুল হাসান মজুমদার







অপ্রকাশিতব্য বই এর আপডেটঃ- ১







বইয়ের নামঃ আমার পরী বেলা

লেখকঃ শায়মা

প্রচ্ছদঃ

বইয়ের ধরণঃ আত্মজীবনী

ব্লগ লিংকঃ শায়মা







বইয়ের নামঃ পাহাড়ে ঝর্ণার পাশে ইহা আমি কি দেখিলাম !!

লেখকঃ তুষার পাহাড়ীয়া

প্রচ্ছদঃ ডি মুন

বইয়ের ধরণঃ আইবুইড়া জীবনের কথকতা

প্রকাশনীঃ খাগড়াছড়ি-বান্দরবন প্রকাশনী

ব্লগ লিংকঃ তুষার কাব্য







বইয়ের নামঃ জীবন যখন ডলাময়

লেখকঃ মৃদুল শ্রাবন

প্রচ্ছদঃ মুহিব জিহাদ

বইয়ের ধরণঃ আত্নোপলব্ধি

প্রকাশনীঃ মরিচ বাটা প্রকাশনী

ব্লগ লিংকঃ মৃদুল শ্রাবন











প্রিয় ব্লগার ও পাঠক প্রত্যেক বারের মত ফেব্রুয়ারী মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে প্রত্যেক বই প্রেমীদের প্রাণের মেলা। গত কয়েক বছরের মত এবারের বই মেলাতেও অনেক ব্লগারের বই প্রকাশিত হচ্ছে। আপনারা সেই সকল বই সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছেন। তাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবারের বই মেলাতে যে সকল বই প্রকাশিত হবে না সেই সকল বই এর সাথে। লেখকদের সাথে যোগাযোগ করে জানা গেছে বই গুলো কে উনারা বই মেলাকে উদ্দেশ্য করেই লেখা শুরু করেছিলেন কিন্তু বিশেষ কোন অজানা কারণে উনারা বইগুলো প্রকাশিত করতে পারছেন না। এবং এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন তাদের বইগুলো তাদের জীবদ্দশায় প্রকাশিত হবে কিনা সে বিষয়েও তারা সন্দিহান। আপনাদের কাছথেকে তথ্যপ্রাপ্তি সাপেক্ষে পোস্টটি নিয়মিত আপডেট করার আশা রাখি।









বইয়ের নাম : হে বিদেশী মন উদাসী

লেখক : জানা

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : কবিতা

ব্লগ লিংক : জানা







বইয়ের নাম : ৮০ টাকার নাস্তা

লেখক : জুন

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : উপন্যাস

ব্লগ লিংক : জুন







বইয়ের নাম : ব্লগিং এর ক্ষতিকর দিক

লেখক : জাফরুল মবীন

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : সচেতনতা

ব্লগ লিংক : জাফরুল মবীন







বইয়ের নাম : ম্যারিড বাট এভেইলেবল

লেখক : আমিনুর রহমান

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : মনো-ভ্রমণ কাহিনী

ব্লগ লিংক : আমিনুর রহমান







বইয়ের নাম : হাত কিভাবে ধোবেন? কেন ধোবেন?

লেখক : মাঈনউদ্দিন মইনুল

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : স্বাস্থ্য বিষয়ক

ব্লগ লিংক : মাঈনউদ্দিন মইনুল









বইয়ের নাম : বউ কে ফাঁকি দেয়ার এক হাজার একটি উপায়

লেখক : নিমচাঁদ

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : আইডিয়াটিক

ব্লগ লিংক : নিমচাঁদ







বইয়ের নাম : এ জীবন আমি চাই না

লেখক : মামুন রশিদ

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : জীবনধর্মী উপন্যাস

ব্লগ লিংক : মামুন রশিদ







বইয়ের নাম : থিওরি অফ রিলিটিভিটি অফ লাভ

লেখক : কুনোব্যাঙ

প্রচ্ছদ: মৃদুল শ্রাবন

বইয়ের ধরণ : তত্ত্বীয়

ব্লগ : *কুনোব্যাঙ*







বইয়ের নাম : কেন বিয়ে করবেন?

লেখক : এহসান সাবির

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : প্রবন্ধ সমগ্র

ব্লগ লিংক : এহসান সাবির







বইয়ের নাম : সম্ভাব্য মেয়ে

লেখক : অপু তানভীর

প্রচ্ছদ:

বইয়ের ধরণ : ছোট গল্প সমগ্র

ব্লগ : অপু তানভীর



=============================================

বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার একজন ঘুণপোকা এবং ব্লগার অপু তানভীর

সার্বিক সহযোগিতায়ঃ ব্লগার *কুনোব্যাঙ*

=============================================

উৎসর্গঃ ব্লগের সকল অপ্রকাশিতব্য বই এর মালিকদের।

=============================================

আপডেট চলবে.......



