![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আল্লাচালাইনা” আইডিওয়ালা জনৈক নাস্তিক রাসূলুল্লাহ (সঃ) কে শাব্দিক অর্থে ‘pedophile’ আখ্যা দিলেন মুক্তমনা সাইটের ‘কেনো ইসলামকে না বলবো’ শীর্ষক লেখায়ঃ
ইসলামের দাবী হচ্ছে “ইতিহাসের অন্যতম কুখ্যাত সেক্স অফেন্ডার হযরত আল্লার প্রেরীত পুরুষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। সে শিশুনির্যাতনের সাথে জড়িত ছিলো এবং সে এটা করে কোন অপরাধ করেনি।”
আমার জবাবঃ
আ’ইশার (রঃ) সাথে রাসূলুল্লাহ (সঃ) এর বিয়ে প্রসঙ্গে মন্তব্যটি করেছেন নাস্তিক্যবাদী জ্ঞানীটি। মেয়েদের বিয়ের যথার্থ বয়স কী পন্ডিতমন্য?
১৮? (বৃটেনে Consensual sex আইনসিদ্ধ)
১৭? (ফ্রান্সে Consensual sex আইনসিদ্ধ)
১৬? (জার্মানীতে Consensual sex আইনসিদ্ধ)
১৪? (ইটালীতে Consensual sex আইনসিদ্ধ)
না ১২ বছর? (নেদ্যারল্যান্ডে Consensual sex আইনসিদ্ধ)
১২ বছর বয়সী একটি মেয়ের সাথে যৌনকর্ম (Consensual sex) করা নেদ্যারল্যান্ডে বৈধ হলেও, অন্য দেশে সেটা শিশুনির্যাতনের আপরাধ। বোঝাই যাচ্ছে মেয়েদের যৌনকর্ম করার বৈধ বয়স নিয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন জাতির অবস্থান আলাদা। কিন্তু ইসলাম কী বলে? এই ধর্ম বলে, যে মেয়েটি বয়ঃসন্ধিতে পৌছাল সে একজন নারীতে পরিনত হলো এবং ঐ ঘটনাটাই (বয়ঃসন্ধি) ঐ মেয়ের (বা নারীর) বৈধ যৌনকর্ম (তথা বিয়ের) বয়সযোগ্যতার প্রমান।
আপনি কি জানেন রাসূলুল্লাহ (সঃ) এর যুগে আরবের মানুষের গড় আয়ু কত ছিল?
গড় আয়ু ছিল ৩০-৩৫ বছর (তুলনামূলকভাবে রাসূলুল্লাহ [সঃ] দীর্ঘজীবি ছিলেন)। মানুষেরা পরিবার শুরু করত বয়ঃসন্ধি পেরোলেই। ১৭ বছর বয়সী একজন যুবক পারিবারিক-সামাজিক-রাজনৈতিক অনেক দায়িত্ব নিতেন। আর মেয়েরা ঘরকন্নার কাজে পারদর্শী হয়ে উঠতেন ৬-৭ বছর বয়সেই (যে কাজে আজকের যুগের ২৪-২৫ বছর বয়সী নারীরাও ক্ষেত্রবিশেষে অদক্ষ) । ১৪০০ বছর আগের কোন মানুষের বিয়ের সিদ্ধান্তকে বৈধ/অবৈধ বিচার করবেন বর্তমান সময়ের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে! তাহলে তো আপনার যুক্তি পারিপার্শ্বিকতার অবিবেচনায় (inconsideration of context) অনুত্তীর্ন
আশা করি ইতিহাসের বইপত্র উল্টাইয়া দেখিবেন। [সংকলিত]
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
একরামুল হায়দার বলেছেন: গড় আয়ু ছিল ৩০-৩৫ বছর >> সাহাবীদের বয়স যোগ করে গড় বের করেন ঃ ভুল তথে মানুষকে বিভ্রান্ত করা মুনাফেকদের কাজ
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
ইউসুুফ্ রিয়াদ বলেছেন: খুবই ভাল , ধন্যবাদ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
দিশার বলেছেন: ভাই থামেন। এটা ইন্টারনেট এর যুগ , চাপাবাজি করে পার পাব যাবে না . আপনে চরম মিথ্যা তথ্য দিচ্ছেন .
Dutch law on 'huwelijk' (marriage) stipulates that both partners must be 18. (Article 31, Dutch Civil Code)
ডাচ , ফ্রান্স কোনো আইন য়ে আপনার দেয়া বয়স এর সাথে মিল নাই . মিথ্যুক
দেখেন কতবড় মিথ্যাবাদী, আয় কমেন্ট তারা ডিলিট করে দিসে!!
