নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

মুক্তবুদ্ধির চর্চা, বাক-স্বাধীনতা এবং সংক্রামক ব্যাধি

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

আপনার বাবা-মাকে নিয়ে কোন ব্লগার পর্ণোগ্রাফিক ভাষায় চটিগল্প লিখলে আপনার কেমন লাগবে? অবশ্যই ভাল লাগার কথা না! এই ভাল না লাগাটা কিন্তু নিছক আবেগ না; এতে মনুষ্যত্ববোধ এবং একই সাথে যুক্তিবোধও আছে। একজন মুসলিম হিসেবে রাসূলুল্লাহ (সাঃ) কে নিজের বাবা-মা এবং নিজের জীবনের চেয়েও বেশী আমাদের ভালবাসতে হবে। (আর সেজন্যই ইসলাম আপনাকে বাব-মায়ের আদেশ অমান্য করতে দেবে যদি তাঁদের সেই আদেশ আল্লাহ ও রাসূলুল্লাহ (সাঃ) এর আদেশের বিপক্ষে যায়।)



যে মানুষটিকে নিজের বাবা-মা এবং নিজের জীবনের চেয়েও বেশী আমাদের ভালবাসতে হবে তাঁর অপমানে আমরা প্রতিবাদ না করে বরং মুক্তবুদ্ধি আর বাক-স্বাধীনাতার দোহাই দিয়ে চটিগল্প রচনাকারীদের পক্ষে সাফাই গাই, সমর্থন দিয়ে যাই। তাঁদের বিচারের দাবী না করে নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দেন কতিপয় গুনীজন! সংবাদপত্র তাঁদেরকে আমাদের সুশীল সমাজ নাম দিয়েছেন, আমাদের বিশিষ্টজন উপাধী দিয়েছেন! তাঁরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান!



মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা চটি লিখলে যদি প্রশাসন লেখককে ধরে নিয়ে যায়, বিশিষ্ট জনেরা কি বিবৃতি দেবেন লেখকের নিঃশর্ত মুক্তি চেয়ে, চাইবেন কি লেখকের মুক্তবুদ্ধিকে টুঁটি চেপে না ধরতে?



‘মুক্তবুদ্ধি’ আর ‘বাক-স্বাধীনাতা’র সংস্কৃতি যেই পাশ্চাত্যের কাছে আমাদের সুশিল-বিশিষ্টজনেরা শিখে এসেছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে চটি নয়, মাতাল অবস্থায় কিছু গালাগালি করায় লূক এঞ্জেল নামের এক ব্রিটিশ তরুনকে চির জীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয় ২০১০ এর সেপ্টেম্বরে। মার্কিন আমলারা নিশ্চয়ই আমাদের বিশিষ্টজনদের মত ‘মুক্তবুদ্ধি’ আর ‘বাক-স্বাধীনতা’ অত ভাল বোঝেন না!



হে বিশিষ্ট জনেরা! হে মোদের সুশীলেরা! আপনাদের ‘মুক্তবুদ্ধি’, আপনাদের ‘বাক-স্বাধীনতা’, আপনাদের বুদ্ধিজীবিত্বের কাছে মোরা হার মানি।



পশ্চিমাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন আমাদের গুনীজনেরা। কিন্তু ভাল জিনিস কতগুলো শিখেছেন? পরিশেষে, স্কুলে পড়া প্রমথ চৌধুরীর একটা কথা প্রসঙ্গতঃ মনে পড়ে যায়ঃ ব্যাধি-ই সংক্রামক, স্বাস্থ্য নয়।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

এস. এম. রায়হান বলেছেন: ‘মুক্তবুদ্ধির চর্চা’র মোড়কে মুক্তমনা ব্লগে ইসলাম বিদ্বেষের মহোৎসব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.