আপডেট এর জন্য এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা কামনা করছি।



বইয়ের নাম :

লেখক :

প্রচ্ছদ:

বইয়ের ধরণ :

ব্লগ লিংক :






=============================================

বি.দ্রঃ এই পোষ্টের সকল ছবি ও তথ্য নিঃসঙ্কোচে অনুমতি ছাড়া ব্যাবহার ও শেয়ার করতে পারবেন।

মন্তব্য ১৬৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৬৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: কি হইছে? অপু মিয়া। /:)

শয়তানী হাঁসি দিয়া যে সব উড়াইয়া দিতাছ। কাহিনী কি? ;)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

অপু তানভীর বলেছেন: আমার বইয়ের নাম ভুল এসেছে । আমার অপ্রকাশিত বইয়ের নাম টি হল "সম্ভাব্য কন্যা" B-)) B-))

আর ম্যারিড বাট এভেইলেবল বইয়ের লেখক তো কান্ডারি ভাই । আমিন ভাইও কি এই বই লেখা শুরু করে দিয়েছে ? :D :D :D

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: B-))
তোমার পান্ডুলিপি বানান ভুল থাকার কারনে প্রুপরাইটার তা চেঞ্জ করে দিয়েছে। আমিন ভাই শুরু করে দিয়েছে মানে? দীর্ঘ ১০ বছর পর্যন্ত উনি বাস্তব জীবন থেকে এগুলো তুলে ধরেছেন। ধারণা করা হচ্ছে এই বই প্রকাশিত হলে বিবাহিত সমাজে বড় ধরণের বিপ্লব ঘটতে পারে। ;)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: হা হা হা =p~ =p~
ভ্যাফক বিনুদুন!
ভাগ্যিস আমার কুনু অপ্রকাশিত বই নাই। থাকলেতো ইজ্জতই প্ল্যাস্টিক হইয়া যাইত। :P
আমার সবই বই কিন্তু প্রকাশিত। খুব খিয়াল কইরা! ;)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: :P :P :P

ইজ্জত প্ল্যাস্টিক =p~ =p~


দুঃখিত আপনি উৎসর্গ তালিকার ভিতর পড়েন নাই ;)

ধন্যবাদ :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪

জাফরুল মবীন বলেছেন: হাঃ হাঃ হাঃ.... =p~ =p~ =p~

পোস্টটি স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।

পোস্ট নিজ গুণেই প্রিয়তে :)

ইনোভেটিভ রম্য পোস্টটির জন্য আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় স্নিগ্ধ শোভনকে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মবীন ভাই।
পোস্টের গুণ বন্দনায় চিন্তা চাপ মুক্ত হলাম। ;)


পোস্ট স্টিকির কথা বলছেন?
জানা আপু মনে হয় এখন দেখেন নাই :P

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

সুমন কর বলেছেন: আমিনুর ভাই বই লিখেছেন তারপরও বিষয়টা দেখছো........ B-) =p~

ভাবীরে খবর দিতে হবে !! X( X((


চমৎকার বিষয় নিয়ে পোস্ট দিয়েছো। ৪র্থ প্লাস।

আশা করি, সবার বই তাঁদের জীবনদশায় প্রকাশিত হব্বেই ........

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আমিনুর ভাই বই লিখেছেন তারপরও বিষয়টা দেখছো........
B-)) B-)) B-))


এই মাত্র খবর পেলাম আমিন ভাই আগামী এক মাস বাসার নেট কানেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ;)

বুঝেন বই এর প্রচ্ছদ প্রকাশেই বেচারা কত চাপে আছে? B-)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

বৃতি বলেছেন: মজার তো! :P তবে শোভনেরও একটা বই আশা করছিলাম :) B-)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!!

মাস জুড়ে আপডেট হবে। পোস্টে চোখ রাখুন। ইনশাল্লাহ শোভনের বইও পেয়ে যাবেন। :-B
ইয়ে মানে...... আপু কোন শোভনের কথা বলছনে? B:-)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেন বিয়ে করবেন & ম্যারিড বাট এভেইলেবল।

দুটি বই একসাথে হাতে থাকলে বিয়ে নামক বস্তুটি একবার কাছ থেকে দেখাই যায়।

ব্যাপক ভাল লাগল।
ষষ্ঠ প্লাচ
+++
প্রিয়তে।
:)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। :)
কথা একবারে খারাপ বলেন নাই, কেন বিয়ে করবেন? & ম্যারিড বাট এভেইলেবলদুটি বই একসাথে হাতে থাকলে বিয়ে নামক বস্তুটি একবার কাছ থেকে দেখাই যায়।



আপনার কোন অপ্রকাশিতব্য বই থাকলে কমেন্টের ঘরে তথ্য দিয়ে যেতে পারেন।
রাজপুত্র যখন দিশেহারা রাজ্যের তখন কি অবস্থা?