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
উপরঅলা বলেছেন: দোদূল্যমান বলেছেন: এটি একটি নিরাপদ লেখা। মডারেটররা আপত্তিকর কিছু পেলে, ডিলিট না করে আগে ব্লগারকে জানাবেন।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
ইবনে উজজা বলেছেন: মুহাম্মদ একজন শিশু বলাৎকারী বিকৃত রুচির পশু। বাহান্ন বছর বয়সে তাঁর
ছ্য় বছরের নাতনী তুল্য আয়শার প্রতি যৌন কামনা জাগ্রত হয়। আজকের জামানায় হলে এর জন্য পশুটার ফাসি হত।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
কামের কথা কন!! বলেছেন: মি: ইবনে উজজা you guys are stupid asshole before comments any thing about some one read carefully history and circumstance specially who is followed person by many peoples from long while it even not PHMSWS for all the person who hold pride for now and from long time. you guys need learn how to respect ppl and u guys work like resin and u guys making complex human relation. if you don't belive some thing no one can make you belive and if you belive some thing no one can make you unbelive.
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
দোদূল্যমান বলেছেন: @দিশার ভাই, একটু পইড়া কমেন্ট কইরেন। ঐ যুগে মানুষ অল্পবয়সী মেয়েদের বিয়ে করত। ঐটাই ছিল রীতি।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
দিশার বলেছেন: আপনার দেয়া তথ্যের ভুল ধরিয়ে দেয়ার পর ও যখন সংশোধন করলেন না তখন আর কি উত্তর দিব?
খাদিজা, সওদা ,জয়নব , এদের বয়স কত ছিল? রীতি যদি কম বয়সী বিয়ে করার থাকে, আর কোনো উদাহরণ তো দেখি না ...হাদিস কোরান ঘেটে
সর্বযুগের সর্ব মানবের আদর্শ, এত ভালো হয়ে থাকলে, আপনি নিজে পালন করে দেখান সুন্নত সব . ধন্যবাদ।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
দোদূল্যমান বলেছেন: @দিশার ভাই: তথ্য সংশোধন করেই লেখাটা রিপোস্ট করেছি।
খাদিজা, সওদা , জয়নব (আ’ইশা ছাড়া অন্যান্য) সবাই ছিলেন বিধবা। Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) had to transform the evils of the society by practice. The people shunned marrying widows especially if they already had children from their previous husbands. Rasulullah (Sallallaahu Álayhi Wasallam) married a widow and thereby changed the wrong ideology of the people. Likewise, he reformed the society that abused the orphans by caring for the orphans of the women he married.
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
দিশার বলেছেন: ভাই নিজে চিন্তা ভাবনা করেন , এগুলা ধানাই পানি বুঝায়ে লাভ নাই . ৯ বসরের বাচ্চা বিয়ের উদাহরণ অন্তত , ৪ খলিফার কারো নাই বলে আমি তাদের শ্রদ্ধা করি। বিধবা বিয়ে করে করে , সমাজ যে বিদবা বিয়ে উত্সাহিত করসে!! যে আল্লাহর নবীর মুখের কোথায় লক্ষ্য লক্ষ্য মানুষ এখনো প্রাণ দিচ্ছে , সেখানে কিসু নিষিদ্ধ করতে বা উত্সাহিত করতে তা খারাপ হোলে ও করে দেখানো লাগে?
নিজের বিবেক বুদ্ধি কে প্রশ্ন করুন, এই যুক্তি হাস্যকর কিনা, যেমন নিজের পালক পুত্রের স্ত্রী কে বিয়ে করা, পালক পুত্র নিজের পুত্র না জায়েজ করার জন্য!!
বা চিন্তা করুন ইহুদি রিহানার কথা, যার বাপ ভাই, চাচা কে সদ্য হত্যা করা হয়েছে . এখন সে কি নাচতে নাচতে বাসর ঘরে গেল, না কানতে কানতে? হাদিস তা পরা আসে ভালো করে ? পরে দেখবেন আশা করি .
চিন্তায় আসবে না . হৃদয় যে মোহর মারা আসে। কোরান এর কথা ...
১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
দোদূল্যমান বলেছেন: দিশার ভাইঃ আপনিও কিন্তু নাস্তিকদের সেই পুরানো কৌশল প্রয়োগ করলেনঃ মূল প্রসঙ্গ (আ'ইশার বিয়ে) এড়িয়ে গিয়ে অন্যত্র তর্ক করতেছেন।
আপনি বললেন '৯ বছরের বাচ্চা'। বাচ্চার ডেফিনিশনটা এইবার দেন দয়া করে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
দোদূল্যমান বলেছেন: এটি একটি নিরাপদ লেখা। মডারেটররা আপত্তিকর কিছু পেলে, ডিলিট না করে আগে ব্লগারকে জানাবেন।