![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রগতিশীল বাঙালি দু’ রাত ঘুমাতে পারেনি
মালালার কথা চিন্তা করতে করতে
অথচ খবর রাখে না তাঁর স্বদেশী কিশোরী
কাতরায় হাসপাতালের চার দেয়ালে।
মালালার নোবেলে মুখে ফোটে বিবৃতি
প্রাইভেট চ্যানেলে উপর্যুপরি
রাতভর মিষ্টি কথার ফুলঝুরি
(ওরে সুশীল, ওরে মোর প্রগতিশীল)
তোমার সুশীলত্বের কাছে হার মানি।
©somewhere in net ltd.