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
প্রচ্ছদগুলো বেশ সুন্দর হয়েছে ।

আশা করি শিগগীরই এগুলো শোভন প্রকাশনী থেকে প্রকাশিত হবে :D

অনেক শুভেচ্ছা রইল শোভন ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ পনি আপু :)

বই শিগ্রই প্রকাশ? :-B তাহলে লেখকদের মৃত্যু জন্য দোয়া করুন :P

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আরেকটি বই লেখা শুরু করেছি, যার পৃষ্ঠা নম্বর দেওয়া শেষ হয়েছে... B-) ;)

বইয়ের নাম: ব্লগিং করলে (মন্তব্যসহ) করেন, না করলে খেমতা দেন
লেখক: ঐ
প্রচ্ছদ: স্নিগ্ধ শোভন
বইয়ের ধরণ: আজীবন ব্লগার
ব্লগ লিংক: আসিতেছে

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অপ্রকাশিতব্য বই মেলার ২য় সাপ্তাহে আসছে.........
প্রচ্ছদ তৈরি হচ্ছে :)


মইনুল ভাই আগের payment কিন্তু এখন পাইনি ;)
খুব টানে আছি :P

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






ব্লগার আমিনুর রহমান এবং
ব্লগার মামুন রশিদ এবং
ব্লগার জানা'র



বিদগ্ধ গ্রন্থগুলো সম্পর্কে জানাতে পারার জন্য
আপনি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দেখা হলেই প্রাপ্য.... :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: :D :D :D

পুরস্কারের জন্য মনোনীত হয়েছি?
কি পুরুস্কার মইনুল ভাই? :-B

পোস্টে আপডেট করবো? !:#P

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:




আমার পান্ডুলিপি চুরির দায়ে সবগুলারে সাইজ দিতে হইবো। তয় আরো আপডেটের অপেক্ষায় রইলাম।


পোষ্ট স্টিকি'র জোর দাবী জানাচ্ছি।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: পান্ডুলিপি চুরি হয় নাই ব্যান হইছে B-))


পুরো মাস জুড়ে আপডেট চলবে। আপডেটের জন্য পোস্টে চোখ রাখুন।


পোষ্ট স্টিকি :-B
জানা আপু এখন দেখেনি ;)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

তুষার কাব্য বলেছেন: আমি,আমরা কি দোষ করলাম....আমার বই কই ;)

জাতি এই অবিচার কিছুতেই সইবেক না.. :|

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

বইয়ের নাম :
লেখক :
প্রচ্ছদ:
বইয়ের ধরণ :
ব্লগ লিংক :


দিয়ে আপডেটে সহযোগিতা করুণ। ;)

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: হায়রে!! :P

তবে জানা আপুনির বই এর প্রচ্ছদ পছন্দ হয়নি।:(

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অপ্রকাশিতব্য বই। ইচ্ছা করলে তুমি জানা আপুর জন্য নতুন প্রচ্ছদ করতে পারো ;)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা হা ব্যপক মজা পেলাম =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ :)

আপনার আছে কি? ;)

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

শায়মা বলেছেন: জানা আপুর চুড়ি পরা হাতের ছবি দিয়ে প্রচ্ছদ হলে বেশি বেশি ভালো হতো ভাইয়া।:)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: জানা আপু এত ব্যাস্ত ছিলেন যে, চুড়িতো দূরে থাক হাতে গোলাপ ফুলটা পর্যন্ত নিতে ভুলে গেছেন। :p

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হা,হা,........ ব্যাফুক বিনুদুন।

পচ্ছদগুলো সেইরাম হইছে। :D :D

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ রঙ্গমেলা :) :)

আপনার আছে কি? ;)

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

জুন বলেছেন: শোভন তোমার পোষ্টে আমরা আরেকটি বই মিস্কর্ছি সেটার নাম যখন আমি পরী ছিলাম :P
আর আমার অপ্রকাশিত বই নিয়ে কিচ্ছু কউয়ার নাই :( :((
মজার একটি পোষ্টে এত্তগুলা
+
=p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ব্লগার কুনোব্যাঙ আপনার ২য় বইটির প্রচ্ছদ এখন তৈরি করতে পারেননি। আশাকরা যাচ্ছে অপ্রকাশিতব্য বই মেলার ২য় সাপ্তাহে পাওয়া যাবে :)


বইটার এক পৃষ্ঠা পড়েই আমারো চোখে জল এসেছিলো /:)
৮০ টাকার নাস্তা :(( :(( :(( :((


প্লাসের জন্য ধন্যবাদ আপু।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: জুন বলেছেন: শোভন তোমার পোষ্টে আমরা আরেকটি বই মিস্কর্ছি সেটার নাম যখন আমি পরী ছিলাম :P
আর আমার অপ্রকাশিত বই নিয়ে কিচ্ছু কউয়ার নাই :( :((
মজার একটি পোষ্টে এত্তগুলা
+
=p~ =p~



জুন আপুনি আমি কিন্তু এখনও পরী আছি। অবশ্য খুব শিঘ্রী আর থাকবোনা মনে হচ্ছে:(

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: @ জুন আপু



শায়মাঃ- আমি কিন্তু এখনও পরী আছি। :-B
জুনঃ ?

