নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

"সাংঘাতিক বিপর্যয়" থেকে রক্ষা পেতে…

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

'অকালমৃত্যু' বলতে কোন কথা নাই; মৃত্যু যে কোন সময় আসতে পারে। তবে আল্লাহ পৃথিবীতে আমাদের অবস্থানের সময়কাল নির্দিষ্ট করে দিয়েছেন। কেউ তার নির্ধারিত সময়ের পূর্বেও চলে যাবে না বা সময় চলে আসলে কেউ মৃত্যুকে অপেক্ষা করিয়েও রাখতে পারবে না। মৃত্যুর সময় আমরা কেউ জানি না, সেটা জানেন শুধুমাত্র আল্লাহ। তাই আমাদের দৃষ্টিকোন থেকে “মৃত্যু যে কোন সময় আসতে পারে।”



অল্প বয়সে মারা যাওয়াটা দুঃখের হলেও, সেটার চেয়ে অনেক অনেক বেশি দুঃখজনক ও করুন হল অমুসলিম অবস্থায় পৃথিবী ছেড়ে অনন্তকালের জীবনে পাড়ি দেয়া। আখিরাতের অনন্তকালের জীবনে একমাত্র এবং কেবল একমাত্র সম্বল আক্বীদা (বিশ্বাস) ও আমল (সৎকর্ম)। আর তাই এই পৃথিবীর সুখ-স্বচ্ছন্দ্য-ক্যারীয়ার-সাফল্যের মোহে ২৪×৭ ব্যতিব্যস্ত হয়ে আক্বীদা (বিশ্বাস) ও আমল (সৎকর্ম)-এর চর্চার জন্য সময় বের করতে না পারাটা খুব-ই বিপজ্জনক।



মুসলিম অবস্থায় মরতে চাইলে, তাওহীদ শেখার কোন বিকল্প নাই। তাওহীদ শিখে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে।



প্রশ্নঃ আমরা তো মুসলিম অবস্থায় আছি-ই। তাওহীদ শেখার আমাদের কী দরকার? তাওহীদ তো শিখতে হবে হিন্দু, খৃস্টান, ইহুদী, বৌদ্ধদের…



উত্তরঃ 'তাওহীদ' সম্পর্কে স্ফটিকস্বচ্ছ ধারনা (crystal clear concept) থাকলেই কেবলমাত্র আমরা তাওহীদের সাথে সাংঘর্ষিক, তাওহীদকে ধ্বংসকারী (that which makes Tawheed NULL & VOID) শিরক, কুফরকে চিহ্নিত করতে পারব এবং এই জঘন্য পাপগুলো থেকে বেঁচে থাকতে পারব। আমরা নামায, রোযা, হজ্জ্ব, যাকাত ইত্যাদি ইসলামের বাহ্যিক ইবাদতে যতই নিয়মিত হই না কেন, আমদের তাওহীদ যদি আমাদের দ্বারা সংঘটিত শিরক, কুফর দিয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে ঐসব ইবাদত আল্লাহর কাছে নিশ্চতভাবে অগ্রহনযোগ্য। আমাদের তাওহীদ ধ্বংস হয়ে গেলে একজন অমুসলিমের (হিন্দু, খৃস্টান, ইহুদী, বৌদ্ধ ইত্যাদি) সাথে আমাদের কোন পার্থক্য থাকে না। আর অমুসলিমদের ওপর শরীয়তের কোন বিধান (নামায, রোযা, হজ্জ্ব, যাকাত ইত্যাদি) প্রযোজ্য থাকে না বলে, ঐ অবস্থায় আমল (সৎকর্ম) মূল্যহীন আল্লাহর নিকট। অমুসলিমরা অনন্তকাল জাহান্নামে বসবাস করবে--কোন দিন-ই আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করে এনে জান্নাতে ঠাঁই দেবেন না।



মুসলিম পরিবারে জন্ম নিয়ে অতঃপর অমুসলিম হয়ে যাওয়ার "সাংঘাতিক বিপর্যয়" থেকে রক্ষা পেতে আমাদের তাওহীদ শিখা দরকার। This knowledge of Tawheed is a SURVIVAL KNOWLEDGE.



আসুন তাওহীদ শিখি http://www.oiep.net/Publication/Detail/4 ও নিজেদেরকে বাঁচাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

দোদূল্যমান বলেছেন: নামে মুসলিম আমরা কিন্তু প্রতিনিয়ত শিরক, কুফর আর বিদআতে আপাদমস্তক নিমজ্জিত।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

একজন পথশিশু বলেছেন: Valo post.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.