অপেক্ষাতে আছি ;)

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

আমার আমিত্ব বলেছেন: অনেক মজার পোস্ট হয়েছে।

শুভেচ্ছা নিরন্তর।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আমিত্ব :)

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

জুন বলেছেন: যখন পরী ছিলাম তো শায়মার লেখা অপ্রকাশিত বই শোভন :P

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


বইয়ের নামঃ যখন পরী ছিলাম
লেখকঃ শায়মা
প্রচ্ছদঃ
বইয়ের ধরণঃ উপন্যাস


আপু এই ধরণের বই চাচ্ছ তো?
প্রচ্ছদ এঁকে দাও আপডেট করে দিচ্ছি। :)


আমার হাতে অনেক কাজ :-P

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

শায়মা বলেছেন: ঐ জুন আপু ছিলাম আবার কি!!!!!!!!!!!!

আমাকে পাস্ট টেন্সে পাঠায় দাও কেনো?????????????? :((

বুড়ি হইসি বলে কি পরীগিরি চলে যাবে!!!!!!!!!!!!! :(( :(( :(( :((

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

বুড়ি হইলে কি পরীগিরি যাই?



জানতে হলে দেখুন রুবেল উপস্থাপিত পরীগিরির এপিসোড ৬ ।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

জুন বলেছেন: এইবার তাহলে শ্যাওড়াগাছের... হইও @শায়মা সেই প্রার্থনা করি :P

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

শায়মা বলেছেন: ছি ছি ছি তুমি আমাল আপু হয়ে এই বদদোয়া দিতে পারলে!!!!!!!!!:( :( :(

ওকে ওকে যাও মাফ করে দিলাম শ্যাওড়া গাছ থেকে তোমার ঘাড় মটকাবো না !!!!!!!!

আমি বেজি খাইনা !!!!!!!!!!!!!!

মানুষের মাথা খাই আপুনি!!!!!!!!!!! :P

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

তুষার কাব্য বলেছেন: বইয়ের নাম : প্রেম একবারই এসেছিল নিরবে :#>
লেখক : মহান কবি ডি মুন
প্রচ্ছদ: প্রবাসী পাঠক
বইয়ের ধরণ : দুঃখের ডায়েরি #:-S
ব্লগ লিংক : Click This Link

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: আসিতেছে মহান কবি ডি মুন এর প্রেম একবারই এসেছিল নিরবে :> !:#P



প্রচ্ছদটা আঁকবে কেঠা? :(( :((

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: দাঁড়ান, খুঁজে দেখি ;) ;) B-) B-) B-)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: খুঁজেন খুঁজেন :)
খেয়াল রাখবেন কেঁচো খুঁজতে গিয়ে সাপ যেন না ধরেন ;)

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

ডি মুন বলেছেন:
@শোভন ভাই

বাহ বাহ বাহ, অসাধারণ আয়োজন।

অপ্রকাশিতব্য সবগুলো বই আমি ১০০ কপি করে কেনার তীব্র ইচ্ছা রাখি :) :) :)

আর আমার অপ্রকাশিত বইয়ের নাম তুষার ভাই দিয়ে দিয়েছে। আমি মুগ্ধ :) :)
তুষার ভাই আপনাকে এক বস্তা ধইন্যা পাতা।



যাহোক, এখন আমার দায়িত্ব তুষার ভাইয়ের অপ্রকাশিত বইটার নাম দেয়া :)

বইয়ের নামঃ পাহাড়ে ঝর্ণার পাশে ইহা আমি কি দেখিলাম !!
লেখকঃ তুষার পাহাড়ীয়া
বইয়ের ধরণঃ আইবুইড়া জীবনের কথকতা
প্রচ্ছদঃ [নির্মানাধীন]
প্রকাশনীঃ খাগড়াছড়ি-বান্দরবন প্রকাশনী

মূল্যঃ আড়াই দিরহাম
প্রাপ্তিস্থানঃ কেউকারাডং এর চূড়া



:-B


@ তুষার ভাই আশাকরি আপনার আর আমার দুজনের বইই এবার বেস্ট সেলার হবে

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুন |-) :)

প্রচ্ছদটা এঁকে তাড়াতাড়ি ইনবক্স কর।



দেখা যাক কার বই সবচেয়ে বেশি দামে বিক্রি হয় :)

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বইয়ের নাম- ব্লগের দিনগুলিতে প্রেম

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আপনার সাহসিক মনোভাবের জন্য । আপনার বইটি সহসা আপডেট করা হবে :)

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

আবু শাকিল বলেছেন: শোভন ভাই...

সব গুলা বউয়ের থুক্কু বইয়ের সৌজন্য কপি পাঠিয়ে দিবেন =p~ =p~ =p~


আপডেট চলুক।

পোষ্ট ইস্টিকি করা হোক =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ আবু শাকিল ভাই B-))


শাকিল ভাই আপনার বই এর নাম ও প্রচ্ছদ আসা এখন সময়ের দাবি ;)

২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

তুষার কাব্য বলেছেন:
@ ডি মুন...এত ধৈন্যাপাতা দিয়া আমি কি করুম,,,আপাতত রাতে ভর্তা খাওয়ার মত হইলেই চলবে.. :)

আর আমার বইয়ের লেখকের নাম আর তার প্রকাশনী সংস্থার নাম টাই খালি পছন্দ হইছে বাকিগুলা ব্যাকডেটেড,পুনর্বিবেচনার দাবি রাখলাম :( বিশেষ করে বইয়ের ধরন নিয়ে আমার তীব্র আপত্তি আছে... ;) /:)

এখন থেইকা ঠিকঠাক মত বইয়ের মার্কেটিং করেন মাহমুদ ভাইয়ের মত নইলে কিন্তু B-)

@শোভন ভাই , প্রচ্ছদের ব্যাপারে আমি কিছু জানিনা...সব প্রবাসী ভাই জানে....

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
তুষার কাব্য ভাই প্রচ্ছদ দেয়ার ব্যাবস্থা করেন মুন কিন্তু আপনার বই এর প্রচ্ছদ আমাকে ইনবক্স করে দিয়েছে। আপনারটার জন্য অপেক্ষা করছি। একসাথে আপডেট করবো :p

৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ :)

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

নাসির ভাই বলেছেন: আপনার অপ্রকাশিত বইয়ের নাম চাই। পোস্টে মজা পাইছি :p

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: আমার লেখা অপ্রকাশিতব্য বই মেলার ২য় সপ্তাহে পাবে :)

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//শায়মা বলেছেন: বুড়ি হইসি বলে কি পরীগিরি চলে যাবে!!!!!//


B-) B-)) :P

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) B-)) B-))

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: B:-) :-B =p~

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: হামা ভাই আপনার কিছু থাকলে ইনবক্স করতে পারেন :-B

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

জুন বলেছেন: এই শোভন যখন পরী ছিলাম বইয়ের ধরণ উপন্যাস না X((
আত্মজীবনী ;) :P

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


বইয়ের নামঃ যখন পরী ছিলাম
লেখকঃ শায়মা
প্রচ্ছদঃ
বইয়ের ধরণঃ আত্মজীবনী


হইছে আপু। প্রচ্ছদটা দিয়ে যান আপু ...... :-B

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

অথৈ শ্রাবণ বলেছেন: বইয়ের নাম : ৮৩ নাম্বার ও একটি গোলাপী তোয়ালের আত্মকাহিনী

লেখক :মুহিব জিহাদ

প্রচ্ছদ : পরে দিমু

প্রকাশনী: ছ্যাকা প্রকাশনী

প্রাপ্তিস্থান: লাফাংগা গ্রুপ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাবী :-B

আপনার প্রচ্ছদের অপেক্ষাতে রইলাম ;)

৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: যেহেতু যাদের বই এবারের বইমেলায় অপ্রকাশিতব্য বইয়ের লেখকরা এই ব্লগে সংখ্যাগরিষ্ঠ সেহেতু তাদের প্রতিনিধিদের বইয়ের তালিকা পোষ্টদাতা সহ অতি শীঘ্রই লটকানো হোক থুক্কু স্টিকি করা হোক।

জুনাপুর আশি টাকার নাস্তা বইটি পড়লাম। প্রতিজ্ঞা ভঙ্গের এক দুর্দান্ত কাহিনী নিয়ে লেখা উপন্যাসটি সবার পড়া উচিত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কুনো ভাই। /:)



===========================================
জুনাপুর আশি টাকার নাস্তা বইটি পড়লাম। প্রতিজ্ঞা ভঙ্গের এক দুর্দান্ত কাহিনী নিয়ে লেখা উপন্যাসটি সবার পড়া উচিত।
===========================================
:(( B-))

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

ফাহিমুল ইসলাম বলেছেন: হাহাহাহা :D :) B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ B-)

৩৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

মুহিব জিহাদ বলেছেন:







বইয়ের নামঃ জীবন যখন ডলাময়
লেখকঃ মৃদুল শ্রাবন
প্রচ্ছদঃ মুহিব জিহাদ
বইয়ের ধরণঃ আত্নোপলব্ধি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুহিব জিহাদ।

পোষ্টে আপডেট করে দিয়েছি B-)) B-)

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৩

ডি মুন বলেছেন:
আহা, আপডেট দেখে প্রাণ জুড়াইল।

ইহা একটি কসাধারণ [কঠিনভাবে অসাধারণ] পোস্ট
স্টিকি করার তীব্র দাবী জানাই :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুন [লজ্জার ইমো কাজ করে না /:) ]

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৯

টুম্পা মনি বলেছেন: =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি :)

৪১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১

নাসরিন চৌধুরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-)

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

জুন বলেছেন:

পরী বেলার প্রচ্ছদ দিয়ে গেলাম শোভন :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: আপু এই যে প্রচ্ছদ



:)

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

এহসান সাবির বলেছেন: শোভন

পোস্ট ইশটিকি হয়নি কেন? জানাপু এখনো দেখিনি?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম সাবির ভাই /:)

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

তুষার কাব্য বলেছেন: হায় হায় ! এইটা কি হইলো...শেষ পর্যন্ত মুন আমারে পাহাড়িয়া বানায়া দিল :D তয় প্রচ্ছদ কিন্তু সেইরাম হইছে তাই কিছু কইলাম না ;)

কিন্তু কথা হইলো গিয়া এই ঝড় তোলা পোস্ট কেন স্টিকি হইলোনা তার তীব্র নিন্দা জানায়া গেলাম এইখানে... :)

আচ্ছা মহান কবি মুনের টা এখনো আপডেট হলনা কেন? তাড়াতাড়ি ওটা আপডেট চাই ওইথ নিউ ক্যাপশন :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: একটা না দুইটা আপডেট হইছে ;)

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হাহাহা! মজা পেলাম! শুরুতে তো সিরিয়াস ভাব নিয়ে পোস্টে ঢুকসিলাম!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :D :D :D

ধন্যবাদ ইফতি ভাই।
অনেক দিন পর ব্লগ বাড়িতে দেখে খুশি হলাম।

৪৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

ডি মুন বলেছেন:
তুষার ভাই, আমার নতুন অপ্রকাশিত বই " আসুন বাবার দরবারে" কিছুক্ষণের মধ্যেই আমি প্রচ্ছদসহ ডিটেইলস জানাইতাছি :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ মুন। পোস্ট আপডেট এর কাজে সহযোগিতা করার জন্য।

৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: মজার পোস্ট! মজা পেলাম।
++++++++++++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
:)
ধন্যবাদ

৪৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভেবেছিলাম আর একটাও কথা বলবো না!!!!!!!!!!!!!!


কিন্তু বই এর প্রচ্ছদ দেখে আমি মুগ্ধ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


লাভ ইউ সো মাচ জুন আপুনিকেও!!!!!!!!!!!!!!!!


হ্যাপী হ্যাপী হ্যাপী আমি আজ থেকেই এই বই সম্পাদনার কাজ শুরু করছি!!!!!!!!!!!!!:) :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: থেঙ্কু আপুনিনিনিনিনি...... :)

৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//শায়মা বলেছেন: বুড়ি হইসি বলে কি পরীগিরি চলে যাবে!!!!!//


হা হা মাইনু ভাইয়া!!!!!!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: :P

৫০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: তুষারভাইয়া আর আমার প্রচ্ছদ সবচাইতে সুন্দর হইসে!!!!!!!!!!!:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!

৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

তুষার কাব্য বলেছেন: হুররে.....!!! শায়মা আপুনি ঘোষণা দিছে আমার টা আর আপুনির টা বেস্ট এখানে ।আপু যাও তুমি ফার্স্ট আমি সেকেন্ড :)

....ক্রেডিট গৌস টু মুন (এইটা কিন্তু চুপি চুপি বলছি নইলে আবার ছোড পোলাডার ভাব বাইরা যাইবো :|| B:-/ )

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:

জনগণ কিন্তু এখন এইটা মাইনা লয় নাই ;)

৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

তুষার কাব্য বলেছেন: মুনের ২ টা কেন? সবার একটা করে বইয়ের তালিকার ভীরে তার ২ টা কেন টা জাতী জানতে চায়...এই অবিচার বরদাস্ত করা হইবেক না... B-))

থাক বেচারা এমনি ছ্যাঁকা টেকা না কি সব যেন খেয়ে একদম যাচ্ছেতাই অবস্থা তাই একটা বোনাস হিসেবে দেওয়া হলো... 8-| #:-S

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: সাধক বাবার বই দুটাই কম হইয়া গিয়াছে। আরো দুটো হইলে গুনাহ কম পাইতাম :p

৫৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

ডি মুন বলেছেন: @ শোভন ভাই,
আমার বইয়ের প্রচ্ছদে আজ হায়েনার থুক্কু শেয়ালের আনাগোনা!!
না না না মানব না মানব না!!!!

এহেন প্রচ্ছদ যে বানাইছে তার গলায় ফুলের মালা থুক্কু গরুর মালা দেয়া হোক. :) :)


@ তুষার ভাই পঁচা কথা বলে না!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( X(

৫৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

জুন বলেছেন: আমারটা দিতে হবে, নইলে আন্দোলন চলবেই চলবে শোভন B:-/
আমি টাইটেল নাম সব ঠিক করে দিয়েছি :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: দিয়েছি আপু :) এবার একটু হাসুন :)

৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: তুষার কাব্য বলেছেন: হুররে.....!!! শায়মা আপুনি ঘোষণা দিছে আমার টা আর আপুনির টা বেস্ট এখানে ।আপু যাও তুমি ফার্স্ট আমি সেকেন্ড :)

....ক্রেডিট গৌস টু মুন (এইটা কিন্তু চুপি চুপি বলছি নইলে আবার ছোড পোলাডার ভাব বাইরা যাইবো :|| B:-/ )




মুন তাইলে থার্ড!!!!

আর জুন আপুরটাও চাই। আমি দুইটা বই লিখবো!!!!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :| :-/


কেউ কিন্তু এইটার পক্ষে এখন কথা বলে নাই ;)

মুন এর বই কোনটার প্রচ্ছদ ভালো হইছে ? B-))

৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: হায়রে কপাল অপ্রকাশিততেও আমার কিছু নেই। #:-S

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সেলিম ভাই ভালো করে দেখেন।
;)
মেলার প্রথম দিনে সব বই কি মেলায় প্রকাশ হয়? মানুষ দেখতে পায়?

৫৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন:



এইটা জুন আপুর আরেকটা বই এর প্রচ্ছদ!


শিশুদের জন্য ইংরেজী মাসের নামগুলি( আমার নাম সহ :))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রচ্ছদ ভালো হয় নাই। বই এর নাম ভালো হইছে B-))

৫৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

আলম দীপ্র বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: হায়রে কপাল অপ্রকাশিততেও আমার কিছু নেই। #:-S

:( :(
না প্রকাশিতে না অপ্রকাশিতে !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :) :)

মেলার এখন ২৮ দিন বাকি

৫৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

মুহিব জিহাদ বলেছেন: আইচ্ছা, প্রচ্ছদে না হয় লন্ড্রি কর্তিক সাদা কাগজে ডালা দিয়েছি এইভাবে কারো কলিজায় ডলা লাগবে সেইটা ত বুঝতাম পারি নাইক্কা :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :-B :-B

৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টের প্রতিটি বই সংগ্রহ করতে হবে। টাকা পয়সার টানাটানিতে আছি সৌজন্য সংখ্যা পাইলে ভালু হইত। সাবির ভাই আর আমিনুর ভাইয়ের বই দুইটা বাধ্যতামূলক ভাবে দরকার।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অপ্রকাশিতব্য বই প্রবাসী ভাই !!! দেখা যাক আপনি কোনটা কিনতে পারেন কিনা?
;)

৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

ফিল্ড মার্শাল গালিব বলেছেন: ব্যাপক মজা পাইছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) B-)) B-))
ধন্যবাদ!

যুদ্ধ নিয়ে আপনার কোন অপ্রকাশিত বই থাকলে আপডেট দিতে পারেন ;)

৬২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

প্রবাসী পাঠক বলেছেন: অপ্রকাশিতব্য বই হইলেও এইগুলো অনেক শিক্ষামূলক বই মনে হচ্ছে। মুনের " আসুন বাবার দরবারে" বইটা না কিনার জন্য পরামর্শ দেয়া হইল। মুনের বইটা পরছি। পুরাই ফালতু ভণ্ড বাবা। মুনের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ব্যবস্থা নেয়া উচিৎ। এত আশা করে বাবার দরবারে গিয়ে দেখি ভণ্ড বাবা।

সাবির ভাইয়ের " কেন বিয়ে করবেন?" আর আমিনুর ভাইয়ের " ম্যারিড বাট এভেইলেবল " বই থেকে অনেক প্রয়োজনীয় জ্ঞান লাভ করা যাবে বলে প্রত্যাশা করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

বই এর নামকরণ করার দরকার ছিলো " আসুন ভন্ড বাবার দরবারে " B-)) B-))

সাবির ভাই আর আমিন ভাইর বই মনে হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে :-B

৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

নাইট রিডার বলেছেন: বইয়ের নাম : যখন শুধুই ব্লগার ছিলাম
লেখক :কাল্পনিক ভালবাসা
প্রচ্ছদ:
বইয়ের ধরণ :আক্ষেপ
ব্লগ লিংক : http://www.somewhereinblog.net/blog/mozaddid

নিম দার বইটা আমার বেশ কাজে লাগবে, সৌজন্য কপি না পেলে কিনেই পড়ব

পোস্ট লটকানো হোক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ নাইট রিডার ভাই।
পোস্টে আপডেট করা হয়েছে :)

৬৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন: অথৈ শ্রাবণের কমেন্টে দেয়া মুহিব জিহাদের বইয়ের প্রচ্ছদ করে দিলাম। আশা করি যথা সময়ে আপডেট দিবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

=p~ =p~
ধন্যবাদ মৃদুল ভাই

আপডেট করে দিয়েছি।

দেখতে ভালো লাগছে ;)

৬৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

মুহিব জিহাদ বলেছেন: হে খোদা এমন বাজে প্রচ্ছদ মাইনষে করে??? প্রচ্ছদ পছন্দ হয়নি X((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রচ্ছদ নাইস হইছে B-))

৬৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~আলটিমেট ফান ! =p~ =p~ =p~ |-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!! :-B :-P :-P

৬৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ প্রিয়তে।

কিন্তু আমার ব্লগ লিঙ্কে ক্লিক করলে শায়মা আপুর ব্লগে চলে যায়, বিষয়টি ষড়যন্ত্র / ভালো / নাকি ভালো না'র বিপরীত বুঝতে পারছি না!!!! ;)


প্রচ্ছদ-বিষয়বস্তু মিলিয়ে বই আমার বিখ্যাত মধুর মতোই কড়া হয়েছে ;) :#> :!> 8-| 8-| 8-|



অনেক ধন্যবাদ ও শুভকামনা ভ্রাতা :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ লুল ভ্রাতা B-)

লিঙ্ক নিয়ে বৈদেশিক ষড়যন্ত্র হয়েছে বলে এফবিআই জানিয়েছে।

৬৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ প্রিয়তে।

কিন্তু আমার ব্লগ লিঙ্কে ক্লিক করলে শায়মা আপুর ব্লগে চলে যায়, বিষয়টি ষড়যন্ত্র / ভালো / নাকি ভালো না'র বিপরীত বুঝতে পারছি না!!!! ;)


প্রচ্ছদ-বিষয়বস্তু মিলিয়ে বই আমার বিখ্যাত মধুর মতোই কড়া হয়েছে ;) :#< :!< 8-| 8-| 8-|



অনেক ধন্যবাদ ও শুভকামনা ভ্রাতা :)



অপুর্ণ ভাইয়া ডোন্ট ফরগেট আমার সন্মোহনী বা হিপনোসিস পোস্টের কথা। :P


তুমি মরসো........


অটো তোমাকে আমার ভুতগুলা নিয়ে যাচ্ছে আমার ব্লগে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

৬৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: :P :P :P :-B :-B ;) B-) B-) B-) =p~ =p~ =p~

৭০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা। দারুন মজা পেলাম। পোষ্টে পেলাস।+++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ B-)) B-)

৭১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

দীপংকর চন্দ বলেছেন: ভ্যাফক ভ্যাফার তো!

ঝাতির ঝন্য ঝরুরী বীশন!

শুভকামনা সকলের জন্য। অনিঃশেষ।

ফ্রতিটি ফুস্তকের ভ্যাফক ফাটক ফ্রিয়তা কামনা করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার কোন অপ্রকাশিতব্য বই থাকলে পোষ্টে আপডেট করাতে পারেন। :)

৭২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: শুধুু বলতে পারি দেশ থেকে দুরে মানে সবথেকেই দুরে।।
হাহাকার মনে বইমেলায় যেয়ে নিজের পছন্দসই বই না পড়তে পারার।। ব্যার্থতা কি শুধু আমারই??

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমার নেই জানা :)

ধন্যবাদ।
অনেক অনেক শুভ কামনা।

৭৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন:
আমার কবিতার বই প্রকাশিত ।।
মোড়ক উম্মুচন ১লা ফাগুন ।।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রকাশিত বই অপ্রকাশিত তালিকায় ঠাই পাবে কি করে? B:-)

৭৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: বসন্ত যায় বসন্ত আসে
আর কয়টি বসন্ত রইবো বেঁচে?

শুভ কামনা!

৭৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি কি পাখি নাকি যে ডাল ভাঙা নিয়ে কবিতা লিখবো । প্রচ্ছদ ভাল হয়েছে । প্রচ্ছদ শিল্পী বোধ হয় ভুত বা পেত্নি হবেন ।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: কবির কাছে কবির নিজ বইয়ের নামকরণের বিশ্লেষণ দেখে সত্যিই আশাহত হলাম। বইটি কেন অপ্রকাশিত পাঠক আপনারাই বুঝে নিন ;)

৭৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সুমন দা :)
নতুন বছর হোক সুখময়।

৭৭| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
আপনার ঈদ হয়েছে সুখের =p~

৭৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

দীপান্বিতা বলেছেন: :) :) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

৭৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: পোষ্ট মন্তব্য দু'টাই ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ঈদের শুভেচ্ছা।

৮০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাই। ভাল থাকা হোক ।

৮১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: হাহাহা।ব্যাপক মজা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ এত পুরনো পোস্ট সময় করে পড়ে যাওয়ার জন্য। :)

৮২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ও অনেক অনেক শুভ কামনা রইলো।

৮৩| ২২ শে মে, ২০১৬ রাত ৯:১৪

বিজন রয় বলেছেন: এবার নতুন পোস্ট দিন।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

৮৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

এডওয়ার্ড মায়া বলেছেন: কই মিয়া ??
ব্লগে আজকাল খুব দেখা যাচ্ছে।
কাম কাজ কমে গেলনি ??

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: জী ভাই। কাজ কাম একটু কম দেইখা সময় পাইতাছি। :)
আপনি কেমন আছেন?

৮৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: ফেবুতে রিকু দিছিওনেক আগে ।এক্সেপ্ট করেন না কিল্লাই ??

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক দিন ফেবুতে যাওয়াআসা হয়না। লগইন করলে এড করে নিবো :)

৮৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



আসলে তো আপনিও অনেকদিন কইছু লিখেননি; লিখুন, জেনারেশনের অংশ হোন!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: চেষ্টা করবো লেখার। ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.